এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.242.23 | ২৩ মার্চ ২০২১ ১৭:৪৫475254
  • "এটা হলো 'কেউ ভোটের আগে "বাঙালী অস্মিতা" চাগিয়ে তোলার জন্য ছড়াচ্ছে কিনা'এই অংশটুকুর রেসপন্স।"
    অ!
    কিন্তু কখনো এইজাতীয় নির্দেশিকা ভাইরাল হতে  দেখিনি। সম্ভবতঃ ভবিষ্যতেও দেখব না। আমি এখুনি এক প্রবাসী আত্মীয়র  কাছ থেকে এই প্রসঙ্গে মেসেজ পেলাম। ব্যাপারটা বেশ ছড়িয়েছে বোঝা গেল।

    পুনেতে ৯০ এর দশকে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। যারা নিজের নাম হিন্দিতে সই করতে পেরেছিল তাদের হিন্দি ভাষা শেখার জন্য ক্লাশ করতে হয়তে হয়নি।

  • b | 14.139.196.16 | ২৩ মার্চ ২০২১ ১৭:১২475253
  • কই ? বিজেপি তো সব আসনেই প্রার্থী দিয়েছে। 


    তাছাড়া ম্যাটার করে কি? ক্রেনিয়াস গ্রহের অ্যাং দাঁড়ালেও, ভোটটা আসলে উনিজীর জন্যে। (তৃণমূলও তাই, তবে ছোটো স্কেলে )। 


    যাগ্গে। মালদায় জোর হুইস্পারিং ক্যাম্পেন চলছে দিদিকে (বা মোদিকে ছাড়া অন্য কাউকে ) ভোট দিলে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাবে। 

  • র২হ | 2401:4900:3307:7932:fdc2:276d:43d0:26fa | ২৩ মার্চ ২০২১ ১৬:২৯475252
  • এটা হলো 'কেউ ভোটের আগে "বাঙালী অস্মিতা" চাগিয়ে তোলার জন্য ছড়াচ্ছে কিনা'এই অংশটুকুর রেসপন্স।

  • র২হ | 2401:4900:3307:7932:fdc2:276d:43d0:26fa | ২৩ মার্চ ২০২১ ১৬:২৬475251
  • বিজেপি যে প্রার্থী পাচ্ছে না, এতে রাজ্যপাল অপমানিত হলেন কিনা ভাবছি।


    হয়েছেন নিশ্চয়, অপমানে স্তব্ধ হয়ে গেছেন।

  • PT | 203.110.242.23 | ২৩ মার্চ ২০২১ ১৬:২৬475250
  • লে হালুয়া। কি কথার কি response!! এট বহু দিনের কেন্দ্রীয় সরকারী নীতি। বদলাতে কেউ চাইতেই পারে।

  • র২হ | 2401:4900:3307:7932:fdc2:276d:43d0:26fa | ২৩ মার্চ ২০২১ ১৬:১৭475249
  • সেই তো। অনেক বছর ধরে চলছে, তাহলে আর অসুবিধে কী। ভোটের মুখে নিজেদের কনসার্ন বা দাবী দাওয়া রাজনৈতিক দলগুলোর কানে তোলার চেষ্টা, এ আবার কোনদেশী ধারা।

  • PT | 203.110.242.23 | ২৩ মার্চ ২০২১ ১৬:০৭475248
  • @T
    এই নির্দেশিকাটি কেউ ভোটের আগে "বাঙালী অস্মিতা" চাগিয়ে তোলার জন্য ছড়াচ্ছে কিনা কে জনে। সমস্ত centrally funded সংস্থায় হিন্দি ভাষা ব্যবহারের নির্দেশিকা মাঝে মাঝেই আসতে থাকে। বহু বছর ধরে এই প্রথা চালু আছে। এখন হয়্ত একটু বেশী চাপ আসছে। স্থানীয়দের হিন্দি ভাষার ব্যাপারে সহায়তা করার জন্য সব সংস্থাতেই "রাজভাষা বিভাগ" থাকার কথা। হিন্দি অফিসারও থাকেন একজন কমপক্ষে।

  • dc | 122.178.20.28 | ২৩ মার্চ ২০২১ ১৫:৩৫475247
  • এদিকে মিঠুনদার নাম তো লিস্টে এলো না! গুরুকে এ কি অপমান!  

  • Ranjan Roy | ২৩ মার্চ ২০২১ ১৩:০৯475246
  • চতুর্ভুজ 


    ম্যাঁয় আপকী  উইটি কমেন্ট অউর সেন্স আফ হিউমারকে কায়েল হুঁ।


    মাইরি বলছি, যখন দেখি মনটা ভালো হয়ে যায়। হিংসেও হয়, ইস আমি যদি এরকম ---?

  • :|: | 174.251.169.217 | ২৩ মার্চ ২০২১ ১২:৪৬475245
  • এলসিএমের তিন ঘটিকা দেখে যা বুঝলুম উনি আমাদের মতো একে চন্দ্র দুইয়ে পক্ষ গুনে বড়ো হননি। নইলে পক্ষ প্রসঙ্গে তিনের ভাবনা আসা ... যাগ্গে! 

  • b | 14.139.196.16 | ২৩ মার্চ ২০২১ ১১:০২475244
  • কোমরের জোর থকলে এগুলো বাইপাস করা যায়। যেমন ধরুন আপিশিয়াল হিন্দি পক্ষ। বিশাল ধুমধাম, কম্পিটিশন, হিন্দিতে আবৃত্তি , প্রবন্ধ   কবিতা. বসে আঁকো ইত্যাদি ইত্যাদি। সেগুলোর পিছনে টাকা খরচ করে হিসেব হিন্দিওয়ালাদের পাঠানো হয়। সবাই খুশ। 


    এবারে জ্যাম পরীক্ষার চেয়ারম্যান সম্ভবতঃ ছিলেন আই আই এস সি-র দীপাঙ্কর চ্যাটার্জী।  অফিসিয়াল সই সাবুদ করেছেন বাংলায়। 

  • T | 103.151.156.66 | ২৩ মার্চ ২০২১ ১০:২৩475243
  • এটা ঠিক হিন্দিতে বিজ্ঞান চর্চার কথা বলছে না মনে হয়, যদ্দুর মনে হচ্ছে আপিশিয়াল কাজকর্ম হিন্দিতে করার কথা বলছে। একই রকম আপত্তিকর। এইসব ছাগলামোর স্যাটা ভাঙতে এই জায়গাগুলো কেন্দ্রের হাত থেকে রাজ্যের হাতে না নিতে পারলে কিছুই করা যাবে না। কী আর হবে, বড়জোর ফান্ডিং কমে যাবে। মেলা, খ্যালা, ধম্মভাতায় টাকা না জুগিয়ে বরং এইগুলোতে খচ্চা করলে আখেরে লাভ। বিই কলেজটা কেন্দ্রের হাতে তুলে দিয়ে জঘন্য ব্যাপার হ'ল। 

  • র২হ | 2401:4900:33b5:1822:9405:8cb1:5d4c:e918 | ২৩ মার্চ ২০২১ ১০:১১475242
  • @ যাই বলুন ০৩:০৫ - যা বলেছেন।

  • র২হ | 2401:4900:33b5:1822:9405:8cb1:5d4c:e918 | ২৩ মার্চ ২০২১ ০৯:৫১475241
  • ফেসবুকে দেখলাম  ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সে এই ইস্তেহার এসেছে। উচ্চশিক্ষার সংগে আমার দূরতম সম্পর্ক নেই, তেমন কিছু বলা সাজে না। কিন্তু এসব স্বখাত সলিল মনে হয় কিছুটা। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার উদ্যোগ কিছু হয়েছিল গত শতাব্দীর শুরুতে। বাঙালী তার স্বর্ণযুগে সেসবকে তেমন পাত্তা দেয়নি, খিল্লি তো এই সেদিনও করেছে। আজ বাঙালী লোকজনের মেধা আছে, হিন্দির টাকা ও রাষ্ট্রশক্তি আছে, আর বাংলা ভাষার আছে হাতে হ্যারিকেন। তো, কী আর হবে।


    একটা সময় দিল্লীর আমলামহলে বাঙালিদের বোলবোলা ছিল, এখন বোধয় তাও নেই।

  • b | 14.139.196.12 | ২৩ মার্চ ২০২১ ০৮:০৪475240
  • নিউ ইয়র্ক টাইমস থেকে ঃ 

    Dear Diary:

    I sold pizza from a stand at the New York World’s Fair in 1964. I charged a quarter a slice — highway robbery! — and most of my transactions were uneventful.

    Sometimes, though, when I would get down to two or three mismatched slices, I would get an order for just that many.

    Initially, I handed them over as is. That invariably led to complaints about one slice being so much smaller than the others.

    Eventually, I devised a solution. I trimmed the larger slices to match the smallest one so that they matched and served them that way. Then I would hold up the extra bit I had just cut off.

    “By the way,” I’d say, “here’s a little free bonus slice just for you.”

    Presto! Complaints turned into tips.

    — Fred Essenwein

  • &/ | 151.141.85.8 | ২৩ মার্চ ২০২১ ০৭:২৯475239
  • থ্যাংকু কেকে। ওসাইরিস আর সেথ তো ছেলে, তাই না? আর আইসিস আর নেপথাইস তো মেয়ে। হোরাসের ব্যাপারে আমার কনফিউজড লাগছে, এক গল্পে পড়েছিলাম ওসাইরিস আর আইসিসের ছেলে হোরাস, ওসাইরিস সেথের চক্রান্তে মারা যাবার পর আইসিস দৈবপাখি হয়ে ডানা নেড়ে বাতাস দিয়ে কিছুক্ষণের জন্য ওসাইরিসকে বাঁচিয়ে তুলে তাঁর সন্তানকে গর্ভে ধারণ করেন, সেই সন্তানই পরে জন্মায় হোরাস নামে, সে পিতার মৃত্যুর শোধ নেয় সেথের সঙ্গে যুদ্ধ করে।
    মনে হয় তাহলে ওটা অন্য ভার্সন।

  • kk | 97.91.195.43 | ২৩ মার্চ ২০২১ ০৭:০৯475238
  • অ্যান্ডর,
    মিশরের পুরাণ আমার খুব গুলিয়ে যায়। একে সম্পর্ক্গুলি খুব গন্ডগোলের। তারপর অনেক গল্পেরই দু তিনটে করে ভার্শন আছে। আমি খুব ভালো করে জানিনা। তবে ঐ পাঁচদিনে আকাশের রাণী নাত পাঁচজনের জন্ম দিয়েছিলেন। আইসিস, হোরাস, ওসাইরিস, সেট আর নেবুথো। প্রফেসীতে যেমন ছিলো এই সন্তানদেরই কেউ সুর্যদেব রা কে বিপদে ফেলবে তেমন হয়েওছিলো পরে। আইসিস ধুলো আর রা এরই থুতু দিয়ে একটা মস্ত বিষধর সাপ বানিয়ে সেটা সূর্যের আকাশ পরিক্রমার পথে রেখে দিলেন। সাপের গায়ে রা কখন পা দিয়েছিলেন তা জানিনা, তা সাপটা তাঁকে কামড়েও দিলো। এবার সেই বিষ নামায় কে? আইসিস নিজেই একজন হীলার ছিলেন। তাই তাঁকেই ডাকতে হলো। তিনি এসে চিকিৎসার নামে ছল-্চাতুরি করে রা এর অনেক খানি দৈব্শক্তি নিয়ে নিয়েছিলেন। সংক্ষেপে বললাম। তা মূল ব্যাপার এইই আর কি।

  • &/ | 151.141.85.8 | ২৩ মার্চ ২০২১ ০৬:০৬475237
  • কেকে, তুমি কি আজ আসবে এ  পাতায়? তোমার সেই মিশরীয় পুরাণ কাহিনি নিয়ে একটা প্রশ্ন ছিল? চাঁদের আলো জমিয়ে পাওয়া ঐ এক্সট্রা ৫ দিন পেয়ে রাণীর যে সন্তান জন্মাল, সে কে? সে কী করল?

  • &/ | 151.141.85.8 | ২৩ মার্চ ২০২১ ০৩:৫৯475236
  • ওদিকে টইতে দেখি হুমকী ধামকী দিচ্ছেন একজন।

  • &/ | 151.141.85.8 | ২৩ মার্চ ২০২১ ০৩:৩০475235
  • এল সি এম, কোথায়? কোথায় সেই ত্রিপাক্ষিক কার্টুন? ঈশ, কার্টুনের মতন জিনিস আছে দুনিয়ায়? অত্যন্ত ভালো জিনিস। ঃ-)

  • &/ | 151.141.85.8 | ২৩ মার্চ ২০২১ ০৩:২৮475234
  • আরে এইখানে আর কী দেখছেন 'যাই বলুন', ফেবুগ্রুপে একদিন একজন যেই না এইরকম কিছু লিখেছেন "লোকে বলে গুরুচন্ডালি নাকি প্রো-তৃণমূল", আর যায় কোথা! ঝাঁপিয়ে পড়েছে বিশাল বিশাল সব লোকেরা! মারাত্মক ক্যালাকেলি আর ক্যালাকেলি, যাকে বলে ক্যাকোফোনি, কিছুই বোঝা যায় না, সেই 'রাম ঘটাঘট ক্যাঁচাং ক্যাঁচ, কথায় কাটে কথার প্যাঁচ' টাইপের অবস্থা। কুরুক্ষেত্রের পরে একজন আস্তে আস্তে সঞ্জয়ের মতন বললেন, "দেখুন এতকিছু করেও কি আমাকে ছাড়া আর কারুকে কিছু আপনারা বোঝাতে পারলেন?" :-)

  • যাই বলুন | 185.245.86.230 | ২৩ মার্চ ২০২১ ০৩:০৫475233
  • তিনো-ছিপিয়েম খেউড় ছাড়া গুরু আর গুরু থাকেনা। যতই পোবোন্দো মাড়াও, কাব্যি মাড়াও, কমেন্ট নাই এনগেজমেন্ট নাই। হাহাকার করে করে হুতো ভাই বিমর্ষ হয়ে গেল। অরিনবাবু মাইরি কিউয়ি পাখির গপ্পো লেখা ছেড়ে দিলেন (ভদ্রলোক বুদ্ধভজনা করে সংসারের মায়া কাটিয়ে ফেললেন, ইদিকে কমেন্টের মায়া কাটল না, একি গেরো বলুন দিকি, কিন্তু সে যাক)। যেই কুমীরের গপ্পো  উঠল, অমনি হুহা কমেন্ট-ঝগড়া-কান গরমের হুমকি। মামুর কল পুউরো বিন্দাস।

  • lcm | ২৩ মার্চ ২০২১ ০২:৫৭475232
  • ত্রিপাক্ষিক ঝগড়া শুরু হয়ে গেছে, সেদিন আনন্দবাজারে না কোথায় ভোটের কার্টুন নিয়ে একটা প্রতিবেদন পড়লাম, তো দেখা যাচ্ছে প্রত্যেক দল, অন্য দুই দলকে ব্যঙ্গবিদ্রুপ করে ছবি আঁকছে, ছড়া লিখছে। টিভির বিতর্কের ভিডিও ইউটিউবে মাঝেমধ্যে আসে, কিন্তু সে জিনিস দেখা গেলেও শোনা যায় না, কারণ সবাই একসঙ্গে কথা বলে, এক প্রবল ক্যাকোফোনি ককটেল তৈরি হয়, অবশ্য দেখাও যে খুব ভালো যায় তা নয় - স্ক্রিনের বিভিন্ন অংশে বিভিন্ন ডিরেকশনে নানারকম খবর, অ্যাড চলতে থাকে, তাদের মধ্যে থেকে তিন চার জন একসঙ্গে তারস্বরে চেঁচাতে থাকে। 


    সেই তুলনায় কার্টুনে অন্তত দেখা যায়।

  • &/ | 151.141.85.8 | ২৩ মার্চ ২০২১ ০২:৪৬475231
  • ত্রিপাক্ষিক ঝগড়া জিনিসটা কীরকম হয়, সেই বিষয়ে আমার বহুদিনের কৌতূহল। এতটা কাল কেবল দ্বিপাক্ষিক ঝগড়াই দেখে/শুনে এলাম। ঃ-)

  • lcm | ২৩ মার্চ ২০২১ ০২:০০475230
  • এ সব কিছু না।

    সামনে ইলেকশন, আর ৬ সপ্তাহের মধ্যেই ভোট শেষ হয়ে ফলাফল বেরিয়ে যাবে। তার ওপর এবার আবার ত্রিপাক্ষিক লড়াই। এই সময় একটু উত্তেজনা তো স্বাভাবিক। ঘরের দোড়ে ইলেকশন, পুরোনো লোকজন আর তেমন লিখছেন না। পিটি একাই অনেকটা টানছেন। পলিটিশিয়ান, সিএস, রঞ্জনদা ...এনারা সঙ্গত দিচ্ছেন। কেউ কেউ বিভিন্ন নামে এসে লিখছেন।

    আসলে কে কি লিখবেন সেটা মোটামুটি আন্দাজ করা গেলে, তখন আর সেই ইয়ে থাকে না, তাই গুরুর ইলেকশন ভাট একটু প্রেডিক্টেবল হয়ে গেছে, মিইয়ে গেছে। একই জিনিস ঘুরেফিরে ।

    সোশ্যাল মিডিয়ায় তো এইসব সময়ে খিস্তি খেউড় এর বন্যা বয়, এবারেও বইছে, তবে আজকাল বোধহয় সবসময়ই এমন চলে, ইলেক্শনের সময় আর স্পেশাল কিছু মনে হয় না।

    নির্বাচনী লড়াই ত্রিপাক্ষিক হলেও, গুরুর তক্কো ঠিক ত্রিপাক্ষিক হচ্ছে না। বিজেপির পক্ষে তো কেউই নেই। ঠিক জমছে না।

  • S | 2405:8100:8000:5ca1::15:5c44 | ২৩ মার্চ ২০২১ ০১:৪৩475229
  • আর এইযে কম্পিউটারের আড়ালে গালাগাল দেওয়া, কানের গোড়ায় দেবো এসব কি সামনা সামনি করার ক্ষমতা আছে। আস্ফালন দেখে তো মনে হয়না।

  • S | 2405:8100:8000:5ca1::15:5c44 | ২৩ মার্চ ২০২১ ০১:৩৯475228
  • বুঝ্লাম যে আসল ইস্যুতে কিছুই বলার নেই। শুধু গালাগাল, অন্যের ফ্রাস্ট্রেশানের হিসাব, আর হোয়াই অ্যাবাউটারি। আমার হাতের অঢেল সময় দেখে যে নিজেরই ফ্রাস্ট্রেশান বেরিয়ে গেলো, সেটা বোধয় খেয়াল করেনি। আসল ইস্যুতে কিছু বলার আছে কিনা দেখি।

  • সিএস | 2401:4900:110d:2b71:1c07:c6ee:8970:a82e | ২৩ মার্চ ২০২১ ০১:১৮475227
  • প্রথম চেষ্টা হিসেবে বালখিল্য হয়েছে, পন্ডিতি ফলাও হয়নি।

    **** র মুখে মিথ্যে ছিল, বলে বেরিয়েছে

    ও টুম্পা, তাই শুনে শুনে  দাদারা সব খিল্লি করেছে।

    এটা চলতে পারে।

  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:48b0:6be:754f:fa89 | ২৩ মার্চ ২০২১ ০১:০৬475226
  • পিটির হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে।


    ও টুম্পা, দাদাদের বড্ড লেগেছে। :-D।

  • সিএস | 49.37.5.228 | ২৩ মার্চ ২০২১ ০০:৫৮475225
  • শুধু ছোটবেলার ছড়া শানাবেন না, টুম্পাগান মুখস্থ রাখুন বা নতুন টুম্পা লিখুন।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত