এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ramit Chatterjee | ২৮ জুলাই ২০২১ ০০:২৯484573
  • প্রচ্ছদ টা কোথায় দেখা যাচ্ছে ?

  • একক | ২৭ জুলাই ২০২১ ২৩:৫৮484572
  • তবে প্রচ্ছদ ভালোলাগেনি। আলাদা করে আঁকা হিসেবে দারুণ,  লেখার মিজাজের সঙ্গে বেমানান লাগচে। মোটা তুলি যতটা পল্লীর আয়তঘন অবয়বকে ধরেচে, নিমো গ্রামের আড্ডারংগীন রেখারঙ্গ থেকে ততটাই দূরে। 

  • র২হ | 49.37.39.126 | ২৭ জুলাই ২০২১ ২৩:৫৫484571
  • যাহ আমি কোথায় কন্ট্রোল ফ্রিক হলাম, বিশ্বজকে কন্ট্রোল করার ইচ্ছে মনে হওয়াতে তো বরং আমি ফ্রিক হচ্ছি! (বিশ্বজর টইগুলো ভয়াবহ জঞ্জাল এতে কোন দ্বিমত নেই)।

  • একক | ২৭ জুলাই ২০২১ ২৩:৫২484570
  • সুকির বই বেরুচ্চে,  অভিনন্দন !! 

  • এলেবেলে | ২৭ জুলাই ২০২১ ২৩:৪৮484569
  • ফোজ্জি (সবাই তাই লেখেন বলে লিখলাম, আশা করি কিছু মনে করবেন না) ও দ-দি অনেক ধন্যবাদ। আমি অপেক্ষা করতে রাজি আছি। 

  • | ২৭ জুলাই ২০২১ ২৩:৪২484568
  •  এই হুতো কেমন চোখের সামনে কন্ট্রোল ফ্রিকমত হয়ে যাচ্ছে। 

  • | ২৭ জুলাই ২০২১ ২৩:২৩484567
  • আমাদের সোর্সগুলোতে নেই ফোজ্জি। আমি দেখে নিয়েছি। 


    এলেবেলে, আমি কয়েকজনকে বলেছি। পেলে বা না পেলেও কাল এইরম সময় নাগাদ জানিয়ে দেব। 

  • 4z | 184.145.34.178 | ২৭ জুলাই ২০২১ ২২:২৫484566
  • এলেবেলে, একটু সময় দিন, দেখছি (যদিনা আগেই কেউ দিয়ে দেয়)।

  • অপু | 2409:4060:28c:d600::25c7:88b0 | ২৭ জুলাই ২০২১ ২২:০৭484565
  • এলেবেলে | ২৭ জুলাই ২০২১ ২১:১০484564
  • গুরুজনের কাছে মাত্র একটি লেখা চাইছি। কেউ সাহায্য করতে পারেন? খ, রঞ্জনবাবু, দ-দি বা অন্য যে কেউ? এই বিষয়ে যাঁরা আমার পূর্বসূরী সেই সৈকত কিংবা সোমনাথ রায় লেখাটার খোঁজ দিতে পারেন? এই সেই প্রবন্ধ -

    V. N. Datta – Sati: Widow Burning in India, Riverdale, 1988, pp. 19-70

  • aranya | 2601:84:4600:5410:1e5:3ed8:877f:2e76 | ২৭ জুলাই ২০২১ ২০:৩৫484563
  • 'লাভলিনা বরগোহাঞি বক্সিং এর কোয়ার্টার ফাইনালে গেছে' - এটা মিস ​​​​​​​করেছিলাম। ​​​​​​​ভাল ​​​​​​​খবর। ​​​​​​​নর্থ  ​​​​​​​ইস্ট ​​​​​​​রকস 

  • aranya | 2601:84:4600:5410:1e5:3ed8:877f:2e76 | ২৭ জুলাই ২০২১ ২০:৩২484562
  • ওরে পাঠক, কেন তুই এত গাধা 


    বৃথা তোর গলা সাধা 


    - কবি নেতাই, থুড়ি অরণ্য 

  • r2h | 2405:201:8005:9947:8c8d:55b8:5d18:1e59 | ২৭ জুলাই ২০২১ ২০:২১484561
  • পাঠকদের বলিহারি। খেরোর খাতায় রোজ কত কত লেখা বেরোয়, তার মধ্যে অনেক ভালো ভালো বেরোয় - সেসব কী করে পাঠকদের নজরে আনা যায় তা নিয়ে কর্তৃপক্ষ নাজেহাল।

    ওদিকে যেই বিশ্বজ লিখতে শুরু করলেন, অমনি সবাই দলে দলে তাঁর লেখায় শুধু মতামতই না, লেখা কপি করে ভাটে পেস্ট করে তা নিয়ে পর্যন্ত আলোচনা করতে শুরু করলেন। যেখানে বোঝাই যাচ্ছে লেখক জাস্ট খোরাক নিচ্ছেন বসে বসে।

    বিশ্বজ'র লেখায় প্রথম কমেন্টটাই বোধহয় আমার যদিও, কিন্তু ব্যাপারটা এরকমই।

  • aranya | 2601:84:4600:5410:1e5:3ed8:877f:2e76 | ২৭ জুলাই ২০২১ ১৯:৩৩484560
  • 'সহজ কিন্তু সরল নয়' - সৈকত উবাচ 


    'সহজ ও সরল এর সরল টা ধরেছে'- হানু ​​​​​​​উবাচ 


    'পড়লে মনে হবে শীর্ষেন্দুর কিশোরোপন্যাসের জগতে ঢুকে পড়া হয়েছে' - সৈকত ​​​​​​​উবাচ 


    'ধুস্স্স সুকির নিমো আর শীর্ষেন্দুর কিশোরপোন্যাসের গ্রামের মধ্যে কোনও দূরতম মিলই নেই' - দ উবাচ 


    বড় লেখকদের ক্ষেত্রে এই হয়, লেখার বিভিন্ন অর্থ বেরোয়, বিবিধ পাঠ প্রতিক্রিয়া :-)

  • syandi | 45.250.246.226 | ২৭ জুলাই ২০২১ ১৭:২০484559
  • &/, ইয়েস ম্যাম !

  • বোধিসত্ত্ব দাশ্গুপ্ত | 49.37.37.80 | ২৭ জুলাই ২০২১ ১৬:৪৮484558
  • হ্যাঁ কোন মিল ই নেই। এবং ফ্র‌্যাংকলি অনেক বেশি ইন্টারেস্টিং। ছায়া সুনিবিড় শান্তির নীড় গড়ার কোন রাবীন্দ্রিক প্রয়াস ও নেই। তবে সরল ও গোলগাল এর মধ্যে গোলগাল টা না ধরে শুধু সহজ ও সরল এর সরল টা ধরেছে, এতে আমার ছেন্ছিটিব অন্তরাত্মারূপী মোগাম্বো দাশগুপ্ত খুশ হুয়া। 

  • Ranjan Roy | ২৭ জুলাই ২০২১ ১৫:৪৮484557
  • ক্যাপ্টেন নিমো। কোন কথা হবে না। আদি এবং অকৃত্রিম। 

  • | ২৭ জুলাই ২০২১ ১৫:২৮484556
  • বলাই বাহুল্য আমি দুটৈ আনন্দ করে পড়ে থাকি। যেমন রাবড়ি আর ইলিশমাছ দুইই আহ্লাদ করে খাই। কিন্তু কেউ কারো সাথে তুল্যমূল্য নয়। 

  • | ২৭ জুলাই ২০২১ ১৫:০৯484555
  • ধুস্স্স সুকির নিমো আর শীর্ষেন্দুর কিশোরপোন্যাসের গ্রামের মধ্যে কোনও দূরতম মিলই নেই। দুটো সম্পূর্ণ দুই রকম। তুলনাটাই ভুল। 

  • b | 14.139.196.16 | ২৭ জুলাই ২০২১ ১২:২২484554
  • লাভলিনা বরগোহাঞি বক্সিং এর কোয়ার্টার ফাইনালে গেছে। সেমিফাইনালে গেলেই ব্রোঞ্জ।  আরেক নর্থ ইস্টার। 

  • dc | 27.62.89.136 | ২৭ জুলাই ২০২১ ১১:৫৪484553
  • সুকি ওরফে শীর্ষেন্দুর বই বেরলে অবশ্যই পড়বো :-)

  • bodhisattvagc dasgupta | ২৭ জুলাই ২০২১ ১১:০৪484552
  • গুরুচন্ডালি কমিউনিটির চাম্পিয়ন লেখক, সুকি কে অনেক অভিনন্দন আর অকুন্ঠ ভালোবাসা। সোনার হাত।  তার যেন অচিরেই একটা কবিতার বই ও হয়।

  • b | 14.139.196.16 | ২৭ জুলাই ২০২১ ১০:১৪484550
  • আচ্ছা একটা কথা বলি। কদিন আগে কোন একজন মিনিস্টার বললেন না যে অক্সিজেন শর্টেজ হয় নি কিম্বা অক্সিজেনের কারণে কেউ মারা যায় নি এরকম একটা কিছু। সেই নিয়ে বিস্তর চেঁচামেচি হল না মিডিয়া ইত্যাদিতে। 


    আমার একজন চেনা দিল্লিতে থাকেন, নানা মিনিস্ট্রিতে সফটোয়ার সাপোর্ট দেয়। তো তার প্রতিবেশী, করোনা আক্রান্ত হয়ে প্রায় ৪৫ দিন হসপিটালে ছিলো। প্রথমদিকে সব কিছুর শর্টেজ, অক্সিজেন শুদ্ধু। আমার চেনা ভদ্রলোককে সেই সময় ওনারা যোগাযোগ করেছিলেন । সে ও অন্য অনেকে সাহায্য করায় ভাগ্যক্রমে ভদ্রলোক রক্ষা পান। 


    এখন সেই ভদ্রলোক খুব জোর গলায় বলে বেড়াচ্ছেন, অক্সিজেনের শর্টেজের  কারণে কেউ মারা যায় নি, সবাই মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে মারা গেছে।


    কোন ওয়াশিং মেশিনে ব্রেনটা কাচা কে জানে ? আর এই সরকার ড্যাং ড্যাং করে টিকে থাকবে, শত্তুরের মুখে ছাই   দিয়ে। 

  • b | 14.139.196.16 | ২৭ জুলাই ২০২১ ০৯:৩৭484549
  • কোয়ার্টার ফাইনালে  না যাবার কোনো কারণ নেই। সেমিফাইনালে হবে কি না সেটা এখনো কালগর্ভে। 


    ২০০০ সালের সিডনি অলিম্পিকসের কথা। সেবার রাউন্ড রবিন থেকে টপ চারটে টিম সেমিফাইন্যালে গেছিলো। রাউন্ড রবিনের সবচেয়ে  খাজা টিম পোল্যান্ডের সাথে ড্র করলেই সেমিফাইন্যালে, এই রকম একটা অবস্থা ছিলো। ৫৮ মিনিট অবধি ড্র। ৫৯ মিনিটের মাথায় পোল্যান্ড একটা গোল দিয়ে দিলো। কি অবস্থা। 

  • aranya | 2601:84:4600:5410:9c30:8d94:c81d:99f5 | ২৭ জুলাই ২০২১ ০৮:৫৫484548
  • হকিতে স্পেন-কে ৩-০ , ঘুরে দাঁড়াচ্ছে মনে হয় 

  • aranya | 2601:84:4600:5410:9c30:8d94:c81d:99f5 | ২৭ জুলাই ২০২১ ০৮:৩৭484547
  • নিমো তো এখন আর শুধু সুকির গ্রাম নয়, আমাদের সকলের গ্রাম। 

    'পড়লে মনে হবে শীর্ষেন্দুর কিশোরোপন্যাসের জগতে ঢুকে পড়া হয়েছে' - শীর্ষেন্দু-র নাম ​​​​​​​চলেই ​​​​​​​আসে, ​​​​​​​ ​​​​​​​কাটানো ​​​​​​​মুশকিল :-)
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৭ জুলাই ২০২১ ০৭:৩১484546
  • নিমো একটি গ্রামের নাম। কলকাতা এবং মোগলসরাইয়ের মাঝখানে, কে জানে কোনো এক জায়গায়। ইদানিং মোগলসরাইয়ের অবশ্য নাম বদলে দিনদয়াল উপাধ্যায় না কি একটা হয়ে গেছে। মোগলাই পরোটার নামও বদলে যেকোনোদিন শ্যামাপ্রসাদ হয়ে যাবে, কিন্তু নিমো আদি ও অকৃত্রিম। কারণ তার নাম বিশেষ কেউ জানেনা। সে গ্রামের ফুটেজ খাবার একেবারেই কোনো কারণ ছিলনা। কিন্তু খেয়ে গেল। ** কারণ সুকান্ত ঘোষ। সে নিমো গ্রামে জন্মে শুধু কলকাতায় ঠ্যাং বাড়িয়েছে তা নয়, গোটা দুনিয়ায় দিগ্বিদিক চষে বেড়িয়েছে। খাওয়াদাওয়া করেছে বিস্তর, পড়াশুনোও করেছে গুচ্ছের, কিন্তু কিমাশ্চর্যমতঃপরম, এখনও সে নিমো গ্রামেরই ছেলে। এবং আশ্চর্য কলমে লিখে ফেলেছে নিমোর উপাখ্যান।

    সে এক অদ্ভুত জগৎ। সেখানে পরীক্ষায় ফার্সট হয়ে ফিরলে পাড়ার জ্যাঠা আশ্চর্য হয়ে বলেন, "দেশটার কালে কালে কী অবস্থা হল"। প্রাইজে বই পেলে বাড়িতে আলমারি বানাতে হবে বলে গুচ্ছের গজগজ হয়। সে ছেলে পরে দুনিয়াদারিও করে। কিন্তু তাও বস্তুত নিমোরই গল্প। ক্যাপ্টেন নিমো যেমন দুনিয়া ঘুরলেও তাঁর আসল ঠিকানা ছিল নিজের সাবমেরিনই, এ অবিকল তার বাংলা সংস্করণ। বাংলা বলতে, মাটির কাছে, সস্তা মদের মতো কিকসমৃদ্ধ, দেশজ যা খুশি বুঝতে পারেন। কিন্তু যাই বুঝুন, এর স্বাদই আলাদা। পড়লে মনে হবে শীর্ষেন্দুর কিশোরোপন্যাসের জগতে ঢুকে পড়া হয়েছে। কেবল তফাত একটাই। এখানে বানানোর কিছু নেই। চরিত্রগুলি একেবারে জলজ্যান্ত। তারা গ্রাম্য কিন্তু বুদ্ধিদীপ্ত। সহজ কিন্তু সরল নয়। সবার উপর, নিখাদ সত্য। সুকান্ত গুল কিছু দেয়নি তা নিশ্চয়ই না, একটু আধটু টেরিয়ে বেঁকিয়ে না লিখলে উপাখ্যান হয়না, কিন্তু আখ্যানের সত্য বলে কিছু যদি হয়, সেখানে সুকান্ত আস্ত যুধিষ্ঠির।

    সেই কারণেই এই লেখা গ্রাম নিয়ে ভেঙে দেয় সমস্ত স্টিরিওটাইপ। গ্রাম মানেই সরল গোলগাল চাষীভাই নয়। গ্রাম মানেই জোতদার বনাম ভূমিহীনদের শ্রেণীসংগ্রাম নয়। গ্রাম মানেই কেবল অদ্ভুত এক কথ্যভঙ্গী নয়। গ্রাম এক আস্ত অন্য রিয়েলিটি। অদ্যাবধি লেখা অন্য কোনো আখ্যানে এ জিনিস পাওয়া গেছে বলে বিশ্বাস হয়না। এটা অতিশয়োক্তি নয়। এই লেখার কিছু অংশ পর্বে পর্বে প্রকাশিত হয়েছে গুরুচণ্ডালির পাতায়। যাঁরা পড়েছেন, মন্তব্য লিখেছেন, তাঁরা সকলেই এর সঙ্গে একমত হবেন। ফলে এ শুধু একটি গ্রামের কথা নয়। এমন এক বাস্তবতার কথা, নাগরিক দৃষ্টি থেকে যা এখনও অনাস্বাদিত।

    হ্যাঁ, বইটা এবার আমরা প্রকাশ করছি। খুব শীগগিরই। গুরুর পাতায় আর নতুন করে বলার কিছু নেই, তবুও বলে দেওয়া যাক। যেকোনো বইই আমাদের কমিউনিটির প্রকল্প। অন্যান্য বইয়ের মতোই বইটি প্রকাশের ব্যয়ভার সম্পূর্ণ বা আংশিক যদি কেউ বহন করেন, তো অবশ্যই জানাবেন। এখানে, বা মেলে। [email protected] । তাতে বাংলা গদ্যের কিঞ্চিত উপকার হলেও হতে পারে। কারণ, এ তো একটিই গ্রামের কথা নয়। গ্রাম সংক্রান্ত দৃষ্টিভঙ্গীর কথা। যে চোখ আমাদের পাল্টাতে হবে। নিমো একটি গ্রামের নাম হলেও, নিমো তো কোনো একটিই গ্রামের নাম নয়।

    ** বাক্যটি ভূমিকায় লিখেছেন ন্যাড়াবাবু । খুব পছন্দ হওয়ায় আপন করে নেওয়া গেল। উনি কেন লিখেছেন, সে ওঁকে জিজ্ঞাসা করুন।
  • &/ | 151.141.85.8 | ২৭ জুলাই ২০২১ ০৫:১৮484545
  • আজ ভাটিয়ালি এমন নিঃশব্দ কেন? কেকে, ব্রতীন, সে, ন্যাড়া, চতুর্মাত্রিক, যদুবাবু, স্যান্ডি প্রভৃতিরা আর অসংখ্য নিননি ---তাঁরা কই? ঃ-)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত