এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌশিক ঘোষ | ২১ অক্টোবর ২০২১ ০০:৩৩489021
  • বোধিসত্ত্ব-র ৪ নম্বর পয়েন্টে "কিন্তু মূলত এখনো বেশিটাই..."  থেকে "...মানুষ সম্পর্কে সন্দিহান" পর্যন্ত টাইপে মনে হচ্ছে গন্ডগোল আছে। ওর পরের খানিকটাও একটু খাপছাড়া লাগছে।
    সব মিলিয়ে পুরো লেখাতেই space key  এবং enter key ব‍্যবহার করায় গন্ডগোল অনেক জায়গায়।
     
    বোধিসত্ত্বর লেখা নিয়মিত দেখতে পাই, কখনো এমন হয় না। সত্যিই বোধিসত্ত্ব লিখলেন ? নাকি অন‍্য কেউ একই নামের, বা বোধিসত্ত্বর নাম ব‍্যবহার করে লিখলেন ?
     
    নামের বানানও তো যাঁর লেখা দেখতে পাই সেই বোধিসত্ত্ব যে বানান লেখেন তা নয় মনে হচ্ছে।
  • &/ | 151.141.85.24 | ২১ অক্টোবর ২০২১ ০০:৩০489020
  • আর কৌশিক, আমি তো শুধু & না, আমি &/ অর্থাৎ কিনা অ্যান্ডর। ঃ-)
  • &/ | 151.141.85.24 | ২১ অক্টোবর ২০২১ ০০:২৬489019
  • সু উ উ র :-)
  • &/ | 151.141.85.24 | ২১ অক্টোবর ২০২১ ০০:২৬489018
  • কৌশিক, বাপরে হ্যানিবলের অনেক হাতি তো! বলছে সাঁইত্রিশ কি আটত্রিশটা।
    https://www.nytimes.com/1984/09/18/science/the-mystery-of-hannibal-s-elephants.html
    প্রিয় হাতিটার নাম নাকি সুরাস, এঁরা বলছেন নামটা নাকি সিরিয়ান বোঝাতে(আমার মনে হল হ্যানিবল ডাকতেন, 'সুর'। সু উ উ উ স বলে ডাকলেই শুঁড় উঁচিয়ে বৃংহন করতে করতে দৌড়ে যেত সুর। ঃ-))। আমার যদ্দূর ধারণা হল এইগুলো আলেকজান্ডারের আমলের কীর্তি। সেই আমলে ওই (সেই যে রাজার সঙ্গে রাজার ব্যবহার, বিরাট পুরু বললেন আলেক্সকে, সেইখানেও পুরু হাতিতে চড়ে আর আলেক্স তাঁর ভালো ঘোড়ায় )সেটল করা গ্রীকরা ভারত থেকেই নিয়েছিল, তারপরে পালনপোষণ করেছে। সেই হাতিদের ছেলেপিলে নাতিপুতিরা পরে হ্যানিবলের দলে বীরের মতন যুদ্ধ করেছে। :-)
  • কৌশিক ঘোষ | ২১ অক্টোবর ২০২১ ০০:১০489017
  • জল নিয়ে বাচ্চা হাতির খেলার ভিডিওটা ব‍্যাপক হয়েছে
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.39.86 | ২১ অক্টোবর ২০২১ ০০:০৯489016
  • বিঃ দ্রঃ পাঠকদের মধ্যে  যারা বাংলাদেশের লোক বর্তমানে প্রবাসী ও অত্যন্ত স্থায়ী ভাবে সেফ আছেন কোন টেনশনে নেই  , শুধু তাদের কেই কিছু প্রশ্ন জিগ্যেস করছি শুধু তারাই পড়বেন , কোন ডিরেক্ট উত্তর চাই না, শুধু প্রশ্ন ধরে পেপার ও বই সাজেস্ট করবেন। প্রশ্ন গুলো এমন কিসু না, উত্তর ও গোপন কিসু তথ্য হবার কথা না , উত্তর দিয়ে আপনার বায়াস প্রকাশ পাইলে যদি আপনাদের পরিবারের বিপদ হয় উত্তর দেবেন না।  
     
    তাই প্রশ্নগুলির ব্রডলি, মেডিয়া বায়াস , রিয়্লায়েবল ক্রাইম স্ট্যাট্স আর নিউট্রালিটি অফ কমিউনিটি পোলিস ফোর্স নিয়ে। 
     
    আমার আসলে মনে হয়েছে এবার আপনাদের দেশের পুলিশ খুব দায়িত্ত্ব নিয়ে কাজ করেছে এবার, এটা কি সব সময়েই এরকম, না ঐ কাফের ঘটনার পরে অনেক ইম্প্রুভ করেছে।    
     
    ১ - আপনাদের বড় মেডিয়ার  (কাগজ ও টিভি ), সিন টা কি? কার এডিটোরিয়াল লাইন কোন রাজনৈতিক দল / রাজনৈতিক বা অর্থনৈতিক মতাদর্শ / বা ক্লিকবেইট ভিত্তিক পপুলিস্ট বা ব্যবসায়ী গোষ্ঠীর স্বর্থ সিদ্ধিতে নির্লজ্জ / রিজিওনাল স্বার্থের পক্ষে,  কাদের নিউজ বিদেশী ব্রডশীট  সংগে তুলনীয়  , কাদের ট্যাবলয়েড বলা চলে, কারা সরাসরি সাম্প্রদায়িক দের পক্ষে, কারা সরাসরি সাম্প্রদায়িক দের বিপক্ষে, কাদের মেন স্ট্রীম বলা যায়, কাদের সার্কুলেশন ডেটা কিরকম। এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে কি ধরণের সোর্স দেখবো? আপনাদের ওদিকে মেডিয়ায় মেজরিটারিয়ান এক্সপ্রেসন কি আমাদের মতই প্রকট নাকি মেডিয়া বিশেষে টেম্পার্ড ? নাকি সংখ্যালঘু মেডিয়া পার্সোনালিটি দু চাইরজন যারা আছেন, তারা কড়া ন্যাশনালিস্ট হয়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে খানিকটা চাপে থাকেন? 
     
    ২ আজ পড়লাম, ৩২ হাজার পুজো এবার হয়েছে, তাতে ৭০ টি পূজামন্ডপে হামলা হয়েছে, আর আবাউট ৮০ টা দোকানে লুটপাট হয়েছে মারামারি হয়েছে ,এই নামবার টা মোটামুটি ভেরিফায়েবল?
     
    ৩/ আমাদের দেশে মুসলমান ফিজিকালি বা আইনি মার খেলে আপনাদের দেশে জেনুইন প্রোটেস্ট কারা করে। মানে জেনেরালি ? উচ্চশিক্ষায়, যুক্তিবাদী আন্দোলনে, দলিত দের উপরে মনুবাদী , ভাষা আধিপত্যবাদী দের অত্যাচার ও ডিরেকটেড ক্যাম্পেন ইত্যাদি হলে ? এনার সি , সি এ এ র মত জঘন্য আইন নিয়ে আপনাদের ওদিকে কিরকম প্রোটেস্ট হয়েছে ? 
     
    ৪। আপনাদের দেশে যহেতু সিভিল ওয়ারের ইরিহাস আছে, সিভিল লাইন সিকিউরিটি , পুলিশ, প্রসিকিউশন সারভিস , লোয়ার জুডিশিয়ারি ইত্যাদির মধ্যে অন্তত রিলিজিয়াস র‌্যাডিকালাইজেশন আশ্চর্যের কিছু না। সেটার ব্যাপারে সিরিয়াস আকাডেমিক পেপার কি আছে?    আমাদের দেশেই প্রশাসনের মধ্যেই লোয়ার জুডিশিয়ারি তেও হিন্দুত্ত্ববাদী র‌্যাডিকালাইজেশন বেড়েছে এরকম এভিডেন্স মাঝে মাঝে পাওয়া যায়,  কিন্তু মূলত এখনো বেশিটাই যাকে বলে মেজরিটারিয়ান রাষ্ট্রবাদী, এসটাবলিশমেন্টের পক্ষে, যে কোন ধরণের মাইনরিটি ব , অপ্রেসন এর শিকার, গরীব মানুষ সম্পর্কে সন্দিহান, জেন্ডার সেন্সিটিভিটির বালাই নাই বেশির ভাগ ক্ষেত্রেই , আর প্রচন্ড রাজনৈতিক হস্তক্ষেপে কাজ করতে ও দুর্নীতি, ফেভার দেওয়া নেওয়ায় অভ্যস্ত । সুতোরাং প্রকৃত ইন্ডিপেন্ডেন্স পেলে, রাজনৈতিক হস্তক্ষেপ সরে গেলেও মতাদর্শগত কনজারভেটিজম থেকে যাবে কিনা বলা কঠিন।    সেদিক থেকে আপনাদের কমিউনিটি পোলিসিং কিরকম। নাকি অতি টেকনিকাল অতি কেন্দ্রীয় বাহিনী যেগুলি আছে  তাদের ছাড়া আর কারো উপর মানুষের ভরসা নাই? 
     
    কোন সমস্যায় পড়েন চাই না। আর এরকম বোকা বোকা আউট সাইডার প্রশ্নের উত্তর  দেওয়াও বিরক্তিকর ও হতে পারে। অন্তত প্রশ্ন গুলো ডকুমেন্টেড রইলো, কেউ এদেশের জার্নালিস্টিক গবেষণার সময় চোখ বুলোতে পারে। মানে অন্য কেউ তো আমার সাজেশন নিয়ে করবে না, তাদের বয়ে গেছে হয়তো আমি ই করবো :-)))) 
     
     
  • কৌশিক ঘোষ | ২১ অক্টোবর ২০২১ ০০:০৮489015
  • @&
    আফ্রিকার হাতিকে পোষ মানানোর কথা পড়ে যা মনে পড়লো :
    কার্থেজ আর রোমের মধ্যে সিসিলির দখলদারি ইত্যাদি নিয়ে যে ঝামেলা হয়েছিলো, সে সময় তিনবার বড়োসড়ো যুদ্ধ হয়। দু নম্বর যুদ্ধের সময় কার্থেজের সৈন‍্যবাহিনীর মাথায় ছিলেন লেজেন্ডারি হানিবল। এবং হানিবল রোমকে বেগ দিয়েছিলেন তাঁর হাতিবাহিনী দিয়ে।
    ইউরোপে তখনও পর্যন্ত হাতি নিয়ে ফার্স্ট হ‍্যান্ড নলেজ ছিলো না, এমনকি পরাক্রমী রোমান বাহিনী হাঁ হয়ে গেছিলো এইটা ভেবে যে এই পাহাড়ের মতো জন্তুর বিরুদ্ধে লড়াইয়ের উপায় কি ? হানিবল এবং তাঁর আল্পস পেরিয়ে রোম অভিযান খ্রীস্টের দেড়-দু'শো বছর আগের কথা।
    তো এই গোটা ব‍্যাপারটায় হাতিকে পোষ মানানোও আছে, আবার সে হাতি আফ্রিকার হওয়াই স্বাভাবিক। নিশ্চয়ই বহুদূরের ভারত থেকে হাতি আমদানি করা হতো বলে মনে হয় না। 
  • কৌশিক ঘোষ | ২০ অক্টোবর ২০২১ ২৩:৩৮489014
  • @b 
    অজস্র ধন‍্যবাদ। লক্ষ্মীঠাকুরের হাতে ডাঙ্গশ, এইটা এতো বেশি মন জুড়ে ছিলো যে অম্ভোজ'র দিকে আর চোখই পড়েনি, ফলে চার নম্বর হাতের হিসেবটাও মিলছিলো না। সূত্র দিয়ে আপনি চাপ কমিয়ে দিলেন।
     
    @ দ এবং &
    আপনারা চিন্তার একটা নতুন রাস্তা খুলে দিলেন। ধন‍্যবাদ জানবেন।
     
    By the by, দ এবং & লেখার মধ্যে '...এবং &' দেখতে কি খুব ভালো লাগছে ? উল্টিয়ে লিখি যদি, তাহলে '& এবং দ'... এবং আর &  এ দুটো পরপর... উঁহুঃ, চলবে না।
    ছদ্মনাম পাল্টান।
  • | ২০ অক্টোবর ২০২১ ২৩:২৫489013
  • ইহ আমার আজ কল্পায় থাকার কথা ছিল।
    ধুসস ভেউউ
  • Abhyu | 198.137.20.25 | ২০ অক্টোবর ২০২১ ২২:২১489012
  • হাতির ভিডিও দেখতে চাইলে এইটে দেখুন। কিন্তু তারচেয়ে বড় কথা হল আজ রাতে কি বোতিন্দা হুংকার দিয়ে পাড়া জাগাচ্ছে? তার আপডেট কই?
  • &/ | 151.141.85.8 | ২০ অক্টোবর ২০২১ ২২:১১489011
  • একটা খুশিয়াল বাচ্চা হাতির ভিডিও দেখুন। খুব খেলছে জল পেয়ে। খেয়াল করবেন খুশির স্কুইক স্কুইক আওয়াজগুলো।
  • &/ | 151.141.85.8 | ২০ অক্টোবর ২০২১ ২২:০৬489010
  • হাতি ফাঁদে ফেলে ধরা খুব খারাপ। বাচ্চা হাতি পড়ে যায় গর্তে, একেবারে মানুষের বাচ্চার মতন কাঁদে। দলের সবাই চলে গেলেও বাচ্চা হাতির মা তখন রয়ে যায়। ফাঁদে ফেলে যারা ধরে, তারা তখন মা আর শিশু দুইজনকেই ধরে ফেলে। পোষ মানায়। মুক্ত, বন্যপ্রাণী বন্দী হয়ে দাসত্ব করে। আফ্রিকার হাতিরা নাকি পোষ মানে না, ওদের ধরে বেঁধে রাখলেও ওরা বশ হয় না। খাওয়া বন্ধ করে দেয়। প্রায়োপবেশন করে মরে যায়।
  • | ২০ অক্টোবর ২০২১ ২১:৫৫489009
  • ময়মনসিংহে  বহুযুগ আগে হাতিখেদা আন্দোলন হয়েছিল। বছরের নির্দিষ্ট সময় গারো পাহাড় থেকে হাতিরা নেমে এলে রাজার আদেশমত তাদের ফাঁদে ফেলে ধরে দিতে হত। এই হাতি ধরতে গিয়ে তারা চাষ করতে পারত না, বছরের ফসল উঠত না। একসময় তারা বেঁকে বসল। হাতিখেদা বন্ধ। 
  • &/ | 151.141.85.8 | ২০ অক্টোবর ২০২১ ২১:৪৯489008
  • পাশ, অঙ্কুশ---এইগুলো দেখে মনে হয় এঁরা কৃষি ও পশুপালনের সময়ের দেবদেবী। র‌্যাঞ্চের লোকজন। জমিতে চাষাবাদ করেন, বুনো গরু টরু মোষ টোষ এলে ল্যাসো দিয়ে ধরে ফেলেন। পোষ মানিয়ে পরে দুধ মাংস খান। হাতি এলে ধরে পোষ মানান, পিঠে চড়ে ঘোরেন। মানে যাকে বলে উইন-উইন। চাষকে চাষও হল, আবার প্রচুর বুনো পশু পোষ মেনে রয়ে গেল, দুধ মাংস গাড়ি সব পাওয়া গেল। ঃ-)
  • | ২০ অক্টোবর ২০২১ ২১:৩৮489007
  • বাহনগুলোকে বেঁধে রাখত হয়ত পাশ দিয়ে। 
  • &/ | 151.141.85.8 | ২০ অক্টোবর ২০২১ ২১:৩১489006
  • আচ্ছা, এই যে দেবদেবীর হাতে পাশ থাকে, এই পাশ কি ল্যাসো ধরণের কিছু? দড়ির ফাঁস? যা দিয়ে গরু, মহিষ ইত্যাদি ধরা হত?
  • b | 117.205.197.107 | ২০ অক্টোবর ২০২১ ২১:১৮489005
  • কৌশিক , শ্লোকটা হল পাশাক্ষমালিকাম্ভোজসৃণিভিঃ 
    এখানে অক্ষমালিকা আর অম্ভোজ সন্ধি হয়েছে। অম্ভোজ মানে পদ্ম। 
  • r2h | 2405:201:8005:9947:571:a2d6:ba67:eca6 | ২০ অক্টোবর ২০২১ ২১:১০489004
  • বাঘাযতীনে আমাদের পাশের বাড়িতে দুই ভাই ছিল, ওদের নাম লালু আর ভুলু, পাড়ার সবাই ওদের চিনতো। শান্তশিষ্ট ভালো ছেলে। ওদের এক দাদা ছিল, আর একটা ছোট ভাই, দুটোই মহা বদ, পাখোয়াজ, তৈরি ছেলে। কিন্তু ওদের নাম কেউ জানতো না। আসলে মনে রাখতো না; যে বাড়িতে এমন চমৎকার জোড় মেলানো নামের দুই ভাই আছে সেই বাড়িতে মিল ছাড়া নামের লোকেদের নাম আর কে মনে রাখবে।

    লালু শুনে মনে পড়লো।
  • | 2406:7400:63:6841::100 | ২০ অক্টোবর ২০২১ ২১:০৯489003
  • আবার ? বলেছি না সবসময় ওটা নিয়ে ভাবতে নেই | 
  • | 2a0b:f4c0:16c:1::1 | ২০ অক্টোবর ২০২১ ২১:০৬489002
  • ব্যপার হল পোঁদে আঙুল দিতে কি ভালই লাগে। সেই ছোটবেলায় মা শিখিয়েছিল আঙুল দিয়ে আলতো করে খুঁচিয়ে নাকের কাছে এনে শুঁকতে। ওটাই করি।
  • | 2406:7400:63:6841::100 | ২০ অক্টোবর ২০২১ ২০:৫৮489001
  • নতুনরাও আসলে লালু পরিবার থেকে আসা লালু বাচ্চা | তাদের ফার্স্ট বয় তো কংগ্রেস এ গেলো | বাকি গুলোকে কেউ অফার করছে না | তাই ফেবু তে বিপ্লব করছে | এদের প্লেসমেন্ট হবে না |
  • কৌশিক ঘোষ | ২০ অক্টোবর ২০২১ ২০:৫৪489000
  • @&
    এগজ‍্যাক্টলি তেইশটা হাতি থাকে এমন না, তবে ঐরকমই তো সব বর্ণনা থাকে।
    এই যেমন ধরুন দুই কানে দুটো বাচ্চার ডেডবডি ঝুলছে, মানে দুটো বাচ্চার ডেডবডি হলো গে' দু'কানের দুল... এরকম ধরনের কথা তো থাকে।
    সম্ভব অসম্ভবের কথা ভাবছি না, ঘাঁটলে পরে এইসবের মধ্যে পুরনো সেই দিনের কথা বেশ কিছু পাওয়া যাবে মনে হয়।
     
  • &/ | 151.141.85.8 | ২০ অক্টোবর ২০২১ ২০:৫০488999
  • ব্রতীন, তুমি রাত্রে হুঙ্কার দিয়ে লোকেদের জাগাও? লোকে রাগ করে না? ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২০ অক্টোবর ২০২১ ২০:৪৯488998
  • এই আঁতেল্লালুদের বলে কী করবেন? এরা দেরিনেরুপামুক্কামুক এইসব নিয়ে হাব্বুডুব্বু। আসল লোকদের খেয়াল করুন । যেসব নতুন তরুণ তরুণী কাজ করছে তাদের খেয়াল করুন। মুশকিল হল বুড়োরা ঐ তরুণ তরুণীদের খাটিয়ে মারল, কিন্তু কাজের কাজ কিছু হল না।
  • &/ | 151.141.85.8 | ২০ অক্টোবর ২০২১ ২০:৪৩488997
  • আরে আট বছর পরে কিনা আপনারা ধারাবাহিকের খোঁজে এলেন? সেই লেখক তো এখন বিখ্যাত, বহু উপন্যাস বেরিয়েছে বই হয়ে। কিছু উপন্যাস থেকে সিনেমাও হয়েছে। একটা উপন্যাস থেকে তো পুরো কাহিনি মেরে দিয়ে সিনেমা হয়ে গেছিল পাশের দেশে। লেখককে বিন্দুমাত্র জানায়ও নি, আরো সাংঘাতিক ব্যাপার যে লেখক হিসেবে অন্য লোকের নাম ছিল সেই সিনেমায়। সেই নিয়ে মামলা মোকদ্দমা ---সে বিরাট কান্ড।
  • | 2406:7400:63:6841::100 | ২০ অক্টোবর ২০২১ ২০:৪১488996
  • পোশাক না , তবে লালুরা আরো অনেক জিনিস এর মতো এটাকেও ভুল ভেবে ছিল |
  • &/ | 151.141.85.8 | ২০ অক্টোবর ২০২১ ২০:৩৯488995
  • ক্ষমতা কি তাহলে পোশাক? বড়ই ভাবনার কথা।
  • &/ | 151.141.85.8 | ২০ অক্টোবর ২০২১ ২০:৩৭488994
  • তেইশটা হাতি ঘুমিয়ে থাকে ----ঃ-)
  • | 2406:7400:63:6841::100 | ২০ অক্টোবর ২০২১ ২০:৩৬488993
  • ইসে মানে আমি ঠিক ট্রোল না , জাস্ট ফ্রি টাইম এ এলেবেলে , স্ব ঘোষিত লালু আর পটকা আঁতেল দের একটু খোঁচাই | সব সময় সময় পাই না | 
    বেশ লাগে কিন্তু , একসময় এর দোর্দন্ড প্রতাপ লালু আর লালু বাচ্চ্চা দের খোঁচাতে | ব্যাটারা ক্ষমতা হারানোর পর ন্যাংটো হয়ে গিয়ে কতো ভালো ভালো কথা বলে |
  • কৌশিক ঘোষ | ২০ অক্টোবর ২০২১ ২০:২৮488992
  • নিতান্তই এ্যাকাডেমিক
     
    দেবতাদের যে ধ‍্যানমন্ত্র থাকে, সব সময় সেটা ঐ ঐ দেবতার রূপ বর্ণনা করে। হে পাঁচ মাথাওয়ালি দেবী বা হে চারহাতওয়ালা দেবতা, যাঁর বর্ণ মেঘের মতো, যাঁর পায়ের তলায় তেইশটা হাতি ঘুমিয়ে থাকে... ইত্যাদি। কুমোরটুলিতে গিয়ে সহজ বাংলায় অনুবাদ করে দিলে নিখুঁত মূর্তিটি বানিয়ে দেবে। 
    তো আজ লক্ষ্মীঠাকুরের ধ‍্যানমন্ত্রে খেয়াল করলাম পাশ এবং অক্ষমালা যাঁর হাতে...।
    পাশ এবং অক্ষমালা চমকানোর মতো না। এর পরেই শুনি হাতে সৃণি আছে। সৃণি মানে অঙ্কুশ, অর্থাৎ ডাঙ্গশ, ঐ যে মাহুতরা হাতির মাথায় যেটা দিয়ে মারে, মূর্ধন‍্য ণ-এর মতো দেখতে, ঐটা। 
    অর্থাৎ তিনটে হাত আছেই, সেক্ষেত্রে দেবী ডেফিনিটলি চতুর্ভুজা। ত্রিভুজা হতে পারে না। চার নম্বর হাতে কি আছে ধরতে পারলাম না। সংস্কৃত জানি না বলে।
     
    পচাদার ছেলে কেবু প্রেম করে বিয়ে করেছে, বৌটা ভারী লক্ষ্মী মেয়ে। ঠিক। কিন্তু ঐ আরেকটা মেয়ে যে হাতে ডাঙ্গশ নিয়ে ঘুরে বেড়ায়, তাকে কি লক্ষ্মী মেয়ে বলা যাবে ? জাস্ট ওয়ান শেড লেস দ‍্যান কালিঠাকুর।
    একটু হকচকিয়ে গেছি। কেউ আলোকপাত করবেন ? আর ঐ চতুর্থ হাতের ব‍্যাপারটাও জানার ইচ্ছে আছে।
     
    না, না, গরুর দুধ মোট্টে ভালোবাসি না, তাতে সোনা আছে কিনা জানার কোনো আগ্রহ নেই। লক্ষ্মীঠাকুরকে নিয়ে প্রশ্নটা একদম এ্যাকাডেমিক আগ্রহ থেকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত