এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:৪১490863
  • পোশাক দেখে চরিত্র বোঝার ব্যবসা তো এখনও চালিয়ে যাচ্ছেন চাড্ডিরা আর প্রচ্ছন্ন চাড্ডিরা। পোশাক দেখেই খারাপ মেয়ে বলে মার্কা করে দেবে। আর যদি পোশাক বেশ চাড্ডানুমোদিতই হয়? তবে অন্য কিছু দিয়ে খারাপ মার্কা করে দেবে। মোট কথা, জল তুই ঘোলা করেছিসই। মেয়ে যখন, অবশ্যই খারাপ তুই। আমাদের সোনার চাঁদ ছেলেরা তোদের দেখে বেসামাল হয়, সেটা তোদের দোষ। তোরাই হলি কামাখ্যার যক্ষী।
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:৪১490862
  • চপার আমি পরে একবার ইউটিউবে দেখেছিলাম। সত্যজিতের সিনেমার কিছু কিছু সীন নকল কপেছে, যেমন মহানগর থেকে ট্রামের তারের অংশটা। টুকটাক মৃণাল সেনের সিনেমা থেকেও কিছু কিছু টোকা।
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:৩৮490861
  • পরিচালক তো বুড়ো হয়ে ওপারে।
    নায়ক বিজেপি থেকে রিজাইন করেছে মোদীজিকে ইমেইল করে।
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:৩৬490860
  • না না হিরেবসানো নায়কটা গুডবয় ছিল। পরিচালকটা পুরো আলু। ঐদিকে ঘোর কমুনিস্ট এবং ভীষণ কনজারভেটিভ। হাতকাটা ব্লাউজ = বদমেয়ে গোছের লজিকে সিনেমা বানাতো।
    অবশ্য তখন তো সিনেমায় পোশাক দেখেই মেয়েদের চরিত্র বুঝে ফেলা যেত।
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:৩৬490859
  • পরে হিপোক্রিপরিচালক লোকটার কী হল? বিজেপিতে গিয়ে ঢুকল?
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:৩৪490858
  • ঘোরতর শয়তান ধান্দাবাজ টুইস্টেড পাজি এরা।
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:৩২490857
  • সে, এরা এরকমই। হিপোক্রিপরিচালকই বল, বড়লোকের লাম্পু ছেলে নায়কই বল, একটা দুটো আঁচড় দিলেই দেখা যাবে ভেতরে সব এক।
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:২৯490856
  • সেই হিরে বসানো নায়ক বিজেপি করত। এখন শুনলাম পদত্যাগ করেছে।
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:২৮490855
  • চপারের পরের বই হচ্ছে সরীসৃপ। সেখানে আমাকে কাস্টিং করতে চাইলেন পরিচালক। সে কী অনুরোধ! ভাবা যায় না। একজন তামিল ছাত্র ডাক্তারি পড়ত, আমার থেকে দুবছর সিনিয়র, তাকে নিয়ে হোটেলে ওঁর ঘরে গেলাম। মানে উনিই আমাদের নিয়ে গেলেন ঘরে। তারপর আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে কথা হচ্ছে। দেখলাম ওঁর হাতে সমস্যা। ছেলেটি বুঝতে পেরে বলল — আর ইউ কমফরটেবল?
    আমি কিছু বলতে পারি নি, ভয় পাচ্ছিলাম। ছেলেটি আমাকে হাত ধরে টেনে ঘর থেকে বেরিয়ে গেছল।
    সরীসৃপ মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে তৈরি।
    এই হচ্ছে দুনিয়া।
  • kk | 68.184.245.97 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:২৮490854
  • রবিবারে টেলিগ্রাফের একটা পুস্তিকা দিতো, তার শেষ পাতায় তো 'ব্লন্ডি' বেরোতো, কমিক স্ট্রিপ।
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:২৩490853
  • ও বাবা! হীরেবসানো ঘড়ি! রীতিমতন বিরাট বড়লোক বাবা! ঃ-)
  • হিজি ​​​​​​-​​​​​​​বিজ -বিজ | 149.142.103.12 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:২৩490852
  • হুতো, রবিবারের টেলিগ্রাফের লাস্ট পাতায় যে কমিকসটা বেরোতো তার নাম কী? ক'দিন আগে বলেছিলে আবার ভুলে গেছি :(  অভ্যু ওটা যাদুকর ম্যানড্রেক ​​​​​​​
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:২১490851
  • জয় বলে এক যুবক নায়কের চরিত্রে অ্যাকটিং করেছিল। কমুনিস্ট চরিত্র, গল্পটাও ঘোর কমুনিস্ট। যেসব গল্পে ভালো মেয়েরা স্লিভলেজ ব্লাউজ পরে না। 
    তো সেই জয়ের বাবা বিজনেসম্যান। ঐ সিনেমায় ছেলেকে নামানোর জন্য নব্যেন্দুদাকে ঘড়ি গিফট করেন। দেখলাম ঘড়িতে বারোটা হিরে বসানো। মনে রেখো, আশির দশক এবং কমুনিস্ট সিনেমা। 
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:২১490850
  • এই নব্যেন্দ্য চ্যাটার্জী, এঁরই কি 'পরশুরামের কুঠার' সিনেমাটা?
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:১৬490849
  • তুমি জানো কি না জানি না, হয়ত আগে বলেছি— নব্যেন্দু চাটুজ্জে চপার নামক বইটি নিয়ে তাশখন্দে এসেছিলেন। মে ১৯৮৬। বইটা ফিল্ম বাজারে বিক্রি হলো না।
    আমি অনুবাদ করছিলাম ক্রেতাদের জন্য। কিছু কিছু অংশ। ক্রেতারা দুটো জিনিসের জন্য বইটা কেনে নি।
    ১— এত লাউড প্রোপাগাণ্ডামূলক বই তারা জম্মে দেখে নি
    ২— নায়কের সমস্যাটা ঠিক কী? সে কি মানসিক রোগী? নায়িকার সঙ্গে এরকম অদ্ভূত মিসোজিনিস্ট আচরণ করছে কেন?
    বলাই বাহুল্য নব্যেন্দুদাকে ঐ পয়েন্টদুটো আমি বলতে পারি নি মুখ ফুটে। বইটা নাকি কী সব প্রাইজ চাইজ জিতে এসেছিল পশ্চিমবঙ্গ থেকে।
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:১৩490848
  • আরে 'হীরক রাজার দেশে" তে সেই উদয়ন গুরুর পাঠশালাটা? সব পড়ুয়া ছেলে। একেবারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রীষ্টান বেছে বেছে সব ছাত্র আছে প্রায় শতাংশ মেপে, অথচ একটি মেয়ে পড়ুয়াও নেই।
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:১০490847
  • বিদেশি রূপকথার গল্পেও ওই সিন্ডারেলা, স্লিপিং বিউটি, বিউটি অ্যান্ড দ্য বিস্ট টাইপের কাহিনি, সেখানেও মেয়েরা ওই সাজবে গাইবে নাচবে টাইপ। রাজপুত্তুর এসে উদ্ধার করবে।
    প্রাচীন কিছু কিছু মিথলজিতে বরং কিছু স্বাধীন মেয়েদের পাওয়া যায়।
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:০৮490846
  • শুধু ফেলুদা বা শঙ্কু নয়, সত্যজিতের ডজন সিরিজের বইগুলোতে মহিলা চরিত্র খুঁজে বের করো দিকি।
    অদ্ভূত দুনিয়া শিশু ও কিশোর সাহিত্যের — নারীবর্জিত। মেয়ে বর্জিত। তাদের দেখা যায় না। যখন সিনেমা বানানো হয়, গুপী গাইন থেকে জয়বাবা ফেলুনাথ। মেয়ে নেই। সবাই ছেলে। কী ভয়ানক!
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:০৪490845
  • আরে 'অচিন পাখি' তেও তো অবৈধ সন্তান। অবৈধ বাপটা আবার পুলিশ। সে কিন্তু অবৈধ মেয়েকে বদমাইশ জামাইয়ের হাত থেকে বাঁচাবার জন্য কিছু করে না, মেয়েটা খুন হয়ে যাবার পরে এসে জামাইকে খুন করে। সবটাই পিতৃতন্ত্রের ঝমঝমি।
    মেয়ে তো ইয়ে। প্লেস হোল্ডার। যমে নিলেও গেলি বরে নিলেও গেলি। সম্পত্তি মাত্র। বৈধই হোক আর অবৈধই হোক। অথবা বৈধাবৈধ সন্তান উৎপাদনের কারখানা।
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৫:০৩490844
  • যার যেরকম দেখতে ভালো লাগে। পছন্দ।
    আমার মহানগর ভালো লাগে। সত্যজিতের সব বই ভালো লাগে না। ফেলুদার গল্প ভালো লাগে না। ১০-১২ বছর বয়স অবধি ভালো লাগতো। তারপরে পড়তে ভালো লাগত না। তখন অবশ্য খুব বেশি অপশন ছিল না।
    যেমন বিদেশি রূপকথার গল্পে কোথাও রিলেট করতে পারি নি। সমাজগুলো আলাদা। আবার নিজের সমাজে আমরা মেয়েরা নির্দিষ্ট গণ্ডির বাইরে গল্পে উপন্যাসে নেই। অপশন খুব কম ছিলো আমাদের।
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৪:৫৮490843
  • সে, অথচ দ্যাখো সত্যকামের বলতে গেলে স্বাভাবিকভাবে মানুষ হবার কোনো সুযোগই ছিল না। বাড়িতে বাবামায়ের অস্বাভাবিক একটা সম্পর্ক আর শকুনের মতন টুইস্টেড একটা দাদামশায় যে তাকে লাম্পট্যের দিকে ঠেলে দেয়। ওর মানুষ হবার সুযোগটা কোথায় ছিল? তাও তো কারুকে জোর করত না, পটাতো।
    মাত্র একুশ বছর বয়সের ওই ছেলেকে কি মানুষ হতে দেবার একটা ব্যবস্থা করা যেত না? তখনকার দিনে মনোবিদরা কীরকম ছিলেন কেজানে, তবু যারা বিলাতে বছর কাটিয়ে আসতে পারে সপরিবারে, তাদের ক্ষেত্রে তো মনে হয় কিছু না কিছু কাউন্সেলিং সম্ভব হতই।
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৪:৫৩490842
  • আবার "আদিম রিপু" তেও ওরকম অবৈধ সন্তান কেস আছে। জড়ুলের দাগ মিলে গেল, ব্যস। এরকম হয় নাকি? ঐ একইরকম জড়ুলের দাগ মেলানো কেস দেখলাম কৌশিক গাঙ্গুলীর "বিজয়া" ছবিতে। "বিসর্জন" এর সিকুয়েল।
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৪:৫০490841
  • আরে কাঞ্চনজঙ্ঘা সিনেমা দেখে তো মাথা চড়াং করে ঘুরে গেল। অমন বড়লোকের মেয়েগুলো যাদের লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবার কোনো বাধাই বলতে গেলে ছিল না, আর্থিক দিক থেকে তো নয়ই। অন্যদিক থেকেও না। সেই তারা নেকুপুষু দুরুদুরু হয়ে বিলেতফেরৎ সুটার এর ঘাড়ে চড়ার আশায় বসে থাকে। নয়তো বড়লোকের লম্পট ছেলে পাত্রের গলায় মালা দেয় আর লুকিয়ে লুকিয়ে চিঠি চালাচালি করে পেরেমিকের সঙ্গে। এরা কোন আক্কেলে নিজের পায়ে দাঁড়ায় না? অনি মণিরা কেন নিজেরাই বিলাতে রওনা হয় না? 'দে সে, দে ডু সে দ্যাট আই হ্যাভ এ ব্রাইট ফিউচার' শোনে সবেদামার্কা পাত্রের কাছে! আসলে যাবে কোথা? রন্ধ্রে রন্ধ্রে তাই।
    সুবর্ণরেখা তেও একই ব্যাপার। পালিত ভাইকে পর্যন্ত বিদেশে পাঠাবার কথা ভাবে দাদাটা, অথচ বোন? সে সংসার গোছাবে, সাজবে, গাইবে। মানে ঘাড়ে ওঠা ছাড়া তার আর অপশন নেই। রন্ধ্রে রন্ধ্রে শয়তানি পিতৃতন্ত্র। এত এত বছর ধরে লোকে আবার গদগদ হয়ে ঢলে ঢলে পড়ছে এসব দেখে।
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৪:৪৮490840
  • সত্যকামকে যে খুন করল, তার শাস্তি হয় নি। লেখক এখানে জিনিসটা জাস্টিফাই করে ফেলেছেন।
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৪:৪১490839
  • হ্যাঁ, এরা এসব যখন লিখেছে, মনে হয় একেবারে শ্বাসপ্রশ্বাস নেবার মতন এগুলো হ্যা হ্যা করতে করতে বলে গেছে, ধারণাগুলো এতটাই রন্ধ্রে রন্ধ্রে। একেবারে যেন স্বাভাবিক। এরকমই হয়, হয়ে আসছে। যুগযুগান্ত ধরে। সেটাই চলবে, যুগযুগান্তের দাসীরা আরও যুগযুগান্ত ধরে দাসত্ব করে 'গ্লোরিফাইড' হবে। যে সে দাসী তো না, গ্লোরিয়াস দাসী বলে কথা! চার যুগের জনমদুখিনী। সত্যে লক্ষ্মী, ত্রেতায় সীতা, দ্বাপরে রাধা, কলিতে বিষ্ণুপ্রিয়া। ঃ-)
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৪:২৩490838
  • শরদিন্দুর বেশ কয়েকটি ব্যোমকেশ উপন্যাসেই অমন আছে। যেমন কোথায় যেন একটা ছিল " মেয়ে হলে সে ওভাবে খুন করবে না, বিষ টিশ খাওয়াতে পারে" গোছের লাইন। 
  • সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:4176 | ২৩ নভেম্বর ২০২১ ০৪:২১490837
  • অ্যাণ্ডর
    মিসোজিনি তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে। সেই নিয়ে উচ্চবাচ্য করলেই তুমি "ফেমুনিষ্টি"।
  • &/ | 151.141.85.8 | ২৩ নভেম্বর ২০২১ ০৪:০০490836
  • চতুর্মাত্রিক, ব্যোমকেশ কেসের রক্তের দাগ আবার পড়ে আক্কেলগুড়ুম। এ তো একেবারে ফোঁপড়া ! ওরকম একটা অবৈধ বার্থ সার্টিফিকেট কেউ রেখে দেয় নাকি যখন সেটা ঢাকাচাপা দিতেই অ্যাতো কাঠখড় পুড়িয়ে বিলাতে বছর কাটানো? ধূর্ত রমাকান্ত এরকম ফসকা গেরো করবে কেন? ও তো প্রথম সুযোগেই অরিজিনাল ছিঁড়ে পুড়িয়ে ফেলে জালি সার্টি তৈরী করবে খাপে খাপে মিলিয়ে।
    তবে আরো গভীর কিছুও থাকতে পারে। হতে পারে লোকটা ছিল ঘোড়েল ও টুইস্টেড পাজী। ইচ্ছে করেই রেখেছিল যাতে পরে লম্পু নাতির হাতে ওটা পড়ে। লম্পু নাতিকে আশকারা দিয়ে বড় করা দেখেও তাই মনে হয়। নইলে যে দেশে যে সমাজে বৈধ সুস্থসবল কন্যাশিশুও দুধে মুখ ডুবিয়ে মেরে কেস খতম খেল হজম করে দেওয়া হয়, সেই শিশুঘাতক সমাজে একটা অবৈধ নাতি হাপিস করা কোনো বড় ব্যাপার ছিল নাকি? সেক্ষেত্রে বেচারা দাসের ছেলে উষাপতিকেও মাঝখানে শিখন্ডী দাঁড় করিয়ে রাখতে হত না।
    আসলে যাবে কোথায়? রন্ধ্রে রন্ধ্রে মিসোজিনি। যত গপ্পো পড়ি, সে পুরুষ বা মহিলা যে লেখকই লিখে থাকুন, প্রায় সবই দেখি নির্লজ্জ পিতৃতান্ত্রিক।
  • Abhyu | 47.39.151.164 | ২৩ নভেম্বর ২০২১ ০৩:৪৯490835
  • হুতো, রবিবারের টেলিগ্রাফের লাস্ট পাতায় যে কমিকসটা বেরোতো তার নাম কী? ক'দিন আগে বলেছিলে আবার ভুলে গেছি :(
  • Abhyu | 47.39.151.164 | ২৩ নভেম্বর ২০২১ ০৩:৪৭490834
  • রঞ্জনদা একটা মেল করেছি দেখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত