এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 121.200.237.26 | ২৭ মে ২০২২ ০৫:১০502671
  • সেই আর কি। যেমন শিবলিঙ্গ আর জলের ফোয়ারা। বেশ চলছে দেশ। লোকের চাকরি বাকরি না থাক , প্রাচীন গৌরব ফিরলেই পেট ভরবে। 
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০৫:০৪502670
  • আর ইতিহাসের প্রমাণের ব্যাপারও তো বেশ লুজ। একদল এক 'প্রমাণ' আনবেন, অন্যদল উলটো 'প্রমাণ' নিয়ে হাজির হবেন। আঁচড়াকামড়ি মারামারি ভজঘট ব্যাপার।
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০৫:০০502669
  • একদম তাই। সেই সাহেব বলবেন, "প্রামাণ ডাও" ঃ-)
  • Amit | 121.200.237.26 | ২৭ মে ২০২২ ০৪:৫৬502668
  • রামায়ণ মহাভারত এগুলো সত্যিই কতটা প্রাচীন সেসব নিয়ে নানা মত আছে। কোনো গল্পে সেগুলো কয়েক হাজার বছর ক্লেম করে দিলেই তো সেটা সত্যি হয়ে যায়না। সাথে আর্কিওলজিক্যাল বা অন্যান্য প্রুফ ও লাগবে কন্ফার্ম করার জন্যে। রামায়ণ যে মহাভারতের থেকে বেশি পুরোনো, জিওগ্রাফিক্যাল ফুটপ্রিন্ট দিয়ে তো সেটা প্রমান হচ্ছেনা । সন্দেহ থেকেই যাচ্ছে। কপিলমুনি হ্যানাত্যানা সবই এক। 
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০৪:৪৩502667
  • এই যেমন একদল ইতিহাসবিদ কপিলমুনিকে মহাভারতের কুরুক্ষেত্রযুদ্ধের প্রায় চার-পাঁচশো বছর পরের করে দিয়েছেন(এদের বক্তব্য কুরুক্ষেত্রযুদ্ধ খ্রীপূ ৯০০ তে )। এদিকে কপিলমুনি তো রামায়ণের কাহিনি অনুযায়ী বহু বহু প্রাচীন। সেই সগররাজার ৬০০০০ প্রজা হা রে রে রে করে এলেন, সেই আমলের। সেসব তো কুরুক্ষেত্রযুদ্ধের বহু আগেকার কথা।
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০৪:২৩502666
  • বেশিরভাগেরই মোটিভ থাকে। মোটিভ না থাকলে খামোখা প্যাটার্ণ বানাতেই বা যাবেন কেন তাঁরা? বহুক্ষেত্রে রীতিমতন রাষ্ট্রীয় ফান্ডিং থাকে। আগে তো প্রায় সব বিবরণই লেখা/রচিত হত রাজসভার মাইনে করা লোকদের দ্বারা। বাইরের বলতে স্বাধীন চারণরা কিছু কিছু মুখে মুখে রচনা করতেন, ছড়িয়ে দিতেন গুরু-শিষ্য পরম্পরায়। তবে তাঁরাও বায়াসহীন ছিলেন না।
  • Amit | 121.200.237.26 | ২৭ মে ২০২২ ০৪:০৯502665
  • ওটা একটা মেজর প্রবলেম। অনেক সময়েই ডট জুড়তে গিয়ে লোকে বায়াসড ওপিনিয়ন ফর্ম করে। পলিটিকাল বা রিলিজিয়াস মোটিভ থাকলে তো আরো বিপদ। 
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০৪:০৩502664
  • ইতিহাসের সবচেয়ে মুশকিল হল আনবায়াসডভাবে যাচাই করার উপায় খুব কম। এ যেন অসংখ্য ডট দেখা যাচ্ছে, কেউ কেউ জুড়ে জুড়ে বানাচ্ছেন ময়ূর, কেউ হাতি, কেউ আবার ড্রাগন, কেউ আবার সম্পূর্ণ অন্য প্যাটার্ণ। যার যার রাজনৈতিক-সাংস্কৃতিক পরিস্থিতি অনুযায়ী সুবিধেমতন প্যাটার্ণ।
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০৩:৩৮502663
  • ওই যে টইতে মানব সভ্যতার ইতিহাস--- ধারাবাহিক বের হচ্ছে--সেখানে দেখলাম।
  • Amit | 121.200.237.26 | ২৭ মে ২০২২ ০৩:৩৩502662
  • ভীমবেটকা র ছবিগুলো ৩০০০০ বছর আগের - এটা র ইনফো সোর্স কি ? 
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০৩:২৬502661
  • ব্রতীন, আছো? ভীমবেটকার গুহাচিত্রগুলো কীরকম চমৎকার না? যদি সত্যি সত্যি ৩০০০০ বছর আগের হয়ে থাকে, তাহলে বলতে হবে প্রাচীন শিল্পীরা রীতিমতন পাকা হাতের।
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০১:৪২502660
  • আর সম্প্রতি একজন অদ্ভুত মন্তব্যদাতা এসেছেন, প্রতিটা থ্রেড তুলে তুলে একটি শব্দ আর কালো পান দেওয়া কমেন্ট করছেন।
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০১:৪০502659
  • টইতে কিছু কিছু থ্রেডের শিরোনাম বেশ বিভ্রান্তিকর। পড়তে গিয়ে সেই 'প্রেমিক প্যাঙ্গোলিন' কবিতার কেস হয়। এটা ওটা সেটা নিয়ে হ্যাজ চলছে, কিন্তু প্যাঙ্গোলিন কোথাও নেই। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০১:০৪502658
  • শাহজাহানের অনেক মুভ থেকে মনে হয় আওরঙ্গজেবকে উনি 'সরানোর' চেষ্টা করেছেন। কঠিন কঠিন সব জায়গায় পোস্টিং দিয়ে পাঠানো, বিপজ্জনক যুদ্ধে বারে বারে পাঠানো-এইসব করেছেন বহুবার। পরে খেলা ঘুরে গেল। "কী হইতে কী হইয়া গেল, দস্যুর পিস্তল মোহনের হাতে।" ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০১:০১502657
  • তবে শাহজাহানের প্যারেডে এক হাতি ক্ষেপে যাওয়া আর কিশোর আওরঙ্গজেবের নির্ভীকভাবে সেই হাতির সঙ্গে লড়া ---এটা সম্ভবতঃ রেকর্ডেড। বিভিন্ন ইতিহাসভিত্তিক কাহিনিতে এর বর্ণনাও আছে। শ্যামলবাবুর 'শাহজাদা দারাশিকো' উপন্যাসেও আছে।
  • &/ | 151.141.85.8 | ২৭ মে ২০২২ ০০:৫৭502656
  • এইরকম গল্প বাইজান্টাইন সম্রাট জাস্টিনিয়ানের সম্পর্কেও আছে। তিনি নাকি এক ডিসাইসিভ যুদ্ধের ক্রিটিকাল মোমেন্টে আকাশে ক্রস দেখতে পান। প্রার্থনা করেন। তারপরে তুমুল যুদ্ধ করে বিপক্ষকে পরাজিত করেন।
    চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কেও আছে, তিনি তখন সাঙ্গোপাঙ্গো নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন জঙ্গলে জঙ্গলে, একদিন এক বিরাট বন্য হস্তী এসে শুঁড় দিয়ে জড়িয়ে তাকে পিঠে তুলে নিয়ে শুঁড় কপালে ঠেকিয়ে স্যালুট দেয়। তারপরে সাবধানে আবার নামিয়ে দিয়ে চলে যায়। ঃ-)
  • Bratin Das | ২৭ মে ২০২২ ০০:৫০502655
  • আরে মিঠু যে। কী খবর হে? 
     
    "তোমার দেখা নাই রে, তোমার  দেখা নাই.." surprise
  • Bratin Das | ২৭ মে ২০২২ ০০:৪৯502654
  • আটৌজ, দেখ এখানে বলা আছে কোন এক পরিস্থিতি তে শাহজাহান  কে এক হাতি আক্রমণ  করে। বাকি কেউ সাহস করে নি। বার বার বারণ করা সত্ত্বেও ষোল বছরের আরঙ্গজেব নিজের জীবন বিপন্ন  করে বাবা কে বাচান। আর সেটাই কাল হয়। এরপর থেকে যেকোন শক্ত শক্ত যুদ্ধ যেগুলো  জেতার চান্স অনেকটাই  কম সেখানে শাহজাহানের অটোমেটিক  চয়েস হতো আরঙ্গজেব। 
     
    এই প্রসঙ্গে এক ঘটনার কথা লেখক বিশেষ ভাবে উল্লেখ করেছেন। আরঙ্গজেব পাচ-নামাজী ছিলেন। পৃথিবী ওলট পালট হয়ে গেলেও এর অন‍্যথা হত না। একবার আরঙ্গজেব শত্রু দ্বারা পরিবৃত। ম‍্যাচ হাত থেকে বেরিয়ে যায় যায়,  এমন সময়  নামাজের সময়  হয়ে গেল। রণহস্তীর পিঠ থেকে ঝাপ মেরে নীচে নেমে উনি নামাজ পড়তে লাগলেন। এই পবিত্র  দৃশ্য দেখে শত্রু  হতবাক। তাদের হাতের তরবারি হাতেই থেকে গেল। নামাজ প ড়ার এই 10/15 মিনিটের মধ‍্যেই নাকি যুদ্ধের অভিমুখ বদলে যায় আর সুপার ওভারে আরঙ্গজেব জয়ী হন। এর পর থেকে আল্লাতালার প্রতি তার বিশ্বাস  আরো গভীর হয়।
  • যোষিতা | ২৭ মে ২০২২ ০০:১১502653
  • চার্লস শোবরাজের ওপর তৈরি এই সিরিজ। মন্দ নয়। নেটফ্লিক্সে।
     
  • | 2607:fb90:e18d:eab8:c00c:6cab:bb71:8341 | ২৬ মে ২০২২ ২৩:৩৬502652
  • কালকে নিউজে দেখাচ্ছিলো টেক্সাসের গভর্নর মাথা নামিয়ে বলছেন আসলে নাকি বন্দুকটা কোনো সমস্যা নয়।ওনাকে সব আইনরক্ষকরা বলেছেন,অনেক বেশি  জরুরি হলো মানসিক স্বাস্হ্যকর্মী। সেটা সংখ্যায় বেড়ে গেলেই এসব ঘটনা কমে যাবে। 
    টেক্সাসে একটু কড়া নিয়ম হলে ভালো হবে কিনা বলায় উনি বলেছেন, যদিও এখন বলা উচিত না, তবুও উনি না বলে পারছেন না যে শিকাগোতে তুলনায় কড়া নিয়ম থাকা সত্ত্বেও প্রতি সপ্তাহান্তে অনেক লোক মারা যায়! 
     
    বনদুকবাজ ১৮ বছর হওয়ার মাত্র তিনদিনের মাথায় ঐ রকম একটা বন্দুক আর গুলি কেনে, তার চারদিন পরে আরো একটা আর ন'দিনের মাথায় স্কুলে গিয়ে হাজির হয়। 
    মানসিক স্বাস্হ্য কবে পরীক্ষা করতো কে জানে!
     
  • যোষিতা | ২৬ মে ২০২২ ২৩:২২502651
  •  
    এইটে একটু বোরিং কিন্তু অনেক সত্য আছে
  • যোষিতা | ২৬ মে ২০২২ ২৩:১৮502650
  • পাচার করা মেয়েদের "উদ্ধার" করে এনে ঘরে ফিরিয়ে দেবার প্রহসন কমবে হয়ত। কে জানে!
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৬ মে ২০২২ ২৩:১৪502649
  • কোথাও কারো বখরাও হয়ত কমবেনা। কিন্তু যারা ভিক্টিমদের সাহায্য করতে কাজ করে বা করতে চায় তাদের কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হবে।
  • যোষিতা | ২৬ মে ২০২২ ২২:৪৪502648
  • যৌনপল্লী চালানো হয় পলিটিক্যাল পার্টিদের মদতে। প্রমাণিত সত্য। সেখানে অনিচ্ছুক যৌনকর্মী প্রচুর, শিশু যৌনকর্মীও। 
    এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে "পাচার" কীভাবে হয়, কেন হয়, পাচারে সহযোগিতা কারা করে সে বিষয়ে।
    লিংক দিতে পারি তবে অডিও কোয়ালিটি খুব খারাপ।
    যৌনকাজের পেশাকে আইনত স্বীকৃত করলে দালাল ও পুলিশের বখরা কমবে, হয়ত কমবে। 
  • Abhyu | 116.193.143.223 | ২৬ মে ২০২২ ২২:১৬502647
  • সেদি, এই রায় একটা ভালো পদক্ষেপ কিন্তু এতে প্রস্টিটিউশনকে লিগালাইজ করা হয় নি - বলেছে "কারণ যৌনকর্ম বেআইনি নয়, শুধুমাত্র যৌনপল্লি চালানো বেআইনি।" বস্তুতঃ এতে গ্রাউণ্ড রিয়েলিটি বিশেষ কিছু বদলাবে বলে মনে হয় না।
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২২ ২২:১৩502646
  • ব্রতীন, বেশ ভালো হে আওরঙ্গজেবের বইটা। ওটা কি ইতিহাসভিত্তিক উপন্যাস না গল্প? অনেকে বলেন ক্রিটিকাল সময়ে আওরঙ্গজেব যদি না জিততেন, যদি দারাশিকো সম্রাট হতেন, তাহলে ভারতের ইতিহাসে সুবর্ণযুগ আসত। আকবরের মতন উদারহৃদয় নিয়ে দারা দেশশাসন করতেন, সম্প্রীতি প্রতিষ্ঠিত হত, নানারকম উচ্চমানের বিদ্যাচর্চা দর্শনচর্চা প্রযুক্তিচর্চা ইত্যাদি হত, দেশ খুব উন্নত হয়ে উঠত, মোটেই কোনো বিদেশি শক্তি ( পর্তুগীজ, দিনেমার, ফরাসী বা ইংরেজ ---যারাই হোক) ভারত দখল করতে পারত না।
    ---তবে যে যাই বলুক, দারার উপরে এত ভরসা আমার হয় না। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২২ ২১:৫৮502645
  • ওদিকে সেই "---"তে যে কী হচ্ছে কেজানে! উনিশের করোনার মতন আরো একটা রিলিজ করে দিলেই তো হয়েছে। পপুলেশন টপুলেশন ম্যানেজ হয়ে গিয়ে এমনিতেই বহু সমস্যার সমাধান হয়ে যাবে।
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২২ ২১:৪৯502644
  • কার কী নাম হবে, নিজের নাম পছন্দ না হলে মাধ্যমিকের সময় একটা ভালো নাম নেওয়া যায়--- এইসব প্রসঙ্গে ও একটা স্মৃতি মনে পড়ল। আমার এক ছোটোবেলার বন্ধুনির( ইন ফ্যাক্ট এখনও সে বন্ধুনি) খুব ইচ্ছে ছিল মাধ্যমিকের সময় নিজের নামটা চেঞ্জ করে ক্লিওপ্যাট্রা নাম নেবার( তখন সিক্সে বা সেভেনে, সে ক্লিওপ্যাট্রার কাহিনি পড়ে মুগ্ধ)। কিন্তু মাধ্যমিকের সময় সে আর নিজের নাম চেঞ্জ করে ক্লিওপ্যাট্রা করেনি। কারণ ততদিনে সে জেনেছে বাঙালিরা সহজে ক্লিওপ্যাট্রা উচ্চারণ করতে পারেন না, অনেকেই কিলোপ্যাটরা বলেন। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২২ ২১:৪২502643
  • সব অস্ত্রশস্ত্র কেড়ে ডিস্ম্যান্টল করে ফেলা হলে আইনশৃঙ্খলা চোরডাকাতগুন্ডাদের কী করে কী করা হবে- এই প্রশ্ন দেখে সেই বহুকাল আগের মানস বাবুর পোস্টগুলো মনে পড়ল। উনি কোথায়? বহুদিন দেখি না। উনি আধ্যাত্মিকভাবে মনুষ্যসমাজ প্রশাসিত করার নানা স্কীম দিতেন। সেসব বেশ ইন্টারেস্টিং সব জিনিস ছিল।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৬ মে ২০২২ ২১:৩৮502642
  • সে-দি, বুড়ো হয়েছি বলেই হয়তো, খুব কম কিছুই কাকতালীয় বলে মনে হয় এখন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত