এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 97.81.101.181 | ২০ আগস্ট ২০২২ ২২:৫৯508325
  • নিজের রাজ্যের ব্যাপার নিয়ে কথা বলা স্বাভাবিক নয়, এটা কোথায় বলেছি যদি একটু আলোকপাত করেন তো ভালো হয়! আমার বক্তব্য এটাই ছিল যে বিজেপি ততোটা খারাপ নয়, এই ধারণা অনেকেই এখানে চালাতে চাইছেন, এবং সেক্ষেত্রে বিলকিস বানু ইত্যাদি প্রসঙ্গে কোনো কথা না বলাটাই স্বাভাবিক।

    রইল বাকি অন্যান্য রাজ্যের কথা, রাজ্যের প্রধান বিরোধী দলটি মানুষের অধিকার, প্রশাসন ইত্যাদি নানা ব্যাপারে কী ভাবে, সেটা তাদের নিয়ন্ত্রণে থাকা রাজ্যগুলোতেই ভালো বোঝা যায়। বোঝা যায় যে তাদের ভোটে জেতালে নিজের রাজ্যে কী কী পাওয়া যাবে।
  • যোষিতা | ২০ আগস্ট ২০২২ ২২:৫৯508324
  • একদম।
  • aranya | 2601:84:4600:5410:4b7:d192:5ef8:4c3e | ২০ আগস্ট ২০২২ ২২:৫৯508323
  • বাংলাদেশের কথা তো আসতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আমাদের অনেকেরই পূর্বপুরুষের দ্যাশ। ভাষাও এক। প্রতিবেশী দেশ।
    কার কাছে কী স্বাভাবিক, তাও তো মানুষ ভেদে আলাদা হয়। কেউ হয়ত ভারতীয় উপমহাদেশ নিয়ে ভাবে, কেউ শুধু নিজের ধর্ম নিয়ে ভাবে ইঃ প্রঃ 
  • সিএস | 49.37.32.172 | ২০ আগস্ট ২০২২ ২২:৫৬508322
  • অরণ্য রেড ভলান্টিয়ার্সদের কথা লিখেছেন। আমি খবর রাখিনা এখনো কতখানি কী হয়, কিন্তু এসব চললেও লোকে গিয়ে ভোট দিয়ে দেবে, ভোটের ব্যাপার সেরকম ম্যাজিক নয় বলে মনে করি।
  • দীপ | 42.110.145.83 | ২০ আগস্ট ২০২২ ২২:৫২508321
  • আর মার্কিন সাম্রাজ্যবাদ, ইজরায়েল-প্যালেস্টাইন সব কিছু নিয়েই আলোচনা করা যায়, খালি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ বাদ যাবে কেন; সেটা ঠিক বোধগম্য হলো না!
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:6a64:974f:e260:9dc6 | ২০ আগস্ট ২০২২ ২২:৪৮508320
  • এল এই কারণে যে আপনার অভিযোগ ওরা এটা নিয়ে বলেন কিন্তু ওটা নিয়ে বলেন না। দীপও একই ধরণের অভিযোগ করেন। আর ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে তুলনা যদি স্বাভাবিক হয় তো নিজের রাজ্যের ব্যাপার নিয়ে কথা বলাটাই আরো স্বাভাবিক।
     
    • Abhyu | 97.81.101.181 | ২০ আগস্ট ২০২২ ২২:৪৩508316
      • পলিটিশিয়ান  | ২০ আগস্ট ২০২২ ২২:২৪
      ভারতের লোকেরা ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে তুলনা করবেন, সেটাই স্বাভাবিক মনে হয়, বিশেষত যেখানে ব্যাপারটা কেন্দ্র বনাম রাজ্য, রাজ্যের শাসক দল বনাম প্রধান বিরোধী দল, সেখানে সেই বিরোধী দলের নিজেদের রাজ্যে কী ঘটছে, সেটা প্রাসঙ্গিক, এর মধ্যে দীপ এবং বাংলাদেশের রেফারেন্স কেন এলো বুঝলাম না। তবে সব কথা বুঝতে হবে এমন মাথার দিব্যিও তো নেই, কাজেই কাটিয়ে দেওয়া যাক।
  • r2h | 165.1.200.98 | ২০ আগস্ট ২০২২ ২২:৪৭508319
  • হুঁ... এবার প্রায় দেড় বছর টানা কলকাতায় থাকলাম, আগের মতই প্রায় ভালো লাগলো। প্রায়, কারন আমার বয়েস বেড়েছে, বন্ধুবান্ধব নেই, আরামপ্রিয় হয়েছি আগের তুলনায়।
    অনেকদিন পৃথিবীর উন্নততর জায়গায় থেকে খারাপগুলি চোখে পড়ে, তবে এ বাদে, যা পরিবর্তন হয়েছে তা কালের পরিবর্তনের তুলনায় এমন কিছু বেশি খারাপ না।
    বাঙালী কমে গেছে, লোকে হিন্দি ইংরেজি বেশি চলে এটা একটা দুঃখ। তবে কী জানেন তো, আমাদের মত উত্তরপূর্ব থেকে পূর্ববঙ্গের কথায় অভ্যস্ত লোকজন কলকাতায় এসে কুড়ি বছর আগে কিঞ্চিৎ হীনমন্যতায় ভুগতো, আর সেটা পুরো ভিত্তিহীন না। কলকাত্তাই বাংলার গৌরবরবির অস্তপথে সেই জিনিসটার অনেকটা সুরাহা হয়েছে। আর তাছাড়া আজকাল ছমাস পরে কোন জায়গায় গেলে দেখা যায় তিনটে নতুন ফ্ল্যাটবাড়ি উঠছে। এটা কলাকাতার নতুন না, ভারতের সব বড় শহরে।

    এমনিতে, কলকাতা এমন কিছু স্বর্গপুরী না, যা আছে তা ব্যক্তিগত আবেগ ও স্মৃতি। কিন্তু অন্য শহরের তুলনা এলে হাস্যকর লাগে। ব্যাঙ্গালোর? সিরিয়াসলি? কোটি টাকার গেটেড কম্যুনিটিতে থাকলে ঠিক আছে, এছাড়া তো একটা চিরস্থায়ী কনস্ট্রাকশন সাইট, পরিবেশের যা করেছে তা রীতিমত ক্রিমিনাল - গত তিরিশ বছরে কত লেক বুজিয়েছে সেই সংখ্যা দেখলে তাক লেগে যায়। কিন্তু ঐ যে, উন্নয়ন হচ্ছে, বাজার জমজম করছে।
    বহুকাল আগে পরবাসে রঞ্জন ঘোষাল লিখেছিলেন দ্বারে দ্বারে দ্রুম, লুরুর গাছ কাটা নিয়ে। হায়দ্রাবাদ ভারী শহর, তবে তেলেঙ্গানার গাঁয়ের মানুষ কী করছে জানি না। চেন্নাই এমনিতে আমার পছন্দের শহর। তবে যে রাজ্যে কৃষক জমায়েতে পুলিশ মানুষকে তাক করে গুলি করে, তার ভিডিও বেরোয় এবং তিন মাসের মাথায় উন্নয়নের ঠেলায় সেসব সবাই বেমালুম ভুলে যায়, সে রাজ্যের রাজধানীর হাল হকিকৎ আমি সন্দেহের চোখে দেখা প্রেফার করি।

    তো, ঐসব অপ্রাসঙ্গিক। কিন্তু বাংলা খারাপ আর বাকি সর্বত্র উন্নয়নের বান ডেকে যাচ্ছে, ব্যাপার তো তা না।

    তারপর ঐ লেসার ইভিল। এ নিয়ে আর কী বলা। বামেদের ভোট পাওয়ার মত নেতাই তো দেখি না। ফেবু বামেদের সঙ্গে মেঠো বামেদের খারাখারি, সোশ্যাল মিডিয়ায় সবচে বড় যেসব মুখ দেখা যায় সাংসদ প্রকাশ্যে বলেন ওরা ট্রোল, ওদের কথা দলের কথা না। বাকি রইল বিজেপি।

    সেদিন দেখলাম অ্যান্ডর লিখেছে-
    • &/  | ২০ আগস্ট ২০২২ ০৫:২১
    • চোরগুন্ডা তৃণমূল চাই না, খুনি ধর্ষক বিজেপি চাই না। আমরা চাই---

    শূন্যস্থানটা বামফ্রন্ট দিয়ে পূরণ করা যায় সেটা বলে দিলে কথা চালাতে সুবিধে হয়! অনেকেই চায়, আর ঐটা ঠিক চাওয়া বলে আমি মনে করি। তাতে কিছু স্বর্গরাজ্য না হলেও খোলাখুলি সাংগঠনিক লেভেলে ধর্মীয় বিদ্বেষ চেকড হবে, আর চুরি কিছুটা কমবে - অন্তত বড় বড় নেতারা চুরি করবেন না সেটা বলাই যায়। কিন্তু যারা চায় তারাও মুখ ফুটে সেটা বলতে পারছে না কারন দল চাই তো বোঝা গেল, সেই দলকে রিপ্রেজেন্ট করার জন্যে ঠিক কাকে চাওয়া যায় সেটা নিয়ে সমর্থকরাও ঘেঁটে।
  • দীপ | 42.110.145.83 | ২০ আগস্ট ২০২২ ২২:৪৭508318
  • আর বিজেপি অবশ্য‌ই অতি ভয়ঙ্কর শক্তি, কিন্তু তিনো‌ কম ভয়ঙ্কর নয়। একের পর এক ঘটনায় সেটা প্রমাণিত হয়েছে।
    আনিস খান খুন হয়েছে।
    SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পায়নি। উলটে চাকরির দাবি জানাতে গিয়ে পুলিশের লাঠিচার্জ খেয়েছে।
    পুলিশের লাঠিচার্জে ম‌ইদুল মিদ্যা মারা গেছে। কারো কোনো শাস্তি হয়নি! 
    পাঁচশো দিন ধরে চাকরির জন্য অবস্থান করেও কোনো সুরাহা হয়নি, উল্টে চোখরাঙানি শুনেছে, পুলিশের মার খেয়েছে।
    লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা একটা চাকরির জন্য খাটছে, আর নেতারা কোটি কোটি টাকা মেরেছে। যেটুকু ধরা পড়েছে, তার হিমশৈলের‌ চূড়ামাত্র!
  • aranya | 2601:84:4600:5410:4b7:d192:5ef8:4c3e | ২০ আগস্ট ২০২২ ২২:৪৪508317
  • 'তেমন এখানে, সিপিএমের নতুন মুখদের, যারা ২০২১ এর ভোটের আগে এলো, তাদের কথা তো আর দেখি না। একটা লেখায় পড়েছিলাম, তাদের মধ্যে কেউ পড়াশোনা করছে, পিএইচডি ইত্যাদি। তা বেশ করেছে, তিনোরা চুরি করছে বলে কী নিজেদের ভবিষ্যত ছাড়তে হবে ? কানহাইয়া কুমার যেমন, সেও ডক্টরেট হয়ে, ঘর থেকে এসি খুলে নিয়ে কোথায় যেন চলেটলে গেছিল, সে কি এখনো সিপিআই'
    - পড়াশুনো, রাজনীতি একসাথে করা যায় না? বামফ্রন্টের রেড ভলান্টিয়ার্স রা তো ভাল কাজ করছিল, তাদের কী খবর ? এখনো কাজ করছে, আশা করি 
  • Abhyu | 97.81.101.181 | ২০ আগস্ট ২০২২ ২২:৪৩508316
    • পলিটিশিয়ান  | ২০ আগস্ট ২০২২ ২২:২৪
    ভারতের লোকেরা ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে তুলনা করবেন, সেটাই স্বাভাবিক মনে হয়, বিশেষত যেখানে ব্যাপারটা কেন্দ্র বনাম রাজ্য, রাজ্যের শাসক দল বনাম প্রধান বিরোধী দল, সেখানে সেই বিরোধী দলের নিজেদের রাজ্যে কী ঘটছে, সেটা প্রাসঙ্গিক, এর মধ্যে দীপ এবং বাংলাদেশের রেফারেন্স কেন এলো বুঝলাম না। তবে সব কথা বুঝতে হবে এমন মাথার দিব্যিও তো নেই, কাজেই কাটিয়ে দেওয়া যাক।
  • যোষিতা | ২০ আগস্ট ২০২২ ২২:৩৩508315
  • কেকে শোনো,
     
    যিনি গেন্টে সপরিবারে যাচ্ছেন, তিনি যদি গেন্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার চাকরি নিয়ে যান (যেটা খুবই সম্ভব) তাহলে জেনো ইয়োরোপে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্যালারি অ্যামেরিকার চেয়ে বেশি। তবে রিটায়ারমেন্ট আছে। গেন্ট টুরিস্টদের প্রিয় শহর, অতয়েব সুন্দর। ১১০ ভোল্টের যন্ত্রপাতি বয়ে আনতে হবে না, ২২০ ভোল্টের দেশ। অধ্যাপকেরা রাজার হালে থাকেন। সান্ধ্য জীবন খুবই রঙীন এবং ঝলমলে। 
    আমি একটু দূরে থাকি তবে ওঁরা এলে আমার সঙ্গে যোগাযোগ করতে বোলো, তেমন হলে দৌড়ে পৌঁছে যাব।
  • দীপ | 42.110.145.83 | ২০ আগস্ট ২০২২ ২২:৩৩508314
  • দীপ সব রাজনৈতিক দলকে গালি দেয়, কোনো রাজনৈতিক দলের স্তাবকতা করেনা।
    দীপ তার মস্তককে কোনো রাজনৈতিক দলের কাছে বন্ধক দেয়নি।
    অনর্থক দীপকে টেনে কোনো লাভ নেই!
  • Ranjan Roy | ২০ আগস্ট ২০২২ ২২:২৫508312
  • কেসি বা অন্য কেউ একটি বইয়ের পিডিএফ সন্ধান দিতে পারেন?  
     Marx at the margins?
    বন্ধুরা বললেন পিডিএফ নাকি সহজেই পাওয়া যাচ্ছে, আমি দেখতে পেলাম না।
     
    আর কিনতে গেলে কিন্ডল ভার্সনও ১৪০০ টাকার মতন।
  • হজবরল | 51.15.1.101 | ২০ আগস্ট ২০২২ ২২:২৪508311
  • ভারতের কোনো টায়ার ১ শহরই 'লিভেবল' নয় :-)) 
     
    দিল্লী NCRe পলিউশন, মেয়েরা চরম আনসেফ
    লুরুতে জলের, ট্রাফিকের  সমস্যা 
    চেন্নাইতে ভাষা 
    মুম্বাই যেটা তিরিশ বচরের মধ্যে আদ্ধেক ডুবে যাবার কথা সেখানে রিয়েল এস্টেটের দাম অস্বাভাবিক 
    পুনেতেও জল প্রব্লেম 
    হায়দ্রাবাদে থাকিনি 
    আর কলকাতা কিরকম লিভেবল সেটা সবচে ভালো বলতে পারবে যারা বাইরে থেকে এসে এখানে কাজের জন্য থাকচে 
     
    কারণ হয়ত নিজেদের বাড়ি, স্কুল, পাড়া, নস্টালজিয়া  থাকলে সব শহরই সেখানকার ভূমিপুত্রদের জন্য লিভেবল :-))
     
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:6a64:974f:e260:9dc6 | ২০ আগস্ট ২০২২ ২২:২৪508310
  • দীপও বলেন, যারা ভারতে মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে গলা ফাটাচ্ছেন তারা কেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে কিছু বলেন না।
     
    • Abhyu | 97.81.101.181 | ২০ আগস্ট ২০২২ ২২:০৭508306
    • সিএস, খবর রাখেন কিন্তু সেটাই চাইছেন এমন ডিভিয়াস মানুষও তো হয়। এই ভাটিয়ালীতেই দেখুন না, যাঁরা অনুব্রত পার্থর জেল নিয়ে গলা ফাটাচ্ছেন, তাঁরা ব্যাপম কেলেঙ্কারি, মধ্যপ্রদেশে সদ্য-বানানো ৩০০০ কোটি টাকার ব্রিজ ভেঙে পড়া দূরে থাক, এমনকি বিলকিস বানু নিয়েও কটা কথা বলেছেন?
  • যোষিতা | ২০ আগস্ট ২০২২ ২২:২৩508309
  • আবারও কেকে কে,
    গেন্ট যেহেতু উত্তর পশ্চিম বেলজিয়ামে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও শেনগেন এর অন্তর্গত, তাই ইয়োরোপের সব দেশেই যাতায়াত এক পাড়া থেকে অন্য পাড়া যাবার মতো। সস্তায় দূরপাল্লার বাসে দুমদাম জারমানি ফ্রান্স গিয়ে ঘুরে বাজারটাজার করে আসা নরম্যাল ব্যাপার। শনি রোববারে নেদারল্যান্ডসে গিয়ে আনন্দ মোচ্ছব। ইংল্যান্ড ও কাছে, তবে সঙ্গে পাসপোর্ট রাখতে হবে। বাকি দেশগুলোয় যেতে সঙ্গে পাসপোর্ট রাখার দরকার নেই, কারণ বর্ডার বা কাস্টমস বা ইমিগ্রেশনের কোনও লাইন নেই, টেরই পাওয়া যায় না কখন অন্য দেশে ঢুকলাম।
  • Bratin Das | ২০ আগস্ট ২০২২ ২২:১৬508308
  •  এখন আমার উইকএন্ড রবি, সোম। কাল টুক করে জয়পুর  ঘুরে আসবো। এই প্ল্যান.... 
  • যোষিতা | ২০ আগস্ট ২০২২ ২২:০৮508307
  • কেকে, 
    প্রথমেই গোদাভাবে জীবনধারণের জন্য দরকারি অত্যাবশ্যকীয় খরচগুলো দেখা যাক।
    খাবারদাবার, বাসস্থান, স্বাস্থ্যবীমা এবং ট্রান্সপোর্ট।
    খাবারদাবারের খরচ কম বেশি ঐ মিডওয়েস্টের মতই হবে। প্রাথমিকভাবে ভাড়া বাড়িতে থাকতে হবে, বা চিরটা কালই। প্রথমেই অচেনা দেশে ঘরবাড়ি কিনতে নেই। সাধ্যে কুলোলেও নয়। বেলজিয়ামে তো মোটেই নয়। স্বাস্থ্যবীমা ম্যান্ডেটরি। করতেই হবে। মাসিক বীমা পলিসির খরচ নেটে খোঁজ করলেই পাওয়া যাবে। ট্রান্সপোর্ট ইয়োরোপে খরচসাধ্য। পাবলিক ট্রান্সপোর্টই সর্বসাধারণের জন্য একমাত্র টান্সপোর্ট সিস্টেম। গাড়ি কিনে, গাড়ি চালিয়ে অফিস যাওয়ার ব্যাপারটা খুবই কম। পেট্রল(বেনজিন) এর দাম লিটার প্রতি প্রায় দুই ইউরো ছুঁইছুঁই। তবে ভয়ের কিছু নেই। 
    বাইসাইকেল খুব চলে। যিনি আংশিক ইনভ্যালিড, তিনি হয়ত চালাতে পারবেন না, কিন্তু অন্যজন বাই সাইকেল চালালে সম্ভবত ট্যাক্সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যায়। মধ্যবিত্ত জীবনধারণের জন্য কম বেশি হাজার চারেক টেক হোম স্যালারি থাকলে চমৎকার জীবন। ভাষা একটু সমস্যা হবেই। ডাচ বা জারমান ভাষায় প্রাথমিক জ্ঞানটুকু থাকলে চিন্তা নেই। 
    যিনি আংশিক ইনভ্যালিড তিনি কত পারসেন্ট ইনভ্যালিড সেটার ওপর ভিত্তি করে তিনি ইনভ্যালিড ভাতা পেতে পারেন। এটার ওপর ওঁদের একটু অনলাইনে খুঁজতে বলো। দুজন মানুষের জন্য খুব বড়ো অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে না, দুই আড়াই ঘরের অ্যাপার্টমেন্ট নিতে হবে। 
    পরে আরও ভেবে বলছি।
  • Abhyu | 97.81.101.181 | ২০ আগস্ট ২০২২ ২২:০৭508306
  • সিএস, খবর রাখেন কিন্তু সেটাই চাইছেন এমন ডিভিয়াস মানুষও তো হয়। এই ভাটিয়ালীতেই দেখুন না, যাঁরা অনুব্রত পার্থর জেল নিয়ে গলা ফাটাচ্ছেন, তাঁরা ব্যাপম কেলেঙ্কারি, মধ্যপ্রদেশে সদ্য-বানানো ৩০০০ কোটি টাকার ব্রিজ ভেঙে পড়া দূরে থাক, এমনকি বিলকিস বানু নিয়েও কটা কথা বলেছেন?
  • lcm | ২০ আগস্ট ২০২২ ২২:০৩508305
  • বেঙ্গালুরুতে বলছে ট্রাফিক সিচুয়েশন ভালো না। গ্লোবাল ট্রাফিক কনজেশচন তালিকায় প্রথম দশটা শহরের মধ্যে তিনটে ভারতীয় শহর আছে। বেঙ্গালুরু, তারপর মুম্বই, তারপর দিল্লি।
  • সিএস | 49.37.32.172 | ২০ আগস্ট ২০২২ ২১:৫৯508304
  • একটা কমেন্ট দেখলাম, এন আর সি হলেই বা কী ক্ষতি, সে তো হিন্দুদেরও হবে। মনে হয় এঁরা তো কিছুই খবর রাখেন না, অসমে মানুষের কী প্রাণান্তকর অবস্থা হল, ভাজপার হিসেব মিলল না, হিন্দুদের নাম ঢুকে গেল, ফলে 'ভাল করে' আবার এন আর সি করবে, তার প্ল্যান, এখন চেপে বসে আছে ইত্যাদি।
  • Abhyu | 97.81.101.181 | ২০ আগস্ট ২০২২ ২১:৪৮508303
  • আমি কলকাতায় গিয়ে পুরো মে মাসটা থেকে এলাম, যথেষ্ট প্রাণবন্ত ভালো শহর। ২০০১ সালে সেই আই এস আইএর দিনগুলোতে যতটা ভালো লাগত, এখনো কিছু কম ভালো লাগে না। আমারই তো শহর, ধুলো বালি ময়লা ডিঙিয়ে দক্ষিণেশ্বর যেতাম হেঁটে হেঁটে। এখনো হাঁটতে ভালো লাগে। এখনো কিছু লোক আছেন যাঁরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভালো কাজ করেন। কল্যাণী থেকে আমি কলকাতায় ডাক্তার দেখাতে আসি। আমেরিকার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কি বলেছেন সেটা তাঁর সাথে ডিসকাস করি। নতুন ছেলেরা বাংলা ভাষা নিয়ে সিরিয়াস কাজ করছে খবর পাই। ভালো লাগে। অনেক হাঙ্গামা সত্বেও SBIতে মায়ের অনলাইন অ্যাকাউন্টও হয়ে যায়। দুই বুড়োবুড়ি যে ভাবে পাড়াপ্রতিবেশীর সাহায্য নিয়ে আনন্দে থাকে সেটা এই আমেরিকায় বসে কল্পনাও করা যায় না।
     
    শিক্ষা স্বাস্থ্য এর অবনতি সত্বেও মানুষের স্পিরিটটা ভালো লাগে। একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ের সাথে পরিচয় হল। কতো বাধা পেরিয়ে মাস্টার্স করছে, খুব ভালো লাগল। অনেক অবনতি, অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সব শেষ হয়ে গেছে এটা ভাবা ঠিক না। 
  • kk | 2601:448:c400:9fe0:3d84:db6a:cdee:ab7f | ২০ আগস্ট ২০২২ ২১:৪৭508302
  • যোষিতাদি,
    হ্যাঁ হ্যাঁ, টাইম নিয়ে লিখুন। তাড়া নেই।
  • ওহো | 2a0b:f4c0:16c:13::1 | ২০ আগস্ট ২০২২ ২১:৪৫508301
  •  নো ভোট্টুদের কাছে হেরে গিয়ে ভোট্টুদের ভারি গোঁসা হয়েছে গা।
  • যোষিতা | ২০ আগস্ট ২০২২ ২১:৪১508300
  • কেকেভাই
     
    একটু ভেবে চিন্তে লিখছি। পয়েন্ট বাই পয়েন্ট। কালকের মধ্যে জানাবো।
  • kc | 37.39.202.25 | ২০ আগস্ট ২০২২ ২১:৪০508299
  • ২২ সালের রিপোর্ট বলছে লুরু এখন লিস্ট লিভেবল শহর ভারতে।
  • Abhyu | 97.81.101.181 | ২০ আগস্ট ২০২২ ২১:৩৩508298
  • নন রেলেভ্যান্ট ইন্ডিয়ান শব্দবন্ধটা অত্যন্ত জুৎসই। খুব পছন্দ হল।
  • Abhyu | 97.81.101.181 | ২০ আগস্ট ২০২২ ২১:৩২508297
    • সিএস | 49.37.32.172 | ২০ আগস্ট ২০২২ ২০:০৭
    cs, আমার মনে হয় মূল ব্যথাটা সেটা নয়। বিজেপি এখনো জিতছে না, আর স্বনামে জোর করে "বিজেপি আনো সংখ্যালঘু পেটাও" বলাও যাচ্ছে না, সুতরাং...
  • kk | 2601:448:c400:9fe0:3d84:db6a:cdee:ab7f | ২০ আগস্ট ২০২২ ২১:৩১508296
  • যোষিতাদি,
    অ্যামেরিকার মিডওয়েস্ট থেকে, শুধুমাত্র দুজনের পরিবার। কিন্তু একজনই চাকরি করেন, অন্যজন কিছুটা ইনভ্যালিড। এই আর কী।

    স্যান্ডি,
    হ্যাঁ, আমারও ঐ কবিতাটার কথাই মনে হয়েছিলো। তুমি যতদিন খুশি সময় নাও, অসুবিধে নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত