এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২২ ২১:৩১508745
  • একটা সিম্পল ব্যাপার তো এই সাইটখানাই। এই সাইটে এসে সময় কাটানো, সেও তো ওইরকমই কিছুর টানেই।
  • &/ | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২২ ২১:২৯508744
  • আমার তো মনে হয় এই আইডেন্টিটি একটা জন্মপরিচয়ের মতন বেসিক ব্যাপার। মনে হয় না এটা বিসর্জন কখনও দেওয়া সম্ভব। জন্মভূমি, প্রথম কথা বলতে শেখা, প্রথম স্কুলে যাওয়া, শৈশবের খেলাধুলোর সঙ্গীসাথীরা---এইসব মিলিয়ে যে জিনিসটা তৈরী হয়, সেটা আজীবন বুকের ভিতর নিয়েই চলতে হয়। যে যেখানেই যাক না কেন, যে কাজই করুক না কেন-
  • সিএস | 49.37.32.224 | ২৪ আগস্ট ২০২২ ২১:২৫508743
  • আমি তো পুরো পড়ে নিলাম।

    কারেন্ট অ্যাফেয়ার্স জেনে রাখা ভালো।

    সব মিলিয়ে ৮০ কোটি টাকার গয়না চুরি করে, আংটির দাম ৩১ কোটি, পালাবার সময়ে ধরাও পড়ে, ধরা পড়ে ডাকাতরা কিমকেই দায়ী করে কারণ ছবিটবি দিয়ে উনিই লোভ দেখিয়েছেন।

    এই হল সামারি।
  • | ২৪ আগস্ট ২০২২ ২১:১৪508742
  • laughlaughlaugh
  • r2h | 192.139.20.199 | ২৪ আগস্ট ২০২২ ২১:০০508741
  • হাহা, এইটা আমি দেখেছি, ক্লিক করার জন্যে হাত নিশপিশ করছিল কিন্তু টোপ খাবো না টোপ খাবো না করে আত্মসংবরন করেছিঃ)

    বাথটাবে বেঁধে, মামদোবাজি?!
    আমাদের চেনা একজন খুব ইয়ারপরায়ন দিলদরিয়া লোক, বড় ম্যানেজার, টিমের লোকেদের অশেষ প্রশ্রয় দিত। একবার তার স্ত্রী দেশে গেছে (দুজনেই আমাদের স্কুলের সিনিয়ার), সে একগাদা ছেলেপুলেকে, যারা নানান শেয়ার্ড বাড়িঘরে থাকতো, বাড়িতে ডেকে নিয়ে এসেছে, আমার বাড়িতে হাত পা ছড়িয়ে থেকে ফুর্তি কর বলে। গ্রীষ্মাবকাশের পর ভদ্রলোকের স্ত্রী বাড়ি এসে দেখে ছেলেরা যাওয়ার সময় সব পরিপাটি করে গুছিয়ে পরিস্কার করে দিয়ে গেছে, কিন্তু ওদের বাথটাবটা পুড়ে গেছে। বাথটাব কী করে পুড়লো সেই রহস্য আর কোনদিন জানা যায়নি।
  • | ২৪ আগস্ট ২০২২ ২০:৫২508740
  • অ হুতো 
     
  • r2h | 192.139.20.199 | ২৪ আগস্ট ২০২২ ২০:৫১508739
  • আইডেন্টিটির ঊর্ধ্বে ওঠা খুব ভালো ব্যাপার, কিন্তু আইডেন্টিটি বিসর্জন আদৌ দেওয়া যায় কি? মানে স্থানিক, ভাষা, জাতিগত আইডেন্টিটি অস্বীকার করে বিশ্বমানব হলাম, কিন্তু মানবই বা কেন, বিশ্বপ্রাণী, বিশ্বজীব হয়ে, ব্রহ্মাণ্ডকণা ইত্যাদি হতে হতে খুব গোলমেলে হয়ে যাবে ব্যাপারটা।
  • r2h | 192.139.20.199 | ২৪ আগস্ট ২০২২ ২০:৪৭508738
  • আমারও আছে, আমি বাঙালী ভারতীয় ইত্যাদি।

    মানে তাই যদি না হয় তাহলে আর রেডিওতে বাংলা গান হয় না কলকাতায় রেস্টুরেন্টে বাংলা কথা বলে না ভারতে চাড্ডিদের উপদ্রবে বিতিকিচ্ছিরি অবস্থা এসব নিয়ে আর মাথা ব্যথা কেন হতো।
    তবে স্বজাতি মানেই খুব ভালো লোক তা মনে করি না, অনেক সময়ই 'স্বজাতি' টের পেলে সন্তর্পনে এড়িয়ে চলি।
  • &/ | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২২ ২০:৪৬508737
  • তার উপর মাঝে মাঝেই মনে হয় নানা ধর্মে টর্মে ঢুকে চার্চ, মসজিদ, সিনাগগগুলোতে ঢুকে দেখতে পারলে কেমন হয়? ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২২ ২০:৪৪508735
  • আমার কিন্তু আছে। আমি বাঙালি, ভারতীয়, হিন্দু তো বটেই তার উপরেও আবার সুযোগ সুবিধে পেলে কোনোদিন ফরাসী বা জার্মান বা সোয়াহিলি বা অন্য কোনো ভাষা শিখে সেইরকমও হয়ে যাবার ইচ্ছে আছে। কিন্তু হায়, অত শক্তি কই?
  • kk | 174.53.251.123 | ২৪ আগস্ট ২০২২ ২০:৩৯508734
  • "হায়, আমার কোন স্বজাতি নেই :-( আমি নিজেকে বাঙালি, ভারতীয়, হিন্দু ইত্যাদি কোনকিছুই ভাবি না। "
     
    এই কথাটা তো দেখি একেবারেই আমার মনের কথা! 
     
  • dc | 2401:4900:1cd0:1bb4:f805:76f3:1a94:d21b | ২৪ আগস্ট ২০২২ ২০:৩৭508732
  • এ জীবনে আর এই টাকাগুলো পাবো বলে মনে হচ্ছে না :-((
  • &/ | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২২ ২০:৩৭508731
  • খুব ভালো একটা বই পেলাম। তুতুল। মহাশ্বেতা দেবীর লেখা। ন্যাদোশ নামের এক বিখ্যাত গরু, ছাদে উঠে খড় খেত। খড়ের মধ্যে ব্র‌্যান্ডির বোতল লুকোনো ছিল। সেই বোতল ভেঙে ব্র‌্যান্ডিসিক্ত খড় খেয়ে মাতাল হয়ে গেছিল। ঃ-)
  • দীপ | 42.110.144.19 | ২৪ আগস্ট ২০২২ ২০:৩৫508730
  • নিশ্চয় করবেন। স্বাগত!
  • &/ | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২২ ২০:৩৩508729
  • ডিসি, পনেরো লাখ ভুলবেন না, সিআইএ ভুলবেন না, বিল গেটস ভুলবেন না। এলন মাস্ক ভুলবেন না। এইসব টাকাগুলো সব বকেয়া আছে। ঃ-)
  • :-)) | 2405:8100:8000:5ca1::32:8195 | ২৪ আগস্ট ২০২২ ২০:৩২508728
  • কেউ একটা এই খিস্তিদিপতাসলিমার পোস্টগুলোর এসেস নিয়ে এর কলেজে মেল করে দিন। খেলা জমে যাবে।
  • dc | 2401:4900:1cd0:1bb4:f805:76f3:1a94:d21b | ২৪ আগস্ট ২০২২ ২০:০৯508727
  • "আচ্ছা, আমাদের 'স্বজাতি' ঠিক কারা? তামাম ভারতীয় নাকি কেবল উদ্বাস্তু হিন্দুরা?"
     
    হায়, আমার কোন স্বজাতি নেই :-( আমি নিজেকে বাঙালি, ভারতীয়, হিন্দু ইত্যাদি কোনকিছুই ভাবি না। 
     
    কারো কেউ নইকো আমি, কেউ আমার নয়, টাকার থলি চাইতো আমার, কে যে টাকা দেয়!  
    (একবুক কান্নার ইমো) 
  • খ্যাক | 2405:8100:8000:5ca1::30:c3b2 | ২৪ আগস্ট ২০২২ ১৯:৫০508726
  • আরে দাদারা দিদিরা এ মালটার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ইস্যু আছে। সম্ভবত ব্রোকেন পরিবারের ছেলে।  ছোট থেকে খিস্তাতে শুনেছে বাপ মাকে। একগাদা লেখা পড়ে মানে বোঝে না। লোকের চোখে পড়ার খুব ইচ্ছে এদিকে গুছিয়ে লেখার ক্ষমতা নেই। ওইজন্য এদিক ওদিক থেকে এসেস জুটিয়ে আপাত নিরাপদ জায়গায় এসে খেস্তায়।
     
    হ্যাঁরে দীপচাড্ডি তোর অত রাগ ত গুছিয়ে আস্ত প্রবন্ধ লিকে আনন্দবাজারে পাঠিয়ে ছাপ না। যাদের রিব্যুটাল লেখার লিখবে। আনন্দ টাকাও দেয় তোকে আর অমিতশাস্যারের টাকার জন্য হাপিত্যেশ করে থাকতে হবে না। 
  • র২হ | 2607:fb90:ac92:117a:a871:64c7:3f41:957f | ২৪ আগস্ট ২০২২ ১৯:৪৬508725
  • মীরপুরের কসাই কাদের মোল্লার ফাঁসি হয়েছে, চাড্ডিরা এটা সযত্নে এড়িয়ে যায়।
  • দীপ | 42.110.144.19 | ২৪ আগস্ট ২০২২ ১৯:৪১508724
  • এগুলো নিয়ে আলোচনা করলেই সে বিজেপির লোক, হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক!
  • দীপ | 42.110.144.19 | ২৪ আগস্ট ২০২২ ১৯:৪১508723
  • চুলের মুঠি ধরে উঠোনে এনে রামদায়ের এক কোপে গলা কেটে ফেলে -
     
    স্মরণ -
     
         বাংলাদেশের প্রথম নারী শহীদ 
                  কবি মেহেরুন্নেসা
    --------------------------------------------------- 
    কবি মেহেরুন্নেসার জন্ম ১৯৪২ সালের ২০ আগস্ট কলকাতার খিদিরপুরে। 
     
    মেহেরুন্নেসার কবি প্রতিভার প্রকাশ ঘটে খুব ছোট বেলায়।
     
    ১৯৫২ সালে মাত্র দশ বছর বয়স থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন তার খুরধার লেখনীর মাধ্যমে এবং জায়গা করে নেন সংগ্রাম, ইত্তেফাক, দৈনিক পাকিস্তান, অনন্যা, কাফেলা, বেগম, যুগের দাবিসহ তৎকালীন প্রায় সকল পত্রিকায়। 
     
    মাত্র দশ বছর বয়সে ১৯৫২ সালে তার ‘চাষী’ কবিতা সংবাদ এর ‘খেলাঘর’ পাতায় প্রকাশিত হয়। তিনি বড়দের জন্য লেখা শুরু করেন ১৯৫৪ সালে ‘কাফেলা’ পত্রিকার মাধ্যমে। 
     
    কবি মেহেরুন্নেসার রুচি, ব্যক্তিত্ব, সৌন্দর্য ও কবিতা সমান্তরাল। তার কর্ম, বিশ্বাস এবং বিবক্ষাই তার কবিতা।
     
    প্রথমে তার কবিতায় ফররুখ আহমদের প্রভাব, ইসলামী ভাবধারা, আরবী-ফার্সী শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। জাগে মখলুখ জাগে ফুল পাখি জেগেছে স্বর্ণ সুরুজ ইত্যাদি। 
     
    তার বেশিরভাগ কবিতা প্রকাশিত হয় ‘বেগম’ পত্রিকায়। বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের পরামর্শে তিনি স্বদেশ, প্রেম ও প্রকৃতি বিষয়ে আরবী-ফার্সী শব্দের ব্যবহার বর্জন করে কবিতা লিখতে শুরু করেন। 
     
    তিনি রানু আপা নামে ‘পাকিস্তানি খবর’ এর মহিলা মহল পাতার সম্পাদনা করতেন। কবি হিসেবে তিনি ছিলেন সত্যিকার কবিতাকর্মী। 
     
    খুব আত্মবিশ্বাস ও সাহসিকতা, তার কবি প্রতিভা আদায় করে নিয়েছিল কবি সুফিয়া কামালের স্নেহ আনুকূল্য।
     
    ১৯৬১ সালে যোগ দেন ফিলিপস রেডিও কোম্পানিতে। এছাড়া তিনি ইউএসআইএস লাইব্রেরিতেও অনুলিখনের কাজ নিয়েছিলেন। 
     
    উল্লেখ্য যে, সে সময় ফিলিপস ইংরেজি ও উর্দুতে মুখপত্র ছাপাত, কবি মেহেরুন্নেসার চেষ্টায় বাংলা ভাষায় রচিত পত্রিকাও প্রকাশে বাধ্য হয় ফিলিপস কর্তৃপক্ষ। 
     
    কবিতার প্রতি ভালবাসা, বাংলা সাহিত্যের প্রতি অকৃত্রিম আকর্ষণ তাকে সাহিত্য চর্চা থেকে দূরে থাকতে দেয়নি।
     
    'রানু আপা' ছদ্মনামে রাজনৈতিক প্রবন্ধ লিখেছেন ৬৯ এর আইয়ুববিরোধী উত্তাল গণআন্দোলনে।
     
    নিজের চেষ্টায় তিনি মিরপুরের ৬ নং সেকশনে, ডি ব্লকের ৮ নং বাড়িটি বাবার নামে বরাদ্দ পান।
     
    ১৯৬৩ সালে কবি মেহেরুন্নেসা সপরিবারে বসবাসের জন্য ওই বাড়িতে ওঠেন। ১৯৬৫ সাল থেকে তারা থাকতে শুরু করেন মিরপুরে। সে সময় মিরপুর ছিল বিহারী অধ্যুষিত এলাকা। 
     
    বাঙালি পরিবার বিহারীদের তুলনায় নগণ্য। এর কিছু দিনের মধ্যে তার বাবা অসুখে পড়েন। তখন তাকে আরও বেশি পরিশ্রম করতে হয় পরিবারের জন্য।
     
    ৭১ এ বিহারী অধ্যুষিত মিরপুরে কবি কাজী রোজীর (প্রয়াত সাবেক সংসদ সদস্য) নেতৃত্বে এ্যাকশন কমিটি গঠন করা হয়। এই কমিটির সক্রিয় সদস্য ছিলেন কবি মেহেরুন্নেসা।
     
    ১৯৭১ সালের ২৩ মার্চ। বাংলা একাডেমি প্রাঙ্গণে লেখক সংগ্রাম শিবির আয়োজিত বিপ্লবী কবিতা পাঠের আসরে হাসান হাফিজুর রহমান, আহসান হাবীব, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আলাউদ্দিন আল আজাদ, হুমায়ুন কবিরসহ অন্য কবিদের সঙ্গে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন মেহেরুন্নেসা। 
     
    এ আসরে সভাপতিত্ব করেছিলেন ড. আহমদ শরীফ। সেই অনুষ্ঠানে তিনি 'জনতা জেগেছে' কবিতাটি আবৃত্তি করেন।
     
    বিহারী অধ্যুষিত মিরপুরে তিনি ও তার পরিবার অনেক আগে থেকেই চিহ্নিত হয়ে ছিলেন মুক্তিকামী বাঙালি হিসেবে। 
     
    ২৭ মার্চ এলো, দুদিন আগেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তখন একতরফা গণহত্যা শুরু হয়ে গিয়েছিল। 
     
    কবি মেহেরুন্নেসা বিহারীদের হুঁশিয়ারি উপেক্ষা করে, তার দুই ভাই মিরপুর ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য রফিক ও টুটুলকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা কর্মসূচীর অংশ হিসেবে ২৩ মার্চ সকাল ১০টায় মিরপুরের ৬ নম্বর সেকশনের ডি-ব্লক, ১২ নম্বর রোডে নিজ বাড়িতে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। 
     
    এবং ওইদিন বেগম পত্রিকায় প্রকাশিত হয় তার লেখা শেষ কবিতা (তাকে মারার মাত্র তিন দিন পূর্বে)। আর এই অপরাধে কাদের মোল্লার নির্দেশে ২৭ মার্চ তার মা, দুই ভাই ও তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার সময় তার বয়স হয়েছিল ঊনত্রিশ বছর।
     
    মেহেরুন্নেসার ছোট দুই ভাইয়ের কাটা মাথা দিয়ে ফুটবল খেলা হয়। প্রত্যক্ষদর্শী মিরপুরের আলী আহাম্মদের ভাষ্য মতে কবি মেহেরুন্নেসাকে চুলের মুঠি ধরে উঠোনে এনে রামদায়ের এক কোপে গলা কেটে ফেলে।
     
    মেহেরুন্নেসার কাটা মাথার বেণী করা চুল ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে ফ্যান ছেড়ে দেয়া হয়। উল্লাস করা হয় কাটা মস্তকের রক্ত ছিটিয়ে। এভাবেই কবি মেহেরুন্নেসা হন স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের প্রথম শহীদ মহিলা কবি।
     
    মিরপুরের স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। কিন্তু এই মহান কবির বাংলাদেশে এক বোন ছাড়া কোন আত্মীয় নেই এবং তার বোন মোমেনা বেগম রক্ষণশীল পরিবারের গৃহবধূ হওয়ায় মেহেরুন্নেসাকে নিয়ে আমাদের দেশে উল্লেখযোগ্য তেমন কিছুই করা হয়নি।
     
    তথ্যসূত্রঃ 'দৈনিক জনকণ্ঠ'
    ২৭ মার্চ ২০০৯
    কৃতজ্ঞতা, মেসবা খান
  • kk | 2601:448:c400:9fe0:b4a3:407c:8966:a2c0 | ২৪ আগস্ট ২০২২ ১৯:৪০508722
  • এই পার্সোনাল অ্যাটাকগুলো এবার বন্ধ করলে হয়না? খুবই বিরক্তিকর। এত এত পড়াশোনা করেন আপনারা, এইগুলো আপনাদের নিজেদের কাছেই ছেলেমানুষী মনে হয়না? "আমি আগে বলিনি, ও আগে বলেছে, সে আগে বলেছে" এইগুলো তো ক্লাস ফোর ফাইভের বাচ্চারা করে।
    এদিকে কথায় কথায় লোককে শুয়োর, পাঁঠা, কুকুর এইসব বলা! আমার তো ধারণা এইসব জন্তুদেরই বরং 'মানুষ' বললে খুব জোর গালি দেওয়া হবে।
  • দীপ | 42.110.144.19 | ২৪ আগস্ট ২০২২ ১৯:৩৬508721
  • অবশ্য পল্টুর দোষ নেই। এর গুরু মহাবিপ্লবী বুধু পাঁঠা বঙ্কিমের রক্তে সাম্প্রদায়িকতা খুঁজে পেয়েছিল!
    এখন পল্টুও পাচ্ছে!
  • দীপ | 42.110.144.19 | ২৪ আগস্ট ২০২২ ১৯:২৯508720
  • বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের কথা বলার অর্থ বিজেপির সাম্প্রদায়িক দাঙ্গাকে সমর্থন করা! 
    এতো বুদ্ধি রাখে কোথায়? হাঁটুতে?
  • দীপ | 42.110.144.19 | ২৪ আগস্ট ২০২২ ১৯:২৭508719
  • যারা মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষের মতো বরেণ্য ব্যক্তিদের নিয়ে নোংরা কথা বলে, সুপ্রিয়া দেবীর মতো অসামান্য অভিনেত্রী কে নিয়ে কুৎসিত মন্তব্য করে; তাদের মুখ লাথি মেরে ভাঙতে হয়! 
    পশ্চিমবঙ্গের মানুষ সেটাই করে দেখিয়েছেন!
  • দীপ | 42.110.144.19 | ২৪ আগস্ট ২০২২ ১৯:২৬508718
  • উরেবাবা, পাঁঠেশ্বরকে সম্মান দিতে হবে! 
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:ddd0:c345:21fd:dc2d | ২৪ আগস্ট ২০২২ ১৯:২৪508717
  • গাল দেবেন না। আর আপনি বলুন।
  • দীপ | 42.110.144.19 | ২৪ আগস্ট ২০২২ ১৯:২২508716
  • অবশ্য যে পাঁঠারা মহাশ্বেতা দেবীর মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্ব নিয়ে নোংরা মন্তব্য করে, তাদের মগজ(!!!) থেকে আর কি বেরোবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত