এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.141.85.8 | ২১ সেপ্টেম্বর ২০২২ ২২:২৪510091
  • ডিসি, একটা ছোটোখাটো সুন্দর দেখে আইল্যান্ড কিনেই ফেলুন। ঃ-)
  • প্রাচীন ভারতের জয় | 43.239.80.161 | ২১ সেপ্টেম্বর ২০২২ ২২:২৩510090
  • যে যুগ সে যুগেই রেখেছে! 
    সে যুগে কী ছিল কী হত সে সম্পর্কে এমন মনগড়া ধারণার script তৈরি করে সেটাকেই সত্য বলে এসমস্ত উচ্চশিক্ষিত বিজ্ঞানী মানুষজনদেরও যাবজ্জীবন বিশ্বাস করানোর এই ভয়ঙ্কর ড্রাগ - এর কী অ্যান্টিডোট সম্ভব !!!
     
    I rest my case.
  • dc | 2401:4900:1cd1:3867:6871:f3a6:6245:35f1 | ২১ সেপ্টেম্বর ২০২২ ২২:২০510089
  • আমি একটা প্ল্যান বানিয়েছি। বছর পাঁচেকের মধ্যে সব কাজ টাজ শেষ করে রিটায়ার করবো, আর ক্যারিবিয়ানে কোন একটা আইল্যান্ডে একটা ছোট্ট শ্যাক কিনে সেখানেই থেকে যাবো। তখন হাতে অনেক সময় থাকবে, প্রচুর লেখালিখি করবো। এশার আর পেনরোজ, ইটারনাল ইনফ্লেশান, ইআর ব্রিজ, আরও অনেক কিছু নিয়ে মোটা মোটা টই খুলবো। 
  • &/ | 151.141.85.8 | ২১ সেপ্টেম্বর ২০২২ ২২:০৩510087
  • ডিসিকে সেই কবে অনুরোধ করে রেখেছি এশার আর পেনরোজের ইন্টারেস্টিং কাজগুলো নিয়ে লিখতে।
  • &/ | 151.141.85.8 | ২১ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৯510086
  • ওরা তো তবু মন্দের ভালো, সে যুগ সে যুগেই রেখেছে। এখন এই যুগে যেভাবে এক রাণীর কয়েকটা ড্রাগনবাচ্চা হয়েছে, সেই গপ্পো নিয়ে দুনিয়াব্যাপী উলুতিপুলুতি চলছে, তা দেখে---- কী আর বলবো---ভূতপ্রেতদত্যিদানো---দুম করে আবার হাতুড়ি নিয়ে নেমে পড়ে একজন- হি হি হে হে হী হী
  • dc | 2401:4900:1cd1:3867:6871:f3a6:6245:35f1 | ২১ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৬510085
  • "বি আর চোপড়া আর রামানন্দ সাগর যা ক্ষতি করে দিয়ে গেছেন এই ভারতব্যাপী কয়েক প্রজন্মের সে আর কহতব্য নয়"
     
    এটার সাথে একেবারে ২০০% একমত। ছোটবেলায় যখন টিভিতে রামায়ন আর মহাভারত শুরু হতো তখন যে কি অসহ্য লাগতো, বলার না। 
     
    "আর তার থেকেও বড় সমস্যা হল, এসব আলোচনা হয় না বলে যাঁরা বিচলিত হন, তাঁদের এসব নিয়ে আলোচনা করার সময় বড় কম" - r2h, সেটাই তো :-( কতো কি লিখবো ভাবি কিন্তু সময় পাই না। একেক দিনে যদি আটচল্লিশ ঘন্টা থাকতো তো খুব ভালো হতো। 
  • প্রাচীন ভারতের জয় | 43.239.80.161 | ২১ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৯510084
  • যে যেটা নিয়ে চর্চা করে চলে বছরের পর বছর সে তো সেখানে কিছু ইন্টারেস্ট পাচ্ছে বলেই সেটা করে। এবার বিজ্ঞান নিয়ে পড়ে শুনে পড়িয়ে গবেষণা করে থিসিস পেপার লিখে টিখে সেমিনার ওয়ার্কশপ করে ফিরে কেবল প্রাচীন ভারত থেকে ইন্টারেস্ট পেয়ে দিনের পর দিন সেই নিয়ে হেজিয়ে চললে এই কল্পিত গৌরব-ধারণার বদহজম ব্যপারটাই থেকে যায় না?  গল্প উপন্যাস কল্পনা থেকে বিজ্ঞানের উপাদান খুঁজে নেওয়ার প্রস্তুতি আর ইচ্ছাই চোখে পড়ে নাকি? 
     বি আর চোপড়া আর রামানন্দ সাগর যা ক্ষতি করে দিয়ে গেছেন এই ভারতব্যাপী কয়েক প্রজন্মের সে আর কহতব্য নয়। রাজা রানি রাজপুত্র রাজকন্যা ঋষি মুনি সাধু গুরুকুল পাঠশালা যুদ্ধ অস্ত্র সেনা রাজধানী রাজসভা ভোজবাজী অতীন্দ্রীয় শক্তি রথ ঘোড়া হাতি যজ্ঞ পুজো তপস্যা এসবে এমন টেমপ্লেট মেরে দিয়ে গেছেন যে সারা জীবন ধরে সেই হ্যালোর বাইরে বেরিয়ে যাওয়া যায় না। টেকস্ট পড়লে অবচেতনে সিনেম্যাটিক ভিস্যুয়াল ভেসে চলে। রাবণ বললে সোনার মুকুট পরা ক্লিন শেভন গুঁফো দশ মাথা অট্টহাস্য করে চলে, দুর্গা বললে দশপ্রহরণধারিনী মাতৃরূপিনী চেতনা আচ্ছন্ন করেন, মহিষাসুর বললে মোচরানো গোঁফের কালচে সবুজ দোহারা সিক্স প্যাক মাঝ আকাশে নৃত্য শুরু করে। কোনো টেকস্টের নিজস্ব পাঠচিত্রকল্প তৈরি হয়ে ওঠার আগেভাগে একটা ভিস্যুয়াল স্ট্যাম্পিং হয়ে গেলে কী যে মারাত্মক ব্যাগেজ আজীবন বইতে হয় কহতব্য নয়।
  • প্রমাণ কোথায়? | 2405:8100:8000:5ca1::6:a5ea | ২১ সেপ্টেম্বর ২০২২ ২০:০০510083
  • r2h | 192.139.20.199 | ২১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৯510082
  • বাকি সব ঠিক আছে তবে কেকের পক্ষে আয়নায় ধূসর মেটে বর্ণের আত্মা দেখা অসম্ভব। এ অল্পসল্প কনফিউশনের কাজ না। বাঘু বেকারের মশল্লাগন্ধে ধূসর বর্ণ স্বচ্ছ হয়ে যাবে।
  • r2h | 192.139.20.199 | ২১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪২510081
    • প্রাচীন ভারতের জয় | ২১ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৪
    • গুরুতেও তো ... প্রাচীন ভারত, বেদ পুরাণ, রামায়ণ মহাভারত নিয়েই দিবারাত্র চর্চা করে থাকেন
     
    চর্চা করা নিয়ে, আমার অন্তত কোন সমস্যা নেই; আমি নিজে উৎসুক নই, তবে যার যাতে উৎসাহ।
    সমস্যা হল বিজ্ঞানচর্চায় শিক্ষিত আর প্রশিক্ষিত (এডুকেটেড আর ট্রেইন্ড - তাই তো?) লোকের আধুনিক বিজ্ঞান চর্চার ধারাকে প্রাচীন গৌরবে বদহজম দিয়ে রিপ্লেস করতে চাওয়া নিয়ে।

    এদের সঙ্গে তর্কও করা মুশকিল, অন্তত আমার মত লোকের পক্ষে, কখন 'ইউনিভার্সিটির আরও দু-এক ক্লাস পড়ে এ তর্কগুলো করলে ভালো হয় না?'বলে বসবে তার ঠিক নেই।
    এমনকি সেরকম হলে আমি 'ইউনিভার্সিটির ক্লাসে না পড়লে যে কিছু জানা যায় না একথা আমি বিশ্বাস করি নে—আমি একথা বলতে পারি কোনও ফোর্থ ইয়ারের ছাত্র যে-কোনও কলেজের হিস্ট্রিতে কি ইংলিশ পোইট্রিতে কিংবা জেনারেল নলেজে পারবে না আমার সঙ্গে।' এসবও বলতে পারবো না। প্যলগ্রেভের গোল্ডেন ট্রেজারি দু ভল্যুম পড়ে উঠতে পারলাম না এখনো।
     
    • dc | ২১ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৪
    • হুম, এটা ঠিক কথা। গুরুতে যতো রামায়ন মহাভারত নিয়ে চর্চা দেখি, সেরকম চর্চা লার্জ হ্যাড্রন কোলাইডার বা ক্রিস্পার নিয়ে দেখিনা। ...সময়ের অভাবে খোলা বা লেখা হয়না। 
     
    :|: ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:৫২ যেমন বললেন, ভালোভাবে পড়াশুনো না করলে এসব নিয়ে কিছু বলা যায় না, বিদুর কার ছেলে তা নিয়ে সতের রকম মত দেওয়ার মত ইন্টারপ্রিটেশনও, করা যায় কিনা তাও জানি না। দুর্গা না হুদুর দুর্গা কে বেশি মিথ্যে সেরকম তর্কও চলে না, কারন বিজ্ঞানে বেশি সত্যি বা বেশি মিথ্যে বলে বোধয় কিছু হয় না।

    আর তার থেকেও বড় সমস্যা হল, এসব আলোচনা হয় না বলে যাঁরা বিচলিত হন, তাঁদের এসব নিয়ে আলোচনা করার সময় বড় কমঃ)
  • বঙ্গবাসী | 2409:4060:2d94:b92c:cf8a:1327:e584:dbda | ২১ সেপ্টেম্বর ২০২২ ১৬:০২510080
  • আজ সিবিআই পার্থর দুর্নীতি প্রমাণ করতে পারেনি ।
    সাধারণ মানুষ খালি চোখে যা দেখছে সেটা সিবিআই কেন প্রমাণ করতে পারছে না ।
    এদিকে দিদিমনি মোদীর প্রশংসা করছে । জানি না ,কি সেটিং হয়েছে ।
  • হজবরল | 185.129.62.63 | ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৫510079
  • বাঃ এই সুন্দর জর্জাজর্জির ছবিটা নিয়ে কুঘো আর ভাইপো স্টেটমেন্ট দেয়নি এখনো ?
  • :|: | 174.251.168.189 | ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:৫২510078
  • পুরান ধর্ম জ্যোতিষ দর্শন এই সবই বারোয়ারী সম্পত্তি বা মন্দিরের ঘন্টা -- আসতে যেতে বাজানো যায়। যে যা ইচ্ছে কমেন্ট করতে পারে ইতিহাস বা ব্যক্তিজীবন নিয়ে। পড়াশোনার দরকার নাই। কিন্তু ফিজিক্স অংক তেমন না। না-পড়াশোনা করে লোকে মুখ খুলতে ভয় খায়। স্বাভাবিক ভাবেই সম্মান এবং কম কমেন্ট -- এই নিয়েই খুশী থাকা ছাড়া উপায় কী! 
  • dc | 2401:4900:1cd1:3867:c83d:7e05:3c03:8d50 | ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:৪০510077
  • এলসিএমদা, টই তো আছে, কিন্তু ওগুলোর তারিখ দেখুন। এলএইচসির টই খোলা হয়েছিল ২০১২ তে, আর ক্রিস্পার ২০২০ তে। এদিকে ২০২০ র পর থেকে রামায়ন মহাভারত নিয়ে কতো হাজার কমেন্ট লেখা হয়েছে কে জানে। তার মানে আমি বলছি না এটা নিয়ে আলোচনা করা যাবে না, ওটা নিয়ে আলোচনা করতেই হবে। সেসব নয়। জাস্ট সেয়িং :-)
  • dc | 2401:4900:1cd1:3867:c83d:7e05:3c03:8d50 | ২১ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৪510074
  • হুম, এটা ঠিক কথা। গুরুতে যতো রামায়ন মহাভারত নিয়ে চর্চা দেখি, সেরকম চর্চা লার্জ হ্যাড্রন কোলাইডার বা ক্রিস্পার নিয়ে দেখিনা। অবশ্য একথাও ঠিক যে এসব নিয়ে টইও খোলা হয়না, মাঝে মাঝে আমারই মনে হয় এসব নিয়ে টই খুলি, কিন্তু সময়ের অভাবে খোলা বা লেখা হয়না। ফলে রামায়ন মহাভারত নিয়ে লুপে হ্যাজ চলতেই থাকে। স্যাড ইমোজি :-(
  • প্রাচীন ভারতের জয় | 43.239.80.161 | ২১ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৪510073
  • গুরুতেও তো নানা বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়া মহাকাশ গবেষক ফিজিসিস্ট বিজ্ঞানী প্রাচীন ভারত, বেদ পুরাণ, রামায়ণ মহাভারত নিয়েই দিবারাত্র চর্চা করে থাকেন। ব্যক্তিগত ফিকশন লেখালেখিও সেইসব কেন্দ্র করেই। প্রাচীন ভারতের শ্রেষ্ঠত্বের কুহক একবার মাথায় গেঁথে গেলে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল। বিশ্বেন্দু নন্দকেই দেখুন, ব্রিটিশ পূর্ব ভারতের শ্রেষ্ঠত্ব নিয়েই যা লড়ে যাচ্ছেন। এ তো আরো কয়েক হাজার বছর আগের কথা। যত অতীতে যাবেন মানুষের জ্ঞান ও টেকনোলজি যে ক্রমশই বাড়বে তাতে আর সন্দেহ কী!
  • dc | 2401:4900:1cd1:3867:c83d:7e05:3c03:8d50 | ২১ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৩510072
  • ওরা সব কর্মখালির বিজ্ঞাপন দেখে এসেছিলো। কিন্তু ওদের মুশকিল আসান হয়েছে কিনা জানা নেই।  
  • একক | ২১ সেপ্টেম্বর ২০২২ ১০:৩১510071
  • বামেদের মিছিলে আগেও প্রচুর লোক হয়েচে। এবার ও। 
  • Abhyu | 97.81.101.181 | ২১ সেপ্টেম্বর ২০২২ ১০:২১510070
  • ধর্মতলায় বামেদের মিছিলে তো প্রচুর লোক হয়েছে দেখি।
  • &/ | 151.141.85.8 | ২১ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৭510069
  • কেকে,
    সেইসব মেটে ও ধূসরেরা সুধীনবাবুর কবিতা বলে,
    "দূর দিগন্তে সংবৃত শর্বরী,
    শুক্র সুদ্ধ এখনও দেয় নি দেখা ;
    নিরুদ্দেশের যাত্রী আমার তরী ;
    নিরবলম্ব নিখিলে সে আজ একা । " ঃ-)
  • &/ | 151.141.84.152 | ২১ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫০510068
  • ওদিকে গোদার যাত্রা---নামে এক টপিক দেখে ভাবলাম হয়তো গোদা নামে কেউ যাত্রা করেছেন অথবা কোনো পালের গোদা যাত্রা করেছেন। ঃ-)
  • kk | 2601:448:c400:9fe0:c848:c0e8:ed43:4866 | ২১ সেপ্টেম্বর ২০২২ ০৩:১৫510067
  • আচ্ছা, তাহলে কী দাঁড়ালো? এলিয়েনরা সরল নিরীহ বানরদের অ্যাবিউজ করলো, তারপর নিজেদের নোটপত্র কাশীর নানা মন্দিরে লুকিয়ে রেখে চলে গেলো। এদিকে যে দু-একজনকে পাহারা দিতে বলেছিলো তারা ধূসর মেটে ড্রোনে চেপে কনফিউজড আর নিরাবলম্ব হয়ে ঝুলে রইলো। তাই তাদের ইম্প্রপার বিজ্ঞানী বলা হচ্ছে। তাই তো? বেশ বুঝতে পেরেছি। এমনকি ঐ "ধূসর মেটে" ইত্যাদিকে তো আমি খুবই চিনি মনে হচ্ছে। রোজ আয়নায় দেখি।
  • &/ | 151.141.85.8 | ২১ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৬510066
  • বানরদের উপরে অত্যন্ত অন্যায় করল। ছিল তারা অরণ্যে মুক্তপ্রাণ, এইভাবে তুলে এনে ---ছি ছি, এটা ঘোর অন্যায় করল।
  • &/ | 151.141.85.8 | ২১ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৫510065
  • 'এনশিয়েন্ট এলিয়েন' বলে জনপ্রিয় প্রোগ্রামটার ভক্ত হয়তো উনি। ঃ-) সেখানে তো এলিয়েনরা এসেই মানুষ বানাল দশজোড়া বানর তুলে এনে। ঃ-)
  • r2h | 192.139.20.199 | ২১ সেপ্টেম্বর ২০২২ ০২:২৯510064
  • প্রপার বিজ্ঞানী কথাটা ভালো না, ইম্প্রপার বিজ্ঞানী বলে কি আর কিছু হয়। প্রফেসর শঙ্কু বা বিজ্ঞানী ভানুবাবু টাইপের বিজ্ঞানী আরকি।
  • r2h | 192.139.20.199 | ২১ সেপ্টেম্বর ২০২২ ০২:২৩510063
  • ফেসবুকের আর কী দোষ, আমাদের লুরু আপিসে এক বিজ্ঞানী, মানে প্রপার বিজ্ঞানী, ল্যাবরেটরিতে যন্ত্রপাতি রাসায়নিক এইসব নিয়ে কাজ করাই তার কাজ, আমাকে সেদিন ফান্ডা দিল পাশ্চাত্যের মহাকাশ গবেষণার পেছনে প্রাচীন ভারতীয় বৈদিক সভ্যতা ও ভিনগ্রহীদের অবদান নিয়ে।
    সে নামজাদা সব ইওরোপীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চ ও উচ্চতর পড়াশুনো করেছে।
  • &/ | 151.141.85.8 | ২১ সেপ্টেম্বর ২০২২ ০২:১২510062
  • মুশকিল হল এইসব সিনেমাও তো বানাতে গেলে সেই হলিউডই লাগবে। আমরা তো খালি সিরিয়াল বানাই সেখানে লোকজন কেবল বিয়ে ডিভোর্স বিয়ে ডিভোর্স বিয়ে ডিভোর্স করতেই থাকে পেন্ডুলামের মত। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত