এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • নিধুগীতি(রামনিধি গুপ্তের গান)

    indo
    গান | ৩০ ডিসেম্বর ২০০৫ | ৩৭৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Riju | 192.55.52.10 | ০১ জানুয়ারি ২০০৬ ০১:০০451177
  • নিধুবাবুর টপ্পা তো ? আহা বৈঠকী আড্ডায় নিধুবাবুর গান - শুনলেই মনে পড়ে উত্তর কোলকাতার বনেদী বাড়ীতে রামকুমারের গলায় শোনা -ঝাড় লন্ঠন গুলো ও দুলে উঠে পুরোনদিনের গল্প বলত।
  • Diptayan | 62.189.154.1 | ০১ জানুয়ারি ২০০৬ ০২:০০451188
  • নিধুবাবুর ওপর বহুরূপী র একটা খুব সুন্দর নাটক হয়েছিল,'পিরীতি পরমনিধি',গার্গী রায়চৌধুরী আর রজত গাঙ্গুলী।তাতে কয়েকটা দারুণ গান ছিল।একটা এখনো মনে আছে,'নানান দেশের নানান ভাষা/বিনে স্বদেশীয় ভাষা,পুরে কি আশা....'। আহা বড্ডো ভালো গান।
  • samik | 59.160.138.35 | ০১ জানুয়ারি ২০০৬ ০৩:০০451199
  • আহা, তরা বাংলায় বোধ হয় হত / হয়, সিলেবাসে নেই বলে একটা অনুষ্ঠান। একবার কলকাতার কোন এক স্কুলে গেছিল তাদের টিম, ক্লাস সেভেনের একটা মেয়ে নির্জন করিডরে দাঁড়িয়ে গেয়েছিল নিধুবাবুর টপ্পা,

    অনুগতজনে কেন করো এত প্রবঞ্চনা
    তুমি মারিলে মারিতে পারো, তবে রাখিতে কে করে মানা

    আজকের দিনেও কেউ যে এত নিষ্ঠার সাথে টপ্পা শেখে, ভাবলেই গায়ে কাঁটা দেয়। অসাধারণ গেয়েছিল গানটা।

    নিধুবাবুর গানকে সেই সময়ে অশ্লীল বলা হত, তাই না? নিধুবাবুই প্রথম, যিনি 'কানু বিনে গীত' রচনা শুরু করেছিলেন, তাই নিয়ে ভাটপাড়া সে কী উত্তাল! নিধু গুপ্ত নাকি বাঙালিদের অধ:পতনে পাঠাবার গান লিখছেন। চরিত্রদোষ ঘটাচ্ছেন।

    অনেক পরে, একই অভিযোগ আরোপ করা হয়েছিল আরও এক শিল্পীর ওপর।
  • r | 59.145.67.27 | ০৪ জানুয়ারি ২০০৬ ১১:৪৪451210
  • নিধুবাবু স্মরণযোগ্য। শুধু এই জন্য নয় যে ভদ্রলোক ভালো ভালো গান বেঁধেছিলেন। এই জন্য যে বাংলা গান ও তার সমাজ নিধুবাবুর গানের সাথে সাথে একটা বাঁকের মুখে এসে দাঁড়িয়েছিল।

    প্রথম, ইংরিজি শিক্ষিত চাকুরিজীবি রোমান্টিক বাঙালী গীতিকার ও সুরকারের প্রথম নিখাদ মডেল রামনিধি গুপ্ত। পরবর্তীকালে অতুলপ্রসাদ-দ্বিজেন্দ্রলাল থেকে শ্যামল-গৌরীপ্রসন্ন-পুলক অবধি সেই মডেলের পুনরাবৃত্তি।

    দ্বিতীয়, পেলব রোমান্টিক গানের সূচনা হল যেখানে শরীরের ছলাকলা ছাপিয়ে মন-হৃদয়-যাতনা-বেদনা প্রমুখ মুখ্য হয়ে উঠছে। তারই সাথে সাথে সূচনা অবঙ্গীয় সুরের আত্তীকরণের। শোরী মিঞার পাঞ্জাবী টপ্পার তীক্ষ্‌নতা বঙ্গজ রূপ পেল। এর আগের খেমটা, পাঁচালী, কবির গান, তরজার যে সহজ দেশজ সুরের কাঠামো ছিল, তা ভেঙে গিয়ে অপেক্ষাকৃত কঠিন চালের সুসংস্কৃত সুরের ঠাটবাট কায়েম হল। এই পরীক্ষা রবি ঠাকুরের হাতে স্বর্গীয় রূপ নেবে।

    তৃতীয়, মেকলের দয়াধন্য মধ্যবিত্ত বাঙালী নিজের গান খুঁজে পেল। এবার থেকে দুই ভাগ হয়ে যাবে- "আমাদের গান" আর "ওদের গান"। কবিগান, পাঁচালী, তর্জার অসংস্কৃত দেহজ ভঙ্গিমা "আমাদের গানের" স্বরলিপি থেকে মুছে যাবে। তার জায়গায় ভদ্র শালীন রোমান্টিক পেলব গানের মডেল উঠে আসবে যা ভিক্টোরীয় বাঙালীর প্রাণের আরাম, আত্মার শান্তি।
  • indo | 62.6.139.14 | ১৩ জানুয়ারি ২০০৬ ০২:০৭451211
  • এই জন্যেই র-কে এত ভালো লাগে।
    কেমন দিব্যি জলের মত করে সব বুঝিয়ে দিল।
  • b | 78.137.144.235 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ২০:২১451212
  • সুতোটা ওপরে তুললাম।
    নিধুবাবু-র গান-এর (বা বাংলা টপ্পার) কোনো অনলাইন compilation আছে? বিশেষ করে খুঁজছি একটা গান: "সিন্ধুসম ভালবাসা/বিন্দুতে কি যায় পিপাসা ' এট্‌ সেটেরা।
  • nyara | 64.105.168.210 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:৪০451213
  • এ তো রামকুমারবাবুর গলায় শোনা 'আমি চাইনা চাইনা চাইনা রে তোর ওজন করা ভালবাসা/ সিন্ধুসম ভালবাসা/বিন্দুতে কি যায় পিপাসা' গান? এটা কি নিধুবাবুর গান? জানতাম না। এমন কি এটা যে টপ্পা তাই বুঝিনি, অবশয় শুধু এই দুটো লাইনই আমার মনে আছে।
  • b | 193.1.100.105 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:০৬451214
  • আমি-ও জানিনা এটা নিধুবাবুর কি না (বা আদৌ টপ্পা কি না)। তবে মনে হল এই সুতোটাই সবচেয়ে appropriate
  • r | 125.18.17.16 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:২৫451215
  • হয় দুর্গাদাস লাহিড়ির "বাংলা গান", নয় দেবজিত বন্দ্যোপাধ্যায়ের "বেশ্যাসঙ্গীত"- কোনো একটায় থাকবে।
  • ranjan roy | 122.168.71.73 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৪৭451178
  • আচ্ছা, নীচের এই দুটো গান কার? নিধুবাবুর না শ্রীধর কথকের?
    " ভালবাসিবে বলে ভাল বাসিনে,
    আমার স্বভাব এই সখি, তোমা বিনে আর জানিনে।
    বিধুমুখে মধুর হাসি, দেখতে বড় ভালবাসি,
    তাইতো তোমায় দেখতে আসি, দেখা দিতে আসিনে।''
    আর,
    "" ভালবেসে ভাল কাঁদালে।
    যদি মজিবে না ছিল মনে কেন মজালে।
    তুমি যে পরের সোনা , আগে তা ছিল না জানা,
    জানতেম যদি পরের সোনা পরিতেম না কর্ণমূলে।।''

    কিন্তু নীচের বিখ্যাত গানটি টপ্পা নয়, যদিও পাক্কা নিধুবাবুর রচনা।
    ""হৃদিবৃন্দাবনে বাস, যদি কর'হে কমলাপতি ,
    ওহে ভক্তিপ্রিয় তব ভক্ত হবে রাধাসতী''।

  • tan | 131.95.121.132 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:১১451179
  • ওহে ভক্তপ্রিয় তবে ভক্তি হবে রাধাসতী।
  • nyara | 64.105.168.210 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ০২:৪৩451180
  • "ভালবাসিবে বলে" আমি নিশ্চিত ছিলাম নিধুবাবু। আমার অতি প্রিয় সুরের গান। কিন্তু দুর্গাদাস লাহিড়িবাবু বললেন রঞ্জনদাই ঠিক। ওটি শ্রীধর কথকের গান।

    "ভালোবেসে ভালো কাঁদালে"-র রচনা প্রমথনাথ সান্যালের।

    "চাই না চাই না চাই না তোমার / ওজন করা ভালোবাসা" গানখানা দুর্গাদাস দে মশাইয়ের লেখা।
  • vikram | 89.234.101.179 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৪৫451182
  • কালকে কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের মজলিস পড়ছিলাম। তাতে এই ভদ্রলোককে নিয়ে গোটা দুই পাতা আছে দেখলাম।

    বিক্রম
  • b | 193.1.100.105 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:২৫451183
  • 'সেই সময়' সিরিয়াল-এ দেবাংশু সেনগুপ্তের গলায় গাওয়া কিছু ভাল গান ছিলো। তার soundtrack আশা করাটা বোধহয় বৃথা।
  • shyamal | 24.117.233.39 | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১০:০১451184
  • প্রাচীন গান রামকুমারের গলায়। এককালে অশ্লীল গান বলে ধরা হত।
    লিরিক এরকম:

    কাদের কুলের বৌ গো তুমি কাদের কুলের বৌ
    যমুনার জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ
    যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে
    আর কলসী তোমার যাবে ভেসে ঐ লাগলে প্রেমের ঢেউ

    ম্যাডাম হুজ ফ্যামিলি বিলংস টু
    গোয়িং টু ব্রিং যমুনা ওয়াটার
    নো ওয়ান উইথ ইউ
    গোয়িং আর ইউ লাফিং লাফিং
    ইউ উইল রিটার্ন ক্রাইং ক্রাইং
    ডাউন দি পিচার উইল বি গোয়িং
    ওয়েভ অফ লাভ অ্যাট ইউ

    শুনতে চাইলে http://tinyurl.com/yd24kqu

  • lcm | 69.236.190.131 | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৫451185
  • আহা, শ্যামল, এই গানটা বড় ভালো। লিরিক্‌স-টার মধ্যে কেমন একটা দাদাঠাকুর প্রভাব আছে।
  • nyara | 64.105.168.210 | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৫451187
  • এটা তো ওরিজিনালি লালচাঁদ বড়ালের রেকর্ড ছিল। তখনকার দিনে এসব গান অশ্লীল বলে ধরা হত। ছেলেছোকরারা এ গান শুনছে কি গাইছে দেখলে গুরুজনেরা খুবই রুষ্ট হতেন। খুবই পপুলার গান ছিল তখন। লালচাঁদ বড়ালেরে আর একটা গান খুব পপুলার ছিল - 'ধিনতা ধিনা পাকা নোনা'।
  • shyamal | 24.117.233.39 | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৫451186
  • দাদাঠাকুরের গান:

    আমি ভোটের লাগিয়া ভিখারী সাজিনু
    ফিরিনু গো দ্বারে দ্বারে
    আমি নেতা কি অভিনেতা?
    সেটা মালুম করিবে কেটা?

    আমি এই রূপে গতবারে গিয়েছিনু দ্বারে দ্বারে
    চেয়েছিনু এই রূপই হোক গো
    আমায় ভুলাইয়া প্রলোভনে ভোট দিল অন্যজনে
    মোর ডিপোজিট মানি হল লোপ গো
    আমার মান গেল, মানিও গেল
    আশমান হতে পড়লাম দাদা
    মান গেল, মানিও গেল
    আমার আশা , মান দুই চুর্ণ হল
    মান গেল, মানিও গেল
    ইত্যদি ( হেমন্তের কন্ঠে দাদাঠাকুর সিনেমায়)
  • nyara | 64.105.168.210 | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৬451189
  • 'এটা' মানে 'কাদের কুলের বউ'।
  • nyara | 64.105.168.210 | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৪451190
  • লালচাঁদ বড়ালের শংকরায় একটা রেকর্ড আছে 'তোমার ভাল তোমাতে থাক'। তো সেখানে উনি গানটা শুরু করে, একলাইন গেয়ে সঙ্গের কোন লোককে বলছেন, 'আমি ভুলে গেলে বলে দেবে কিন্তু'। রেকর্ডে সেটা ধরা পড়েছে। তখন তো এডিট-ফেডিট করা যেতনা। গানটা ভাল হয়েছিল বলে রিরেকর্ডও করা হয়নি। ছেলেবেলায় এটা শুনে খুব মজা পেতাম।
  • b | 24.139.196.6 | ০২ জানুয়ারি ২০১৬ ১৯:০৯451191
  • আচ্ছা বেশ। নিধুবাবুর টপ্পা এখন রামকুমার,/শ্রীকুমার কিম্বা ওনাদের ঘরের বাইরে কে গাইছেন?
    ওনাদের গানে, পুরাতনী এফেক্ট আনার জন্যে একটা স্বরোপিত আনুনাসিকতা আছে, সেটা কিঞ্চিৎ কৃত্রিম লাগে। বিশেষ করে শ্রীকুমারের ইন্টারভিউ শুনলেই পষ্ট বোঝা যায়।
  • PT | 213.110.243.21 | ০২ জানুয়ারি ২০১৬ ২১:০৫451192
  • কালীপদ পাঠক


    মান্না দে


    নতুন শিল্পী
  • b | 24.139.196.6 | ০২ জানুয়ারি ২০১৬ ২২:৪৬451193
  • থ্যাংক্যু। কিন্তু জানতে চাইছিলাম, শৌনক ইত্যাদিরা মূলতঃ রবীন্দ্রসঙ্গীত গায়, এগুলো সাইড বিজনেস। এরকম কেউ আছেন কি যার ক্যাসেট/ডিস্ক বেরিয়েছে?(বুদ্ধদেব গুহর-টা বাদ দিয়ে বলছি)
  • ranjan roy | 24.99.235.67 | ০২ জানুয়ারি ২০১৬ ২৩:৪৪451194
  • জ্জিও পিটি, জ্জিও!
    কিন্তু হোয়াট অ্যাবাউট কালীপদ পাঠকের সুযোগ্য শিষ্য চন্ডীদাস মাল? ওঁর রেকর্ড আছে বলেই শুনেছিলাম!
  • b | 24.139.196.6 | ০৩ জানুয়ারি ২০১৬ ০৮:৩৫451195
  • 'র' কি আর এ পাড়ায় আসেন? নইলে দু একটা প্রোশ্চেন ক্লিয়ার করে নিতাম।

    ১।"পেলব রোমান্টিক গানের সূচনা হল যেখানে শরীরের ছলাকলা ছাপিয়ে মন-হৃদয়-যাতনা-বেদনা প্রমুখ মুখ্য হয়ে উঠছে। "

    তার আগেই কি আমরা বৈষ্ণব পদাবলী পাই নি?

    ২। 'মেকলের দয়াধন্য মধ্যবিত্ত বাঙালী নিজের গান খুঁজে পেল'।

    অত সহজে কি অ্যাকসেপটেন্স এসেছিলো?কেননা বঙ্কিমের কোনো এক লেখায় দেখছি নিধুবাবুর গান ঘোর অশ্লীল বলে ফতোয়া দেওয়া হচ্চে।

    ৩। ব্রেকটা এসেছে মূলতঃ কথায়, ভারী তৎসম শব্দের ব্যবহারে। আর সুরের কথাটা 'র' আগেই লিখে দিয়েছেন।
  • PT | 213.110.242.5 | ০৩ জানুয়ারি ২০১৬ ০৯:১৫451196
  • চন্ডীদাস মালঃ কিন্তু কটা নিধুবাবুর গান তা পরিষ্কার নয়ঃ
  • PT | 213.110.242.5 | ০৩ জানুয়ারি ২০১৬ ০৯:৩৪451197
  • লালচাঁদ বড়াল


    গওহরজানঃ কিন্তু কার লেখা গান?


    বিনোদিনী দাসীঃ কিন্তু কার লেখা গান?
  • ranjan roy | 24.99.100.187 | ০৩ জানুয়ারি ২০১৬ ১৬:২০451198
  • পিটি,
    অনেক ধন্যবাদ!
    আজ রোববার গোটাদিন কাটলো শুধু আপনার দেওয়া লিং এর গানগুলো শুনে। এমনিতেই আমি টপ্পার ভক্ত।
    শুধু কাদের কুলের বৌ গো তুমি আলাদা আলাদা গলায় বার চারেক বাজানোর পর গিন্নি বিরক্ত হয়ে ধমকালেন-- আর একবার যদি ওই লাফিং লাফিং আর ক্রাইং ক্রাইং শুনি--!
    অরসিকেষু রসস্য--- ইত্যাদি ইত্যাদি।
  • PT | 213.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১৬ ১৯:০২451200
  • বৌদিকে আরো এট্টু বিরক্ত করার জন্য "কাদের কুলের বৌ"-এর অন্যান্য ভার্সান দিলামঃ



    <


    <
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন