এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৮৬৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.224.248 | ২৫ মার্চ ২০১১ ২২:৫৫453472
  • ইউ এস পোস্টাল সার্ভিস ৭৫০০ কর্মী ছাঁটাই করবে, এবং ২০০০ টি পোস্ট অফিস বন্ধ করে দেবে। http://www.msnbc.msn.com/id/42256357/ns/business-us_business/
  • dri | 117.194.224.248 | ২৫ মার্চ ২০১১ ২৩:০৩453474
  • স্পেন্ডিং কাট এবং ট্যাক্স বাড়ার প্রতিবাদে বড় মিছিলের প্ল্যান করছে বৃটেনের ট্রেড ইউনিয়ান। গোলমাল আশঙ্কা করছে পুলিস। http://uk.reuters.com/article/2011/03/22/uk-britain-unions-protest-idUKTRE72L3L920110322
  • dri | 117.194.224.248 | ২৫ মার্চ ২০১১ ২৩:২৬453476
  • বার্মার ভূমিকম্পে কিছু মানুষ মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন। http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12852237
  • dri | 117.194.226.191 | ২৬ মার্চ ২০১১ ২৩:১৫453482
  • রাশিয়ান গোয়েন্দা বলছে, এপ্রিল থেকে লিবিয়ায় গ্রাউন্ড অপারেশান শুরু হতে পারে। http://en.rian.ru/world/20110325/163206848.html

    রাশিয়ার নেটো এনভয় জানালেন গ্রাউন্ড অপারেশানের অর্থ হবে অকুপেশান এবং সেটা হবে ইউ এন রিজলিউশান বিরোধী। http://en.rian.ru/world/20110326/163216284.html
  • dri | 117.194.226.191 | ২৬ মার্চ ২০১১ ২৩:২৭453483
  • এদিকে শুনুন সারকোজি কি বলেছেন ...

    Speaking today after an EU summit, French President Nicolas Sarkozy warned every single Arab ruler, which is to say, a decent chunk of the planet, that they face Libya-style intervention if they crack down on protesters.

    http://news.antiwar.com/2011/03/25/sarkozy-threatens-much-of-planet-with-libya-style-intervention/

    অর্থাৎ আপাতত ইঙ্গিত সিরিয়ার দিকে।
  • dri | 117.194.228.235 | ২৭ মার্চ ২০১১ ২৩:৪৬453486
  • খুব সিরিয়াস ইমপ্লিকেশান হতে যাচ্ছে ইন্ডিয়া ই ইউ ট্রেড ডীলে।

    An expert has warned that a new trade agreement between India and Europe would block access to life saving drugs for billions of people living in developing countries.

    The EU wants India to adopt tough new patent protection rules for drugs so that no new generic drug could be sold in India without the permission of the company that owned the brand name version of the drug, said James Love at Knowledge Ecology International.

    Not only would this have an enormous impact on the entire developing world, it would also dramatically shrink the global market for inexpensive generic drugs, warned Love.

    It will also make a mockery of promises made by EU trade officials that governments would implement intellectual property rules in such a way to "protect public health and, in particular, to promote access to medicines for all."

    In 1970, India eliminated patents on drug products, which enabled it to develop a strong generic drug industry. In 2005, India modified its patent law, to conform to the World Trade Organization (WTO) rules on the protection of intellectual property. But in doing so, India provide certain safeguards to make it easier to continue to manufacture generic medicines.

    ...


    http://articles.economictimes.indiatimes.com/2011-03-23/news/29178197_1_generic-drugs-generic-medicines-patent-law
  • Jay | 90.209.32.158 | ০১ এপ্রিল ২০১১ ২০:২৯453487
  • ইন্টারেস্টিং! দ্রিসাব! এটা কি হচ্চে? গদ্দাফির দূত লংডন ঘুরে গেল? না না মুসার কতা বলচি না। ডিল কি হবে একটা প্রেডিক্সন করুন, করুন না দ্রিসাব।
    http://www.bbc.co.uk/news/world-africa-12930169
  • dri | 117.194.233.177 | ০১ এপ্রিল ২০১১ ২৩:৩১453488
  • আমার মনে হচ্ছে না এখন চট করে কোন ডীল হবে। লিবিয়া সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে ফেলার কোন চেষ্টা কোন দিক থেকেই নেই। 'সমস্যা'টা ক্রিয়েট করেছে ইউ এস, ইউকে, ফ্রান্স। বিরোধীদের অস্ত্র দিয়ে। কিন্তু কুইক রিজলিউশানের দিকে যাচ্ছে না। বরং স্টেলমেটের দিকে নিয়ে যাচ্ছে। আমি এমন খবরও দেখেছি যেখানে বলা হচ্ছে ওয়েস্ট চায় লিবিয়াকে পার্টিশান করে দিতে। পশ্চিম দিকটা থাকবে গদ্দাফির, আর পূব দিকটা হবে রেবেলদের। এই দিকেই স্টিয়ার করা হচ্ছে গেমটা বলে মনে হচ্ছে আপাতত। মিডিয়াতে যদি খবর ফলো করেন দেখবেন মাঝে মাঝে বিরোধীরা সব দখল করে নিচ্ছে। মাঝে মাঝে গদ্দাফি সব পুনর্দখল করে নিচ্ছে।

    এই এনভয় উইকে গেছে মোস্ট প্রবাবলি একটু বেটার অয়েল ডীল দেওয়ার জন্য। কিন্তু তাতে চিড়ে ভিজবে কিনা আমার সন্দেহ আছে। কারণ এই ম্যানুভারিং সম্ভবত অনেক বড় জিওপলিটিকাল মুভের একটা পার্ট।

    দেখা যাক। তবে গদ্দাফির এই মেজছেলে সাইফ আল-ইসলাম আল-গদ্দাফি (যার এইড মহম্মদ ইসমাইল এখন ইউকে গেছেন) কিন্তু ওয়েস্টের অ্যালাই। ইনি লন্ডনে পড়াশুনো করেছেন। লন্ডন স্কুল অফ ইকনমিক্সকে অনেক গ্রান্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাঁর থিসিস এক্সামিনার মেঘনাদ দেশাই আবার সেন্টার ফর দ্য স্টাডি অফ গ্লোবাল গভর্নেন্সের ডিরেক্টার ছিলেন। গ্লোবাল গভর্নেসের (ওয়ান ওয়ার্ল্ড গভর্মেন্ট) যে একটা স্টাডি সেন্টার আছে এবং সেটার সাথে সাইফ যে যুক্ত এটা খুব ইন্টারেস্টিং। পরে গদ্দাফির সাথে ওয়েস্টের খুব ঝামেলা হয়েছিল টীকা নিয়ে। কিছু বালগেরিয়ান নার্সকে গদ্দাফি জেলে পুরে রেখেছিলেন অনেকদিন। তখন এই সাইফই বাবাকে বলে কয়ে ওদের ছাড়ায়। সাইফ ওয়েস্টের অ্যালাই। কিন্তু আপাতত মনে হয় কোন কারণে ঝামেলা হয়েছে। উইকিলীকসের ফাঁস হওয়া তথ্যে ছিল যে এই গদ্দাফি ফ্যমিলি একটা খুব পাওয়ারফুল ফ্যামিলি, কিন্তু এদের মেম্বারদের মধ্যে নানারকম ডিসকর্ড আছে।
  • dri | 117.194.233.177 | ০১ এপ্রিল ২০১১ ২৩:৪৪453489
  • লিবিয়া ইস্যুতে নেটোর মধ্যে মতানৈক্য দেখা গেছে। জার্মানী ইউ এন রিজলিউশানে ভোট দেয়নি। এবং শুরুতে নেটো ফোর্সে নিজেদের জাহাজ পাঠায়নি। আজও চীনের সাথে সুর মিলিয়ে লিবিয়ায় সিজফায়ারের কথা বলেছে। http://www.thelocal.de/politics/20110401-34111.html। জার্মানী সাধারণত ইউ এস, ইউকে, ফ্রান্সের সাথে গলা মেলায়। চীনের সাথে নয়। তো লিবিয়াকান্ডের পর নেটো অ্যালায়েন্সও কিছুটা নড়বড় করছে।
  • dri | 117.194.233.177 | ০১ এপ্রিল ২০১১ ২৩:৫০453490
  • কিছুদিন আগে আইভরি কোস্টে বাগবো উয়াত্তারাকে হটিয়ে কোকো প্রডাকশান ন্যাশানালাইজ্‌ড করে দিয়েছিল। তখন বলেছিলাম এম্পায়ার উইল স্ট্রাইক ব্যাক।

    সত্যিই স্ট্রাইক ব্যাক করেছে। ওয়েস্টের মিলিটারী হেল্প নিয়ে উয়াত্তারা এখন আইভরি কোস্টের একটা কোকো এক্সপোর্টের পোর্ট সিটি দখল করে নিয়েছে। বাগবো এখন পিছু হটছে। আজকের খবর বাগবোর এক আর্মি চীফ ডিফেক্ট করল। http://www.bbc.co.uk/news/world-africa-12923496

    এইগুলো কোনটাই ফ্রিডম ফাইট নয়। বকলমে ইম্পিরিয়ালিজ্‌মের লড়াই।
  • Jay | 90.209.32.158 | ০১ এপ্রিল ২০১১ ২৩:৫৪453491
  • ন্যাটোর এক জেনারল ইউএস গিয়ে বলেছে রেবেলদের মধ্যে আল কায়দা আর হামাস মিশে। কোয়ালিশন এখন একটা রেবেলদের মধ্যে কারজাই খুঁজছে। লংডনে যে লিবিয়ানরা বসে আচে সেগুলো মূলত: অ্যাকাডেমিকস।
  • dri | 117.194.233.177 | ০২ এপ্রিল ২০১১ ০০:০০453493
  • বার্কশায়ার হ্যাথাওয়েতে ওয়ারেন বাফেটের সেকেন্ডম্যান ডেভিড সোকোল রিজাইন করলেন।

    কিছুদিন আগে সোকোল বাফেটকে পীড়াপীড়ি করে লুব্রিজল বলে একটা কোম্পানী কেনা করিয়েছিলেন। কেনার কিছুদিন আগে তিনি আবার লুব্রিজলের স্টক কিনে রেখেছিলেন।

    এবং তাতে নাকি কোন অন্যায় হয়নি।

    Buffett revealed that Sokol pushed him in January to buy chemical company Lubrizol. Though Buffett said he was "skeptical" at first, Berkshire purchased Lubrizol (LZ, Fortune 500) earlier this month for $9.7 billion -- one of the largest acquisitions in the company's history.

    After Berkshire announced plans on March 14 to buy Lubrizol, Buffett said he found out that Sokol had bought 2,300 shares of Lubrizol on Dec. 14 -- which he then sold on Dec. 21.

    Then, on Jan. 5, 6 and 7, Sokol bought 96,060 Lubrizol shares pursuant to a 100,000-share order he had placed, with a $104 per share limit price.

    "Dave's purchases were made before he had discussed Lubrizol with me and with no knowledge of how I might react to his idea. In addition, of course, he did not know what Lubrizol's reaction would be if I developed an interest," Buffett wrote in the release.

    Buffett also noted that Sokol had no voice in Berkshire's decision after he suggested the Lubrizol buy.

    "Neither Dave nor I feel his Lubrizol purchases were in any way unlawful," Buffett wrote. "He has told me that they were not a factor in his decision to resign."

  • dri | 117.194.233.177 | ০২ এপ্রিল ২০১১ ০০:০৩453494
  • নেটো জেনারালের কথায় বিস্মিত হওয়ার কিছু নেই। আল-কায়েদা দীর্ঘদিন ধরেই, এবং এখনও সি আই এর অ্যালাই।
  • dri | 117.194.233.177 | ০২ এপ্রিল ২০১১ ০০:২৩453495
  • আর জাপানে যা হচ্ছে সব হাশ-হাশ। সেদিন একটা খবর পড়ছিলাম ফুকুশিমাকে সাতে সাত দেওয়া হয়েছে। অর্থাৎ ইট ইজ অ্যাট লিস্ট অ্যাজ ব্যাড অ্যাজ চের্নোবিল। যারা নিউক্লিয়ার প্ল্যান্টে কাজ করছেন, এবং রেস্কিউএর কাজ করছেন তাদের হেল্‌থ রিস্কের খুব সম্ভাবনা। এদের মধ্যে দু একজন হসপিটালাইজ্‌ডও হয়েছেন।

    টেপকোর স্টক বিধ্বস্ত। টেপকোর চীফ কিছুদিন আগে নিখোঁজ ছিলেন। তারপর তাঁকে পাওয়া গেল হসপিটালে। ডিপ্রেশানে তিনি সেখানে ভর্তি ছিলেন।

    এদিকে জাপানের রেডিয়াশান নাকি এখন বাতাসে চড়ে আম্রিকাও পৌঁছে গেছে। সান ফ্রান্সসিস্কোর জলে নাকি এখন রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের মাত্রা ১৮১০০% বেশী (সেফ লিমিটের চেয়ে)! http://enenews.com/radioactive-iodine-131-in-rainwater-sample-near-san-francisco-is-18100-above-federal-drinking-water-standard

    তার চেয়ে পড়ুন কিকরে একটি কুকুর তার মালিককে সুনামির হাত থেকে বাঁচালো। http://www.yomiuri.co.jp/dy/national/T110327002250.htm। এটা কি সত্যি জন্তুদের সিক্সথ সেন্স আছে? ২০০৪এর সুনামিতেও শ্রীলঙ্কার একটি চিড়িয়াখানার পুরো ভেসে যাওয়ার খবর এসেছিল। কিন্তু খুব কম জন্তু মরেছিল। প্রায় প্রত্যেকেই হাই গ্রাউন্ডে চলে গিয়েছিল।
  • dri | 117.194.228.58 | ০৫ এপ্রিল ২০১১ ২৩:২৩453496
  • এই শুক্রবারের মধ্যে আবার কিছু একটা কাট না করলে গভর্মেন্ট শাটডউনের আশঙ্কা। http://www.reuters.com/article/2011/04/05/usa-budget-idUSN0414790020110405। ভয় দেখিয়ে আবার একটু কাট করিয়ে নেওয়া হবে।

    পোর্তুগালের ক্রেডিট রেটিং ডাউনগ্রেড হতে হতে এখন জাঙ্কের একটু ওপরে। http://www.guardian.co.uk/business/2011/apr/05/portugal-edge-bailout-debt-downgraded

    লিবিয়ায় রঙ্গ তো চলছেই। তার ওপরে আইভরি কোস্টে খুব মারপিট। ফ্রান্স সেনা পাঠিয়েছে 'শান্তিরক্ষা' করতে (পড়ুন উয়াত্তারাকে লজিস্টিক সাপোর্ট দিতে)। http://www.monstersandcritics.com/news/africa/news/article_1630703.php/Sarkozy-gives-go-ahead-for-French-troops-in-Ivory-Coast

    ইয়েমেনেও রাষ্ট্রের সাথে লড়াই সিরিয়াস আকার নিয়েছে। http://www.nytimes.com/2011/04/05/world/middleeast/05yemen.html?_r=1&partner=rss&emc=rss। বাহরিনে তো সৌদি মিলিটারির সাহায্যে প্রোটেস্ট ঠেকানো হয়েছে।

    সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বললেন তাঁর দেশের বিরুদ্ধে 'কনস্পিরেসির' কথা।

    Bashar al-Assad, the Syrian president, blamed "conspirators" for two weeks of anti-government protests that have rocked the nation but failed to lift emergency rule or offer other concessions.

    তিনি তাঁর অ্যাড্রেসে কনস্পিরেসির একুইভ্যালেন্ট শব্দ ব্যবহার করেছিলেন। মেনস্ট্রীম মিডিয়া এক্স্যাক্ট কোটটা দেয় নি। আমি কিছুদিন আগে কোথায় যেন এক্স্যাট কোটটা দেখেছিলাম। এখন আর খুঁজে পাচ্ছি না। http://english.aljazeera.net/news/middleeast/2011/03/2011330135615434966.html

    হুগো শাভেজ আরো সোজাসাপটাভাবে আম্রিকাকে দায়ী করলেন সিরিয়ায় বিক্ষোভের জন্য। http://www.google.com/hostednews/canadianpress/article/ALeqM5i3LmIgLyu0SgxJwiIIXV8wDKSSKg?docId=6376723

    কিউবা রয়টার্সের ব্যুরো চীফের সাথে সি আই এ এজেন্টের জোগসাজশের অভিযোগ করল। http://www.google.com/hostednews/canadianpress/article/ALeqM5j1RLDItACMnUHR3yFNpwIpplEhXQ?docId=6465358

    রাশিয়া এবং চায়নাকে ঘিরে ধরা আম্রিকার পলিসি। পোল্যান্ডে মিসাইল ডিফেন্স বসানোর উদ্দেশ্য ঐ। ভারতকেও মিসাইল ডিফেন্সের আওতায় আনতে চেয়েছিল/চায় আম্রিকা। http://www.thehindu.com/news/international/article1588877.ece
  • dri | 117.194.226.192 | ০৬ এপ্রিল ২০১১ ২৩:১৯453498
  • ন্যাক্রোলেপ্সির ভয়ে আইরিশ ডাক্তাররা সোয়াইন ফ্লু ভ্যাকসিনের স্টক রিমুভ করলেন। সুইডিশ এবং ফিনিশ স্টাডিতে এই দুইয়ের কানেকশান থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে। http://www.independent.ie/health/swine-flu/gps-must-return-flu-vaccine-over-narcolepsy-fears-2607513.html
  • dri | 117.194.226.192 | ০৬ এপ্রিল ২০১১ ২৩:২৫453499
  • ভারত ইরানকে তেলের পয়সা মেটাত একটা জার্মান ব্যাঙ্কের থ্রুতে।

    Indian buyers had remitted money to the Bundesbank, which then transferred it Hamburg-based Europaeisch-Iranische Handelsbank (EIHB), a company owned by Iranian banks.

    এবার বাদ সাধলেন মার্কেল।

    http://www.monstersandcritics.com/news/europe/news/article_1630833.php/Report-Merkel-stops-three-way-oil-import-deal-with-Iran-India

    কে কাকে কী বেচতে পারবে না পারবে সেই নিয়ে মস্তানি দেখানোর টুল হল স্যাংশান।
  • dri | 117.194.226.192 | ০৬ এপ্রিল ২০১১ ২৩:২৯453500
  • চন্ডীগড় বেস্‌ড 'দা ট্রিবিউন'এ বেরোল জিরাকপুরে একটা 'ইউএফও'র ক্র্যাশল্যান্ডের খবর।

    Chandigarh, March 31
    In a startling development an unidentified flying object said to be carrying “aliens” crash landed near Zirakpur in the early hours of Friday morning. Estimated to be the size of five cargo ships, this elliptical object that emitted an “intense white light encircled the fields before it went down with a thud. No one is believed to have been killed or injured and the area has been cordoned off by a large contingent of the Punjab police that has been rushed to the site.

    Right after the crash, radio signals were severely disrupted with cellphones going off the air for several minutes. Experts from the department of space and the Atomic Energy Commission, sleuths from the Research & Analysis Wing (RAW) and crack commandos of the army’s special forces are believed to be on their way to the site.

    Top government officials said the National Aeronautics and Space Agency (NASA), the US space agency, had been informed and senior scientists were expected to arrive at the scene soon.

    The Bureau of Paranormal Research & Extra Terrestrial Activities in Denver, Colorado immediately released reports of some “alien spacecraft” signals being detected in the area of the Indian subcontinent. A bureau team is expected to arrive in the city in a special jet on Thursday.

    First reports received from the Indian Space Research Organization (ISRO) said the recent Supermoon activity could be the reason behind “pushing” the UFO towards the earth. "The moon’s gravitational pull, which was the biggest in nearly two decades only last week, is likely to have waylaid the spacecraft," said T Rangarajan, who heads ISRO’s special projects cell.

    Noted scientist Yash Pal said the UFO could probably be a “reconnaissance ship” and that there could be more such UFOs on the way. "The size of the ship that crashed in Punjab is small. It means it's an offshoot vehicle. The mother ship could be nearby," he warned.

    However, Pal did not comment when asked whether the world should be bracing itself for the kind of “alien invasion” that was portrayed in the Hollywood film ‘Independence Day’.

    A defence ministry official said: “We don’t have any expertise or role in respect to UFOs. Neither are we aware of the existence of extraterrestrial life forms”. The Indian Air Force, which has specialized electronic intelligence aircraft, declined to comment.

    The sighting of the UFO was confirmed by a farmer who, along with his son, saw a “very luminous” object in the sky nearly an hour after midnight. Daljit Singh, 45, and his son Maninder, 17, who have been living in Zirakpur for the past 15 years, said their first reaction was that it was a “shooting star”.

    “Maninder saw it first and even tried to snap it on his mobile," says Daljit, claiming there were two distinct “lights” and, as they moved in the northwest direction, one of them got “extinguished on its own”.

    Some scholars are relating it to the 2012 phenomenon that comprises a range of eschatological beliefs that cataclysmic events will occur on December 21, 2012, which will mark the end of the world. Scenarios posited for the end of the world include the earth's collision with a passing planet or an invasion by aliens.


    http://www.tribuneindia.com/2011/20110401/cth1.htm
  • nv | 64.140.94.70 | ০৭ এপ্রিল ২০১১ ০৩:৪৯453501
  • এতো মনে হচ্ছে এপ্রিলফুলের গপ্পো। ট্রিবিউনে পয়লা এপ্রিল বেরিয়েছে।
  • dri | 117.194.237.209 | ০৭ এপ্রিল ২০১১ ২২:১৯453505
  • জাপানের হনশুতে আবার একটা সাতের ঘরে ভুমিকম্প হল। ৭.১। মনে হয় আফটারশক। আবার একটু প্যানিক। অনেককে ইভ্যাকুয়েট করা হল। আর কিছুক্ষণ আগে দক্ষিণ মেক্সিকোতে ৬.৫ হয়ে গেছে।

    দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি পড়তে স্কুল ছুটি দিয়ে দেওয়া হল। বৃষ্টিতে তেজস্ক্রিয়তার ভয়ে। http://www.heraldsun.com.au/news/breaking-news/south-korea-schools-shut-over-radioactive-rain/story-e6frf7jx-1226035420528

    কালকের মধ্যে বাজেট হতেই হবে, না হলে ৮০০,০০০ ফেডারাল কর্মীর ফার্লো হতে পারে! http://money.cnn.com/2011/04/06/news/economy/federal_workers_shutdown/?cnn=yes। (তবে বাজেট কাটই হবে। এসব মনে হয় জাস্ট ভয় দেখানো)। সি আই এ ও শাটডাউনের প্রস্তুতি নিয়ে রাখছে, জাস্ট ইন কেসের জন্য। http://www.reuters.com/article/2011/04/06/usa-budget-cia-idUSN0627387320110406

    গার্ডিয়ান একটা বিরাট আর্টিক্‌ল ছেপেছে কিকরে মেক্সিকোর ড্রাগ মানির ক্লিয়ারিং হাউস ইউ এসের একটি বড় ব্যাঙ্ক, ওয়াখোভিয়া, যেটা এখন ওয়েল্‌স ফার্গোর সাথে মার্জ করে গেছে। http://www.guardian.co.uk/world/2011/apr/03/us-bank-mexico-drug-gangs

    ক্যালিফোর্নিয়ার একটি ছোট্টো মেয়ের বক্তব্য সে সব আম্রিকান প্রেসিডেন্টদের ফ্যামিলি ট্রি বানিয়েছে। এবং তাতে নাকি সে দেখে্‌ছ যে একজন বাদে আর সবাই কোন না কোন ভাবে কিং জন অফ ইংল্যান্ডের বংশধর। এবং মজার ব্যাপার হল লোকাল নিউজ KCOY সেটা কাভারও করেছে। http://www.digtriad.com/news/local/story.aspx?storyid=146059&catid=175
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন