এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিশ্বকাপ ফুটবল ২০১০

    dri
    অন্যান্য | ২৮ জুন ২০১০ | ২৩২২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.19.15 | ২৯ জুন ২০১০ ২০:২৩454994
  • এসকোবার যেবার সেমসাইড গোল কল্লো, সেটাই কলম্বিয়ার শেষ বিশ্বকাপ না? ভালদেরামাও তো মনে হয় সেটাতেই ছিলো। অমন সিংহের মত চুল আর দেখিনাই। ফ্রান্সিসকোলি মনে হয় ৮৬, তবে এসব আম্মো দেখিচি। আরেকটা প্লেয়ার ছিলো, শিফো (আমাদের সিফোঁ না)। ব্যাপক লংরেঞ্জ শুটার।

    ইয়ে, কাকা ওভাররেটেড কেন? সবই তো জিতে ফেলেছে কেরিয়ারে। মোটামুটি ভালো কনট্রিবিউশনও আছে। সিঙ্গল হ্যান্ডেডলি কিছু করেনি হয়ত, কিন্তু রুনির সাথে তুলনা করা যায় কি? রুনির তো বড়ো আসরে তেমন পারফরমেন্সই নেই।
  • Arpan | 216.52.215.232 | ২৯ জুন ২০১০ ২১:০৯454995
  • এঞ্জো শিফো। বেলজিয়ামের না?

    ৮৬'তে অনেক ছোটখাট তারকা জ্বলজ্বল করেছিল। যেমন বুত্রাগেনো। লাড্রপ ব্রাদার্স। বেলানভ। জোয়েল বাত্‌স।

    ইসে, কাকা ওয়ার্ল্ড কাপ এখনো জেতেনি।
  • Tim | 198.82.19.15 | ২৯ জুন ২০১০ ২১:১৭454997
  • ইয়ে, যদিও মাত্র পঁচিশ মিনিট খেলেছিলো, কিসুই করেনি প্রায়, তবু, কাপে হাত রাখা হয়ে গেছে। ;-))
  • Arpan | 216.52.215.232 | ২৯ জুন ২০১০ ২১:৫৫454998
  • তাই নাকি!!! জান্তামই না! :-)))
  • Tim | 198.82.19.15 | ২৯ জুন ২০১০ ২১:৫৯454999
  • জাপান এরপর টাইব্রেকে হেরে গেলে খুবই দু:খ পাবো।
  • Ishan | 122.173.178.98 | ২৯ জুন ২০১০ ২২:০২455000
  • টিমকে অনেক থ্যাঙ্কু। টাইব্রেকার ছোটো জিনিস। ওটা দেখেই শুতে যাব। :)
  • Ishan | 122.173.178.98 | ২৯ জুন ২০১০ ২২:০৫455001
  • জাআপান জাআপান জাআপান
  • Ishan | 122.173.178.98 | ২৯ জুন ২০১০ ২২:০৭455002
  • এই এনোবো না কি লোকটা পুরো কম বয়সের তোশিবো মিফুনে।
  • Arpan | 216.52.215.232 | ২৯ জুন ২০১০ ২২:১৭455004
  • এ কী! মামু লাপায় ক্যান। জাপান তো হেরে গেল। :-(
  • Ishan | 122.173.178.98 | ২৯ জুন ২০১০ ২২:১৯455005
  • আরে আমি তো টাইব্রেকার শুরুর আগে লাপাচ্ছিলাম। যদি পরে না চান্স পাই ভেবে। ঠিকই ভেবেছিলাম।

    ওদিকে মাওবাদীরা ছত্তিসগড়ে আবার নাকি হামলা করেছে? কত দিকে যে নজর রাখি।
  • dri | 117.194.227.89 | ২৯ জুন ২০১০ ২২:২২455006
  • অ্যা:, হেরে গেল।

    তবে আমার মনে হল রেফারীটার জাপানের দিকে একটা টাল ছিল। অনেক হেল্প করেছিল ভালো ভালো জায়গা থেকে ফ্রিকিক দিয়ে। কিন্তু আজ জাপান সেটপীসগুলো ভালো করে রিভাইজ করে নামে নি।

    চারটে ল্যাটিন আমেরিকান দেশ কোয়ার্টারে।
  • dri | 117.194.237.81 | ২৯ জুন ২০১০ ২২:২৬455007
  • নিউট্রাল রেফারিং হলে আর্জেন্টিনা-জার্মানী ব্রাজিল-হল্যান্ড এই ম্যাচগুলো তো ভালো হওয়া উচিৎ। কিন্তু রেফারির যদি কোন দিকে টাল থাকে তাহলে কেস ঘুরে যাবে। আর যেন লাথালাথি মারামারি হলুদ কার্ড এইসব হয়ে খেলা কেঁচে না যায়।
  • dri | 117.194.227.131 | ২৯ জুন ২০১০ ২২:৫২455008
  • আজকাল সুপারস্টার হতে গেলে শুধু ভালো খেললে চলে না, ভালো দেখতেও হতে হয়। মানে ম্যাগাজিনের পাতায় যেন ভালো দেখতে লাগে। মেসি, কাকা, রোনাল্ডো এদের এই ব্যাপারটা আছে। জেরার্ড, ল্যাম্পার্ডেরও আছে, বেকহ্যামেরও ছিল, তবে রুনির কেসটা ব্যাতিক্রম। এরা সবাই ভালো খেলে। প্রত্যেকের নিজস্ব স্ট্রেংথের জায়গা আছে। এদের মধ্যে মেসির বল ক®¾ট্রাল সবচেয়ে ভালো। প্রচন্ড ভীড়ভাড়ের মধ্যেও পায়ে বল লেগে থাকে। কিন্তু ম্যাক্সিমাম সময়ই এই ধরণের ড্রিবল কোন কাজের হয় না। চারজনকে কাটানোর পর যদি কেউ দশ গজ পিছিয়ে যায় আর সামনে আরো চারজন ডিফেন্ডার চলে আসে সেইসব ডজ বিশেষ এফেক্টিভ নয়। বল পোজেশানের পার্সেন্টেজ বাড়ে। ডিফেন্সচেরা ভালো পাস বরং অনেক এফেক্টিভ। কাকার পাস খুবই ভালো। মেসিরও ভালো। রোনাল্ডোর হাই স্পীড দৌড় এবং সাথে ডজ খুব ভালো। পায়ে জোরালো শটও আছে। আগের ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম বড্ড নিজে খেলত, বল ছাড়তে চাইত না। এবার দেখছি সেই রোগটা গেছে। রুনিও হয়ত ভালো। আমি ওর ভালো খেলা দেখিনি।

    কিন্তু কথা হচ্ছে আরো অনেকেই ভালো। কিন্তু অতো ভালো লুক্‌স নেই বলে সুপারস্টার হতে পারে না।
  • Arpan | 216.52.215.232 | ২৯ জুন ২০১০ ২২:৫৪455009
  • রবেনকে লিস্টে রাখলেন না? আর ওজিলের মধ্যেও সুপারস্টার হবার সব গুণ আছে। যদিও দেখতে গ্ল্যামারাস নয়।

    রিবেরি ভালো, কিন্তু কোনদিন জিদানের লেভেলে পৌঁছতে পারবে না।
  • Tim | 198.82.19.15 | ২৯ জুন ২০১০ ২৩:০৩455010
  • তেভেজকে মনে হয় এইজন্যই খুব একটা পাত্তা দেয়া হয়না।
    ব্যতিক্রমও আছে। বড়ো রোনাল্ডো, রোনাল্ডিনহো, রবিনহো বা রিভাল্ডো।
  • dri | 117.194.239.79 | ২৯ জুন ২০১০ ২৩:০৭455011
  • আর ঐ পাঁচজনকে কাটিয়ে গোল ওসব অ্যাভারেজে বছরে দু এক বার হয়। এগুলো মেসি, ম্যারাদোনাও রোজরোজ রিপ্রোডিউস করতে পারে না। ওসবের ওপর ভিত্তি করে ওয়ার্ল্ড কাপের স্ট্যান্ডার্ড না ধরাই ভালো।

    আগে ব্রাজিলের খেলা ছিল স্বপ্নের মত আর এখন হয়ে গেছে যন্ত্রের মত, এগুলোও মূলত নস্টালজিয়া। বিরাশি ছিয়াশির খেলা আমার দেখা প্রথম ওয়ার্ল্ড কাপ। তখন টিভি কালার টিভি সবে আসছে। মোহনবাগান ইস্টবেঙ্গল দেখার পর ওগুলো ছিল শকের মত। আর ছোটবেলার মন ছিল অনেক বেশী ইম্প্রেশানেব্‌ল। স্মৃতি ঐ ম্যারাদোনা মোমেন্ট্‌সগুলো ভুলতে পারে না। আর আমরা যখন ওগুলো আবার দেখি, শুধু হাইলাইট্‌স দেখি ঐ তিরিশ সেকেন্ডের। আজ যদি আমরা ছিয়াশির ইংল্যান্ড-আর্জেন্টিনা খেলার পুরো নব্বই মিনিট বসে দেখি দেখা যাবে অনেক বোরিং মোমেন্ট্‌স আছে। মাঝমাঠে বল কাড়াকাড়ি আছে, হার্ড ট্যাক্‌ল আছে, মিসপাস আছে, বল রিসিভ না করতে পারা আছে। সব আছে।

    ভালোই হচ্ছে তো এই ওয়ার্ল্ড কাপ। মাঝারি টীমগুলো কিছুটা হলেও উন্নতি করেছে।
  • pipi | 92.225.74.172 | ২৯ জুন ২০১০ ২৩:১২455012
  • ওজিল যত না খেলার জন্য তার চেয়েও বেশি নাম কিনেছে মুখরোচক প্রাইভেট লাইফের জন্য :-) যে ক্লাবের হয়ে ওজিল খেলে সেই ক্লাবেরই আরেক ফুটবলারের বৌ আনা মারিয়ার সাথে ওজিলের খুল্লমখুল্লা প্রেম নিয়ে বেশ কিছুদিন যাবত লেখালেখি হচ্ছে। তখনো ওজিল বিখ্যাত হয়নি কিন্তু খবরটা খবর হয়েছিল আরো এই কারণেই যে আনা মারিয়া হলেন সাক্ষাৎ সারা কনার-এর আপন বোন। তো সেই আনা মারিয়া ওজিলের চেয়ে ৭ বছরের বড়, প্রেমের গুঁতোয় তিনি ব্লণ্ড থেকে ব্ল্যাক হেয়ার হলেন, ইসলামে ধর্মান্তরিত হয়ে নতুন নাম নিলেন মেলুকা, আগে বিকিনি আর হট প্যান্ট ছাড়া দেখা যেত না এখন বেশ ঢেকেঢুকে চলেন আর রিসেন্টলি ডিভোর্সের জন্য আপীল করেছেন। নাকি ডিভোর্স পেলেই বিয়ে বসবেন। সব মিলিয়ে জমজমাট ব্যাপার।
  • dri | 117.194.225.252 | ২৯ জুন ২০১০ ২৩:১৪455013
  • রোনাল্ডিন্‌হোকে ঠিক ভালো দেখতে বলা যায় না, কিন্তু ওর মুখটা ফোটোজেনিক। ম্যাগাজিনের তো ঐটাই চাই। আর রবিনিও যত ভালো প্লেয়ার মিডিয়ায় মাতামাতি তুলনায় কম। ওজিল তো বাচ্চা ছেলে। খেলা ধরে রাখতে পারলে হয়ে যাবে সুপারস্টার।
  • dri | 117.194.225.252 | ২৯ জুন ২০১০ ২৩:২১455016
  • হ্যাঁ, এইত্তো। আর চাই গসিপ। কে কার সাথে প্রেম করছে, কে নাইট ক্লাবে বেশী যাচ্ছে, কে মাদকাসক্ত সেই খবরগুলো না হলে ম্যাগাজিন চলবে কি করে?

    রোমান পিরিয়ডে রাজারা বলতেন প্রজাদের ভুলিয়ে রাখার জন্য চাই 'ব্রেড অ্যান্ড সার্কাস'। তখনকার দিনে সার্কাস ছিল গ্ল্যডিয়েটরের সাথে সিংহের লড়াই। আর এখনকার দিনের সার্কাস হল ফুটবল ক্রিকেট।
  • aka | 168.26.215.13 | ২৯ জুন ২০১০ ২৩:২১455015
  • ওজিলকে আমার এমন কিছু লাগে নি। ওজিল, মেক্সিকোর বাচ্ছা ছেলেটা আর অ্যালেক্সি সাঞ্চেজ এদের অনেক প্রতিভা কিন্তু ফিনিশ করতে পারে না। আইদার মিস পাস করে নয়ত বাজে পাস করে নয়ত ভীড়ে জড়িয়ে যায়। তবে সবাইকারই কম বয়স, পরের বিশ্বকাপে খেললে দেখা যাবে। মেসি, রবেন, রোবিনহো, কাকা, রোনাল্ডো এদের থেকে এক ধাপ ওপরের প্লেয়ার।
  • dri | 117.194.236.81 | ২৯ জুন ২০১০ ২৩:২৮455017
  • স্যাঞ্চেজ কিন্তু ব্রাজিলের খেলায় অনেকগুলো ভালো বল বাড়িয়েছিল। ভালো স্ট্রাইকার থাকলে একটা দুটো হয়ত কনভার্ট হয়ে যেত।

    আসলে ভালো স্ট্রাইকার হল অ্যাসেট। যে অল্প জায়গায় বল রিসিভ করতে পারে, অনকামিং ডিফেন্ডারকে হাল্কা ডজে সরিয়ে জায়গা বানিয়ে গোলে শট নিতে পারে। এই স্কিলটা বহুৎ ভ্যালুয়েব্‌ল। মেক্সিকো, চিলি, প্যারাগুয়ে, জাপান, সাউথ কোরিয়া এইসব টীমে এদের অভাব। আর ব্রাজিল আর্জেন্টিনা, জার্মানী স্পেনের প্রচুর আছে।
  • aka | 168.26.215.13 | ২৯ জুন ২০১০ ২৩:৩৬455018
  • বাজি ধরলাম পর্তুগাল এই ম্যাচটাই ব্রাজিল ম্যাচের মতন খেলবে। পর্তুগালের ডিফেন্সটা ভালো, সাথে ওপরে রোনাল্ডোর স্পীড আছে। আমার কেমন মনে হচ্ছে কাউন্টার অ্যাটাকে গোল করে পর্তুগাল জিতে যাবে, ডিফেন্সটা বেশ ভালো। অন্যদিকে স্পেন জায়গা ছাড়বেই ছাড়বে।
  • Arpan | 122.252.231.10 | ৩০ জুন ২০১০ ০০:০৯455019
  • ওজিল ওই লেভেলে সত্যি আসেনি কিন্তু ফিনিশ করতে পারেনা মানলাম না। ঘানার এগেন্সটে একমাত্র গোলটা ওজিলের ভলিতে। এমনকি লাস্ট ম্যাচে চার নং গোলটা ওইই করায়।

    আজ্জো জানতাম ঘটিদেরই সাপোর্ট করবে। ;-)
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ০০:১৩455020
  • স্পেন কাঁপিয়ে দিল তো। পর্তুগাল লেফট ব্যাকটা দুরন্ত।
  • Arpan | 122.252.231.10 | ৩০ জুন ২০১০ ০০:২৮455021
  • ক্যাসিয়াস কিন্তু আজ পুরো বার্থেজের ফর্মে আছে।
  • dri | 117.194.228.99 | ৩০ জুন ২০১০ ০০:৫১455022
  • বেটার ওপেনিং কিন্তু পোর্তুগালই করেছে। আকদার অ্যানালিসিস একদম কারেক্ট। পোর্তুগাল ডিফেন্সিভ খেলছে কিন্তু আঁটসাঁট ডিফেন্স। কাউন্টার অ্যাটাকে বেশ ওপেন স্পেস পাচ্ছে। কিন্তু রোনাল্ডো দেখছি বল নিয়ে এগোনোর চেয়ে হুমড়ি খেয়ে পড়ে ফ্রিকিক নেওয়ায় বেশী ইন্টারেস্টেড।
  • Arpan | 122.252.231.10 | ৩০ জুন ২০১০ ০০:৫৬455023
  • নতুন কিছু নয়। তবে ওল্ড ট্র্যাফোর্ডে আরেকটু পাকাপোক্ত অভিনয় হত। :-)
  • sinfaut | 117.194.194.17 | ৩০ জুন ২০১০ ০১:০৫455024
  • ওজিল বালের সুপারস্টার, পা বাঁচিয়ে ভয়ে ভয়ে খেলে। চুড়ান্ত ভিতু, জার্মানী ডুবলে ওর জন্য ডুবতে পারে।
  • Arpan | 122.252.231.10 | ৩০ জুন ২০১০ ০১:২৩455026
  • ভিয়া। ভিয়া। ভিয়া।

    মনে হচ্ছে ব্রাজিল স্পেন ফাইনাল হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন