এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • পুজাবার্ষিকী---২০১০

    Ananya
    বইপত্তর | ২৭ আগস্ট ২০১০ | ২২৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jayanti | 122.162.176.39 | ১০ অক্টোবর ২০১০ ১৬:০৮461241
  • বাণী বসুর লেখা কেউ পেলেন কোথাও?
  • d | 59.161.157.86 | ১০ অক্টোবর ২০১০ ১৯:০০461242
  • বাণী বসু লিখেছেন 'প্রতিদিন'এ।

    মূলত: অভ্যুর উপর্যুপরি রেকোতে 'একদিন' কিনেছিলাম। যে কটা ভাল লাগল এখন পর্যন্ত:
    ১। উপন্যাস - রাঘব বন্দ্যোপাধ্যায় (ইন ফ্যাক্ট এইজন্যই কিনেছিলাম বইটা)
    ২। চিত্রনাট্য - সুমন মুখো
    ৩। প্রবন্ধ - হলুদ বই নিয়ে অর্ণব সাহা
    ৪। আড্ডা - ইন্দ্রনাথ মজুমদার।
    সেলিনা হোসেন শুরু করলাম, খুব কিছু আহামরি লাগছে না।

    মোদ্দা কথা ৩৫ টাকা উশুল হয়ে বেশীই হয়ে গেছে।

  • Nina | 68.36.163.248 | ১০ অক্টোবর ২০১০ ২০:৩৯461243
  • জয়ন্তীকে থ্যাঙ্কু। প্রথমেই পু স আ বা প তে স্বাতী ভট্টাচার্য্যর লেখা আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় পড়লাম--আর শেষে বিভাস রায়চৌধুরির ২২ শে শ্রাবণ। ভাল লেগেছে খুব আর তার চেয়েও ভাল লেগেছে দুই মহান পুরুষের সার্ধশতবার্ষিকি বছরে আ বা প পরিবেশন করেছে তাঁদের কথা।
  • saikat | 202.54.74.119 | ১১ অক্টোবর ২০১০ ১১:১৫461244
  • আশ্চর্য একটা পত্রিকা পেলাম - শারদীয়া নবপত্রিকা। অন্য পত্রিকার তলা থেকে বের করে এনে মাত্র ২২ টাকা দিয়ে পত্রিকাটি কিনে ফেলার আগে ও পরে আমি লক্ষ্য করি বইটির গঠন। শৈবাল মিত্র, অতীন্দ্রিয় পাঠক, আবুল বাসার এবং আরো অন্যদের গল্প; শঙ্খ ঘোষ, তুষার চৌধুরী,প্রজিত জানা ইত্যাদিদের কবিতা; কলকাতার বনেদী বাড়ীর পুজো, অবন ঠাকুরের "খুদ্দুর যাত্রা", বাংলা সিনেমা, কমলকুমার, বিভুতিভূষণ, রাধিকামোহন মৈত্র, কাফি খাঁ, বাংলার উডকাট, ম্যাজিক, এসারের ছবি, পূজোর গান,সায়েন্স ফিকশন ইত্যাদি নিয়ে প্রবন্ধ - এ সব কিছু ছাপিয়ে ওঠে বইটির গড়ন। যার শুরু হয় পত্রিকার আকার থেকেই - ১৪'' বাই ১০'', সাধারনত: পত্রিকার ক্ষেত্রে যা দেখা যায় না। প্রচ্ছদে সতেরো-আঠারো শতকের রামায়ণী পটের উঙ্কÄল বর্ণময় প্রতিলিপি, আর পাতার পর পাতা জুড়ে লেখাগুলির সাথে সম্পর্কিত ছবি। রং আর ছবি। বাংলার পটের, উনবিংশ শতকের উডকাটের, পুরোনো বইয়ের প্রচ্ছদ, বিজ্ঞাপন আর অলঙ্করণের, এসার-রবি ঠাকুর-অবন ঠাকুর-কমলকুমারেরের, মুঘলচিত্রর, সত্যজিত-ঋত্বিকের সিনেমার স্টীল, শচীন কর্তা-আলাউদ্দীন খাঁ - রাধিকামোহন মৈত্রর একত্রে ফোটোগ্রাফ, কমলা ঝরিয়া-আঙুরবালার ফটোগ্রাফ, 'খুদ্দুর যাত্রা"-র এবং আরও অনেক - সব মিলিয়ে পাতার পর পাতা জুড়ে লেখা, রং আর ছবির feast !

    একটা লেখাও এখনও পড়িনি, বড়জোর দু-চারটে প্যারা। শুধু ছবিগুলি দেখে চলেছি, বার বার। এরকম এক-আধটা বইয়ের জন্য, বাংলা প্রকাশনা আর তার সাথে যুক্ত লোকজনের ওপর ভরসা রাখার জন্য, বইয়ের দোকানে দোকানে ঘোরার শ্রম সার্থক হয়।

    এই বছরের সেরা শারদীয়া - আমার কাছে - হ্যাঁ এটিই। বিগত বেশ কিছু বছরের প্রকাশিত পত্রিকার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পত্রিকা এটিই। অবশ্য সংগ্রহযোগ্য।

    ভাল কথা, পাতিরামে বইটি চোখে পড়েনি, আমি খরিদ করি উল্টোডাঙায় সুনীলদার দোকান থেকে।
  • d | 115.117.196.79 | ১১ অক্টোবর ২০১০ ১১:২৩461245
  • ইশ! আমি এইটা কাগজওয়ালাকে বলে রেখেছিলাম, কিন্তু দিতে পারেনি। সৈকত, এটা কি সুনীলদার কাছে এখনও পাওয়া যাচ্ছে?

    রবিবারের নবপত্রিকাটিও বড় ভাল হয়। বেশ কখানা জমিয়ে রেখেছি।
  • saikat | 202.54.74.119 | ১১ অক্টোবর ২০১০ ১১:২৯461246
  • আমি শনিবার দু'কপি দেখেছিলাম। একটা আমি হস্তগত করি, আর একটা আছে কীনা দেখতে পারেন । :-)
  • kallol | 124.124.93.205 | ১১ অক্টোবর ২০১০ ১২:৪৪461247
  • বারোমাস কি বেরিয়েছে ?
  • saikat | 202.54.74.119 | ১১ অক্টোবর ২০১০ ১২:৪৮461248
  • বেরিয়েছে। বারোমাস, অনুষ্টুপ সব বেরিয়েছে। শুধু গুচ-ই এখনও বেরোল না।
  • Kartuj | 125.20.3.146 | ১১ অক্টোবর ২০১০ ১৩:২৬461249
  • নবপত্রিকা কি বেশ পরিচিত? মানে অন্য যে কোন দোকানে পাব? জিগেস করলে তো আবার হাঁ করে থাকে অনেক দোকানে। উল্টোডাঙ্গার দোকানটা ঠিক কোন জায়গায়?
  • saikat | 202.54.74.119 | ১১ অক্টোবর ২০১০ ১৪:৫১461251
  • সুনীলদার দোকানটা উল্টোডাঙায় sony world-এর দোকানের ঠিক সামনেই, ঐ ফুটেই।
  • Kartuj | 125.20.3.146 | ১২ অক্টোবর ২০১০ ০৯:৩৬461252
  • নবপত্রিকা তো 'সেলিং লাইক হট কচুরীজ' !!! আমাদের দমদমার একটা চেনা দোকান আছে, শারদীয়া কিনলে আর কি ওখান থেকেই কিনি। আজ সকালে খোঁজ নিলাম, বলে ২০টা এনেছিল, সব হাওয়া। সন্ধ্যেবেলা এলে পেতে পারেন। দেখি। আমি তো সৈকতের কাছে খবর পেলাম, ইহারা কাহার নিকট জানিল?
  • til | 210.193.178.129 | ১২ অক্টোবর ২০১০ ০৯:৪১461253
  • হে হে কি আনন্দ। আমি কার্তুজের ক্ষণিকের প্রতিবেশী। আচ্ছা দমদমার কারণেই কার্তুজ?
  • Kartuj | 125.20.3.146 | ১২ অক্টোবর ২০১০ ১০:০৬461254
  • হুঁ হুঁ বাওয়া, কি বুদ্ধি কইরা একখান নাম লইসি। ;-)
  • Manish | 59.90.135.107 | ১৯ অক্টোবর ২০১০ ১৫:৩৬461255
  • শারদীয়া 'একদিনে' সামরান হুদার লেখা ভালো লেগেছে।
  • Kartuj | 125.20.3.146 | ১৯ অক্টোবর ২০১০ ১৮:১০461256
  • আমাদের দমদম তল্লাটে যতগুলো বইয়ের দোকান ছিল, সব জায়গায় হানা দিয়েও 'নবপত্রিকা' পাইনি পঞ্চমীর দিন পুজোর আগে শেষ আপিস ফেরত সন্ধ্যেবেলা লোকাল ঠাকুর দেখার অবকাশে। অবশেষে বর্ধমানে দেশের বাড়ির পুজোতে যাবার দিন কাটোয়া লোকাল ধরার মিনিট পনেরো আগে পেলাম সেই বহুকাঙ্ক্ষিত বই। গোটা ৫০ কপি তখনো যেমন তেমনি দড়িবাঁধা প্যাক করা পড়ে। তার থেকে একটি আমার ব্যাগে ঢুকল। অনেকে জানেও না, কেনেও নি। সত্যি-ই এ বই সোনার খনি। শ্রীপাট শ্রীখন্ডে বাড়ির পুজোর ব্যস্ততার ফাঁকে দিবানিদ্রাহীন ডাহুকডাকা উদাসী রোদের যাদুঘেরা প্রতিটি দুপুরে সে আমার বালিশের পাশটি দখল করেই ছিল। সদ্য সন্ধ্যারতি আর পদব্রজে চুটিয়ে ঠাকুর দেখে ফিরে আসা মনে দূরের চন্ডীমন্ডপের ঢাকের বাদ্যি রিমরিম, হাতে তখন 'বনেদী বাড়ির পুজো', বিভূতিভূষণের সাথে রাজপুর-হরিনাভির পথে ঘোরাফেরা, লেখক বিভূতিভূষণের আবির্ভাবের ইতিবৃত্ত, 'সেকালের পুজোর গান', কালীঘাটের পট, উডকাটের অজানা কথা, অবন ঠাকুরের রামায়নী পুঁথি... 'ধর্মান্তর' গল্পের লখাইয়ের সাথে নিশাচর হয়ে ওঠে ছন্নছাড়া মন। বহু অভিঘাতে ক্লিশে জীবনের অনেক অচেনা আনাচকানাচে এখনো শিহরণ জাগায় অন্যরকম আনন্দবেদনার ঘূর্ণি হাওয়া, সেসব নতুন করে আবিষ্কার করি এক পৃষ্ঠা থেকে পৃষ্ঠান্তরে।

  • d | 14.96.183.131 | ২৯ অক্টোবর ২০১০ ১১:০৭461257
  • আমি তো দেশ, আন্দবাজার কিস্যু কিনিনা গত ৪ বছর ধরেই। তা মহর্ষির এই উপুন্যাসটা কেউ পড়েছে(ন)?

    http://www.sachalayatan.com/subasish/35779
  • Samik | 121.242.177.19 | ২৯ অক্টোবর ২০১০ ১২:৫২461258
  • বাহ্‌। পড়ে ফেললাম পুরোটা।

    না উপুন্যাসটা পড়ি নাই। তবে কী আর আসে যায়?
  • til | 220.253.185.165 | ৩০ অক্টোবর ২০১০ ১৬:০৯461259
  • কার্তুজ,
    বাছা, নবপত্রিকা কি সেকেন্ড হ্যান্ড বেচতে আগ্রহী? খরিদ্দার আছে।
  • Arpan | 122.252.231.10 | ৩০ অক্টোবর ২০১০ ১৭:০৩461260
  • সুচিত্রা ভটচাজের উপন্যাস। উপন্যাসের নায়ক কাজের দিন দুপুর বেলা ছেলের সাথে টিভির রিমোট নিয়ে লড়ছে। কি না ম্যানিউ আর আর্সেনাল ভাইটাল ম্যাচ আছে। বোঝো!
  • Kartuj | 59.93.215.16 | ৩০ অক্টোবর ২০১০ ১৭:৩৮461262
  • তিলুবাবু, পুরো পড়া এখনো হয় নি। বেশ কটা বাকি, আমার আবার এই উইকেন্ড ছাড়া ওতে হাত দেয়া হয়ে ওঠে না। আর এ এমন জিনিস না, পড়ে ফেললেও মনে হয় বাঁধিয়ে রাখি, এত সোনাদানা আছে ! ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে এমন শারদীয়া এর আগে একটাও দেখিনি আমি। এইবছরের দুগ্গাপুজোর একলা দুপুরগুলোর ছায়ারা এখনো দুলছে এর প্রতিটা পাতায়। ওখানে যেগুলো পড়েছিলাম, সেই পাতাগুলো খুললেই বইয়ে ডুবে থাকা সেই সমস্ত দুর্লভ অবকাশগুলো আবার কাছে এসে বসছে। হয়ত কখনো-ই বেচতে পারব না এটাকে, সে আজ থেকে বহুবছর পরে হলেও। :-)
  • i | 137.157.8.253 | ০১ নভেম্বর ২০১০ ০৯:২৫461263
  • আমার মনে একখান কোচ্চেন জেগেছে.. কেউ রেগে যাবেন না যেন। এই সচলায়তনের লেখাটি , এখানকার/ ভাটিয়ালির কিছু আলোচনা, টুকরো মন্তব্য দেখে শুনে ভাবছি-বাজে লেখা নিয়ে এত শব্দব্যয় কেন-
    বাজারি পত্রিকাতেও মাঝেমধ্যে ভালো লেখা বেরোয়। খুব কম শুনতে পাই সে লেখার আলোচনা।
    সাম্প্রতিক অতীতে বোধয় পত্রিকা/ আনন্দলোকে বিপুল দাসের দুখানি অসাধারণ উপন্যাস প্রকাশিত হয়-একটি 'কালের পুতুল', অন্যটি 'নীল আলোর সন্তান'। কোনো কথা কানে আসে নি। এখনও বহু পাঠক এ লেখাদুটির অস্তিত্বই জানেন না। সে বছরগুলিতেও কানে এসেছে-ও: অমুক কি বাজে -ও:অমুকের লেখা পড়া যায় না অথচ এই লেখা গুলি উপেক্ষিতই থেকে গেছে । কোনো আলোচনা চোখে পড়ে নি।তালিকা আরো দীর্ঘ হতেই পারে।
    আমরা কি লেখকের নাম দেখে আলোচনা করি? অন্যধরনের লেখা জাস্ট এড়িয়ে যাই দু লাইন পড়েই?

    কথাটা মনে হোলো। লিখলাম।
  • byaang | 122.172.8.33 | ০১ নভেম্বর ২০১০ ১১:৪৫461264
  • ছোটাইকে কয়ে ক্ক।

    এবছরের সব শারদীয়ার মধ্যে (নবপত্রিকা পাই নি হাতে এখনো), সব থেকে ভালো লাগল, শিশুকিশোর অ্যাকাডেমির চিরসবুজ লেখা উৎসব সংখ্যা। লেখাগুলো পড়তে পড়তে পুরনো সন্দেশ-আনন্দমেলার কথা মনে পড়ছিল। এমনকি সত্যসন্ধর ধাঁধা শুদ্ধু আছে। বাড়ির ছোটোদের জন্য সুন্দর উপহার।
  • MR | 76.185.103.5 | ০৭ নভেম্বর ২০১০ ০১:০৫461265
  • শত্তুরের মুখে ছাই দিয়ে আবার শারদীয়া আজকাল আবার তার স্বকীয়তা/মাধুর্য রেখেছে। সতীনাথ মুখোপাধ্যায়ের উপর লেখা গুলি অসাধারণ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ পড়লে মনেহয় উনি লেখক হলে কিছু কম নাম হতো না। দেবব্রত বিশ্বাসের উপর লেখাটি থেকে অনেক সংশয় দূর হয়।

    প্রতিবছর সোনালী যুগের গায়ক, সুরকারদের নিয়ে article গুলির জন্য আজকাল কে ধন্যবাদ জানাই।

    By the way রবিবাসরীয়-র সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপর প্রতিবেদনটি বলে তিনি কেন আজ এই জায়গায় পৌঁছেচেন, চমৎকার লেখাটি। নাটকটি দেখতে পারলে আরো ভালো হতো, কিন্তু কি আর করা যাবে।
  • Bratin | 117.194.100.184 | ০১ ডিসেম্বর ২০১০ ২০:৩১461266
  • দেব সাহিত্য কুটীর এবারে রিপ্রিন্ট করেছে 'বেণুবীণা" । প্রথম প্রকাশ ১৩৭৪।
  • dukhe | 122.160.114.85 | ০২ ডিসেম্বর ২০১০ ১০:৩৪461267
  • 'কালের পুতুল' পত্রিকা-য় বেরিয়েছিল । খুব ভালো লেগেছিল । 'নীল আলোর সন্তান' অত ভালো লাগেনি ।
    বিপুল দাস আর প্রচেত গুপ্ত-র হাত ভালো ।
  • i | 210.84.37.239 | ০২ ডিসেম্বর ২০১০ ১৫:৩৪461268
  • দুখে,
    বিপুল দাস আর প্রচেত গুপ্ত একইসঙ্গে একনি:শ্বাসে উচ্চারিত হ'তে পারেন কি ?আর জাস্ট 'হাত ভালো' বলাটা একটু ইয়ে লাগছে...
    লিখুন আপনি। বেশ করে আলোচনা করুন। আমি মাঝে মাঝে ফোড়ন দেব পারলে।
  • sda | 117.194.194.140 | ০২ ডিসেম্বর ২০১০ ২০:৪৮461269
  • কয়েক বছর আগে কোন এক পূজাবার্ষিকীতে পিনাকী ঠাকুরের একটা উপন্যাস বেরিয়েছিল , "কলঙ্করূপিণী" নামে। কেউ কি পড়ছেন ওটা ? আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল, কিন্তু উপন্যাসটার নামডাক শুনিনি তেমন। কোন পত্রিকা সেটা বেমালুম ভুলে মেরেছি, তবে আনন্দ র কোন একটা হওয়ার সম্ভবনা বেশি।
  • dukhe | 122.160.114.85 | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:০৮461270
  • i,
    বিপুল দাসের আরেকটা উপন্যাস পড়েছিলাম - বই-ই - বেশ ভালো - কিন্তু নামটা মনে পড়ছে না - গুগলও হতাশ করছে । 'শঙ্খপুরীর রাজকন্যা'তে দারুণ কিছু গল্প আছে ।
    বেশ করে আলোচনা করা কি আমার কম্মো ?
  • Manish | 59.90.135.107 | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:২৭461271
  • শরদীয়া আজকালে রুপক সাহার উপন্যাস গুলো খুব ভালো লেগেছিলো যদিও একটিরও নাম মনে নেই।(আমার ভুলে যাওয়ার স্বভাব)।আর ভালো লেগেছিলো বাংলাদেশী এক লেখকের লেখা উপন্যাস গুলো। স্বভাবতই লেখকেরও নাম মনে নেই।
  • MR | 76.185.103.242 | ০৪ ডিসেম্বর ২০১০ ০৫:০৩461273
  • শারদীয়া আজকালে কোনোদিনই রূপক সাহা লেখেনি। বেরয় শারদীয়া আনন্দলোকে। প্রতিবারই ভাবি এবার বোধহয় একটা ফাটাফাটি মশলাদার রূপক সাহা পাবো! Nope। সে গুঁড়ে বালি। তবে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা প্রতিবারই অনবদ্য হচ্ছে।

    এছাড়া আজকালের সাতটি প্রবন্ধ, বিষয়- রবীন্দ্রনাথ অসাধারণ। অন্য কোথাও এতো extensive coverage দেখলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন