এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ২০১০

    Jay
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১০ | ১৭২০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 144.160.226.53 | ১০ জানুয়ারি ২০১২ ২২:৪৫461980
  • বেয়ার্ন ম্যাচে কি ভারত ভাল খেলেছে? রেজাল্ট কী?
  • gandhi | 203.110.243.22 | ১০ জানুয়ারি ২০১২ ২৩:২৩461981
  • হুমম অসাধারণ গোল.....

    বেয়ার্ন ম্যাচ এর 2nd হাফ ভারত অসাধারণ খেলেছে... গোলে শুভাশিস, ডিফেন্সে নবী, গৌর্মাঙ্গি আর নির্মল ছেত্রী... উপরে জেজে আর মাঝমাঠে জুয়েল, লালরামদিকা, বলদীপ সাইনি ব্যাপক খেলেছে... প্রতিটা বল তাড়া করেছে.. জেজে আর জুয়েল দুটো মিস ও করেছে.. যদিও সেগুলো হাফ চান্স নয়, কোয়ার্টার চান্স বলা যেতে পারে.. সেটাই বা কম কি ???

    এরকম ম্যাচ বার বার হওয়া উচিত ....
  • gandhi | 203.110.243.22 | ১০ জানুয়ারি ২০১২ ২৩:২৭461982
  • বাইচুং শেষ ম্যাচে ও অনেক দৌড়ে খেলেছে... একবার খালি বেয়ার্নের একটা স্টপারের পা ধরেছিল.. বাকিটা চলেবেল...

    আরো বড় পাওনা জুয়েল রাজা কে আটকাতে গিয়ে ওদের স্টপার গুস্তাভো হলুদ কার্ড দেখেছে....
  • ppn | 122.252.231.10 | ১০ জানুয়ারি ২০১২ ২৩:৪১461983
  • এই টোটাল দু:খের দিনে গোলটা দেখে একটু জ্বালা জুড়োল।

    Hurray Henry!!
  • demba ba | 121.241.218.132 | ১১ জানুয়ারি ২০১২ ১০:৫২461984
  • বেন আর্ফার ভিডিওটা নেতাইয়ের জন্যে। রাগবির নমুনা;-)
  • Netai | 121.241.98.225 | ১১ জানুয়ারি ২০১২ ১৬:২২461985
  • অঁরি অফসাইড ছিল বলে মনে হচ্ছিল। তবে গোলটা হেবি লেগেছে।
  • Netai | 121.241.98.225 | ১২ জানুয়ারি ২০১২ ০৯:২০461986
  • বেন আর্ফার গোল দুটো দেখলাম। একঘর স্কিল।
  • gandhi | 203.110.247.221 | ১২ জানুয়ারি ২০১২ ১০:১৮461987
  • ম্যান সিটিকে পুরে দিয়েছে .... জেরার্ড পেনাল্টি থেকে .... জিও...
  • demba ba | 121.241.218.132 | ১২ জানুয়ারি ২০১২ ১০:২০461988
  • সেকেন টা বেন আর্ফা নয় রে দাদা - ওটা জোনাস।
  • ppn | 122.252.231.10 | ১২ জানুয়ারি ২০১২ ১০:২৭461991
  • ও তো কার্লিং কাপে।

    এইবার স্পার্স ফাঁকেতালে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। লংডনের বন্ধুদের আওয়াজে কান পাতা দায় হবে। :(
  • gandhi | 203.110.247.221 | ১২ জানুয়ারি ২০১২ ১১:২২461992
  • লিভারপুল গানার্স বাদ দিলে স্পার্সটাই ভালো... ম্যান দুখানা আর চেলসি অসহ্যকর বাজে... ম্যান ইউ বেশি বাজে ... সিটিটা তাও সহ্য করি সিলভা আর ইয়া ইয়ার জন্য...

    বেল ছেলেটা বেশ ভালো... ওয়েলস কেন বিশ্বকাপে যেতে পারেনা কে জানে ??? প্লেয়ার তো আছে অনেক কটাই...
  • gandhi | 203.110.247.221 | ১৩ জানুয়ারি ২০১২ ২২:১৩461993
  • ক্রেসপো (আর্জেন্টিনা) , মরিয়েন্তেস (স্পেন), কানাভারো (ইতালি)

    আসছে প্রিমিয়ার লিগ বলে যে খেলাটা হবে সেটায় খেলতে ... কিন্তু কবে থেকে হবে কে জানে ???? এপ্রিল বলছে..
  • gandhi | 203.110.246.25 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:০২461994
  • সোরিন, রবার্ট পিরেস, জে জে ওকোচা, নাকাতা,ফাওলার আরো কয়েকজন ও আসছেন...
  • gandhi | 203.110.246.25 | ১৪ জানুয়ারি ২০১২ ২০:৩৮461995
  • ইশ... ইবে পুনেকে আটকে দিল :(
  • gandhi | 203.110.246.230 | ১৫ জানুয়ারি ২০১২ ২১:০৮461996
  • হে হে

    এই টই-য়ে কেন কেউ পোস্ট করেনা ????

    ও প্পনদা... ও উমেশদা .... ও টিমদা

    সবাই কি দুক্ষে খেলা দেখা ছেড়ে দিলেন নাকি ???
  • potke | 122.179.34.150 | ১৫ জানুয়ারি ২০১২ ২১:১২461997
  • এই যে গান্ধিবাবা, আমি তো বসে ছিলাম তুমি কখন পোস্ট করবে :)

    ভাটে লিখেছি তো।
  • gandhi | 203.110.246.230 | ১৫ জানুয়ারি ২০১২ ২২:৩৩461998
  • ওহ... পটকেদা

    আপনার লেখাটা দেখতে পাইনি....

    আহা সেই ইবে-সালগাঁওকার ম্যাচটার পর থেকে আমার দিনটা খুব খুব ভালো কাটছে...
  • demba ba | 121.241.218.132 | ১৬ জানুয়ারি ২০১২ ১০:৩৭461999
  • প্পন স্যার - ধরা পরে গেলে যে। মাত্র একটা গোল ডিফারেন্স, নইলে পাঁচ আর ছয়ের পয়েন্ট একই;-)
  • ppn | 216.52.215.232 | ১৬ জানুয়ারি ২০১২ ১১:৫০462000
  • :((
  • umesh | 80.254.147.148 | ১৬ জানুয়ারি ২০১২ ১৩:৩২462002
  • আমাদের (ইবে আর আর্সেনাল এর সাপোর্টার) খুব খারাপ সময়, তাই মুখ (বা পোস্ট) বন্ধ।
  • Jay | 90.209.32.154 | ১৬ জানুয়ারি ২০১২ ১৮:৪৩462003
  • লংডন নয়, আমার প্রেডিক্সন হল ইপিএল থাকবে ম্যানচেস্টারে। সিটির কপাল খারাপ- দুই টুরে (ইয়া ইয়া আর অল্প করে কলু, সাভেজের থেকে তো ভালো) আফ্রিকান কাপে, ডিসিলভার চোট, কোম্পানির চার ম্যাচ ব্যান, বেলাতেল্লির গোঁয়ার্তুমি- একদিন খেলেতো - পাঁচ ম্যাচ খেলে না, ডেকো স্টার্টিং ইলেভেনে জায়গা না পেয়ে পেয়ে ফর্ম হারিয়েছে একেবারে মোক্ষম সময়ে, আর নাসরি চিরকালের স্বার্থপর। তবু সিটী আমার বাজী- এগুএরা/ রিচার্ডস/ গোলে হার্স্টের জন্য।

    ম্যানুর জেতা উচিৎ নয়- তবু ফার্গি দাদু আছে/ রুনি- বার্বা গোলের মধ্যে আছে, দুটো বেস্ট উইং- নানি, ভালেন্সিয়া, দুটো দাম্‌ড়া- গিগ্‌স আর স্কোল্‌স, চারটে চ্যাংড়া- হার্নান্ডেজ/রাফায়েল/জোন্স/ওয়েলব্যাক মোটামুটি সেট করে গ্যাছে। গোলি নেই। পিছনে ভিডিচ নেই। ফার্দিনান্ড খেল্লে ওপোনেন্টের একটা ফরোয়ার্ড কম লাগে।
  • ppn | 204.138.240.254 | ১৬ জানুয়ারি ২০১২ ১৯:০২462004
  • হ্যারি রেডন্যাপের প্রতি আমার ব্যপক শ্রদ্ধা আছে, যদিও আমাদের ঘোর শত্রপক্ষের। পারলে একমাত্র ওই কাপটাকে লংডনে রেখে দিতে পারে।
  • demba ba | 121.241.218.132 | ১৬ জানুয়ারি ২০১২ ১৯:১১462005
  • মিডিয়া ডার্লিং, কিন্তু এক্কের নম্বরের হারামী। হ্যারি রেডন্যাপ।
  • gandhi | 203.110.243.21 | ১৬ জানুয়ারি ২০১২ ২০:০২462006
  • ম্যান ইউ জিতবে না... এই ডিফেন্স নিয়ে জিতবে কি ???

    জোনস আর ফার্দিনান্দ খেললে উল্টো দিকে স্ট্রাইকার না থাকলে ও চলবে :)

    ম্যান সিটি জিতলেও খারাপ লাগবে ... অতগুলো প্লেয়ার নিয়েছে কিন্তু একটা ঠিকঠাক কোচ নিতে পারেনি... কোনো ফর্মেসন নেই... তবু ইউনাইটেড যেনো না যেতে... আমার টিম তো :(
  • Jay | 90.209.32.154 | ১৬ জানুয়ারি ২০১২ ২০:৩২462007
  • লংডনে এবারে ইপিএল নয়, কেন? ২০নম্বরের কোশ্নো।
    কিউ পি আর/ ফুলহ্যাম কে আলুচোনা কর্বোনা। প্রথম দলটা টিকে থাকলে নিউজ। আর জৈ বার্টন! ফুলহ্যাম যেমন মাঝ টেবিলে থাকে তেমনি থাকবে। ডাচ কোচ জোল আর যশ চোপড়ার মিল হল আধখানা কথাও কেউ বোঝে না। জামোরা-টাকে বেচবে।
    টটেনহ্যাম হটস্পার: ৫০ বছর কাপ জেতে নি। রেডন্যাপ ব্যাপ্‌ক রিক্রুটার, যাকেই আনে- খেলে দেয়- আদাবোয়েও খেলছে! স্কট-পার্কার/ গালাস। তিনটে উদ্দাম প্লেয়ার- মড্রিচ/ ভ্যান্ডারবার/ বেল! এবারে বেল কেন যে উইং ছেড়ে এতটা ভিতরে ধুকে আসছে? লেনন আর আসুওকোটোর জন্য উইং থেকে পোচুর সাপ্লাই আসা উচিৎ। উপরটা যতটা ভালো - মাঝমাঠ/ ডিফেন্স কি ততটা? টিম কাপ জেতে গোল দেওয়ার জন্য নয়- না খাওয়ার জন্য। গোল ডিফারেন্স দেখুন- ম্যান সিটি/ ম্যানুর আদ্দেক। ম্যানু আর স্পার , সিটির ডবল গোল খেয়েছে।

    চেলসি আর আর্সেনাল: পুরো দল ওভার-হাওল দর্কার।
    চেলসি: বৃদ্ধাশ্রম। টেরী/ দ্রোগবা/ ল্যাম্পার্ড/ কোল; আনেলকা, আলেক্সটাকে বেচেছে। এমনকি চেক বলে চেক- রাহুল দ্রাবিড় সিম্পটমে ভুগছে- দেওয়ালে ফুটো- পুরো ক্যাশ মেশিন। দুটো ভালো প্লেয়ার- স্টারিজ আর মাটা। স্পারের ঠিক উল্টো কপাল চেলসির- যেই আসে- এসেই ফর্ম হারায়: ডেকো/ বালাক।এখন মালুদা/ এসিএন/ মাইকেল/ কালু কারোর ফর্ম নেই। ডিফেন্সে ডেভিড লুইজ/ বাসিঙ্গুয়া দুটো-ই ছড়ু- এক জন খেল্লে মনে হয় আরেক জন কত ভালো! উপরে শার্প নয়, ফুটো ডিফেন্স নিয়ে বোয়াস এবার এতটা উঁচুতে খেলাচ্ছে- সিপিএম! প্রেডিক্সন: টোরেস ২০১৩তে ফর্মে ফিরবে- কাল বাইসাইকেল কিকটা দ্যাখেন- সন্দ হয় তো।

    আর্সেনাল: শুধু ভ্যান পার্সি। আমাদের হোস্টেলে এক রাঁধুনি ছিল- তার জীবনের ট্র্যাজেডি ছিল- সে নুন আর ঝাল জাস্ট বুঝতনা। ওয়ালকট আর জের্ভিনহো তেমনি গোলকানা। আর্শাভিন ফ্লপ- বলা যায় এতদিনে। পয়সা নেই- ফাব্রেগাসের বদলে আর্টেয়া? জোক? ওয়েঙ্গার বুড়োদের ধরে- পয়সা কম লাগে বল। অঁরির ঐ শেষ গোল। গতবার গালাসকে বেচে সোল ক্যাম্বেলকে ধরে এনেছিল- সে আমাদের এখানে নটিংহ্যাম সিটির মত লীগ ক্লাবে খেলত! এগারোটা এওয়ে ম্যাচে চারটে জিতেছে- পঁচিশটা গোল খেয়েছে, পুরো ধোনির টিম। ফালতু এতগুলো কথা খরচ কল্লাম- জিতবেনা ব্যস জিতবেনা। আগামী বেশ কয়েঅক বছর জিতবে না- যদি না নন্দীগ্রাম হয়।
  • umesh | 80.254.147.148 | ১৬ জানুয়ারি ২০১২ ২০:৫৯462008
  • এদিকে jay, আপনার টীম তো রেলিগেশন জোনে চলে গেছে।
    কিছু করেন, নাহলে নেস্ট সীজনে লীগ-১ খেলতে হবে।
  • Jay | 90.209.32.154 | ১৬ জানুয়ারি ২০১২ ২১:২০462009
  • আমার গান্ধীবাবুর কমেন্টটা একটু অতিসরলীকরণ লাগল- নো হার্ড ফিলিংস। জাস্ট আমার পার্সোনাল মত। আমি খেলা তেমন বুঝিনা- যে যেমন বোঝায় তেমনি বুঝি। তা আমার কতা অত গায়ে মাখবেন্না। অভয় দিলে বলি- ম্যানচিনি বোধহয় তেমন একটা দুধেভাতে ম্যান্‌জার নয়। ইতালীতে ইন্টারকে নিয়ে ভালো কাজ করেছে-- উইকি না বল্লে জানতামনা সেখানে রেকর্ড ইত্যাদি করেছে। ২০০৯- তে সিটিতে। পেয়েছিল হিউজের টপ হেভী টিম। লাস্ট ম্যাচে এক গোলে হেরে ফিফ্‌থ- চাম্পিয়ন্স লীগ হয় নি, কিন্তু কার্লিং কাপে এক্টা লেগে পোবোল পরাক্রমী ম্যানুকে হারিয়েছিল। সেকেন্ড সিজন: টপ ফোর- চ্যাম্পিয়ন্স লীগে কোয়ালিফাই করল, এফএ কাপ জিতল ( ৪২ বছর পর, বিশ বছর পর ফাইনালে)। এবারে এখনও লীগে টপ-এ। এবছর ১০টা হোম ম্যাচে সব কটা জিতেছে, মাত্তর চারটে গোল খেয়েছে। ১০টা এওয়ে ম্যাচে ২টো হার, ১২ গোল খেয়েছে; ওভার অল গোল ডিফারেন্স ৪০। গ্রাফ ঊর্ধমুখী। আসলে ম্যানচিনি ডিফেন্সটা জমাট রেখে খেলায়। আর তেমন উইং প্লে নেই। সবই মাঝখান দিয়ে- সেটা কি বেঁটে এগুয়ারা জন্য? শুধু পয়সা থাকলেই যে হয় না- তার প্রমান সিটি নিজেই, তাহলে পথম দুবছরও এমনি টপে থাকত। টীম গড়তে সময় লাগে- বোধহয়!
  • Jay | 90.209.32.154 | ১৬ জানুয়ারি ২০১২ ২১:৩৩462010
  • হায় উমেশ' কেন আপ্নাকে চাম্পিয়নশীপের খপর রাখতে হয়? আরো দু:খের কতা কি জানেন- আমরা লীগ খেলব, আর ওরা, মানে ডার্বির ওরা চাম্পিয়ন্‌শীপে খেলবে। কার্পেটের তলায় মুখ লুকোচ্ছি আরকি! কোন তান্ত্রিকের খোঁজ আছে নাকি?
  • umesh | 82.9.135.67 | ১৭ জানুয়ারি ২০১২ ০০:৩৪462011
  • jay, আমি তো PL থেকে conference league পর্যন্ত সব লীগ টেবিল ফলো করি।

    হঠাৎ কি হলো ফরেস্টের?
    লাস্ট দু বছর ফরেস্ট প্রথম ৬ এ ছিলো আর এবছর রেলিগেশন জোনে।
    লাস্ট ইয়ার তো ভেবেছিলাম, ফরেস্ট PL এ উঠে আসছে।
    কিন্তু শেষ দিকে ছড়িয়ে ফেললো।
  • gandhi | 203.110.247.221 | ১৭ জানুয়ারি ২০১২ ১০:২৯462013
  • jay বাবু

    হার্ড ফিলিংস তো নেই ই ... একদম একমত... লিভারপুল ছাড়া কাউকে সাপোর্ট করিনা.. আর লিভারপুল এর ও হার্ড-কোর সাপোর্টার নই....

    ম্যানচিনি ডিফেন্স জমাট রেখে খেলে মানছি.. কিন্তু সেটা ইন্টার-এ ঠিক ছিল.. বেশি ডিফেন্সিভ করতে গিয়েই কিন্তু আসল টুর্নামেন্টে এত ভালো টিম নিয়েও ছড়িয়ে এসেছে.. এখন ইউরোপা :P

    কিন্তু এতগুলো এই লেভেলের প্লেয়ার টিমে নেওয়ার পরও যদি কোনো কোচ ডিফেন্স নিয়ে পরে থাকে তাহলে কেমন যেন লাগে.. এটা প্লেয়ারের অপ-ব্যবহার নয় কি??? টিমে সিলভা, ইয়া ইয়া, জনসন, মিলনার থাকার পর (নাসরিকে রাখলাম না.. ওটা বড্ড বেকার ) কেউ যদি প্রথম দলে ব্যারি আর দে-জং কে খেলিয়ে ডিফেন্সিভ করে দেয় তাহলে মনটা খারাপ লাগে...

    আর বালোতেল্লি র মত অল্প বয়েসী একটা ভালো ফরোয়ার্ডকে গাইড করাটাও কোচেরই কাজ...

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন