এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৮১৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.227.145 | ০৯ আগস্ট ২০১১ ২৩:০৯469739
  • ভূমিকম্পের ব্যাপারে ... না, এক মাসের মধ্যেইটা একটু বেশী টাইট। আমার মনে হচ্ছে মাস তিনেকের মধ্যে একটা বড়সড় কিছু হতে পারে। রিখটার স্কেলে কত বড় সেটা কথা নয়। কিন্তু ক্ষয়ক্ষতিতে বড়। হিউম্যান লাইফ, বা তার চেয়েও বেশী মে বি ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ।

    লোকেশান -- নো আইডিয়া। মে বি রিং অফ ফায়ার?
  • dri | 117.194.227.145 | ০৯ আগস্ট ২০১১ ২৩:১৫469740
  • বিশ্বব্যাপী বিপ্লবের প্রসঙ্গে বলতে হয়, ইজরায়েলেও প্রোটেস্ট শুরু হয়েছে। না প্যালেস্টিনিয়ানদের প্রোটেস্ট নয়, খোদ ইজরায়েলীদের প্রোটেস্ট।

    http://www.latimes.com/news/opinion/commentary/la-oe-oz-israel-tents-protests-20110809,0,3113566.story

    আম্রিকার রস শুকিয়ে আসছে। আম্রিকার পয়সায় যে সব দেশ চলত তাতে এবার টান তো পড়বেই।
  • dri | 117.194.227.145 | ০৯ আগস্ট ২০১১ ২৩:২৬469741
  • এস অ্যান্ড পি আম্রিকাকে তো ডাউনগ্রেড করেইছে। ইজরায়েলকেও করেছে।

    ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়েকেও ডাউনগ্রেড করেছে। http://www.nypost.com/p/news/business/try_this_on_warren_syNPLpq5AN7eXfNiO4NvRK

    ফ্যানি মে আর ফ্রেডি ম্যাককেও করেছে। http://www.freep.com/article/20110809/BUSINESS04/108090366/S-P-downgrades-Fannie-Mae-Freddie-Mac-too। আশ্চর্য্যের ব্যাপার, এতদিন ফ্রেডি আর ফ্যানি ট্রিপ্‌ল এ রেটেড ছিল!! (এর থেকেই বোঝা যায় রেটিং এজেন্সিগুলো ওয়ালস্ট্রীটের সাথে এক বিছানায় শোয়)

    আবার ওদিকে, কয়েক হাজার মিউনিসিপাল বন্ড ডাউনগ্রেড করল এস অ্যাণ্ড পি। http://www.businessweek.com/news/2011-08-09/s-p-cuts-aaa-muni-ratings-linked-to-u-s-after-federal-downgrade.html

    ইকনমির ফ্র্যাজিলিটি আর রেটিংএর শাক দিয়ে ঢাকা যাচ্ছে না।
  • dri | 117.194.227.145 | ০৯ আগস্ট ২০১১ ২৩:৪৪469742
  • আজ রাতে ১৬০০০ পুলিশ লন্ডন পুনর্দখল করবে। ক্যামেরন প্লাস্টিক বুলেটের ব্যবহার অ্যাপ্রুভ করেছেন। আম্রিকানদের একটু অবাক লাগতে পারে। ইউকেতে পুলিশরা নর্মালি আম্রিকান পুলিশের মত গুলি চালাতে পারে না, টেজারের ব্যবহার করতে পারে না।

    http://www.dailymail.co.uk/news/article-2023874/London-riots-Cameron-orders-16k-officers-regain-control-police-use-plastic-bullets.html
  • dri | 117.194.236.71 | ১০ আগস্ট ২০১১ ২২:৪৪469743
  • বৃটিশ রায়ট: এক ব্ল্যাক অ্যাক্টিভিস্টের বক্তব্য


  • dri | 117.194.236.71 | ১০ আগস্ট ২০১১ ২৩:০৭469745
  • মিডিয়ায় অলরেডি জল্পনা শুরু হয়ে গেছে এরপর ফ্রান্সের ক্রেডিট রেটিং ডাউনগ্রেড করা হবে কিনা।

    ফ্রেঞ্চ ডেটের ইনশিওরেন্স প্রিমিয়াম বেড়ে গেল। http://www.marketwatch.com/story/cost-to-insure-french-debt-jumps-2011-08-10-107110
  • dri | 117.194.236.71 | ১০ আগস্ট ২০১১ ২৩:১১469746
  • কিছুদিন আগে থেকেই ভেরাইজনের ৪৫,০০০ কর্মী স্ট্রাইক করছিল বিভিন্ন দাবীদাওয়ার ইস্যুতে। এবার ভেরাইজন তাদের বিরুদ্ধে সাবোটাজের চার্জ আনল। http://articles.boston.com/2011-08-09/business/29868702_1_myles-calvey-striking-workers-electrical-workers
  • dri | 117.194.236.71 | ১০ আগস্ট ২০১১ ২৩:২৩469747
  • নর্থ কোরিয়া, সাউথ কোরিয়ার মাইল্ড গোলাগুলি বিনিময় হল। এদিকে গুজব রটে গেছে নর্থ কোরিয়া নাকি সাউথ কোরিয়ান ডিফেন্স মিনিস্টারকে খুন করার জন্য এজেন্ট পাঠিয়েছে। http://www.msnbc.msn.com/id/44085856/ns/world_news-asia_pacific/#.TkLEqmHchfM
  • dri | 117.194.239.54 | ১৩ আগস্ট ২০১১ ২১:৫৯469754
  • প্রোটেস্ট অর্গানাইজেশানে আধুনিক প্রযুক্তি, মানে এই সেলফোন, সোশাল মিডিয়া ইত্যাদি একটি ডাব্‌ল-এজেড সোর্ড হয়ে উঠেছে।

    ইজিপ্টের বিপ্লবে প্রযুক্তির প্রসংশায় মুখর হয়েছিল মিডিয়া। কিন্তু নিজেদের দেশের প্রোটেস্টগুলোয় টেকনলজির ভূমিকা নিয়ে চিন্তিত আম্রিকা ইউকে।

    বে এরিয়ায় বার্ট স্টেশানে কিছু ডেমনস্ট্রেশানের কথা ছিল। কিন্তু বার্ট অথরিটি এক অদ্ভুত কান্ড করল। ঠিক যখন লোক জড় হওয়ার কথা ছিল তখন সেলফোন সার্ভিস বন্ধ করে দিল। খুব সাকসেসফুল হল এই স্ট্র্যাটেজি। প্রোটেস্ট পুরো ভেস্তে গেল। কিছুদিন আগেই এরকম একটা প্রোটেস্ট খুব বেগ দিয়েছিল অথরিটিকে।

    শুনুন আর্টিক্‌লের শেষের ছোট্ট নিউজক্লিপটি।

    http://www.rawstory.com/rawreplay/2011/08/bart-cuts-cell-phone-service-to-thwart-protest/

    লক্ষ্য করুন কিরকম সূক্ষভাবে পাবলিক সেফটি, ইন্টারাপশান অফ পাবলিক সার্ভিসের আর্গুমেন্টকে ফোরফ্রান্টে আনা হচ্ছে, এবং ফ্রি স্পীচ, রাইট টু অ্যাসেমব্লি এগুলোকে সেকেন্ডারি করার চেষ্টা চলছে।
  • pi | 72.83.100.43 | ১৩ আগস্ট ২০১১ ২২:০৩469755
  • দ্রি, এটা পড়েছেন ?

    http://www.guardian.co.uk/uk/2011/aug/13/bill-bratton-advice-uk-police

    আম্রিগান চিফের উপদেশগুলো শুনতে তো ভাল,কিন্তু এসব করে আম্রিগায় সমস্যা কতটা কমেছে জানিনা।
  • dri | 117.194.239.54 | ১৩ আগস্ট ২০১১ ২২:১৭469756
  • কে জানে।

    গ্যাং ব্যাপারটা ভালো বুঝিনা। ঠিক ধরতে পারি এর পেছনের কারণগুলো। এগুলো কি নিজে নিজে গজিয়ে ওঠে? আমার তো মনে হয় এর পেছনে স্টেট সাপোর্টও থাকতে পারে। জানা নেই। ব্যাপারটা অত সহজ নয়।
  • dri | 117.194.239.54 | ১৩ আগস্ট ২০১১ ২২:৩৬469757
  • কিন্তু সুচেতনা এর পেছনে যে কারণগুলো বলছেন সেগুলো নিয়ে আমার খুব সন্দেহ আছে। ওনার মুলত দুটো পয়েন্ট। এক, সরকারী ওয়েলফেয়ার। দুই পেরেন্টিং।

    এখন পেরেন্টিং ব্যাপারটা অনেকটা সেল্‌ফ ফুলফিলিং প্রফেসির মত। বাচ্চা ভালো হলেই পেরেন্টিং ভালো। বাচ্চা ভালো হল কি হল না না জেনে কি ধরণের পেরেন্টিং ভালো এ বলা খুব শক্ত।

    আর ওয়েলফেয়ার নিয়ে আমার খুব ডাউট আছে। স্ক্যান্ডিনেভিয়ায় ওয়েলফেয়ার সিস্টেম খুব স্ট্রং। কিন্তু সেখানে তো গ্যাং কলচারের প্রবলেম নেই। জার্মানীতেও ওয়েলফেয়ার ভালোই। ওখানে কি এত গ্যাং আছে?
  • dri | 117.194.239.54 | ১৩ আগস্ট ২০১১ ২২:৪৫469758
  • বৃটেনে এখন যেটা হল সেটাকে প্রোটেস্ট বলা চলে না। ম্যাক্সিমাম মার্ক ডুগানকে খুনের পরই টটেনহ্যামে যেটা হয়েছে সেটাকে একটা ভায়োলেন্ট রিয়্যাকশান বলা যেতে পারে। তারপর যা হয়েছে সেটা মূলত লুটিং।

    কিন্তু কিছুদিন আগে ওখানে জেনুইন স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছিল। তাতে পার্টিসিপেশানও প্রচুর ছিল।

    কিন্তু শুধু বৃটেন নয়, স্টুডেন্ট প্রোটেস্ট এখন চিলিতেও হচ্ছে। সব জায়গায় কাট। এবং প্রথম কাটের ভিক্টিম অনেক জায়গায়ই হচ্ছে ছাত্ররা। দেখুন চিলির স্টুডেন্ট প্রোটেস্ট ভিডিও। উঁচু বাড়ির মাথা থেকে প্যানোরামিক ভিউ। কেম যেন ভিডিও গেম্‌সের এফেক্ট আছে।


  • dd | 122.167.44.128 | ১৩ আগস্ট ২০১১ ২২:৪৭469760
  • আমার তিন মেয়ে। তিনটেই পাজীর পা ঝাড়া, অথচ পেরেন্টিং স্পেসালি বাবার দিক থেকে একেবারে পারফেক্ট।

    সত্যের পথ থেকে বিচ্যুত হতে পারবো না, যদ্যপি বিনয়ে কম্প্রোমাইস হয়ে গ্যালো। তাও, জানিয়ে গ্যালাম।
  • dri | 117.194.239.54 | ১৩ আগস্ট ২০১১ ২৩:১৯469761
  • তেল আভিভে ম্যাসিভ প্রোটেস্ট চলছে। তাদের প্রোটেস্টের একটা অভিমুখ, ইজরায়েলি অলিগার্ক।

    But these days, the handful of wealthy families who dominate the Israeli economy are assuming a new role: one of the chief targets of the tent-city protesters who have shaken Israel in the past month.

    The “tycoons,” as they are known even in Hebrew, are suddenly facing enraged scrutiny as middle-class families complain that a country once viewed as an example of intimate equality today has one of the largest gaps between rich and poor in the industrialized world.


    কয়েকটা ফ্যামিলির নামও দেওয়া আছে, the Ofers, the Dankners, the Tshuvas, the Fishmans। এরা নাকি পুরো দেশের ৩০% ইকনমি দখল করে রেখেছে।

    পড়ুন, ইন্টারেস্টিং। http://www.msnbc.msn.com/id/44116766/ns/world_news-the_new_york_times/#.TkZvbGHchfM

    এটাও বলা আছে, অধিকাংশ ডেভালাপ্‌ড ওয়ার্ল্ডেই কেসটা এইরকম, যদিও ইজরায়েলের মত ওয়েলথ ডিসপ্যারিটি কোথাও নেই।
  • dri | 117.194.239.54 | ১৩ আগস্ট ২০১১ ২৩:২২469762
  • এবং তেল আভিভে এই প্রোটেস্টের পার্ট হিসেবেই রথস্‌চাইল্ড বুলেভার্ডে একটা গিলোটিন বসানো হল।

    http://www.ynetnews.com/articles/0,7340,L-4107640,00.html

    হুম্‌ম!
  • dri | 117.194.239.54 | ১৪ আগস্ট ২০১১ ০০:১৬469763
  • পামিতাদি সেদিন ফেসবুকের প্রাইভেসি ব্রিচ নিয়ে চেঁচামেচি করছিলেন।

    আজ ফেসবুক নিয়ে একটা ইন্টারেস্টিং আর্টিক্‌ল পেলাম তাতে কতগুলো ইম্পর্ট্যান্ট তথ্য আছে।

    Facebook's first round of venture capital funding ($US500,000) came from former Paypal CEO Peter Thiel. Author of anti-multicultural tome 'The Diversity Myth', he is also on the board of radical conservative group VanguardPAC.

    The second round of funding into Facebook ($US12.7 million) came from venture capital firm Accel Partners. Its manager James Breyer was formerly chairman of the National Venture Capital Association, and served on the board with Gilman Louie, CEO of In-Q-Tel, a venture capital firm established by the Central Intelligence Agency in 1999. One of the company's key areas of expertise are in "data mining technologies".

    Breyer also served on the board of R&D firm BBN Technologies, which was one of those companies responsible for the rise of the internet.

    Dr Anita Jones joined the firm, which included Gilman Louie. She had also served on the In-Q-Tel's board, and had been director of Defence Research and Engineering for the US Department of Defence.

    She was also an adviser to the Secretary of Defence and overseeing the Defence Advanced Research Projects Agency (DARPA), which is responsible for high-tech, high-end development.


    এবং

    Facebook's own Terms of use state: "by posting Member Content to any part of the Web site, you automatically grant, and you represent and warrant that you have the right to grant, to facebook an irrevocable, perpetual, non-exclusive, transferable, fully paid, worldwide license to use, copy, perform, display, reformat, translate, excerpt and distribute such information and content and to prepare derivative works of, or incorpoate into other works, such information and content, and to grant and authorise sublicenses of the foregoing.

    And in its equally interesting privacy policy: "Facebook may also collect information about you from other sources, such as newspapers, blogs, instant messaging services, and other users of the Facebook service through the operation of the service (eg. photo tags) in order to provide you with more useful information and a more personalised experience. By using Facebook, you are consenting to have your personal data transferred to and processed in the United States."


    http://www.globalresearch.ca/index.php?context=va&aid=12685
  • Sibu | 174.145.241.156 | ১৪ আগস্ট ২০১১ ১১:১৬469765
  • স্ক্যান্ডিনেভিয়াতে গ্যাং সমস্যা, অনেক কম, তবু আছে।

    http://en.wikipedia.org/wiki/Great_Nordic_Biker_War

    তবে স্ক্যান্ডিনেভিয়াতে গ্যাং বোধহয় মোস্টলি হোয়াইট গ্যাং। মাইনরিটি গ্যাং মনে পড়ছে না।
  • dri | 117.194.225.191 | ১৪ আগস্ট ২০১১ ২৩:৪৭469766
  • ইন ফ্যাক্ট আমিও শুরুতে ভেবেছিলাম সুচেতনা মাইনরিটি গ্যাংএর কথা বলছেন। কিন্তু পরের লেখাগুলো পড়ে মনে হল হোয়াইট ওয়ার্কিং ক্লাসও ইমপ্লিকেটেড। অর্থাৎ, যেকোন গরীব রান ডাউন এলাকার লোকেদের মধ্যে গ্যাংবাজি দেখা যায়। এখানে পেরেন্টিং ভালো না। সরকারের ঘাড়ে বসে সবাই খায়। অলস। বড়লোকেরা, অন দা আদার হ্যান্ড, তোমায় কিনে নিতে পারি ভাব দেখালেও মারামারি করে না। খুবই শান্তশিষ্ট। থিসিসটা মোটামুটি এইদিকে যাচ্ছে।

    এখন এর সত্যতা যাচাই করতে গেলে গ্যাং নিয়ে রিসার্চ করতে হবে, যেটা আমি করার উৎসাহ পাচ্ছি না। প্রথমে একটু ফ্যাক্ট ফাইন্ডিং দরকার। এল এ তে তো গ্যাং আছে। এদের মেম্বাররা কি ওয়েলফেয়ার বেনিফিট পায়? ইভেন লন্ডনেও কত জন গ্যাং মেম্বার ওয়েলফেয়ার পায়। এই ডেটাগুলো চাই। বিভিন্ন ওয়েলফেয়ার স্টেটে গ্যাং এর প্রাদুর্ভাবের কম্প্যার‌্যাটিভ স্টাডি চাই।

    অন্য কোন কারণ থাকতে পারে কিনা সেটাও খুঁটিয়ে দেখতে হবে। একটা পসিব্‌ল এরিয়া অফ ইনভেস্টিগেশান হল ড্রাগ বিজনেস। আমরা সকলেই জানি ওয়েস্টার্ন নেশানগুলো হল ড্রাগের বিগেস্ট কনজিউমার। এবং এই বিজনেসে জড়িয়ে আছে নট জাস্ট ড্রাগ লর্ডস, বাট বিগ ব্যাংকস। কিন্তু ড্রাগ তো শপিং মলে পাওয়া যায় না। ড্রাগের রিটেলের জন্য প্রতি শহরেই কিছু শেডি জায়গা বানিয়ে রাখতে হয়। ড্রাগ ডিলিং যারা করবে তাদের প্রোটেক্ট করতে হয়। তাদের অস্ত্র দিতে হয়। গ্যাংরা কিন্তু খুব ওয়েল ইকুইপ্‌ড হয়, ইভেন পুলিশদের সাথে লড়াই করারও ক্ষমতা রাখে। পাওয়ারফুল ব্যাকিং না থাকলে সেটা সম্ভব নয়। আর এই ধরণের বিজনেসে এমন ছেলেপুলে ধরাই ভালো যারা হয়ত পড়াশোনায় তেমন ভালো না, যাদের গতানুগতিক কেরিয়ারের সম্ভাবনা নেই।

    এনিওয়ে, জাস্ট অ্যানাদার হাইপথেসিস।
  • dri | 117.194.225.191 | ১৪ আগস্ট ২০১১ ২৩:৫৯469767
  • জর্জিয়ার ক্লেইটন কাউন্টিতে হঠাৎই ফুড স্ট্যাম্প কার্ড কাজ করছিল না। দেখুন তাতেই কি বিপত্তি।



    এর থেকে মোটামুটি আন্দাজ করা যেতে পারে যদি বাজেট কাটের কারণে ফুড স্ট্যাম্প প্রোগ্রাম বন্ধ করে দেওয়া কি পরিমাণ কেওস হবে। ৪৫ মিলিয়ান মানুষ ফুড স্ট্যাম্পে আছে।

    আমার তো মনে হয় এরা একটা ছোট টেস্ট কেস করে দেখে নিল এর কন্সিকুয়েন্স সামাল দিতে পারবে কিনা।
  • Sibu | 184.195.147.151 | ১৫ আগস্ট ২০১১ ০৩:০৯469768
  • হোয়াইট সুপ্রীম্যাসিস্ট গ্যাং-গুলো মোটামুটি অ্যাফ্লুয়েন্ট এরিয়াতেও থাকে। এই লিং-টা (http://www.lagangs.us/skinheadgangs/) বলছে হান্টিংটন বীচে স্কিনহেড গ্যাং-গুলোর বড় আড্ডা।
  • dri | 117.194.225.175 | ১৫ আগস্ট ২০১১ ২১:৪২469771
  • ডেভিড ক্যামেরন নবীনদের জন্য নতুন স্কীম উদ্বোধন করলেন। কমিউনিটি ওয়ার্কের সুযোগ। বুড়ো মানুষদের দেখাশোনা করা।

    http://www.independent.co.uk/news/uk/politics/david-cameron-launches-national-citizen-service-scheme-1939189.html

    বিনে পয়সায় কাজ করানোর এমন হিউম্যানিটারিয়ান মোড়ক আগে কখনো দেখিনি। বেশ বোঝা যাচ্ছে ওল্ড হোম চালানোর পয়সা নেই, এবং সেখান থেকে কাট অবশ্যম্ভাবী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন