এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • একাদশে ভোটরঙ্গ

    pi
    নাটক | ২৭ এপ্রিল ২০১১ | ২০৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pi | 128.231.22.150 | ২৭ এপ্রিল ২০১১ ০৮:১৮470200
  • গৌতম দেব, অনিল বসু, মমতা আর ভবিষ্যবাণী বিনে এ ভোটের আর কিছুই নাই নাকি ?
    আর সব কি বানের জলে ভেসে এয়েচে ?
    জনতা জনার্দনের আঁখো দেখা হাল ই বা কেন ভাটের গর্ভে তলিয়ে যাবে ?
    এই টইতেই সব জড়ো হোক না কেন।

    এই যেমন, কেলোদার কালকের দিগভ্রান্ত পোস্টখানি।
  • pi | 128.231.22.150 | ২৭ এপ্রিল ২০১১ ০৮:১৯470211
  • Name:keloMail:Country:

    IPAddress:117.254.72.232Date:26Apr2011 -- 02:26AM

    ভোটের বাজারে বাজারী সংবাদপত্রগুলো নানারকম হাবিজাবি লিখে চলেছে। ইলেকট্রনিক মিডিয়া তো পরেরদিন ভোটারদের ঘুষ দেওয়া হবে শুনলে গন্ডগ্রামে গিয়ে, আগেরদিন মাঝরাত থেকেই ওবি ভ্যানে শুয়ে থাকছে ।

    ভুলে যাবেন না, এই সেই দেশ, যেখানে ভোঁদাফোনের বিজ্ঞাপন করতে গেলে ডালকুত্তোর বিক্কিরি বেড়ে যায়। এবারে শুনছি নেতারা, নেত্রীদের নামে কুত্‌সা করতে গিয়ে অজান্তে নিশিথপল্লীর পথিকবৃদ্ধি করছেন।

    মোটকথা সব্বাই এই ভোটের বাজারে মস্তিতে আছে।

    তো আমার শেয়ারটাই বা বাদ যায় কেন? কাল সকাল থেকে বিকেল পর্যন্ত্য বঙ্গের ভোটরঙ্গের আমিও খানিক আঁচ পেলুম। পাইদিদির অনুরোধে সেটাও লিখে দিলাম এইখানে। সঠিক টই সিলেকশন হল না হয়ত। এটা নির্মল আনন্দেও যেতে পারত, বা ২০১১ র ভবিষ্যতবানীতেও, কিম্বা অন্য কোথাও। তা সে যে চুলোতেই যাক, শুনুন কাল সকাল থেকে কি চলছে-

    ১) সক্কাল সক্কাল কলিংবেল।
    খুলে দেখি পাড়ার বিখ্যাত হার্মাদ রাজেশ .... একা। বুঝলাম ভোটার স্লিপ দিতে এসেছে। কিন্তু একা! কেন? একটু খটকা লাগল। স্লিপটা হাতে পেয়ে চক্ষু চড়কগাছ। এ তো রামধনু জোটের সিলিপ। ব্যাপার কি? রাজেশদা কি শেষে হার্মাদবাহিনী ছেড়ে জল্লাদবাহিনীতে নাম লেখালেন? নাকি সিপিয়েমই রামধনু জোটে যোগ দিয়ে বসল? কিচ্ছু বলা যায় না, ওস্তাদের মার শেষ রাতে। রাজেশদাকেই জিজ্ঞেস করে বসলাম প্রশ্নটা, ততক্ষনে সে সিঁড়ি বেয়ে নামতে লেগেছিল। প্রশ্ন শুনে লজ্জা লজ্জা মুখ করে বলল মানে ... ওরা আমার হাতে দিয়ে গেল তো, না দেওয়াটা খারাপ দেখায়, তাই ........”
    বোঝো কান্ড। কে যেন বলেছিল এবারের নির্বাচন নাকি রক্তাক্ত হবে !
    চলে যেতে যেতে রাজেশদাকে আবার জিগালাম, আপনাদের নিজের পার্টির স্লিপ দেবেন না ? উত্তর এল হবে, হবে

    ২) রাজেশদা তো আমাকে অথৈ জলে ফেলে চলে গেলেন। এদিকে হাতের স্লিপগুলোর দিকে তাকিয়ে আবার চক্ষু চড়কগাছ। দামী কাগজে উন্নতমানের ছাপানো স্লিপ। বিশেষ করে পার্ফোরেশনের তো তুলনাই নেই, আমেরিকাই পার্ফোরেট করিয়ে দিল কিনা কে জানে। খটকা লাগল বুথের ঠিকানা দেখে। বুথের নাম সেন্ট যোসেফ কলেজ, ঠিকই আছে, কিন্তু ঠিকানা ! ঠিকানা যে ক্যালকাটা ইউনিভার্সিটির সেনেট হাউসের দেওয়া। দুটো জায়গার মধ্যে তো দেড় কিলোমিটার দূরত্বের ব্যবধান।
    প্রার্থী শ্রীমতি শিখা মিত্র কি এই রোদের মধ্যে তাঁর একনিষ্ঠ ভোটারদের দেড় +দেড় = তিন কিলোমিটার হাঁটাতে চান? কাজটা তো স্বয়ং দিদির পক্ষেও শক্ত হয়ে যাবে।
    কমিশনের চোখে এটা তো সরাসরি ভোটারদের বিভ্রান্ত করা।
    এক রিপোর্টার বন্ধুকে ফোন করার জন্য হাত নিশপিশ করছিল, কিন্তু সামলে গেলাম। সেমসাইড হয়ে যাবে না? এই বাজারে মিত্ররা মিত্রদের না দেখলে কে দেখবে? সংখালঘুরা সংখালঘুদের দেখছে মতুয়ারা মতুয়াদের।
    এই দেখুন রামধনু জোটের সিলিপ-
    http://goo.gl/GOgEE

    উক্ত ভোটকেন্দ্রের সঠিক ঠিকানাটা যাচাই করার জন্য ইলেকশন কমিশনের অথেন্টিক রোলটার প্রথম পাতাটায় একবার চোখ বোলাতে পারেন-
    http://goo.gl/64dZ7

    আজ সকালে বাজার থেকে ফিরছি, এমন সময় আবার রাজেশদা আমায় রাস্তায় ধরে বামফ্রন্টের স্লিপটা দিল (সেটার অলরেডী বাম দিকটা ছেঁড়া)। প্রথমেই চোখ গেল বুথের ঠিকানাটার দিকে। আপনারাও দেখে নিন-
    http://goo.gl/B5RSx

    দেখলেন? মরা হাতি এখনও লাখ টাকা।

    ৩) সন্ধেবেলা এক তৃণমূলী ও এক কংগ্রেসী বন্ধুকে বললাম ব্যাপারটা।
    তৃণমূলী বলল এবার তো ভোটার স্লিপ দেবারই কথা না। কমিশনই করবে কাজটা। এভাবে ঝামেলা বাড়ানোর মানে হয়! যে এই ব্যাপারটা দেখে তাকে আমি বলব যে সেন্ট যোসেফের স্লিপে ঠিকানা ভুল যাচ্ছে।

    কংগ্রেসী কি বলল জানেন?
    বলল জানিস না! আজ সকাল থেকে ধরনী সাঁইহীন হয়েছেন। এখন ২০২৩ অব্দি এরকম উল্টোপাল্টা কতকিছু ঘটবে। বাবা তো সাবধান করেই গেছেন। (বন্ধুটি দুই জেনারেশনের সাঁইভক্ত)।
    লোভ হচ্ছিল, ওকে জিজ্ঞেস করব কিনা, যে ২০২৩ এ বামফ্রন্টের আবার 'প্রত্যাবর্তন' হবে নাকি। কিন্তু ও নিজে থেকেই এরপর যা গুহ্যকথা প্রকাশ করল, তাতে আর কিছু জিজ্ঞেস করার দরকারই রইল না।
    বলল ইয়েদুরাপ্পা নাকি পোনোবদার কাছে দরবার করেছেন এই মর্মে যে, যতদিন পর্যন্ত না শ্রী সত্য সাঁই এর পরবর্তী অবতার ধরাধামে অবতীর্ন হন, ততদিন পর্যন্ত যেন অশোকস্তম্ভের নিচে সত্যমেব জয়তে কথাটি লেখা না হয়। সুতরাং ২০২৩ অব্দি আর অশোকস্তম্ভের নিচে সত্যমেব জয়তে লেখা দেখা যাবে না।

    সবকিছু দেখে শুনে আমি বেজায় ব্যোমকে গেছি। গনতন্ত্র এবং ঈশ্বরে বিশ্বাসীরা আমায় মার্জনা করবেন।

  • santanu | 95.141.130.90 | ২৭ এপ্রিল ২০১১ ২০:২১470222
  • আমাদের রান্নার লোক আজ ভোটের বাজারে ১০০০ ডিম ছাড়িয়ে, ২৫০ টাকা, একটা শাড়ী, ছাতা আর টুপি পেয়েছে।

    ওনার কথা অনুযায়ী, ১০০০ ডিমের এগ কারী হবে না, ওগুলো বিরিয়ানীতে দেওয়া হবে।

    আমার মেয়ে সকাল থেকে খুব আক্ষেপ করছে, আমাদের ভোট নাই, শতরুপ কি খিউট, তাকে আমরা একটাও ভোট দিতে পারলাম না।
  • dukhe | 117.194.240.206 | ২৭ এপ্রিল ২০১১ ২০:২৯470233
  • lcm দুটো টুথপেস্ট চাইছিলেন, বিরিয়ানি তো তার চেয়ে ঢের ভালো অপশন । দুপক্ষই কি বিরিয়ানি দিচ্ছে ? ভেণ্ডর কি একই ?
  • saikat | 180.215.76.68 | ২৭ এপ্রিল ২০১১ ২০:৫৪470243
  • ভোট দিতে গিয়ে গণনাট্য সঙ্ঘের পোস্টারে দেখলাম -

    চাই শান্তি,
    চাই আলো

    যা ছিল - তাই ভাল।

  • Arpan | 112.133.206.18 | ২৭ এপ্রিল ২০১১ ২২:২১470244
  • ছিল?!
  • saikat | 180.215.76.68 | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪৬470245
  • feudian slip। আমার নয়।
  • Arpan | 122.252.231.10 | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪৯470246
  • হুম।
  • pi | 72.83.97.171 | ০১ মে ২০১১ ১৯:৩৬470247
  • এত দিন তাঁকে একের পর এক ‘ভুল’ স্বীকার করতে দেখেছেন রাজ্যের মানুষ। এ বার ভোট-মরসুমে পূর্ব মেদিনীপুরের মানুষ তাঁকে দেখলেন সম্পূর্ণ অন্য চেহারায়! নন্দীগ্রামে তাঁরা কোনও ‘ভুল’ করেননি বলে জোর গলায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একই সঙ্গে নন্দীগ্রামে গুলিচালনার যাবতীয় দায় চাপিয়ে দিলেন পুলিশের ঘাড়ে! বললেন, “আমি গুলি চালাতে বলিনি। পুলিশ গুলি চালিয়ে দিল!”

    খেজুরির হেঁড়িয়ায় এ দিন মুখ্যমন্ত্রী অবশ্য বললেন, “চেয়েছিলাম নন্দীগ্রামকে আর একটা হলদিয়া করতে। ভুল করেছিলাম? কোনও ভুল করিনি! কক্ষনও ভুল করিনি, ঠিক করেছিলাম!”

    বললেন, “ওরা (বিরোধীরা) জানত, পুলিশ যাবে। পুলিশের সামনে মহিলা আর বাচ্চাদের এগিয়ে দিয়েছিল। পুলিশ গুলি চালিয়েছিল। আমি চাইনি গুলি চলুক। গুলি চালাতে বলিনি। এমন একটা পরিস্থিতি হয়েছিল, পুলিশ গুলি চালিয়ে দিল!” সঙ্গে তাঁর সেই পুরনো ব্যাখ্যা, “পুলিশ কিন্তু জমি নিতে যায়নি। গিয়েছিল শান্তি ফেরাতে।”

    হেঁড়িয়া এবং পরে তমলুকে জোড়া প্রচার-সভাতেই তাঁর জোরালো বক্তব্য, “সবাই তো কাজ চায়। চাইবেই! সকলের জন্য কাজের ব্যবস্থা করতে হবে। তাই আরও অনেক কারখানা চাই। পূর্ব মেদিনীপুরেও অনেক কারখানা করতে হবে। নন্দীগ্রাম দিয়ে ওরা আটকাতে পারেনি আমাদের!”

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=1med1.htm
  • Bratin | 117.194.100.148 | ০১ মে ২০১১ ২০:৪৮470201
  • কবি কি এই জন্যেই বলেছেন ' একই অঙ্গে এত রুপ দেখি নি তো আগে?....' :-))
  • dukhe | 117.194.243.229 | ০১ মে ২০১১ ২১:৩২470202
  • মানে ভুল স্বীকার করাটা ভুল হয়েছিল বলে স্বীকার করলেন । রেকার্সনের চোটে মাথা ভোঁ ভোঁ করছে ।
  • a | 208.240.243.170 | ০১ মে ২০১১ ২১:৪২470203
  • যা:, সেমসাইড। এর ব্যাখ্যা তো মামু কব্বে দিয়ে রেখেছে। সেই যে জনসভায় কি কি বলা যায় ইত্যাদি। তার ডেফিনিশন অনুযায়ী এটা দিব্য এসে যাবে :)
  • a | 208.240.243.170 | ০১ মে ২০১১ ২১:৪৬470204
  • দ্বিতীয়ত:, "কারখানা করতে হবে", এই পয়েন্টে কোনোদিনই তো উনি ভুল স্বীকার করেছেন বলে শুনিনি।

    ভুল স্বীকার করা হয়েছে জমি নিতে জোর জবর্দস্তির বিরুদ্ধে। তো, সেটা তো উনি আজও বলেছেন বলেই পাইদির লেখায় প্রকাশ।

    ভুল বলছি কি? তাহলে পরে স্বীকার করতে হবে কি না :)
  • dukhe | 117.194.243.229 | ০১ মে ২০১১ ২২:৩৬470205
  • সেমসাইড বলে সেমসাইড ? নিজের দলও নয়, নিজের গোলেই বল ঢোকাচ্ছেন ।
  • dukhe | 117.194.243.229 | ০১ মে ২০১১ ২২:৩৮470206
  • ইনোসেন্সটাও ঈর্ষণীয় - পুলিশ গুলি চালিয়ে দিল । আহা রে । বেচারা আর কী করবেন ?
  • saikat | 116.202.133.209 | ০১ মে ২০১১ ২২:৪৭470207
  • উনি তো আবার পুলিশদেরই মন্ত্রী। বারণ করলেন অথচ পুলিশ কথা শুনল না ! ভাল ভাল।
  • a | 208.240.243.170 | ০১ মে ২০১১ ২৩:০৪470208
  • দাদা, এবার কি ওয়ার্ডিং নিয়ে আপত্তি তুলবেন না কি?

    এদিকে দিদি যে আজ আল্লার কাছে দোয়া চেয়েছেন, বলেছেন মিটিং শেষ হলে আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে কান্না হয়ে (কান্না কেন জানি না, সিপোয়েম হেরে যাবে বলে নয় কিন্তু) ইত্যাদি।

    আবার বলি, খোরাক করলে দুদলকে নিয়েই করুন :)
  • saikat | 116.202.133.209 | ০১ মে ২০১১ ২৩:১০470209
  • সরকারে যারা থাকে তাদের খোরাকটা একটু বেশীই হয়। সেটুকু তো সইতে হবে।
  • a | 208.240.243.170 | ০২ মে ২০১১ ০০:১৯470210
  • অ, জানা ছিল না। ভালো। ১৩ তাং পেরিয়ে গেলে দেখব খোরকের % কোন দিকে যায় :)

    মুশকিল কি জানেন, কিছু লোক আছে যারা নিজেরা কোনই কাজ না করে কেবল সমালোচনা করেন। এদের মধ্যে আবার যে অংশটা
    কে কিভাবে কথা বলবেন, কতটা ইমোশন দেবেন বা দেবেন না, কি কি পরেন ও কি কি পড়েন, ছেলে/মেয়ে/মা/বাবা কতটা ভালো ও খারাপ
    রাজনীতির থেকে বেশী আলোচনা করেন এসব নিয়ে,

    সেই অংশটাকে আবার আমার পোষায় না
  • kc | 89.203.49.18 | ০২ মে ২০১১ ০০:২৯470212
  • বিরোধিদের নিয়ে একটা খোরাকের লিং আম্মো দেব।

  • kc | 89.203.49.18 | ০২ মে ২০১১ ০০:৫৮470213
  • আমি সিওর পরিবর্তনপন্থি সহ চন্ডালেরা একটা রাও কাড়বেন না ওই লিংএর ভিডিওটি নিয়ে। ;-)
  • nyara | 122.172.41.174 | ০২ মে ২০১১ ০১:১৯470214
  • কে কী বলবেন জানিনা, আমি বলি - পুরো চাপান-উতোর দেখিনি, তাও।

    বলা হচ্ছে মমতা মিথ্যে বলেছেন; কারণ শুধু ভারতের রাষ্ট্রপতি ক্ষেত্রবিশেষে 'মার্সি' করতে পারেন (৫:২৭ মিনিটে)। এটা অ্যাকচুয়ালি অনৃতভাষণ। রাজ্যপালও ক্ষেত্রবিশেষে মার্সি করতে পারেন। রাজ্যপালের ক্ষেত্রে বোধহয় রাজ্য মন্ত্রীসভা আর রাষ্ট্রপতির ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীসভা 'মার্সি' রেকমেন্ড করে।

    বাকিগুলো সম্বন্ধে ধারণা নেই - এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ।
  • saikat | 202.54.74.119 | ০২ মে ২০১১ ১০:৫৮470215
  • "কিছু লোক আছে যারা নিজেরা কোনই কাজ না করে কেবল সমালোচনা করেন"

    মুস্কিল হোল, এ বাক্যটির মানে বুঝতে পারলাম না। "কাজ" তো করছি। সক্কাল সক্কল দাঁত মেজে আপিসে এসে কাজ করছি তো। আবার ভাটও করছি। আবার কী করতে বলেন?
  • Ishan | 122.248.183.1 | ০২ মে ২০১১ ১১:২১470216
  • লিং দেখে সুচিন্তিত মতামত দেব। নিশ্চিন্ত থাকুন।
  • dukhe | 122.160.114.85 | ০২ মে ২০১১ ১২:১৯470217
  • এত ভিডিও দেখতে হবে কেন ? দু লাইন লিখে দিতে কী হয় ? অফিসে ইউটিউব খুলে বসে থাকব নাকি - কে কখন কী বাণী দেন শুনতে ? যত্তসব !
    a বাবু এই জন্যেই এদের ওপর রেগে যান । একটুও কাজের কাজ করে না ।
  • Jay | 90.200.14.204 | ০২ মে ২০১১ ১৪:৫৬470218
  • বিস্তর ফুর্তি পেলাম kc, থ্যান্‌কু। এই আমাদের অপশন এ, অপশন বি। ভালো কিছু হবে এই আশা ছেড়ে দিয়েছি।
  • bb | 117.195.164.66 | ০৩ মে ২০১১ ০৬:৪১470220
  • এটা বাজে যুক্তি গৌতমদেবের। টাটা ব্যবসায়ী, তিনি কেন ওয়েট করবেন?
  • lcm | 69.236.179.251 | ০৩ মে ২০১১ ১২:৩৮470221
  • ওহ! এই তো গৌতম বলেছে।
    টাটাদের ব্যাভার আমরো মোটেই পছন্দ হয় নি সিঙ্গুর কান্ডে, কোনো একটা টই-তে সেই নিয়ে ক্ষী তক্কোটাই না হল বছর দুয়েক আগে, অপ্পোন, বিবি, ওমনাথ-দের সঙ্গে।
  • dd | 124.247.203.12 | ০৩ মে ২০১১ ১৩:৩০470223
  • ধরুন ছিপিএম জিতলো না। তখন তেনারা ক্ষি স্টেটমেন্ট দিবেন সবাই জানেন "বৃহৎসাম্রাজ্যবাদ,বৃহৎ পুঁজিপতি,বৃহৎ মেডিয়া,কালো ট্যাকার কালো খেলা ইত্যাদি ইত্যাদি'।

    এরপর ধরুন মমতা জিত্তে পারলো না, তখন উনি কি স্টেটমেন্ট দিবেন কেউ জানে? কারে দুষবেন? এনি গেস?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন