এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা নাটক কি Musium এ থাকবে?

    Dj
    অন্যান্য | ০৬ এপ্রিল ২০১১ | ২৪৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Dj | 220.225.9.217 | ০৬ এপ্রিল ২০১১ ০২:৪৪472169
  • আমি টই-এর নিয়মিত পাঠক। কখনো লেখার সাহস হয় নি। পড়াতেই শান্তি। কিন্তু আজ দিনটা একটু আলাদা।

    'Yagnik' ষষঠ বর্ষ নাট্য উৎসবের আয়োজন করেছিলাম নৈহাটী ঐকতান মঞ্চে। Municipality তে application করেছিলাম প্রায় ২ মাস আগে। ২রা ও ৩রা এপ্রিল। World cup final এর দিন-এ করার ধৃষ্টতার কারণ MarchEpril এর অন্য যেকোনো WeekendDate এর অপ্রতুলতা। আমাদের সমস্ত প্রচার, ব্যানার, পোস্টার, টিকিট, গেষ্ট কার্ড- সব কিছুই ঐ দুটি দিনকে focus করে।

    March এর মাঝামাঝি দুদিন গেছিলাম Booking এর পুরো টাকা-টা Payment এর জন্য। প্রথম দিন জানালো Third week এ আসার জন্য, কারণ নাকি Papers তৈরি হয়নি! Third week এ জানালো যে ৩০শে মার্চ-এ হয়ে যাবে। ৩১শে মার্চ আমরা Municipality থেকে দুরভাষে জানলাম যে ইন্ডিয়া ফাইনালে উঠেছে, তাই ঐকতান মঞ্চে ProjecterLive Match দেখানো হবে ২রা এপ্রিল, এবং আমাদের Booking cancel করা হল!!!!

    টই-এর নিয়মিত পাঠকরা, শুভানুধ্যায়ীরা, পরামর্শদাতারা- জানিনা পরিস্থিতিটা অনুধাবন করতে পারবেন কিনা.... আমাদের সমস্ত প্রচার, ব্যানার, পোস্টার, টিকিট, গেষ্ট কার্ড......

    আমাদের শিরদাঁড়ায় রাজনৈতিক জোর নেই। গুটি পাঁচেক আমরা জানিনা কোন তাড়নায় প্রতি বছর ঝাঁপিয়ে পড়ি আমদের প্রত্যেকের স্বল্প উপার্জনের খানিকটাই স্বম্বল করে। কিছু শুভানুধ্যায়ী পাশে এসে দাঁড়ান। তাতেই মনে হয় অনেকটা জয় করে ফেললাম।

    অংশগ্রহণকারী দল গুলির সহযোগিতা পেলাম। তাই একদিনের Noticeএ ২রা এপ্রিলের show গুলি arrange করলাম ৪ঠা এপ্রিল। এই পরিবর্তন জনগণকে জানিয়ে উঠতে পেরেছি অতি সামান্যই । তাই ৪ঠা এপ্রিল super Flop.....

    কিছু অপ্রয়োজনীয় মনখারাপ-- ২রা এপ্রিল সকালে স্টেজ রিহার্সালের জন্য booking ছিল, সেদিন stage Incharge জানাল যে Light, sound provide করা যাবে না কারণ দুপুরে Match শুরু হবে আর ওদের তার আগে বাড়ি গিয়ে খেতে হবে..... ৪ঠা এপ্রিল প্রথম নাটকের মাঝে current গেছিল। তাই generaterlineটা দিতে হয়েছিল। নাটকটা শেষ হতে ১০ মিনিট বাকি, একটা দারুণ আবেগঘন মুহূর্ত আপ্লুত করে রেখেছিল সবাইকে, current এলো, এবং stage Incharge Line টা shift করলেন তখনি, আবার একটা Black out.....

    ৪ঠা এপ্রিল দর্শক আনতে auditorium এর বাইরে দাঁড়িয়ে চেঁচিয়েছি " আজ ঐকতান মঞ্চে ২টো নাটক, প্রবেশ অবাধ", বারিয়ে ধরেছি প্রবেশপত্র, লোকেরা পাগল দেখার মতই তাকিয়েছিল.....

    মনে হচ্ছিল, বাংলা নাটক হয়ত মিশরের মমি পর্যায়ে ঊন্নিত হয়েছে, রাস্তায় ফেলে রাখলে লোকে মরা বলে পাশ কাটিয়ে যাবে, হয়ত Musium ই এর আদর্শ জায়গা.....

    ডাক শুনে কেউ এগিয়ে আসছে না বন্ধুরা.... একলা চলারও সাহস হারিয়ে ফেলছি....

  • Dj | 220.225.9.217 | ০৬ এপ্রিল ২০১১ ০২:৫৪472180
  • ক্ষমাপ্রার্থী: Musium নয়, Museum....
  • kallol | 115.184.38.129 | ০৬ এপ্রিল ২০১১ ০৬:৪৮472191
  • ধ্রুব - দু:খ পাবেন না। আজকে নয়, আমাদের রাজনীতি করার সময়েও একই ব্যাপার ঘটতো। গুলিতের হল্যান্ড ইউরো কাপের ফাইনালে উঠেছিলো বলে, কবিতা পাঠের আসরে শ্রোতা দুরস্থান, কবিরাও সকলে আসেন নি।
    এধরনের কোন অনুষ্ঠান আয়োজন করার আগে এগুলো মাথায় রাখবেন। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি। প্রাক টেলিভিশন যুগে, সমস্যা অনেক কম ছিলো। তাবলে একদম ছিলো না তা মোটেও নয়। ৬০এর দশকে মোহনবাগান-ইষ্টবেঙ্গল খেলা থাকলে মিটিং-মিছিল করা যেতো না।
    যাজ্ঞিকের নাট্যোৎসব আবার হবে, সুন্দর করে, বড়ো করে - এই কামনা করি।

  • Samik | 123.242.248.130 | ০৬ এপ্রিল ২০১১ ০৯:১২472202
  • ধ্রুবজ্যোতি,

    খুব খুব খারাপ লাগল শুনে। এই সময়ের মধ্যে দিয়ে চলেও আপনারা যে এইভাবে উৎসাহ ধরে রেখেছেন, নি:সন্দেহে প্রশংসার যোগ্য।

    আপনি নৈহাটিতে থাকেন? আপনাদের নাটকের দল কতদিনের পুরনো? একসময়ে, আপনাদের শহরের উল্টোদিকেই, হুগলিতে উদ্যোগী নাট্যগোষ্ঠী খুব নামকরা ছিল। বছরে একবার তাদের একাঙ্ক নাটক প্রতিযোগিতা হত, উদ্যোগীর একাঙ্ক নাটক প্রতিযোগিতা দেখার জন্য আমরা সারাবছর অপেক্ষা করতাম।

    উদ্যোগী আজ উঠে গেছে। উদ্যোগের অভাবে। মূলত, উদ্যোগীর কুশীলবদের একটা বড় অংশ ছিলেন ডানলপ এবং অন্যান্য ফ্যাক্টরির কর্মচারি। কালের নিয়মে যা হবার, তাইই হয়েছে। উদ্যোগীর নাটকের রিহার্সালের সঙ্গে আমার ছোটবেলার অনেক অনেক সন্ধ্যের স্মৃতি জড়িয়ে আছে।
  • a | 125.16.135.194 | ০৬ এপ্রিল ২০১১ ১০:৪৯472213
  • সরি, সমস্যাটা বোঝা গেল না।

    আপনি কি চাইছেন আপনি নাটক করছেন বলে সবাই খেলা ছেড়ে দেখতে আসবে?

    অবশ্যই, স্টেজ যদি পাবার কথা ছিল, সেটা ক্যানসেল করা ঠিক নয়। কিন্তু হলের অথরিটি তো ক্যানসেল করতেই পারেন, তাদের প্রেরোগেটিভ, সেটা জেনেই তো ফরমে আবেদন করেছিলেন, তাই নয় কি?

    এটা নিশ্চয় বেদনাদায়ক, আপ্নাদের পক্ষে। আমাকে ভুল বুঝবেন না, প্লীজ। আমি আদৌ ক্রিকেটপ্রেমী নই, খেলা দেখতে খুব ভালো লাগে না। আপনার কথার সিনিকালি প্রতিবাদ করলাম, বিতর্কের খতিরে।
  • ranjan roy | 122.161.206.124 | ০৬ এপ্রিল ২০১১ ১১:২৯472221
  • আমি এই ধরণের ব্যর্থতা-সাফল্য সবই পেয়েছি।
    তাই a র প্র্যাকটিক্যাল পরামর্শ ওকে মেনে নিয়েও মিউনিসিপ্যালিটির সংবেদনহীন ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করছি।

    ধ্রুব,
    একটা কথা বলি।
    আগামী জুলাই-অগাস্ট থেকে আমি স্থায়ী ভাবে কোলকাতাবাসী হচ্ছি। গড়িয়া-ব্রহ্মপুর এলাকার মধ্যে কোথাও, বাড়ি খোঁজা চলছে।
    আপনাদের আগামী নাট্যোৎসবে আমি দর্শকের মধ্যে থাকতে চাই। আপনাদের রিহার্সেল দেখতে চাই। কোনরকম ডিস্টার্ব না করে কামরার এককোণায় জলের কুঁজোর মত পড়ে থাকবো।
    আমার যে রিহার্সেল দেখতে (একটু একটু করে একটা জিনিসের গড়ে ওঠা, ভাব থেকে কায়ায় রূপধারণ) খুব ভাল লাগে!
    প্লীজ!
  • a | 125.16.135.194 | ০৬ এপ্রিল ২০১১ ১১:৩৮472222
  • রন্‌জন দা, প্রতিবাদ আমিও করছি, কিন্তু তার সাথে সাথে এটাও বলছি যে এটা প্রেরোগেটিভ। দেখুন, যারাই চালাক না কেন হলটা, তারা মূলত পাব্লিকের জন্যে।

    এখন যদি এখানে রাজ্‌ননৈতিক কারণে বা অন্য কারোর সুবিধার্থে বুকিং বাতিল হত, আমি এককথায় প্রতিবাদ করতাম। কিন্তু যদি বলে যে খেলা দেখানো পাব্লিক ডিমান্ড আর যেহেতু সত্যি বুকিং হয়নি (মৌখিক না,লিখিতভাবে), তাই আমি খুব দোষ দেখতে পাচ্ছি না।

    আবার বলছি, ধ্রুববাবুদের দু:খ আমি একটুও ছোট করছি না, কিন্তু এগুলো বোধহয় ভাববার সময় এসেছে
  • siki | 123.242.248.130 | ০৬ এপ্রিল ২০১১ ১১:৫৬472223
  • "পাবলিকের জন্য' কথাটা শর্ট টার্মে না লং টার্মে সেটা দেখতে হবে বস। একদল পাবলিকের জন্য অন্যদল পাবলিক ডিপ্রাইভড হবে সেটাও মেনে নেওয়া উচিত নয়। অ্যাডভান্স নিয়ে বুকিং করা একটা প্রোগ্রামকে জাস্ট পাবলিক খেলা দেখবে এই অজুহাতে কাটিয়ে দেওয়া যায় না, যদি দ্বিতীয়টার জোর বেশি-ও হয়, তা হলেও হল্‌ কর্তৃপক্ষের উচিত ছিল প্রথম পার্টিকে যথাসময়ে টাকা ফেরৎ দিয়ে একটা ফর্মাল দু:খপ্রকাশ করা, যে অনিবার্য কারণে এটা ক্যানসেল করতে আমরা বাধ্য হলাম। অন্যথায় সেটা আনপ্রফেশনালিজম হয়। হল্‌ মালিক যদি বার বার সো-কল্‌ড পাবলিকের জন্য এইভাবে অ্যাডভান্স বুকিং ক্যানসেল করতে থাকেন, সেটা হলের রেপুটেশনের পক্ষেও ক্ষতিকর। লং রানে আর পাবলিক সেই হলে বুকিং করার আগে দুবার ভাববে। বা কেবল ঐ রাজনৈতিক পার্টি ফার্টিই হল বুক করবে, যাদের বুকিং ক্যানসেল করার ধক্‌ কোনও হল্‌মালিকের থাকে না, থাকবেও না।
  • kallol | 220.226.209.2 | ০৬ এপ্রিল ২০১১ ১২:০৩472224
  • a - একটা ছোট্ট ব্যাপার ভাবার জন্য অনুরোধ। এটা ঠিক যে সব হল কতৃপক্ষই একটা ক্লজ রেখে দেয়, কোন কারন না দেখিয়েই বুকিং বাতিল করার। যারা হল ভাড়া নেন তাদেরও উপায় থাকে না বলে ওতে সই মেরে দেন। যখন বুক করা হচ্ছিলো তার অনেক আগেই সকলেই জানেন যে ঐদিন ফাইনাল। উদ্যোক্তাদের যেমন সেটা খেয়াল করা উচিৎ ছিলো তেমনই হল কতৃপক্ষও একই দোষে দোষী। ওদের বলা উচিৎ ছিলো ওদিন ফাইনাল, ফলে বুকিং বাতিল হবার আশংকা আছে।
    প্রচার হয়ে যাবার পর (পোস্টার, টিকিট ইত্যাদি), নাট্যদলগুলির সময় সংরক্ষিত করার পর, হঠাৎ করে এমন ফতোয়া, আইনত: ঠিক হলেও কতটা অসুবিধার সৃষ্টি করে তা ভাবা যায় না।

  • ranjan roy | 122.161.206.124 | ০৬ এপ্রিল ২০১১ ১২:০৫472170
  • a,
    আমি সেন্টিমেন্টের দিক দিয়ে ধ্রুববাবুর সঙ্গে এবং একই সঙ্গে প্র্যাকটিক্যাল সুপরামর্শের ব্যাপারে আপনার সঙ্গে। আপনি ভবিষ্যতে সাবধান হওয়ার জন্যেই বলেছেন যাতে সাফল্য আসে, এ নিয়ে কোন সন্দেহ নেই।
    আমি বিভাগটিকে দায়ী করছি "" কাগজপত্র তৈরি হয় নি ''অজুহাতে ধ্রুববাবুদের আগেভাগে আবেদন দেয়া ও পয়সা জমা দিতে যাওয়া সঙ্কেÄও ওঁরা নিজেদের প্রত্যাশিত Duty টুকু না করায়।
  • a | 125.16.135.194 | ০৬ এপ্রিল ২০১১ ১২:১৭472171
  • সিকি-দা, এরা কিন্তু ফোন করে জানিয়েছে, এটুকুও অনেকে করবে না। একদম ঠিক সমস্ত অসুবিধার বিষয়ে, কোনোভাবেই সেই ব্যাপারটা ছোট করছি না।

    কিন্তু, হয়তো, ভবিষ্যতে আরেকটু সতর্ক হলে, আগেভাগে লিখিত বুকিং করে নিতে পারলে... জানি টাফ, তবু।

    আরেকটা বিষয়, কেউ চাইলে নাটক দেখবে, কেউ না চাইলে দেখবে না। না দেখলে যদি মনে হয় সেটা লোকের ব্যার্থতা, সেটা একটু অবিচার। আমি বলছি অরিজিনাল পোস্টের শেষ ৩ লাইনের কথা। এটা আমার মতামত, একেবারেই।
  • Somnath | 85.154.255.46 | ০৬ এপ্রিল ২০১১ ১২:৩২472172
  • মার্চ ও এপ্রিল এই দুমাসের অন্য কোনো উইকএন্ডে ঘর না পাওয়ার কারন - অন্য সবাই, যারা হল ভাড়া নিয়েছেন তাদের অনুষ্ঠানের জন্য, তারা জানতেন বিশ্বকাপ ফইনালের দিন কেউ টিভি ছেড়ে মঞ্চে আসবে না। যাজ্ঞিক সেটা ভাবেনি। অন্যরা এই মেগাইভেন্টের কথা মাথায় রেখে আরো আগে থেকে প্রোঅ্যাকটিভভাবে বুকিং ও প্ল্যানিং করেছেন। যাজ্ঞিক করে নি।
    ৪ঠা এপ্রিল উইকডে তে লোকে অফিস কাছারি ছেড়ে - বা - পরের দিনের অফিস কাছারির কথা ভুলে সারাদিন নাটক দেখবে ভাবাটা বাড়াবাড়ি হয়েছিল। ৩রা এপ্রিল এর শো কেমন হয়েছিল জানান নি।

    নাটকের কথা ইন জেনারেল বলতে গেলে আলাদা কথা। তবে মমি-ইত্যাদি অবস্থা এখনো আসেনি। কলকাতার এখনকার নাটকের শো গুলোর খবর দেখলে বোঝা যায়।
  • dd | 124.247.203.12 | ০৬ এপ্রিল ২০১১ ১৬:২৪472173
  • ধ্রুব
    মোদ্দা কথা হোলো লড়ে যাওয়া। হেরে যাবেন্না।

    সেদিন আবাপে পড়লাম বাংলা নাটকে আবার দারুন জোয়ার এসেছে। অনেক নতুন নাটক তাদের অনেকগুলিই হিট। (সিনেমার মতন)। সমজদারের হাত্তালি ও কমার্শিয়াল সাকসেস দুটোই চলছে রমরমিয়ে।

    ভাবতে পারেন তিন দশক আগে ? একই সাথে মঞ্চ কাঁপাচ্ছেন শম্ভু মিত্তির (বেশ অনিয়মিত) রুদ্রপ্রসাদ, উৎপল, অজিতেশ, ইন্দ্রনীল, বিভাস,অরুন,বাদল সর্কার, জোছন দস্তিদার। আরো কতো নতুন মুখ। শাঁওলী প্রায় এসে গেছে আর তৃপ্তি একটু অস্তমিত গোছের, ঐ ওভারল্যাপিং চলছে। সৌমিত্র চ্যাট্টুজ্জে ও একটা খাসা নাটক নামালেন।

    মুশকিল হলো গুরুচন্ডালীর হুব্বা হুব্বা নাট্যবিদের দল তখন হামাগুড়ি দিচ্ছে বা ন্যাবেঞ্চুশ খাচ্ছে, তাই এই স্বর্নযুগের কথার প্রত্যক্ষদর্শীর প্রতিবেদন পাই না। আফশোস।
  • nyara | 203.110.238.16 | ০৬ এপ্রিল ২০১১ ১৬:৫০472174
  • তিন নয়, অন্তত: চার।

    তিন দশক আগে অজিতেশ প্রয়াত। শম্ভু মিত্র অন্তরালে। তৃপ্তি মিত্রও প্রায়। বাদল সরকার প্রসেনিয়াম থেকে সরে পুরো থার্ড থিয়েটারে মনোনিবেশ করেছেন। উৎপল দত্তর সব মেজর প্রোডাকশন হয়ে গেছে।

    ওটা বিভাস, অরুণ, মনোজ, রুদ্রদের যুগ। তাও ওনাদের অনেক মেজর প্রোডাকশনই ততদিনে ঠোঙা। 'চাকভাঙা মধু', 'রাজরক্ত', 'সাজানো বাগান', 'মারীচ সংবাদ', 'জগন্নাথ', 'ফুটবল', 'আন্তিগোনে', 'শোয়াইক', 'বেলা-অবেলা' হয়ে গেছে। এরপরে 'মাধব-মালঞ্চী' ছাড়া আর কোন মেজর প্রোডাকশন কী এনাদের থেকে দেখা যাবে?

    ডিডিদাদা, এই ইন্দ্রনীল কে?
  • dd | 124.247.203.12 | ০৬ এপ্রিল ২০১১ ১৬:৫৯472175
  • মনোজ মিত্তিরের নাম ভুলে গেছি

    ইন্দ্রনীল নয়। ওটা তো টাইপো। নীলকন্ঠ সেনগুপ্ত। এ তো সহজেই বোঝা যায়। ওনার সাথে বেশ গপ্পো গুজবও হতো।

    চার দশক আগে ক্ষি ? সত্তরের শেষ থেকে আশীর মধ্যভাগ। শম্বু মিত্তির চার অধ্যায় কবে কল্লেন ?

    দ্যাখো, চল্লিশ বছর আগের কথা কইছি? যাগ্গে কাল লিখবো। মাজ খান থেকে ধ্রুবজ্যোতির টইটা ভোগে গ্যালো।
  • ranjan roy | 122.161.206.124 | ০৬ এপ্রিল ২০১১ ১৭:১২472176
  • ডিডি,
    আমার চেয়েও বুড়ো হয়ে গেছ। সত্তর-আশির দশকে শম্ভু মিত্র গ্যালিলিও-কম্বাইন্ড নাইট করছেন। চার অধ্যায় --ষাটের দশকের শেষপাদে।
    তখন নান্দীকার নামাচ্ছে-ফুটবল, ভালোমানুষ। চেতনা-- মারীচ সংবাদ, জগন্নাথ। নক্ষত্র---- চন্দ্রলোকে অগ্নিকান্ড, ক্যাপ্টেন হুররা।
    থিয়েটার ওয়ার্‌ক্‌শপ-- রাজরক্ত, শোয়াইক গেল যুদ্ধে।
    পি এল টি--ব্যারিকেড, দু:স্বপ্নের নগরী, এবার রাজার পালা, দাঁড়াও পথিকবর।
    বাদল সরকারের শতাব্দী দল- থার্ড থিয়েটারে এসে ভোমা, মিছিল, সুখপাঠ্য ভারতের ইতিহাস, সাগিনা, স্পার্টাকাস।'উৎপল থেকে আলাদা হয়ে অসিত বসু করছেন-- কোলকাতার হ্যামলেট।
    শুদ্রকের বীরসেন, খড়দার লিভিং থিয়েটারের প্রবীর গুহ সবে শুরু করেচেন।
  • ranjan roy | 122.161.206.124 | ০৬ এপ্রিল ২০১১ ১৭:১৮472177
  • নাটক বাঁচাতে হবে?
    আমার নতুন শেখা মন্ত্র:

    পাস্ট ইজ হিস্ট্রি,
    ফিউচার ইজ মিস্ট্রি,
    এনজয় দ্য প্রেজেন্ট।

    কাজেই অতীতাচরণ ছেড়ে কাজের কথায় আসুন। ধ্রুববাবু বলুন-- গড় প্রোডাক্‌শন কস্ট কত ? আজকের দিনে?
    স্টেজভাড়া, আলো, সাউন্ড, প্রচার, অভিনেতাদের চা-জলখাবার, পারলে মজুরি। ব্রেক আপ দিন।
    আর বিজ্ঞাপন, টিকিট বিক্রি থেকে সম্ভাবিত আয় কত?
    বলুন।
    তারপর এই হরিদাস পাল বলবে নাটকের কোরামিন চাই নাকি গ্লুকোজ?
  • Dj | 220.225.9.217 | ০৬ এপ্রিল ২০১১ ২২:১৩472178
  • সকলকে আমার অকুণ্ঠ ধন্যবাদ। মনে হচ্ছে যেন এতজন সহমর্মী আমাদের পাশে এসে দাঁড়ালেন।

    আমি জানি যে যা কিছু ঘটেছে, সবটা নিয়ম মেনেই। আমাদের অডিটোরিয়াম বুকিং থেকে শুরু করে বুকিং ক্যানসেল হওয়া, স্টেজ রিহার্সালের দিন লাইট, সাউন্ড না পাওয়া- সবটাই... (অডিটোরিয়ামের নির্দেশাবলীতে এমনটা করার অধিকার নিয়েও জানানো ছিল যে!!) আসলে টই-টা শুরু হয়েছিল শুধুই হতাশা থেকে.... কোনো অভিযোগ থেকে নয়...

    রঞ্জনবাবু যে আমাদের সাথে জলের কুঁজোর মত পড়ে থাকার অনুমতি চেয়েছেন, তা আমাদের কতখানি আপ্লুত করে রেখেছে, ভাষায় বলতে পারব না। আমরা মনে-প্রাণে চাই আমাদের কেউ বিরক্ত করুক আপনার মত। আসলে আমরা গুটিকয়েকই রিহার্সাল করছি, তারাই ব্যানার বাঁধছি, প্রচার করছি, তারাই টিকিট নেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করছি... হয়ত আমাদেরই অক্ষমতা- ঠিকমত এখনো জনসংযোগ করে উঠতে পারিনি....

    কলকাতার নাট্য দল গুলি অত্যন্ত ভালো কাজ করছে। তাদের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। কিন্তু এই মফস্বলে সারাবছর সক্রিয়তার সাথে একটা নাট্য গোষ্ঠী শুধুমাত্র ধরে রাখাও.... দাঁতে দাঁত চিপে পড়ে থাকতে হয়।

    আপনারা সঙ্গে থাকুন, আমরা লড়াই চালিয়ে যবো।

    রঞ্জনবাবু'র পরামর্শ মত এবার একটা ব্রেক আপ দিই?
    ব্যয় :
    ১) স্টেজ ভাড়া - ১৫০০/দিন
    ২) আলো - অডিটোরিয়ামে থাকে, কিন্তু প্রায়ই তা যথেষ্ট হয় না। তাই অতিরিক্ত ১০০০-১৫০০/দিন
    ৩) সাউন্ড - অডিটোরিয়ামে থাকে, যথেষ্টও
    ৪) প্রচার - ফ্লেক্স, ব্যানার, পোস্টার, লিফলেট নিয়ে শুধু আঞ্চলিক ভাবে প্রচার করলেও অন্তত: ৫০০০
    ৫) নাট্য দল - একটা একাঙ্ক নাটকের জন্য আমরা দিয়েছি ১৫০০ থেকে ৪৫০০। পুর্ণাঙ্গ নাটকের জন্য ৭০০০ থেকে ২২০০০।
    ৬) অন্যান্য - জলখাবার, চা নিয়ে জনপ্রতি অন্তত: ১৫। যদিও অনেক নাট্য দলই এখন এসেই আগে ৪ বোতল মিনারেল ওয়াটার চায়।
    আয় :
    ১) Advertisement এ পাওয়া যায় ৩০০০ থেকে ৭০০০
    ২) শ্যুভেন্যির থেকে ৫০০০ থেকে ৭০০০
    ৩) ডোনেশন - ৫০০০ থেকে ৭০০০
    ৪) টিকিট - আমরা যখন কাউকে অডিটোরিয়ামের বাইরে টিকিট কিনতে দেখি, তখন সবচেয়ে বেশি উৎফুল্লিত হই!! রূঢ় সত্য হল স্বেছায় টিকিট কেউ কেনেনা বললেই চলে। (সৌমিত্র, গৌতম, রুদ্রপ্রসাদ, দেবশংকর Brand হলে আলাদা, আমাদের সে জোরও নেই) Push sale জাতীয় করে কোনো বছরই ২০০-২৫০ র বেশি টিকিট বের করতে পারিনি।
    সবশেষে যা পড়ে রইল, আমরা ঐ গুটিকয়েকই আমাদের পকেট থেকে দিই। প্রতিবছর....
    ৫) আমাদের শেষ প্রডাকশন কস্ট ছিল ৩০০০ টাকা। যদিও আলোকশিল্পী'র খরচা বাদ দিলে বাকিটা এককালীন।

    অনেক কথা বলে ফেললাম। আসলে আপনাদের লেখা পড়তে পড়তে কবে জানিনা সবাইকেই খুব আপন করে নিয়েছি.....
  • dd | 124.247.203.12 | ০৭ এপ্রিল ২০১১ ০৯:৪৪472179
  • রঞ্জন

    ষাঠের শেষ পর্যন্ত্য তো আমি বদ্দোমানের ইষ্কুলে। কলকেতার কোনো নাটক তখনো দেখি নি। বল্লাম না, আমি নিতান্ত ছেলেমানুষ?

    শম্ভু মিত্তিরের চার অধ্যায় আমি দেখেছি চাগরী করা কালীন - মানে সত্তরের মাঝামাঝি, তার পরে।

    তখন কলামন্দিরে শো করেছিলেন শম্ভু বাবু, যদ্দুর জানি ওনার লাস্ট স্টেজ এপিয়েরেন্স। রেগুলার শো নয়। বোধয় একবার ই হয়েছিলো। তৃপ্তি মিত্রের লাস্ট শো আমি দেখেছিলাম অপরাজিতা ? সেটা ক্ষি আরো পরে ? মনে পরছে না।

    সবথেকে বেস্ট লাগতো সত্য বন্দো কে
  • dukhe | 122.160.114.85 | ০৭ এপ্রিল ২০১১ ১৪:৫১472181
  • খেলা দেখানোর জন্য নাটক বাতিল ? এরেই কয় সংখ্যাগরিষ্ঠের দাপট ।
  • dukhe | 117.194.226.12 | ১৫ মে ২০১১ ০৮:৪৯472183
  • একটা কথা জানাতে ইচ্ছে হল । কাল নেহরু চিল্ড্রেন্স মিউজিয়ামের একটা নাটক দেখে এলেম মধুসূদন মঞ্চে । 'যদিও সন্ধ্যা' । রমাপ্রসাদ যেগুলো করাতেন । খুব ছোটদের নাটক নয়, মানে নাইন-টেনের ছেলেপুলে হলে ঠিক আছে । কিন্তু ভালো স্ক্রিপ্ট এবং প্রোডাকশন । এবং জনা তিনেকের অভিনয় খু-উ-ব ভালো । রাজেশ্বরী নন্দী বলে একটি মেয়ের অভিনয় তো সাংঘাতিক ভালো । ২০-২৪শে জুন অ্যাকাডেমিতে ওঁদের উৎসব আছে - দেখতে যেতে পারেন । মানে এমনি নাটক তো দেখেন অনেকেই - কিন্তু এগুলো সেভাবে প্রচার পায় না ।
    আজ অ্যাকাডেমি যাব - গৌতম হালদারের 'জাল' দেখতে ।
  • Bratin | 122.248.183.1 | ১৯ মে ২০১১ ১১:২৯472184
  • জনগন । আরো ২ পয়সা দাও।
  • সুপ্রতিম রায় | 213.197.118.83 | ২৫ মার্চ ২০১৩ ১৯:২১472185
  • ‘ফ্যাঁৎ ফ্যাঁৎ সাঁই সাঁই’ – বোঝাই যাচ্ছে নাটকটির বিষয় বস্তু কী। এহেন এই নামে একটি নাটক বঙ্গরঙ্গমঞ্চে অভিনীত হতে চলেছে খুবই শীঘ্র। নবারুণ ভট্টাচার্য’র ফ্যাতাড়ু নিয়ে এর আগে নাটক ও হয় এবং চলচ্চিত্রও প্রদর্শনের অপেক্ষায়। তাই প্রশ্ন আসছে ‘আবার ফ্যাতাড়ু কেন?’ পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি ‘গতবছর এতগুলো ডাকঘর কেন? এতগুলো অচলায়তন কেন? এতগুলো বিসর্জন কেন...”। যদিও আমাদের যুক্তিটা ঠিক তা নয়। ‘ফ্যাঁৎ ফ্যাঁৎ সাঁই সাঁই’ নাটকে ফ্যাতাড়ুর কোন কিস্‌সাই আগে মঞ্চে বা পর্দায় দেখা যায়নি। এমনকি ফ্যাতাড়ুদের অনেক অপারেশন নবারুণদার নিজের লেখা নয়, যেমন পুরন্দর ভাট এর অনেক কবিতাই আগে কেউ কোনদিনও শোনেনি বা পড়েনি। নবারুণ ভট্টাচার্য’র অনুমতিতেই আমরা আমাদের আপন মনের মাধুরিতে নাটকটি বিষিয়েছি।
    এতো গেল ইউ এস পি র সব কথা। এবার আসল কথায় সোজা আসা যাক। গোত্রহীন দলটি যারা এই নাটকটি মঞ্চে উপস্থাপনা করার গোঁ ধরেছে। তাদের সম্পর্কে যারা কিছু জানেন তারা জানেন, যারা জানেন না তাদের সম্পর্কে কিছু তথ্য –
    ১) গত ৩ বছরে তিনটি মঞ্চনাট্যপ্রযোজনা ‘নীলকন্ঠ দেশ’, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে ‘প্রাগৈতিহাসিক’, বাদল সরকারের ‘সারারাত্তির’।
    ২) গোত্রহীনের নাটকে টিকিট থাকেনা। কারণ তারা মনে করে টিকিট নাটক ও দর্শকদের মাঝে আসতে পারে না। নীলকন্ঠ দেশ ও সারারাত্তির ভারত সরকারের আর্থিক সহায়তায় মঞ্চস্থ হয়েছে। সেই অর্থ এসেছে আপনাদের কাছ থেকেই, তাহলে সেই নাটক দেখাটি আপনার অধিকারের মধ্যে পড়ে। টিকিট করাটা আমাদের অধিকার নেই সেক্ষেত্রে।
    ৩) গোত্রহীন বিরোধীতা করে বিশাল অঙ্কের টিকিটেরও। দলে এমন অভিনেতারা আছেন যাদের ৬০টাকা দিয়ে নাটক দেখার ক্ষমতা নেই, অথচ ও নাটকের শিল্পী। অনেকে সিনেমার টিকিটের দাম, প্রতি কাপ কফির দাম নিয়ে তর্ক তুলতেও পারেন। তাদের বলি আপনারা তাহলে স্থির করুন নাটকটা কাদের জন্য করছেন। আমরা ৫টাকার চা খাই – অর্থাৎ আপনার নাটকের দর্শক আমরা না। যে ছেলে-মেয়েরা আমাদের দলে কাজ করে, নাটক নিয়ে পড়াশোনা করছে তাদের সামর্থ্যতেও নেই – আপনার নাটক তাদের জন্যও নয়।
    ৪) গোত্রহীন নাটকের মঞ্চকে ঝুলন সাজানোর জায়গা মনে করেনা। স্বল্পব্যয়, নমনীয়তা গোত্রহীনের নাটকের অন্যতম জোর।
    এহেন একটি নাট্যদল যখন ফ্যাতাড়ুগিড়ি করে ফ্যাতাড়ুদের নিয়ে নাটক করতে চলেছে স্বাভাবিক ভাবেই যা হবার তাই হবে। স্পনসর আসবেনা। চাইও না। কারণ স্পনসরের টাকা নিয়ে ফ্যাতাড়ুদের ওড়া বন্ধ করা যাবেনা। এতদিন ধরে যখন টিঁকে আছে তেমনি টিঁকবে এই নাটক। আপনাদের ভরসায়। আপনাদের মানসিক ও আর্থিক যোগদানে। এটা নিছক সাহায্য বা দান নয়, এটা যোগদান। যদি মনে হয় ফ্যাতাড়ুদের দরকার তবেই আপনি আসবেন। একসাথে দেখিয়ে দিই ফ্যাতাড়ুগিরি কাকে বলে।
    কী মনে হয়? ‘ফ্যাঁৎ ফ্যাঁৎ সাঁই সাঁই’ মঞ্চে বাওয়ালি করতে পারবে তো? আপনাদের ওপরেই ছেড়ে দিলাম এর উত্তর –
  • ন্যাড়া | 132.179.86.65 | ২৫ মার্চ ২০১৩ ২১:০৪472186
  • গোত্রহীনকে গুড লাক। কিন্তু যারা পাবলিকলি বলে "গোত্রহীন নাটকের মঞ্চকে ঝুলন সাজানোর জায়গা মনে করেনা। স্বল্পব্যয়, নমনীয়তা গোত্রহীনের নাটকের অন্যতম জোর।" - তাদের সঙ্গে একাত্ম বোধ করা শক্ত।

    এটা আমার মনে হয় বাংলা নাটকের এখনকার সবথেকে বড় অসুখ। আদর্শের মোড়কে কূপমন্ডুকতাকে প্রশ্রয় দেওয়া।
  • কল্লোল | 111.63.134.131 | ২৫ মার্চ ২০১৩ ২২:২৭472187
  • সুপ্রতিম।
    ন্যাড়ার সাথে একমত।
    তাহলে প্রসেনিয়াম কেন? কারন আরও অনেক করদাতা আছেন যাদের গ্রামে রঙ্গমঞ্চ নেই। সোজা অঙ্গন মঞ্চের ধারায় চলে আসুন। তাহলে আবার সরকারি অনুদান পাওয়া যাবে না। আপনাদের তো আবার সরকারের কাছে দেখাতে হবে বছরে এতোগুলো শো হয়েছে, প্রমান স্বরূপ ছবি দিতে হবে, আরও কতো কি।
  • | 60.82.180.165 | ২৫ মার্চ ২০১৩ ২৩:১৩472188
  • গোত্রহীন দমদমের কি?
  • সুপ্রতিম রায় | 233.223.159.200 | ২৬ মার্চ ২০১৩ ০০:২৩472190
  • কল্লোল, আপনি যে অঙ্গনমঞ্চেরও কোন খবর রাখেন না তা বুঝলাম। তাহলে গোত্রহীন নামটা আপনার চেনা লাগতো। তবে এটা ঠিকই যে অঙ্গনমঞ্চের কোন নাটকের কথাই আবাপ তে ছাপা হয় না তাই জানতে পারে না কেউই। আপনার চেনা কেউ থাকলে মানে যে অঙ্গন মঞ্চের নাটকের খবর রাখেন তার কাছ থেকে ঝালিয়ে নেবেন। আর তাই "গত ৩ বছরে তিনটি মঞ্চনাট্যপ্রযোজনা..." মনে রাখবেন 'মঞ্চনাট্যপ্রযোজনা' গোত্রহীন ২০০৪ সাল থেকে কাজ করছে। আর অঙ্গনমঞ্চ আর প্রসেনিয়ামকে লড়িয়ে দেওয়ার যুক্তিগুলি এবার বন্ধ করুন।

    শ্রী ন্যাড়া, "গোত্রহীন নাটকের মঞ্চকে ঝুলন সাজানোর জায়গা মনে করেনা। স্বল্পব্যয়, নমনীয়তা গোত্রহীনের নাটকের অন্যতম জোর।" আবার বললাম। স্পষ্ট ভাষায়। সবাইওকে একাত্ম হতে হবে তা কে বলেছে। তাহলে তো আমাদের নিজেদের আত্মার প্রতি সন্দেহ জন্মাবে। আর আমরা কূপমন্ডুক না হয় হলাম, আপনি আপনার গ্লোবালত্ব নিয়ে সুখে থাকুন।
  • সুপ্রতিম রায় | 233.223.159.200 | ২৬ মার্চ ২০১৩ ০০:২৩472189
  • কল্লোল, আপনি যে অঙ্গনমঞ্চেরও কোন খবর রাখেন না তা বুঝলাম। তাহলে গোত্রহীন নামটা আপনার চেনা লাগতো। তবে এটা ঠিকই যে অঙ্গনমঞ্চের কোন নাটকের কথাই আবাপ তে ছাপা হয় না তাই জানতে পারে না কেউই। আপনার চেনা কেউ থাকলে মানে যে অঙ্গন মঞ্চের নাটকের খবর রাখেন তার কাছ থেকে ঝালিয়ে নেবেন। আর তাই "গত ৩ বছরে তিনটি মঞ্চনাট্যপ্রযোজনা..." মনে রাখবেন 'মঞ্চনাট্যপ্রযোজনা' গোত্রহীন ২০০৪ সাল থেকে কাজ করছে। আর অঙ্গনমঞ্চ আর প্রসেনিয়ামকে লড়িয়ে দেওয়ার যুক্তিগুলি এবার বন্ধ করুন।

    শ্রী ন্যাড়া, "গোত্রহীন নাটকের মঞ্চকে ঝুলন সাজানোর জায়গা মনে করেনা। স্বল্পব্যয়, নমনীয়তা গোত্রহীনের নাটকের অন্যতম জোর।" আবার বললাম। স্পষ্ট ভাষায়। সবাইওকে একাত্ম হতে হবে তা কে বলেছে। তাহলে তো আমাদের নিজেদের আত্মার প্রতি সন্দেহ জন্মাবে। আর আমরা কূপমন্ডুক না হয় হলাম, আপনি আপনার গ্লোবালত্ব নিয়ে সুখে থাকুন।
  • সুপ্রতিম রায় | 233.223.159.200 | ২৬ মার্চ ২০১৩ ০০:৩১472192
  • হ্যাঁ গোত্রহীন দমদম এর একটি নাটকের দল। যারা বিগত ২০০৪ সাল থেকে নাটক করে চলেছে। মাঠে, রাস্তায়, কারখানার গেটে, অবস্থানে। ২০১০ শেষের দিকে মঞ্চতে নাটক করার পর লোকে জানতে পেরেছে দলটিকে কিছু। কিন্তু ঐ টুকুই। এখনো নন-প্রসেনিয়াম কাজ চলছে, যারা জানার তারা জানছে। যারা কাজ করার কাজ করছে, যারা বক্তব্য রাখার বক্তব্য রাখছে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন