এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মুসলমানদের আর কতোদিন মুসলমান করে

    Biplab Pal
    অন্যান্য | ৩১ মে ২০১১ | ৭৮৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 72.81.226.222 | ৩১ মে ২০১১ ০৭:৪৭472622
  • মমতা ব্যনার্জি ক্ষমতায় আসার পর, তার অন্যতম সিদ্ধান্ত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের আগে মাদ্রাসা শব্দটি লাগানো। নির্বাচনী
    প্রতিশ্রুতি। বা ধর্মীয় সুড়সুরি দিয়ে সংখ্যালঘু ভোট টানার চেষ্টা-কারন সেই বিশ্ববিদ্যালয়ের কিছু ইসলামিক ছাত্র ইউনিয়ানের সেটিই ছিল নাকি দাবী। ভোটের আগে সিপিএম এবং তৃণমূল-দুটি দলই মুসলমানদের মন পেতে, ঢালাও ভাবে সাম্প্রদায়িকতার চর্চা করেছে বাংলার রাজনীতিতে। সেই ধরনের অনেক ধর্মীয় তোষনের মণিমুক্তোর, এটি একটি ছোট মুক্ত।

    আপাতত বিধি বাম। আনন্দবাজারের খবর অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়ের আগে "মাদ্রাসা" শব্দটির যোগ করায় আতঙ্কিত-এবং তারা পরীক্ষা বয়কট করছে। আনন্দবাজারের রিপোর্ট:

    "আলিয়া বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘মাদ্রাসা’ শব্দটি যুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে পরীক্ষা বয়কট শুরু করলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শুক্রবারের পরে সোমবারেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিষ্ট্রার ও পরীক্ষা নিয়ামককে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। এর আগে শুক্রবার ঐ পড়ুয়ারা মহাকরণের সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন।"

    আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের রাগ খুব স্বাভাবিক। তারা সেখানে এসেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার হতে। সেখানে ডিগ্রির আগে মাদ্রাসা শব্দটা জুরলে, তাদের অসুবিধা সাংঘাতিক। এমনিতেই মুসলমান নাম থাকলে, ভারতে প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়া খুব মুশকিল। তারপরে বিশ্ববিদ্যালয়ের আগে যদি মাদ্রাসা শব্দটা বসে, তাহলে অবস্থা কি হবে সহজে অনুমেয়।

    এই সমাজে তাদের ডাক্তার , ইঞ্জিনিয়ার হিসাবেই বেঁচে থাকতে হবে-মুসলিম ডাক্তার বা মুসলিম ইঞ্জিনিয়ার হিসাবে নয়। এটা তারা ভালো বোঝেন। কিন্ত বোঝেন না মমতা ব্যানার্জি সহ এই রাজ্যের সমস্ত হিন্দু নেতৃত্ব। তারা মুসলমানদের উপকার করতে গিয়ে হয় দেন ৩০০ মাদ্রাসার উপহার ( সিপিএমের নির্বাচনী প্রতিশ্রুতি) বা একটা বিশ্ববিদ্যালয়ের নামের আগে মাদ্রাসা জুরে সংঘালঘুদের সুরসুড়ি দেওয়া। স্বাধীনতার পরে, এটাই হিন্দু রাজনৈতিক নেতৃত্ব করে এসেছে-এবং তাতে হিন্দু-মুসলমানদের দূরত্ব আরো বেড়েছে।

    হিন্দু মুসলমান পরিচয়টা টেকানোর জন্যে রাজনীতি আজকে বিপজ্জনক। কেরালাতে কমিনিউজমের এত চাষাবাস হয়েছে সেখানে হিন্দু খ্রীষ্ঠান এবং মুসলিম ভোটের বিভাজন সম্পূর্ন এবং ধর্মীয় পার্টিগুলি দারুন রেজাল্ট করেছে। আসামে প্রধান বিরোধি পার্টি এখন একটি ধর্মীয় মৌলবাদি দল। "মুসলমানরা" আলাদা এই তঙ্কেÄর ওপর ভিত্তি করেই পাকিস্তানের জন্ম হয়েছিল এবং সেই বৃত্ত থেকে আজও আমাদের রাজনীতিবিদরা বেড়তে পারলেন না। কারন তারা মুসলমানদের মানুষ হিসাবে না ভেবে মুসলমান হিসাবেই ভেবে চলেছেন।

    কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপি-কেঐ এর ব্যতিক্রম না।
  • kallol | 220.226.209.2 | ৩১ মে ২০১১ ১১:০১472633
  • মুসলমানেরা যতদিন মুসলমান হয়ে থাকতে চাইবেন, ততদিনই তাঁদের মুসলমান করে রাখা হবে।
    মুসলমান সমাজের ভিতর থেকে যতদিন সংষ্কারের চাপটা না আসবে ততদিন এমনই চলবে।
  • Biplab Pal | 72.81.226.222 | ৩১ মে ২০১১ ১১:১৪472644
  • কজন হিন্দু সতীদাহ প্রথার বিরুদ্ধে ছিল?

    তাই লর্ড বেন্টিঙ্কের উচিত ছিল সতীদাহ প্রথা বন্ধ না করা? বিধবা বিবাহ চালু না করা। আপনি হিন্দু সংস্কার আন্দোলন নিয়ে পড়ুন না একটু!
  • kallol | 220.226.209.2 | ৩১ মে ২০১১ ১১:৫০472655
  • আমি যতদূর জানি, রামমোহন, বিদ্যাসাগররা হিন্দুই ছিলেন। রামমোহনের ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মেরই রকমফের মাত্র।
    ফলে আমি যা লিখেছিলাম তার পাশেই থাকলাম - মুসলমান সমাজের ভিতর (গুরুতে নজরটান দেওয়া যায় না, তাই ""ভিতর"" হরফটাকে মোটা করা গেলো না। ওটা মোটা হরফে আর তলদাগ দিয়ে পড়ুন) থেকে যতদিন সংষ্কারের চাপটা না আসবে, ততদিন এমনই চলবে।
    আমি হিন্দু সংষ্কার আন্দোলন পড়বো। আপনি বাংলাটা শেখার চেষ্টা করুন।
    হিন্দু সমাজের ভিতর থেকেই সংষ্কারের চাপটা এসেছিলো। পাশ্চাত্যের প্রভাব ছিলো, কিন্তু তাকে আত্মস্থ করেছিলেন হিন্দু সমাজ সংষ্কারকরা। তাঁদের প্রচেষ্টা ধিকৃত হয়েছে সংখ্যাগুরু হিন্দুদের থেকে, কিন্তু শেষ পর্যন্ত মেনেও নিতে হয়েছে। সতীদাহপ্রথা বা বিধবাবিবাহ আইন নিশ্চই খুব বড়ো ব্যাপার। কিন্তু আইন করে আর কবে কি হয়েছে, যতদিন না সমাজ তাকে মান্যতা দিয়েছে। আজও হিন্দু সমাজে বিধবাবিবাহ মান্যতা পায় নি।
    মুসলমান সমাজের ভিতর থেকে এমন প্রচেষ্টা কোথায়? কিছুটা চেষ্টা করেছেন বেগম রোকেয়া, স্যর সৈয়দ আহমেদ খান। কিন্তু তাদের প্রচেষ্টা তেমন ফলবতী হয়নি।
    যখন হিন্দু মেয়েরা স্কুল-কলেজে যেতে শুরু করছে, চাকরী করতে বের হচ্ছে, তখনও হিন্দু সমাজ বিরোধীতা করেছে প্রাণপনে, কিন্তু আটকাতে পারেনি। আজও মুসলমান সমাজ মেয়েদের বোরখার ভিতর থেকে বাইরে আনতে পারলো না।
    আরএসএস বা হিন্দু মহাসভা বা শিবসেনা বা নরেন মোদী হিন্দু সমাজেরই অংশ, কিন্তু সমগ্র হিন্দু সমাজ নন। আমি বিশ্বাস করি মৌলবাদী মুসলমানেরাও তেমনই মুসলমান সমাজের অংশমাত্র সমগ্র মুসলমান সমাজ নন। কিন্তু এদের বাইরের মুসলমান সমাজ নানা কারনেই কনফরমিস্ট হয়েই আছেন।
    ব্যাক্তি হিন্দুর কাছে কালীবাড়ি যাওয়া বা পূজোয় অঞ্জলি দেওয়াটা অত্যবশ্যক নয়। না করলে তাকে একঘরে হয়ে যেতে হয় না। গরু/শুওর খেলে মা বাপে রাগ করে, কিন্তু ঐ অবধিই। সে তারপরেও সরস্বতী পূজোয় অংশ নিতেই পারে। সাধারণভাবে মুসলমান সমাজে এটি হওয়ার নয়। তসলিমা বা সলমন রুশদির মতো অবস্থা হিন্দু লেখকদের হয় না।
    যদিও সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ে মুসলমান ছাত্রদের "মাদ্রাসা" বিরোধী আন্দোলন আশা জাগাচ্ছে। আশা করি এঁরা আরও বড়ো কাজে হাত দেবেন। বলতে পারবেন আমরা মানুষ, ঘটনাচক্রে ধর্মে মুসলমান।
  • pi | 72.83.97.171 | ৩১ মে ২০১১ ১২:০৮472666
  • পড়াশুনো করতে বল্লে রাগ হবে ক্যানো, কিন্তু পড়তে গিয়ে যদি দেখি মাস্টারমশায় ভুলভাল শেখাচ্ছেন ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে রেখেছেন, তাহলে পড়তে গিয়ে ফালতু
    সময় নষ্ট হয়েছে বলে রাগ হয়। এই আর কি। :)
  • pi | 72.83.97.171 | ৩১ মে ২০১১ ১২:১৭472677
  • ছাত্রছাত্রীদের যখন এ নিয়ে এত ক্ষোভ , তখন মমতা কাদের তুষ্ট করতে , কাদের দাবি মেনে এই কাজ করলেন ?
    এই দাবিটা তো ছাত্রছাত্রীদের ছিল বলেই জানতাম :

    On December 27, 2010, when the students were fasting on this issue, Mamata assured them she would include ‘madrasah’ in the university’s name, thereby ending the hunger strike. The earlier Left Front government was against the move as ‘madrasah’ in Arabic means school, not university.

    Ahsanul Bari, president of West Bengal Madrasah Students Union, said, “We thank the chief minister for today’s announcement. We have been carrying on this movement since 2007. We wanted that the tradition of Calcutta Madrasah to be with Aliah University, so we wanted the word ‘madrasah’ to be included,” said.


    এই ছাত্রছাত্রীরা এখন মন 'পরিবর্তন' করেছেন, নাকি ছাত্রছাত্রীদের দু'রকম ইউনিয়নএর কেস আছে ?

    আর, ইউনিভার্সিটির নাম এ মুসলিম বোঝা গেলে চাকরি পেতে অসুবিধে হচ্ছে বলে আপত্তি ? সেতো আলিয়া নাম থেকেও বোঝা যাবে ? আলিগড় মুসলিম ইউনিভার্সিটির বেলায় ? আর, ছাত্রছাত্রীদের নিজেদের নাম ? সে ও পরিবর্তন করছেন ? ;)

    যাই হোক, কল্লোলদাকে ক।

  • san | 198.179.147.171 | ৩১ মে ২০১১ ১৮:১৯472688
  • আবার বিভ্রান্তিকর তথ্য কোথা থেকে এল? আরবিআই এর ডকু থেকে কিন্তু ৯-বাবুর তথ্যের সমর্থনই এল দেখলাম ( ৬৬ পাতায় ) - প: বঙ্গের দেনা-আয়ের অনুপাত সেই ৪১% আর 'দেনা-আয় অনুপাতের নিরিখে' রাজ্যগুলির মধ্যে অবস্থান সেই ১৮।

    পলিসিগত বিষয়ে দ্বিমত থাকতেই পারে সে অন্য কথা কিন্তু অন্তত তথ্যের ব্যাপারে উনি কিছু মিসলিড করেন নি বা প: বঙ্গের অবস্থা 'তত খারাপ নয়' দেখাচ্ছেন এমন একেবারেই না । এই অনর্থক কটুকাটব্য এবারে বন্ধ করলে হয়না? বড্ড চোখে লাগে।

  • san | 198.179.147.171 | ৩১ মে ২০১১ ১৮:২১472699
  • ওফ্‌ফ আমিও ভুল টইতেই লিখলাম।
  • Biplab Pal | 63.118.38.200 | ৩১ মে ২০১১ ১৯:০৮472710
  • PI&Kollol

    ActuallytherewasnomasssupportfromHindusbehindRamMohanorVidyasagar- LordBentinckdiditasa "humanist"-YoumustreadhislettertoPrivyCouncil-themostimportantlineonthenote-thereisnoHinduhumanity-humanismisunitedandundivided.

    ***************

    http://www.mukto-mona.com/Articles/biplab_pal/bentink.htm
  • siki | 122.162.75.192 | ৩১ মে ২০১১ ১৯:৩৩472623
  • কতো কথা! বাপ্‌রে!!

    বিশ্ববিদ্যালয়টির নাম আলিয়া জামিয়া। আরবি ভাষায় জামিয়া মানে বিশ্ববিদ্যালয়, আর মাদ্রাসা মানে বিদ্যালয়, স্কুল।

    এখন আলিয়ার নাম বদলে আলিয়া মাদ্রাসা জামিয়া করলে তার মানে হয়, আলিয়া বিদ্যালয় বিশ্ববিদ্যালয়। যার মাথাও হয় না, মুণ্ডুও হয় না। মূলত প্রতিবাদটা সেই নিয়েই ছিল।
  • kallol | 220.226.209.2 | ৩১ মে ২০১১ ২০:৩৬472624
  • বিপ্লব।
    তো? হিন্দুগুলো সব নচ্ছার ছিলো। তবু একটা রামমোহন একটা বিদ্যাসাগর লড়ে গেলো। এবং লড়ে নিলো।
    সেটা করতে মুসলমানেদের কেউ না করেনি তো! মুসলমান সমাজের সংষ্কার মুসলমানেদেরই করতে হবে।
    কেন আজও শাহবানোর মতো ঘটনায় মুসলমান সমাজ গেলো গেলো রব তোলে? প্রতিবাদী কন্ঠ কোই? কেন পৃথিবী জুড়ে বোরখা, হিজাব নিয়ে এতো স্পর্শকাতরতা? কোই ঘোমটা নিয়ে হিন্দু সমাজে তো এরকম গেলো গেলো রব নেই। তা বলে কি ঘোমটা না দিলে হিন্দু মেয়েরা তিরষ্কৃত হয় না? উত্তর ভারতের গ্রামে ঘোমটা ছাড়া মহিলার দেখা মেলা ভার। ইন্দিরা-সোনিয়াকেও ঘোমটা দিতে হয়। কিন্তু মায়াবতী বা মমতা বা জয়ললিতা ঘোমটা না দিয়েই দিব্যি আছেন। ওরা কেন ঘোমটা দেন না, তা নিয়ে কোন বিতর্কও তো কোনদিন শুনিনি।
    লার্ড বেন্টিঙ্ক হিন্দু সমাজ নিয়ে কি বললেন, তাই দিয়ে কিছুর বিচার হয় না। ওরা হিন্দু-মুসলমানদের অর্ধেক ব্যাপার বুঝতই না। রামমোহনের দলবল ছিলো। না হলে আর ব্রাহ্ম সমাজ এলো কোত্থেকে। বিদ্যাসাগরেরও দল ছিলো। তারা সংখ্যালঘু ছিলো। কিন্তু ছিলো। মুসলমান সমাজে এটা স্রেফ নেই।
    একটা ঘটনা বলি। বাংলাদেশের ঘটনা। যেখানে মুসলমান সংখ্যালঘু নয়।
    বছর তিনেক অগে আমি ঢাকা গেছিলাম সপরিবারে। আমার বন্ধুর মা একা থাকেন একটা মস্তো ফ্ল্যাটে। আমি তাকে আম্মা ডাকি। সম্পর্কটা এরকমই। কোথায় থাকবো সেটা নিয়ে কথা উঠতে আমার বৌ আম্মার কাছে আবদার করেছিলো - তোমার ছেলে তো বন্ধুদের নিয়ে মেতে থাকবে। ও যেখানে খুশী থাকুক। আমি আর তোমার নাতি তোমার কাছে থাকবো। ওদের থাকা হয়নি। কারন আম্মা আমার বউকে বলেছিলেন যে ও থাকতেই পারে কিন্তু আমি বা আমার ছেলে নয়। তাতে ওর ছেলেরা রাগ করবে। উনি একা থাকেন তো! ওনার ছেলে-মেয়েরা অক্সফোর্ডে পড়া। ওনার স্বামী পাকিস্তানের ফরেন ডিপার্টমেন্টে কাজ করতেন। সেই সূত্রে দেশ-বিদেশ ঘোরা মানুষ।

  • umesh | 80.254.147.148 | ৩১ মে ২০১১ ২১:১৮472625
  • আমার অবাক লাগে যখন দেখি, যত বেশী শিক্ষিত তত বেশী গোঁড়া।
    শিক্ষা আর গোঁড়ামী টা সমানুপাতিক ভাবে বেড়ে চলে।
    এটা পুরো ভারত উপমহাদেশে সত্যি।
    মুসলমান দের মধ্যে আরো বেশী।
    একমাত্র বাঙালী হিন্দুরা অনেকটা ব্যতিক্রম।
  • siki | 122.162.75.192 | ৩১ মে ২০১১ ২১:২৫472626
  • উফ্‌ফ, কী সহজ সরল সরলরৈখিক সইত্য। দেখলেও মুগ্‌ধ হয়ে যেতে হয় :-)
  • umesh | 80.254.147.148 | ৩১ মে ২০১১ ২১:৩৫472627
  • শমিক, তুমি আমার কথা নিয়ে যতই মজা করো, আমি শিক্ষিত অবাঙালী নাস্তিক খুব কম দেখেছি। আমার মতো ঘোর নাস্তিক একটাও না।
    আমি আজ পর্যন্ত একটা মাত্র মুসলমান শিক্ষিত নাস্তিক এর সাথে মুখোমুখি দেখা পেয়েছি।
  • nyara | 122.172.164.104 | ৩১ মে ২০১১ ২১:৫৭472628
  • গোঁড়া নাস্তিক হয়না? বা অ-গোঁড়া আস্তিক?
  • bitoshok | 74.120.15.150 | ৩১ মে ২০১১ ২২:১৮472629
  • পাই এর পোস্টের থেকে খানিকটা ধার নিচ্ছি।

    AhsanulBari, presidentofWestBengalMadrasahStudentsUnion, said, "Wethankthechiefministerfortoday'sannouncement.Wehavebeencarryingonthismovementsince2007.WewantedthatthetraditionofCalcuttaMadrasahtobewithAliahUniversity, sowewantedthewordmadrasahtobeincluded"।

    ভেবে দেখুন তো এতদ্বারা মমতাদেবী কাদের প্রশ্রয় দিচ্ছেন।

    http://bit.ly/jYYOB4

  • siki | 122.162.75.192 | ৩১ মে ২০১১ ২২:৪৬472630
  • আলোচনার মূল লক্ষ্য কারা? বাঙালি? বাঙালি হিন্দু? নাকি মুসলমান? বাঙালি আর মুসলমান কি দুটো আলাদা সেট?

    শিক্ষিত অবাঙালি নাস্তিক আমি দেখেছি। সত্যি বলতে কি শিক্ষিত বাঙালি হিন্দু নাস্তিকও আমি খুব কম দেখেছি। চোখে দেখেছি আরো কম। এই গুরুচণ্ডালির পাতায় ভার্চুয়ালি যা দেখা আর কি।

    গোঁড়া আস্তিক, কথায় কথায় ম্যা-ম্যা করা, আঙুলে আংটি বগলে তাবিজ শিক্ষিত হিন্দু বাঙালি প্রচুর দেখেছি। প্র-চু-র। সেই তুলনায় নাস্তিক, ঘোর নাস্তিক, গোঁড়া নাস্তিক, গ্যাঁড়া নাস্তিক, খুব খুব খুব খুব কম দেখেছি। ঐ, বাঙালি শিক্ষিত হিন্দু ডোমেইনে।

    তবে ইয়ে একটা কথা, শিক্ষিত বা অশিক্ষিত, মানুষটি যদি নাস্তিক হয়, তা হলে তার পরিচয় হিন্দু বা মুসলমান দিয়ে করা যায় না। আমি নিজেকে হিন্দু বলে পরিচয় দিই না।

    অন্যদিকে, শিক্ষা আর গোঁড়ামি সমানুপাতিক হারে বেড়ে চলে, এটা ভারতীয় উপমহাদেশে সত্যি, মুসলমানদের মধ্যে আরো বেশি, বাঙালি হিন্দুরা ব্যতিক্রম, এগুলো জাস্ট বকোয়াস ছাড়া আর কিছু মনে হয় না। গোঁড়ামির সঙ্গে শিক্ষার কোনও সম্পক্কো নেই। অশিক্ষিত গোঁড়াও প্রচুর হয়। নাস্তিক হিন্দু সংখ্যায় কম, নাস্তিক মুসলমান আরো কম।

    প্রসঙ্গত, নাস্তিক শিখ, বা নাস্তিক বৌদ্ধ বোধ হয় সংখ্যায় শূন্য। আমাদের দেখা, মার্কেটে একমাত্র নাস্তিক শিখ হলেন হরকিষণ সিং সুরজিৎ :)))) তো, এর মানে কি শিখ বা বৌদ্ধরা মুসলমানদের থেকেও বেশি নাস্তিক?

    মুসলমান বললেই কম্প্যারিজনটা হিন্দুদের সঙ্গে টানা হয়। "আমরা এ রকম নই' বলে মুসলমানদের থেকে হিন্দুদের আলাদা করে দেখার প্রয়াস বেশ কয়েক শতাব্দী পুরনো। এর অনেক ঐতিহাসিক কারণ ইত্যাদি আছে। কখনো হিজাব/বোরখার সঙ্গে পাগড়ি-কড়া-কৃপাণের তুলনা করা হয় না। বোরখা ব্যান নিয়ে গলা ফাটাই। শিখেদের পাগড়ি খুলে ফেলা নিয়ে আমরা কেউ কোনও প্রতিবাদ করি না :-)))
  • kd | 99.38.123.8 | ৩১ মে ২০১১ ২৩:০২472631
  • সব্বোনাশ! আমি আবার শিক্ষিত, অশিক্ষিত কোনো ""মুসলমান''কেই চিনি না যে ""আস্তিক''।
  • nk | 151.141.84.194 | ৩১ মে ২০১১ ২৩:০৪472632
  • না না কেডি, "অস্তি" থেকে আস্তিক, মানে সেই পন্থী যে মানে অস্তি, আছে (সেই তিনি আছেন, নিরাকার যদিও)।
  • Sibu | 66.102.14.1 | ৩১ মে ২০১১ ২৩:০৮472634
  • কাবলী-মামা মনে হয় যে বেদ মানে সেই আস্তিক বলছেন :)।
  • nk | 151.141.84.194 | ৩১ মে ২০১১ ২৩:০৯472635
  • আ:, ওমনাথের মেয়ের জন্য আরেকটা নাম পাওয়া গেল---অস্তিকা। মার দিয়া কেল্লা। :-)
    হেই কেডি, আস্তিক মুনির গল্পোটা কোনো থ্রেডে করুন না। ইনি তো সেই অর্থে আস্তিক না, এনার নামই আস্তিক। :-)
  • nk | 151.141.84.194 | ৩১ মে ২০১১ ২৩:১২472636
  • এই আস্তিক মুনির ক্ষেত্রে আবার অন্য ব্যাকরণগত ব্যাপার, অস্তিকার পুত্র তাই আস্তিক। দুর্জনে বলে অস্তিকার স্বামী জরৎকারু মুনি "অস্তি অস্তি" আছে রে আছে বলে চলে যান, তাই আস্তিক। ঈশ ছেলেটা আর দেখতে পেল না বাবাকে। এত সব কনফারেন্সে যাবার কী দরকার বলুন তো?
  • kd | 99.38.123.8 | ৩১ মে ২০১১ ২৩:১৩472637
  • সিকি, এটা তুমি কী বল্লে? অ্যাঁ, অ্যাঁ?
    ভেবে দ্যাকো, বোরখায় ঢাকা জিনত আমন, আর দাড়ি কামানো মনমোহন সিং। কোনো তুলনা হয়? বলো?
    মানে, একটু রিয়েলিটি চেক আর কী। :)
  • kallol | 220.226.209.2 | ৩১ মে ২০১১ ২৩:২৭472638
  • হরকিষণ সিং সুরজিত মোটেও নাস্তিক নন। তাহলে ধর্মচিহ্ন ছেড়ে দিতেন, যেমন বুদ্ধ ভশ্চাজ্জো পৈতে রাখে না তেমন। বরং নাস্তিক শিখ বোধহয় গুলজার।
    শিখদের পাগড়ি, দাড়ি বা কৃপান নিয়ে চাপ নেই। কারন তা কারুর মুখ ঢেকে রাখে না। বিশেষ করে মেয়েদের ওপর কোন বিধি নিষেধ নেই।
    ভাবো তো দিদিমনি ইস্কুলে পড়াচ্ছেন, তার মুখ দেখা যাচ্ছে না। আর যুক্তি কি? না সব্বো অঙ্গ ঢেকে না রাখলে পুরুষের মাথার ঠিক থাকবে না। কাজকম্মো ছেড়ে সব্বাই মেয়েদের ওপর হামলে পড়বে।
  • siki | 122.162.75.192 | ৩১ মে ২০১১ ২৩:৩২472639
  • :)

    সেই জন্যেই তো হরকিষেণ সিং সুরজিত্যের নামের পাশে স্মাইলি লাগালাম।

    শিখনীদের মুখ ঢাকা হয় না বটে, কিন্তু মাথায় দুপাট্টা দেওয়া হয়, সেইজন্য তাঁরা হেলমেট নামক অধার্মিক শিরোভূষণ শিরোধার্য করতে অপারগ, স্কুটার মোটরবাইকের পেছনে বা সামনে বসার সময়ে। তাই ধর্মের ঔদার্য দেখিয়ে দিল্লিতে কোনও মেয়েরই হেলমেট লাগে না।

    :)
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০৩:১৩472640
  • কী কেস কে জানে।
    এখানে জামিয়া আর মাদ্রাসার মধ্যে অন্য কোনো ইসলাম সংক্রান্ত ব্যাপার ও আছে মনে হচ্ছে। মাদ্রাসা চাইছে থিওলজির জনতার। বাকিরা বিপক্ষে। আর সেটা এই গ্রাউণ্ডে ,
    They think that adding Madarsah will completely change the way the outside world perceives and treats the university which will finally hamper their placement prospects. They are afraid of marginalization and what they term as “educational ghettoization.”

    এদিকে আবার এও বলছে,
    Aliah University Saltlake campus students organized a body. Abul Kalam Azad, general secretary of Students Union of Aliah University told TwoCircles.net that there was no university with the name Madarsah. He also said that the agitating students want a name on the pattern of Jamia Millia Islamia or Aligarh Muslim University.

    তো নামে ইসলামিয়া কি মুসলিম এলে কোনো “educational ghettoization.” হবেনা ?

    http://twocircles.net/2011may29/protest_against_change_name_aliah_university_continues.html

    তবে, বোরখা পরা বাধ্যতামূলক করা হলে খুব ই বাজে হবে।
  • Biplab Pal | 72.81.226.222 | ০১ জুন ২০১১ ০৩:২২472641
  • তবে, বোরখা পরা বাধ্যতামূলক করা হলে খুব ই বাজে হবে।



    কেন? কিছু কিছু পন্ডিত যে বলছিল ওরা যদ্দিন মুসলমান থাকতে চাইবে???

    মানে যদ্দিন ওদের মেয়েদের কোন অধিকার থাকবে না!! এই সব প্রগতিশীলের দল কি জানে ধর্ম পুরুষতন্ত্র ছারা আর অন্য কিছু না?
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০৩:৩৬472642
  • এখানে তো মেয়েটি এবং আরো অনেকেই নিজেরাই চাইছেন না। এবং আন্দোলনটা ও তাঁরাই করছেন। কল্লোলদার বক্তব্য তো এটাই ছিল। এরকম ভাবেই ভিতর থেকে এগিয়ে আসতে হবে।
  • ranjan roy | 122.168.203.91 | ০১ জুন ২০১১ ০৪:৩৩472643
  • এখানে সোজাসুজি বলা যায় না যে কল্লোল এরকম বলছিলেন?
    ""কিছু কিছু পন্ডিত যে বলছিলো"" এরকম খোঁচা মারা বাক্যবন্ধ একটি ইম্পর্ট্যান্ট আলোচনার পরিবেশটাই------?
  • Biplab Pal | 72.81.226.222 | ০১ জুন ২০১১ ০৪:৫৮472645
  • এরকম ভাবেই ভিতর থেকে এগিয়ে আসতে হবে


    তুমি কি জান যে, ইরাণে মেয়েদের দাবি নিয়ে যে সব শরিয়া বিরোধী আন্দোলন হয়েছে, সেখানকার সব ফেমিনিস্টদের জেলে পোড়া হয়েছে।

    আর ভারতের কথা যদি বলত-শাহবানু মামল। রাজীব কি শাহবানুর কথা শুনে ছিলেন???

    ব্যাপারটা অত সহজ না। মুসলমান মেয়েরা যখনই শরিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রতিটা হিন্দু নেতা, মোল্লাদের পেছন শক্ত করেছে। এটাই ভারতের ইতিহাস। তাহলে ওরা যখন চাইবে মানে কি? যখন কোণ মুসলমান পুরুষ চাইবে? কেন চাইবে তারা ? শরিয়ার বলে তারা মেয়েদের যখন খুশী তালাক দিতে পারে-তাদের পেটাতে পারে ( কোরানে বৌ পেটান আইন সম্মত)।

    একজন মুসলমান মেয়ে বা মা কি করে হিন্দু মেয়ে বা মায়েদের থেকে আলাদা হতে পারে?

    কাউকে হিন্দু বা মুসলমান বলে মানা সব থেকে বড় ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজিকে কোন যুক্তিতেই মানা যায় না।অ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন