এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 198.175.62.19 | ২৮ জুন ২০১১ ২২:২৪472809
  • সত্যিইতো, মানবাধিকার কর্মী, কংরেস, নকশাল, কেউ করেনি সিপিয়েম কেন করবে? ক্ষমতায় ছিল বলে কি চুরির দায়ে ধরা পড়েছিল নাকি?

    বরানগর নিয়ে সুরাহা হয়নি, সাঁইবাড়ির বিচার কেন হবে? চলবে না চলবে না।

    রাজনৈতিক মতকে ডিফেন্ড করতে করতে আমরা কখন রাজনীতির ছাতার তলায় থাকা দুষ্কৃতিদের সমর্থন করতে থাকি সেটা একটা আশ্চর্য ব্যাপার। কি সুন্দর সুচারূভাবে সিপিয়েমের আশ্রিত খুনেরা এখন তৃণমূলে ঢুকে পড়ছে দেখে তাজ্জব হয়ে যাচ্ছি। কিন্তু একবছর আগে তাদের কিছু বলতে গেলে সিপিয়েমের ছোট মেজো নেতারা রইরই করে উঠতেন। এবং এই ফ্রাঙ্কেনস্টাইনের নিকটদৃষ্টিকে আমরা বাহবা দিয়েই চলেছি। একটা নীতিকে সমর্থন করি বলে তার সব সমর্থকদের সব কাজ সমর্থন করতেই হবে, এই জিনিসটাতে অবাক লাগে।

    সিপিয়েম তৃণমূল নির্বিশেষে।
  • pi | 72.83.103.17 | ২৮ জুন ২০১১ ২২:৩০472810
  • আশ্রিত খুনেরা এবং উপরতলার দুর্নীতিগ্রস্ত ক্ষমতাবান লোকজন ও। অনেক বেনোজল ই নতুন রাস্তা দেখে নিচ্ছে।
  • nk | 151.141.84.194 | ২৮ জুন ২০১১ ২২:৫৪472811
  • "উপর থেকেই সব এসে গেল!"
    শিব্রামের "ঈশ্বর পৃথিবী ভালোবাসা"য় একজায়্‌গায় এক খুব আদর্শবাদী জেলখাটা খদ্দরপরা বন্ধুকে শিব্রাম বলছে, "আচ্ছা এতকাল এদের দেখা যায় নি, জেলের বেলা তুই জেল খাটলি, কাজের বেলা তোরা কাজ করলি, এখন উপরতলার এই নেতারা এলো কোথা থেকে?"
    বন্ধু বলছে, "উপর থেকেই সব এসে গেল।"
    :-)
  • Mmu | 79.86.171.220 | ২৯ জুন ২০১১ ০২:৫২472812
  • shibu দা, আমি সত্যিই প্যারিসে থাকি , এবং Bratin বাবুর (২৪ জুন ২০১১,০২-১৪) পোস্টের সাথে আমি একমত। হ্যাঁ আমিও একজন তৃনমূল কং সমর্থক। এবং শুধু সমর্থক না অতি সমর্থক।
    aka দা আমি জানিনা আপনি প্যারিস বা লাদাখ থেকে লিখতে পারেন কি না। লিখুন অসুবিধা নেই কোন , তবে আমি কিন্তু প্যারিস থেকেই লিখি।
    আরো একটা কথা বলতে চাই এই যে "জনরোষ' এই কথাটা কিন্তু সি পি এম তথা বামফ্রন্ট আমলেই সৃষ্টি ( বোধ হয় ওনাদেরই ) । যতদুর মনে আছে বামফ্রন্ট ক্ষমতায় এসেই কং দের ক্ষমা করে দিয়েছিল, কিন্তু সুযোগ পেলেই জনরোষের নামে পালিশ করতেও ছারত না । এটা গুরুর অনেকেই জানেন কিন্তু তর্কের খাতিরে কেউই একমত হবেন না জানি ।

  • kallol | 220.226.209.2 | ২৯ জুন ২০১১ ০৯:১১472813
  • ১) না, আমরা মানবাধিকার কর্মীরা কোন ""তীব্র"" আন্দোলন গড়ে তুলতে পারিনি। করান খুব সহজ, আমাদের সেটা করার মতো সাধ্যই ছিলো না। নকশালদের সম্পর্কেও একই কথা খাটে। তবু আমাদের অল্প সাধ্যে যতটুকু করা যায় বারবার তা করেছি। বামফ্রন্টের কাছে দাবী জানিয়েছি ঐ সব ঘটনার তদন্ত করতে। মনে রাখবেন শুধু নকশালদের জন্য নয়, অত্যাচারীত, নিহত সিপিএম কর্মীদের জন্যও একই দাবী করেছি।
    ২) হ্যাঁ, আমি সিপিএমের ক্ষমতা থেকে উচ্ছেদ চেয়েছি। কেন চেয়েছি তা বহুবার বলা হয়ে গেছে। কেন তৃণমূল-কং জোটকেই সমর্থন করেছি তাও বহুবার বলা। এরা ঐ ব্যাপারে কতটা কি করবে তা নিয়ে আমার কোন সন্দেহ নেই, তা আমি কিন্নরবাবুকে লেখা চিঠিতে বলেই দিয়েছি।
    ৩) মমতার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ নন্দীগ্রাম ও সিঙ্গুরের দোষীদের শাস্তি দেওয়া। সেটার প্রক্রিয়া একটা সময়ের পর শুরু না হলে, নন্দীগ্রাম-সিঙ্গুরের মানুষই আন্দোলন করবেন।
    আর, মমতার আসল উদ্দেশ্য নিয়ে আপনি যা লিখেছেন, আমিও তাই মনে করি। কাশীপুর-বরানগর ইত্যাদি মুছে যাবে, কারন সাক্ষ্য-প্রমাণাদি লুপ্ত। সাঁইবাড়ি রয়ে যাবে।

    আপনি যখন মেনেই নিয়েছেন এ ব্যাপারে বামফ্রন্ট ব্যার্থ, তাই আপনার পোস্টটি ""বামফ্রন্টের ব্যার্থতা ঢাকার জন্য করা হয় নাই""। আমার তা হলে আর কিছু বলার নাই।
  • kallol | 220.226.209.2 | ২৯ জুন ২০১১ ০৯:৩১472814
  • পিটি।
    কিন্নরবাবুর ফোন নম্বরের জন্য ধন্যবাদ। ওনাকে আমার চিঠি, আপনার প্রতিক্রিয়া, তার ওপর আমার প্রতিক্রিয়াও পড়ে শুনিয়েছি।
  • prateek | 128.138.65.254 | ২৯ জুন ২০১১ ১০:০৬472817
  • আমার ধারনা সুগত বসুও খুব বেশী সময় দেবেন্না।।

    আর এটাও আমার ধারনা thieves are replaced by dacoits or vice versa
  • PT | 203.110.247.221 | ২৯ জুন ২০১১ ১৩:১৮472819
  • লোকাল দাদা উবাচ:

    জঙ্গলমহল থেকে যৌথবহিনী সরছে না........সব রাজনৈতিক বন্দীকে ছাড়তে গেলে সিপিএমের লোকদেরও ছেড়ে দিতে হবে!!

    প:বঙ্গের মানবাধিকার কর্মীরা কি সেইজন্যেই ভালুক-ঘুমে তলিয়ে গিয়েছে?
    http://www.anandabazar.in/29med1.html
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুন ২০১১ ১৩:৪১472820
  • রাজনৈতিক বন্দী কাদের কয় ?
  • PT | 203.110.247.221 | ২৯ জুন ২০১১ ১৩:৫৭472821
  • ..... বোধহয় শুধু মাওবাদী এবং তাদের সহাযোগী/সমর্থকদের।
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুন ২০১১ ১৪:১৯472822
  • তবে আর সিপিয়েমের লোকেদের ছাড়তে হবে কেন ?
  • kallol | 220.226.209.2 | ২৯ জুন ২০১১ ১৪:৩৭472823
  • বন্দীমুক্তির বিষয়ে মানবাধিকার কর্মীদের মত জানতে হলে পড়ুন - একদিন ৭ জুন, শুভেন্দু দাশগুপ্তের উত্তর সম্পাদকীয় - ১৯৭৭ আবার ফিরে আসুক।
    আমার কাছে পিডিএফ আছে। চাইলে মেইলে পাঠাতে পারি।
  • Bratin | 122.248.183.1 | ২৯ জুন ২০১১ ১৪:৪৫472824
  • সিপি এম এর একদা ডাকসাইটে নেতা ( ডাকাত নন কিন্তু!!) র বাড়ির চারপাশ থেকে মানুষের কঙ্কাল আবিষ্কার হবার পরে তিনি হাই-কোর্টে এ আগাম জামিন চেয়েছেন!! ধরা যাক এনা কে গ্রেফতার করা হল। এনি কি রাজনৈতিক বন্দীর স্ট্যাটাস পাবেন?
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুন ২০১১ ১৪:৫৬472825
  • নেতাই কাণ্ডে গ্রেপ্তার সিপিয়েম কর্মীদের মুক্তির দাবিতে দিকে দিকে আন্দোলন গড়ে তুলুন ।
  • kallol | 220.226.209.2 | ২৯ জুন ২০১১ ১৫:০৩472826
  • ব্যাক্তিগতভাবে আমি সমস্ত রাজনৈতিক বন্দীদের নি:শর্ত মুক্তির পক্ষে। হ্যাঁ নেতাই, নন্দীগ্রাম, সিঙ্গুরের ঘটনায় যে সিপিএমের কর্মীরা বন্দী আছেন তারাও রাজনৈতিক বন্দী।
    জানি এদের ছেড়ে দেবার কথা বললে অনেক বন্ধুই আপত্তি করবেন। কিন্তু রাজনৈতিক বন্দীমুক্তি যদি বেছে বেছে হয়, তবে তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। এই ধরনের উদাহরণ থেকে গেলে তা বিপজ্জনক। রাষ্ট্রকে এই ধরনের কাজের মান্যতা আমাদের পক্ষ থেকে দেওয়াটা পাপ।
    দিনের শেষে নেতাই ইত্যাদির অপরাধীরাও একটা রাজনীতির যায়গা থেকেই যা করার করেছেন, সে যত ভুল রাজনীতিই হোক না কেন। যে মাওবাদীরা ""গণ আদালত"এর নামে যে খুন করেছে, সেও তো ভুল রাজনীতিই।
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুন ২০১১ ১৫:১০472827
  • কানিমোঝি রাজনৈতিক বন্দী ? কাসভ ? সুহৃদ দত্ত ?
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুন ২০১১ ১৫:১৫472828
  • সাম্প্রদায়িক দাঙ্গায় অভিযুক্ত লোককে কি ধর্মীয় বন্দী হিসেবে মুক্তি দিতে বলবেন ?
  • Bratin | 122.248.183.1 | ২৯ জুন ২০১১ ১৫:১৯472831
  • আমি একমত নই। নেতাই কান্ডে যাদের ধরা হয়েছে তাদের বাংলা দৃষ্টান্ত-মূলক শাস্তি হওয়া দরকার। রাজনৈতিক দলের ছত্র-ছায়ায় থাকলেই যে য খুশী তাই করা যায় না সেট পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া দরকার। সব রাজনৈতিক বন্দী দের যদি মুক্তি দেওয়া হবে, তাহলে তাদের গ্রেফার করা কী জন্যে? একই ভাবে কাশীপুর/ বরানগর মামলা তেও যদি কাউকে ধরা হয়। তাদের ও শাস্তিও দাবি জানাই। রাজনৈতিক রং নির্বিশেষে।
  • kallol | 220.226.209.2 | ২৯ জুন ২০১১ ১৫:২২472832
  • কানিমোরি, রাজা, কলামডি রাজনৈতিক বন্দী নয়। তাদের অপরাধের কোন রাজনৈতিক দিক নেই। এরা যা করেছে, সেটা নিজেদের ব্যাক্তিগত লাভের জন্য।
    কাসভ, সুহৃদ দত্ত - রাজনৈতিক বন্দী। এরা যা করেছে একটা রাজনীতির জায়গা থেকে করেছে, এদের ব্যাক্তিগত লাভের জন্য নয়।
    একই রকমভাবে জ্ঞানেশ্বরী কান্ড যারা ঘটিয়েছে, তারাও যা করেছে, সেটা আদর্শের জন্য।
    কাসভ, সুহৃদ দত্ত, জ্ঞানেশ্বরীর দোষীরা যা যা করেছে তা নি:সন্দেহে নিন্দনীয়। কিন্তু এরা রাজনৈতিক বন্দীই।
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুন ২০১১ ১৫:৩৫472833
  • রাজনীতিতে ব্যক্তিগত লাভ নেই নাকি ? নিজের রাজনৈতিক কেরিয়ার শক্তপোক্ত করলে লাভ নেই ? তপন সুকুরের মত দলের সম্পদ হয়ে ওঠায় নিজের লাভ নেই ?
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুন ২০১১ ১৫:৪১472834
  • ধরেন আমি ভোটে জিততে চাই বলে দায়িত্ব নিয়ে এলাকাটা বিরোধীশূন্য করে দিলাম । এতে কি আমার দলের প্রতি দায়বদ্ধতা বা আদর্শানুরাগ প্রকাশ পেল ?
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুন ২০১১ ১৫:৪৫472836
  • নেতাইয়ের গুণ্ডারা রাজনৈতিক বন্দী হলে তাদের পার্টিকে বলতে হবে - হ্যাঁ, ওটাই আমাদের রাজনৈতিক লাইন । তেমনি তাপসী মালিককে পুড়িয়ে মারা আমাদের দলের রাজনৈতিক সিদ্ধান্ত । মাওবাদীরা যেমন বলে ।
  • Bratin | 122.248.183.1 | ২৯ জুন ২০১১ ১৫:৪৫472835
  • বিভিন্ন লোকের বিভিন্ন রকম মত থাকতে পারে, রাজনৈতিক চিন্তা ভাবনা থাকতে পারে, আদর্শ থাকতে পারে। কিন্তু যে কোন কারণেই হোক; মানুষ কে খুন করা কোন আদর্শ দিয়েই জাস্টিফাই করা যায় না।
  • kallol | 220.226.209.2 | ২৯ জুন ২০১১ ১৬:০১472837
  • বিষয়টা খুবই স্পর্শকাতর ও সূক্ষ্ম। এ কথা সত্যি যে দল ক্ষমতায় থাকলে ব্যাক্তির রজানৈতিক লাভের সাথে সাথে ব্যাক্তিগত লাভও হয়। দল ক্ষমতায় না থাকলে তার সম্ভাবনা কম, কিন্তু একেবারে নেই তাও নয়।
    যে মাওবাদীরা নানান হত্যাকান্ড ঘটিয়েছেন তারাও দলের ""সম্পদ"" বলেই গণ্য হয়েছেন। তাতে তাদের ব্যাক্তিগত লাভও হয়েছে।
    কাজেই এভাবে পার্থক্য না করে রাজনৈতিক বন্দীমুক্তি অনেক বেশী কাম্য। মনে রাখবেন আজকে এই ভাগাভাগি বন্দীমুক্তির পূর্ব দৃষ্টান্ত রেখে গেলে, পরে সব সরকারই তার সুযোগ নেবে।
  • kallol | 220.226.209.2 | ২৯ জুন ২০১১ ১৬:০৪472838
  • দুখের Date:29 Jun 2011 -- 03:45 PM পোস্টের জবাব এই মুহুর্তে আমার কাছে নেই। একটু ভাবতে দাও।
  • siki | 122.162.75.163 | ২৯ জুন ২০১১ ২২:৩৯472839
  • সিঙ্গুরে চাষীদের জমি ফেরানোর ব্যাপারে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।
  • ranjan roy | 122.168.165.40 | ২৯ জুন ২০১১ ২৩:৪৭472840
  • হ্যাঁ, এটা অতি বিতর্কিত বিষয়।
    কিন্তু আমার ব্যক্তিগত মত হল যে সব রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে তাদের, দলমত নির্বিশেষে বিচার হওয়া উচিৎ।
    হতে পারে কোথাও কোথাও রাজনৈতিক প্রতিশোধের উদ্দেশ্য মিথ্যে আরোপ লাগানো হয়েছে।
    সেটা আদালতের সামনে প্রমাণ করা হোক।
    সবরকম বন্দীদের ছাড়লে প্রতিবার রাজনৈতিক আদর্শের নামে খুন জাস্টিফাই হবে। দোষীরা জানবে আগামী ইলেকশানে সরকার বদল্র গেলে পাইকারি বন্দীমুক্তির ঝোঁকে আমরা পার পেয়ে যাবো, সেটা কাম্য নয়।
    তাই কোন দলেরই খুনের মামলার আসামীদের ছেড়ে দেয়া ঠিক হবে না।
  • Mmu | 79.86.171.220 | ৩০ জুন ২০১১ ০২:৪৭472842
  • ranjan দা আপনি একদম সঠিক বলেছেন । আপনার পুরো কথাই গ্রহন যোগ্য । আমারও তাই মনে হয় । তবে বিচার হলে সেটা বেশির ভাগটাই হবে বামেদের বিরুধ্যে ( অন্তত বিচার শুরুটা )। ফলাফল যা হয় হোক ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন