এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ন হন্যতে এবং লা নুই বেঙ্গলি

    Sankha
    বইপত্তর | ২৬ আগস্ট ২০১১ | ৪৪৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Sankha | 198.45.19.49 | ২৬ আগস্ট ২০১১ ২৩:০৩491213
  • বা: বেশ সহজ তো! এইতো খুলে গেছে টই। DOU ত যদিও বাংলা আর চৌকো বাক্সে দেখে খুব একটা বুঝলুম না। এইখানে এইবারে আগের লেখা গুলো ইমপোর্ট করবো কি করে? কপি পেস্ট করলে হবে?
  • aka | 168.26.215.13 | ২৬ আগস্ট ২০১১ ২৩:০৫491224
  • আগের লেখা ইউনিকোডে কপি করে এখানে এসে ইউনিকোডে পেস্ট করে সাবমিট। মাথার ওপরে ইউনিকোড।

    কিন্তু এবং না হয়ে বনাম হলে বেশ জমত না?
  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২৩:০৫491235
  • শঙ্খ,
    ইউনিকোডে গিয়ে করতে হবে। আসলে আগের একবার করতে গিয়ে একেকটা পোষ্ট হাজার বার করে এসে যাচ্ছিলো।
  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২৩:০৮491246
  • Name:SuMail:Country:

    IPAddress:86.160.15.140Date:25Aug2011 -- 01:56PM

    ভুমিকম্পের রাত বললে ন হন্যতের গপ্পো মনে পড়ে যায়! মির্চা এলিয়াদ আর মৈত্রেয়ী দেবী-- আর কি যেন বইটার নাম ছিলো হাঙ্গার?

    রোম্যান্স অ্যাপার্ট- সব্বাই ভালো আছে এইটেই যথেষ্ট!

  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২৩:১০491247
  • Name:kikiMail:Country:

    IPAddress:59.93.200.122Date:25Aug2011 -- 07:37PM

    সু,
    তুমি বলেছিলে না মির্চা আর মৈত্রেয়ীর দেখা হওয়ার লাইব্রেরীতে গেছিলে, না কি যেন!পিলিজ মির্চাকে নিয়ে বলো না,আমার প্রথম প্রেম।অসেই ক্লাস এইটে।অএখন ভাবলেই মজা লাগে যে একটা পুঁচকে তেরো বছরের মেয়ে লুকিয়ে লুকিয়ে কেঁদে চলেছে মির্চার জন্য। :P সেই কষ্টের অনুভুতি আর সেভাবে ফিরে এলো না।
  • Sankha | 198.45.19.49 | ২৬ আগস্ট ২০১১ ২৩:১২491249
  • Name:SuMail:Country:

    IPAddress:86.160.15.140Date:25Aug2011 -- 01:56PM

    ভুমিকম্পের রাত বললে ন হন্যতের গপ্পো মনে পড়ে যায়! মির্চা এলিয়াদ আর মৈত্রেয়ী দেবী-- আর কি যেন বইটার নাম ছিলো হাঙ্গার?

    রোম্যান্স অ্যাপার্ট- সব্বাই ভালো আছে এইটেই যথেষ্ট!

    ---------------------------------------------------------------------

    Name:kikiMail:Country:

    IPAddress:59.93.200.122Date:25Aug2011 -- 07:37PM

    সু,
    তুমি বলেছিলে না মির্চা আর মৈত্রেয়ীর দেখা হওয়ার লাইব্রেরীতে গেছিলে, না কি যেন!পিলিজ মির্চাকে নিয়ে বলো না,আমার প্রথম প্রেম।অসেই ক্লাস এইটে।অএখন ভাবলেই মজা লাগে যে একটা পুঁচকে তেরো বছরের মেয়ে লুকিয়ে লুকিয়ে কেঁদে চলেছে মির্চার জন্য। :P সেই কষ্টের অনুভুতি আর সেভাবে ফিরে এলো না।

    ---------------------------------------------------------------------
    Name:kikiMail:Country:

    IPAddress:59.93.200.122Date:25Aug2011 -- 07:40PM

    অথচ কি অদ্ভুত, আমার তখন রু এর জন্য অত কষ্ট হয়নি কিন্তু, নিজেকেই রু বানিয়ে ফেলেছিলাম বোধহয়।

    ---------------------------------------------------------------------
    Name:SuMail:Country:

    IPAddress:86.160.15.140Date:26Aug2011 -- 02:38AM

    কিকিরে, আমি ওদের লাইব্রেরীতে যাইনি - মির্চা এলিয়াদ - (বইতে মনে হয় ইউক্লিড)এর কথা এখানে কিছু পড়েছি - । আমাদের ক্রয়ডন লাইব্রেরীতে একটা বিরাট শেলফ শুধু ওনার লেখা বইতে ভরা। রিলিজিয়ান ফিলোসফি এই ধরনের সাবজেক্টে উনি একজন অথরিটি, মারা গেছেন কিন্তু মৈত্রেয়ী দেবী যখন দেখা করতে এসেছিলেন উনি সত্যিকারের সেলিব্রিটি ছিলেন বলা যেতে পারে! সেলিব্রিটি মানে শুধু কথার কথা নয়- এদেশে সেলিব্রিটির মানে টাকাপয়সায়ও বটে!
    ন হন্যতের সেই ভাইব্রেশান টা আমারও ছিলো তাই জন্যেই মির্চার লেখা নাইটস ইন বেঙ্গল ( লা নুই বেঙ্গলির ইংরাজী অনুবাদটা পড়লাম) তোমাকেও পড়াতে পারি- আমার কাছেই আছে গো। বাংলা টা অখাদ্য - পড়োনা। দুটো পড়লে পুরো স্টোরিটা সামনে আসবে- আর তাতে বড্ড মন খারাপ হয়ে যাবে!
    মির্চার কথা তোমাকে আরো বলবো না হয় - তুমিও খুঁজতে পারো চাইলে। মির্চা সত্যি ই অ্যামেজিং -- ভালোবেসে ফেলারই মতো মানুষ!

    ---------------------------------------------------------------------
    Name:SuMail:Country:

    IPAddress:86.160.15.140Date:26Aug2011 -- 02:46AM

    http://en.wikipedia.org/wiki/Mircea_Eliade
    উইকি তে দেখো আগে
    মৈত্রেয়ী দেবীর বাবার কথা লেখা আছে দেখো --

    ---------------------------------------------------------------------
    Name:nkMail:Country:

    IPAddress:151.141.84.194Date:26Aug2011 -- 02:51AM

    মৈত্রেয়ী দেবীর "ন হন্যতে" প্রথম সেই সেভেনে টেভেনে থাকতে পড়ে যতো ভালো লেগেছিলো পরে আবার বড়ো হয়ে পড়ে মনে হয়েছিলো ন্যাকাচরণ চতুর্বেদী! অতিরিক্ত রকমের আহ্লাদীপণা টাইপের দেখে দেখে মাথায় ডান্ডা মারার ইচ্ছে হতো। আসলে সময় বদলে গেছিলো, কাব্যি করার ফ্যাশনের যুগ থেকে যন্ত্রপাতি আর আঁক কাষার ফ্যাশনের যুগ এসে গেছিলো।
    তবে এতকাল পরে নির্মোহ ভাবে পড়ে মনে হয় ন হন্যতে শৈল্পিক ভাবে লেখা, সেই হিসাবে ভালো, কিন্তু ললিতলবঙ্গ টাইপ মেয়েদের জীবন বেশী করে দেখানো, শান্তি বিমলা শ্রী জয়ন্তী সত্যবতী দের সেখানে পাই না। কথায় কথায় কেঁদে পড়া টাইপ ছিচ্‌কাদুনি র গল্প, দরকার হলে খাড়া হাতে ঐ অসুর বাপের পাপ ঘুচিয়ে দেবার মতন চন্ডী সেখানে কই? মা চরিত্রটিও তো স্বামীর ন্যায় অন্যায় সবই মেনে নেন ভিজা ভিজা টাইপ, কোনো তেজ নেই। অবধারিতভাবে তাই যা হবার তা হয়।
    লা নুই বেঙ্গলি পড়লাম অনুবাদে, সেখানে বরং একজন পশ্চিমা আগন্তুক কিভাবে আমাদের পুবের দেশকে দেখেছে আর নিজেকে কিভাবে দেখেছে সেখানে, তার প্রত্যাশা কীরকম ছিলো, তার জীবনসংগ্রাম কীরকম ছিলো সেটার ন্যাকামিবর্জিত বেশ চাঁছাছোলা কাহিনি পাওয়া যায়। সেই নায়কের সঙ্গে বরং আইডেন্টিফাই করা যায় অনেক সহজে।

    ---------------------------------------------------------------------

    Name:SuMail:Country:

    IPAddress:86.160.15.140Date:26Aug2011 -- 02:55AM

    আমার আরো খারাপ কথা মনে হয়েছিলো এট্টুস রিসার্চ করার পর, মৈত্রেয়ী দেবী যতোটা দেবী দেবী হিসেবে বইটা লিখেছেন ঠিক ততোখানি উনি হয়তো নন! এবং পরে আমি একটা আর্টিকলে এমনি ই দেখেছিলাম- এখানে বললে লোকজন পেটানি দেবে তাই বলছিনা- লিং টা পেলে দিচ্ছি

    ---------------------------------------------------------------------

    Name:SuMail:Country:

    IPAddress:86.160.15.140Date:26Aug2011 -- 03:03AM

    http://www.press.uchicago.edu/Misc/Chicago/143651.html
    কিকিয়া পড়ো- কিন্তু পড়ে মন খারাপ কোরোনা!

    ---------------------------------------------------------------------
    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:26Aug2011 -- 04:43AM

    সুদি, ঐ আর্টিকলটা পড়ে তো আমার উল্টো কথা মনে হল ! ও তো বরং মৈত্রেয়ী 'দেবী'র ঝোল টেনেই লেখা এবং লেখক মির্চা থেকে শুরু করে মানুষ মির্চার রীতিমতন নিন্দা মন্দে ভরা।

    আর এখানে মৈত্রেয়ীদেবীকে নিয়ে কিছু বল্লে লোকে পেটানি ই বা দেবে ক্যানো ?

    (Modifiedtocontextonly)

    ---------------------------------------------------------------------
    Name:NinaMail:Country:

    IPAddress:68.45.76.170Date:26Aug2011 -- 06:48AM

    হে হে মৈত্রেয়ী মির্চা প্রেম , সেই সময়কার নিকষিত হেম, কামগন্ধ নাহিতায় যুগে ----বেশ সাহসী।
    নিশি, মৈত্রেয়ী বেশ সাহস করে ন্যাকামির আড়ালে দিব্য সাহসী-প্রেমই করেছে। করেছে বেশ করেছে :-))

    (Modifiedtocontextonly)

    ---------------------------------------------------------------------

    Name:kikiMail:Country:

    IPAddress:59.93.203.141Date:26Aug2011 -- 09:43AM

    সু,
    থেঙ্কু, পড়বো।অআসলে বয়সের সাথে সাথে ভাবনাগুলো পাল্টায়, আমি তাই কিছুতেই আর একবার ন হন্যতে পড়িনা, যদি ভালোলাগাটা চলে যায়,তাই।অআর এখন কেমন মনে হয় আর ঘটনা গুলো ইম্পর্টান্ট নয়,তার থেকে হওয়া অনুভুতি গুলো বেশী ইম্পর্টান্ট।অপেগলে যাচ্ছি বোধায়। :P

    (Modifiedtocontextonly)

    ---------------------------------------------------------------------

    Name:SankhaMail:Country:

    IPAddress:198.45.18.95Date:26Aug2011 -- 08:44PM

    কিকিদি,
    রু-মির্চা, আমারও ক্লাস এইট তখন। প্রচন্ড ভালো লেগেছিলো। ওফ, সেই নির্জন দুপুরে রু এর অভিসার, মির্চার অস্ফুট গডেস, গডেস, কি দিনই না গেছে।

    এখন আর নতুন করে আশাভঙ্গের কিছু নেই। বরং এই যে অন্যদিকটাও জানতে পারলুম, মৈত্রেয়ী দেবীর বিবরণ টাই যে সব না, সেটা পড়ে ভালৈ তো লাগলো।

    পেটানির কি আছে, মৈত্রেয়ী দেবী তো আর বেঁচে নেই :-))
    অবশ্য শনিবারের বারবেলা লফটের ভেতর থেকে কেউ যদি বলে 'এঁই লিঁংক দিঁলি কেঁন?' তাহলে জানিনা।

    (Modifiedtocontextonly)

    ---------------------------------------------------------------------

    Name:NetaiMail:Country:

    IPAddress:182.64.71.29Date:26Aug2011 -- 10:19PM

    ন হণ্যতে লাইব্ররিতে দেখ্‌তাম প্রতিদিন। কিন্তু কেন জানিনা মিস হয়ে গেছে। পড়া হয় নি কোনো দিন। বইটা কি অনলাইনে পাওয়া যাচ্ছে?

    ---------------------------------------------------------------------

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:26Aug2011 -- 10:35PM

    আরে:!!!!! এতদিনে কারুকে পাওয়া গেল যাদের লা নুই বেঙ্গলি ভালো লেগেছে।

    এনকের সঙ্গে একেবারে একমত। একজন বিদেশী ভিন্ন সংস্কৃতির মানুষ আমাদের সেই সময়কার প্রবল রক্ষণশীল সমাজকে কি চোখে দেখছে, তার বেশ চম্‌ৎকার বর্ণনা। আমি এটাও বুঝি না যে লা নুই বেঙ্গলি পড়ে লোকের খারাপ লাগে কেন। এটা তো খুব স্বাভাবিক হতেই পারে যে ভালোবাসা সম্পর্কে মির্চার ধারণা মৈত্রেয়ীর ধারণার থেকে আলাদা, বা মির্চার কাছে মৈত্রেয়ীর মানসিক আকর্ষণের থেকে শারীরিক আকর্ষণ বেশি ছিল। সত্যি বলতে কি, সেটাই বেশি সম্ভব। মৈত্রেয়ী দেবী যতই বিখ্যাত বাবার বিখ্যাত কন্যা হোন, মির্চা মৈত্রেয়ীর তুলনায় ইন্টেলেকচুয়ালি অনেক অনেক উপরে। কোনো তুলনাই হয় না।

    আর হ্যাঁ, মৈত্রেয়ী দেবী যদি সত্যিই রাতে মির্চার ঘরে গিয়ে থাকেন সেই সময়ে, তাহলে সেটা একদম ঠিকই করেছিলেন ;-) লেখিকা হিসেবে তেমন ভালো না হলেও ভদ্রমহিলা সাহসী ছিলেন সেটা ওঁর জীবনযাপন থেকে বোঝা যায় :-)))

    ---------------------------------------------------------------------

    Name:kikiMail:Country:

    IPAddress:59.94.2.206Date:26Aug2011 -- 10:42PM

    ন হন্যতে আর রোমান্স কেসটা জমে উঠছে।অএকটা আলাদা টই খুলে, সেটা কেবল ন হন্যতে তেই আটকে থাকবে না,সব এই সংক্রান্ত পোষ্ট গুলো কপি পেষ্ট করে দিলে হতো।:) হ্যাই কিসিসে দম?

    আমি নেই বাবা।অমানে আলুচানাতে খানিক খানিক আছি, কিন্তু নতুন টইতে কপি পেষ্টে নেই।

    ---------------------------------------------------------------------

  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২৩:১২491248
  • Name:kikiMail:Country:

    IPAddress:59.93.200.122Date:25Aug2011 -- 07:40PM

    অথচ কি অদ্ভুত, আমার তখন রু এর জন্য অত কষ্ট হয়নি কিন্তু, নিজেকেই রু বানিয়ে ফেলেছিলাম বোধহয়।

  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২৩:১৫491250
  • হে হে, থেঙ্কু।
  • Sankha | 198.45.19.49 | ২৬ আগস্ট ২০১১ ২৩:১৯491251
  • আকাবাবু, কিকিদি,

    ডান!!

    হ্যাঁ ঐভাবেই করলুম। বেশ মজার ব্যাপারটা তো। ভাগ্যিস আজ শুক্রবারের বাজার, হাতে কাজ নেই উল্টে হাতে Hurricane: Irene। সাউথ ব্রুকলিনে, কোনি আইল্যান্ডে ইভ্যাকুয়েট করতে শুরু করে দিয়েছে। (পুরোপুরি অপ্রাসঙ্গিক কথা, মাফ চাইছি।)

    নিন এইবার কে কে আছেন জোয়ান....
  • pi | 72.83.92.218 | ২৬ আগস্ট ২০১১ ২৩:২৬491214
  • আপনিই বরম হাতে হারিকেন নিয়ে আগুয়ান হয়ে পথ দেখান :)
  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২৩:২৯491215
  • হ্যাঁ, হ্যাঁ এগিয়ে পরো,আমি কাল সকালে এসে দেখে যাবো। খালি একটা কথা, আমার এই বয়সে এসে মৈত্রেয়ী কে অনেক বেশী ভালো লাগে,সেটা কোনো নেকু পুষু মুনু কারনে নয়। আমার মনে হয় সে সেই সময়ের তুলনায় ভাবনার দিক থেকে অনেক এগিয়ে ছিলো।আর খানিকটা সমাজ ও মানুষের মন তৈরী করে।কাজেই মির্চার জায়গাটা অনেক সহজ ছিলো মৈত্রেয়ীর থেকে ।মির্চা বেশী বুদ্ধিমান হতে পারেন, কিন্তু অনুভবের দিক থেকে মৈত্রেয়ী অনেক এগিয়ে।

    আর সু এর লিঙ্ক টা পড়ে দেখলাম, মৈত্রেয়ী নিজেই গিয়েছিলেন মির্চার সাথে দেখা করতে,যেটা তার জন্য খুব সহজ কাজ ছিলো নাতো।
  • Sankha | 198.45.19.49 | ২৬ আগস্ট ২০১১ ২৩:৩০491216
  • কপি পেস্ট করে হাঁপিয়ে গেছি মশাই, একটু দম নিয়ে নি। :)
  • pi | 72.83.92.218 | ২৬ আগস্ট ২০১১ ২৩:৩৩491217
  • কিন্তু সু দির লিংক পড়ে মৈত্রেয়ী দেবীকে কেন মহান মনে হবেনা, বুঝিনি।

    ঐ লেখায় মির্চার সমালোচনাটা একটু বেশিই কড়া লেগেছে। একমত ও নই।
  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২৩:৩৯491218
  • আরে, তা না, আমার প্রথম প্রেম মির্চা বললাম যে, তাতেই সু বোধায় বলতে চাইলো এটা পড়লে দু:খু পাবে।

    আর যিনি লিখেছেন তিনি ও তো ভারতীয়, তাঁর ভাবনাটা তো অমন ই হবার ছিলো, তাই না? আমাদের সংস্কৃতি যেভাবে শিখিয়েছে।

    উ: বোঝাতে পারছি কিনা কেজানে!
  • rimi | 168.26.205.19 | ২৬ আগস্ট ২০১১ ২৩:৪৫491219
  • আরে কিকি, মির্চা লা নুই লিখেছেন চব্বিশ না পচিশ বছর বয়সে, আর মৈত্রেয়ী দেবী ন হন্যতে লিখেছেন ষাট বছর পেরিয়ে। ম্যাচিউরিটির তফাৎ তো থাকবেই। মির্চা ষাট বছর বয়সে এসে লা নুই লিখলে কেমন লিখতেন কে জানে! হয়ত মৈত্রেয়ীর কথা এক লাইনে সেরে দিতেন :-)))

    আর হ্যাঁ, অনুভবের দিক দিয়ে চিরকালই মেয়েরা ছেলেদের থেকে অনেক এগিয়ে :-))
  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২৩:৪৮491220
  • রিমি,
    উপস! তাই তো।
  • kiki | 59.94.2.206 | ২৬ আগস্ট ২০১১ ২৩:৪৯491221
  • এক লাইনে, ভ্যাঁ....... জানিতো! ঘুনু করতে গমন।
  • rimi | 168.26.205.19 | ২৬ আগস্ট ২০১১ ২৩:৫১491222
  • ওহো, আর এখানে বলে রাখি, ন হন্যতেও আমার যথেষ্ট ভালো লেগেছে। আর একই প্রেমের দুই ভার্সন হিসেবে লা নুই আর ন হন্যতে একটা প্যাকেজ হিসেবে সবচেয়ে ভালো লেগেছে। দুটো বই ইংরিজিতে অনুবাদ করে একসঙ্গে একটা বই করে বাজারে ছাড়লে হু হা বিক্রি হত। হায়, তেমন ঝানু ব্যবসাদার আমাদের দেশে কই? ? ;-)
  • nk | 151.141.84.194 | ২৭ আগস্ট ২০১১ ০০:২০491223
  • একেবারে একমত। গোটা একটা চমৎকার প্যাকেজ। লা নুই বেঙ্গলি আর ন হন্যতে।
    তবে যে যাই বলুক, মৈত্রেয়ীর গল্পে অমৃতাকে ন্যাকাচরণ চতুর্বেদী ই লাগে আমার, রিফ্লেক্টেড গ্লোরি তে ঝলকে বেড়ানো ছিচকাদুনি, ওজন না বুঝে পেরেম করে বেড়ায় কিন্তু রুখে উঠতে পারে না আসল সময়ে। এমনি্‌ক এই গল্পেও মির্চা বরং বুঝে উঠতে পারে নি যে নরেন বাবু কন্যাদান করেন নি, নেকীপুষির হাবভাব দেখে বরং মনে করেছিলো বাগদান হয়েই গেছে। অমৃতা নিজে জানতো অনুমতি নেই, বিনা অনুমতিতে কিছু করার ধক সেই মেয়ের নেই, তার শুধু নুক্কে নুক্কে ন্যাকামির বন্যা। পারতো আসল সময়ে রুখে উঠে ভালোবাসার সাথে মিলতে তবে বুঝতাম সাহস। নইলে নুকিয়ে নুকিয়ে পেরেম মানসিক হোক আর শারীরিক হোক, ন্যাকাপনা ই মাত্র।

  • rimi | 168.26.205.19 | ২৭ আগস্ট ২০১১ ০০:৩৬491225
  • ওরে বাবা এনকে দেখছি বেজায় রেগে গেছে :-)
    এমনিতেই বাঙালী মেয়েদের সে যুগে প্রবলভাবে দমিয়ে রাখা হত। সেই সময়ে মৈত্রেয়ী দেবীর মোটে ষোলো বছর বয়স ছিল, রুখে দাঁড়ানো সম্ভবই ছিল না। রুখে দাঁড়াতে হলে শুধু মনের জোর হলে চলে না, টাকার জোর চাই বা আশ্রয়ের জোর চাই। মির্চা তো সেইভাবে মৈত্রেয়ীকে সাপোর্ট করে নি, করতে চায়ই নি।

    সেই সময়ের পঞ্চাশ বছর পরেও, বারো থেকে বাইশ বছর পর্যন্ত আমাকেও লুকিয়েই অধিকাংশ প্রেম করতে হয়েছে :-(( নিজের কথা স্পষ্ট করে বলার ক্ষমতা তখনি পেয়েছি যখন অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েছি। :-)))

    তবে মৈত্রেয়ী কিন্তু বাবাকে কোনোদিন ক্ষমা করেন নি। বাবার উপর প্রতিশোধ নিতে ছাড়েন নি। বাবা যখন নিজের ছাত্রীর সঙ্গে "প্রেম" করছিলেন, মৈত্রেয়ীর তখন বিয়ে হয়ে গেছে। মৈত্রেয়ী সারা পাড়ার লোকের সামনে চেঁচিয়ে বলেছিলেন বাবার "চরিত্রহীনতার" কথা। এছাড়াও সমানেই বাবার বিরুদ্ধে লড়ে গিয়েছেন, বাবার দ্বিতীয় বিয়ের পরে বাবার সম্পত্তিতে মায়ের অধিকার রক্ষার জন্যে। সেই সময়ের বাংলায় এটা যথেষ্ট সাহসের কথা।
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ০০:৩৯491226
  • মৈত্রেয়ী দেবীর 'দোলনা' র কী কেস, nk ?
  • Su | 86.160.15.140 | ২৭ আগস্ট ২০১১ ০০:৪০491227
  • হ্যাঁ এটা আমিও জিগাই!
  • rimi | 168.26.205.19 | ২৭ আগস্ট ২০১১ ০০:৪৬491228
  • দোলনা কি মৈত্রেয়ী দেবীর স্কুল নাকি? মৈত্রেয়ী দেবীর তো একটা অনাথ আশ্রম ছিল, খেলাঘর। দোলনা তো দক্ষিণ কলকাতার একটা পশ এবং বেশ বাজে স্কুল।
  • nk | 151.141.84.194 | ২৭ আগস্ট ২০১১ ০০:৫০491229
  • আরে তাই নাকি? বাপের লাম্পট্যের কথা বলেছিলো চেঁচিয়ে? অত পরে বলে আর ওর নিজের কিই বা লাভ হোলো। তবু যাই হোক লম্পটের একটা সাজা খানিকটা হলো।
    অমৃতাকে যেভাবে রবীন্দ্রস্নেহধন্য ইত্যা ইত্যা দেখানো হয়েছিলো, তাতে ব্রাহ্মদের সাহায্য নিয়েও তো সে মেয়ে অনেক কিছু করতে পারতো।
    আসলে "বাপের মেয়ে" এর বাইরে তেমন কিছু তার ছিলো না, সে যতই কবিতা লেখে বক্তৃতা দেয় এরকম দেখানো হোক।
    আর এই জিনিসটা একেবারে ত্রিশির কাচে ধরা পড়েছে লা নুই বেঙ্গলির অ্যালানের জবানে যে কিনা নিজেকে ভাবে সভ্য দুনিয়ার থেকে এসে দ্বীপে নেমে পড়া এক অভিযাত্রী যে কিনা দ্বীপের আদিম এক নারীর সাথে স ম্পর্ক তৈরী করছে। টিপিকাল উপনিবেশ স্থাপনকারী মানসিকতা যেটা কিনা প্রায় নর্ম ছিলো সেসময়ের পশ্চিমা কালচারে।
    হায় হায় সফি সফি দেখাতে প্রাণপণ করতে চাওয়া অমৃতা যদি এটা জানতো! :-)
  • nk | 151.141.84.194 | ২৭ আগস্ট ২০১১ ০০:৫১491230
  • মৈত্রেয়ী দেবীর মেয়ের স্কুল শুনেছিলাম। :-)
  • nk | 151.141.84.194 | ২৭ আগস্ট ২০১১ ০০:৫২491231
  • মানে দোলনা।
    প্রাচীন এক গুরু সদস্য ভুক্তভোগী ছিলো দোলনা র, সে তো আজকাল আর আসে না।
  • rimi | 168.26.205.19 | ২৭ আগস্ট ২০১১ ০১:০৬491232
  • এনকে, মৈত্রেয়ী দেবীর মেয়ে নেই, শুধুই ছেলে :-))

    অনেকদিন পর্যন্ত মৈত্রেয়ী দেবী রিফ্লেক্টেড গ্লোরি ছিলেন ঠিকই। আর একমাত্র ন হন্যতে ছাড়া তাঁর বাকি বইগুলো একেবারেই পঠনযোগ্য নয়। কিন্তু উনি বাবার মেয়ে হয়ে থাকতে চান নি, বরং সেই পরিচয় থেকে বেরিয়ে আসার চেষ্টাই করেছেন। পুরুষশাসিত সমাজে এটা কম কঠিন নয়। খেলাঘর ছাড়াও মেয়েদের জন্যেও উনি বেশ কিছু কাজ করেছেন বলে মনে পড়ছে, কিন্তু ডিটেলস মনে নেই।
  • nk | 151.141.84.194 | ২৭ আগস্ট ২০১১ ০১:১২491233
  • আরে বলো কী! মেয়ে নেই??? পজ্জাতি পজ্জাতি করে দৌড়াতো, ওটা তো মেয়েই ছিলো, না? মানে তাই তো উনি কয়েছেন! :-)
  • nk | 151.141.84.194 | ২৭ আগস্ট ২০১১ ০১:১৪491234
  • ভাগ্যিস ন হন্যতে ছাড়া ওনার বাকী বইগুলো পড়ি নাই। বেঁচে গেলাম। :-)

  • rimi | 168.26.205.19 | ২৭ আগস্ট ২০১১ ০১:২০491236
  • এই রে!! তাহলে মনে হয় ভুলে গেছি। আমার স্মৃতিশক্তি খুব বাজে। হতে পারে তাহলে মেয়ে আছে, আর মেয়ের স্কুল দোলনা। দোলনা বেশ বাজে স্কুল এটা ঠিক। বাচ্চাদের খুব মারধোর করা হয়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন