এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Salil Biswas | 223.29.193.127 | ২১ অক্টোবর ২০১১ ১১:২৩493121
  • ওরে অন্‌গ্‌ল তে লিখে্‌বা।
    আমি অর্থ অরথি ঋওয় এর সঙ্গে এক মত। হিক্‌খ বিসোয়োক নতুন ওর্দিননএ (অমি এও মোনে কোরি 'ওর্দিননএ' ব্যপর ত র মোদ্ধেই অছে বিপদের বীজ) সম্পুর্ন অগনতন্ত্রিক। উরো ত ই নিসি্‌ছদ্রো রজৈ্‌নতি নিয়ন্ত্রন চলূ করর উদ্দেসে তৈরি। আমি মোনে কোরি সর্বতো ভবে এর বিরোধিত কর উচিত। ইস্তরিতো ন জেনে বিস্তরিতো মোন্তোব্বো কর জবে ন, কিন্তু জেতুকু বোঝ জছে ততে ভলো কোনো দিশ এর মোদে্‌ধ্‌হ দেখে্‌ত পছি ন। ক্‌খুনি সমস্তো শিক্‌খবিদ ও সচেতন মনুসের উচিত এর বিরুদ্ধে সরব হোয়োঅ। ঋঅজৈ্‌নতি মত নির্বিসেসে। ঋঅজৈ্‌নতি মত নেই এমোন কোনো মনুস অছেন বোলে অমি মোনে কোরি ন। ঋঅজৈ্‌নতি মত ন থক ত ও এক্ত রজি্‌নতি। ওনো ভবে রজি্‌নতি নিএ ভবেন ন এমোন জরদ্‌গব মনুস দিএ দোলিও সর্থসিদি্‌ধ্‌হ, ওর্পোরতে সর্থসিদ্ধি সহজ হোয়। মোন লোক নির্বচিতো হোএ অসুন জিনি দলতন্ত্রে নেই। হিক্‌খকোর্মি, ছত্রো, এদের বদ দিএ শিক্‌খ প্রোতিস্থন চোলে্‌ত পরে ন।
    টাআ সর্বোতো ভবে এর পোকে্‌খ এ কথ থিক নোয়। টাআ এর গতো ওনএন্তিওন এ এ নিএ অমি বোলেছিলম এবোঙ্গ ওনেকেই অমর মত সমর্থন কোরেছিলেন। আমদের জে বন্ধু র শিক্‌খ বিসোয়োক ওম্মিত্তী তে অছেন, তদের কছেও অমদের মত জনিএ দেওঅ দর্কর।
    গুলো অমর প্রথোমি মোন্তোব্বো। ওরে অরো লিখে্‌বা
  • Salil Biswas | 117.254.253.44 | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৮493132
  • উপরের পোস্টটিকেই ঠিকভাবে টাইপ করে আবার দেওয়া হল-

    আমি পার্থসারথি রায়ের সঙ্গে একমত। শিক্ষা বিষয়ক নতুন অর্ডিন্যান্স (আমি এও মনে করি 'Ordinance' ব্যাপারটার মধ্যেই আছে বিপদের বীজ) সম্পূর্ণ অগনতান্ত্রিক। পুরোটাই নিশ্ছিদ্র রাজনৈতিক নিয়ন্ত্রন চালু করার উদ্দেশ্যে তৈরী। আমি মনে করি সর্বতোভাবে এর বিরোধীতা করা উচিত। বিস্তারিত না জেনে বিস্তারিত মন্তব্য করা যাবে না। কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে তাতে ভাল কোন দিশা এর মধ্যে দেখতে পাচ্ছি না। এক্ষুনি সমস্ত শিক্ষাবিদ ও সচেতন মানুষের উচিত এর বিরূদ্ধে সরব হওয়া। রাজনৈতিক মত নির্বিশেষে। রাজনৈতিক মত নেই এমন কোন মানুষ আছেন বলে আমি মনে করি না। রাজনৈতিক মত না থাকাটাও একটা রাজনীতি। কোন ভাবে রাজনীতি নিয়ে ভাবেন না এমন জরদ্‌গব মানুষ দিয়ে দলীয় স্বার্থসিদ্ধি, কর্পোরেট স্বার্থসিদ্ধি সহজ হয়। এমন লোক নির্বাচিত হয়ে আসুন যিনি দলতন্ত্রে নেই। শিক্ষাকর্মী, ছাত্র, এদের বাদ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না।
    TASAM সর্বতোভাবে এর পক্ষে, এ কথা ঠিক নয়। TASAM এর গত কনভেনশনে এই নিয়ে আমি বলেছিলাম এবং অনেকেই আমার মত সমর্থন করেছিলেন। আমাদের যে বন্ধু রা শিক্ষা বিষয়ক কমিটি তে আছেন, তাদের কাছেও আমাদের মত জানিয়ে দেওয়া দরকার।
    এগুলো আমার প্রাথমিক মন্তব্য, পরে আরও লিখব।
  • pi | 128.231.22.133 | ২১ অক্টোবর ২০১১ ২২:৪৯493143
  • ও:। অর্ডিন্যান্স নিয়ে নতুন টই খোলা হয়ে গেছে। তাহলে তৃ-প-বু তে না লিখে এখানে লিখলেই তো হয়।
  • pi | 128.231.22.133 | ২১ অক্টোবর ২০১১ ২২:৫৬493154
  • Name:piMail:Country:

    IPAddress:72.83.90.203Date:19Oct2011 -- 09:19PM

    এসব কী !!

    http://www.anandabazar.com/archive/1111018/18raj1.html

    সেই লক্ষ্যে রাজ্যের ১৩টি বিশ্ববিদ্যালয়ের (প্রেসিডেন্সির জন্য পৃথক অর্ডিন্যান্স আনা হবে মাসখানেকের মধ্যেই) আইন সংশোধন করে যে অর্ডিন্যান্স আনা হচ্ছে, তাতে সেনেট, সিন্ডিকেট বা কোর্ট বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে কোনও রাজনৈতিক দলের সদস্য থাকতে পারবেন না। এমনকী, সদস্য হতে পারবেন না ছাত্র, ছাত্রনেতা বা শিক্ষাকর্মীরাও।

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.198.135Date:19Oct2011 -- 10:13PM

    পছন্দ হল না পাই? বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে রাজনৈতিক দলের সদস্য থাকাটাই বুঝি ভালো?

    --------------------------------------------------------------------------------

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:14.97.29.47Date:20Oct2011 -- 06:00AM

    ম্যাক্সিমিন,
    প্রশ্নটা হল একুশে শতাব্দীতে কোন শিক্ষক বা ছাত্র কোন রাজনৈতিক দল বা ইউনিয়নের সদস্য হলে বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতির সদস্য হওয়ার অযোগ্য কেন হবেন? তাঁরা দেশ বা রাজ্যপরিচালনের যোগ্য হতে প আরেন? শিক্ষার নয়?
    এর মধ্যে দুটো প্রশ্ন উঁকি মারছে।
    এক, রাজনৈতিক দলের সদস্য হওয়া শিক্ষার ব্যাপারে সদর্থক না হয়ে নঞর্থক।
    দুই, মূল প্রশ্নটি অর্থাৎ পরিচালন সমিতির প্রস্তাবিত সদস্যটি শিক্ষা ক্ষেত্রে কি যোগ্যতা রাখেন সেই ব্যাপারটি এড়িয়ে যাওয়া হচ্ছে। আসলে এটি একটি নেগেটিভ অর্ডিন্যান্স।
    মমতার বিরোধী দলনেত্রী থাকাকালীন মূল অ্যাজেন্ডা ছিল সিপিএম হটাও। কোন ভিশন ছিল না বঙ্গের উন্নতির রোডম্যাপ নিয়ে। ফলে সিপিএম যা যা করছিল তার উল্টো স্ট্যান্ড নেয়াই ওনার অ্যাকশন প্ল্যান ছিল।
    তাই ""জঙ্গলমহলে মাওবাদী বলে কিছু নেই'',""জ্ঞানেশ্বরী ট্রেনে নাশকতা সিপিএম করিয়েছে'' ইত্যাদি।
    তাই আজ উল্টো গাইতে হচ্ছে।
    সাতাত্তরে সিপিএম সব রাজবন্দীদের মুক্তি দিয়েছিল।
    মমতা বড়গলায় ইলেকশন প্রমিস করেও---।
    হাসপাতালে সুপারকে সাসপেন্ড করলেন, এদিকে রোগীর আত্মীয়দের থেকে অবৈধ পয়সা নেয়ার ব্যাপারে ডাক্তার অ্যাকশন নিলে তৃণমূল নেতা দাদাগিরি করছে, সেক্টর ফাইভে কালীপূজোর চাঁদার নামে ছোট দোকানদারদের থেকে ধমকে একহাজার টাকা নেয়া হচ্ছে, তার বেলা? গিমিক প্রশাসন নয়।

    বক্তব্য হল বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতিতে সদস্য হতে গেলে শিক্ষা ক্ষেত্রে অবদানটাই মাপকাঠি হওয়া উচিৎ, বিশেষ রাজনৈতিক দলের সদস্য হওয়া নয়, সেটাকে ঘেঁটে দেয়া হয়েছে।

    --------------------------------------------------------------------------------

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:14.97.29.47Date:20Oct2011 -- 06:02AM

    এই অর্ডিন্যান্সটি মনে হচ্ছে
    এয়ার হোস্টেসদের প্রেগন্যান্ট হওয়া মানা গোছের।

    --------------------------------------------------------------------------------

    Name:qMail:Country:

    IPAddress:121.241.218.132Date:20Oct2011 -- 10:03AM

    ইসে - আমার দেখেশুনে মনে হচ্ছে আপনারা অবাক হচ্ছেন। মানে বলতে চাইছি যে মমতার রাজনীতি কেউ যদি শুরু থেকে ফলো করে থাকেন, তাহলে তাদের এসব নিয়ে অবাক হওয়াটাই বেশ অবাক ব্যাপার।

    --------------------------------------------------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.247.221Date:20Oct2011 -- 10:09AM

    অবাক হওয়ার কিছু নেই কেননা তখন শ্লোগান ছিল, ""বাম সরকার যাক তারপরে কি হয় দেখা যাবে।"" তো এখন সেই দেখা-দেখি চলছে।

    --------------------------------------------------------------------------------

    Name:kcMail:Country:

    IPAddress:194.126.37.78Date:20Oct2011 -- 10:15AM

    কিন্তু এই দেখাদেখির জন্যি চার মাস কিন্তু বেশ কম সময়ই।

    --------------------------------------------------------------------------------

    Name:TimMail:Country:

    IPAddress:173.163.204.9Date:20Oct2011 -- 10:16AM

    অবাক হওয়ার কি আছে? এখন "দেখা" চলবে। যতদিন না বিদ্বজনেরা মনে করেন যে কিস্যু হস্যে না। আগেরবার ৩৪ বছর লেগেছিলো। এবার মধুচন্দ্রিমা শেষ হতে কত বছর লাগে দেখি।

    --------------------------------------------------------------------------------

    Name:TimMail:Country:

    IPAddress:173.163.204.9Date:20Oct2011 -- 10:19AM

    কেসিদা,
    দলীয় সদস্য/সমর্থকদের দাদাগিরি (রঞ্জনদার পোস্টে যার উল্লেখ দেখলাম) সময়ের সাথে কমে যাবে বা বন্ধ হয়ে যাবে বলছো?

    --------------------------------------------------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.247.221Date:20Oct2011 -- 10:33AM

    চার মাস কম সময় বললে তো চলবে না। কেননা এরমধ্যেই ৭০-৯০% কাজ হয়ে গিয়েছে, ২ লক্ষ লোকের চাকরি হয়ে গিয়েছে সে সব দাবি তো করাই হয়েছে। তার ওপরে সেই ""সটাসট"" আর ""ফটাফট""এর মধুর ঝঙ্কার এখনো কানে বাজছে। প্রত্যাশা তো প্রতিজ্ঞার ওপর নির্ভর করেই তৈরি হয়। ১০০ দিনে হ্যান করেঙ্গা, ২০০ দিনে ত্যান করেঙ্গা সেসব তো আবার লিখে লিখে প্রতিজ্ঞা করা হয়েছে। এখন সমর্থকরা ""চার মাস কম সময়"" বলে কাঁদুনি গাইলে চলবে কেন?

    --------------------------------------------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:20Oct2011 -- 10:34AM

    আশায় বাঁচে চাষা ।
    তবে ইস্কুল কলেজে আলিমুদ্দিন বা কালীঘাটের পুষ্যিদের দাদাগিরি থামলে মন্দ হবে না ।

    Name:vMail:Country:

    IPAddress:168.244.164.244Date:20Oct2011 -- 06:48PM

    ইয়ে মানে, রঞ্জনদার Date:20Oct2011 -- 06:00AM
    এর পোস্টটা একটু ভাবের ঘরে চুরি টাইপের হয়ে গেল না? বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতির সব সভ্যই যদি কোন বিশেষ রাজনৈতিক দলের সদস্য হন তাহলে তাদের গুনগত মানের ওপর প্রশ্নচিহ্ন আসাটাই স্বাভাবিক নয় কি? ন হলে মানতে হবে যে সব শিক্ষাক্ষেত্রে যোগ্য ব্যক্তিই কাকতলীয় ভাবে একই রাজনৈতিক দলকে সমর্থণ করেন। এটা মানা ডেল্টা চাপের, এই আর কি।
    আর Date:20Oct2011 -- 06:02AM এর উত্তরে এটাই বলার যে যে এয়ারলাইন্সের সব এয়ারহোস্টেজই প্রেগন্যান্ট তাদের এরকম নিয়ম করতে হবে বইকি। নইলে ব্যবসা গোটতে হয়।

    মমতার বা সরকারের সমালোচনা একশোবার করুন, কিন্তু ঐ ব্রতীনবাবুর ভাষায় একটু ঊর্ধে উঠে। :-)

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:14.97.20.173Date:20Oct2011 -- 07:14PM

    V , আমার কথাটা ভুল বুঝেছেন। কোথায় বলেছি যে কর্মসমিতির সব সদস্য একই রাজনৈতিক দলের হতে হবে?
    তাঁরা দশটা আলাদা দলেরও হতে পারে, নাও হতে পা ও রেন। কেউ কেউ বা অনেকে আমার মত কোন রাজনৈতিক দলের সদস্য নাও হতে পারেন।
    বলতে যেটা চাইছি তা হল সদস্যদের চয়নের সময় তাঁদের শিক্ষাগত যোগ্যতাই একমাত্র বিবেচ্য হওয়া উচিৎ, তাঁরা কোন রাজনৈতিক দলের সদস্য কি না, আদৌ কোন দলের সদস্য কি না-- এসব নিয়ে কথা হওয়াই উচিৎ নয়।
    যদি কোন স্পেসিফিক ঘটনা দেখা যায় যে কেউ নিয়ম ভেঙে নিজস্ব রাজনৈতিক দলের পক্ষে তাঁর পদজনিত ক্ষমতাকে ব্যবহার করছেন তাহলে তাঁর বিরুদ্ধে বর্তমান আইনের মধ্যেই ব্যবস্থা নেয়া যায়।
    তপন রায়চৌধুরি , অমর্ত্য সেন ও আরো অনেকের লেখা পড়ে ধারণা যে বিভিন্ন সময়ে কন্‌জার্ভেটিভ দল ক্ষমতায় থাকলেও লেবার বা কমিউনিস্ট সদস্য কেউ কেউ নিজের অ্যাকাডেমিক এক্সেলেন্সের গৌরবে ভাল চেয়ারে( অক্সফোর্ড/কেম্ব্রিজে) থেকেছেন, প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন।
    আমরা ওদের থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়েছি আর এটুকু উদারতা নিতে পারিনা?
    যতটুকু সংবিধান পড়েছি তাতে মনে হয় এই অর্ডিন্যান্সটি আÒট্রা ভাইরাস,। এগেইন্‌স্‌ট ফান্ডামেন্টাল রাইটস; অত: সুপ্রীম কোর্টে চ্যালেঞ্জ করার যোগ্য।

    আর এয়ার হোস্টেসের উদাহরণ দিয়ে বলতে চেয়েছিলাম দুটো কাজ কি
    তুল্যমূল্য যে একই রকম অ্যাটিচুড নিতে হবে?
    শিক্ষিত মানুষরা রাজনৈতিক ভাবে সচেতন বা সক্রিয় হবেন না? হলে দোষ? মানে যাঁরা এটা বানিয়েছেন তাঁরা রাজনীতিকে সেই লাস্ট রিসর্ট অফ স্কাউন্ড্রেল মনে করেন!

  • pi | 128.231.22.133 | ২১ অক্টোবর ২০১১ ২২:৫৮493165
  • Name:TMail:Country:

    IPAddress:14.139.128.11Date:21Oct2011 -- 12:13AM

    @nyara , পকাবুদের নিয়ে কমিটি তৈরী করা যেতে পারে। ওদের তো এখন বিশেষ কোনো কাজ নেই। :P

    --------------------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:117.194.3.70Date:21Oct2011 -- 12:17AM

    পিটি প্রেসির ক্ষেত্রে আমার ডিপের দুই জনের নাম আমি দিতে পারি। প্রতি ডিপ ধরা যাক তাহলে দেড়। দশের অনেক বেশি হবে। নাম আমি বলব না, কারণ ওনারা মানুষ হিসেবে ভালো ছিলেন। কিন্তু প্রফেসর হিসেবে নয়। এবারে বিশ্বাসে মেলায় বস্তু। আপনি বিশ্বাস নাই করতে পারেন কিন্তু তাতে আমার ধারণা বদলাবে না। কারণ উহা হাড়ে হাড়ে টের পেয়েছি।

    --------------------------------------------------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.243.23Date:21Oct2011 -- 12:36AM

    কারো বিশ্বাস বদলানো আমার কাজ নয়। আমি ১৯৭৭এর আগে রিক্রুট হওয়া অন্তত: জনা ছয়েকের নাম দিতে পারি ( JUchem ) যাঁরা ক্লাস নিতে এলে আমরা পালাবার চেষ্টায় থাকতাম কেননা পড়ানোর কম্মটি তাঁরা কোন রকমে সারতেন। এঁদের মধ্যে একজন জীবনেও প্রথম ছাড়া দ্বিতীয় হননি আর ঈশান স্কলার ছিলেন। এই দলের অন্য একজন সিপিএমের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু তাঁর চাকরীটি ১৯৭৭-এর আগেই হয়েছিল।

    --------------------------------------------------------------------------------

    Name:SibuMail:Country:

    IPAddress:66.102.14.1Date:21Oct2011 -- 12:43AM

    একটা কোশ্নো। রাজনৈতিক দলের প্রাক্তন সদস্যরা কি মেম্বার হতে পারবে?

    --------------------------------------------------------------------------------

    Name:kcMail:Country:

    IPAddress:178.61.96.29Date:21Oct2011 -- 12:48AM

    বা:। পিটিবাবু যদুপুরের? বাঁচালেন মশায়। এই আইএসাই আর প্রেসির লোকগুলো এসে প্রায় পুরূ গুরুটাকেই দখল করে নিয়েছে।

    --------------------------------------------------------------------------------

    Name:TMail:Country:

    IPAddress:14.139.128.11Date:21Oct2011 -- 12:53AM

    @kc , আমিও আছি মহায় : ) গোলমাল পাকাতে হলে বলবেন।

    --------------------------------------------------------------------------------

    Name:BratinMail:Country:

    IPAddress:117.194.99.50Date:21Oct2011 -- 09:36AM

    প্রশ্ন:

    পশ্চিমবঙ্গে ৯৫% শতাংশ ( বেশীও হতে পারে) উপাচার্য্যদের রং লাল হবার পেছনে কী কী কারন? (৪)

    --------------------------------------------------------------------------------

    Name:abastabMail:Country:

    IPAddress:61.95.189.252Date:21Oct2011 -- 09:54AM

    আচ্ছা আজ যিনি ভাল প্রোফেসর তিনি যে সারা জীবন ভালো থাকবেন তেমন কোন গ্যারান্টী আছে? আর পাঁচটা কাজের মতন এটাও একজনের মানসিক পরিস্থিতি ইত্যাদির ওপর নির্ভর করে। আর সবাই পার পেয়ে যায় খালি প্রোফেসর আর ডাক্তারের ওপর বড় বড় প্রত্যাশা, কেন?

    --------------------------------------------------------------------------------

    Name:quarkMail:Country:

    IPAddress:14.139.199.1Date:21Oct2011 -- 11:09AM

    এখন থেকে সক্রিয় রাজনীতির লোকেরা শিক্ষাক্ষেত্রের পরিচালনায় আসতে পারবেন না।

    আপনি উচ্চশিক্ষিত হোন, কিন্তু রাজনীতি কল্লে জীবনে কোনদিন উপাচার্য্য হ'তে পারবেন না - এই হুঁশিয়ারিটাও কি ছড়িয়ে দেওয়া হ'ল না?

    মানে শিক্ষিত লোকেরা বেশিমাত্রায় রাজনীতিতে এলে একটু দু:শ্চিন্তা হয় বৈ কি?

    --------------------------------------------------------------------------------

    Name:BratinMail:Country:

    IPAddress:122.248.183.1Date:21Oct2011 -- 11:33AM

    কিন্তু উল্টো টা, রাজনীতির লোক যদি শিক্ষা ক্ষেত্রে আসেন ?

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:21Oct2011 -- 12:19PM

    ব্রতীনের প্রশ্নগুলোর ঠিকমত জবাব কেউ দিচ্ছে না। যেমন এটা -- পশ্চিমবঙ্গে ৯৫ % শতাংশ ( বেশীও হতে পারে) উপাচার্য্যদের রং লাল হবার পেছনে কী কী কারন?

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:21Oct2011 -- 12:25PM

    quark -- শিক্ষিত লোকেরা বেশিমাত্রায় রাজনীতিতে এলে একটু দু:শ্চিন্তা হয় বৈ কি -- রাজনীতিতে এলে তাঁরা লেখাপড়া ছেড়ে দেন। খুব অল্প লোকই দুটোকে একসঙ্গে চালিয়ে যেতে পারেন।

    --------------------------------------------------------------------------------
  • pi | 128.231.22.133 | ২১ অক্টোবর ২০১১ ২৩:০০493176
  • Name:maximinMail:Country:

    IPAddress:59.93.246.191Date:20Oct2011 -- 07:19PM

    রঞ্জন বাবু -- বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতিতে সদস্য হতে গেলে শিক্ষা ক্ষেত্রে অবদানটাই মাপকাঠি হওয়া উচিৎ। এটা তো আপননিও স্বীকার করছেন। যে বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি এটা, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের প্রতিনিধি নির্বাচন করলেন। ধরা যাক কোনও এক বছর এমন হল যে নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা বিনা শর্তে রাজ্যের শাসকদলের তাঁবেদারি করার মত লোক না। তাদের শিক্ষাগত যোগ্যতাও ভালো। এবারে কি পরিচালন সমিতিতে তারা মেজরিটি হবেন? বলা যায়না। কারণ বিশেষ রাজনৈতিক দলের সদস্য হলে শিক্ষাক্ষেত্রে অবদান ছাড়াই সদস্য হওয়া যায়। মানে বহুদিন তো এমনিভাবেই চলেছে।

    --------------------------------------------------------------------------------

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:14.97.20.173Date:20Oct2011 -- 07:29PM

    ম্যাক্সিমিন,
    মূল প্রশ্নে আমি ও আপনি একমত। ফারাক শুধু পদ্ধতি নিয়ে। আগে এমনি হয়েছে বলে তার প্রতিক্রিয়ায় বিপরীত মেরুতে যাওয়া কি কাম্য?
    আসলে শিক্ষা কোন সমাজের রাজনৈতিক-সাংস্কৃতিক বাতাবরণের বাই প্রোডাক্ট।
    কাজেই সার্বিক ভাবে পাব্লিকের পার্টিসিপেশন ও ওপেন ডিসকাশনই এই গুলোকে আটকাতে পারে, কোন অর্ডিন্যান্স নয়।'
    উদাহরণ স্বরুপ কিছুদিন আগে উত্তরবঙ্গের কোথাও (জলপাইগুড়ি না কোচবিহার) এ স্কুলের পরিচালন ব্যবস্থায় এমন কেউ তৃণমূলের ব্যাকিংয়ে এসেছিলেন যিনি প্রধানশিক্ষককে ( যতদূর মনে পড়ছে) গালিগালাজ-মারপিট করার জন্যে সাসপেন্ড ছিলেন। এবং প্রথম দিকে স্থানীয় নেতৃত্বের সহায়তায় বেশ করেছি ভাব করে চেয়ার আঁকড়ে ছিলেন। শেষে এই নিয়ে মিডিয়া পাব্লিক হল্লা করায় মমতারা হস্তক্ষেপ করে ওঁকে সরাতে বাধ্য হন।
    আমার আশংকা আমরা বার্থ ওয়াটারের সঙ্গে বেবিকেও ফেলে না দিই।

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.246.191Date:20Oct2011 -- 07:35PM

    সব কটা বিশ্ববিদ্যালয় যে রাজ্য সরকারের তাঁবেদারি করত সে কি আর এমনি এমনি হওয়া সম্ভব হয়েছিল? পাকাপোক্ত ব্যাবস্থা ছিল নিশ্চয়ই? বিশ্‌ব্‌ববিদ্যালয়ের নন-টিচিং কর্মচারীদের প্রতিনিধিরা সদস্য হতেন। আবাপ যাদের বলছে 'শিক্ষাকর্মী'।

    আরও নানারকম রিজার্ভড সদস্যপদ ছিল। এই অর্ডিনান্স রিজার্ভড সদস্যপদ গুলোকে তুলে দিতে চাইছে, এইমাত্র।

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.246.191Date:20Oct2011 -- 07:43PM

    সমাজের রাজনৈতিক-সাংস্কৃতিক বাতাবরণের বাই প্রোডাক্ট হল শিক্ষা। এ বিষয়ে একমত।

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.246.191Date:20Oct2011 -- 07:54PM

    যিনি তৃণমূলের ব্যাকিংয়ে এসেছিলেন তিনি দলের ব্যাকিং-এ চাকরি পেতে পারেন, পরিচালন ব্যাবস্থার মধ্যে প্রবেশ করলেন কীভাবে? শিক্ষকরা তাঁকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছিলেন কি?

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.246.191Date:20Oct2011 -- 08:13PM

    আগের একটা পোস্টে দেখলাম 'যদি কোন স্পেসিফিক ঘটনা দেখা যায় যে কেউ নিয়ম ভেঙে নিজস্ব রাজনৈতিক দলের পক্ষে তাঁর পদজনিত ক্ষমতাকে ব্যবহার করছেন তাহলে তাঁর বিরুদ্ধে বর্তমান আইনের মধ্যেই ব্যবস্থা নেয়া যায়।'

    যায়, যদি এটা একজন তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে করেন। কিন্তু একদল লোক যখন দলের নির্দেশে দলবদ্ধভাবে দলের ক্ষমতাকে ব্যবহার করেন? এররকম অবস্থাতেও বর্তমান আইনের মধ্যেই ব্যবস্থা নেওয়া যায়না কি? যায়। কেউ কেউ আইনের দ্বারস্থ হয়েছেন, মামলা জিতেছেন। কিছু কিছু ঘটনা মিডিয়া পাবলিসিটিও পেয়েছে। কিন্তু মামলা জেতার পর সন্দেহ থেকে গেছে বিচার ঠিক হল কিনা।

    --------------------------------------------------------------------------------

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:14.97.104.94Date:20Oct2011 -- 10:12PM

    তখন খবরটি রোজ অধিকাংশ পত্রিকায় বিশেষ করে আবাপ'তে বেরিয়েছিল। ডিটেইলস খুব মন দিয়ে দেখিনি। কিন্তু উল্লেখযোগ্য হল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঠিক সিপিএম এর কায়দায় প্রথমদিকে-- এসব মিথ্যে, রাজনৈতিক ষড়যন্ত্র ইত্যাদি বলে চেঁচামেচি করছিল।

    দুই,
    যদি অর্ডিন্যান্স খালি শিক্ষার গুণমান রক্ষার ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্কহীন কোন কোটা তুলে দিতে চায়, তাহলে অন্য কথা। কিন্তু এই যে শুনছি-- কোন রাজনৈতিক দলের সদস্য হওয়া ডিসকোয়ালিফিকেশন হবে?

    --------------------------------------------------------------------------------

    Name:BratinMail:Country:

    IPAddress:117.194.101.173Date:20Oct2011 -- 10:54PM

    আমি মনে করি এই পদক্ষেপ টা সদর্থক। শিক্ষা র রাজনৈতিকরন করতে গিয়ে ( প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়) আমাদের শিক্ষা ব্যবস্থার এই হাল। তা সিপিএম সমর্থক রা স্বীকার করুন বা না করুন। এটা হল 'ওপেন সিক্রেট'। ওনাদের ইক্যুয়েশন খুব সহজ। উঁচু উঁচু যায়গায় আমাদের লোক বসিয়ে দাও। তারপরে কান টানলে মাথা আসবে।

    --------------------------------------------------------------------------------

    Name:TMail:Country:

    IPAddress:14.139.128.11Date:20Oct2011 -- 11:06PM

    বিশ্ববিদ্যালয়ের পরিচালন পর্ষদে রাজনীতিকদের থাকার পেছনে যে যুক্তি তোলা হচ্ছে তা মূলত আদর্শগত। বেশ একটা আইডিয়াল সমাজ ব্যবস্থা থাকবে, রাজনীতিকরা বেশ উঁচুদরের দূরদৃষ্টিসম্পন্ন হবেন, ফলে সুচিন্তিত মতামত দেবেন, এই রকম আর কি। কিন্তু ঘটনাহচ্ছে প: ব: তে সেরম সিস্টেম চলছে না, বেশীরভাগ নেতানেত্রীরা একেবারেই অশিক্ষিত(সব অর্থে)। ফলে ঐ আইডিয়ালি যা হওয়া উচিত সেরম ইম্পলিমেন্ট করলে বিপদ বেশী। শিব গড়তে গিয়ে ব্যাপারটা বাঁদরে পর্যবসিত হবে। তার চেয়ে বরং এই ভাল। এট লিস্ট থুতুরঞ্জনদের তো আটকানো যাবে!

    --------------------------------------------------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.246.230Date:20Oct2011 -- 11:59PM

    প্রেসির টইতে দশ জন অধ্যাপকের নাম চেয়েছিলাম যাদের শিক্ষার মান নয় মিছিলে যাওয়ার জন্য চাকরী হয়েছিল। এই টইতেও আবার সেইরকম দশ জনের নাম চাইছি।

    --------------------------------------------------------------------------------

    Name:nyaraMail:Country:

    IPAddress:122.172.163.135Date:21Oct2011 -- 12:10AM

    শিক্ষার মান - ভাল / মন্দ - কে নির্ণয় করবে?

    --------------------------------------------------------------------------------

    Name:TMail:Country:

    IPAddress:14.139.128.11Date:21Oct2011 -- 12:13AM

    @nyara , পকাবুদের নিয়ে কমিটি তৈরী করা যেতে পারে। ওদের তো এখন বিশেষ কোনো কাজ নেই। :P

    --------------------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:117.194.3.70Date:21Oct2011 -- 12:17AM

    পিটি প্রেসির ক্ষেত্রে আমার ডিপের দুই জনের নাম আমি দিতে পারি। প্রতি ডিপ ধরা যাক তাহলে দেড়। দশের অনেক বেশি হবে। নাম আমি বলব না, কারণ ওনারা মানুষ হিসেবে ভালো ছিলেন। কিন্তু প্রফেসর হিসেবে নয়। এবারে বিশ্বাসে মেলায় বস্তু। আপনি বিশ্বাস নাই করতে পারেন কিন্তু তাতে আমার ধারণা বদলাবে না। কারণ উহা হাড়ে হাড়ে টের পেয়েছি।

    --------------------------------------------------------------------------------

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.243.23Date:21Oct2011 -- 12:36AM

    কারো বিশ্বাস বদলানো আমার কাজ নয়। আমি ১৯৭৭এর আগে রিক্রুট হওয়া অন্তত: জনা ছয়েকের নাম দিতে পারি ( JUchem ) যাঁরা ক্লাস নিতে এলে আমরা পালাবার চেষ্টায় থাকতাম কেননা পড়ানোর কম্মটি তাঁরা কোন রকমে সারতেন। এঁদের মধ্যে একজন জীবনেও প্রথম ছাড়া দ্বিতীয় হননি আর ঈশান স্কলার ছিলেন। এই দলের অন্য একজন সিপিএমের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু তাঁর চাকরীটি ১৯৭৭-এর আগেই হয়েছিল।

    --------------------------------------------------------------------------------

    Name:SibuMail:Country:

    IPAddress:66.102.14.1Date:21Oct2011 -- 12:43AM

    একটা কোশ্নো। রাজনৈতিক দলের প্রাক্তন সদস্যরা কি মেম্বার হতে পারবে?

  • pi | 128.231.22.133 | ২১ অক্টোবর ২০১১ ২৩:০৬493187
  • Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:21Oct2011 -- 12:37PM

    মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হল বলিদান -- সি-ইউ-র প্রফেসর অসীম দাশগুপ্ত এম আই টি থেকে পি এইচ ডি করার পর কোনও প্রফেশনাল জার্নালে একটিও পেপার লিখতে পারলেন না। ইপিডাবলিউতেও না।

    --------------------------------------------------------------------------------

    Name:quarkMail:Country:

    IPAddress:14.139.199.1Date:21Oct2011 -- 12:42PM

    ইঞ্জিনিয়ার যখন ম্যানেজার কিম্বা আই এ এস হন তখন তাঁদের কাজের সাথে সাথে ব্রীজ বানাতে বলেন বুঝি?

    --------------------------------------------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:21Oct2011 -- 12:46PM

    ই কী ! পোফেসররা যদি পেপার লিখবে, মিছিল করবে কেডায় ?
    দিদির উচিত অর্ডিন্যান্স প্রত্যাহার করে সবকটা ইউনির উপাচার্য হয়ে বসা । দশটা দপ্তর চালাতে পারলে দশটা ইউনি তো নস্যি ।

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:21Oct2011 -- 01:02PM

    অর্ডিনান্স নিয়ে চিন্তা করবেন না। দেশের সংবিধান বলে (আশা করি বলে) রাজনৈতিক দলের সদস্য হওয়াটা সকলের অধিকার। সে হিসেবে হয়তো এই অর্ডিন্যান্স বলবত করা যাবে না। রঞ্জনবাবু বলেছেন। আমি আরেকবার বললাম।

    --------------------------------------------------------------------------------

    Name:IshanMail:Country:

    IPAddress:122.248.163.3Date:21Oct2011 -- 01:09PM

    অসীম দাশগুপ্তর এমনিতেই নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। বছরের পর বছর ঘাটতিহীন বাজেট করেও কিকরে লোন নিয়ে চলা যেতে পারে , এটা দেখানোর জন্য। :)

    কিন্তু আমাদের এখনকার অর্থমন্ত্রীর কি খবর? তাঁর তো কোথাও টিকিটাও দেখিনা। হয়তো চুপিচুপি পেপার লিখছেন। কে জানে।

    --------------------------------------------------------------------------------

    Name:lcmMail:Country:

    IPAddress:69.236.173.108Date:21Oct2011 -- 01:11PM

    এখন অর্থমন্ত্রী কে?

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:21Oct2011 -- 01:14PM

    বি : বি : পরিচালন সমিতিতে ছাত্ররা সদস্য থাকলে ভালো হয় (আমার মতে)। নন-ভোটিং সদস্য হিসেবে রাখা উচিত।

    --------------------------------------------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:21Oct2011 -- 01:14PM

    অর্থমন্ত্রী এখন মিনি । কাবুলিওয়ালার খোঁজ করছেন ।

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:21Oct2011 -- 01:18PM

    কিন্তু অসীম দাশগুপ্ত তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। লেকচারার থেকে রীডার তারপর প্রফেসর হয়েছিলেন। কোন যোগ্যতায় তাঁকে সি-ইউর প্রফেসর হিসেবে সিলেক্ট করা হয়েছিল?

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:21Oct2011 -- 01:27PM

    পিটি -- প্রেসির টইতে যখন দশ জন অধ্যাপকের নাম চেয়েছিলেন যাদের শিক্ষার মান নয় মিছিলে যাওয়ার জন্য চাকরী হয়েছিল, প্রথমেই এই নামটা মনে এসেছিল, যতদূর জানি প্রফেসর হওয়ার সময় তাঁর একটাও পাবলিকেশন ছিল না। নামটা বলি নি কারণ তাঁকে মিছিলেও যেতে হয়নি।

    --------------------------------------------------------------------------------

    Name:IshanMail:Country:

    IPAddress:122.248.163.3Date:21Oct2011 -- 01:37PM

    রবিকে দেবেন বাবু কি বলেছিলেন? দেশের রাজা যদি এই ভাষা বুঝত তো তোমাকে তারা পুরষ্কার দিত। তারা যেহেতু বোঝেনা, তাই আমিই তোমাকে পাঁচশ ট্যাকা দিলাম।

    নোবেল কমিটি বোঝেনি, তাই প:ব: অ:দা:গু:কে সরকার পুরষ্কার দিয়েছে। দোষের কি আছে, অ্যাঁ?

    --------------------------------------------------------------------------------

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:21Oct2011 -- 02:42PM

    যা হয়েছে ভালো হয়েছে। ইনি পড়াতে ভালোবাসেন বাজেট বানানো মানসিক চাপ তৈরি করে সেই চাপটা কমত। তাছাড়া বেসিক শিক্ষাটা ভালো ছিল, প্রেসিতে পড়ার ফল।

    --------------------------------------------------------------------------------

    Name:SibuMail:Country:

    IPAddress:66.102.14.1Date:21Oct2011 -- 09:33PM

    http://theintelligentwomanstoyboy.blogspot.com/#!/2011/07/lechers-guid
    e-to-womens-world-cup.html

    --------------------------------------------------------------------------------

    Name:riddhimanMail:Country:

    IPAddress:108.194.169.197Date:21Oct2011 -- 09:36PM

    অসীম দাশ্‌গুপ্তর কাজ ছিল মহামহিম অমর্ত্য সেন দেশে এলে ওনার ল্যংবোট হয়ে ঘুরে বেরানো

  • pi | 128.231.22.133 | ২১ অক্টোবর ২০১১ ২৩:০৭493198
  • Name:pinakiMail:Country:

    IPAddress:122.164.178.86Date:21Oct2011 -- 10:10PM

    এই অর্ডিন্যান্সটাতো পুরোপুরি অগণতান্ত্রিক। শুধুতো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নয়, কোর্ট, ইসি - এসব জায়গায় ন্যূনতম যেটুকু ছাত্র, শিক্ষক আর অশিক্ষক কর্মচরীদের প্রতিনিধিত্বের সুযোগ ছিল (নির্বাচনের মাধ্যমে) - সেটা তুলে দেওয়া হচ্ছে। এর চেয়ে খারাপ আর কী হতে পারে!! এ যেন অনেকটা গণতন্ত্র ঠিকঠাক কাজ করছে না বলে স্বৈরতন্ত্র চালু করার মত। গণতন্ত্রের মকারি দেখে বীতশ্রদ্ধ হয়ে অনেকেই মিলিটারি শাসনের পক্ষে মত দিয়ে থাকেন। এখানেও অনেকটা একই জিনিস ঘটছে। সিপিএমের নেপোটিজমে বীতশ্রদ্ধ হয়ে লোকে এখন এরকম মারাত্মক একটা অর্ডিন্যান্সের পক্ষেও মত দিচ্ছে।

    প্রবল তৃণমূলী হাওয়া থাকতে থাকতেই না জানি এরকম আরো কত কি লাগু হয়ে যাবে। ব্যাপারটা খুবই উদ্বেগের। সবরকমভাবে এধরণের অর্ডিন্যান্সকে আটকানোর চেষ্টা করা উচিৎ। কোনো সামাজিক বিতর্ক, ডায়লগ - ইত্যাদির মধ্যে না গিয়ে এরকমভাবে আজ এটা কাল ওটা নিয়ে অর্ডিন্যান্স জারি করলেই হল নাকি? এটা তো আর সিঙ্গুর ইস্যু নয় - যে একটা প্রিপোল কমিটমেন্ট ছিল। এভাবে যা ইচ্ছে করার চেষ্টাটাকেই সবার আগে অপোজ করা উচিৎ।

    আর প্রিপোল কমিটমেন্টের মধ্যেও বিশেষত: বন্দীমুক্তি আর জঙ্গলমহল নিয়ে মমতার সরকার যা খেল দেখাচ্ছে - সেটাও জঘণ্য বললে কম বলা হয়। সমস্যা হল এখন এই আজেবাজে স্টেপগুলো বা মারাত্মক প্রবণতাগুলোতে চেক দেওয়ার মত কোনো নাগরিক ভয়েস নেই। যারা একটা তৃতীয় জোট হিসেবে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারতো এই গোটা নির্বাচন পর্বটায়, তারা তৃণমূলের সাথে এমনভাবে মিশে গেল যে কোনো স্বতন্ত্র স্বর এখন আর তাদের পক্ষে তোলা সম্ভব নয়।

    আমি দেখছি, এখন সুদিন একমাত্র আবাপ জেঠুর। মনে হচ্ছে যেন ওদের এজেন্ডাতেই সরকার চলছে। :-)

    --------------------------------------------------------------------------------

    Name:TMail:Country:

    IPAddress:14.139.128.11Date:21Oct2011 -- 10:10PM

    riddhiman বড় হিংসুটে! :P

    --------------------------------------------------------------------------------

    Name:BratinMail:Country:

    IPAddress:117.194.101.15Date:21Oct2011 -- 10:17PM

    হমম ..... :-))

    --------------------------------------------------------------------------------

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:21Oct2011 -- 10:26PM

    ধুত্তেরি। এটা কি হয় বুঝিনা। পোস্ট করতে করতে এমনি রিফ্রেশ হয়ে সব লেখা উড়ে যায় কেন !

    ম্যাক্সিমিনদা, অর্ডিন্যান্স নিয়ে মূল আপত্তি তো নির্বাচিত ছাত্র পরিচালন সমিতিতে নির্বাচিত ছাত্র বা শিক্ষাকর্মী প্রতিনিধি থাকতে না পারা নিয়ে।
    এটা নিয়ে লোকজনের আপত্তি নেই ? :o

    আর রাজনীতির জন্যই আসাকে রুখতে গিয়ে রাজনীতি করলে আসা যাবেনা এমন ফতোয়া জারি করতে হবে ?

    তবে হ্যাঁ, আবাপ এবং রাজনীতির নামেই নাক সিঁটকে ওঠা কিছু লোকজন এখন এ নিয়ে লাফালাফি করেই যাবে। আর বাকি অনেকেও করবে, সিপিএম এর দলতন্ত্রের থেকে তো বেটার, এই ভেবে। কিন্তু সত্যি কি বেটার ?

    --------------------------------------------------------------------------------
  • Update | 128.231.22.133 | ২২ অক্টোবর ২০১১ ০৭:২৬493209
  • Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:22Oct2011 -- 02:58AM

    পাই, বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে শিক্ষাকর্মীদের রাখার যৌক্তিকতা কী?
    ________________________________________

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:22Oct2011 -- 02:59AM

    পাই, বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে শিক্ষাকর্মীদের রাখার যৌক্তিকতা কী? কারণটা বুঝলে তবে না আপত্তির প্রশ্ন।
    ________________________________________

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:22Oct2011 -- 03:19AM

    পাই, এরকম একটা অর্ডিন্যান্স, যেটাকে এতটাই অ্যাবসার্ড বলে মনে হচ্ছে, তার পিছনেও কিছু কিছু যুক্তি থাকতে পারে। শিক্ষাকর্মী বলতে নন-টিচিং স্টাফ, ডাঁই করা কাগজপত্র সামলে রাখেন, এঁদের ছাড়া বিশ্ববিদ্যালয় চলেনা। কিন্তু কোর্ট কাউন্সিলে এঁদের ভূমিকা কী? কোর্ট কাউন্সিলের কাজ তো শিক্ষাবিষয়ক 'সিদ্ধান্ত' নেওয়া।
    ________________________________________

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:22Oct2011 -- 03:20AM

    netslow.postholona.
    ________________________________________

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.162.127Date:22Oct2011 -- 03:32AM

    এ বাবা এরর মেসেজ দেখালো, এদিকে পোস্ট হয়ে বসে আছে, তাও আবার এক পোস্ট দুবার।

  • pi | 128.231.22.133 | ২২ অক্টোবর ২০১১ ০৭:৫১493122
  • ম্যাক্সিমিনদা, লিখছি পরে।
    আপাতত একটা পুরানো আলোচনা দিয়ে যাই। নানা জায়গায় রাজনীতি নিয়ে নাসাকুঞ্চন দেখে ( এবং সেই ছুঁৎমার্গের জন্য গত বেশ কিছু বছরের সিপিএম এর 'রাজনীতি' অনেকাংশে দায়ী বলেও মনে করি) এই টইয়ের কিছু পোস্টের কথা মনে হচ্ছিল।

    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&font=banglaplain&portletId=8&porletPage=2&contentType=content&uri=content339&contentPageNum=1
  • abastab | 61.95.189.252 | ২২ অক্টোবর ২০১১ ১০:১৮493123
  • শিবুদা এই অজিত চৌধুরিকি CUর ইকনমিক্স ডিপার্টমেন্টের MSCক্লাস নিতেন?
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ১৩:১২493124
  • অবাস্তব ইশ কী কল্পনা! তার চেয়ে জিজ্ঞেস করা যেত 'ও শিবুদা ইনি কি বাঙালি?' -:)
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ১৪:১৫493125
  • পাই, পড়লাম, বেশ ভালো লাগল। কিন্তু 'পোমো' মানে কী?
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ১৪:৫৬493126
  • পোমো -- তিনটে অল্টার্নেটিভ অর্থ মাথায় এল। ১)পোস্ট-মডার্ন ২) প্রোমোট করার টেকনিক ৩)প্রমোদ দাশগুপ্ত। পোমো মানে যদি পোস্ট-মডার্ন হয়ে থাকে আমি তাহলে আলোচনায় নেই।
  • Sibu | 108.23.41.126 | ২২ অক্টোবর ২০১১ ১৬:২৩493127
  • @abastab। জানি না। মামের মিল দেখে মনে হল ঐ লিংটা এই টইতে যাবে :(।
  • Sibu | 108.23.41.126 | ২২ অক্টোবর ২০১১ ১৬:৩৫493128
  • আচ্ছা, কি করে ঠিক করা হবে কে বা কারা রাজনৈতিক দলের সদস্য? সব দল তো সদস্‌য়্‌স্‌তালিকা প্রকাশ করে না। তাপ্পর, দল বলছে সদস্‌য়্‌স, প্রসপেকটিভ ক্যান্ডিডেট বলছে না - তখন কি হবে? আরো আছে। ক্যান্ডিডেট কইল আজ থিকা দলের সদস্যপদে ইস্তফা দিলাম। তখন? সদস্য না হয়ে সিমপ্যাথাইজার/সমর্থক হলে কি করা? এই সব কথা মাথায় আসে।

    আমাগো মহম্মদ-বিন-তুঘলকা এই সব ভাবেন নাই মনে লয়। ভাবছি গুরুর হাফ-বেকড খসড়া দেওয়াটা এবারে ক্ষমাসুন্দর চোখে দেখাই যায়।

    খপচার খপচান জোটে, ভূতের ভূতানী ...
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ১৮:২৪493129
  • অ্যাকাডেমিক ইনস্টিতে পার্টির পার্টির আধিপত্য বিস্তার করার লাইনটা প্রমোদ দাশগুপ্তর। এই লাইন অনুসারেই অনিল বিশ্বাস মশাই 'গ্‌র্‌যাজুয়েট কনস্টিউয়েন্সি' নামে একটি বস্তুর প্রবর্তন করেছিলেন।
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ১৮:২৯493130
  • নতুন সরকার গ্‌র্‌যাজুয়েট কনস্টিটিউয়েন্সিকে তুলে দেওয়ার কথা ভাবছে। পেরে উঠবে কিনা জানিনা।
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ১৮:৫৫493131
  • অন্ততপক্ষে এক মাস আগে কয়েকটা ইচ্ছের কথা প্রকাশ করা হয়েছিল।

    Existingpolicy-makingbodies (Senate, Syndicate/Court, Council) willbedissolved.
    ItwillbedonebypromulgationofanOrdinance.

    তা, এটা নিয়ে ডায়ালগ তখনই শুরু হতে পারত। হয়েছিল কি? ছাপা কাগজে দেখিনি তেমন।
    Further, theproposedchangesintheuniversitystatutesarebasedonthemodelsfollowedbyDelhiandJNU.
    DUandJNUhaveeliminatedpoliticalinfluenceonacademics.

    এই শেষ পয়েন্টটা নিয়ে জানতে চাই। ডি-ইউ এবং জে-এন-ইউ তে ঠিক কী ব্যাবস্থা?
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ১৯:১৫493133
  • আরেকটা কথাও পড়লাম।

    AcademicinstitutionsworldwideseekthehelpofalumnibutthepoliticalbiasqueeredthepitchinCalcutta.Thegraduateconstituency’sonlyagendawastoensuretheuniversity’sadherencetoAlimuddinStreet’sline -- inthe165-memberCalcuttaUniversitycourt, thereareasmanyas25graduaterepresentatives.

    এটা বলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন অধ্যাপক।
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ১৯:২০493134
  • apostrophe পড়ে না কেন? বাংলায় লিখি -- গ্‌র্‌যাজুয়েট কনস্টিটউয়েন্সি-র একমাত্র এজেন্ডা ... ইত্যাদি। (প্রচুর ইনপুট দিলাম। এবার আমি চললাম।)
  • Sibu | 108.23.41.126 | ২২ অক্টোবর ২০১১ ২১:১২493135
  • অ্যাকাডেমিক ইনস্টিতে পার্টির আধিপত্য বিস্তার করার কনসেপ্টটা পোমোদদার ইনভনশন!! ভদ্দরলোক তো খুব অরিজিনাল ছিলেন।
  • Sibu | 108.23.41.126 | ২২ অক্টোবর ২০১১ ২১:১৬493136
  • ভাবছি আমাদের মাছের বাজারের মনুদা কে ভিসি বানানোর জন্যে খসড়া প্রস্তাব পাঠাবো। অ্যাকাডেমিশিয়ান যাদের চিনি তাদের সক্কলের পলিটিক্যাল বায়াস আছে। শুধু মনুদা যে বশী মাছ কেনে তার প্রতি বায়াসড।
  • T | 14.139.128.11 | ২২ অক্টোবর ২০১১ ২২:১০493137
  • আচ্ছা, প্রফেসরদের কোনো রাজনৈতিক মতাদর্শ থাকলে সে যে সেনেটে থাকতে পারবে না, অর্ডিন্যান্স কি এমনটাই বলছে। নাকি খালি রাজনীতিক নেতানেত্রীরা বাদ?
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ২২:২৯493138
  • T -- সেনেটে শুধুমাত্র প্রফেসরদের রাখতে বলছে। রেজিস্ট্রারও থাকবেন নিশ্চয়ই।
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ২২:৫৭493139
  • ঐ এক আবাপের রিপোর্ট পড়ে এর চেয়ে বেশি বুঝি নি। অতীতের কথা যেটুকু জানি শেয়ার করলাম।
  • ranjan roy | 14.99.154.148 | ২২ অক্টোবর ২০১১ ২৩:২০493140
  • ম্যাক্সিমিন,

    ""গ্র্যাজুয়েট কনস্টিটুয়েন্সি'' পিডিজি'র মস্তিষ্কের বাই-প্রোডাক্ট? কি জানি, আমাদের বিলাসপুরের ইউনিভার্সিটিতেও তো আছে। ইনফ্যাক্ট, আমাদের এক এম এল এ হবার উচ্চাশা পোষা কংগ্রেসি বন্ধু তাতে ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তার আগে ঘুরে ঘুরে বন্ধুবান্ধবের ভাই-বোনদের সদস্য বানিয়েছিলেন। যাতে অ্যাকাডেমিক কাউন্সিলে নির্বাচিত হতে পারেন।
  • maximin | 59.93.212.250 | ২২ অক্টোবর ২০১১ ২৩:৫৪493141
  • গুরুতে নতুন এসেই অনেক কথা বলে ফেলেছি। এবারে আমি শ্রোতা।
  • maximin | 59.93.212.250 | ২৩ অক্টোবর ২০১১ ০০:২৭493142
  • প্রমোদ দাশগুপ্তর লাইন ছিল মেরুদন্ডবিশিষ্ট প্রানীদের বাদ দিয়ে পার্টি বানানো।
  • Sibu | 108.23.41.126 | ২৩ অক্টোবর ২০১১ ০০:৫১493144
  • বেশ বেশ, পোমোদদাকে নিয়ে আরো কিছু বলুন। শুনে অন্ধকার হইতে আলোকে যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন