এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রহস্য গল্প : প্রতিচ্ছায়া

    shrabani
    অন্যান্য | ১১ অক্টোবর ২০১১ | ২১২০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shrabani | 117.239.15.104 | ২৯ নভেম্বর ২০১১ ১০:৫৪495786
  • শমীক,
    আগে আমাকে পাঠাও দেখি, আমাকেও পুরোটা পড়ে দেখতে হবে!
    কিভাবে লিখেছি জানিনা তবে যারা সময় করে ধৈর্য্য ধরে পড়েছে বা সঙ্গে থেকেছে তাদের ধন্যবাদ! উৎসাহ দিয়ে পাঠানো সেইসব ফিডব্যাকের জন্য ধন্যবাদ.........:)
    ভ:মা:, করিম:((... এরা কেন শুধু খাওয়াতে চায় আমায়! তার চেয়ে রাজীর বেঁচে থাকার আনন্দে তোমরাই আমার হয়ে ভালো করে খেয়ে নিও।
    এই লেখাটা গুরুর জন্যে শুরু করেছিলাম, একরকম ফরমায়েসে, অল্প কিছুটা লিখে তারপর ছেড়ে দিই, পরে যখন আবার লিখতে ইচ্ছে হল, মনে হল টই খুলে লিখতে শুরু করলে লেখার তাড়া থাকবে আর শেষ হবে, যারা তাড়া দিয়েছে তাদের বলি একটুও রাগ করিনি, ইন ফ্যাক্ট তাদের জন্যেই শেষ হয়েছে।
  • siki | 123.242.248.130 | ২৯ নভেম্বর ২০১১ ১১:৩০495787
  • শ্রাবণী,

    পাঠিয়ে দিলাম। :)
  • siki | 123.242.248.130 | ২৯ নভেম্বর ২০১১ ১১:৩২495788
  • সবার সমস্ত ডাউটগুলো জানা হোক, তারপর সেই মত তোমার লেখাটাকে মডিফাই করে নিও।
  • Debashis | 89.147.0.172 | ২৯ নভেম্বর ২০১১ ১৫:১১495789
  • দারুন, দারুন, দারুন। তিন সত্যির মতো এই লেখাটা তিন দারুন। সত্যিই বই করে বের করুন লেখাটা।
  • de | 203.199.33.2 | ২৯ নভেম্বর ২০১১ ১৫:৫৭495790
  • রুদ্ধশ্বাস গল্প! আমি জাস্ট প্রতিজ্ঞা করেছিলাম শেষ করার তাড়া দেবো না -- রোজ ভাবতাম ইস আজ যেন একটুখানি লেখে শ্রাবণী! ইন ফ্যাক্ট, অনেকদিন পরে ধারাবাহিক পড়ার নেশার মতো এই অপেক্ষাটাও খুব ভালো লাগলো। থ্যাংকিউ শ্রাবণী!
  • shrabani | 117.239.15.102 | ২৯ নভেম্বর ২০১১ ১৭:৩৬495791
  • একটু কারেকশন করি:
    "রাজী বাজার থেকে মন্দিরে যাবার আগে বুথ থেকে ফোন করে দেয়".......... এই লাইনটা বাদ দিয়ে পড়তে হবে।

    পরে মনে হয় রাজী আর একটা মোবাইল রাখতেই পারে অর্ককে না জানিয়ে(আমাদের অনেকেরই আছে), সেরকমই লিখব ঠিক করলাম টইতে লেখার সময় কিন্তু কপি পেস্টে লাইনটা বাদ পড়েনি।:(

    দে, থ্যাঙ্ক ইউ টিউ কেন, লিখেছি তোমরা পড়েছ এই ঢের, আর বেশী কিছু না!:)
  • pb | 182.71.56.70 | ২৯ নভেম্বর ২০১১ ১৯:৪৫495792
  • সত্যি দারুন ! আগের লেখাগুলোর চেয়ে অনেক অনেক উন্নত।
  • pi | 128.231.22.133 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৩৭495793
  • একটা প্রশ্ন রিমিদি করে দিয়েছে।

    আরো একটা দুটো ছিল। খুব মাইনর যদিও।
    আর হাই চান্স, এগুলো নিয়ে হয়ত ক্ল্যারিফিকেশন আছেই, রুদ্ধশ্বাসে তাড়াতাড়ি পড়তে গিয়ে মিস করে গেছি :)

    হ্যাঁ, এই প্রশ্নগুলো। সুজিত এসেই মন্দিরে খোঁজ নিল,এদিকে রাজী এত জায়গায় খোঁজ খবর নিয়েছিল,ঐ মন্দিরে করেনি ? করে থাকলে ওর গতিবিধি সার্চ করে

    স্কুলের কম্পুটার থেকেই বা সব ওড়াতে বল্লো কেন ? পুলিশকে যদি নির্মলার হদিশই পাওয়াতে হয়, তালে এতে জরে সুজিতের দিকে আরো সহজে পয়েন্টার দেওয়া যেত না ?

    আর বাবার উপর মিথ্যা লাশ শনাক্তকরণ নিয়ে চাপ তৈরি করতে হলে রাজী নিজেই মুখ ঢাকা টাকা দিয়ে বেরিয়ে ফোন করলো না কেন ? গলাটা এক হলে আরো চাপে ফেলা যেত তো।

    মঙ্গলসূত্রের ব্যাপারটাও একটু রিস্কি হয়ে যায়নি ? লাশ তোলার সাথে সাথেই বড় সাহেব গিয়ে ওটা পরিয়ে দিলেন?

    আর হ্যাঁ, রাজীর সাথে মামার যখন দেখা হয়েছে, উনি ওকে কোন হিন্ট দিলেন না ? বা, রাজী, নানা সূত্রে খোঁজখবর যখন করছিলৈ, ওঁর কাছে ওর মা র হারিয়ে যাওয়া নিয়ে কিছু জানতে চাইলো না ? বিশেষ করে যখন জানে, শুভার সাথে ওঁ সম্পর্ক খারাপ,উনি কোন যোগাযোগ রাখেন না।

    তবে, আবারো বলি, এগুলো মাইনর। আর কিছু জিনিস মিস ও করে যেতে পারি।

    আর আবারো বলি, দারুণ লাগলো :)

    শুরুটা সেই কবে পড়ে থেকে ইস্তক খুসখুস করছিলাম, ভেবেছিলাম আর বোধহয় শেষ ই করলে না !
  • pi | 128.231.22.133 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৪০495794
  • ধনতেরাস নিয়ে ইন্দ্রর আপত্তি নেই ?
  • Nina | 12.149.39.84 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৪১495796
  • শ্রাবণী
    এক্কেবারে চুপ করে গেছি--ভিষণ ভরে গেছে ভেতরটা--শব্দ আর নাই রে---
    একমাত্র এইটার জন্য সময় বার করে নেটে এলাম। প্লিজ শ্রাবণী ১১ ডিসেম্বর যেন তব দেখা পাই :-)) দিল্লী মে!

    সিকি প্লিজ প্লিজ আমাকে PDF টা ASAP আমার অফিসের -মেলে পাঠিয়ে দে।

    দেশে যাবার প্রস্তুতিতে নেটে আসা বন্ধ--সব্বাই আছ আমার মনে সর্বদা---

    জয় গুরু! জয় শ্রাবণী :-)))))
  • pi | 128.231.22.133 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৪৪495798
  • না: সিকি, উল্টোই। ঐ প্পন যা বল্লো, বা তোমার যা এক্ষপি, সেটা এখানে ওয়ালমার্টের বেলাতেও প্রযোজ্য। ফ্রেশ সব্জি নিয়ে যাদের খুঁতখুঁতানি আছে, ওয়াল মার্টে তারা নৈব নৈব চ। আর ওয়ালমার্টের জিনিসের কোয়ালিটির ব্যাপারে বিস্তর বদনাম আছে, যার অনেক কিছু সত্যও। ঐ বিপদা গোড়ার দিকে কোন পোস্টে যা লিখেছিলেন।
  • pi | 128.231.22.133 | ২৯ নভেম্বর ২০১১ ২২:৪৮495799
  • আরে কী গড়বড় হচ্ছে ! আমি তো অন্য টইয়ে গিয়ে কল খুলছি। রিফ্রেশ হয়ে যায় তো। এতো দেখি অন্য সব টইয়ের সব পোস্ট এখানে পড়েছে :(
    ভীষণ ভীষণ সরি :(
  • Jhiki | 182.253.0.99 | ৩০ নভেম্বর ২০১১ ০৭:০৩495800
  • Name:JhikiMail:Country:

    IPAddress:182.253.0.99Date:01Nov2011 -- 10:31AM

    লাশটা কি রাজীর নয়, রাজীর বোন/দিদির? রাজীর বাবারও কি কোন পরকীয়া ছিল?

    seikabelikhechhilaameTaa!

    galpaTaakintujabbarhayechhe.abhinandanshraabanee.
  • Jhiki | 182.253.0.99 | ৩০ নভেম্বর ২০১১ ০৭:০৮495801
  • সেই কবে লিখেছিলাম এটা ! তবে DNA টেস্ট রেজাল্ট ও হিন্দি সিরিয়ালের কায়দায় গলতা বানানো হবে, এটা আন্দাজ করিনি!!

    গল্পটা কিন্তু জব্বর হয়েছে। অভিনন্দন শ্রাবনী।

  • shrabani | 124.124.244.109 | ৩০ নভেম্বর ২০১১ ০৯:২৩495802
  • পাই,
    তোমার প্রশ্ন গুলো দেখে ভালো লাগল এই জন্যে যে এই প্রশ্নগুলো আমারো ছিল এবং মোটামুটি আমার মত করে এর উত্তর গুলো কোথাও না কোথাও আছে, গল্পের শেষে লাইন ধরে সব কিছুর উত্তর এবারে নেই, কোথাও বা হিন্ট যেমন রিমির প্রশ্নে আমি লিখেছি রাজীর সঙ্গে ওর বাবা মার কোনো মনান্তর ও রাজীর রাগ করে উইল করা হয়ত... উকিলের ভাবনায়, কিছু আমি ভেবেছি এটা স্বাভাবিক, পাঠকরা নাও ভাবতে পারে!:))

    নীনা, অনেকদিন লিখছ, উত্তর দেওয়া হয়নি, ঐদিন আমার বাড়িতে গেস্ট থাকবে তাই হয়ত হবেনা, শমীককে বলেছি....তবে যদি দেখি আমার বাড়ির গেস্টদের দিল্লী দর্শনের প্ল্যান তাহলে চেষ্টা করব ওদের দিল্লী হাটের দিকে কিছুক্ষণের জন্যে যদি নিয়ে যাওয়া যায়...:)
  • siki | 123.242.248.130 | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৪৬495803
  • অন্তত আধঘণ্টার জন্য হলেও চেষ্টা কোরো। খুব ভালো লাগবে।
  • pi | 72.83.76.29 | ৩০ নভেম্বর ২০১১ ১০:০২495804
  • থ্যাঙ্কু, শ্রাবণীদি।
  • Shn | 59.144.10.250 | ৩০ নভেম্বর ২০১১ ১১:১৩495805
  • শ্রাবণী, খুব ভালো লাগলো। ছুটিতে আয়েশ করে পড়ব বলে রেখে দিলাম। তোমায় লিখতে বড্ড দেরী হয়ে গেল। আশা করছি, শিগগিরই লিখবে আবার :)।
  • ranjan roy | 14.97.114.52 | ৩০ নভেম্বর ২০১১ ২০:৩৯495807
  • শ্রাবণীকে অভিনন্দন! জব্বর হয়েছে। দু-এক মাস পরে আরো একটি চাই।
  • ranjan roy | 14.97.114.52 | ৩০ নভেম্বর ২০১১ ২০:৪২495808
  • এবার টিম আসুক! টিমের মণিদার কথা ভুলিনি। ওনার নতুন কোন কেসের কথা শুনতে চাই।
    শ্রাবণীর আগেরটাও খুব ভাল হয়েছিল। সবচেয়ে যা ভাল লাগে- ও পরিবেশ ও চরিত্রগুলোকে চমৎকার ফুটিয়ে তোলে।
  • aishik | 122.181.132.130 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:১১495809
  • শ্রাবনীদি, খুব ভালো লাগলো। শমীকদা, PDF আমারো চাই। এটা বই করে বের হলে আমি এক কপি আগে বুক করলুম।
  • siki | 123.242.248.130 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:১৫495810
  • শ্রাবণী এখনও অনুমতি দেয় নাই। সময় করে আরও কিছু ঘষামাজা করবে, তাপ্পরে পিডিএফ হবে। :)
  • kd | 59.93.212.92 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:০৩495811
  • সিকি, পিডিএফ রেডি হ'লে আমায় প্লীজ এককপি ইমেল করে দিও, দিদিকে পড়তে দেবো।
  • Netai | 121.241.98.225 | ০৭ ডিসেম্বর ২০১১ ১৮:১৩495812
  • ফাটাফাটি
  • Paul | 72.200.203.194 | ২১ ডিসেম্বর ২০১১ ০৫:৪৮495813
  • খুব ভলো লগ্লো রবোনিদি।।।।অনেকি্‌দন পোরে ভলো বন্‌গ্‌ল লেখ পোর্লম।।।।নোতুন কিছুর অশ তে রৈলম
  • anamika | 173.49.75.42 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৩:৪৯495814
  • শ্রাবনীদি,
    অসম্ভব ভালো লাগল গল্পটি। এখানে আমি নবাগতা, তাই দুর্ভাগ্যবশত: আপনার লেখার সঙ্গে আগে পরিচয় হয়নি। অনেকেই বলেছে, আমিও বলছি, এটি অবশ্যই বই-এর আকারে আপনার বের করা উচিত। যাই হোক, অনেক অনেক অভিনন্দন ও ভবিষ্যত লেখার জন্য রইলো অনেক শুভকামনা। এরকম আরো লিখুন।
  • shrabani | 124.124.244.109 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৯:৩৫495815
  • অনামিকা, দেবপ্রিয়/য়া
    আপনারা এখানে নতুন বা হয়ত নীপা, যাই হোক, অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লেগেছে জেনে আমার নতুন করে ভালো লাগছে!
    শমীক আমি এই ছুটিতে করেকশান করে তোমায় মেল করছি।
  • siki | 122.177.189.106 | ২৩ ডিসেম্বর ২০১১ ১১:০১495816
  • ঠিক আছে।
  • siki | 122.177.189.106 | ১০ জানুয়ারি ২০১২ ২২:০১495818
  • সর্বাণী / শ্রাবণীর গল্প পরিমার্জিত এবং পরিবর্ধিত সংস্করণে প্রকাশিত।

    এইখানে পড়ুন, রহস্য গল্প, প্রতিচ্ছায়া।

    http://www.guruchandali.com/pebble/files/shrabani/protichchaya_sarbani_ray.pdf

    সামান্য কিছু কারেকশন বাকি রয়েছে, ও আমি পরে করে দেব। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন