এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • প্রত দ্বিতীয় জটায়ু. অত:পর ফেলু

    SUVRA BHATTACHARYA
    সিনেমা | ২২ সেপ্টেম্বর ২০১১ | ৫৩৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • SUVRA BHATTACHARYA | 217.212.230.88 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২১:২৫496803
  • সন্তোষ দত্তের মৃত্যু সত্যজিৎকে আর ফেলুদা করতে উৎসাহিত করেনি!
    তারপর যুগপরিবর্তনের সাথে সন্দীপ রায়ের ক্যামেরায় ৫০দশকের অপ্রতিদ্বন্দী শিশুশিল্পী মাস্টার বিভুর ২য় জটায়ু হয়ে ওঠা.

    পরপর বক্স অফিস সাফল্যের হাত ধরে নতুন প্রজন্মের কাছে বিভু হয়ে গেলেন জটায়ু. অকাস্মাৎ ইন্দ্রপতন! চলে গেলেন জটায়ু ফেলুদাকে ফেলে!
  • pi | 128.231.22.133 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২২:২৪496814
  • মাস্টার বিভু কোন কোন সিনেমায় ছিলেন ?
  • Tim | 128.173.176.151 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২২:৫২496825
  • সত্যজিৎ রায়ের সাথে সন্দীপ রায়ের আরো একটা পার্থক্য। একটা মৃত্যুতেই সত্যজিৎ ফেলুদা বন্ধ করে দিলেন। আর এতগুলো মৃত্যুর পরেও সন্দীপ রায়কে থামানো গেলনা। আমার ধারণা আর কেউ না থাকলে পরমব্রতকে জটায়ু করেই সন্দীপবাবু ফেলুদা বানিয়ে যাবেন।
  • Tim | 128.173.176.151 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৫496836
  • একটা সিনেমা মনে পড়ছে। দুটো ছোট ছেলে ( একজন মাস্টার বিভু) বাড়ি থেকে পালিয়ে যাবে। নাম মনে নেই। একজন জেল পালানো আসামীর চরিত্রে অভিনয় করেছিলেন পরবর্তীকালের চেনামুখ এক অভিনেতা। এর নামও মনে নেই, মেমারি বিশ্বাসঘাতকতা করছে।
  • nyara | 203.83.248.37 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৭496838
  • ধুর, পরমব্রত কী করে হবে, মাথায় টাক থাকতে হবে তো। আমার একটা চান্স আছে। তবে অফার এলে কী বলব সেটাও ভেবে রেখেছি। চিৎকার করে বলব, "দাদা, আমি বাঁচতে চাই।"
  • ppn | 112.133.206.18 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:০২496839
  • যেকোন মৃত্যুই শোকবহ। তদুপরি ভারতীয় রীতি অনুযায়ী পরলোকগত ব্যক্তির প্রতি খারাপ কিছু বলা সমীচীন নয়।

    তাহলেও বলি, বিভু ভটচাযকে জটায়ুর চরিত্রেই শুধু দেখেছি। ভদ্রলোকের দ্বারা কমেডি হত না। অবশ্য জানি না, সেটা কতটা বিভুবাবুর খামতি আর কতটা পরিচালকের।
  • byaang | 122.167.224.147 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৯496840
  • অপুর সংসারে অভিনয় করেছিলেন বলে শুনেছি। অপর্ণা অপুর বাড়ি আসার পরে জানলা দিয়ে নীচে যে বাচ্চাকে খেলতে দেখবে, সেইটাই উনি। সত্যিমিথ্যে জানি না।
  • byaang | 122.167.224.147 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:১০496841
  • তিমি কি হীরেমানিকের কথা বলছিস? সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব?
  • byaang | 122.167.224.147 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৫496842
  • আইএমডিবি বলছে - মাস্টার বিভু প্রহ্লাদে প্রহ্লাদ হয়েছিলেন, বিন্দুর ছেলেতে অমূল্য, নব বিধানে সোমেন হয়েছিলেন। তাছাড়াও অগ্নিপরীক্ষা, পুত্রবধূ, সাগর সঙ্গমেতে অভিনয় করেছিলেন।
  • Tim | 128.173.176.151 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৩496804
  • শম্বু মিত্রের সাথে একটা সিনেমায় একদল শিশুশিল্পীর মধ্যে মাস্টার বিভুকে দেখেছি কিনা মনে পড়ছেনা। সিনেমাটা খুবই বিখ্যাত। বিদেশী উপন্যাস অবলম্বনে তৈরী ছবি। শম্ভু মিত্র একদল বাচ্চাকে পকেটমার বানিয়ে একটা চক্র গড়ে তুলেছিলেন সেই সিনেমায়।
  • hu | 12.34.246.73 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৭496805
  • ওটা তো মানিক - অলিভার টুইস্টের বাংলা। দেখিনি যদিও।
  • Tim | 128.173.176.151 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৬496806
  • ইয়েস। কিছুতেই মনে পচ্ছিলোনা।
  • I | 14.96.11.41 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৮496807
  • ছ্যা ছ্যা ! হুচির কান্নায় অতিষ্ঠ হয়ে আইটিনেরারি বানিয়ে সাইক্লোস্টাইল করে বিলি কল্লাম, হুচি দাঁতে কেটেও দেখল না। দু:খের কথা এখেনেই জানিয়ে যাচ্ছি।

    বায় দ্য ওয়ে, মানিক আমি দেখেছি। অতি উৎকৃষ্ট সিনেমা। ওতে বিভু ভট্টাজ ছিলেন, একটি শিশু ছায়ার ভূমিকায়। শ্মশানের পাড়ে নদীর জলে শিশুটির ছায়া ( না কি ছায়াটির শিশু? গুলিয়ে গেছে) পড়েছিল, সেই রোল। ছোট , কিন্তু অতি গুরুত্বপূর্ণ। স্তানিস্লাভস্কি বলে গেছেন (স্তানিস্লাভস্কি সম্বন্ধে একটিমাত্র কথা যা আমি জানি)।
  • ppn | 122.252.231.10 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪০496808
  • নদীর জলে শিশুটি নিজেকে দেখল আর দেখল তার ছায়াকে। এ এক অদ্ভুত সমাপতন।

    নিছক মেলোড্রামা নাকি শিশুটি নিজেকে নিজের থেকে এলিনিয়েট করে দেখে জলের ভিতর?

    ক্ষে দেবে উত্তর? হা:?
  • pi | 128.231.22.133 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৩496809
  • সময়।
  • I | 14.96.11.41 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৬496810
  • উত্তর চাই? য়ুরোপীয়ান হলে একরকম, দেশী হলে অন্যরকম । রেটের কথা বলছি। য়ুরোপ হলে সাড়ে ছ আনা ইউরো বেশী পড়বে।
  • ppn | 122.252.231.10 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫১496811
  • দুটোই শুনি।
  • pi | 128.231.22.133 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৩496812
  • ব্যাপারটাকে পুরো শিশির অ্যাংগেল থেকেই ভাবাটা কিন্তু চিন্তার একধরণের অসম্পূর্ণতা।
    ছায়াটি কাকে দেখলো ? শিশুটির কায়াকে ?
    নাকি এই দেখার সবটাই মায়া ?
  • ppn | 122.252.231.10 | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৮496813
  • আবার শিশিও আছে নাকি? খাইসে! এইটাই কি সেই চতুর্থ দেওয়াল?
  • pi | 128.231.22.133 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:০১496815
  • ছায়া তো শিশুরই সৃষ্টি। সেই সৃষ্টি থেকে তাকে বিযুক্ত করে দেখা কি ঠিক হবে ? আবার আরেক অর্থে শিশুটি ছায়ার দর্শকও । তাহলে এক্ষেত্রে দর্শক আর স্রষ্টাকেও বিযুক্ত করা যাচ্ছে না।
    এই কি ব্রেখটীয় প্যারাডক্স ?
  • I | 14.96.11.41 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:০৯496816
  • প্রথম দেওয়াল : শিশির ভাদুড়ি টলমল করে সীতা নাটকের মঞ্চে ঢুকছেন। ছ আনার দর্শকাসন থেকে কে যেন চীৎকার করে বলল -শিশির ভাদুড়ি নহ, তুমি বোতলের। উনি শিব্রাম। মনোদু:খে একসাথে অনেকটা রাবড়ি খেয়ে ফেলেছেন। খুব নেশা হয়েছে।

    দ্বিতীয় দেওয়াল : শিশির ভাদুড়ি টলমল করে সীতা নাটকের মঞ্চে ঢুকছেন। ছ আনার দর্শকাসন থেকে কে যেন চীৎকার করে বলল -শিশির ভাদুড়ি নহ, তুমি বোতলের। উনি শিব্রাম। মনোদু:খে একসাথে অনেকটা রাবড়ি খেয়ে ফেলেছেন। খুব নেশা হয়েছে।

    তৃতীয় দেওয়াল : শিশির ভাদুড়ি টলমল করে সীতা নাটকের মঞ্চে ঢুকছেন। ছ আনার দর্শকাসন থেকে কে যেন চীৎকার করে বলল -শিশির ভাদুড়ি নহ....

    চতুর্থ : ঐ

    বন্ধুরা, দু:খিত। তুমি যন্ত্র , আমি যন্ত্রী , আশা করি অপরাধ মার্জনা করবেন।

  • pi | 128.231.22.133 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:১০496817
  • শিশি ও শিশু
    ---------------
    আমরা যা ভাঙতে চাই, ভাঙতে ভাঙতে একসময় কি তারই মধ্যে ঢুকে পড়িনা ? সিস্টেমের কথাই ভেবে দেখুন কমরেড। সেই যে শিশুটি তেলের শিশিটি ভাঙতে শুরু করেছিল, বুড়ো খোকাদের রাগারাগিতে সেই ভাঙা সম্পূর্ণ করতে পারলো না, কিন্তু চেষ্টা চালিয়ে গেল, চালিয়েই গেল আর সেই চালাতে চালাতেই শিশুটি একসময় শিশির মধ্যে ঢুকে পড়লো।
  • System Admin | 14.96.11.41 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:১৬496818
  • SUVRA, দিল পে নেবেন না। ইহারা সব নাদান খিল্লিবাজ শিশু ( অথবা তাদের ছায়া), এদের সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই।
  • nk | 151.141.84.194 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:১৯496819
  • শিশির ছায়া তো!
  • aka | 168.26.215.13 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৭496820
  • কিন্তু শিশুর জীবনের ন্যারেটিভ থেকে শিশুর ছায়াকে অ্যালিইয়েনেট করতে পারলে তবেই সেই দেওয়াল ভাঙা যাবে। যা কিনা ক্যাথারসিসের মতনই দর্শককে ইনভলভ করে, প্যান করে আর শুরু হয় কমিউনিকেশন সেই কমিউনিকেশন শুধুই হ্যামার করে, ন্যারেটিভ থেকে বিচ্ছিন্নতার হ্যামার, আর একেই এই যে উপজনির্ভর আর্কিটাইপ তাই হল পশ্চিমী দন্দ্বে মেলোড্রামা।

    (মাইরি রাগ কইরেন না, নেহাতই বাচাল টাইপ লোকজন)
  • I | 14.96.11.41 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৫০496821
  • ঠিক এইখেনেই কার্ল গুস্তাভ য়ুং সায়েব এসে শিশুর মা'কে ধরে টানতে টানতে সভার মাঝখানে এনে ফেলেন, যৌথ নির্জ্ঞান- মা ! মা গো ! দেখা দে নয়তো টাকা দে ! বলে বিচ্ছিরি চীৎকার করে ওঠে। ক্যামেরা জুম ইন করতে করতে দেখে শিশির মদ বোতলে ঢেলে নিয়ে একটি মেলোড্রামা ঝোপের আড়ালে অ্যালিয়েনেটেড হচ্ছে।
    অন্য কোনো ইথারিয়াল স্তরে ফ্রয়েডসায়েব ব্যক্তিগতবিচ্ছিন্নতাজনিত কারণে মা-কে নিয়ে উড়ে যান আকাশপথে। সে এক দুর্মর যাত্রাপথ, মহাকাব্যের বুকের ওপর দিয়ে এক বিহ্বলতার বেদনাসঞ্চার । যেতে নাহি দিব বলে বুক ছিটিয়ে ছুটে আসে ও কার ডানার ছায়া? ক্যামেরা জুম ইন করে। জটায়ু। বিভু ভট্টাজ। অনেক বড় হয়েছেন।
  • pi | 128.231.22.133 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৫১496822
  • কিন্তু এই যে শিশুটি একবার শিশির মধ্যে ঢুকে পড়লো এর ফলে শিশির থেকে শিশুকে বিযুক্ত মুশকিল হয়ে পড়লো। এর আগেই আমরা প্রমাণ করেছি, শিশুর থেকে শিশুর ছায়াকে বিযুক্ত করার কাজটি কঠিন। অতএব এতদ্বারা প্রমাণিত হয়, শিশুর ছায়া থেকে শিশির ছায়াকে বিযুক্ত করা শুধু মুশকিলই না, না মুমকিনও বটে।
    শিশুর জীবনের ন্যারেটিভ থেকে শিশুর ছায়া অ্যালিয়েনিয়েট করার হ্যামার মেরে দেওয়াল ভাঙ্গার চেষ্টা করে পশ্চিমী দ্বন্দ্বে মেলোড্রামা নামক উপজনির্ভর আর্কিটাইপ তৈরি করতে চান, তো করুন, কিন্তু ভুলেও শিশুর ছায়া থেকে শিশির ছায়াকে বিযুক্ত করার কথা ভাববেন না। বিশ্বায়নে বিশ্বাসী হোন কি না হোন, এই বিযুক্তায়নের বিরুদ্ধে দিকে দিকে প্রতিরোধের দেয়াল গড়ে তুলুন কমরেড।
  • aka | 168.26.215.13 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:০৩496823
  • শিশুটি শিশিতে, ছায়াটি বিযুক্ত হতে চায়, কিন্তু মেলোড্রামা তাকে ধরে রেখেছে, এই মিথস্ক্রিয়ার ভূমিকা বুঝতে গেলে বুঝতে হবে শিল্পবোধের নিরিখের ভাষ্য যা কিনা রচিত আছে শিশুটির জীবনে। শিশি ও শিশুর কাহিনীর এই অদ্ভূত বহুত্ববাদী না বুঝলে আমাদের অনুভবে পূর্ণতর হবে না।
  • kc | 178.61.96.29 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:১৪496826
  • প্রথমে ভেবেছিলাম খিল্লি হচ্ছে, কিন্তু এগুলো তো দুর্দান্ত সিমুলেশন।
  • pi | 128.231.22.133 | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:১৪496824
  • উঁহু, ক্যামেরা জুম ইন করবে না। ক্যামেরাকে হতে হবে স্থির। জটায়ুর কোমরের উচ্চতায়। ডানা ঝাপটাতে ঝাপটাতে এগিয়ে চলবে অতিবাস্তবিক রূপকথার রিয়েলিটি শো।
    ও হ্যাঁ, পিছনে দরমার বেড়ায় পড়ে থাকবে একটি শিশির ছায়া। খালি রামের শিশি। ব্যাকগ্রাউণ্ডে সীতার শীৎকার।
    পুউরো ফেস্টিভ্যাল মেটিরিয়াল।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন