এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফরিদাবাদ প্রোজেক্টর কুমুদিনী এবং

    pi
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০১১ | ১৭৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pharida | 61.16.232.26 | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৫৪499893
  • ফরিদাbad নাম দিলে ভালো হত না?
  • pi | 72.83.76.29 | ৩০ নভেম্বর ২০১১ ১০:০১499904
  • :)) তা হত, তবে ফরিদা বাদ দিলে ভাল হত না।:))
  • pharida | 61.16.232.26 | ৩০ নভেম্বর ২০১১ ১০:১০499915
  • আমি সত্যি সত্যি খুবই bad দিতে চাই জায়গাটাকে। সুযোগ পেলেই পালাতাম নামের মায়া ত্যাগ করে - ইন্দো ডাক্তারই আটকে রাখে আমায় :))

    জনতা, ফরিদাbad নামকরণের সার্থকতা নিয়ে লিখুন লিখুন!!

    আমার কিছুতেই এই জায়গাটা ভাল লাগে না।
  • siki | 123.242.248.130 | ৩০ নভেম্বর ২০১১ ১০:১৯499926
  • ফরিদা জালাল খুব সুন্দরী ছিলেন এক্কালে। আরাধনা, ববি ইত্যাদি সিনেমায় দেখেছি। আমাদের ফরিদার নাম ফরিদা বলে পটাশম্যাম দর্শনের আগে ফরিদাকে মেয়ে ভেবেছিলেন। তারপরে ফরিদার গোঁপ দেখে হতাশ হয়েছিলেন।
  • kumudini | 72.83.76.29 | ৩০ নভেম্বর ২০১১ ১০:২০499928
  • সংক্ষেপে কই-
    য্যামন হয়,বিরসবদনে প্ল্যান্টে গিয়েছিলুম শনিবার,এদিন আবার এট্টা ওয়ার্কশপ ছিল।

    নতুন প্রোজেক্টর কেনা হয়েছে,সে আর চালু হয় না।অতাতে নাকি ইউজার নেম ও পাস ওয়ার্ড সেট করা আছে,আর যে সেট করেছে সে গেছে চেন্নাই,সেলে ধরা যাচ্চে না।আনিজেদের বুদ্ধি মত ০০০০,১২৩৪ ,কোম্পানির নাম,জয় হনুমান / গণেশজী / কিষেণজী ই: নানারকম চেষ্টা হতে লাগল,আর বাবুদের মেজাজো চড়তে লাগল চর্চড়িয়ে।

    বল্লুম,প্রোজেক্টরের দর্কার কী,ল্যাপটপ চালিয়ে এট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বলেন সবাই। সবাই কটমটিয়ে চেয়ে ভস্ম করে দিতে চাইল বটে,কিন্তু এই নব্বই কেজি চেহারার জন্য ঠিক পেরে উঠল না।অএম্নি সময়ে প্যা¾ট্রীর শান্তশিষ্ট মোহনজী লাঞ্চের কথা সুদোতে এসেছিল,সকলে সেই বেচারার ওপরে এতক্ষণ জমা হওয়া সমস্ত ঝাল ঝেড়ে নিল।

    অবশেষে পাঁচটা নাগাদ "চলো,ম্যাডাম য্যায়সে বোলতী হ্যায়---" সেই পদ্ধতিতেই নেকচার শুরু হবে হবে,তখন চেন্নাই থেকে সেই ক্ষণজন্মা মহাপুরুষের ফোন এল ,পাস ওয়ার্ড কথাটাই পাস ওয়ার্ড(ইউ সী,ভুলনেকা চান্স নেই রাকখা)--

    হ্যাঁ,তারপরে তো বড়মন্ত্রী চেন্নই থেকে জানালেন পাসওয়ার্ডই পাসওয়ার্ড। শুনে যিনি এতক্ষণ চেষ্টার পর হাল ছেড়ে এট্টু নৌকোর গলুইয়ে শুয়ে পড়ার চেষ্টায় ছিলেন,তিনি তেড়েফুঁড়ে উঠে খ্যাটাখ্যাট টাইপাতে লাগলেন-স্মল লেটার,ক্যাপিটাল লেটার , না:,খোলে কই।(উল্লু কা পাট্‌ঠা,ড্যাস,ড্যাস,ড্যাস কো একবার চেন্নাই সে ওয়াপস আনে দো)।
    এম্নি সময় কুমুর দিমাগ কা বাত্তি, আজ্ঞে না,জ্বলল না।অওটি এতই কম ওয়াটের যে সর্বদাই জ্বালা থাকে,জ্বালানো -নেবানোর হ্যাপা পোষায় না।
    "" পি ক্যাপিটাল,বাকী স্মল করকে দেখিয়ে,কোলন ভি দিজিয়ে""

    বললে পেত্যয় যাবেন্না,এক সেকেন্ডে চিচিং ফাঁক,উল্লাসে হ্যান্ডশেক করন,প্রায় ঘুমন্ত দের পুনর্জীবিত হওন,প্ল্যান্ট হইতে সকলকে ডাকিয়া একত্র করন।

    ওয়ার্কশপ শুরু হল বিকেল সাড়ে চারটেতে।
    দেরীতে শুরু হয়েচে তো কী,নেকচার তো দিতেই হবে।আকষ্ট করে পিপিটি বানানো হয়েচে।অসুতরাং যার মনে যা ছিল খোলসা করে কইতে লাগলেন।আএদিকে মুখে প্রকাশ না কল্লেও ক্ষুৎপিপাসায় সকল আপিসাররের অবস্থা কাহিল।অকিন্তু রাগের মাথায় সাধা লাঞ্চো বিদায় করা হয়েচে, এখন ফেরাবে তারে কিসের ছলে ই:।অতালেগোলে কুমু কুড়িটার জায়গায় দশটা স্লাইড দেখিয়ে বসে গেল,আশা করি তাতে পাপ হল না।

    সব দু:খের শেষ আছে,ওয়ার্কশপেরো শেষ হল,সন্ধ্যে সাড়ে সাতটায়।আহ্যাঁ ,ইতিমধ্যে অবশ্য সেই কুক প্রসন্নমুখে চা,কফি দিয়ে গেছে,প্রচুর স্ন্যাকস সহ।

    সব ভাল,যার শেষ ভাল।অপরষ্পরের পৃষ্ঠ চুলকাওন,আহা কি নেকচারি না দিলেন,কোম্পানি এই বার তরতরিয়ে ------ই:।অওকে,গুডনাইট,সি ইউ,দিল্লী থেকে যারা গেছিলেন,একে একে বেরিয়ে গেলেন।অতখনো জানি না আমার জন্য নিয়তি সেই সন্ধ্যা বা রাত্রে কী লিখে রেখেছে।
    ল্যাবের ছেলেগুলো কিছু কাজের কথা শুদোচ্ছিল,ভাবলাম সেগুলোর নিষ্পত্তি করে যাই।অআটটা নাগাদ ফাইনালি বেরোচ্ছি,ড্রাইভার এসে হাসিমুখে,আনন্দ করে জানাল,ম্যাডাম গাড়ী তো স্টার্ট নেহি লেতা।
  • kumudini | 72.83.76.29 | ৩০ নভেম্বর ২০১১ ১০:২৩499929
  • কুল,কুল,কুমু ,মাথা ঠান্ডা রাখো,দিল্লীতে তোমার আপিস মাত্রই পঁচাত্তর কিমী দূরে,
    নাইট ইজ স্টিল ই:।

    "তা বাবা,কোম্পানীর মেকানিক ডাকো।"
    "বুলায়া থা,ও ছুট্টিপর হ্যায়,শাদী হ্যায় ঘর মে।""
    আর মেকানিক নেই?
    আপ কহো তো ,বুলাউ।
    পরপর চারজন মেকানিক ডাকা হল,প্রত্যেকে বিয়েতে ব্যস্ত।অকারো চাচেরা ভাইয়ের শালী,কারো মৌসির মেয়ের দেবরানী,কারো পড়োসওয়ালার,চতুর্থজনের নিজেরি বিয়ে।

    জুনিয়র ও সিনিয়ররা ততক্ষণে মতামত দিতে এসে পড়েছেন-
    এহেহে,এখানকার গাড়ীগুলূ আজ নেই,

    ট্যাংকারগুলো অবশ্য ঐদিকেই যাচ্ছে,

    রাতটা গেস্টহাউসে কাটিয়ে দিন্না,ম্যাম-

    বললাম যে তাতে কোন অসুবিধা ছিল না,কিন্তু কত্তা রাত এগারোটা নাগাদ দিল্লীতে নামবেন,আর বাড়ীর চাবি আমার ব্যাগে।অফরিদাবাদে ট্যাক্সি সার্ভিস আছে নিশ্চই,তাদের কাউকে ডাকি।

    ততক্ষণে সাড়ে আটটা বাজে,সকলের প্রবল আপত্তি অচেনা ট্যাক্সিতে এতদূরের রাস্তা, একলা-

    বললাম,আমার সঙ্গে কেউ চলুক,রাতটা আমার বাড়ীতে থেকে সকালে ফিরে আসবে।
    পাঁচটা জায়গায় ফোন করা হল,সক্কলের গাড়ী চলে গেছে বিয়েতে।অযে গাড়ী আছে তা এদ্দূর যাবে না।

    দু:খের কাহিনী ছোট করাই ভাল।অশেষপর্যন্ত ফরিদাবাদবাসী একটি ছেলে তার বন্ধুর গাড়ীতে সারিতা বিহার মেট্রো স্টেশনে ছেড়ে গেল।অবাড়ী ফিরলাম রাত সাড়ে বারোটায়।

    তবে রুপোলী বর্ডার এই যে তিনি শান্তভাবে গেটের বাইরে অপেক্ষা করছিলেন,কলকাতা ফিরে যাননি।
  • aai uitanes | 124.247.203.12 | ৩০ নভেম্বর ২০১১ ১১:১০499930
  • "কুথাও যেতে দিই নি ম্যাম।" নির্লিপ্ত হাসি হাসে গেটের দরোয়ান। "কুথাও না, বন্দুগটা সুদু তাগ করে রেখেছিলাম"

    আমি এসে হাতের হাতকড়া খুলে দি, মুখের সেলোটেপ সড়িয়ে দি, আহা,গোঁপের খানিকটা উড়ে গেলো গে। যাগ্গে।

    "এতোক্ষন শান্ত ভাবে দাঁইড়ে আছো। কি কান্ডো ? চায়ের জল বসিয়ে দি?" বলে আমরা বাড়ীতে ঢুকি।
  • siki | 123.242.248.130 | ৩০ নভেম্বর ২০১১ ১১:১৮499931
  • হেকুপা, হেকুপা :-))))))))
  • kumu | 122.160.159.184 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩৩499932
  • সামান্য তিনটি পোস্তো(লেখক? সে নহি নহি)যাদের ভালো লেগেছে,তাদের ধন্যবাদ।
    সংশোধন-
    ওয়ার্কশপ শুরু হল বিকেল সাড়ে পাঁচটায়।

    অ সিকি,তুমি আবার কষ্ট করে তুলে এনেছ আগের অংশটা!মচ্‌ৎকার,মচ্‌ৎকার।

    মহাকবির জন্য আমরা গর্বিত,এমন বিবাহপ্রবণ জায়গায় থেকেও উনি মাত্র একবার বিয়ে করেছেন,তাও সেই ক-অ-অ-বে!

  • siki | 123.242.248.130 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩৫499894
  • পোস্তোদানা জড়ো করে লেখা বানানোই তো আমাদের ইউএসপি :-)
  • Ho | 121.242.160.180 | ৩০ নভেম্বর ২০১১ ১৩:০৭499895
  • ডিডিদাও ওখানেই ছিলেন আই উইটনেস হয়ে? ক্ষী ক্ষান্ডো !!
  • siki | 123.242.248.130 | ৩০ নভেম্বর ২০১১ ১৩:১৮499896
  • শ্রীঅধিকারীর সঙ্গে আলাপিত হবার ইচ্ছা ইত্তরোত্তর বর্ধিত হইতেছে। তিনি কি থাকিবেন ১১ ডিসে: মধ্যাহ্নে?
  • kumu | 122.160.159.184 | ৩০ নভেম্বর ২০১১ ১৩:২৬499897
  • ১।তিন বৎসর হইল,শ্রী অধিকারীর গোঁফ নাই।
    ২।মনে হয়,১১/১২ তারিখে তিনি থাকিবেন্না,
    ৩।তিনি মধ্য রাতে চা বা অন্য তরল পান করেন না।
  • Ho | 121.242.160.180 | ৩০ নভেম্বর ২০১১ ১৩:৩৮499898
  • এ বাওয়া, আই উইটনেসের ঢপ একেবারে হাতেনাতে পোমাণিত। ;-P
  • maximin | 59.93.167.194 | ৩০ নভেম্বর ২০১১ ১৩:৪২499899
  • নিখাদ সত্যি কথা, তাও আবার সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা কেমন করে 'লেখা' হয়ে উঠতে পারে! অসাধারণ লেগেছে লেখাটা। বার বার পড়ার যোগ্য।
  • Bratin | 122.248.183.1 | ৩০ নভেম্বর ২০১১ ১৩:৪৬499900
  • তিনি মানে কি মি: অধিকারী নাকি তাঁর গোঁফ?
  • Jhiki | 182.253.0.99 | ৩০ নভেম্বর ২০১১ ১৪:১৩499901
  • কুমুদি, শ্রী অধিকারী যেদিন পুরোপুরি গোঁফের মায়া ত্যাগ করলেন, সেদিন তাঁকে চিনতে পেরেছিলে?
  • kumu | 122.160.159.184 | ৩০ নভেম্বর ২০১১ ১৪:২০499902
  • ঝিকি,চিনতে পারব না?ক্ষ্যানো?
    একী তোমাদের মত নবীন প্রেম পেয়েচ?এ হোলো গে পঞ্চাশ বচ্ছরের পুরোনো,একল্যাবেটেস্টটিউব্‌নাড়া,একঘরেসংসারকরা,দুইবিচ্ছুমানুষ্করা প্রেম,মিল্কমেডের চেয়ে গাঢ়।
  • kumu | 122.160.159.184 | ৩০ নভেম্বর ২০১১ ১৪:২৫499903
  • সরি,মানুষকরা।
    ম্যামি ও অন্যরা,আপনেরা আমার পোস্তো পড়ে আনন্দ পেয়েছেন-তা আপনাদের নিজগুণে।
  • siki | 123.242.248.130 | ৩০ নভেম্বর ২০১১ ১৪:২৬499905
  • ক্ষী বিনয়! একটুও অঙ্খার নেই। :)
  • kiki | 59.93.216.73 | ৩০ নভেম্বর ২০১১ ১৪:৩৩499906
  • :P
  • Shibanshu | 59.90.221.5 | ৩০ নভেম্বর ২০১১ ১৫:০৯499907
  • কুমু লিকেচেন জব্বর, কিন্তু বারবার অ্যাতো বিয়ের গপ্পো শুনে মনটা আবার উদাস হল। সেই কবে পলাশির যুদ্ধের পরের বছর একটা বিয়ে করেচিলুম মাতৃআজ্ঞায়, তার পর শুদু এই গপ্পো শুনেই দিন কেটে যায়।
  • pharida | 61.16.232.26 | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৪৮499908
  • ঈশ ! এবার একটুর জন্য হীরো হওয়া হল না। পরের্বার দেখা হলে আমার নম্বরটা কুমুদির মোবাইলে খোদাই করে দেব।

    তবে আমি এরপরে কুমুদির গাড়ি বিগড়ে দেব একথা বলছি না- সেটা ফরিদাবাদের পচা রাস্তা নিজগুণে অকারণে সেটা করে দিতে পারে :))

    বিধিসম্মত সতর্কীকরণ: নেহাৎ দায় না থাকলে ফরিদা-বাদ রাখুন :))

    কুমুদি, লেখাটা ভালো লাগলো, কিন্তু আর যেন এমন লেখার অবস্থা না হয় সেটার কামনা রইল।
  • shrabani | 124.124.244.109 | ৩০ নভেম্বর ২০১১ ১৬:০৮499909
  • মথুরা রোডে তো অনেক রাতেও বেশ ভিড় থাকে, গাড়ি নিয়ে এলেই পারতে!আমরা যেবার গাড়ি নিয়ে দিল্লী আসছিলাম কোরবা থেকে, রাত তিনটের সময় ফরিদাবাদ পেরোচ্ছি, তখনও কি জ্যাম, লাইন ধরে ট্রাকের ভিড়। এখন ঐ ফ্লাইওভারটা অবশ্য দিব্য!

    তবে চেষ্টা করলেও ফরিদাবাদের সম্বন্ধে ভালো কিছু বলতে পারবনা। বছরে একবার কোনোরকমে যাই,ঐ প্রজেক্ট আমার অন্যতম অপছন্দের, অনেক কারণে, তার একটা অবশ্যই যাতায়াত.....কুমুকে প্রায়ই যেতে হয় বুঝি!
  • kumu | 122.176.32.39 | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:০৪499910
  • ভাববেন্না,এই টই ডুবে যাবে দুদিনেই।
    বলে কত কষ্টে নিজের নামে টই পেয়েচি,রোজ খুলে দেকি।

    কাল আবার যাব ফরিদাবাদ,ফিরে এসে লিখব উটদের কথা।
    উট বলে কী মানুষ নয়,অ্যাঁ?
  • Jhiki | 182.253.0.99 | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:০৭499912
  • গাড়ী খারাপ হলেও চিন্তা নেই, উটে চেপে ফেরত এসো। তবে উটেদের জন্য কাঁটাগাছ ( কাঁটা বেছে ) নিয়ে যেতে ভুলো না।
    দুগ্গা দুগ্গা...
  • siki | 123.242.248.130 | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:০৭499911
  • আমি আছি তো, ভাসিয়ে দেব।
  • siki | 123.242.248.130 | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১২499913
  • হ্যাঁ, মথুরা রোডের ধারেই থাকবে রামদেওড়া স্টেশন, সেখানে ভবানন্দ আর ভবানন্দের চেলা বসে থাকবে।
  • kumu | 122.176.32.39 | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১৭499916
  • আহা,ঝিকি সেই কবে সাগরমেলায় হারিয়ে গেছিল,এতদিনে তবে দেকা হল!!ফোঁৎ,ফোঁস-------

    এ তো আমি কবে ভেবিচি,কিন্তু উটদের হরিয়ানা-দিল্লী চেকপোস্টের এধারে আসতে দ্যায় না।
  • Jhiki | 182.253.0.99 | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১৭499914
  • একটা ছবি হলে বেশ হত, উটবাহিনি কুমুদিনী, হাতে কাঁটাগাছ, পিঠে ব্যাগপ্যাক, মাথায় হেলমেট।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন