এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পলিটিকালি আনকারেক্ট কথাবার্তা

    dukhe
    অন্যান্য | ২৩ ডিসেম্বর ২০১১ | ৮৪২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.195.172.190 | ২৭ আগস্ট ২০১২ ১২:১৯505727
  • একক, অনেক শিক্ষিত বাঙ্গালীও ভাদ্র মাসে বাড়ী বদল করে না, সন্তোষী মা করে এবং ফেং সুই থেকে সিঁথিতে সিঁদুর, লোহা সব মানেন। তাহলে হঠাৎ গো- বলয়ের লোককে কেন এত হ্যাটা?
  • ekakekak | 69.97.40.151 | ২৭ আগস্ট ২০১২ ১২:৪২505728
  • বিবি
    টই এর শিরোনাম পড়ুন ।
    আর ঐসব সস্ন্কারে আমার কিসসু এসে যায়না । কেও টিকটিকির ডাক শুনে ভেঁপু বাজাল না পেছন ফিরে তাকালো তা দিয়ে আমার কি ? ওসব নিয়ে মাথা ঘামায় না আমি ।

    কাও বেলটার দের সঙ্গে পটেনা অন্য কারনে ।
  • san | 24.96.107.255 | ২৭ আগস্ট ২০১২ ১৩:০৬505729
  • ভাদ্রমাস সন্তোষীমা ফেংসুই সিঁদুর লোহা জ্যোতিষের আংটি টাইপের ব্যক্তিদের প্রতি তাচ্ছিল্য এসেই যায়। অনেক সময় হয়তো জানি তাদের অন্য অনেক গুণাবলীর কথা। কিন্তু তাতেও বিরক্তি আটকাতে পারিনা।
  • bb | 127.195.172.190 | ২৭ আগস্ট ২০১২ ১৩:২৮505730
  • একক - ফেয়ার এনাফ -আপনি সঠিক ঃ)
  • ekak | 69.97.40.151 | ২৭ আগস্ট ২০১২ ১৩:৪১505731
  • রাগের কারণ তা বলেই ফেলি । আমার অনেক কাজের জায়গার সঙ্গী সাথী কাও বেল্ট এর লোক । যেখানে পতেনা এড়িয়ে চলি , ব্যাস ।
    এবারে মুশকিল হয়েছে ভুটান থেকে লুরু এসে প্রথমে একটা পিজি তে উঠেছি যেখানে রুমমেট হারিয়ান্ভি । জিনিস এক খানি !
    আইটি তে চাকুরে , ঘরে ফিরেই তার প্রথম কাজ হচ্ছে টিভি তা চালিয়ে দিয়ে স্বাস-বহু সিরিআল দেখা । দেখছে দেখুক। আমাকেও সেই গল্পে টানবে । তার দাদার বিয়ে হয়েছে। নতুন বউ পরতা বানাতে গিয়ে জ্বালিয়ে ফেলেছে । মেয়েটি এদিকে ডাবল এমএসসি ।
    আমি বললাম । এ আর এমন কি ব্যাপার। পরতা অবস্যই সুখাদ্য। জ্বালিয়ে ফেললে খারাপ লাগে। তা শিখিয়ে পরিয়ে নিলেই হয়। বাচ্চা মেয়ে এতদিন সুধু পড়াশোনা করেছে । নতুন সংসার একটু খাড়া জ্বালাবে , ইস্ত্রী করতে গিয়ে জামার কলার পরবে এত হয়েই থাকে :) :)

    সে শালা কীঈ সিরিআস !! সেদিন স্বাস -বহু তেও এরকম পরতা জ্বালানো কেস দেখাচ্ছিল ! সেই দেখিয়ে বলতে লাগলো। না না মেয়ে হয়ে জন্মেছে তার বাড়ির দায়ত্ব এসব শিখিয়ে পাঠানো ।
    আমি আর না থাকতে পেরে বোল্লুম , দেখো অভাবে বললে তো সেক্স এর পসিষণ ও শিখিয়ে বিয়ে দিতে হয়। সেটা পরতার চেও জরুরি। কিন্তু শিখিয়ে পাঠালে তোমার দাদা কি সেটা ভালোভাবে নিত ??

    রাগে গরগর করতে করতে গামছা জড়িয়ে বাথরুম এ ঢুকে গ্যালো হতভাগা ।
    এত পড়াশোনা করেছে ছেলেটা । লুরু তে এসে বড় চাকরি করছে । মানসিকতা দেখলে মাথায় ঘোল ঢেলে হরিয়ায়ানা পাঠিয়ে দিতে ইচ্ছে করে !
  • cb | 127.194.64.48 | ২৭ আগস্ট ২০১২ ১৩:৪৫505732
  • আপাতত প্রমোদে ক্যাঁত করে এক ......
  • a | 135.16.135.194 | ২৭ আগস্ট ২০১২ ১৩:৫৪505733
  • লোকে বেশি জাজমেন্টাল হলে আর সেটা দশজনকে ডেকেডেকে শোনালে সেটাও আবার পোষায় না ঃ)
  • ekak | 69.97.40.151 | ২৭ আগস্ট ২০১২ ১৩:৫৮505734
  • স্যান দেখছি তাছিল্ল্যের কথা জানিয়েছেন।
    আমিও খোলা পাতায় বলে গেলুম। আমি হাতে জ্যোতিষ রতন পরি। আমার বউ সিন্দুর ইত্যাদি পরে থাকে । মা সন্তোষী এবং আরও ডজনখানেক দেব দেবীর পুজো করেন। কাজেই তাচ্ছিল্য করতে পারেন ।
  • ranjan roy | 24.97.223.184 | ২৭ আগস্ট ২০১২ ১৪:০১505735
  • রামকৃষ্ণদেবের কথামৃতের মধ্যে আমার খুব ভালো লেগেছে ওনার এই উদাহরণটা--" মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল,
    বল হরিবোল।"
    তারপর -- একটি -দুটি ছেলেমেয়ে হলে স্বামী-স্ত্রীর ভাইবোনের মত থাকা উচিৎ।
    -- পলিটিক্যালি যথেষ্ট ইনকরেক্ট হয় নি কি?
  • ekak | 69.97.40.151 | ২৭ আগস্ট ২০১২ ১৪:০৭505617
  • রঞ্জন বাবু
    ওই মাগুর মাছের কথাটা রামকৃষ্ণের নিজের নয় ।
    নিত্যানন্দের ধর্ম আন্দোলনের সময় চালু স্লোগান । যেভাবে হোক ভোগী লোকজন কেও যাতে হরিনাম করানো যায় তাই ।

    আর রিগার্দিং ভাই-বোন : ওটা এই যুগে একদম বুলশিট । তবে যে যুগে কনডম ছিলনা এবং বাঙালির ঘরে ঘরে হারাধনের ১০ টি ছেলে , মেয়েদের সুতিকাগারে মৃত্যু ঘটছে । অপগন্ড দের খেতে দেবার পয়সা নেই , সেই সময় ভাই-বোন থাকতে বলার যুক্তি থাকতে পারে ।
    তবে এই সময়ে বুলশিট ।
  • san | 24.96.107.255 | ২৭ আগস্ট ২০১২ ১৪:০৯505618
  • স্বখাত সলিল , কী আর বলব ঃ-(

    কবে যে আমি ভেবেচিন্তে লিখতে শিখব । এখন নিজেরই অসম্ভব খারাপ লাগছে। যা হয়।
  • ekak | 69.97.40.151 | ২৭ আগস্ট ২০১২ ১৪:১৭505619
  • আরে না না :) আমি কিছু মনে করিনি । আর এটা প ই টই তো !

    আসলে আমার মা ঠাকুর পুজো করেন বিশ্বাস এ । কিন্তু বউ কে করতে বলেন নি ।

    বউ ঐসব পরে ভালবাসায় । নিলে আমি অন্তত জানি তার কাছে সম্পর্কের বাইরে ওসবের দাম নেই কোনো ।

    আর আমি আস্ত পেছনপাকা । জগতের সমস্ত ধোয়াতে জিনিস নিয়ে কৌতুহল আর জানার ইচ্ছে । জ্যোতিষ চর্চা তা সেই কারণে করি । কোনো বিশ্বাস থেকে নয় ।

    আমাদের ৩ জনের ইশ্বর আলাদা :)
  • bb | 127.195.172.190 | ২৭ আগস্ট ২০১২ ১৪:২১505620
  • স্যান - আমার ধারণা ছিল ওটি আপনি আমার উত্তরে লিখেছিলেন, একক কে উদ্দেশ্য না করে- আমি কি সঠিক?
    একক- স্যান জানিয়েছেন যে ওনার এ মাসের ঝগড়ার কোটা অলরেডি শেষ আর উনি মা ছাড়া আর কারুর সঙ্গে স্বতঃপ্রণোদিত হয়ে লাগেন না, তাই এটা উল্টা বুঝলি রাম কেস হয়ে গেছে।
  • san | 24.96.107.255 | ২৭ আগস্ট ২০১২ ১৪:৩৪505621
  • বিবিদা ঠিকই। একককে উদ্দেশ্য করে লিখব কেন ? আসল নাম একক কিনা তাই জানিনা তায় হাতে কী পরেন কিভাবে জানব ঃ-( আমি স্পেসিফিক কাউকেই উদ্দেশ্য করে লিখিনি।
  • ekak | 69.97.40.151 | ২৭ আগস্ট ২০১২ ১৪:৪৮505622
  • অ । ঠিকাছে :) । আম্মো জানতুম স্পেসিফিক কাওকে নয় তবু মনে হলো ইত ইস বেতার টূ গেট হওয়াত আই দিসার্ভ ।
    তবে ঝগড়া করা ভালো । মাথা ঠান্ডা থাকে । রাগ পুষে রাগলে হেব্বি রাগ হয় ।
    আমার নেট জগতের নাম একক । এই নামেই সবাই চেনে ।তাই লিখি ।
    ফর্মাল নেম শান্তনু । আপিসেও এইচ আর ছাড়া কেও জানেনা ।
  • san | 24.96.107.255 | ২৭ আগস্ট ২০১২ ১৫:০২505623
  • নাঃ। দাবিদাওয়া পাল্টাই।

    ভাদ্রমাস সন্তোষীমা ফেংসুই সিঁদুর লোহা জ্যোতিষের আংটি ইত্যাদি সব ধুর ধুর ধুর।

    যারা করেন তাদের প্রতি তাচ্ছিল্য না বলে ব্যাপারগুলির প্রতি তাচ্ছিল্য ভাবা উচিৎ আমার।

    নয়তো আবার কেউ এসে বলবেন আমি তো এইটা মানি, আমারে তাচ্ছিল্য করতে শুরু করেন এবার থেকে - তখন তাঁর থেকে আমিই বেশি দুঃখু পাবো।

    জীবনে ক্ষী চাপ।

    খবরদার কেউ হাসবেন না। মাইরি এর থেকে পলিটিকালি কারেক্ট কথা লেখা সোজা।
  • | 233.180.148.112 | ২৭ আগস্ট ২০১২ ১৫:০৬505624
  • স্যান গান টা হল এই রকমঃ

    ( দেখা হলে গেয়ে শুনিয়ে দেবো!!)

    ' দোষ কা-রো নয় গো মা,
    আমি স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা....'

    ইত্যাদি প্রভৃতি!!
  • ব্জ্য়্ন্ত্চ্ক্র্ব্র্ত | 94.235.74.4 | ২৭ আগস্ট ২০১২ ১৫:২৫505625
  • ভাদ্র্মাসের কেসটা কি?
  • ranjan roy | 131.245.150.204 | ২৭ আগস্ট ২০১২ ১৫:৩১505626
  • একক,
    ঠিক কথা। ঠাকুর নিত্যানন্দের নাম দিয়েই বলেছেন। কিন্তু এটা আমি কোন বৈষ্ণব গ্রন্থে পাইনি। কাজেই এটা ওনার তৈরি প্যারাবল্‌ বলে আমার সন্দেহ। উনি এই ধরণের অসংখ্য ছোট ছোট গল্প বলে ওনার বক্তব্য স্পষ্ট করতেন কি না!
    আর আমি" বাবু" নই। সম্বোধনে কোন আপত্তি নেই। তবে রঞ্জনদা বা সোজা সাপটা রঞ্জন বললে ভাল লাগে, এই আর কি!ঃ))))
  • | 233.180.148.112 | ২৭ আগস্ট ২০১২ ১৫:৩২505628
  • তা আপনার ভৌগলিক অবস্থান টা এখন কোথায়?
  • | 233.180.148.112 | ২৭ আগস্ট ২০১২ ১৫:৩৩505629
  • 'শাবন ভাদর মাসে,
    ভ্রমর বসে কাঁচা বাঁশে;
    মন আমার তুমি তুমি করে..'

    এইটা?
  • ekak | 69.97.40.151 | ২৭ আগস্ট ২০১২ ১৫:৩৪505630
  • তাইলে দাদা বলব । আপনি আমার ইস্কুল বিআরকেএম তুত সিনিয়র । কাজেই দাদা চলতেই পারে :)
  • sch | 132.160.114.140 | ২৭ আগস্ট ২০১২ ১৫:৩৯505631
  • ekak ১ঃ৪১ ক্ক। একেই বলে চেটে দেওয়া। :D
  • Blank | 180.153.65.102 | ২৭ আগস্ট ২০১২ ১৫:৫২505632
  • ভাদ্র মাসে বাড়ির বাইরে রাত কাটাতে নেই - সেইটা মনে হয়।
  • pinaki | 148.227.189.8 | ২৭ আগস্ট ২০১২ ১৫:৫৭505633
  • উফ্ফ্ফ বোতিন, ওটা "ভাদর আশ্বিণ মাসে"
  • | 233.180.148.112 | ২৭ আগস্ট ২০১২ ১৬:৩৪505634
  • তাই? শাবন মাস ছেল যেন মনে হচ্ছে?
  • chondal | 37.62.178.91 | ৩০ আগস্ট ২০১২ ০০:১৩505635
  • পাইদির নির্দেশে দেবর্শী নেমেছেন ঘোলাজলে মাছ ধরতে!
    এখন যে পুকুরগুলো ডুবে গেছে সে মাছগুলোর কী হবে?
    মাছ নিয়ে একটা গুরুর লড়াই হলে মন্দ হ​য় না :)
  • ranjan roy | 24.97.47.7 | ৩০ আগস্ট ২০১২ ০৬:১৮505636
  • ব,
    ওটা ভাদর-আশ্বিন মাসে বটেক!
  • | 127.194.96.242 | ৩০ আগস্ট ২০১২ ০৯:১০505637
  • অ ঃ((

    মন্দের ভালো। ভাদর ট কমন আছে ঃ)
  • Kaju | 131.242.160.180 | ৩০ আগস্ট ২০১২ ১১:৪০505639
  • ভাদরে বাঁদরের উৎপাত বাড়ে গরমের চোটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন