এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে ৮

    I
    অন্যান্য | ১৬ জানুয়ারি ২০১২ | ২৭৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kabya | 59.249.113.5 | ২৬ মার্চ ২০১৩ ২৩:৩১514707
  • এই পড়ে পাওয়া ৪ দিনের ছুটি তে plan হচ্ছে চিকমাগলুর যাওয়ার। পকেটের রেস্ত বেশী কিছু নেই। একটু কেউ বলবে কি কোথায় থাকা যায়? আর মোটামুটি কি রকম খরচ হয়?
  • প্পন | 126.202.153.135 | ২৭ মার্চ ২০১৩ ০৮:৫৩514708
  • আমাদেরো প্ল্যান ছিল। কিন্তু এত্তা গরম!
  • kabya | 59.249.128.41 | ২৭ মার্চ ২০১৩ ১৫:২১514709
  • আরে গরম বলে ই তো চিকমাগালুর যাওয়া। ঠান্ডায় কফি ক্ষেতে বসে বসে ভাববো উফ্ফ ব্যাঙ্গালোর এ কি গরম।

    আসছেন নাকি প্পন?
  • প্পন | 190.215.101.166 | ২৭ মার্চ ২০১৩ ২০:০০514710
  • না, আমি এখনো লং ডিস্ট্যান্স ট্রাভেল করার ঝুঁকি নিচ্ছি না।

    উগাদির সময় প্ল্যান করছি। সবাই যদি সুস্থ থাকে।

    আপনি ঘুরে এসে একটা কচি করে সর্ষে লিখে ছেড়ে দিয়েন, আমার কাজে আসবে। ঃ)
  • I | 24.96.50.10 | ২৭ মার্চ ২০১৩ ২৩:১৩514711
  • লিখবো। খুব শিগগিরই লিখবো ভাবছি, কিন্তু তেমন তেজ পাচ্ছি না। ছবি আপলোড করে ক্লান্ত।
  • I | 120.224.201.58 | ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:৩৮514712
  • আচ্ছা, তাহলে এবার মানস (জঙ্গল) নিয়েই নয় দু-কথা বল্লে! কোথায় থাকবো, সাফারি-টাফারি ইত্যেদি। তখন তো সবাই খুব নাপাচ্ছিলেন।

    দে বোধ হয় ঘুরে এসেছে। না?
  • dd | 132.172.137.58 | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৪514713
  • মানসে যাবার দরকার নেই। চাদ্দিক ধু ধু করছে। মাঝে মধ্যে কিছু চীনা ম্যান উঁকি ঝুঁকি মারে।লোকেদের সকলের নাক চ্যাপটা আর গায়ে যে কম্বল আছে সেটা কখুনো কাচে নি।

    তাচ্চে কোদাইকানাল যাও। আহা। সকল পাহাড়ী দেশের রাণী সে যে .....। আঁতেলরা নাক কুঁচকাবে,ব্ল্যাং হয়তো রেগেও যাবে। কিন্তু ফেমিলি নিয়ে যেতে হলে ওটাই সব চে' বেস্ট।

    কোথায় থাকবা? হা হা। সেটাই আসোল। আমি ছিলাম এক ট্যাকাওয়ালা বন্ধুর দাক্ষিন্যে ক্ষী একটা রেসর্টে - নাম মনে নেই। সেখানে বারান্ডায় দাঁড়ালেই থপ থপ করে মেঘ এসে ঘিড়ে দেয়। জালনার পশে দেওদার গাছে বিস্তর কোকিল আর প্যাঁচা দিন রাত গান গায় । রেতের ব্যলা হু হা হাওয়া দ্যায় আর এক হোৎকা চাঁদ ওঠে।

    হেঁটে হেঁটে ট্রেকিংএ নিয়ে যায় গাইড। রোমাঞ্চকরের চুড়ান্তো। একেবারে নিঃশব্দ বনানী। নিথর। শুধু দুর থেকে পিকনিকোলদের "ধুম মচাদে" গান অস্ফুটে শোনা যায়। প্রায়ই নাকি গাছের উপর বাইসন এসে বসে। প্রচুর বাঁদর ছিলো। এ ছাড়া একটা মাকড়সাও ছিলো।

    এককের চেনা আছে। ওর রেকো নিয়ে "শ্রুম" খেলে চিত্তো চমোৎকারী। ওটাই কোদাইএর পেসালিটি।

    শপিংএর জন্য ঘরে তৈরী চগোলেট।ব্যাস।
  • d | 144.159.168.72 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১১:৪১514714
  • হ্যাহ ডিডি ছাড়ায়েছেন।
    এ মানস সে মানস নয় রে ফাগোল! এ হল গিয়ে আসামের মানস অভয়ারণ্য। সেথা চীনেম্যান কি উড়ে আসবে? না অবৈধ অনুপ্রবেশ করবে?
  • d | 144.159.168.72 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১১:৪১514715
  • *ছড়ায়েছেন
  • dd | 132.171.71.20 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২০:১৮514717
  • ধর্মাধর্ম ভেদ নাই, জাত পাত নেই।

    আমার কাছে সব মানসই সমান।
  • একক | 24.96.8.69 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২১:০৩514718
  • এই মানসের ভুটান সাইড টায় গেছি । ওয়াংচুক ন্যাশনাল রিসার্ভ । ইন্ডিয়া সাইড টায় যাবার ইচ্ছে আছে ।
  • I | 120.224.203.113 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২১:০৫514719
  • ছ্যা! যখন কোদাইয়ের খোঁজ করলাম, তখন হ্যা হ্যা করে হাসলেন। আর এখন মানসের নামে কথা নেই, এসেছেন কোদাইয়ের বৃত্তান্ত শোনাতে। ডিডিকে দিয়ে যদি কোনো কাজ হয় ! শুধু পিকে-র ভালো রিভ্যু লিখেছেন বলে এবারের মত মাপ করে দিলাম।
  • I | 120.224.203.113 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২১:১৪514720
  • ডিডি উবাচ-"কোদাই ক্যানাল? হা ভগোবন, ও তো পুরীর মতম,একেবারে ক্লিশে। সেই কলকেতার লোকেই ভর্তি, কাছেই বৌদির দোকানে আলু পোস্তো আর ধোঁকার ডাল্‌না। ম্যা গো মা।"
  • একক | 24.99.159.140 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:০০514721
  • কোডাই জায়গাটা পুরীর মতই । ঘটনা । বাঙালি কিলবিল কচ্ছে যেন এক মিটসেফ আস্শুলা । তবে কোডাই থেকে একটু এগুলেই বেরিজাম লেক আর সেখান থেকে শুরু হয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে মুন্নার যাওয়ার ট্রেইল রুট । অতি খাসা জায়গা । সারা রাস্তা হাতির হোবর , গাঁজার ক্ষেত আর আরও ঘন জঙ্গলে শ্রুম । শ্রুম না খেলে কোডাই আর কী গেলে ! পুরো প্রকৃতি চেয়ার টেবিল সব কথা কয় ।
  • dd | 132.171.95.236 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:১৭514722
  • কোদাইতে স্রেপ শ্রুম খে থুম্বা মেরে বসে থাকতে হয়।

    তখোন বোঝা যায় চার দিকে ক্ষি প্রকৃতি। উফ,প্রকৃতিতে ঠাসা। চাদ্দিকে গম গম করছে প্রকৃতি। কিছুক্ষন পরে গা গুলায়। তখোন ঘুমিয়ে পরলেই হোলো।

    তবে বন বাদারে হাতীর হোবোর মাড়িয়ে না হাঁটাই ভালো। কাউকে বেশী লাই দিতে নেই।
  • Arpan | 125.118.148.229 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৬514723
  • উফ দাদা, এই এতদিনে কোদাভাদের দেবভোগ্য পর্ক কারি আর পর্ক চপ খাবার সৌভাগ্য হল।

    তবে ওই যাকে বলে তলাকাভেরী আর বাগমন্ডলা একটু না বেশ ওভারহাইপড জায়গা।

    ইগুথাপ্পার মন্দিরে গিয়ে পাত পেরে লাঞ্চ খেতে পারেন। ইনি হলেন কুর্গীদের অন্নের দেবতা। আর আছেন কাবেরীআম্মা। নদীর দেবী। ইনি, ইগুথাপ্পা আর শিব (ওমাকারেশ্বর) ছাড়া ওঁয়াদের আদিমতে কোন দেব-দেবী নাই। যদিও কালের প্রভাবে গণেশ থেকে শুরু করে লক্ষ্মী অনেক হিন্দু দেবদেবী ইদানীং জায়গা করে নিচ্ছেন।

    আর ব্রাহ্মণদের মন্দিরে পুজো করা ছাড়া কোন কাজ নেই। বিয়েতেও পুরুত লাগে না। খালি গাঁওবুড়োদের আশীর্বাদ লাগে ব্যস।

    যদি বলেন আবার যাবো কিনা, তালে বলব ফি বছর একবার করে যেতে চাই। এমন সেই জায়গার মাহাত্ম্য আর তার থেকে বড় সেখানকার লোকেদের হৃদয়। তবে যেন হোটেলে উঠবেন না ভুলেও, কোন কুর্গী ফ্যামিলির আতিথ্য নেবেন দিনকয়েকের জন্য।
  • potke | 126.202.174.61 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৪১514724
  • নেক্ষ্ট কবে যাবা?
  • Arpan | 125.118.148.229 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৩514725
  • অ্যাবি ফলস বেশ ভালো (সেপ্টেম্বরে যেতে হবে)।

    চেলাভারা ফলস - দেখা হল না এবার, প্রচুর আক্ষেপ।

    মণ্ডলপাত্তি - ওই, দেখা হল না সময়াভাবে, খুব সকাল সকাল জিপে করে যেতে হয়, এমনি গাড়ি যেতে পারে না।
  • Arpan | 125.118.148.229 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৪514726
  • সেপ্টেম্বর, বিষ্টিটা একটু ধরলেই যেতে হবা।

    আন্ডাগান্ডার ছুটি মিলবে না, তুমি আর আমি চাইলে ড্রাইভ করে চলে যাবো।
  • potke | 126.202.174.61 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৬514728
  • ওক্কে!
  • potke | 126.202.174.61 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৫৭514729


  • এই ন্যান, কাট্টাবেট্টু
  • Arpan | 125.118.148.229 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০০:০০514730
  • এই ন্যান, মন্ডলপাত্তি।

    s3-ap-southeast-1.amazonaws.com/media.thrillophilia.com/site/images/photos/000/004/454/large/Mandalpatti_Trek_(6).jpg
  • Arpan | 125.118.148.229 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০০:০১514731
  • aranya | 83.197.98.233 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০০:৪৬514732
  • ওঃফ, কি সব জায়গা, দুর্ধর্ষ !
  • - | 109.133.152.163 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৮:০৮514733
  • একক, ১০টা পিএম, হাতির হোবর না হাবর? গো-রু থেকে গো-বর। তেমনি, হা-তি থেকে হা-বর, বেশী ঠিক, না?
    আরও একটা কৌতুহলঃ এইসব বর কেন? বৌ নয় কেন? নারীবাদীদের কালো হাত আছে কি? ঃ-)
  • | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৯:১৬514734
  • যাক! আমার সিদ্ধান্তটা ঠিকই আছে। দক্ষিণটা না গেলেও চলবে।
    উত্তর আর উত্তর-পূর্ব হয়ে টয়ে সময়, পয়সা থাকলে তখন নাহয় ভেবে দেখা যেতে পারে।
  • I | 120.224.200.33 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১১:৪০514735
  • কিন্তু মানস কেউ বলছে না। দে কোথায় গেলো?
  • de | 24.139.119.171 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৭:১১514736
  • আমি লুরু গেসলাম মিটিন করতে -

    মানসে যাবার জন্য এই যে কনট্যাক্ট ডিটেলস -

    Mathanguri Forest Lodge বুকিংয়ের জন্য এনাকে কনট্যাক্ট করেন -

    Mr Babul Brahma
    Beat Officer
    Barpeta Road
    94351 24949 অথবা

    A. Swargowari
    Field Director, Manas
    0-94350 80508

    বনবাংলো কিন্তু খুব প্রিমিটিভ - কোন জাগতিক সুযোগ সুবিধা নেই -

    একটু বলে কয়ে দোতলায় ঘর পাওয়া গেলে ভালো হয় - নাহলে জানালা খোলা যাবে না রাত্তিরে - কোনরকম ভেন্টিলেশন বিহীন ঘরে লন্ঠন জ্বালিয়ে শুতে হবে।

    মসকিউটো রিপেল্যান্ট একরকম স্টিকার কিনতে পাবা যায় - সেটা অবশ্যই প্যান্টে চিপকে নিয়ে যাবেন - নইলে মশাতেই খেয়ে ফেলবে - বাঘের দক্কার হবেক লাই!

    ভোরবেলা জিপ সাফারি - হাতি সাফারি আছে - দুটোই ভালো। তবে কাজিরাঙার মতো হাতির পিঠে বেঞ্চি পাতা হাওদা নেই। আর নদীতে র‌্যাফটিং করলে তবেই বাঘের দেখা মেলার চান্স আছে।

    এমনি বনবাংলোর সামনে নদীর দিকে চেয়ে বসে থাকতেও পারেন - কিচ্ছু না করে - সময় কিভাবে বয়ে যায় টের পাওয়া যায় না!
  • de | 24.139.119.171 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৭:১৭514737
  • মানসে জঙ্গলের বাইরেও থাকা যায় - তবে বনবাংলোতেই জঙ্গলের ফ্লেভারটা ভালো পাবা যায় -

    কাজিরাঙায় গেলে অরণ্য লজে থাকবেন - কি ভালো চা আর খাবারদাবার! অপূর্ব একটা দিশী মুর্গীর ঝোল বানায় -
  • kumu | 11.39.24.202 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৭:৫১514739
  • গুরুর মহিলারা মিলে একটা টুর করার কথা ছিল না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন