এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ২০১২

    gandhi
    অন্যান্য | ০৪ ফেব্রুয়ারি ২০১২ | ২৯৪০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • stoic | 160.103.2.224 | ১২ মার্চ ২০১২ ১৪:০২533318
  • অপ্পনকর্তা, আপনাদের ঘরের মাঠে সিটি আসছে ৮ই এপ্রিল।
    বেন আর্ফা স্যার, আপনাদের ঘরের মাঠে তেনারা অসছেন ৬ই মে।
    একটু দেখবেন দাদারা। আপনাদের ভরসাতেই কোনমতে বেঁচে আছি।
    :))
  • ppn | 112.133.206.22 | ১২ মার্চ ২০১২ ১৪:০৫533319
  • চেষ্টা করব স্যার। তিন্নং স্পটটা পেতে হবে তো। :)
  • ppn | 112.133.206.22 | ১২ মার্চ ২০১২ ১৪:০৮533321
  • তবে আমরা কী করি না করি জানি না, লিগ আপনারাই পাচ্ছেন।

    প্রত্যেকবারই দেখেছি লাস্ট তিন-চারটে মাস ম্যানিউ জাস্ট কোন পয়েন্ট লুজ করেই না বলতে গেলে। বাকিরা তখন ধ্যাড়ায়।
  • stoic | 160.103.2.224 | ১২ মার্চ ২০১২ ১৪:০৮533320
  • মানচিনি স্যার কয়েছেন যে ৩০ এপ্রিলের ডার্বিই নাকি টাইটেল ডিসাইডার। সে তো আমি কতোদিন আগেই বলেছিলাম। আর এ কথা কে না জানে যে ঘরের মাঠে সিটির ১০০% উইনিং রেকর্ড। তাই লীগ কারা পাবে বলা টাফ। আশায় মরে চাষা, তাই চেলসী (হোম), গানার্স (অ্যাওয়ে) আর ম্যাগপাই (অ্যাওয়ে) ম্যাচগুলোতে সিটি কিছু পয়েন্ট লস করবে এই আশায় আছি।
  • ppn | 112.133.206.22 | ১২ মার্চ ২০১২ ১৪:১০533322
  • না না, চেলসির সাথে হোম ম্যাচটা জিতুক। আফানাদের তো অত কিছুর দরকার নাই। সিটি ম্যাচ ড্র রাখলেও তো বেরিয়ে যাবেন। :)
  • stoic | 160.103.2.224 | ১২ মার্চ ২০১২ ১৪:২০533323
  • না রে দাদা, সিটির ম্যাসিভ গোল ডিফারেন্সের অ্যাডভ্যান্টেজ। সেটাই চিন্তা। সেম পয়েন্টে লীগ শেষ হবার একটা হাই চান্স আছেই। আর তা হলে সিটি হাসতে হাসতে ট্রফি লে জায়েগা।
    এনিওয়ে দেখা যাক। দিল্লী আভি ভি দুর হ্যায়।
  • aranya | 144.160.226.53 | ১২ মার্চ ২০১২ ২১:৪৮533324
  • কাঠমাণ্ডুতে ইন্ডিয়া টিম তো ছড়িয়ে একাকার করল। মেহতাব-কে খেলাচ্ছে না কেন - এখনও ইনজিওর্ড ?
  • gandhi | 203.110.247.221 | ১৩ মার্চ ২০১২ ০০:৫৫533326
  • সেন্টি খেয়ে অনেকটা লিখে ফেল্লাম :)
  • gandhi | 203.110.247.221 | ১৩ মার্চ ২০১২ ০০:৫৫533325
  • মেহতাব এ বছর ফর্মে নেই।।। যদিও আদিল খান বা রোকাস লেমেরের থেকে যেকোনো দিন অনেক ভালো।।।

    আর মেডেইরা নামক মাথামোটাটি জুনিয়র প্লেয়ার বলে চিল্লায় অথচ এখন টিমে সবথেকে ফর্মে থাকা মিডফিল্ডার জুয়েলকে খেলায়না । ওর মাঝমাঠ মানে যারা গোয়াতে খেলে। আদিল (স্পোর্টিং), রোকাস (সালগাওকার), অন্টোনি (ডেম্পো), একমাত্র লেস্টার (পুনে)।। সেও গোয়ার ছেলে।।।

    ডিফেন্সে হাজার ছড়ানো সঙ্কেÄও রাজু (যে কিনা সারা বছরে ক্লাবে ৩ টে ম্যাচ খেলেছে)।।। অর্নব বা কিংশুক সারা বছর ভালো খেলেও চান্স পাবেনা।।। আনি্‌ফট সুনিলকে খেলাবে, তারপর বলবে ,"ও ফিট ছিলোনা।" আই লিগে টপ ইন্ডিয়ান স্ট্রাইকারকে বাইরে বসিয়ে খেলাবে ২ন্ড ডিভিসনের সুশিল সিংকে (এখন যদিও লাজং)।। তরপর বলবে , 'আই লিগে ইন্ডিয়ান স্ট্রাইকার খেলাও '

    এবছর আই লিগের সেরা গোলকিপার শুভশিষ চান্স পায়না খেলার।।। করনজিতকে যা দেওয়া হয় সবই খেয়ে নেয়।।

    তবু এই টিম জেতার ক্ষমতা রাখত।। মাঝমাঠে একটা সিনিয়র দরকার ছিল।। মেহতাবের বাজে ফর্ম হলেও ওর মধ্যে এক্টা নেতা নেতা ব্যাপার আছে।।

    কোচ আনতে হবে।।। এইসব গোয়া লবি চালালে হবেনা।। অনেকদিন বাদে কিছু বাঙালী ভালো প্লেয়ার এসেছে।।। তাদের ইউস করা দরকার।।।
  • ppn | 112.133.206.22 | ১৩ মার্চ ২০১২ ০১:০১533328
  • ঠিকই লিখেছে গান্ধী। কিন্তু আই লিগের টপ ইন্ডিয়ান স্ট্রাইকারটা কে? আমি ভাবছি।

    লালকমল তো স্ট্রাইকার নয়।
  • Tim | 198.82.23.152 | ১৩ মার্চ ২০১২ ০১:০৩533329
  • গোয়াই ইন্ডিয়ান ফুটবলকে খেয়ে নেবে একদিন। মানে নিয়েইছে অলরেডি। গোয়ান লবিটাকে টাঙিয়ে ক্যালানো উচিত।
  • gandhi | 203.110.247.221 | ১৩ মার্চ ২০১২ ০১:৩১533330
  • মননদীপ সিং এয়ার ইন্ডিয়া -৫ (টিমে আছে, খেলায় চান্স পায়না।।।),

    সন্দেশ গড়গড়ী - এয়ার ইন্ডিয়া - ৬ গোল (টিমে নেই)

    কুত্তিমনি - মুম্বাই এফসি - ৫ গোল (টিমে নেই)

    আছে সুশীল, জোয়াকিম - ২ গোল......

    লালকমলের হাত ভেঙ্গেছে- নাহলে টিমে থাকতো আশা করি।।।

  • gandhi | 203.110.247.221 | ১৩ মার্চ ২০১২ ০১:৩২533331
  • সরি ফোর টাইপো

    কুত্তি নয় কুট্টি :)

    বাকি কথা খেলা দেখে এসে
  • ppn | 112.133.206.22 | ১৩ মার্চ ২০১২ ০৩:২৮533332
  • ই-য়ে-এ-এ-এ-এ-এ-স।
  • umesh | 86.16.128.81 | ১৩ মার্চ ২০১২ ০৩:৩১533333
  • কোনো কথা হবে না।
    ৯৪ মিনিটে গোল।

  • ppn | 112.133.206.22 | ১৩ মার্চ ২০১২ ০৩:৩৬533334
  • নিউক্যাসলের গোলিটা কী বলতে চায়? ওটা গোল ছিল না? সারাক্ষণ দশজনে মিলে ডিফেন্স করে গেলে গোল খাবেই।

    পুওর লুজার্স!
  • Ben Arfa | 121.241.218.132 | ১৩ মার্চ ২০১২ ০৯:৪০533335
  • ভোর পাঁচটা থেকে হাত নিশপিশ করছে প্পনকে একটা জুতসই জবাব দেওয়ার। তবে ৯৫ মিনিটের উৎকন্ঠার অবসানে একটা লুজ কমেন্ট হিসেবে ধরে নিয়ে ছেড়ে দেওয়া যেতে পারে।

    তবে ফ্যাক্টটা থেকেই যায়।

    Emotions stamped wildly through the stadium and they bubbled over when Robin van Persie taunted Krul, his fellow Dutchman, after the winning goal. Van Persie had been incensed from late in the first half at what he felt had been time-wasting from Krul and it was easy to imagine him telling the goalkeeper that he could take all the time he wanted after he picked the ball from his net. A mêlée flared and both players were booked. Arsène Wenger suggested that there was history between the pair. - গার্ডিয়ান

    পুওর লুজার্স তকমাটা ইপিএলে জনৈক ফুটবল প্রফেসর এবং তাঁর দল সম্পর্কেই খাটে - যারা হারলে বিপক্ষ দলের বাস ড্রাইভার থেকে শুরু করে মার্শিয়ানদের অবধি দোষ দেয় নিজেদের ছেড়ে;-)
  • aranya | 144.160.5.25 | ১৩ মার্চ ২০১২ ০৯:৫৫533336
  • গান্ধী ঠিক লিখেছে - জুয়েল-কে অবশ্যই খেলানো উচিত ছিল। অর্ণব, কিংশুকও টিমে আসে। ক্রিকেটে এখন মোটামুটি বেস্ট টিমই খেলে, দু একটা ব্যতিক্রম ছাড়া। ফুটবল এমনিতেই দুয়োরানী, জঘন্য স্ট্যান্ডার্ড, তারপর এই সব পক্ষপাতিত্ব চলছে অনন্ত কাল ধরে !!
    আজ নর্থ কোরিয়ার কাছে বোধহয় গোলের মালা পরবে :-(
  • ppn | 112.133.206.22 | ১৩ মার্চ ২০১২ ১০:২৩533337
  • ওটা লুজ কমেন্টই। পাতি ইগনোর মাডি। রাতে গুরু ডাউন না হয়ে গেলে আরেকটা পোস্ট করে সেটা জানাতাম।

    আর তোমাগো কোচের প্রতি একটা কমি্‌প্‌লমেন্ট - বিবিসির সাইট থেকে: "CredittoAlanPardewforbeingcompletelyhonest, evenaboutKrul'stimewasting."

    এটা কিন্তু সদর্থক।
  • Ben Arfa | 121.241.218.132 | ১৩ মার্চ ২০১২ ১০:৩৮533339
  • :-)

    খেলার বিষয়ে - এতটা নেগেটিভ খেললে ওই ৮-৯-১০ নম্বরে থাকা যাবে, বিগ-ফোরকে চ্যালেঞ্জ করা যাবে না। সেই জন্যেই শালা কীগান বা এসবিআর জর্ডিদের এত প্রিয়।

    উইলিয়ামসন এখন উইক লিঙ্ক - প্রায় সব কটা গোলের (শেষ দশটা ম্যাচে) জন্যে বড় কালপ্রিট ও।
  • umesh | 80.254.147.148 | ১৩ মার্চ ২০১২ ১২:৩৭533340
  • টানা চার ম্যাচে পিছিয়ে থেকে জয়।
    প্রিমিয়ার লিগ রেকর্ড।
  • ppn | 202.91.136.71 | ১৩ মার্চ ২০১২ ১২:৪২533341
  • এভার্টনের সাথে অ্যাওয়ে ম্যাচ, কঠিন গাঁট। :(

    এভার্টন, স্টোক, সান্ডারল্যান্ড এই দলগুলির সাথে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট আনতে গেলে ম্যানিউ লেভেলের প্রিসিশন আনতে হবে।
  • umesh | 80.254.147.148 | ১৩ মার্চ ২০১২ ১২:৫৩533342
  • সান্ডারল্যান্ড কোথায়?
    FA কাপে ওদের সাথে হারার আগে ওদের হারিয়েছে।

    বাকি ১০ ম্যাচ হলো,
    এভার্টন (A)
    ভিলা (H)
    QPR(A)
    সিটি (H)
    Wolves(A)
    Wigan(H)
    চেলসী (H)
    স্টোক (A)
    নরউইচ (H)
    ওয়েস্ট ব্রোম (A)
  • ppn | 202.91.136.71 | ১৩ মার্চ ২০১২ ১৩:০৪533343
  • না না, আমি ইন জেনেরাল বলেছি।
  • gandhi | 203.110.247.221 | ১৩ মার্চ ২০১২ ২৩:৫৩533344
  • আজ আবার কি হয় :(
  • umesh | 86.16.128.81 | ১৪ মার্চ ২০১২ ০১:২৮533345
  • ক্যারল আর সুরেজ এক সাথে আপফ্রন্টে আর গান্ধী'র ফেভারিট বেলামী রিজার্ভেও নেই।
    কি ব্যাপার?
  • gandhi | 203.110.247.221 | ১৪ মার্চ ২০১২ ০৩:৩৬533346
  • জেরার্ড জেরার্ড।।।। কোনো কথা হবেনা।

    @ বেন আর্ফাদা,

    সুয়ারেজকে আজকের পরও সেলফিস বলবেন??? ক্যারল ভালো খেলেছে।।। জেরার্ড থাকলে ক্যারলও ভালো খেলে।।।

    খেলার মাঝে যতবার চ্যানেল ঘুরিয়েছি গোমেজ একটা করে পুরেছে ।।।। লোকটার স্ট্রাইক রেট বেশ ভালো।।।
  • Ben Arfa | 14.99.182.244 | ১৪ মার্চ ২০১২ ০৯:৫৯533347
  • সবে তো একদিন। আগে একটা রেগুলার পার্টনারশিপ তৈরী হোক - অবশ্য যদি থাকে।
  • gandhi | 203.110.247.221 | ১৪ মার্চ ২০১২ ১২:২০533348
  • প্‌প্‌ন দা,

    আইএফএ শীল্ডে একটা নিয়ম ভাঙা হয়েছে।।। পৈলান রিপোর্ট করেছে।।। শুনেছো??? যদিও আইএফএ কিছু স্টেপ নেবেনা এটা সবাই জানে।।।
  • gandhi | 203.110.247.221 | ১৪ মার্চ ২০১২ ১২:২২533351
  • উমেশদার জন্যও
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন