এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মার্বেল প্যালেস

    kiki
    অন্যান্য | ১৯ মার্চ ২০১২ | ২৩৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • kiki | 198.82.24.253 | ১৯ মার্চ ২০১২ ২০:৫৫533938
  • হুম্ম! তো মার্বেল প্যালেশ। খুব দু:খু পাবার জায়গা।

    তা পেরায় বছর বাইশ ই তেইশ আগে গেসলুম। স্কুল থেকে।অসে এক স্বপ্নপুরী হেন লেগেছিলো। বুইতে পাচ্ছি না তার আধেক কল্পনায় তৈরী হয়ে গেসলো কিনা।

    এবার তো ফ্যান্তা ফ্যাচাং অনুমতি পত্র না কি কয় তা নিয়ে গেলুম। দেখি কিনা অজস্র ভাঙাচোরা চাদ্দিকের মাঝে সে দীর্ন জীর্ন না কি বলে সেই প্যালেশ খাড়া রয়েচে। আহা! দেখেই প্রান আমোদিত হয়ে উঠলো। সে স্মৃতি মনে পরে গেলো। বড় আশা নিয়ে সুপ্রাচীন ব্যান্ডেল চার্চ দেখতে গেসলুম। আর তার বিকট রেনোভেশনের কারনে পুরানো সময়ের কোনো গন্ধ ই পেলুম্না। অবশেষে শ্রীহীন ইমামবাড়া(ইসে, কোন র?)তে গিয়ে প্রান জুড়িয়েছিলুম।

    তা সে যাগ্গে ...........
    ঐ অনুমতিপত্রের ঢপের কারন টা বুঝিনি। লালবাজারের উল্টো ফুট দিয়ে হেঁটে এসে বিবাদি বাগের দিকে ঘুরে গেলে ঐ মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে পরবে পশ্চিমবঙ্গ রাজ্য ট্যুরিজমের আপিস। সেথায় আপনাকে দেখেই মোটামুটি সে অনুমতি দিয়ে ফেলবে। আপনাকে কষ্ট করে কেবল যে কোনো একটা নাম( খ্যাল করে মেয়ে হলে মেয়েদের, ছেলে হলে ছেলেদের নাম লিখবেন, খামোকা রিস্ক নেবার দরকার নেই) আর যে কোনো ঠিকানা আর কবে যাবেন সেই ডেট টা লিখে দেবেন। সেই কাগজটাই স্ট্যাম্পু মেরে আপ্নাকে ধরিয়ে দেবে। খবদ্দার হারিয়ে ফেলবেন না।
    বার আমরা ব্যায়লা থেকে খামোকা বাস না পেয়ে টিম্ভাইকে চরম অবিশ্বাস করে ( মেট্রো কি আর এখনো সেই মেট্রো আছে? রোব্বারে অমন দেরী করবে কি ? এসব ভেবে) রাসবেহারী গেলুম বাসে চড়ে। সেখেনে গিয়ে দেখি মেট্রো ঘুনু কচ্ছে। বাধ্য হয়ে টেক্সি নিলুম। তা সে আপদ টেক্সিওলা কিস্যু জানে না। অবশেষে সি আর এভিনিউ এর শুরুতে নামিয়ে দিয়ে বাঁচলো। আমরাও বাঁচলাম। শেষে এক দোকানে জিগিয়ে কি বিপদ! এগ্গাদা লোকজন সেখেনে আড্ডাচ্ছে। আর সবাই হেল্প করবে। করবেই করবে। একজন আবার মোবাইলে কাকে ফোন করে জেনে নিতে শুরু করলো। তখন আমাদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।অতার মাঝেও মানকের বিহ্বল হাঁ মুখ দেখে আমি খানিকটা বেহায়ার মতই ফ্যাচফেচিয়ে হেসে ফেল্লুম।অআসলে ঠিকানায় চোর্বাগান, সি আর এভিনিউ এবম মুক্তারাম বাবু স্ট্রীট রয়েছে। এতগুলো নাম ধাম দেখে লোকজন ঘেঁটে গেছে। শেষে আমি ফোন করার আছিলায় ভেগে গেলুম। সেই দেখে তিনি ও বউ ভেগে যায় ভেবে আমার পিছু পিছু পালিয়ে বাঁচলেন। তাপ্পর একজায়গায় দেখি কয়েকজন মামু গপ্প কচ্ছে। তারা আমাদের হেল্পিয়ে আবার বাসে তুলে দিলো। আর সে বাস রাম মন্দির না কোথায় যেন নামিয়ে দিলো। মহাত্মা গান্ধী রোড মেট্রোর পরেই। সেখে গলির মুখেই মার্বেল প্যালেশ লিখে অ্যারো দেউয়া আছে।

    হ! প্রথমটা বাসটা যেটা মিনি গ্রেট ইস্টার্নের সামনে নামাবে তাকে বোঝাতে চেয়েছিলুম।:(

    তা গিয়ে দেখলুম কল্লোলদার কথাই ঠিক। দারোয়ান যাদের কাছে অনুমতি পত্র নাই তাদের উপর যারপর্নাই খুশ। আমাদের উপর বলতে কি খানিক রেগেই গেলো যেন। কেমন একটা হাত নেড়ে যান বলে দিলো। আমরাও ঢুকে পরলুম। আর আমার চোখ যথারীতি মাটির দিকে আর রইলো না। কাজেই মাঝে সাঝেই ধাক্কা খেতে খেতে চল্লুম। এমনকি একবার নিজের স্কার্টে পা আটকে পপাত হচ্ছিলাম। তখন আমায় বেজায় ধমকে দেওয়া হলো। আমি কি ডরাই কভু এসব ধমকে! শেষে যখন মার্বেল প্যালেশের ঘর গুলোতে ঢুকবো তখন মনে হলো একবার টয়লেট হয়ে এলে নিশ্চিন্তে অনেকক্ষন ধরে ঘর গুলোতে থাকতে পারবো। কাজেই আরেকজন কে চরম ভ্রু, মুখ কোঁচকানোতে সাহাজ্য করার জন্য যে দরোয়ানজীরা সেই মার্বেলের বারান্দায় বাবু হয়ে ল্যাদ খেয়ে বসে আছে তাদের ই জিগালাম এবং তাদের নির্দেশ অনুযায়ী কাউকে পরোয়া না করে সেই বেজায় নোংরা পানা পুকুরের পাশ দিয়ে ধাবিত হলাম। তা পুকুরের ডান দিকে বাবুদের মন্দিরে তখন ঢং ঢং করে ঘন্টা বাজছিলো। আহা! কি গম্ভীর নিনাদ গো! এই না হলে .........:

    তারপর সেই জমিদারদের , সাধারনদের জন্য রাখা টয়লেট দেখে কি বলবো মোটামুটি গত জন্মের খাবার দাবার রাও বেরিয়ে আসতে চাইছিলো। কোনো জল নেই। আলো নেই। বাপরে! ওয়াক ওয়াক করতে করতে বেরিয়ে এলুম। কাজেই জনগন দুর থেকে গেলে। এবং হঠাত পেয়ে টেয়ে যায় হলে ছোট বাইরে টাইরে সেরে প্যালেশে ঢুকবেন।

    তারপর দেখি সে প্যালিকান না কি কয় সেই পাখিরা এখন ও আছে। এরা কদ্দিন বাঁচে কে জানে!

    তা প্রথম ঘরটাতে সেই বেজায় বড় বিলিয়ার্ড খেলার টেবিল টাকে মোটা তোষক টাইপ কি দিয়ে যেন ঢেকে রেখেছে। সেটাতে হেলান দিয়ে সেই আমাদের সঙ্গী বললো কিনা এটা ........ বলেই তার তাড়াহুড়ো শুরু হলো। আমি প্রথমেই বেজায় বিগরে গেলুম। বললুম তুমি কি সঙ্গেই থাকবে? চলে যাও না কেন! আমি অনেকক্ষন ধরে দেখবো। বেচারী একটু হাসি দিলো। ভাবলো কতক্ষন আমার এই জেদ আর থাকবে। তার মাঝেই লাফিয়ে পরেছি, ঐ ঘর অন্ধকার কেন গো? ঢুকতে দাও না? বলে কিনা চলুন না। আলো জ্বেলে দেবো। চিন্তা নেই। ব্যাস! আমায় আর পায় কেডা! আমি অনেক সময় নিয়ে সেই প্রাচীন সুন্দর পাথরের মুর্তি গুলোকে ছুঁয়ে বেড়াতে লাগলুম। যদিও আমি আর্টের কিস্যুই বিঝিনে। কিন্তু সেই পুরানো সময় কে আমি খুব ছুঁতে পারি। এক অদ্ভুত গন্ধ পাই আমি। মানকে জানে তাই সে আর আমায় ঘাঁটালো না। জুপিটার কে দেখে একটু ভেবলে গেসলুম। ক্লাস অফ টাইটানস না কি সিন্মায় র৯AFআল্ফ হয়েছিলো না? ভারী লুজ! কিন্তু কি চ্যায়রা। চেয়ে থাকতে হয়। শেষে আবার আমায় টেনে নিয়ে আরেক ঘরে ঢোকানো হলো। সেখানে বিরাট এককাঠের রানী ভিকটোরিয়ার মুর্তি আর ব্রোঞ্জের আবক্ষ মুর্তি রয়েছে। পরের টা বোধায় মিটিং রুম না কি বললো। তাতেও প্রচুর মুর্তি রয়েছে আর কিছু পেইন্টিং। চীনের ও প্রচুর ভাস টাস আছে। কি সুন্দর আহা! কিন্তু হতচ্ছাড়া দেখতে দিলে তো হয়। খালি তাড়া লাগায়। আমি বিরক্ত হয়ে বলল্লাম সেই চার্টে পর্জন্ত্য তো খোলা। জ্বালাচ্ছো কেন? তো লোকটা রেগে বেরিয়ে গেলো। তার বুঝি খাবার সময় পেরিয়ে যাচ্ছিলো। মানকে টা বেগতিক দেখে বাইরে পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে রইলো। আমি যখন জিগালা এখেনে কি পাখি দেখতে এলি নাকি! তখন বেচারা আরো ঘাবরে গেলো। বললো এমন করিস না। কি আর বলবো।অএরপর দোতলায় ওঠা গেলো। তখন আমার পিছে সেপাই এসে গেছে। এতক্ষন ইউনিফর্ম ছড়া লোকরা ছিলো। এবার ইউনিফর্ম ওয়ালারা এলো। এরা অবশ্য আর ঘাঁটায় নি আমাকে। আর আমি ও আর জিদ্দি দেখাই নি। ততক্ষনে মেজাজ টাই নষ্ট হয়ে গেছে। কিন্তু এত দু:খু লাগলো পেন্টিং গুলোর অবস্থা দেখে।অযাচ্ছেতাই অবস্থা। আর আলো এভাবে রয়েছে আর রিফ্লেক্ট করছে যে আদ্ধেক পেন্টিং দেখা যায় না। শেষে খুব রাগ করে বেরিয়ে এলুম। আধাঘন্টা ও থাকতে দেয় না। আর এদের চাট্টি পয়সা দিয়ে দিলে বোধায় ফটো তুলতে মানা করবে না। ফরেনার দেখলেই এই রাজ কর্মচারিরা যেভাবে ভিক্ষে চাইছিলো বলার নয়। ভারী লজ্জা লাগছিলো। আসলে মনে হয় রাজ পরিবার কিছু লোগকে নিয়োগ করেছে। আর তারা দেশ থেকে তাদের জ্ঞাতি গুষ্ঠী কে নিয়ে এসে সংসার পেতেছে এখানে। কাজেই বাকিরা এভাবে পিছে পিছে থেকে শেষে বকশিষের উপর ই দিন গুজরান করে বা কিছু। মানে আমার মনে হলো।
  • kiki | 59.93.207.253 | ১৯ মার্চ ২০১২ ২২:২৯533949
  • বোঝো! এই নিয়েও টই? আর কি টাইপো বাপ!

    তা যাগ্গে আমার শেষ পোষ্ট টা মামুর কল গিলে ফেলেছিলো। তা আমরা বেরিয়ে এসে গেটের সোজাসুজি বিরাট ধুলোয়ালা বারান্দায় চুপ করে বসে ছিলুম। আমার পারদ চরছিলো। আর তিনি বেজায় ঘাবরে কিসব ভুলভাল গল্প শোনাতে শুরু কল্লেন। প্রথমে বল্লো, আচ্ছা তোর এই বাড়ী থেকে বেড়িয়ে আর ফিরতে না চাওয়া রোগটা কবে থেকে শুরু বলতো? আমি তখন , সরল সিধে মানুষ, আর অত মনে রাখিনি এক্কালে আমায় রঞ্জিতদের গরুর সাথে তুলনা করা হতো। তারা নাকি গোয়ালে ফিরতেই চাইতো না।সেসব ভুলে মেরে দিয়ে মনে করে বল্লুম। সে তো সেই ছোটবেলা থেকেই। আমি ক্যাম্পে গেলে আর ফিরতে চাইতুম্না মোটে। বলে কিনা দেখেছো! এসব চেপে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তখন আমার একটা ধাঁধা কিছুতেই সলভ হচ্ছে না। জিগিয়েই ফেললুম। আসলে কি হলো, ডান্স ফ্লোরটা ক্যামন যেন চটা ওঠা। সেখানে ইটালিয়ান মার্বেল নাই। জিগিয়ে জেনেছিলুম যে সেখানে নাকি কার্পেট পাতা থাকতো! তো নাচের জায়গায় কার্পেট কেন এটা কিছুতেই বুঝতে পাচ্ছিলাম না।

    তো সেই প্রশ্নের কিসব অসুব্য উত্তর পেলুম। বলে কিনা তখনকার ডান্স ফ্লোরে আয়না থাতো। মেয়েরা নাকি ঘাঘরার নিচে............. ই:। কি জঘন্ন্য! আমি যথারীতি এত্তবড় হাঁ করে শুনলাম আর বিশ্বেস ও প্রায় করে ফেলেছিলুম। তারপর নিজের জ্যাক অ্যাস লেখা মুখটা দেখে বেজায় ক্ষেপে গেলুম। এমনিতেই মাথা গরম ছিলো। আরেকজন বেশ স্যাটি হয়ে ফিকফিকিয়ে হাসছিলো। আর সহ্য হলো না। রাবার স্ট্যাম্পের মত করে ঠোঁট বাগিয়ে বল্লাম আমার এই মুহুর্তে তোকে বেজায় চুমু খেতে ইচ্ছে করছে। বেচারী হঠাৎ বুঝলো আমায় বেজায় চটিয়েছে। আর এ হেন সময় আমায় কোনো বিশ্বাস নেই। কেমন একটা ভীতু চোখে চাদ্দিকে তাকিয়ে মিন মিন স্বরে বললো : ওরম লালীর মতন করছিস কেন? বলেই দাঁড়িয়ে আর কোনো দিকে না তাকিয়ে সাঁ করে বেরিয়ে গেলো। কাজেই আমিও উঠে হাঁটতে শুরু কল্লাম বেজায় দু:খু নিয়ে।
  • Nina | 12.149.39.84 | ২০ মার্চ ২০১২ ০১:১২533960
  • :-))))) ইস কিকিয়া তুই ছেড়ে দিলি স্ট্যাম্প না মেরে--
    ঘোর অন্যায় হইল--
    ব্যাটাকে
    যেমন মামা তেমন সাজা গরম ভাতে ঘী --দিলিনি ?

    শেম শেম পপি শেম
    অল দ্য মাঙ্কিস নো ইয়োর নেম !
  • siki | 155.136.80.36 | ২০ মার্চ ২০১২ ০৯:১৩533971
  • বাপ রে! সকাল সকাল পড়তে বসে বিষম খেয়ে ফেলেছিলাম। :)
  • kumu | 122.160.159.184 | ২০ মার্চ ২০১২ ১১:৪১533972
  • অ কিকি গো,লেখাটা কী দারুণ হয়েচে!

    তবে মাণিককে কয়ে দিও আমি তাকে সাপোর্টালুম, জলে জঙ্গলে যে কোনো বিপদে আমি তার পাশে আচি।
    যার কেউ নাই তার কুমু আচে,আচেই।

    আমার চ্যাহারাও বর্ণিয়ে দিও,তাইলে সে বেশ মনে জোর পাবে।
  • byaang | 122.167.119.153 | ২০ মার্চ ২০১২ ১২:৪৯533973
  • কিকি, লেখাটা এখানেই থামল কেন? আরো লম্বাআআআআ লেখা চাই।
    আর ইসে, কুমুদি, তোমাকে একটা খবর দেওয়ার ছিল। এক্ষুনি আমি একটা ফোন পেলাম। আমাকে ফোন করে জিজ্ঞেস করা হল, তোমাদের ঐ কুমু কে? তিনি কোথায় থাকেন?
    বুঝলাম কুমুদি নিশ্চয়ই আজ এমন কিছু লিখেছে, যার জন্য চোপা (চুরি করে পড়েন যে পাঠক, তাকে বলা হয় চোপা) এমন প্রশ্ন শুধোচ্ছে। তাড়াতাড়ি ভাট খুলে বসলুম, সেখানে কিছু না পেয়ে টই খুলে দেখি তুমি ফ্রীতে এমন বরাভয়-অভয় বিলোচ্ছো!!
  • siki | 155.136.80.36 | ২০ মার্চ ২০১২ ১২:৫৪533974
  • কুমুদিনীভীত ভিভীষণ?
  • kumu | 122.160.159.184 | ২০ মার্চ ২০১২ ১৪:২৮533975
  • ব্যাঙ,তুমি ঐ ভদ্রলোকটিকে অবিলম্বে আমার আতাপতা ও ফোং নং দিবে।হ্যাঁ, আমি তাঁহার পাশেও আছি,অবশ্যই।
  • byaang | 122.167.119.153 | ২০ মার্চ ২০১২ ১৪:৩০533976
  • সিকির ক্ষী ভীশন ভুদ্ধি!!!!

    কুমুদি এইভাবে পাল্টি খেলে!! তোমার না আমার আর কিকির পাশে থাকার কথা?
  • kumu | 122.160.159.184 | ২০ মার্চ ২০১২ ১৫:২৯533939
  • ন্না,তা কেন,তোমাদের পাশেও রয়েচি তো,যদিও তোমরা অর্চিকে ত্যামন ভাল চোকে দ্যাখো না।

    কিন্তু মাণিক,বিভীষণ ই: দের পাশে থাকা আরো বেশী দরকার,ইহাদের কুমু না দেখিলে কে দেখিবে?

    আর্তজনে দেহ হে-এ-এ ল্প,বিবাহিতদের প্রা-আ-আ-ণ-কবি কবেই বলেচেন!!
  • Nina | 12.149.39.84 | ২০ মার্চ ২০১২ ১৮:৪১533940
  • কুমুরে ক্ক :-) আম্মো আছি গো কুমু তোমার সঙ্গে--ওদের সঙ্গে
  • byaang | 122.167.119.153 | ২০ মার্চ ২০১২ ১৮:৫৩533941
  • আর আমার সঙ্গে কেউ নাই?
  • kc | 178.61.96.29 | ২০ মার্চ ২০১২ ১৯:২৫533942
  • হামি আছি তোর সাথে। বল্‌ কাকে মাত্তে হবে?
  • Nina | 12.149.39.84 | ২০ মার্চ ২০১২ ২০:০২533943
  • ওরে বেঙি--ওদের মধ্যে --তুই ও :-) তবে মাত্তে লয়--মারা আটকাতে :-)))))
  • byaang | 122.178.249.178 | ২০ মার্চ ২০১২ ২০:৪৬533944
  • নীনাদি, তুমি এটা কী বললে? আমার কি একটু মারামারি করারও অধিকার নেই?

    কেসি, তুইই এখন আমার একমাত্তর বলভরসা।
  • Sibu | 74.125.59.177 | ২০ মার্চ ২০১২ ২১:২৪533945
  • কই কই, কাকে মাত্তে হবে? হ্যায় কোই সুপারি দেনেবালা?
  • Nina | 12.149.39.84 | ২০ মার্চ ২০১২ ২২:০৪533946
  • Sibu
    হে হে শিবুকে মাত্তে হলে কাকে সুপুরী দিবি রে?
  • Sibu | 74.125.59.177 | ২০ মার্চ ২০১২ ২২:৪৩533947
  • আমি সুপারী দেই না, নেই। :((
  • achintyarup | 115.111.248.134 | ২১ মার্চ ২০১২ ০০:০৭533948
  • অ্যাইয়ো কিকি, বলি বাকি লেখা কই অ্যাঁ?
  • kiki | 59.93.254.204 | ২১ মার্চ ২০১২ ০৫:৪১533950
  • বোঝো!..............:(
  • ranjan roy | 59.161.59.22 | ২১ মার্চ ২০১২ ০৬:০৩533951
  • কিকি,
    একদম ফ্যান্টাক্লাশ! বিশেষ করে অতীতের গন্ধ পাওয়া!
  • Bratin | 14.99.137.156 | ২১ মার্চ ২০১২ ১০:৫২533952
  • ব্যাঙ , আমি ও আছি চিন্তা করিস না।
  • i | 137.157.8.253 | ২৩ মার্চ ২০১২ ০৭:০৯533953
  • কিকির লেখা খুবই ইন্টারেস্টিং। আরও চাই।
  • kiki | 59.93.244.79 | ২৩ মার্চ ২০১২ ০৮:১৯533954
  • ইন্দ্রানী কইলো? দ্য জ্যান্ত লিজেন্ড! ( মোটেই আবাজ নয়, এটা আমি বিশ্বেস করি) আমি আনন্দে ধপাস করে অজ্ঞান হয়ে গেসলুম! যাগ্গে পাগলকে এরা সাঁকো ............. ইত্যাদি। এরপর আমার দোষ দিও না বাপু!:P
  • siki | 155.136.80.36 | ২৩ মার্চ ২০১২ ০৯:০৩533955
  • মুর্ছা এবং পতন?

    আমিও খুব পছন্দ করছি লেখাটা। তবে কিনা আমি তো জ্যান্ত লিজেন্ট তো নই, তাই আমার কথায় পাত্তা না দিলেও চলবে :-) আগে বাঢ়ো।
  • i | 137.157.8.253 | ২৩ মার্চ ২০১২ ০৯:২৮533956
  • নিজেকে পুউরো বচ্চন মনে হতেছে-
  • Du | 117.194.200.69 | ২৩ মার্চ ২০১২ ১৭:৩২533957
  • স্ট্রাইকার যখন ছিলে, মারাদোনাও মনে হতে পারো :)
  • Nina | 12.149.39.84 | ২৩ মার্চ ২০১২ ১৯:৫১533958
  • এই যো কিকিয়া--
    আগে বঢ়ো--বৈষ্ণব-বিনয় ছাড়িয়া
    বসে আছি, আরো চাই--
    :-)))
  • Nina | 12.149.39.84 | ২৩ মার্চ ২০১২ ১৯:৫২533959
  • ও হ্যাঁ তবে কিকিয়ার দেয়া খেতাব--ছোটাই কে --আম্মো সহমত ১০০%
  • kiki | 59.93.196.63 | ২৫ মার্চ ২০১২ ১০:০১533961
  • ইকি! মার্বেল প্যালেশ নিয়ে আর্কিছু ল্যাখার নাই। তবে কও তো গরু রচনা লিখতে পারি। সে এসে লিখবানে।

    সিকি কে একটা আমুল চকোলেট আর একটা টিস্যু দিয়ে গেলুম। ও আরেকটা ঝুমঝুমি।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন