এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • শরদিন্দু

    Bratin
    বইপত্তর | ০৯ এপ্রিল ২০১২ | ৮৬৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 107.3.243.18 | ১০ এপ্রিল ২০১২ ০০:৩৬536459
  • হ্যাঁ, মনে আছে বৈকি। ভেনডেটা। :))
  • nk | 151.141.84.239 | ১০ এপ্রিল ২০১২ ০১:০৬536460
  • ভেনডেটা। ও কেকে, সিধুজ্যাঠা তোমায় ঈর্ষা করবেন। :-)
    গল্পটা দারুণ ছিলো। তাই না? উক্ত মাইজীলোগ ওকে উল্লু উল্লু বলিয়া গালি দিতেছে। :-)
  • bratin | 112.79.36.53 | ১০ এপ্রিল ২০১২ ০৫:৪৫536461
  • অ্যাই কেকে, অরুন্ধুতী দেবী কে নিয়ে কোন কথা হবে না। তাহলে বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে
  • bratin | 112.79.36.53 | ১০ এপ্রিল ২০১২ ০৬:০২536462
  • ভেনইর্ডেটা মানে বিভুতি? পরীক্ষা হল একটী মেয়ে আর অধ্যাপক? পরে জানা যাবে মেয়ে টির মা ওনার প্রাক্তন প্রেমিকা?
  • kk | 107.3.243.18 | ১০ এপ্রিল ২০১২ ০৮:৫৬536463
  • না ব্রতীন,ভেনডেটায় নিশি আগেই লিখেছে সেই ওলগোবিন্দ ঘোষ আর কুঞ্জকুঞ্জর করের ঝগড়ার গল্প। তুমি কি 'সেই আমি' র কথা বলছো? মেয়েটি প্রাক্তন অধ্যাপক (এখন লেখক) এর পুরনো প্রেমিকার নাতনী? মল্লী আর বাসন্তী?
  • Shanku | 117.241.67.203 | ১০ এপ্রিল ২০১২ ০৯:৪৮536464
  • একজন লিখেছেন, শরদিন্দুর ঐতিহাসিক গল্পগুলো ভালো লাগে না ।
    হায় ইশ্বর!
  • bratin | 112.79.36.97 | ১০ এপ্রিল ২০১২ ১০:৫১536465
  • না কেকে। এই গল্প টা বিভুতিভুষনের। রাতে বই টা দেখে লিখবো।
  • umesh | 80.254.147.148 | ১০ এপ্রিল ২০১২ ১৪:৫০536466
  • শরদিন্দু'র ঐতিহাসিক উপন্যাস আর গল্প গুলো হলো বাংলা সাহিত্যের অন্যতম সেরা রচনা। সেগুলো যদি কারো ভালো না লাগে তাহলে আমিও অবাক হয়ে, "হায় ঈশ্বর" বললাম।

    আমি শরদিন্দু'র "তুমি সন্ধ্যার মেঘ" পড়ে যাস্ট পাগল হয়ে প্রেমে পড়ি।
  • PM | 86.96.160.42 | ১০ এপ্রিল ২০১২ ১৫:৪৩536467
  • উমেশকে ক। শরদিন্দুর ঐতিহাসিক অনবদ্য। অন্য কারুর ঐতিহাসিক পড়লে তফাতটা হাতে হাতে বোজা জায়। ব্যোমকেষ-এর অনেক অনুসরন অনেক বেড়িয়েছে। এক্ষেত্রে কেউ সাহস করে নি
  • umesh | 80.254.147.148 | ১০ এপ্রিল ২০১২ ১৬:৩৬536469
  • শরদিন্দু'র ঐতিহাসিক গুলো ভালো না লাগার একটাই কারণ হতে পারে, সেটা ভুল বয়সে পড়া।
    কেউ যদি ১০ বছর বয়সে শরদিন্দু'র ঐতিহাসিক লেখা পড়তে যায়, তাহলে সে লেখা গুলো ফালতু বলবে-ই। তখন না বোঝা যায় ভাষা, না বোঝা যায় প্রেম কি জিনিস।
    শরদিন্দু'র ঐতিহাসিক পড়া উচিত ১৫-১৬ এর পর।

    আমার এরকম হয়েছিল ১২ বছর বয়সে "শেষের কবিতা" পড়ে। রবি-দাদু কে গালাগালি দিয়েছিলাম এরকম একটা বাজে লেখার জন্য।
    তারপর আবার যখন কলেজে গিয়ে "শেষের কবিতা" পড়ি, কি মধুর যে লেগেছিল, কি বলবো।
  • Kaju | 121.242.160.180 | ১০ এপ্রিল ২০১২ ১৬:৪৭536470
  • একটু ব্যোমকেশ নিয়েও গল্প ধরে ধরে বিশ্লেষণ হউক। তাইলে আমিও যোগদান করিতে পারি।
  • PM | 86.96.161.9 | ১০ এপ্রিল ২০১২ ১৭:১২536471
  • ঐতিহাসিক গুলোর ক্ষেত্রে আমি ঠিক "প্রেম" বলবো না বরং বলবো "রোম্যন্স" যা গল্পগুলোর বিশেষত্ব । "প্রেম" আমাদের জীবনে এখোনো বহাল তবিয়তে থাকলেও, রোম্যন্স প্রায় হারিয়ে যাচ্ছে। তাই যতো দিন যাচ্ছে গল্পগুলোর ভিন্টেজ গন্ধো টা বাড়ছে।

    গৌরমল্লার, তুমি সন্ধ্যার মেঘ, বিষকন্যা,চুয়া-চন্দন, কুমার্সম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরের আকর্ষন দিন দিন আমার কাছে বেড়েই চলেছে।

    কে জানে ভবিষ্যত অন্ধকার বলেই হয়তো অতীতমুখীতা বাড়ছে। প: ব: এর যা হাল। অতীত ভাঙিয়ে খাওয়া ছাড়া আর উপায় কিছু দেখছি না। :)
  • bratin | 112.79.36.77 | ১০ এপ্রিল ২০১২ ১৭:২৫536472
  • কাজু সব থেকে ভালো লাগে কোন তিনটে?
  • Kaju | 121.242.160.180 | ১০ এপ্রিল ২০১২ ১৭:৩০536473
  • শেষের দিকে দু একটা বাদ দিলে প্রয় প্রত্যেকটাতেই এমন কিছু জিনিস আছে, যা অবাক করে দিয়েছে। তবু সেরার সেরা ৩ -

    পথের কাঁটা
    দুর্গরহস্য
    উপসংহার
  • Blank | 170.153.65.102 | ১০ এপ্রিল ২০১২ ১৭:৫৭536474
  • ওমনি বাংলা সিনেমা মার্কা রোমান্স পোষায় না। আর ওগুলোর ঐতিহাসিক অংশটা বেশ বোরিং।
  • PM | 2.50.43.169 | ১০ এপ্রিল ২০১২ ১৯:৫২536475
  • পসন্দ আপনা আপনা :)
  • rimi | 168.26.205.19 | ১০ এপ্রিল ২০১২ ২০:০২536476
  • আরে ব্ল্যাংকি যে আমার মনের কথা বলে দিয়েছে। ঐ রোমান্সগুলো পড়লেই আমার মনে হত এগুলো নির্ঘাত বাংলা সিনেমার জন্যেই লেখা :-((

    তবে একটাই রোমান্স ভালো লেগেছিল, সেইটা হল তুঙ্গভদ্রার তীরের বিদ্যুন্মালার প্রেম - অবৈধ প্রেমই বলা যায়। রাজার বাগদত্তা রাজকুমারি একজন সাধারণ লোককে ভালোবাসল, তাও লুকিয়ে মিলিত হতে যেত, বেশ একটা তীব্র প্যাশন ছিল তাতে। কিন্তু শেষরক্ষা করতে পারেন নি শরদিন্দু - সেই বাংলা সিনেমা মার্কা গদগদ মিলন অর্থাৎ বিবাহ! ম্যাগো।
  • rimi | 168.26.205.19 | ১০ এপ্রিল ২০১২ ২০:১০536477
  • বাংলা ভাষায় ঐতিহাসিক উপন্যাস রচনায় একনম্বর হইলেন বংকিম। ওঁর ধারে কাছে কেউ আসে না। বংকিমের দেখা দেখি রমেশ চাটুজ্জে লিখতে শুরু করলেন, তারপর তাঁর দেখাদেখি শরদিন্দু।

    ভাগ্যিস বংকিমের কালে বাংলা সিনেমার রমরমা ছিল না!!!
  • d | 14.99.202.65 | ১০ এপ্রিল ২০১২ ২০:৪০536478
  • রিমি, অমিয়ভুষণ কেমন লাগে?

    শ্রীপারাবতের দুই একটা ছোটবেলায় বেশ লেগেছিল। এখন পড়তে চাইলে কেমন লাগবে কে জানে!
  • PM | 2.50.43.169 | ১০ এপ্রিল ২০১২ ২১:০৮536480
  • বঙ্কিমচন্দ্র শুধু ঐতিহাসিক নয় বাংলা সাহিত্যের ভগীরথ। সেই অর্থে সব বাংলা গদ্য সাহিত্য-ই ওনার অনুসারী। বাংলা গদ্য সাহিত্যের ভাষার স্ট্রাকচার উনি-ই ( কিছুটা বিদ্যাসাগর-ও) তৈরী করে দিয়ে যান।

    এই তৈরী ফর্মটা কে শরদিন্দু ভাঙেননি। সেই অর্থে অনুসারী তো বটেই। যেটা উনি করেছেন সেটা হলো ঐ ফর্মটা নানা ইনোভেটিভ পধ্যতিতে ব্যবহার করেছেন। ভাষার ওপোর অসামান্য দখল ওনাকে সাহয্য করেছে নিশ্চয়। ব্যোমে্‌কশ এর সাথে যদি তুলনা করা যায় তাহলে দেখা যাবে ঐতিহাসিকের জন্য একদম আলাদা রকম ভাষা ব্যবহার করেছেন উনি।

    রমেশচদ্র, রাখালদাস-ও এই চেষ্টাটা করেছেন আগে, কিন্তু ওনাদের সমস্যা ছিল, গলপের থেকে ইতিহাস কেই গুরুত্ব দিয়েছিলেন বেশী।পাঠক নেয় নি। শরদিন্দুর আঙ্গিকে গল্পটাই প্রধান, ইতিহাস শুধু পটভুমিকা তৈরীর জন্য। সেই ইতিহাসে কল্পনা আছে অজস্র কিন্তু তথ্য বিকৃতি নেই। সেই অর্থেও উনি বঙ্কিম অনুসারী। রাজসিংহের প্লট, ইতিহাসের পটভূমিকায় এক কাল্পনিক গল্প। যদিও অনেকে ওনার বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ এনেছেন রাজসিংহ নিয়ে।

    আর একটা কথা, শরদিন্দুর কোনো ঐতিহাসিক নিয়ে বাংলা ছবি হয়েছে কি? ঝিন্দের বন্দী কিন্তু ঐতিহাসিক উপন্যাস নয় এবং মৌলিক-ও নয়।

    ওদিকে বঙ্কিম, রবিন্দ্রনাথ, বিমল কর, বনফুল,বিভুতি থেকে সুনিল পর্য্যন্ত সকলের লেখা নিয়েই বাংলা/হিন্দি সিনেমা হয়েছে। সেক্ষেত্রে সকলের-ই সহিত্যিক শিরোপা গেলো কি? নাকি সেই লেখাগুলো যাত্রাপালার স্ক্রিপ্ট?
  • Shanku | 117.199.28.12 | ১০ এপ্রিল ২০১২ ২১:৩১536481
  • রিমিদি, ব্ল্যানি্‌কদা, শরদিন্দুর ঐতিহাসিক গল্প উপন্যাসে গতানুগতিকতা হয়ত আছে |
    কিন্তু যে গুনের জন্যে সব দোষ মাফ হয়ে যায় তার নাম, লেখার প্রসাদগুণ |
  • m | 50.82.180.165 | ১০ এপ্রিল ২০১২ ২১:৩৯536482
  • বঙ্কিমের লেখা একটু গয়নাগাটি পরা শোর্য-বীর্যে একাকার,চলনটা আলাদা,গম্ভীর,ভারিক্কি।শরদিন্দু ঝরঝরে,আটপৌরে।
    দুজনেই অসামান্য।তুলনা চলে না।
  • rimi | 168.26.205.19 | ১০ এপ্রিল ২০১২ ২২:১৭536483
  • আরে সে তো অবশ্যই। শরদিন্দু আমারো প্রিয় লেখক, শুধু ঐ ষাটের দশকের বাংলা সিনেমা টাইপ প্রেমগুলো বাদ্দিলে।

    সবচেয়ে ভালো লাগে শরদিন্দুর ভূতের গল্প, আর ছোটোদের গল্প। জেনারেল ন্যাপলার গপ্প?? অসা!!!
  • nk | 151.141.84.239 | ১০ এপ্রিল ২০১২ ২২:৫৫536484
  • শরদিন্দুর ইতিহাস-আশ্রিত শর্ট স্টোরি গুলো উপন্যাসের থেকেও বেশি ভালো লাগে। তীক্ষ্ম উজল তীরের দলের মতন ঘটনাবলি এগিয়ে চলতে থাকে, বাহুল্য নেই, ঢিলেঢালা স্লোনেস নেই, আর কী হওয়া উচিত তা না হয়ে কী হয় সেটাই দেখানো। বিষকন্যা গল্পটা বিষকন্যা উপন্যাসের থেকে অনেক বেশি ভালো, স্মার্ট, ঝকঝকে সাহসী। উপন্যাসটা সিনেমা টাইপ, সেখানে উল্কাকে বেশি মেয়েলি মোহিনী ললিতলবঙ্গা টাইপ করে দেখানো, কিন্তু গল্পের উল্কা তীরের মতন, অশ্বপৃষ্ঠে লৌহজালিকধারিনী যোদ্ধার মতন, শশ্মান থেকে আহৃতা অগ্নি টুকরা, একেবারে শুরু থেকে শেষে উল্কার স্বেচ্ছামৃত্যু অবধি কোথাও এই টান টান সুর নেমে যায় নি, গল্পটার দৈর্ঘ্যও বেশি না।
    একই কাতারে পড়ে রুমাহরণ, মৃৎপ্রদীপ, প্রাগজ্যোতিষ, অমিতাভ, বীর্যশুল্কা,সেতু---গল্পগুলোতে চরিত্রগুলো অনেক রিয়াল, সাহসী, সতেজ।
  • Shanku | 117.207.228.29 | ১০ এপ্রিল ২০১২ ২৩:১৬536485
  • সায়েবরা বোজে না তাই, নয়তো 'মরু ও সংঘ' গল্পটার জন্যে শরদিন্দুর নোবেল প্রাইজ পাওয়া উচিত !
  • rimi | 168.26.205.19 | ১০ এপ্রিল ২০১২ ২৩:১৭536486
  • এনকের সঙ্গে একদম একমত হইলাম।
  • nk | 151.141.84.239 | ১০ এপ্রিল ২০১২ ২৩:২০536487
  • রিমি :-)
    শঙ্কু, হ্যাঁ, মরু ও সংঘ এক অসাধারণ গল্প, "তৃষাগ্নি" সিনেমাটায় এর কিছুটা এফেক্ট ধরতে পেরেছে, তবে কিনা এসব নিয়ে সিনেমা বানানো খুবই কঠিন কাজ, ঘটনা দেখানো যায় ছবিতে কিন্তু সূক্ষ্ম অনুভূতির বিবর্তন কী করে দেখানো যাবে?
  • Bratin | 14.96.39.121 | ১১ এপ্রিল ২০১২ ০৯:২৬536488
  • না রিমি সেটা সত্যি তো। উনি সিনেমা কোম্পানী তে লেখকের চাকরী করতেন। কাজেই যখন গল্প লিখতেন তখন ঐ ব্যাপার টা মাথায় রাখতেই হত। যাতে গল্প থেকে একট সম্ভাব্য সিনেমা হতে পারে।
  • Bratin | 14.96.39.121 | ১১ এপ্রিল ২০১২ ০৯:২৯536489
  • ক্লাশ টেনে 'রাজসিংহ ও মানিকলাল' পড়ে উৎসাহিত হয়ে 'রাজসিংহ' উপন্যাস টা পড়েছিলাম। শব্দচয়ন আর সাধু ভাষা মিলে পড়ার গতি তে ব্যাহত করলেও সব মিলিয়ে ভালো লেগেছিল।
  • Bratin | 14.96.39.121 | ১১ এপ্রিল ২০১২ ০৯:৩০536492
  • জেনার‌্যাল ন্যাপলা তেই কী সেই কাকিমা এবং বিয়ে করতে না চাওয়া কাকা কে এক ঘরে আটকে দেবে সেই বাচ্ছা ছেলে টা? তারপরে মাকে গিয়ে রিপোর্ট করবে ২-৪ ৬ :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন