এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাম দল তখন আর এখন

    apu
    অন্যান্য | ০৫ মে ২০১২ | ১৮০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • অপু | 127.194.99.36 | ০৫ মে ২০১২ ০৯:১৩542089
  • সম্প্রতি কয়েক টা ঘটনা ঘটলো। সেখানে চেনা বাম দলের নেতাদের দলের প্রতি দায়বদ্ধতা এবং পরিবর্তিত পরিস্থিতি তে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়া অনেক প্রশ্ন তুলছে।
    ১। রেজ্জাক মোল্লা কে বাংলা কাটিয়ে দেওয়া হল। কিন্তু কঙ্কাল কান্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষ কে রাজ্য কমিটি তে রেখে দেওয়া হল । কেন?

    ২। বিমান বসু বনাম অনিল বসু এই লড়াই কেন? অনিল বসু যদি সত্যির শাস্তির দাবিদার হন তবে এত দিন তা দেওয়া হয়নি কেন?

    আমার বাম বন্ধু রা ( কেসি,বুনান,পিটি দা,অয়ন,অরি,শিবু দা,দু দি,কোয়ার্ক) এই ব্যাপারে আলোকপাত করলে বিষয় টি নিয়ে তার কী ভাবছেন জানতে পারি।
  • biplab | 78.33.140.55 | ০৫ মে ২০১২ ০৯:১৯542100
  • একই আছে। তখনও লোকে বামাবেগে আসত-তারপরে "রিয়ালিজম" টা বোঝার পরে হয় ধান্দাবাজ হয়ে সিপিএমে ঠেকে যেত --না হলে গুছিয়ে ঘর সংসার করত। যে জিনিসের ফান্ডামেন্টালটা সলিড কিছু না-শুধুই ভাবাবেগ- তাহা হইতে শুধুই কিছু কবিতা, সাহিত্য, শিল্প, গান আর জ্বালাময়ি ভাশন এবং ভন্ডের দল বাহির হইবে। তাহা সেকালেও সত্য ছিল-আজ ও আছে।
  • PT | 213.110.246.230 | ০৫ মে ২০১২ ১২:৩৯542111
  • সিপিএম যাদি মনে করে যে অনিল বসুকে শাস্তি দিলে আর রেজ্জাক মোল্লাকে ""কাটিয়ে"" দিলে পার্টির ""ভাল"" হবে তাহলে বেশ করেছে। এর আগেও সৈফুদ্দিন, পুততুম্ডু এমনকি সোমনাথ চাটুজ্জেকেও তাড়ানো হয়েছে - কাজেই এগুলো নতুন কিছু নয়। মজার ব্যাপার হল অনিল বাবু সাংবাদিক সম্মেলনে "মাটি" এবং "মানুষ"" এই দুটি শব্দই ব্যবহার করেছেন!!

    অন্যদিকে কঙ্কাল-কাণ্ড জড়িত সকলেরই যেন শাস্তি হয়। কিন্তু বিচার যখন শুরুই হয়েছে তখন তা শেষ হওয়ার আগে সুশান্তকে "খুনের অপরাধে"-ই বা রাজ্য কমিটি থেকে তাড়ানো হবে কেন?

    আর বিপ্লব তো ""শেষ"" কথা বলেই দিয়েছেন। কাজেই এই টইটার মুখে কথা ফোটার আগেই টই ভ্যানিস হয়ে যাবে।
  • অপু | 127.194.102.136 | ০৫ মে ২০১২ ১৪:৪১542122
  • না পিটি দা, আমি বলতে চেয়েছি এমন একজন নেতা যিনি প্রশ্নাতীত ভাবে সকলের কাছে গ্রহনযোগ্য, এমন কারোর অভাব বোধ হচ্ছে বোধহয়।
  • Captain Colo | 127.194.240.61 | ০৫ মে ২০১২ ২০:৪৪542133
  • সুশান্ত ঘোষকে রাজ্য কমিটিতে রেখে দেওয়া হল এই তথ্যটা বোতীন কোথা থেকে পেলো?

    http://www.cpimwb.org.in/leadership.php

    আগেও বলেছি - রাজনৈতিক তর্ক সবার জন্যে নয়।
  • ব্ল্যাঙ্ক | 69.93.196.41 | ০৫ মে ২০১২ ২১:১৪542138
  • রাজ্য কমিটি থেকে রেজ্জাককে কাটিয়ে দেওয়া হলো - এর তথ্য সুত্র কি?
  • apu | 127.194.103.46 | ০৫ মে ২০১২ ২৩:১৪542140
  • আর দয়া করে অনিল বসু বনাম বিমান বসু র ব্যাপারে যদি আপনার সুচিন্তিত বক্তব্য রাখেন তাহলে ব্যাপার টা জানতে পারি।
  • ব্ল্যাঙ্ক | 69.93.196.41 | ০৫ মে ২০১২ ২৩:৪২542141
  • সিপিএমের নিজের সাইট থেকে তার স্টেট কমিটির খবরাখবর নিলে ভাল হয় না ???
  • PT | 213.110.243.21 | ০৬ মে ২০১২ ০০:১৫542090
  • যা্চ্চলে, বোতিন কি সৌমিত্র দাদাসাহেব ফালকে পাওয়ার পরে নাম বদলে অপু হয়েছে?
  • apu | 127.194.96.221 | ০৬ মে ২০১২ ০১:২৬542091
  • বুনান , আমর সাধারন মানুষ তো। পার্টি কর্মী নই। তাই আনন্দবাজার পড়ি। অনি অফেন্স? তোমাদের ঐ পার্টির ওয়েব সাইটে ঢুকতে যাবো কেন?

    PT দা ঃ-))। না তার আগেই। এট তো একটা গর্বের বিষয়।ঊনি যে পার্টি ই করুন ওনার অভিনয় তো ভালো লাগে।
  • kc | 188.61.96.29 | ০৬ মে ২০১২ ০১:৪৫542092
  • পার্টির সাইটে ঢুকতে যাবেনা, আবার খবরাখবর জানতে চাইবে, কেউ আবার ঠিকঠাক খবরটি তথ্যসমেত যুগিয়ে দিলেও সেটা নিতে অসুবিধে,
    ''বাহবা ! এতো বড় মজার"
  • ব্ল্যাঙ্ক | 69.93.196.41 | ০৬ মে ২০১২ ০২:৫১542093
  • পার্টির ওয়েবসাইটে যদি যাওয়ার ইচ্ছে না থাকে তো পার্টির এখন তখন নিয়ে এত চিন্তা ক্যান !!
  • Captain Colo | 127.194.240.228 | ০৬ মে ২০১২ ১০:০৬542094
  • হুঁ, এত চিন্তা কিসের?
  • Captain Colo | 127.194.240.228 | ০৬ মে ২০১২ ১০:১১542095
  • এবং সম্পাদকমন্ডলী আর রাজ্য কমিটির তফাত না বুঝলে তো মুশকিল। শুরু করলে সুশান্ত ঘোষকে রাজ্য কমিটিতে রাখা হয়েছে এবং রেজ্জাক মোল্লাকে বাদ দেওয়া হয়েছে তাই নিয়ে। সুশান্ত ঘোষ রাজ্য কমিটিতে নেইই। রেজ্জাক মোল্লা আছেন। আবাপ-র খবরটা হল রেজ্জাকলে সম্পাদকমন্ডলীতে নেওয়া হয়নি তাই নিয়ে। তাহলেও, নেওয়া হয়নি কেন সেটা সিপিএমের আভ্যন্তরীন ব্যাপার। কই সিপিএমের কেউ তো তোমাদের কে কারে কোন পদে রাখছে তাই নিয়ে অহেতুক আগ্রহ দেখায় না। এগুলো পার্টির নিজস্ব ব্যাপার, তারা ঠিক করবে। Who are you and I to say anything?

    অনিল বসুকে যদি সম্পাদকমন্ডলী মনে করে থাকে বাদ দেওয়া দরকার তাহলে বেশ করেছে। এবং উনি তাই নিয়ে কথা বলে ভুল করেছেন - আমি তো অন্ততঃ মনে করি এবার ওনাকে বহিষ্কার করা উচিত। তা তোমরা আবার ওনার ওকালতি করতে নামবে নাকি? ভোটের সময় উনি যা বলেছিলেন তার পরেও?
  • অপু | 127.194.102.159 | ০৬ মে ২০১২ ১২:৪৯542096
  • ও আচ্ছা। তফাৎ টা সত্যি খেয়াল করি নি। অ্যান-কন্ডিশ্যানল অ্যাপোলজি।

    এত দিন করা হয় নি। এইবার হল। আর অনিল বসু বিদ্রোহ করলো। তার মানে বিমান বসু কি আর সবার কাছে সমাদৃত নন।

    না না। তোমাদের দল তোমরা মাথায় কাটো আর ল্যাজে কাটো। তোমাদের ব্যাপার ঃ-))

    মাঝে মাঝে আমদের দল নিয়ে তোমাদের চিন্তিত দেখি কিনা তাই ভাবলাম আমদের বুঝি মাঝে মাঝে চিন্তিত হওয়া উচিত। ঃ-))
  • Tim | 108.249.6.161 | ০৬ মে ২০১২ ১২:৫৪542097
  • তিনোমুল নিয়ে আবার কে চিন্তিত হয়? ইন জেনেরাল সবারই শাসকদল নিয়ে মাথাব্যাথা, তিনোমুল বা সিপিএম যে রাজ্য চালাবে তাকে নিয়েই হবে। অরাজনৈতিক দৃষ্টিকোন থেকে যদি দেখি।
  • অপু | 127.194.102.159 | ০৬ মে ২০১২ ১২:৫৭542098
  • এই টা ভালো দিয়েছো ঃ-))
  • প্পন | 122.133.206.20 | ০৬ মে ২০১২ ১৩:০৮542099
  • আনকন্ডিশনাল অ্যাপোলজি না অ্যান কন্ডিশনাল অ্যাপোলজি ? ;-)

    পরেরটা তো গ্রামাটিকালি ভু-উ-উ-ল।
  • siki | 132.177.16.128 | ০৬ মে ২০১২ ১৩:১৯542101
  • :)
  • kc | 204.126.37.78 | ০৬ মে ২০১২ ১৩:৩২542102
  • "মাঝে মাঝে আমদের দল নিয়ে তোমাদের চিন্তিত দেখি কিনা তাই ভাবলাম আমদের বুঝি মাঝে মাঝে চিন্তিত হওয়া উচিত। "

    ---- মানে? আমাদের কে আবার তোমাদের দল নিয়ে টই খুলে কীবোর্ড পিষেছে? কবে? জানতে পারলে আম্মো একখান ''অ্যান-কন্ডিশ্যানল অ্যাপোলজি'' মার্কা পোস্ট করার সুযোগ পেতাম।
  • Fevi | 227.162.209.11 | ০৬ মে ২০১২ ১৪:৩৭542103
  • বোতীন্দা, এট্টু তোমাদের পার্টির খবর নি।

    টিনোমূল থেকে অনিল বসু-র সাথে কথা বলার কে দায়িত্ব পেল?
  • অপু | 127.194.102.45 | ০৬ মে ২০১২ ১৭:৩৯542104
  • ফেভি এখনো জানি না । জানলে লিখবো।ঃ-)

    কেসি যা বুঝলাম তোমাদের 'মহান' দল কে নিয়ে কথা বলার অধিকার 'তোমাদের'। অন্যদের ক্ষেত্রে তা অন্ধিকার চর্চা? রাইট?

    http://www.anandabazar.com/6raj2.html

    সায়ন। অর্পনের নতুন নাম ভাবছি রাখবো 'কাঠি বাবা'। কেমন হয় একটু ভেবে বলো তো? ঃ-)
  • সায়ন | 125.242.214.246 | ০৬ মে ২০১২ ১৭:৫৩542105
  • ব্রতীনদা', এই জাতীয় বিরক্তিকর ব্যাপারগুলোয় আমাকে কোনওরকম ভাবে টেনে এনো না আর কখনও, এটা রিকোয়েস্ট। তুমি যা লিখতে চাও সেটা তোমারই বক্তব্য। আশা করি বোঝাতে পারলাম।
  • kc | 204.126.37.78 | ০৬ মে ২০১২ ১৭:৫৮542106
  • যাঃ কলা!! আবার সেন্টু খাওয়ার অভিনয় করার চেষ্টায় আছ মনে হচ্ছে!!! ঃ-)
    এত কোচ্চেন জাম্প কচ্ছ কেন? একটা অন্ততপক্ষে ঠিকঠাক প্রশ্নতো কররে বাবা!!!

    আচ্ছা আমি একটা প্রশ্ন করি? করি করি? তোমাদের দলের ওই সিপিএমের সঙ্গে না মেশার ফতোয়া দেওয়ার পরেই তুমি নাম চেঞ্জ করলা ক্যানে? হ্যায় কোই জবাব? খার না খেয়ে? ;-)
  • apu | 127.194.98.176 | ০৬ মে ২০১২ ২১:৩৮542107
  • আচ্ছা সায়ন। ঃ-((((

    (শালা কে যে কখন কী বলবে, বোঝার উপায় নেই। কোন টা মুখ আর কোন টা মুখোশ। ধুস শালা ঘেন্না ধরে গেল। গুরু দু এক জনতা যাদের চিনেছি মনে হয় তাদের কেমন অচেনা লাগে মাঝে মাঝে )

    মহামান্য কেসি ঃ আপনার যেমন প্রশ্ন করার অধিকার আছে । আমার তেমন উত্তর না দেবার সমান অধিকার আছে।( আজকেই আপনাদের নেতা বিমান বসু র কাছ থেকে শিখলাম।)

    (জোকস অ্যাপার্ট। আসলে আমি আগে খেয়াল করি নি গুগল এ ব্রতীন দিয়ে সার্চ করলে ঐ টই আর লেখা গুলো আসে। তাই আর লিখি না)
  • প্পন | 132.252.231.6 | ০৬ মে ২০১২ ২২:০৯542108
  • আরে বোতিন, ডরো মাত। জানোই তো মহৎ কার্যে কেউ তো কোনভাবে সাহায্য করেইনি, উল্টে সবাই কোন না কোনভাবে কাঠি দিয়ে এসেছে। :)

    এইজন্যই কবি বলেছেন, শিখের যেমন কৃপান, গুর্খার যেমন কুকরি, বাঙালির তেমনি কাঠি। আদি ও অকৃত্রিম অস্ত্র।
  • সায়ন | 125.241.63.198 | ০৬ মে ২০১২ ২২:১৪542109
  • @ প্পন, LMFAO
  • সিকি | 132.177.16.128 | ০৬ মে ২০১২ ২২:১৪542110
  • :)
  • | 24.96.45.160 | ০৭ মে ২০১২ ১০:৩৮542112
  • এই টইটা বেশ রম্য তো।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন