এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতা, সিপিএম না সিস্টেম-দোষী কে?

    Biplab Pal
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০১২ | ৪৪৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Biplab Pal | 68.33.140.55 | ১৭ এপ্রিল ২০১২ ০৯:৫২544104
  • গত দুই সপ্তাহ ধরে বাংলার অনেক মানুষ চূড়ান্ত হতাশার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। তৃণমূলের ওপর বেশী আশা ছিল না। কিন্ত এটাও প্রত্যাশা ছিল না যে তারা এসে শিক্ষক পেটাবে। ধর্ষনের সাফাই গাইবে, নারীর চরিত্রের দিকে ইঙ্গিত করে। নোনাডাঙা থেকে বস্তি উচ্ছেদ করা এবং তার জন্যে দুজন বিজ্ঞানীকে জেলে ভরে তাদের নকসাল বানাবে। সিন্ডিকেটের মাথারা এসে অধ্যাপক পিটিয়ে তাকেই কার্টুন শেয়ার করার দায়ে জেলে ভরবে। এবং তার থেকেও দু:খের যে যেসব তৃণমূল কর্মী সিপিএম হার্মাদ এর হাতে মার খেয়েছে, তারা লিখবে, অধ্যাপক কেমিস্ট্রি না পড়িয়া কেন কার্টুন শেয়ার করিতেছে!! এতে যদি শেষ না হয়, তার ওপর আছে সিপিএম ফ্যামিলিতে বিয়ে করা নিষিদ্ধ করা। আরো উপরি পাওনা ইমাম দের ভাতা। মুসলিম সমাজের বেকারত্ব, অশিক্ষাকে যখন দূর করা যাচ্ছে না, তখন ইমাম দের ঘুঁশ দিয়ে বশ করা।

    হতাশা এই জন্যেই যে, এত সেই সিপিএমই ফিরে এল। বা, সিপিএমের আরো বাজে ভার্সন । আমি বরাবরই লিখেছি-সিপিএম কোন পার্টি না-ওটা রোগের নাম। সেই রোগটা আরো উৎকট ভাবে ফিরে এল। ভয়টা ছিল। আমি লিখেছিলাম বহুদিন আগে। যে পার্টিতে গণতন্ত্র নেই, তারা পশ্চিম বঙ্গে কিভাবে গণতন্ত্র ফেরাবে?
    মোদ্দাকথা বঙ্গবাসীর ভাগ্য ফিরিল না। আশার আলো ত দূরের কথা, আতঙ্কের রাত নেমে এলো।

    কিন্ত মৌলিক প্রশ্ন হচ্ছে সমস্যাটা কোথায়? মমতাকে সরিয়ে সিপিএমকে আনবেন? তারাও একই ভাবে গণতন্ত্রের টুঁটি চেপেছিল। তবে সফিস্টিকেশন ছিল-এমন নগ্ন ভাবে না। শাসকদল এই ভাবে পুলিশকে ব্যবহার করছে কেন? কেন গণতান্ত্রিক আবহ তৈরী হচ্ছে না এই রাজ্যে?

    উত্তর সহজ। আসলে তৃণমূলের জন্ম কংগ্রেস থেকে না-সিপিএম থেকেই। এগেইন, সিপিএম মানে পার্টি বুঝলে চলবে না। এর মানে পার্টি সর্বস্ব, পাটি আনুগত্য জীবন এবং রাজনীতি। সিপিএমে ছিল ব্যক্তি থেকে পার্টি বড়-এখানে আরো মারাত্মক, ব্যাক্তি থেকে মমতা বড়। পার্টি ভিত্তিক রাজনীতির সীমাবদ্ধতা দুটি দলের ব্যার্থতায় চূড়ান্ত ভাবে প্রকট। সিপিএমের বাকী লোকেরা সেদিন যেমন প্রকাশ কারাতের ভুলভাল রাজনীতির বিরুদ্ধে টুঁ শব্দ না করে, বাংলার বুকে ইতিহাস হয়ে গেছে- তৃনমুলের নেতা কর্মীরাও মমতার ভুলগুলোর বিরুদ্ধে কিছুই বলতে পাড়ছে না। ফলে তারাও ইতিহাস হবে।

    আমি বাংলার রাজনীতি ফোরাম থেকে নানান ইস্যুতে ভোট নিয়ে দেখেছি, তৃণমূলের গোঁড়া সাপোর্টার ১০% ও নেই-সিপিএমের অন্ধ সমর্থকের সংখ্যাটা ১৫% এর মতন । বাকী বাংলার ৭৫% নিরেপেক্ষ। সুতরাং মমতার পেছনে বিপুল জনসমর্থন –এমন যেসব তৃণমূলের নেতা গজারা ভাবছেন-তারা বিরাট ভুল করছেন। সিপিএম-কংগ্রেস একসাথে তৃণমূলের বিরুদ্ধে লড়লে, আগামী বিধানসভাতে মমতার পার্টির সিটের সংখ্যা ২০ এর নীচেও নামতে পারে। কারন ঐ ৭৫%
    আসলে পার্টিভিত্তিক রাজনীতিতে পরিপূর্ন গণতন্ত্র সম্ভব না। গণতন্ত্র বিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া একটি রাজনৈতিক সিস্টেম-যা ভুল শুধরে নতুন উন্নততর সিস্টেমের জন্ম দেয়। যদি তৃনমূলকে ক্ষমতায় আনা ভুল বলে, আবার লোকে সিপিএমকে ভোট দেয়, উন্নততর কিছুই আসবে না-লোকে জাস্ট আতঙ্কমুক্ত হবে। কারন পার্টিভিত্তিক রাজনীতিতে, সমান্তরাল পার্টি প্রশাসন চলতেই থাকবে।

    আসল সমস্যা এই সংসদীয় গণতন্ত্রে। এটাকে বদলে উন্নত প্রযুক্তির ডিরেক্ট ডেমোক্রেসী দরকার। যেখানে সংসদে এই সব উন্মাদ আর হার্মাদ দের খোঁয়াড় দরকার নেই। মোবাইল ফোনের মাধ্যমে প্রতিটা ইস্যুতে লোকে সরাসরি ভোট দিয়ে নতুন আইন প্রণয়ন করবে। আগামী দিনে এলগোদিরমের মাধ্যেমেই উন্নত তর সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং যাবে। যেমন ধরুন অনেক রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে পার্টিগুলোর চাপিয়ে দেওয়া স্বার্থান্বেষী মতামত বাদ দিয়ে জনগণ সরাসরি ভোটের মাধ্যেম সিদ্ধান্ত নেবে। ক্যালিফোর্নিয়া, সুইজারল্যান্ড সহ অনেক জায়গাতেই এই ডিরেক্ট ডেমোক্রাসিটাই বেশী চলে।

    সুতরাং এইসব নেতা নেত্রী গজাদের দরকারটাই বা কি? আসুন এদের ইতিহাস বানানোর কাজটা আমরা মানে জনগণেরা শুরু করে দিই।

  • Sibu | 108.23.41.126 | ১৭ এপ্রিল ২০১২ ১০:০০544115
  • মোবাইল ফোনের মাধ্যমে ভোট দিয়ে ডিরেক্ট ডেমোক্র্যাসি!! পাল মশাই কি ক্যালিফোর্নিয়া বলে একটা যায়গার নাম শোনে নি?

    নেটে prop 13 সার্চে নিন। ডিরেক্ট ডেমোক্র্যাসিতে কি হয় জানতে পারবেন।

    মমতা আর সিপিএম একই রকম খারাপ একথা অবশ্য মূর্খ বা ধূর্ত না হলে বলা যায় না।
  • tatin | 122.252.251.244 | ১৭ এপ্রিল ২০১২ ১০:৪১544137
  • আমার মনে হয় দোষের কিছুই হয়নি- কিছু খোরাক ইস্যু ছাড়া যা যা হয়েছে, যেকোনও শাসকের জমানাতেই হয়ে থাকে। যাঁরা অম্বরীশের প্রেপ্তার নিয়ে আলাদা করে দেখছেন, তাঁরা মনে করে দেখুন অজয় বাগদির কী হয়েছিল, কিম্বা মাওবাদি সন্দেহে ধৃত অভিজিৎ চক্রবর্তীর।

    ভালো ব্যাপারটা হলো বস্তি উচ্ছেদ কলকাতায় আগেও অনেক হয়েছে, কিন্তু এই প্রতিবাদ কখনো ই দ্যাখা যায় নি। প্রতিবাদের কাঠামোটা খুব মজবুত ভাবে গড়ে উঠেছে গত কবছরের রাজনৈতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে। সেইটাই সবচেয়ে বড় লাভ
  • Sibu | 108.23.41.126 | ১৭ এপ্রিল ২০১২ ১০:৪৭544148
  • এই একটা ভাল সৎ তিনোমূল পাওয়া গেল।

    এবার সব খুলে চরণমূলে ঝাঁপাব ডাঁই কতা পাঁকে,
    এবং মিশে যাব যেমন সহজেই চৈত্র মেশে বৈশাখে।
  • Biplab Pal | 68.33.140.55 | ১৭ এপ্রিল ২০১২ ১৭:২৬544156
  • ডিরেক্ট ডেমোক্রাসির মাধ্যমেই ২০১০ সালে ক্যালিফোর্নিয়া রাজনীতিতে ব্যবসার টাকা আসা বন্ধ করেছে। সেটাই মন্দ কি?
  • PT | 203.110.246.230 | ১৭ এপ্রিল ২০১২ ১৮:১৪544157
  • এইসব অনবদ্য পদ্য কোথায় লুকিয়ে থাকে? বিপন্নতাই কি তাহলে সৃষ্টির জন্মদাত্রী?
  • Sibu | 74.125.59.177 | ১৭ এপ্রিল ২০১২ ২০:৫১544158
  • PT কি 17 Apr 2012 -- 10:47 AM-তে কোট করা পদ্যটির কথা কইলেন? ওটি শঙ্খ ঘোষের লেখা, হাতেমতাই। অসাধারণ পদ্য। আর এট্টু শুনুন:

    হাতের কাছে ছিল হাতেমতাই, চূড়োয় বসিয়েছি তাকে
    দু'হাত জোড় করে বলেছি, প্রভু, দিয়েছি খৎ দেখ নাকে।
    এবার যদি চাও মাথাও দেব, দেখি না কপালে যা থাকে,
    আমার বাঁচা-মরা তোমার হাতে, স্মরণে রেখ বান্দাকে।

    ডুমুরপাতা আজও কোমরে ঝোলে, লজ্জার বাকী আছে কিছু,
    এটাই লজ্জার, এখনও মজ্জার ভিতরে এত আগুপিছু।
    এবার সব খুলে চরণমূলে ঝাঁপাব ডাঁই করা পাঁকে
    এবং মিশে যাব যেমন সহজেই চৈত্র মেশে বৈশাখে।

    মোমবাতির সাপোট্টে দিদি ক্ষমতায় আসার পর থেকে এইটে আমি কবিদের ভবিষ্যদ্দৃষ্টির প্রমান হিসেবে লোককে বলি। কিন্তু আবার, তাতে এত আশ্চর্য্য হবারই বা কি আছে? রাজা-গজা স্বৈর-শাসকদের মোসাহেবের অভাব কোনদিনই কি ছেল? কাগজে দ্যাখলাম মমতা সমোস্কিতির বাজেট ১২৫% বাড়িয়েছে। তার আবার বেশীটাই নাকি বিভিন্ন সাহিত্য-নাটক ইত্যাদি পুরষ্কার দেবার জন্যে ব্যবহার হবে।

    পাল-মশায় ২০১০-এর কোন ব্যালট-মেজারের কথা কইলেন? Prop 15 কি? পেথম কথা ওটি আপনের পুরোপুরি ডিরেক্ট ডেমোক্র্যাসি নয়। লেজিসলেচার ওটি পাস করে তাপ্পর জ্যানাগ্যানকে অ্যাপ্রুভ করতে কয়েছিল। দ্বিতীয় কথা, জ্যানাগ্যান ওটিকে ভোটে হারিয়ে দ্যায়। আপনে যদি prop 15-র কতা কয়ে থাকেন তো সেটি ডিরেক্ট ডেমোক্র্যাসির বিরুদ্ধে প্রমান। যদি অন্য কিছুর কথা কয়ে থাকেন তো বলেন, শুনি।

    ২০১০-র ব্যালট মেজারের কতাই যখন কইলেন, তকন prop 26-টাও এগবার দ্যাখবেন। ঐটি হল গে আপনের সত্যকারের ডিরেক্ট ডেমোক্র্যাসি, অর্থাৎ লেজিসলেচার কুন রোল প্লে করে নাই। সই কালেক্ট করে ওটি জ্যানাগ্যানের অ্যাপ্রুভালের জন্যে ভোটে দেওয়া হয়। এবং জ্যানাগ্যানের ভোটে ঐটি জিতে আসে। তাতে কি আছে? আছে যে ২/৩ সুপার-মেজরিটি ছাড়া কোন ট্যাক্স বা ফী বাড়ানো যাবে না। অর্থাৎ ক্রুগম্যান যে ব্যাধির কথা ওনার লেখায় কয়েছেন (17 Apr 2012 -- 10:09 AM-র লিং) সেই ব্যাধিটি prop 26 আরো পোক্ত করেছে।

    বলি কি পাল-মশায়, এই সব ডিরেক্ট ডেমোক্র্যাসি ইত্যাদি নিয়ে অনেক এক্ষপেরিমেন্ট ইত্যাদি হয়েছে। বহুত থিওরীর কাজও হয়েছে, চয়েস নিয়ে। তো আপনে যেমন প্রায়শই অন্যদের কয়েন - ন্যাখাপড়া করেন, তো এই ব্যাপারে আপনের মাউথ শুট করনের আগে এট্টু ন্যাখাপড়া কল্লে হত না? ফিজিশিয়ান, হীল দাইসেলফ।
  • Ishan | 192.43.65.245 | ১৭ এপ্রিল ২০১২ ২১:১০544159
  • এখনও অপকম্মে মমতা সিপিএমকে ধরতে পারেননি। খোরাকে অবশ্য টপকেই গেছেন। :)
    অপকম্মেও ধরে ফেলার চেষ্টা জারি আছে।
  • Sibu | 74.125.59.177 | ১৭ এপ্রিল ২০১২ ২১:১৩544105
  • এখনো ধত্তে পারে নি? সে কী!! কি করিলে ধরিতে পারিবে - শিরোনামে এট্টা খসড়া সাবমিটেড হোক। শঙ্খ-বাবু সুখী হবেন।
  • Ishan | 192.43.65.245 | ১৭ এপ্রিল ২০১২ ২১:১৯544106
  • মরিচঝাঁপি, বিজন সেতু, করন্দা, নন্দীগ্রাম ইত্যাদি অনেক কিছু করতে হবে। সে বহু বহু বছরের সাধনার ধন। অত সহজে অ্যাচিভ করা যায়না।

    আর নির্বাচিত সরকারকে একটা কেন, একশটা ডেপুটেশন, খসড়া দেওয়া হবে। ইচ্ছে হলেই দেওয়া হবে। তো?
  • Sibu | 74.125.59.177 | ১৭ এপ্রিল ২০১২ ২১:২৪544107
  • দিতেই তো কইলাম। নজরে না থাগলে দিদি আবার ভুলে যেতে পারেন তো ;-)।
  • Ishan | 192.43.65.245 | ১৭ এপ্রিল ২০১২ ২১:৩০544108
  • দিদি বা সিপিএম কেউই যাতে না ভুলতে পারে, সে ব্যবস্থা আছেই। চিন্তার কিছু নেই। :)
  • fevi | 118.143.62.3 | ১৭ এপ্রিল ২০১২ ২১:৩১544110
  • পার্টি থেকে বহিস্কারটা বাদ গেল যে ঈশান ভাই !
  • siki | 122.177.16.128 | ১৭ এপ্রিল ২০১২ ২১:৩১544109
  • সিপিএমের ছিল একেকটা যুগান্তকারী ওভারবাউন্ডারী। সেই তুলনায় মমতার এই সব খুচখাচ একরান দু রান।

    আর খোরাকে? অরণ্যদেবকে আর কেউ এখন মনেও করতে পারেন না। দিদি দিবানিশি ছাইয়া ফেলেছেন। ছাঁইয়া ছাঁইয়া।

    আজ প্রতিদিনে দিদির কবিতা পড়েছেন?
  • siki | 122.177.16.128 | ১৭ এপ্রিল ২০১২ ২১:৩৩544112
  • ও ইয়েস বিপ পাল, সঠিক বানানটা ঘুষ, ঘুঁশ নয়।
  • Ishan | 192.43.65.245 | ১৭ এপ্রিল ২০১২ ২১:৩৩544111
  • ওই তো পার্টি। তার কে আবার কাকে বহিষ্কার করল? :)
  • Sibu | 74.125.59.177 | ১৭ এপ্রিল ২০১২ ২১:৫৩544113
  • কেউ কাউকে বহিষ্কার করল না!! বড্ড দুব্বল স্মৃতিশক্তি।

    সেই রাগে সিঙ্গুরে কত্ত কিছু হয়ে গেল :))।
  • Sibu | 74.125.59.177 | ১৭ এপ্রিল ২০১২ ২১:৫৫544114
  • দিদি যাই করুক, আম্পায়ারেরা দেবেনা, দেবেনা, ওভার-বাউন্ডারী কিছুতেই দেবে না। আরে দিদিকে সাপোর্ট কত্তে হবে তো। আবার মুখও রাখতে হবে। ধুস্‌স্‌, কি যে বিপদ হল শালা।
  • aka | 168.26.215.13 | ১৭ এপ্রিল ২০১২ ২১:৫৭544116
  • এই সরকার শুধু খোরাকে নয়, ডেমোক্রেসির ভায়োলেশনে সবথেকে এগিয়ে গেছে। ব্যপারটা অত্যন্তই সিরিয়াস। ডেমোক্রেসির বড় ব্যপার হল বিরোধীদের মান্যতা দেওয়া। দিদি যখন বলে চুপ করে বসুন, ১০ বছর দেখুন তখন দিদি সরাসরি তাদের কথাকে জোর করে দাবিয়ে দিচ্ছে যারা বিরোধী পক্ষকে ভোট দিয়েছিল।

    পার্থ সারথী রায়, বা এসএফাই ছাত্রদের জেলে পুরে সরকার এই মেসেজটাই দিতে চাইল যে কোন কথা নয়, চুপ করে বসুন নইলে জেলে যেতে হবে।

    আরও বড় ব্যপার হল এই সরকারের রাজনৈতিক সততা বড় কম। ভোটের আগে সিঙ্গুর, ভোটের পরে নোনাডাঙ্গা, ভোটের আগে কিষেণ ভাই, ভোটের পরে এনকাউন্টার। সবই ইন্ডিকেট করে ক্ষমতার জন্য যা খুশী করতে রাজি এই সরকার তাতে নৈতিকতার অধ:পতন হলেও চলবে।

    তাই এই সরকার যখন বলে সিপিএমের সংস্পর্শে থেকো না, তখন অনেককাল আগের এক জার্মান ভদ্রলোকের কথা মনে পড়ে যায়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় হয়ত সেই মাপের কিছু হবে না, কিন্তু আর একটা নন্দীগ্রাম? যেকোন দিন হতে পারে। ব্যাঙ্গচিত্রের জন্য জেলে যেতে হলে, ঠিক সেরকম ভাবে লেজে চাপ পড়লে গুলি চালানো যাস্ট সময়ের অপেক্ষা। এবং তখন কিন্তু পথে নামার জন্য কোন সাধারণ মানুষ ভয় পাবে। যদি গুলি চলে, যদি জেলে ভরে। ফিয়ার সাইকোসিস অত্যন্ত সুকৌশলে তৈরি করা হচ্ছে। যেমন অত্যন্ত সুকৌশলে সিপিএম গুণ্ডাদের হাতের বন্দুক উদ্ধার করে তৃণমূলের হাতে তুলে দেওয়া হয়েছে।

    আই বেগ টু ডিফার, এদের রকম সকম সিপিএমের থেকে অনেক ভয়ংকর ঠেকছে।
  • siki | 122.177.16.128 | ১৭ এপ্রিল ২০১২ ২২:০১544117
  • আচ্ছা, সিঙ্গুরের কী হল? অনিচ্ছুকরা জমি পেয়েছে আলটিমেটলি? নাকি ওটাও একশোয় একশোর মধ্যে ঢুকে গেছে?
  • pi | 128.231.237.6 | ১৭ এপ্রিল ২০১২ ২২:০৫544118
  • সরকারের প্রতিবাদ করায় এস এফ আই ছাত্রদের জেলে পোরা হয়েছে ? কবে, কোথায় ?
  • Ishan | 192.43.65.245 | ১৭ এপ্রিল ২০১২ ২২:০৮544119
  • সিঙ্গুরে কেউ কাউকে বহিষ্কার করেছে নাকি? হবেও বা। স্বপ্নে কত কিছুই হয়। :)

    আকাকে ক। এদের রকম-সকম টাই ভয়ঙ্কর। গায়ের জোর এবং তার অভিব্যক্তিটাই পাশবিক। তবে সইত্য কথা বলতে কি, এসব ফোন ট্যাপিং, আইপি ট্র্যাকিং, মাওবাদী তকমা দিয়ে গ্রেপ্তার এসব আগেও হয়েছে। ভয় দেখানোর শুরু তো আজ না। দেখা যাক কদ্দুর দেখাতে পারে। :)
  • pi | 128.231.237.6 | ১৭ এপ্রিল ২০১২ ২২:১৫544120
  • তবে ফিয়ার সাইকোসিস কতটা তৈরি করতে পারছে, সন্দেহ আছে।
    এই ঘটনার পর ছেলে মেয়ে বুড়ো নির্বিশেষে যেরকম আরো আরো বেশি বেশি করে সমালোচনা, ব্যঙ্গচিত্র, আঁকার ঢল নামতে দেখেছি, তাতে উল্টোটাই মনে হয়। সোশ্যাল নেটওয়ার্ক তো বটেই। আই পি র পরোয়া না করেও লিখছেন। বরং কিছু লোকজনকে একটু বেশি করেও লিখতে দেখেছি। রাস্তায় নামতেও। অন্য টইতে এটা দিয়েছিলাম।
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1334296624937

    প্রথমদিন গ্রেপ্তারের পর তার প্রতিবাদে আরো লোকের নামা ও গ্রেপ্তার, সেটার পর তার প্রতিবাদে আরো বেশি লোকের নামা ... এও দেখেছি। ভয় বা তোয়াক্কা না করেই। পিটিশনেও বহু মানুষ সই করেছেন। বহু সরকারী প্রতিষ্ঠানে কাজ করা মানুষজনও।

    হ্যাঁ, কিছু কিছু মানুষকে ভয় পেতে দেখেছি অবশ্য। কিন্তু সংখ্যাটা কম।
  • aka | 168.26.215.13 | ১৭ এপ্রিল ২০১২ ২২:১৯544122
  • ঈশান, আগের যেগুলো হয়েছে মানে আইপি ট্র্যাকিং, ফোন ইত্যাদি সেসব কিন্তু ভক্তদের অত্যুৎসাহ। সরকার তার মেকানিজম নিয়ে সরাসরি হস্তক্ষেপ করেনি। একে উন্মাদ তায় সেয়ানা, বড় ভয়ংকর কম্বিনেশন।
  • Siddhartha | 131.104.241.62 | ১৭ এপ্রিল ২০১২ ২২:১৯544121
  • লিখছে বেশি, নামছে কম। কারণ সহজবোধ্য।

    নোনাডাংগা টিমটিম করে জ্বলছে। কার্টুন ফেসবুক জাতীয় সফি ইস্যুতে আপস্টার্ট শাইনিং বাংগালী অ্যাপিল পাচ্ছে। আর এসবের ভিড়ে ধাক্কা খেতে খেতে পেছনে চলে যাচ্ছে নোনাডাংগা
  • Siddhartha | 131.104.241.62 | ১৭ এপ্রিল ২০১২ ২২:২১544123
  • গ্রামে কে কি করে বলতে পারব না। শহরে যা হচ্ছে, তাতে বলতে পারি এই সরকার সিপিএম -এর থেকে অনেক বেশি ভয়ংকর লাগছে। ঈশেনদাকে ক দিতে পারলুম না।
  • Sibu | 74.125.59.177 | ১৭ এপ্রিল ২০১২ ২২:২২544124
  • করেছে নয়, ছিল।

    ঐ আর কি, শত্রু বলে বহিষ্কার, মিত্র বলে পদত্যাগ। ;-)
  • Ishan | 192.43.65.245 | ১৭ এপ্রিল ২০১২ ২২:৩২544125
  • ভয়ঙ্করতার ডিগ্রি নিয়ে তক্কো করে লাভ নেই। সরকারের রকম-সকম ভয়ঙ্কর তো বটেই। সে নিয়ে অ্যাবসলিউটলি কোনো সন্দেহ নেই।

    আর হ্যাঁ, সিঙ্গুরে সিপিএম থেকে পদত্যাগ বা বহিষ্কারের ঘটনা গত বিশ বছরে ঘটেনি। যদ্দুর মনে করতে পারি গত তিরিশ বছরেই ঘটেনি। এ নিয়ে কোনো তথ্য থাকলে নাম-ধাম সহ বলা হোক। নইলে স্মাইলির কারিকুরিগুলো জলে যাচ্ছে। :)
  • pi | 128.231.237.6 | ১৭ এপ্রিল ২০১২ ২২:৩৪544127
  • সিদ্ধার্থ,নোনাডাঙ্গা নিয়ে বলছে কম। অবশ্যই। কিন্তু তার কারণ ভয় নয়। উন্নয়নের এই মডেলটাই তো অনেকের কাছে গ্রহণযোগ্য। কোল্যাটারাল ড্যামেজ কিছু আসবে। না আসলে ভাল হত, ইত্যাদি মনে হবে, কিন্তু অ্যাস সাচ সেই ইস্যু নিয়ে আপত্তু ক'জনের আছে বা থাকবে। নোনাডাঙ্গার বস্তি এমনিতেই টিমটিমে :)

    ঐ, যা বল্লি, আপস্টার্ট শাইনিং বাঙ্গালী ফ্যাক্টর কাজ করছে।
    আমি ফিয়ার সাইকোসিস ফ্যাক্টরটা নিয়ে বলছিলাম। সেটা খুব কার্যকরী হয়নি। সাইবার জগত নিয়েই যখন মূল কোপটা পড়েছে, তখন সাইবার জগতে চালাচালি চালিয়ে যাওয়া অবশ্যই ফিয়ার ফ্যাক্টরকে অগ্রাহ্য করা।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন