এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ওহে হরিশ ! কাঁটা দিয়ে কাঁটা তোলা হলো . এবার এই কাঁটা টা কোথায় ফেলি ??

    একক
    অন্যান্য | ২০ মে ২০১২ | ১৮০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.110.182 | ২০ মে ২০১২ ১০:৪৯545396
  • হ্যা , আমরাই . আমরাই সেই "শাইনিং বাল " যারা সিপিএম কে হুর দিয়েছিলুম ( এমন ব্যাদ্রামি করলে আবার দোবো) . আমরা প্যাট্রিয়ট নই , আমরা সমাজ সংস্কারক নই . বিপ্লবী তো নই ই . সিপিয়াইএম এর পাপের কোটা মাথা ছুয়ে ফেলে ছিল তাই যে যেখানে আছি সবাই দল বেঁধে হটাতে চেয়েছিলুম তাদের. কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয় . যে মমতা রাজ্যপালের গাড়ির বনেতে উঠে নেত্য করেছিলো সে যে অসাধারণ আদ্মিনিস্ত্রেতর হবে এমন স্বপ্ন কোনদিন দেখিনি .

    কিন্তু এবার , এই কাঁটা টা কোথায় ফেলি ? "তখনি বলেছিলুম" রা বলবেন "পেছনে গুঁজে বসে থাকো " .
    সেটাও সম্ভব নয় . লাল পতাকা করাপশনের আগুনে পুরে ছাই হয়ে যাবার পর শুধু ফ্লাগ-স্ট্যান্ড টা নিজের পেছনে গুঁজে "ইডিঅলজি" বলে যাঁরা এতো বছর কাটালেন তাদের পক্ষে সম্ভব .

    অব্যেস আচে কিনা ! আমাদের পক্ষে সম্ভব নয় .

    এই কাঁটা টা কোথায় ফেলি ভাবার সময় এসেচে !
  • kc | 204.126.37.78 | ২০ মে ২০১২ ১১:২১545407
  • ইয়ে, মমতার কারুর গাড়ির বনেটে উঠে কোনওদিনই নেত্য করেন নি। ওটা অতিকথন। অ্যাক্চুয়াল প্রচলিত অতিকথনটা ছিল, জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটে নেত্য করা, সেটাও অতিকথন।

    "সইত্যের পথ থেকে বিচ্যুত না হওয়ার অঙ্গীকার, এ আমাদের চন্ডালিয় অধিকার।"
  • y | 69.164.188.107 | ২০ মে ২০১২ ১১:২৩545418
  • জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটে নাচেনি?
  • y | 69.164.188.107 | ২০ মে ২০১২ ১১:২৪545429
  • মানে অতিকথন হলে, সত্যিটা কী?
  • Tim | 108.249.6.161 | ২০ মে ২০১২ ১১:২৫545440
  • কাঁটা গভীরে গেঁথে গেলে সার্জারি না করে বের করা যায়না। তার হ্যাপা অনেক। অথবা আপাতত যন্ত্রণা সহ্য করে অপেক্ষা করতে হবে, সময়ে কাঁটাটি পচেগলে আপনা থেকেই খসে যাবে। ফার্সট হ্যান্ড অভিজ্ঞতা থেকে বললাম।
  • kc | 204.126.37.78 | ২০ মে ২০১২ ১১:৩১545462
  • নারে ভাই, জয়প্রকাশ নারায়ণের বনেটে নাচা মহিলাটি অন্য জন, তিনিও সিপির এক নেতাগোছের ছিলেন। এখন হারিয়ে গেছেন। নামটা মনে পড়ছেনা এই মুহুর্তে।
  • একক | 24.99.110.182 | ২০ মে ২০১২ ১১:৩২545472
  • টিম ,

    আন্টিব্যাকট্রিণ লাগালে হয় না ?
  • পাই | 82.83.81.233 | ২০ মে ২০১২ ১১:৩৩545397
  • আমিও যদ্দুর জানি, এটা উদো বুধো কেস।
  • lcm | 79.236.166.67 | ২০ মে ২০১২ ১১:৩৩545473
  • প্রবলেম টা কোথায়? আছোলা বাঁশ গেছে কাঁটা এসেছে। ঐ তালেগোলে সবই তো হরিবোল।
  • harmad | 127.194.205.76 | ২০ মে ২০১২ ১২:০০545398
  • সামনে যে ভোট আসবে-সেই বাক্সে ফেলিবেন
  • Tim | 108.249.6.161 | ২০ মে ২০১২ ১২:৪৯545399
  • অ্যান্টিব্যাক্ট্রিনে ক্ষি আর সে তেজ আছে? অ্যাঃব্যাঃর সাথে আমার আবার ছেলেবেলা থেকে স্মৃতি। মানে ঠিক দুঃখের স্মৃতি না, সুখস্মৃতি।
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২০ মে ২০১২ ১৪:০১545400
  • সি পি এম এর পাপগুলো কি কি বলুনতো? কেউ ই দেখি সেটা স্পষ্ট করে কয় না।

    ১) ঔদ্ধত্য ( যদিও এর মানে আমার কাছে পরিষ্কার নয় আর এ কতটা গুরুতর তাও পরিষ্কার নয়, মানে quantitative terms এ।

    আরো দু চারটে পাপের গপ্পো শুনি।
  • কল্লোল | 125.242.203.164 | ২০ মে ২০১২ ১৪:১৭545401
  • ঢ্যাড়শ। সিপিএম নিয়ে বিস্তর কথা হয়ে গেছে। পকাবু/স্থিকাবু টইগুলো পড়ে নিন।
  • pinaki | 132.164.229.203 | ২০ মে ২০১২ ১৬:০২545402
  • সিপিএমের কোনো পাপ নেই। লোকেরা বোকাপাঁঠা অথবা হারামি, তাই না বুঝে অথবা খচরামি করে সিপিএমকে ভাগিয়েছে - এভাবে ভাবলেই দেখবেন মনে শান্তি থাকবে। কেন বেকার রিসার্চে যাচ্ছেন?
  • S | 109.26.200.89 | ২০ মে ২০১২ ১৬:১৬545403
  • আচ্ছা, ছিপিয়েমের যেসকল দোষগুলো ছিলো, এদের সেগুলো থাকবেনা - এমন ভাবনা কে কে ভেবেছিলো একটু হাত তোলো। গুনবো।
  • S | 109.26.200.89 | ২০ মে ২০১২ ১৬:২৪545404
  • দোষগুলো আমি লিখিঃ
    ১) কর্মসংস্থান করেনি। কোনো ইন্ডাস্ট্রি হয়নি। আইটি আসেনি।
    ২) শিল্পের জন্যে কৃষি জমি নিয়ে নিচ্ছিলো। জোর জুলুম করেছে।
    ৩) ৩৪ বছরে অনেক লোক মেরেছে। হার্মাদ বাহিনীর কীর্তি কলাপ আমরা সবাই জানি।
    ৪) কিছু ইম্পর্ট্যান্ট পজিসনে নিজেদের লোক বসিয়েছিলো, যাদের কেউ কেউ কেপেবল এনাফ ছিলেন না।
    ৫) সামান্য কিছু পয়সা কড়ি মেরেছে। সামান্য বলছি - কারন বাকি রাজ্যের পলিটিসিয়নদের তুলনায় নগন্য। আর সিঙ্গুর থেকে যে পায়নি, সেতো এতোদিনে সক্কলে বুঝেছে।
    ৬) লোকাল নেতারা এবং বড় নেতারা ঔধত্য দেখিয়েছেন। এটা সত্যিই সহ্যের বাইরে চলে গেছিলো।

    বাকিরা যোগ করুন।
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২০ মে ২০১২ ১৭:৪৩545405
  • quantitative তথ্য পেলে ভাল হত। আর পকাবু আর স্থিকাবুর গোটাটা কেউ বলে দিন তাহলে পড়ে দেখি। কেন জানিনা আমার মনে হয় এগুলোর অনেকটাই মিথ। মায়াবতী, লালু এগুলোকে দেখার পরেও সি পি এমকে গাল দেবার জায়গা থাকেনা।
  • কল্লোল | 125.242.171.223 | ২০ মে ২০১২ ১৮:৪৯545406
  • তুলনা করার আর লোক পেলেন না ভাই, মায়াবতী আর লালু?
    তা ভালো। চিরকাল তো তাই শুনে আসলুম। এইত্তো আমাদের রাজ্য বিহার থেকে কত্তো ভালো। তা, সেই বিহারও তো কান মুলে দিলো। তুলনা করতে হলে নীতিশের সাথে করুন।
    শচীন বা রাহুল বা লক্ষণ বা সৌরভ কেমন ব্যাটসম্যান? না, ম্যাগ্রার চেয়ে ভালো।
    এই করেই তো গেছে সিপিএম। লোকে যে ভোটটা দিলো - সব বার খেয়ে!
    মমতা ভালো, কেউ বলছে না। আমাদের দুর্ভাগ্য, যে মমতা ছাড়া কোন বিকল্পও ছিলো না। মমতার আজকের গান্ডুমী দিয়ে গতকালের সিপিএমএর খারাপ কাজগুলোর সাফাই হয় না।
  • S | 139.115.2.75 | ২০ মে ২০১২ ১৯:২৬545408
  • কল্লোল দা, একদম ঠিক কথা। কিন্তু উল্টোটাও মনে রাখতে হবে। ৩৪ বছর ওরা খারাপ কাজ করেছে বলে এদের একটাও খারাপ কাজ মেনে নেবো না। তাহলে আরো ৩৪ বছর চলে যাবে।
  • S | 139.115.2.75 | ২০ মে ২০১২ ১৯:৪২545410
  • পব-এ ফ্লোটিঙ্গ ভোটার মনে হয় সবথেকে কম। সবাই খুব পষ্টভাবে এবং জোরালো গলায় দলবাজি করে। আমি এই দল, তুমি ঐ দল, আমরা এই পার্টি, আমরা তমুক দাদার সাথে কাজ করি। আমার দেওয়ালে এই দলকে লিখতে দেবো, সেই দলের কাগজ নেবো, এদের মিটিঙ্গ-মিছিলে যাবো, ওদের হয়ে কথা বোলবো। এমন খুব কম লোক আছে যারা দুই দলের লোককে ডেকে বা দেখে বা শুনিয়ে শুনিয়ে গাল দেবে। ফলে দুই দলই প্রয়োজনের তুলোনায় কম গালাগালি খেয়েছে। আর প্রিয় দল ভুল-ভাল কাজ করে এই সমর্থকদের বেজায় ঝামেলায় ফেলেছে - তখন নিজের দলকে সমালোচনা করার বদলে ঝগড়া করেছে।
  • একক | 24.99.162.151 | ২০ মে ২০১২ ১৯:৪৫545411
  • পব র মানুষ ভাবে যে তারা অন্যদের তুলনায় রাজনৈতিকভাবে বেশি সচেতন , সেটা তাদের শক্তি .
    আসলে তারা বেশিরভাগ ই রাজনৈতিক ভাবে অন্ধ এবং সেটাই তাদের দুর্বলতা .
  • ranjan roy | 24.96.4.149 | ২১ মে ২০১২ ০০:১৫545412
  • আমার স্মৃতি বলছে জয়প্রকাশ নারায়ণ নয়, মমতা ১৯৮৩তে কোলকাতায় কংগ্রেস বিরোধী রাষ্ট্রীয় দলগুলোর বৈঠকে যোগ দিতে আসা কাশ্মীরের ফারুক আব্দুল্লার ফারুক আব্দুল্লার গাড়ির সামনে অবরোধ করে গ্রেফতার হয়েছিলেন। তখন উনি সম্ভবতঃ যুব কংগ্রেস নেতা। তারপর ওনার দল প্রতিবাদে বন্ধ ডাকল। গাড়িঘোড়া বন্ধ। কিন্তু সেদিন নেহরু গোল্ড কাপ ফুটবলে আর্জেন্টিনার সঙ্গে পোল্যান্ডের ম্যাচ। পোল্যান্ড দলে ওদের বিশ্বকাপ ফুটবলের দলের স্মোলারেক, উজিৎস্কি আরও কজন ছিলেন। আর্জেন্টিনা দলে বুরুচাগা, পোন্সে ইত্যাদি। ফলে আমার মত আরও অনেকে , এমনকি মফঃস্বল থেকেও অনেকে পায়ে হেঁটে ময়দানে। তাই মনে পড়ছে।
  • Guest | 118.7.167.90 | ২১ মে ২০১২ ০০:৩৪545413
  • Mohila'r naam chilo "Shankari"
  • কল্লোল | 125.184.90.58 | ২১ মে ২০১২ ০৬:০৪545414
  • ঠিক। জয়প্রকাশের গাড়ির বনেটে উঠে নেচেছিলো যে, তার নাম শংকরী। সুনীতি চট্টরাজের চ্যালা।
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২১ মে ২০১২ ১৫:০২545415
  • মায়াবতী, লালু মানে উত্তরপ্রদেশ আর বিহার, তো ভারতের কোথায় কোথায় চমকপ্রদ উন্নতি হয়েছে বলেন তাই শুনি, একেবারে লন্ডন হয়ে গেছে কে কে। কর্ণাটক না মহারাষ্ট্র ওখানে তো মুখ্যমন্ত্রী অব্দি সব চোরের রাজা।
  • কল্লোল | 129.226.79.139 | ২১ মে ২০১২ ১৫:১৭545416
  • নীতিশের বিহার। আগেও লিখেছি।
  • কাজু | 131.242.160.180 | ২১ মে ২০১২ ১৫:৩৩545417
  • ঢ্যাঁড়স ! আমার ঢ্যাঁড়সভাজা হেব্বি লাগে !
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২১ মে ২০১২ ১৭:১৭545419
  • কী আমায় একেবারে ভেজে খাওয়ার বুদ্ধি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন