এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেসবুকের আই পি ও এবং বাঙালীর বামাশা

    Biplab Pal
    অন্যান্য | ১৮ মে ২০১২ | ৪৫৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Biplab | 78.33.140.55 | ১৮ মে ২০১২ ০৮:৪৩545899
  • কাল ফেসবুক পাবলিক হচ্ছে। দাম ধার্য্য হয়েছে ১০৪ বিলিয়ান ডলার। শুধু মার্ক জুকারবার্গই না, সাথে সাথে ফেসবুকের প্রথম ৩০০ কর্মীও মিলিয়ানার হতে চলেছে। আপেলের আই পি ওর পরে, এই প্রথম একদিনে একসাথে এতজন কর্মী কোটিপতি হওয়ার পথে।

    এতগুলো কোটিপতি তৈরী করেছে, এটা নিশ্চয় ফেসবুকের একমাত্র কৃতিত্ব না। ফেসবুক যে সামাজিক বিপ্লবের ভগীরথ, সেটাই তার ঐতিহাসিক কৃতিত্ব। ইতিহাসের নিক্তিতে মানব জনসংযোগের প্রথম বিপ্লব যদি হয় ভাষার জন্ম, দ্বিতীয় হবে ছাপাখানার আবিস্কার। সমাজ পরিবর্তনের মাপকাঠিতে ফেসবুকের আবিস্কার ভাষার জন্মের কাছাকাছিই থাকবে। পৃথিবীর মানব সমাজ এই ভাবে এত কাছে আর কখনো আসে নি। দেশের সীমানা এত দুর্বল আর কোনদিন ও ছিল না। এখন ত আমি বুঝতেই পারি না আমেরিকাতে থাকি, না পশ্চিম বাংলাতে আছি। নেটের দ্বিতীয় জীবনই আজ আমার প্রথম জীবন ।
    ফেসবুকের এই সাফল্যের বিপরীতেই আমি দেখছি দুই বাংলার সাম্প্রতিক রাজনীতি। একদিকে মমতা কুনাট্য –অন্যদিকে হাসিনা-খালেদা রঙ্গের নেভার এন্ডিং পলিটিক্যাল কোরিওগ্রাফি। রাজনৈতিক নৃত্যনাট্য বা কুনাট্য। এরা মাঝে মাঝেই ফেসবুকের বিরুদ্ধে হুমকি দেয়। “ফেসবুক” বন্ধ করার জন্যে আবেদন জানায়। নেহাত আমেরিকা বলে দেশে ফেসবুকের জন্ম-নইলে এই উপমহাদেশে জন্মালে ফাল্গুনের অকাল শীলাবৃষ্টিতে এই চারা অচিরেই ঝড়ে যেত।
    আমেরিকাতে বুদ্ধিমান প্রজন্মর অধিকাংশই সিলিকান ভ্যালির স্টার্টাপ বা নতুন কিছু না কিছু করে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এডিসন থেকে জুকারবার্গ। পৃথিবীকে বদলে দেওয়া “প্রায়” সব প্রযুক্তির আঁতুরঘর আমেরিকা। ইদানিং সেই প্রযুক্তি বিপ্লবের ঢেও ভারতের ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদেও লেগেছে। বেশ কিছু তরুন, স্টার্টআপ করেছে। অধিকাংশই যদিও আন্তর্জাতিক মানের না-স্থানীয় বিজনেসকে কেন্দ্রকরেই এগুলি তৈরী হচ্ছে-তাও খারাপ কি? চীনেও তরুন প্রতিভাধর আবিস্কারকরা উঠে আসছে বেশ দ্রুত গতিতে।
    এখান থেকেই আমি প্রশ্ন করা শুরু করব। আমাদের দুই বাংলার তরুণেরা কি করছে? সিলিকান ভ্যালি সহ গোটা আমেরিকাতে বাঙালী উদ্যোগপতি অনেক। কারন বাঙালী প্রতিভাধর, তার শিক্ষা এবং উদ্যোম সবই আছে। সুতরাং বাংলার বাইরে বাঙালী উদ্যোগপতির উপস্থিতি স্বাভাবিক। কিন্ত পশ্চিম বাংলা এবং বাংলাদেশ থেকে উদ্যোগপতি প্রায় নেই কেন?
    বাংলাদেশের দিকে তাও বেশ কিছু আই টি উদ্যোগ চোখে পড়ে। এর বড় কারন বাংলাদেশে টিসিএস বা ইনফোসিসের মতন বড় কোম্পানী গুলির অনুপস্থিতি। ওডেক্স, ইল্যান্সের দৌলতে আজকের দুনিয়াতে কাজ জানলে, আই টি বা সার্ভিস কোম্পানী করা আগের থেকে অনেক বেশী সহজ। ফলে ইনফি বা টিসিএসের অবর্তমানে বাংলাদেশের তরুণদের একটা অংশ নিজেরাই নিজেদের ব্যবসা ভাল দাঁড় করিয়েছে ওডেক্স বা ইল্যান্সের সাহায্যে। এটা পশ্চিম বঙ্গের দিকে একদম হয় নি-এর কারন এখানে লোকজন ইঞ্জিনিয়ারিং পাশ করলেই আই বি এম, টিসিএসে চাকরী নিয়ে হারিয়ে যায়। কিছু কিছু যেসব উদ্যোগ কোলকাতায় হয়েছে-তাদের সবার বড় সমস্যা হচ্ছে লোকজন ধরে রাখা। লোকে কাজ শিখেই কর্মীরা ইনফি বা টিসিএসে পালিয়ে যায়। বাংলাদেশে এই সমস্যাটা না থাকায়, ছোট ছোট কোম্পানীগুলি বাংলাদেশে ভাল কিছু করার সুযোগ পেয়েছে। কিন্ত সেখানেও বিধি বাম। বাংলাদেশে না আছে বিদ্যুৎ, না আছে ভাল ইন্টারনেট। পরিকাঠামোহীন প্রতিভা খুব বেশী দূর যেতে পারে না।
    যাইহোক কোলকাতা বা ঢাকাতে যেটুকু ইনোভেশন হচ্ছে সবটাই ব্যক্তিগত উদ্যোগে। এদের জন্যে কোন কাঠামো, বা সহযোগিতা বা কমিউনিটি নেই। কমিউনিটি, পরিকাঠামো এবং মানসিকতা-এই তিনের ত্রাহ্যস্পর্ষে আবিস্কার এবং নতুন ব্যবসার সূত্রপাত হয়। এর মধ্যে সরকারের দ্বায়িত্ব হচ্ছে পরিকাঠামোর। কোলকাতার পরিকাঠামো পুনে বা ব্যাঙ্গালোরের ধারে কাছে নেই। নতুন সরকার কিছু করবে এমন দেখতেও পাচ্ছি না। শুধু শ্যাম পিত্রোদাকে জগন্নাথের মতন রথে বসিয়ে হবে টা কি? বাংলাদেশেও দেখি ডিজিটাল বাংলাদেশের মিডিয়াচমক। এদিকে ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে।
    এর থেকেও ব্যবসার ক্ষেত্রে দুই বাংলার বৃহত্তম সমস্যা বামপন্থী বুদ্ধিজীবিদের উৎপাত। কিশোর বয়েস হচ্ছে সব থেকে বেশী ফর্মেটিভ-মাথায় ঐ সময় যা ঢোকে তা পরবর্তীকালে উৎখাত করা মুশকিল। পুঁজি হচ্ছে চুরি করা ধণ-এটা ছোট বেলা থেকে মাথায় ঢোকানো হয়। পশ্চিম বঙ্গ বা বাংলাদেশের পরিপেক্ষিতে, সেটা যে খুব ভুল ধারণা তাও না। কিন্ত সেটা ধরে বসে থাকলে উন্নতি হবে কি করে? সরকারি মডেলে দেশের উন্নতি হয়েছে ইতিহাসে এমন কোন সফল মডেল নেই। যা কিছু হয়েছে, ব্যক্তিগত উদ্যোগেই হয়েছে। সরকার শুধু পরিকাঠামো দিতে পারে। আসল কাজটা মানুষকেই করতে হবে। আদর্শগত কারনে এটা শুনতে অনেকের ভাল নাও লাগতে পারে-কিন্ত বাস্তবতাকে অস্বীকার করার এই বামাশাতে ( বামপন্থী আমাশা) ভুগেই বাঙালী আজ মৃত্যুপথ যাত্রী। ব্যাক্তিগত উদ্যোগ ছাড়া অনেক ক্ষেত্রেই কোয়াপরেটিভ উদ্যোগে দেশের উন্নতি হতে পারে । ভেণেজুয়েলা, ব্রাজিল সহ ল্যাটিন আমেরিকাতে এই নতুন সমবায় মডেলের আধা-ধণতান্ত্রিক-আধাসমাজতান্ত্রিক মডেলেও উন্নতি সম্ভব। কিন্ত সব কিছুর মূলেই মানুষের সেই উদ্যোগ। আর মানুষের উদ্যোগের প্রষ্ফুটন সরকারি উৎপাদন ব্যাবস্থায় হয় না। আমি ইচ্ছা করেই সমাজতন্ত্র কথাটা ব্যবহার করলাম না। কারন সোভিয়েতে যা ছিল-সেটা স্টেট ক্যাপিটালিজম । পাবলিক কোম্পানী ও স্টেট ক্যাপিটালিজমের উদাহরণ। যা নিদারুণ ব্যার্থতা এবং তামাসা অধিকাংশ ক্ষেত্রে। সোভীয়েত ইউনিয়ান উন্নত শিক্ষা এবং গবেষণাতে আমেরিকার দ্বিগুনের বেশী লোক লাগিয়েও কার্যকরী আবিস্কার কিছুই কর‍তে পারে নি। যাবতীয় ওষুধ, সিলিকন চিপস আর ইন্টারনেটের আবিস্কার আমেরিকাতেই হয়েছে। নতুন প্রোডাক্ট বা আবিস্কার বিবর্তনের মিউটেশনের মতন। বাজার হচ্ছে নির্বাচক। সেই ঠিক করে দেয়, কে টিকে থাকবে। এইভাবেই প্রযুক্তিগত ভাবে উন্নত সমাজের জন্ম হয়। বাজারের নির্বাচন না থাকলে এটা সম্ভবই না। তাই বাজার বিহীন উন্নত প্রযুক্তি বা প্রযুক্তি বিপ্লবের স্বপ্ন অলীক জগতের বাসিন্দাদের জন্যে।

    এর ওপর আছে রাজনৈতিক অধিকার এবং সাম্যের কুসুম কল্পনা। জীবনের যেহেতু পরম উদ্দেশ্য বলতে কিছু নেই- একজন মানুষ সাম্যের আফিঙেই বুঁদ থাকুক বা আধ্যাত্মিকতার অলীক জগতেই পাড়ি দিক আমার কিছু যায় আসে না। সমস্যা সেখানেই যখন গোটা সমাজে এগুলো কুপ্রভাব ফেলে। সাম্যের ধারনা বা আধ্যাত্মিক শান্তির বাণী সব কিছুই ভাল –মেনে নিতে আমার আপত্তি নেই। কিন্ত এডিশন থেকে জুকারবার্গের সাফল্যের পেছনে আছে পুঁজি-যা সাম্য ও মানে না – ত্যাগেও বিশ্বাস করে না। তা বিশ্বাস করে অসাম্য এবং লোভে। হ্যাঁ এই অসাম্য এবং লোভকে সিস্টেম বশে না আনতে পারলে-লোভ এবং অসাম্যই ধ্বংশ করবে তার স্রষ্টাকে। কিন্ত বাস্তবত এটাই যে লোভ এবং অসাম্যের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটেই চলেছে। এবং যা কিছু “কার্যকরী” আবিস্কার, সেই লোভ আর অসাম্যের পিলারের পুঁজি থেকেই আসছে! লোভ আর অসাম্যের এই যুগল বন্দিকে প্রশ্ন করা ভাল-কিন্ত অস্বীকার করা ততটাই মুর্খামী। কারন আজকের এই ইন্টারনেট, ব্লগ, ফেসবুক –সব কিছু সেই পাপেরই ফসল। যাইহোক বাঙালী এটাকে পাপের চোখেই দেখে। ফলে, অধিকাংশ বাঙালী পক্ষে নতুন কিছু ব্যবসা করা মুশকিল।

    আমার জীবনের উপলদ্ধিগুলো জেন মাস্টারের মতন । লোভ এবং ত্যাগ, সাম্য এবং অসাম্য-এর মিশ্রন, এদের দ্বন্দ, ক্রিয়া বিক্রিয়াই জীবন । লোভহীন সাম্যবাদি একটা সমাজ হবে-এসব রোম্যান্টিসিজম নিয়ে বাঙালী পড়ে থাকলে- আরো পিছিয়ে পড়বে। বরং এটা ভাবাই ভাল যে বাস্তব সমাজ এবং জীবনে সাম্য ও অসাম্যে, লোভ এবং ত্যাগের দ্বন্দ ও সহাবস্থান থাকবে।
    পৃথিবীতে যত জাতি দেখেছি, তার মধ্যে বাঙালী সব থেকে বেশী হুজুগে, বাস্তব বিমুখ। তারা বসে থাকবে নদীর এপার, নইলে ওপারে। নৌকা চালাবে না। এই জন্যে বাঙালীর রাজনীতিতে পোলারাইজেশন সাংঘাতিক বেশী। বাংলাদেশে আওয়ামী লীগ-বি এন পি সাপোর্টারদের মধ্যে মারপিট, পশ্চিম বঙ্গে তৃণমূল সিপিএমে খুনোখুনী- এটা ভারতের অন্যকোন রাজ্যে দেখি নি। এই মাত্রাতে না। ২০০৫-২০১১ সালের মধ্যে পশ্চিম বঙ্গে রাজনৈতিক কারনে যত খুন হয়েছে কাষ্মীরে সন্ত্রাসবাদে তার অর্ধেক লোক ও মরে নি। এর মূল কারন আবেগপ্রবণ বাস্তববিমুখ বাঙ্গালী। ঘটে সামান্য বুদ্ধি থাকলেও লোকে বোঝে এই সব রাজনৈতিক দলগুলোর মধ্যে , তাদের নেতা নেত্রীদের মধ্যে পার্থক্য সামান্যই। বাঙালী জাতির মধ্যে আদর্শবাদের ভাইরাস যত প্রবল, অন্যত্র তেমন দেখি না। এর সব কিছুর মূলে আছে বাস্তব বুদ্ধির অভাব-আর সেটা এসেছে জীবনটাকে একমাত্রিক ভেবে।

    অবশ্য শেষে সেই ফেসবুকই ভরসা। আশাকরি সেই অনলাইনেই ভেঙে পড়বে বাঙালীর মনোজগতের অচলায়াতন ।
  • t | 69.152.98.103 | ১৮ মে ২০১২ ১১:২০545910
  • বামাশা!
  • lcm | 79.236.166.67 | ১৮ মে ২০১২ ১১:৩৪545921
  • ওহো, বামাশা হইল বামপন্থী আমাশা। তাইলে, বাতাশা হইব বামপন্থী তামাশা।

    কিন্তু বিপ্লব হেইডা কয় কি, বাঙালী মাঝি নাই! নৌকা চালায় তো। গান ও তো গায়। ভাটিয়ালি, মাঝিগান - শচীন কত্তা তো হেই সব সুর লইয়া কত্তো সুর করলেন।

    কিন্তু, আদর্শবাদ রে ভাইরাস কইল বিপ্লব!
  • প্পন | 212.91.136.71 | ১৮ মে ২০১২ ১২:০১545925
  • এক বিলিয়ন রেভেনিউ আর্ন করে যে কোংপানি তার ভ্যালুয়েশন হয়েছে একশ গুণ।

    আরেকটা বাবল ফাটল বলে।

    ফেসবুক নিয়ে এই লেখাটা আগে ভাটে দিয়েছিলামঃ

    http://blogs.reuters.com/mediafile/2012/05/16/the-facebook-problem/
  • PM | 131.241.218.132 | ১৮ মে ২০১২ ১৭:৩৯545926
  • বিপ্লবের এই লেখটা পড়ে ভালো লাগলো পুরো একমত না হয়েও। নিজের চিন্তা পরিস্কার জানিয়েছেন অযথা "মিস কোট", "হাফ কোট" না করে।
    "২০০৫-২০১১ সালের মধ্যে পশ্চিম বঙ্গে রাজনৈতিক কারনে যত খুন হয়েছে কাষ্মীরে সন্ত্রাসবাদে তার অর্ধেক লোক ও মরে নি। " ---এই উক্তিটার সপক্ষে ডাটা সোর্স পেলে ভালো হয়।

    বাঙালীর ব্যবসা বিমুখতা না কাটলে উন্নতি হওয়ার আশা নেই- এই বেসিক বক্তব্য-টার সাথে একমত। এই অন্তহীন স্থিতি জাড্যের থেকে বেরোবার আর কোনো পথ নেই বোধ হয়। এই নিয়ে শংকর মাঝে অনেক লেখা লিখেছিলেন। অনেক তথ্য দিয়ে দেখিয়েছিলেন যে বাঙালী ঐতিহাসিক ভাবে ব্যবসা বিমুখ জাতি নয় বরং উল্টোটাই। ব্যবসা বিমুখতাটা শেষ ২-৩ শ বছরের অধীত চরিত্র।

    এই খরার মধ্যেও কিছু ভালো খবর আছে। বাঙলীর প্রতিষ্ঠান মেন ল্যান্ড চায়না গত সপ্তাহে IPO খুলেছে। ১০ টাকার ফেস ভ্যালুর শেয়ার ১৩৫ টাকায়। প্রথম কোনো রেস্টুর‌্যন্ট চেন এর ওপেন অফার এদেশে।

    আমি অনেক নব্য বাঙালী কে জানি যারা মোটা টাকার চাকরী ছেড়ে ব্যাবসা করছে। রেস্টুর‌্যান্ট , হোটেল, শপিং মলে দোকান থেকে শুরু করে মোর এর মুদির দোকান পর্য্যন্ত। দিন মনে হয় পাল্টাচ্ছে। আমিও সাহস জোটানোর চেষ্টা করছি।

    আমার মনে হয় রিস্ক নেবার মানসিকতা দ্রুত তৈরী হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ধৈর্য্যের অভাব। চটজলদি টাকা চাই, চট জলদি চাকরী চাই যেমন বিপ্লব-ও চট জলদি চাই। তাই ইদানিং বহু বাঙলী ছেলে দেখছি রাজারহাট নিউটাউনে জমি ফ্ল্যট এর দালালী করছে, টাকা কামাচ্ছে আর ওড়াচ্ছে।

    দেখা যাক কি হয় ভবিষ্যতে
  • biplab | 78.33.140.55 | ১৮ মে ২০১২ ১৭:৫৪545927
  • ফেসবুকের রেভিনিউ সাড়ে তিন বিলিয়ান ডলার। মানে ৩০ গুন মূল্যায়ন ।

    এটা ফাটকা নাও হতে পা রে । আন্ডার রাইটারদের অভিমত ওয়েব মার্কেটীং ২০% হারে বাড়তে থাকবে। ফলে সেই গুনিতকে ৩০গুন পি ই রেশিও ভাল। এছারা ভবিষ্যতে ফেসবুক বিভিন্নদেশের প্রচুর বড় বড় সরকারি বড়াত পাবে।
  • biplab | 78.33.140.55 | ১৮ মে ২০১২ ১৮:১৩545928
  • এ হলো মন দড়িয়া কর্ত্তা। যে মন লেনিন বা স্টালিনের পাঁকে আটকে থাকে না।

    ধর্ম আদর্শবাদ এসব ই প্রয়োজনীয় ভাইরাস। কারন তা ইনফেকশাস। ভাল ভাইরাস ও লাগে দেহে। আবার তা কন্ট্রল করতে না পারলে, রোগের আকার নেয়। আপাতত হিন্দুত্ববাদ, ইসলামিজম, কমিনিউজম এগুলো সবই সেই এক ক্যাটেগরীর ভাইরাল রোগ।
  • bb | 127.195.170.239 | ১৮ মে ২০১২ ১৮:১৫545929
  • এইরকম ভ্যালুয়েশনের বাবল আমরা '৯৯-২০০০ এবং ২০০৫-০৭ দেখেছিলাম। তখন প্রশ্ন করলে টাই পরিহিত analyst রা নিদান হেঁকে বলতেন DCF দিয়ে ভ্যালুয়েশেন পুরান মত- তোমরা কিছু বোঝনা। এখন অত সহজে ভবি ভোলার নয়।
    দুদিন আগে ওয়ারেন বাফে বলেছেন "ফেসবুক বা গুগল" এর মডেল আমি বুঝি না আর তাই আমি সেখানে আমার টাকা লাগাব না।
    আর আন্ডার রাইটার যে ভুষিমাল তা ডটকম যুগের তাবড় তাবড় স্টকের হাল দেখলে বোঝা যায়।
  • আকা | 178.26.215.13 | ১৮ মে ২০১২ ১৮:২৪545930
  • এতসব বুঝি না, বাংলা কন দিকি ফেবুর কয়েকটা শেয়ার কেনা কি ঠিক হবে?
  • শ্রী সদা | 69.97.137.203 | ১৮ মে ২০১২ ১৯:০০545900
  • আচ্ছা, এই ফেসবুকের মতো কোং গুলোর তো রেভিনিউ আসে অ্যাড থেকে , যদ্দুর জানি। এখন ক্রোম আর ফায়ারফক্সে লোকজন হুলিয়ে অ্যাডব্লক টাইপের প্লাগিন ব্যবহার করে। আমি ক্রোমে অ্যাডব্লক প্লাস লাগিয়ে গত এক বছর নেটে অ্যাড কাকে বলে ভুলেই গেছি প্রায়। তো, এই ধরনের টেকনলজি ঐসব কোম্পানির রেভিনিউতে এফেক্ট ফেলে না ? সবাই অ্যাডব্লক ইউজ শুরু করলে তো কোম্পানীগুলো উঠে যাওয়ার কথা ?
  • আকা | 178.26.215.13 | ১৮ মে ২০১২ ১৯:০৪545901
  • নিশ্চয়ই ফেলে। সারা ইন্টারনেট এখন ভাবছে, ভেবেই চলেছে যে তাদের কাজকম্মো কি করে মনিটাইজ করা যায়। ইউজারের দিক থেকে ভাবার মতন বিষয় হল যে আমরা তো ফিরি মাল পাচ্ছি, কিন্তু যারা ফিরি দিচ্ছে তারা কদ্দিনই বা ফিরি দেবে যদি না তারা কিছু টাকা কামায়? আমি তাই মাঝে মাঝে অ্যাডে ক্লিক করে দিই। কিই বা যায় আসে। ফেবু, গুগুল ইত্যাদিতে ভদ্রসভ্য ভাবেই অ্যাড দেখায়।
  • h | 127.194.235.38 | ১৮ মে ২০১২ ১৯:১৫545902
  • সম্পূর্ণ আজগুবি কতগুলো কথা পর পর জোর দিয়ে বললেই যদি বিশ্লেষণ হত, তাহলে অরিন্দম চৌধুরী বা শঙকর মার্কা ম্যানেজমেন্ট গুরুদের সঙগে প্রাবন্ধিক দের কোনো পার্থক্য থাকত না। বহুদিন পরে এইখানে এসে এটি পড়তে হলো। এই লেখাগুলোর একমাত্র উদ্দেশ্য হলো বম্বে তে গিয়ে সাজুগুজু করে হাসি হাসি মুখে বা ফুটপাথে ক্যাট ওয়াক করে ঘোরার মতো, ব্লক ব্লাস্টার পরিচালক দের চোখে পরার লোভ।
    লেখক নিজেকে বলছেন জেন , মহা বিশ্লেষণ এর শুভারম্ভ হচ্ছে 'কারণ বান্গালি প্রতিভাবান' এই সব বলে।

    আনবিলিভেবল।

    কেউ কিছু ন্যুনতম মানের টই সাজেস্ট করবেন?
  • আকা | 178.26.215.13 | ১৮ মে ২০১২ ১৯:২০545903
  • যা শ্লা আমার নাম করল না। ঃ(
  • biplab | 78.33.140.55 | ১৮ মে ২০১২ ১৯:২১545904
  • বাঃ কি সুন্দর ভাবে আমার বক্তব্যকে সাপোর্ট করে চলে গেল-এবং বুঝতেও পারলো না কিভাবে অসম্ভব ভাল সমর্থন ্দিল।।
  • বিপ্লব | 78.33.140.55 | ১৮ মে ২০১২ ১৯:২২545905
  • এইরকম ভ্যালুয়েশনের বাবল আমরা '৯৯-২০০০ এবং ২০০৫-০৭ দেখেছিলাম। তখন প্রশ্ন করলে টাই পরিহিত analyst রা নিদান হেঁকে বলতেন DCF দিয়ে ভ্যালুয়েশেন পুরান মত- তোমরা কিছু বোঝনা। এখন অত সহজে ভবি ভোলার নয়।
    দুদিন আগে ওয়ারেন বাফে বলেছেন "ফেসবুক বা গুগল" এর মডেল আমি বুঝি না আর তাই আমি সেখানে আমার টাকা লাগাব না।
    আর আন্ডার রাইটার যে ভুষিমাল তা ডটকম যুগের তাবড় তাবড় স্টকের হাল দেখলে বোঝা যায়।

    >>>।
    উলটোটাও হয়েছে। ২০০৪ সালে যারা গুগলে শেয়ার কিনেছিল-তারা ১০গুন লাভ ও করেছে। মূলত টিম এবং টেকনোলজি দেখেই শেয়ার কেনা উচিৎ।

    স্পেকুলেশন ফাটকার খেলা।
  • বিপ্লব | 78.33.140.55 | ১৮ মে ২০১২ ১৯:২৫545906
  • আচ্ছা, এই ফেসবুকের মতো কোং গুলোর তো রেভিনিউ আসে অ্যাড থেকে , যদ্দুর জানি। এখন ক্রোম আর ফায়ারফক্সে লোকজন হুলিয়ে অ্যাডব্লক টাইপের প্লাগিন ব্যবহার করে। আমি ক্রোমে অ্যাডব্লক প্লাস লাগিয়ে গত এক বছর নেটে অ্যাড কাকে বলে ভুলেই গেছি প্রায়। তো, এই ধরনের টেকনলজি ঐসব কোম্পানির রেভিনিউতে এফেক্ট ফেলে না ? সবাই অ্যাডব্লক ইউজ শুরু করলে তো কোম্পানীগুলো উঠে যাওয়ার কথা ?

    >।
    ফেসবুক নিজের সিস্টেমের মধ্যে ভদ্র ভাবে এড দিচ্ছে। এটা কোন ব্রাউজার আটকাতে পারবে না।

    তবে সেই এডে কাজ হয় না।

    ফেসবুকের মূল মুল্য এর ডেটাবেসে। এই ডেটাবেস বেচেই সে বিলিয়ান ডলার কামাতে পারে। যেমন এখন ইহাহু করছে।
  • h | 127.194.244.4 | ১৮ মে ২০১২ ২০:৫৪545907
  • আজ্জো, সর্বাধিক এবোঙ্গ পুনঃ পুনঃ আত্ম-প্রচারিত ব্যান্ডো দা আর অরিন্দম চৌধুরির সঙ্গে তোর নাম তুই রিপাবলিকান দের ভোট দিলেও করবো না, এটুকু ভরসা রাখতে পারিস ঃ-) তবে জেন হয়ে উঠলে, কি করুম হ্যায়া আমি অহন থিক্যা খইতে ফারি না।
  • সায়ন | 125.242.180.220 | ১৮ মে ২০১২ ২১:২৪545908
  • সদা, ডিট্টো। আম্মো ফাফে শুরু থেকে অ্যাডব্লক আর ফ্ল্যাশব্লক - দুটো প্লাগিন ব্যবহার করে উপকৃত হয়েছি। শুধু ইউটিউবের কেসে প্লে-বাটন পুশ করে চালাতে হয় বাট দ্যাট্‌স ওকি উইথ মি।

    কিন্তু এই ব্লকিং স্ক্রিপ্টগুলো ফেবু'র টেক্সট-বেসড অ্যাডগুলো রুখতে পারে না। যদি অন্য কোনও প্লাগিন জানিস তো শেয়ার কর।
  • প্পন | 122.133.206.20 | ১৮ মে ২০১২ ২১:২৬545911
  • ক্রোমের জন্য।
  • সায়ন | 125.184.59.144 | ১৮ মে ২০১২ ২১:৩১545912
  • টেকনিক্সমিডিয়া, বাঃ! এটা কাজের। থ্যাঙ্কু প্পন্দা!
  • শ্রী সদা | 127.194.202.117 | ১৮ মে ২০১২ ২২:০৩545913
  • আমার তো অ্যাডব্লক প্লাসে টেক্সট অ্যাড আসে না ?
    সত্যি বলতে কি, আমার গুগুল এর অ্যাড মোটেই খারাপ লাগে না, আর জিমেল এর টেক্সট অ্যাড অতি উপকারী জিনিস, অনেক যন্ত্রপাতি অনলাইন কিনেছি ঐ অ্যাড ফলো করে। কিন্তু গুগুল বাদ দিলে বাকি সাইটগুলো অ্যাড দেখানো মানে বোঝে ইউজারকে পাতি ডিস্টার্ব করা। এরকম অনেক সময় হয়েছে একটা খুব দরকারী ইনফো খুঁজছি, গুগুল সার্চে প্রিভিউ ও পেয়েছি, ক্লিক করতে খুলেছে , হঠাৎ একটা পপ আপ অ্যাড লাফিয়ে এল - ভুক্তভোগী মাত্রই জানেন যে কিরকম জ্বলে। এইসব সাইটগুলো ইউজারদের বাধ্য করছে অ্যাডব্লক ইউজ করতে।

    সবচেয়ে মাথা গরম হয় কিছু ডাউনলোড প্রোভাইডার সাইটের পলিসি দেখে। cnet বা softpedia টাইপের সাইটগুলো। ওরা মেনলি কিছু ফ্রি সফটওয়ার বা পে সফটওয়ারের ট্রায়াল ভার্সান হোস্ট করে। মজাটা হল, ওদের সাইট থেকে সাপোজ আমি ভি এল সি প্লেয়ার নামাতে গেলাম, ওরা আমাকে যে পেজ এ পাঠাবে সেখানে আমার দরকারী লিং টা আছে একদম এক কোনায়,খুদে খুদে হরফে লেখা। এদিকে পেজ এর মধ্যিখানে ইয়াব্বড় করে DOWNLOAD লেখা যেটায় ক্লিক করলে একটা অমুক টুলবার কি তমুক মেসেঞ্জার টাইপ বালছাল কিছু একটা নামবে। একটু অনভিজ্ঞ ইউজার হলে না বুঝে এইসব নামিয়ে কম্পুটারে জান্ক ভর্তি করবে। cnet তো এখন কিছু নামাতে গেলে নিজের একটা সফটওয়ার নামায় প্রথমে, সেটা বাকি ডাউনলোডটা করে। এদিকে ঐ ডামি exe টার নাম ওরা দেয় যেটা আসল নামাচ্ছি সেই নামেই। মানে আমার ১০ টা ফ্রি সফটয়ার নামাতে হলে আমি মেশিনে কম করে ৪০ এম বি জাংক ফাইল জড়ো করছি।
    এরা হয়তো বেআইনি কিছু করছে না, কিন্তু এই ইরিটেটিং বিজনেস পলিসিগুলো ও কিন্তু ইউজারকে বিটটরেন্ট টাইপের অল্টারনেটিভ পথ নিতে বাধ্য করছে। এতে এদেরই রেভিনিউ গোল্লায় যাবে কিছুদিন পর।
  • bb | 127.195.164.216 | ১৮ মে ২০১২ ২২:৪৪545914
  • ফেস বুকের থেকে গুগল আর আইবিএম এর শেয়ার কেনা ভাল। বিশেষ করে আই বি এম $১৭০-$২০০ এর মধ্যে কিনলে ভাল হবে। আর অ্যাপেল এর শেয়ার দাম কমলে কারণ ওদের হাতে আছে $৯৪ বিলিয়ন ক্যাশ ।
    অবশ্য আমি এক্সপার্ট নই।
  • lcm | 79.236.166.67 | ১৯ মে ২০১২ ০৮:২৪545915
  • ফেসবুক স্টক আইপিও হল। প্রথম দিনে 23 সেন্ট বেড়েছে, +0.61%। ইনিশিয়াল অফারিং ছিল 38 ডলার, দিনের শেষে 38.23।
  • বিপ্লব | 78.33.140.55 | ১৯ মে ২০১২ ০৮:৪১545916
  • তিনমাসে ২০ ডলারের নীচে নামবে মনে হচ্ছে। রেজাল্ট একটু খারাপ হলে ১০ এর নীচেও নেমে যেতে পারে,
  • পাই | 147.187.241.5 | ১৯ মে ২০১২ ০৮:৫৫545917
  • ফেসবুকের আগে সোস্যাল নেটওয়ার্কিং ছিল না নাকি ? নাকি বিপদার দ্বিতীয় জীবন ছিল না ? ঃ)
  • bb | 127.195.167.247 | ১৯ মে ২০১২ ১৪:৪৮545918
  • যারা $৩৮ এ underwrite করে আর ৩ মাসের মধ্যে $২০এর নীচে দামের কথা হয়, তাহলে তাদের কথা কেন শুনব??
  • বিপ্লব | 78.33.140.55 | ২০ মে ২০১২ ১১:৩১545919
  • যদি ফেসবুকের শেয়ার ২০ ডলারের নীচেও নামে-তবুও এটা বানিজিক ভাবে সফল ব্যবসা। সব থেকে বড় কথা ১০ বছর বাদে ফেসবুক হয়ত সত্যিই ১০০ বিলিয়ান মূল্যায়নের যোগ্য হবে।
  • bb | 127.195.173.131 | ২০ মে ২০১২ ১২:৪৬545920
  • ১০ বছরে আরও অনেক investment opportunity আসবে, ২০০০ সালের ব্লকবাস্টার i2 বা CISCO এখন কোথায়?
  • S | 109.26.200.89 | ০১ জুন ২০১২ ১৭:৩১545922
  • আচ্ছা কতকগুলো ফ্যাক্ট চেক করতে চাইঃ
    ১) পি ই রেসিয়ো তো ১০০ - এখনো ৯৫ দেখাচ্ছে
    ২) আইপিও থেকে তো ১৬ বিলিয়ন ডলারই তোলা হলো - তাহলে বাকি শেয়ার কার কাছে থাকলো - মানে জাকার্বার্গের কাছে আছে ১৯ বিলিয়ন। বাকি কোথায় গেল - মার্কেট ক্যাপ তো ৬৩ বিলিয়ন দেখাচ্ছে - আগে হয়্তো আরেকটু বেশি ছিলো।

    এই আপিওর টাকা দিয়ে কি করা হবে? কোনো প্ল্যান আছে কি?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন