এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কে কে আর কি জিতবে ?

    Harmad
    অন্যান্য | ১৭ মে ২০১২ | ১৮৩০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ মে ২০১২ ০১:২০546391
  • আগের স্ট্রাইক রেটটা ম্যাকুলামের
  • harmad | 127.194.194.12 | ২৩ মে ২০১২ ০১:২৪546392
  • তখন স্ট্রাইক রেট বেশী রেখে খেলার দরকার চিল নিশ্চয়ই, তাই সাপর্ট করেনি।
  • Tim | 108.249.6.161 | ২৩ মে ২০১২ ০২:০৫546393
  • আরে স্ট্রাইক রেট বেশি দরকার সম সময়ই। কথা হলো, পুনের দল কেকেআরের থেকে অনেক অনেক বাজে। সেখানে একা দাদা প্রতি ম্যাচে চ্যাম্পিয়ন ব্যাটিং করলেও জেতা যায়না। ১৯২ না কত একটা করে নইলে একটা টিম হারে না, বা ১২০ চেজ করে ধ্যাড়ায় না।
    আর কে কখন খেলা ছাড়বে সেটা বাইরের লোকে ঠিক করে দিতে পারেনা। আজ শারুখকে আমি যদি গিয়ে বলি, এই ঠাকুর্দার বয়সে আর লোক না হাসিয়ে একটু কাজের কাজ করুন, আমির খানকে দেখে শিখুন, তাহলে সেও শুনবেনা। নিজে যা ভালো মনে করবে তাই করবে, এবং সেটাই ফেয়ার।
    আমি মনে করি টাকায় কুলোলে বা ধারদেনা করে সৌরভের নিজের দল গড়া উচিত ছিলো। যে অন্যের মাতব্বরি সহ্য করতে পারেনা, এবং দায়িত্ব নেওয়ার ধ্বক রাখে তার নিজেরই সেটার ব্যবস্থা করা উচিত। ফ্র্যাঞ্চাইজি টাকা ঢালে ব্যবসা+ মাতব্বরি করার জন্যই। তারা সেটা বুঝে নেবে।
  • lcm | 79.236.160.162 | ২৩ মে ২০১২ ০৫:০৮546394
  • আমার সাপোর্ট ছিল এই অর্ডারে -
    ১) কলকাতা
    ২) পুনে (সৌরভ)
    ৩) দিল্লী (সেওহাগ)

    ২ এবং ৩ গেছে, এখন দেখা যাক (১) কী করে।
    জয় গুরু, জয় কেকেআর।
  • Tim | 108.249.6.161 | ২৩ মে ২০১২ ০৫:১৫546395
  • ৩ এখনও যায় নি। সম্ভবত আরো একবার কেকেআর-দিল্লি খেলা হবে।
  • aka | 85.76.118.96 | ২৩ মে ২০১২ ০৫:২৮546396
  • কে কখন খেলা ছাড়বে সে তো সেই ঠিক করবে। সৌরভই তো ঠিক করেছে আইপিএল খেলবে, পুণের হয়ে খেলবে। কিন্তু তার সাথে এটাও ঠিক পারফরম্যান্স ভালো না হলে সৌরভের মতন সুপারস্টারকে নিয়ে লোকে চাট্টি কথা বলবেই। এই যে গিলক্রিস্ট ধ্যাড়ালো তাই নিয়ে কি কারুর মাথাব্যথা আছে? ভারতে ক্রিকেটাররা একটু অন্য মাত্রা পায় তো, নইলে প্রফেশনাল ০ করেও যদি টিমে জায়গা পায় খেলেই যাওয়া উচিত। টাকা আর্ণ তো ঐ করেই করে। কিন্তু ঐ প্রফেশনাল টাকা আর্ণের বাইরে যেটুকু সেটুকু অক্ষত রাখতে চাইলে সৌরভের এবারে না খেলা উচিত ছিল। সৌরভ নিজেও দ্রাবিড় সম্বন্ধে বলেছিল যে দ্রাবিড়ের অস্ট্রেলিয়া সফর না করা উচিত ছিল। তবে লং রানে এসব ডাংগুলির পারফরম্যান্স কেউ মনে রাখবে না। সেদিক দিয়ে দেখলে সৌরভের কিছুই যায় আসে নি।
  • গান্ধী | 213.110.243.21 | ২৩ মে ২০১২ ০৯:১৭546397
  • কেকেআর-মুম্বই ফাইনাল হবে। আমি বাজি রাখলুম। আম্বানি কি এমনি এমনি পয়সা দিয়েছে /?? ক্রিকেটের ভগবান তথা বিষ্ময়বালক একবারও জিতবেনা তা কি হোয় ???
  • lcm | 79.236.160.162 | ২৩ মে ২০১২ ১০:০০546398
  • এটা সেমিফাইনাল হল না! এত কায়দার নিয়ম।
  • Tim | 108.249.6.161 | ২৩ মে ২০১২ ১০:০৪546399
  • না ল্যাদোষদা, ইহারে কয় এলিমিনেটর। ডাঙ্গুলি বলে কথা, ব্যাপারই আলাদা।
    তবে নিয়মটা বেটার মানতেই হবে। থার্ড ফোর্থ প্লেসের জন্য একটা ভাটের খেলার চেয়ে এইটা ভালো নিয়ম।
  • lcm | 79.236.160.162 | ২৩ মে ২০১২ ১০:১৭546036
  • নিয়মটা পড়লাম। ম্যাচ বাড়িয়ে আরো দু পয়সা কামানোর উপায়।
  • প্পন | 122.133.206.25 | ২৩ মে ২০১২ ১০:২২546037
  • কিন্তু থার্ড ফোর্থ প্লেসের জন্য প্লেট ফাইনাল টাইপের কিছু করলেও তো একই সংখ্যক ম্যাচ হত।

    থার্ড আর ফোর্থ টিম বের করার দরকার ওই প্রথম তিনটে টিম চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে বলে। ফোর্থ টিম কোয়ালিফায়ার খেলে তবে মূল পর্বে উঠবে।
  • গান্ধী | 213.110.243.21 | ২৩ মে ২০১২ ১০:২৯546038
  • থার্ড-ফোর্থ দেখতে মাঠে লোক আসতোনা
  • harmad | 132.248.183.1 | ২৩ মে ২০১২ ১৭:২৮546039
  • Tim daa balechhen - "
    আজ শারুখকে আমি যদি গিয়ে বলি, এই ঠাকুর্দার বয়সে আর লোক না হাসিয়ে একটু কাজের কাজ করুন, আমির খানকে দেখে শিখুন, তাহলে সেও শুনবেনা "

    aamir khaan ke dekhe ki shekhaar aachhe balaben ki ?
    1. anya loker DirekT karaa sinemaa ki kare nijer naame chaalaate hay ?
    2.saamane karaapashan-karaapashan chilliye, annaa-manche dharNaa diye, satyameb jayate kare aabaar nije chaashhi seje sastaay jami kinate?
    3.naaki nijer vaai ke paagal saajiye taar sampatti jherhe dite ?

    shaarukh aar Jaai karuk, esab karenaa.
  • harmad | 132.248.183.1 | ২৩ মে ২০১২ ১৭:২৯546040
  • টিম দা বলেছেন - "
    আজ শারুখকে আমি যদি গিয়ে বলি, এই ঠাকুর্দার বয়সে আর লোক না হাসিয়ে একটু কাজের কাজ করুন, আমির খানকে দেখে শিখুন, তাহলে সেও শুনবেনা "

    আমির খান কে দেখে কি শেখার আছে বলবেন কি ?
    ১। অন্য লোকের ডিরেক্ট করা সিনেমা কি করে নিজের নামে চালাতে হয় ?
    ২।সামনে করাপশন-করাপশন চিল্লিয়ে, অন্না-মন্চে ধর্ণা দিয়ে, সত্যমেব জয়তে করে আবার নিজে চাষি সেজে সস্তায় জমি কিনতে?
    ৩।নাকি নিজের ভাই কে পাগল সাজিয়ে তার সম্পত্তি ঝেড়ে দিতে ?

    শারুখ আর যাই করুক, এসব করেনা।
  • কাজু | 131.242.160.180 | ২৩ মে ২০১২ ১৭:৩০546041
  • ১। এর কোন সিনেমার জন্যে?
  • শ্রী সদা | 69.97.138.20 | ২৩ মে ২০১২ ১৭:৩২546042
  • তারে জমিন পর মনে হয়।
  • কাজু | 131.242.160.180 | ২৩ মে ২০১২ ১৭:৩৬546043
  • ওটা নিজের নয়? কার তবে?
  • অপু | 24.96.9.184 | ২৩ মে ২০১২ ১৭:৫৭546044
  • হার্মাদ, ও ই 'কিরন ' র যে কোন দুটি ভালো সিনেমার নাম করো। তারপ্রে সেগুলো কেন ভালো ব্যাখা কর ( ২+২*৩)
  • প্পন | 214.138.240.254 | ২৩ মে ২০১২ ১৮:১৬546045
  • গান্ধী, সে তো হতই না। এই নিয়মটা মাচ বেটার।

    আমি তো ল্যাদোষদাকে বলছিলাম ম্যাচের সংখ্যা এতে বাড়ে না।
  • গান্ধী | 213.110.243.21 | ২৩ মে ২০১২ ১৮:৫৫546047
  • এইমাত্র দাদা তারানন্দে বললো "নাইটরাই জিতবে" ঃ)

    @প্পনদা

    সিস্টেমটা পাল্টেছে কারন ৩র্ড প্লেস দেখতে ভীড় হচ্ছিলনা
  • harmad | 132.248.183.1 | ২৪ মে ২০১২ ১১:০৯546048
  • @কাজুদা,
    তারে জমিন পর সিনেমা টি আমোল গুপ্তে প্রায় ৯০% করার পর producer আমির খান তাকে তাড়িয়ে সেটি নিজের নামে, as a director also রিলিজ করায়। and by the way, he got the best director award for that movie that year. এটাকে কি বলবেন ? হারামিগিরির Perfection ?

    @ব্রতীন দা,
    একটু কস্ট করে নেট থেকে দেখে নাও শারুখ ক'বার বেস্ট অ্যাক্টর পেয়েছে। ঃ-)
  • কাজু | 131.242.160.180 | ২৪ মে ২০১২ ১১:১৫546049
  • ওক্কে। থিরি ইডিয়টস্‌ নিয়েও চেতন ভগতের সাথে কী একটা কেলো হয়েছিল। নাম অ্যাকনলেজ করেনি না কী। আমীর এসব করেছে তাইলে? ওকে পামীর মালভূমিতে নির্বাসন দেয়ার প্রস্তাব রাখছি।
  • Tim | 108.249.6.161 | ২৪ মে ২০১২ ১১:২০546050
  • হার্মাদ,
    আমীর যেকোনো দিন শারুখের থেকে বেটার অ্যাকটর। আমি একজন প্রফেশনাল অভিনেতার অভিনয় নিয়েই মন্তব্য করেছি।
    তবে এই হল্লাগুল্লা আইপিএল জেনারেশনের অভিনেতা অভিনেত্রীরা সকলেই কমবেশি ভুলভাল। শারুখ সেদিক থেকে মন্দের ভালো।
  • অপু | 132.248.183.1 | ২৪ মে ২০১২ ১১:২৭546051
  • আচ্ছা নাসিরুদ্দিন ক বার বেস্ট অ্যাক্টর পেয়েছে? কিংবা সঞ্জীব কুমার । বেস্ট অ্যাক্টর জাস্ট পুরষ্কার দিয়ে হয়?? I doubt
  • শ্রী সদা | 69.97.138.68 | ২৪ মে ২০১২ ১১:৪৩546052
  • ক্ক।
  • ঝিকি | 229.83.85.197 | ২৪ মে ২০১২ ১১:৪৬546053
  • এটা তো ক্রিকেটের টই ছিল!

    বেস্ট অ্যাক্টর বোলে তো? ন্যাশনাল অ্যাওয়ার্ড হলে নাসির বেশ কয়েকটা পেয়েছে, শাহরুক, আমীর একটাও নয়।
  • harmad | 132.248.183.11 | ২৪ মে ২০১২ ১২:০৯546054
  • @টিম দা, আমির নিসন্দেহে one of the best actor in bollywood.
    কিন্তু কার থেকে better,কার থেকে worse এ নিয়ে হয়ত আমার-আপনার মত মিলবেনা আর সেটাই স্বাভাবিক।
    তবে আমার মনে হয় great actor না হলে ২০ বছর ধরে no.1 পোজিশন ধরে রাখা কঠিন।
    আমির অনেক সাবধানী অভিনেতা, কিন্তু শারুখ অনেক versatile যে ২ মাসের মধ্যে chak de india র om shanti om ২টো আকাশ-পাতাল মানের সিনেমা কে এতো হিট করাতে পারে।
  • harmad | 132.248.183.11 | ২৪ মে ২০১২ ১২:১২546056
  • তবে হ্যা, আমার মনে হয় শেষ ৩-৪ বছরে শারুখ সিনেমার থেকে অন্য দিকে (যেমন IPL) বেশী মনোযোগী
  • অপু | 132.248.183.1 | ২৪ মে ২০১২ ১২:১২546055
  • আচ্ছা শাহরুখ ব্যপক অভিনেতা। আমীর ও ব্যাপক।

    এবার ক্রিকেটে ফেরা যাক
  • অপু | 132.248.183.1 | ২৪ মে ২০১২ ১২:১৪546058
  • অ্যাঁ ' ওম শান্তি ওম ' ভালো সিনেমা ? কিংশুক হিট হলেই কী ভালো সিনেমা হয়। ও ই সিনেমা টা দুর্ভাগ্যবশতঃ দেখেছিলাম । যাক গে। তুমি ভালো ছেলে তুমি কি আর মিথ্যে কথা বলবে । কিন্তু.....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন