এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • রাষ্ট্রপতি নির্বাচনঃ প্রহসন

    shiyal
    নাটক | ১৪ জুন ২০১২ | ৮১৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rajdeep | 230.227.106.153 | ২০ জুন ২০১২ ১৪:৩৩548080
  • কত কি বেরোচ্ছে!

    Revealed: Kalam's letter to Krishna slams Amartya Sen: Even as former president APJ Abdul Kalam bows out of the Presidential polls, last July he wrote a letter to foreign minister SM Krishna that has been kept under wraps so far. The letter which has been outed now, slams Nobel laureate economist Amartya Sen for forcing him out of his brainchild project of the Nalanda University in Bihar, as its first visitor

    http://governancenow.com/news/regular-story/kalam-s-letter-damning-amartya-sen-out-public
  • গান্ধী | 213.110.243.21 | ২১ জুন ২০১২ ১৪:১১548082
  • কুঘো ব্যাপক লেখে

    সুমন নাকি "এক্ঘেঁয়ে পড়তি গানের বাজার চাঙ্গা করতে গেছিল" লোকটার প্রতিভা ছিল। গপ্পো লিখতে পারে
  • পাই | 82.83.87.188 | ১৭ জুলাই ২০১২ ১৯:০৫548087
  • দিদি তাঁর কালাম সমর্থনে 'অটল' হয়ে থাকার সিদ্ধান্ত থেকে টললেন , ওদিকে প্রসেনজিত বোস এইমাত্র সিপিএম এর কাছে আপিল রেখেছেন, সমর্থন প্রত্যাহার করার জন্যঃ
    Dear Comrades,

    You must have learnt by now that the Trinamul Congress chief has announced her party’s support to Mr. Pranab Mukherjee in the Presidential elections today in Kolkata. Given the fact that the Trinamul Congress is a partner of the UPA coalition, this is not altogether unexpected. The stated objective of the support extended to the Congress nominee by the CPI (M), in terms of utilizing the “conflicts and fissures” between the Congress and the Trinamul Congress, has clearly not worked.

    Since the meeting of the CPI (M) Central Committee is scheduled only after the Presidential elections, it is for the Polit Bureau to intervene in the situation. The discredited neoliberal Congress led government at the Centre now stands to gain by getting both the CPI (M) and the Trinamul Congress to support its Presidential nominee. This makes the position adopted by the CPI (M) so far, quite untenable.

    This is to appeal to the CPI (M) Polit Bureau to reverse its decision to extend support to Mr. Mukherjee on an immediate basis and unite with other Left Parties to abstain in the Presidential elections.

    Prasenjit Bose

    Ex-Member of CPI (M)

    17th July 2012, 6.00 p.m.
  • ranjan roy | 24.96.154.43 | ১৭ জুলাই ২০১২ ২২:৩৮548089
  • ট্যাকটিক্যাল লাইনকে স্ট্র্যাটেজির ওপরে প্রাধান্য দিলে এমনিই ল্যাজে-গোবরে হতে হয়।
    সিপিএম এর কারাত-বুদ্ধবাবুদের স্ট্যান্ড বঙ্গে তিনো-কং দের জোট ভাঙ্গতে গিয়ে আরো মজবুত করে দিল। যদি সিপিআইয়ের মত সরে দাঁড়াত, তাহলে হয়ত খেলা জমত। জয়ী হলেন কং-হাই কম্যান্ড।
    এখন গৌতম-বাসুদেব আচারিয়ার বক্তব্য শুনুন-- নির্মল আনন্দ!
    শেষ হাসি প্রসেনজিতের।
  • PT | 213.110.243.21 | ১৮ জুলাই ২০১২ ০০:৩৪548090
  • এই কথাটা মমতার সমর্থন ঘোষণার আগে লিখলে দুহাত তুলে সাধুবাদ জানানো যেত। এখন চোর পালালে বুদ্ধি বাড়ের মত ব্যাপার হল। সমর্থন না জানালে বলা হত যে বাংলা লাইন কারাত লাইনের কাছে আত্মসমর্পণ করল। কিংবা জ্যোতি বাবুকে প্রধানমন্ত্রী না করার মত বাঙালী রাষ্ট্রপতি হওয়ার সুযোগ না দিয়ে আরেকটি ঐতিহাসিক ভুল হল, ইত্যাদি, ইত্যাদি..... সেই পুরনো লাইনদুটো মনে এল - "কোথায় যেন হয়নি বৃষ্টি, দায়ী ঐ কমুনিস্টি"!!!
  • shobhan | 92.46.99.184 | ১৮ জুলাই ২০১২ ০০:৪১548091
  • আচ্ছা, প্রসেনজিত কে? ভোটে দাঁড়ালে নিজের ভোট ছাড়া আর একটাও ভোট পাবেন? এই সব ত্বাত্তিক জনগণ গুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না? মার্ক্স নিজে বেঁচে থাকলে উনার বইয়ের ১০০ টা revised version বের করতেন কিন্তু এরা ঐ বইয়ের পাতা থেকে মুখ তুলতে পারলেন না!

    strategically তো কোন ভুল ছিল না, ভুল হয়েছে গলা উঁচিয়ে সেটা বলে বেড়ানয়, কাঠি করে কেউ যদি বলে বেড়ায় দেখ কাঠি করছি - তাদের মুখে এমনি তামাচা পরে!!
  • ranjan roy | 24.99.40.53 | ১৮ জুলাই ২০১২ ০০:৪৯548092
  • পিটি,
    ভুইল্যা গেছেন? লিখেছিলাম। অনেক বড় করে। প্রসেনজিতের রিজাইন করার পর যখন কেউ বলেছিলেন যে একজন ব্যক্তির পার্টির লাইন পছন্দ হয় নি তো কি হয়েছে? এটা নিয়ে এত বলার কি আছে--তখন অনেক লম্বা দুটো পোস্টে লিখেছিলাম কেন মার্কসবাদী রাজনীতি কংগ্রেসি ইলেক্শন অ্যাডজাস্টমেন্ট রাজনীতির চেয়ে আলাদা। কেন কম্যুনিস্ট রাজনীতিতে রণকৌশল রণনীতির সাবর্ডিনেট হয়। কেন কমিউনিস্টরা সেই জন্যে নীতিগত প্রশ্নে অল্পকালীন ক্ষতি স্বীকার করেও অপোষ করেনা , ফলে দীর্ঘকালীন লাভ অর্জন করে।
    আর বাঙালী সেন্টিমেন্টের সুড়সুড়ি কোন মার্ক্সিস্ট প্যারাডাইম ই নয়।
    বরং নিও-লিব্যারাল পলিসির বর্তমান রূপকারকে সার্টিফিকেট দিয়ে তার নীতির বিরুদ্ধে গণান্দোলন গড়ে তোলা মুশকিল।
    আর মমতা কি বল্লেন সেই দেখে লাইন ঠিক করেন আমরা না, কারাত-ইয়েচুরি-বুদ্ধরা। দেউলেপনা আর কাকে বলে?
  • ranjan roy | 24.99.40.53 | ১৮ জুলাই ২০১২ ০০:৫৪548093
  • শোভন,
    যাঁরা পার্লামেন্টকে শুয়োড়ের খোঁয়াড় বলে তাদের যোগ্যতা কি ক'টা ভোট পাবে সেই দিয়ে ধরা হয়? তাহলে প্রমোদ দাশগুপ্ত ভোটে দাঁড়ান নি কেন? অথবা প্রকাশ কারাত বা বৃন্দা বা সীতারাম?
    এবং আবারও মনে করিয়ে দি -এটা আদৌ strategy ছিল না, ছিল tactics। মার্ক্সিস্ট লিংগো তে দুটোকে গুলিয়ে ফেলা মারাত্মক প্রমাদ বলে ধরা হয়।
  • ranjan roy | 24.99.40.53 | ১৮ জুলাই ২০১২ ০০:৫৭548094
  • আর প্রসেনজিতের সমর্থনে জে এন ইউয়ের গোটা SFI এগিয়ে এসেছিল। কারাত নিজে গিয়ে কথা বলেও বোঝাতে পারেন নি। এবং পলিটব্যুরোর বৈঠকে অন্ততঃ সাতজন নেতা কারাতের লাইনের বিরোধিতা করে প্রসেনজিতের বক্তব্যকে সমর্থন করেছিলেন।
    তাহলেই বুঝুন প্রসেনজিত কে?
  • shobhan | 92.46.99.184 | ১৮ জুলাই ২০১২ ০১:১৫548095
  • কমরেড,

    পার্লামেন্টকে শুয়রের খোঁয়ার বলবেন অথচ সেখানেই লড়ে যাবেন অর্ধ শতাব্দীর উপর ধরে - এই স্ববিরোধিতাকেও কোন কিছু justify করতে ব্যবহার করা যায়?

    কমরেড প্রসেনজিতের নীতি টা কি? বিপ্লবের? সেই নীতিতে বিপ্লবের route map টা কি বলে? কবে এবং কি ভাবে বিপ্লব আসছে?

    প্রমোদ দাশগুপ্তের সাথে প্রসেনজিতের তুলনা? সত্যি পারলেন? একটা বই লেখা থিয়োরি কচকচান জনমানবের সম্পর্ক শুণ্য হাস্যকর লেখক আর একজন যিনি একা হাতে সংগঠনকে গড়ে তুলেছেন - আপনার কাছে এক মনে হল?

    JNU এর SFI দিল্লীতে কটা ভোট এনে দিতে পেরেছে পার্টিকে? কি প্রয়োজন এই থিয়োরি সর্বস্বতার?

    বাস্তবের মাটিতে লড়ে আসা হাজার হাজার পার্টির লোকজন ভিটে মাটি চ্যুত, খুন হচ্ছেন, জরিমানা দিচ্ছেন আর হাজার হাজার - তাদের কথা ভেবে পরবর্তী নির্বাচন জেতা বা ক্ষমতা বাড়িয়ে রাখা না ভেবে বই আঁকড়ে বসে থাকব? ঠাণ্ডা ঘরের ভেতর থেকে রাজনীতি করা এই বোদ্ধাদের এত প্রভাব বলেই আজ এই করুণ অবস্থা পার্টির।
  • shobhan | 92.46.99.184 | ১৮ জুলাই ২০১২ ০১:২৪548096
  • আর হ্যাঁ, যে সাতজনের কথা বললেন তারা কেউ প্রসেনজিত ইত্যাদি লাইনের সমর্থন করেন নি - উনারা কেরালার লোক - নিজেদের ভোটের খাতিরেই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন না বলেছিলেন - কারণ ওদের ওখানে তৃণমুল নেই। বলার জন্য নিও লিবারাল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলা যায় - কিন্তু যাদের ground এ থেকে লড়তে হয় - তাদের কাছে ভোটের হিসেব একমাত্র হিসেব।

    আর একটা কথা বলুন তো - প্রণবকে সমর্থন করলেন না উনার নিও লিবারাল পলিসি ভালো লাগে না বলে, তাতে কার কি হল? তাতে প্রণবের জেতা আটকাত? তাতে কংগ্রেস ভয় পেয়ে economoic policy change করে ফেলত? জণ আন্দোলন গড়ে ঊঠত? কি হত সেই ভোটদানে বিরত থেকে ? বই য়ে যাহা লেখা আছে তাহাই করিয়াছি বলে মার্কসের ছবির সামনে দাঁড়িয়ে বলা - তুমি যা লিখেছিলে ভুলি নাই - এই ছাড়া বাস্তবে ভোটদানে বিরত থাকার প্রভাব কি হত?

    প্রণবকে ভোট দিয়ে তো তাও কিছু tactical advantage পাওয়া গেলেও যতে পারে, কিন্তু abstain করার উপকারিতা কি বুঝিয়ে বলবেন?
  • ranjan roy | 24.99.40.53 | ১৮ জুলাই ২০১২ ০১:৩০548097
  • প্রথম প্রশ্নের উত্তর কারাত বাবুকে জিগ্যেস করুন, আমাকে নয়।
    আর কেন একটি বইয়ের পোকা বুকনিসর্বস্ব লোককে পার্টির উচ্চপদে এতদিন রাখা হয়েছে তাও ওনাকেই জিগ্যেস করুন। এটা তো স্বীকৃত যে উনি কারাতের বিশেষ প্রিয়পাত্র।
    তৃতীয়,
    প্রসেনজিতের রোডম্যাপ আদৌ কারতের থেকে আলাদা নয়। তাহলে উনি সিপিএমের উচ্চপদে না থেকে মাওবাদী বা অন্য কোন বাদী হতেন।
    চতুর্থতঃ
    হাজার হাজার নির্যাতিত-লাঞ্ছিত কমরেডের অবস্থা পরিবর্তন ও তার জন্যে জরুরী পট-পরিবর্তনের জন্যে দরকারি গণভিত্তি ও আন্দোলন (বিপ্লব নয়) যে বর্তমান অর্থমন্ত্রীকে রাষ্ট্রপতি বানিয়ে একচুলও এগোবে না এই সত্যটি প্রসেনজিত ও পলিটবুর‌্যোর ওই সাতজন বুঝতে পেরেছিলেন --কমরেড কারাত পারেনি। প্রসেনজিত কোথাও বিপ্লবের কথা বলেন নি। ওর মুখে কথা বসাচ্ছেন কেন?
    পঞ্চমতঃ
    সত্যি কথা-- জে এন ইউ করেছে টা কি? তাই ওদের ঝাড়কে পার্টি থেকে আপনার ভাষায় " ছুঁড়ে ফেলা" উচিৎ। একদম ঠিক। সেই যুক্তিতে কারাত-ইয়েচুরিকেও ছুঁড়ে ফেলা উচিৎ নয় কি? ভেবে বলুন।
    ষষ্ঠতঃ
    প্রমোদ দাশগুপ্তের নাম নিয়েছিলাম প্রসেনজিতের সঙ্গে তুলনা করতে নয়, আপনার ক'টা ভোট পাবে দলিল দিয়ে কমুনিস্টের ওজন মাপার প্রচেষ্টা দেখে। আচ্ছা, আব্বুলিশ! কিন্তু ইয়েচুরি-প্রকাশ-বৃন্দা কেন ভোটে দাঁড়ান না সে নিয়ে কিছু বলুন।
  • ranjan roy | 24.99.40.53 | ১৮ জুলাই ২০১২ ০১:৪৩548098
  • যেখানে সিপিএম এর ভোট ছাড়াই প্রণব জিতছেন সেখানে ওনার পক্ষে ভোট দিয়ে কি ট্যাকটিক্যাল সুবিধে পাওয়া যেত? কংগ্রেস খুশি হয়ে পেট্রলের দাম কমাত? ব্যাংক-পেন্শন- রিটেলে বিদেশি পুঁজির অনুপ্রবেশ স্থগিত রাখত?
    আর নিও-লিব্যারাল ইকনমি শব্দ মার্ক্সের বইয়ে নেই, এগুলো সিপিএম এর বর্তমান সাহিত্য থেকে নেয়া।
    ভোটদানে বিরত থাকলে জনগণের চোখে কংগ্রেসের থেকে সিপিএম এর স্বতন্ত্র অস্তিত্ব থাকত, লেজুড়বৃত্তির অভিযোগ টিঁকত না। মমতা-কংগ্রেস জোটের বিরুদ্ধে সারাভারত জুড়ে আন্দোলনের জন্যে একই সুরে জনতার কাছে যাওয়া যেত।
    শুধু তো বঙ্গ নয়, কেরলে ও জিততে হবে। তাই কেন্দ্রীয় স্তরে রণকৌশল কখনো এমন হতে পারে না যা শুধু একটি অংশের আপাতস্বার্থ দেখবে। সিপিএম একটি সর্বভারতীয় দল।
    এখন যান না বঙ্গের জনতার কাছে, গিয়ে বলুন আই এম এফ- ওয়ার্ল্ড ব্যাংক- মার্কিন পুঁজি ও খোলা বাজারের নীতির জন্যে এই দুর্দশা।
    লোকে নেবে না, বলবে - এর একজন মুখ্য প্রণেতাকেই তো আপনারা দেশের সর্বোচ্চ সংবিধানিক পদে বসার জন্যে সমর্থন দিয়েছেন।লোকসান এটাই।
    আজকে মমতার সঙ্গে আপনারাও দিন প্রনবকে ভোট!
  • কল্লোল | 230.226.209.2 | ১৮ জুলাই ২০১২ ০৮:৪২548100
  • শোভনের Date:18 Jul 2012 -- 12:41 AM পোস্টটা পড়ে নির্মল আনন্দ পেলুম।
    প্রসেনজিতের জায়গায় কারাত বসিয়ে পড়লুম। উঃ কি নির্মল আনন্দ।

    আমার তো এখন মনে হচ্ছে মমতার প্রণব বিরোধীতা গট`আপ নয়তো? প্রথমে বিরোধীতা করে সিপিএমের সমর্থন আদায় করে তারপর সমর্থন করে দেওয়া।

    তবে, পাল্টি খেতে মমতাও মুলায়েমের চেয়ে কম নয়।
  • Sibu | 118.23.96.4 | ১৮ জুলাই ২০১২ ১০:১৩548101
  • মমতার পাল্টিতে কল্লোলদার একটু শ্যাডেনফ্রয়েড হল মনে লাগছে ঃ-)?

    ভুক্তভোগী ছাড়া কে আর কারাতের দুঃখের মর্ম বুঝবে? ঃ-)
  • কল্লোল | 230.226.209.2 | ১৮ জুলাই ২০১২ ১০:৩৪548102
  • আমার তো মমতারে নিয়া কোন প্রেম ছিলো না। সিপিএম হঠাতে মমতা চেয়েছিলাম। মমতা হঠাতে সিপিএম চাইবো। অপশন তো নাই এখনো।
    কারাতের আর দুঃখ কোথায়। যাই করেন দলের মাথায় থাকেন। ইউপিএর বিরিধীতা করেন, সেও ঠিক, প্রণব সমর্থন করেন, সেও ঠিক। মমতার পাল্টি। বিবৃতি এলো বলে, আমাদের চাপে পড়েই মমতা প্রণবে।
  • Sibu | 118.23.96.4 | ১৮ জুলাই ২০১২ ১০:৪৮548103
  • প্রেম না হয় না ছিল। কলসীর কানা খাওয়ার এক্ষপেক্টেশন্টা কি ছিল? ও কল্লোলদা। ;-)
  • কল্লোল | 230.226.209.2 | ১৮ জুলাই ২০১২ ১১:১৭548104
  • ধুস মাইরী। এসব নিয়ে পোস্টের পর পোস্ট হয়ে গেছে। মমতা এসে বেগড়বাই করলে মমতার বিরুদ্ধেও পথে নামবো - বহুবার লেখা হয়ে গেছে।
    আমরা কুত্তা লগ্নের জাতক। ঘেউ ঘেউ করা আমাদের ধর্ম। ঝামেলা হলে চ্যাঁচাবো। এপিডিআর মার খেয়েছে বাম আমলে, সেই এপিডিআর মার খেয়েছে মমতা আমলেও। মাসুম জনশুনানী করে হাজতে গেছে বাম আমলে। তপন দত্তের হত্যা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছে মমতা আমলে। ঘেউ ঘেউ করে যেতেই হয়। বাসের সামনের দরজা দিয়ে উঠে পেছনের দরজা দিয়ে নেমে "আইন অমান্য" খেলা খেলা সারা বেলা করি না।
  • নেতাই | 169.245.48.2 | ১৮ জুলাই ২০১২ ১১:৫০548105
  • সিপিয়েম আর কী বা করতে পারতো।
    সাংমাকে সাপোর্ট করা তো অসম্ভব ব্যাপার ছিল। বিজেপির সাথে থাকার ব্যাপার আসছিল বলে। তাছাড়া ভোটদানে বিরত থাকতে পারতো। তাতে তো ঐ খোরাক ই দেওয়া হত। মমতা আগে থেকে পোনবদাকে সাপোর্ট দিয়ে রাখলে ঐ সব খোরাকই দিতে হত হয়তো! তার চেয়ে এই বা মন্দ কী হল।
  • PT | 213.110.243.23 | ১৮ জুলাই ২০১২ ১২:০৪548106
  • এটা প্রত্যাশিত ছিল। আবাপ, স্টারানন্দ থেকে গুরুর এক্ষপার্টরা সবাই এখন প্রসেনজিতকে কাঁধে তুলে ধেই ধেই করে নেত্য শুরু করবে। এর আগে এনারা দলত্যাগী সইফুদ্দিন আর পুততুন্ডুকে নিয়েও নেত্য করেছিলেন। আরও অনেক আগে মিডিয়ার এত ছড়াছড়ি থাকলে কুণাল বসুকে নিয়েও এইরকম নেত্যই করত।

    যারা এই নিয়ে বামেদের পেছনে পড়েছে তাদের বলতে বাধো বাধো ঠেকছে যে মমতাকে এই প্রথমবারের মত সম্পুর্ণ দিশেহারা দেখাচ্ছে। চিরটাকাল rabble rouser হয়ে বিরোধী রাজনীতি করে সেই খেলাই খেলতে গিয়েছিলেন সরকারী মমতা। তিনি খুব ভালো-ই জানেন যে কং-এর সমর্থন ছাড়া তাঁর পক্ষে বেশীদিন টিকে থাকা মুশকিল হবে। আর পোনোবকে ভোট না দিলে কিছুদিনের মধ্যে হয়ত মুকুল রায়কে মমতার সোনার-ডিম-পাড়া-হাঁস রেলমন্ত্রকটিও ছাড়তে হত। গত একমাস ধরে পোনোবদাকে - "বাংলার ভূমিপুত্র নয় পৃথিবীর ভূমিপুত্র," "সিপিএমের ধামাধরা নেতা" ইত্যাদি গাল দেওয়ার পরে কেমন "দুঃখের সঙ্গে" সমর্থন দিচ্ছেন! রাজনৈতিক ভন্ডামিতে তৃণমূল প্রতিদিন নতুন দিশা দেখাচ্ছে।

    পোনোব সমর্থন করে কি সমস্যাটা হয়েছে? সমর্থন করলে বা না করলে বামেদের নীতি বা স্ট্র্যাটেজিতে বিশেষ ফারাক হতনা। আর ৫০০০০ ভোট (vote value) নিয়ে ১১ লাখী ভোটের খেলায় বেশী পাকামো না করে ভালো-ই করেছে তারা। পার্টি যদি ডোবার হয় তো এমনিতেই ডুববে। এই ঘটনায় তার ইতর-বিশেষ হবেনা। গতবারে পোতিভা পাটিলকেও তো সমর্থন করেছিল বামেরা - তাতে তাদের কি এমন সুবিধে হয়েছিল রাজনীতিতে?
  • কল্লোল | 230.226.209.2 | ১৮ জুলাই ২০১২ ১৬:৫২548107
  • পিটি। কাথা তো সেটাই। মমতার সাথে সিপিএমকেও সম্পূর্ণ দিশেহারা দেখাচ্ছে।
    সিপিএম প্রনবকে সমর্থন করলো ১) তৃমূ-কংএ ফাটল তৈরী করার জন্য - তোমার সেই ভারতবর্ষীয় পারসপেক্টিভ্কে গুলি মেরে, শুধুই বাংলা নিয়ে ভাবলো। শেষ পর্যন্ত সেটাও কাজে দিলো না। আমার তো এখন মনে হচ্ছে কং-তৃণ খেলায় সিপিএম নেচে গেলো।
    ২) বিজেপিকে দূরে রাখা - সেতো সিপিএম ভোটদানে বিরত থাকলেও হতো।
    ভোটদানে বিরত থাকা মানে পাকামো করা নয়। বরং নিজেদের অবস্থানের সপক্ষে বক্তব্য রাখাই যেতে পারতো - বিশ্বায়ন বিরোধী, পরমাণু ইস্যু ইত্যাদি।
    সংসদীয় রাজনীতিতে কোনদিনই বামেরা সুবিধা করতে পারবে না, যতদিন না, উত্তর প্রদেশ ও অন্য দক্ষিনী রাজ্যগুলোয় জমি পাচ্ছে। তাই প্রনব বা প্রতিভা নিয়ে খেলাধূলা করে লাভ নাই।
    যে নীতির প্রশ্নে বামেরা প্রথম ইউপিএ ছেড়ে এলো, সে ইস্যুতো আজও বিদ্যমান, তবে কেন আগ বাড়িয়ে প্রেম। ঐ বাংলা বাজারে খেলাধূলা।
  • Toba Tek Singh | 24.99.224.80 | ১৮ জুলাই ২০১২ ১৭:৪৬548108
  • সে তো খুব পোস্কার বলেছে - মমতাকে কাঠি করা। কাঠি করছি জানিয়ে কাঠি করা। তা কাঠি করেওছে। নইলে মমতা "দুঃখের সঙ্গে সাপোর্ট" করে নাকি? যেখানে যেভাবে পারবে মমতাকে কাঠি করুক।
  • PT | 213.110.243.23 | ১৮ জুলাই ২০১২ ১৯:১৪548109
  • বাংলা বাজারে খেলে এমপি, এমএল-এর সংখ্যা বাড়ানোটাও জরুরী - অন্ততঃ দেশের রাজনীতিতে কোন চাপ তৈরি করার প্রয়োজন হলে। বাংলা নিয়ে ভাবাটা সেই হিসেবে যুক্তিযুক্ত তো বটেই। প্রণব রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে বামেদের সর্বভারতীয় perspective খুব একটা কিছু নেই - এই ঘটনাটি একটি foregone conclusion। তৃ-কং-এর মধ্যে ফাটল তৈরি-ই আছে আর তা বিদ্যমান থাকবে বহুদিন - অন্ততঃ দীপা, অধীর, শংকর, নির্বেদরা যতদিন বিদ্যমান থাকবে। আর এরা চুপ হলেও তৃ-কং-এর ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ায় ঝামেলা চলতেই থাকবে।

    তাতে অবিশ্যি বামেদের পুলকিত বা আনন্দিত হওয়ার কিছু নেই - কেননা বামেরা তৃ-কং-এর প্রেমের কারণে সরকার থেকে যায়নি -গিয়েছে নন্দীগ্রামের মত ঘটনার জন্য। সব চাইতে বড় কথা রাষ্ট্রপতি তো পরমাণু, বিশ্ববাজার কোন ব্যাপারেই সিদ্ধান্ত নেওয়ার মত জায়গাতে নেই - খামোকা এই নির্বাচনে বিপ্লবিয়ানা দেখিয়ে লাভটা কি?

    কল্লোলদা-তোমার তো সব সময়েই সিপিএমকে "দিশেহারা" মনে হয়েছে -এখনও হচ্ছে -এতো আমাদেরও গা সওয়া হয়ে গিয়েছে!
  • পাই | 82.83.87.188 | ১৮ জুলাই ২০১২ ১৯:১৮548111
  • রইলো ।
    http://bartamanpatrika.com/content/spl6.htm
    এই বিশ্লেষণ নিয়ে লোকজনের মতামত জানারও ইচ্ছা রইলো। এখানকার সিপিএম সমর্থকেরা প্রণবাবাবুকে সমর্থনের সিদ্ধন্তে সহমত ও খুশি ?

    ডিঃ এটা কাউকে নিয়ে ধেই ধেই করার জন্যও নয়, মমতা প্রসঙ্গ চাপা দেবার জন্যও নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন