এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সরলা মাহেশ্বরী,তার পরিবার এবং সিবিআই

    b
    অন্যান্য | ১৩ জুন ২০১২ | ২৩১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toon Army | 24.99.29.124 | ১৩ জুন ২০১২ ২১:১২548356
  • এঁকে ফ্যালো। আপলোডিয়ে দেবো।
  • প্পন | 122.133.206.25 | ১৩ জুন ২০১২ ২১:১২548355
  • কিন্তু, মাইরি, এইবার যে কার্টুন আঁকার জন্য হাত চুলকোচ্ছে। ঃ)
  • Toon Army | 24.99.29.124 | ১৩ জুন ২০১২ ২১:১৩548357
  • লিস্টে কালাম ছিলো যে! সে কোথায় গেলো?
  • kc | 204.126.37.78 | ১৩ জুন ২০১২ ২১:১৩548358
  • আর কার কি কি চুলকাচ্ছে?
  • Toon Army | 24.99.29.124 | ১৩ জুন ২০১২ ২১:১৫548359
  • আমার বেজায় হাত নিশপিশ করছে একটা গোল্ড ফ্লেকের জন্য। সেই দুপুরে প্লেনে ওঠার আগে একটা খেয়েছিলুম...এই গান্ডুর মত বকরবকর কখন যে শেষ হবে...
  • dukhe | 127.194.244.193 | ১৩ জুন ২০১২ ২১:১৯548360
  • বাবা ব, তুমি কি পল সায়েন্সের কোর্স করিয়াছ? নইলে চেপে যাও। রাজনীতি কি আর তোমার মত সাধারণ মানুষের কাপ অফ টি হে? পলিটিকাল সায়েন্টিস্টের সাট্টিফিকেট ছাড়া উহা লইয়া মুখ খোলা বারণ। শুধু বাবুরা দিন ঠিক করে ডাক দিলে উদ্বাহু হয়ে গিয়ে ভোটের বোতাম টিপে আসা তোমার পোবিত্তো কত্তব্বো। কিলিয়ার?
  • aka | 178.26.215.13 | ১৩ জুন ২০১২ ২১:২১548362
  • দিদি খারাপ = সিপিএম ভালো। ইহা কনজেকচার, একটু আগে প্রমাণিত হল (গাণ্ডু মতে)।
  • Toon Army | 24.99.29.124 | ১৩ জুন ২০১২ ২১:২১548361
  • ডিফেন্ডার কার্টুন সিরিজগুলোকে কী একটা যেন বলে...
  • dukhe | 127.194.244.193 | ১৩ জুন ২০১২ ২১:২২548363
  • পুনঃ ঐ সাট্টিফিকেট আমারও নাই।
  • aka | 178.26.215.13 | ১৩ জুন ২০১২ ২১:৩৩548365
  • আমি এটা প্রমাণ করতে পারি ০/০ = ২ দেখবেন, দেখবেন?

    ০/০ = (১০০ -১০০)/(১০০-১০০)
    = (১০.১০ - ১০.১০)/(১০.১০ - ১০.১০)
    = (১০+১০)(১০-১০)/১০(১০-১০)
    =(১০+১০)/১০
    =২
    = আমি জিনিয়াস, তাই না!!!
  • kc | 204.126.37.78 | ১৩ জুন ২০১২ ২১:৪১548366
  • বাঁশের মড়ক দমনব্যবস্থা
    আপনার বাঁশের ঝাড়ে কি বাঁশের আগা মরে যাচ্ছে?
    এ রোগের জন্য দায়ী এক ধরনের ছত্রাক যা মাটিতে বাস করে।
    সাধারণত বরাক বা বড় বাঁশ, মাকলা বাঁশ, তল্লা বাঁশ এবং
    বাইজ্যা বাঁশ ঝাড়ে এ রোগ মড়ক আকারে দেখা যায়।

    এ রোগটি চিনবেন কিভাবে?
    প্রাথমিক অবস্থায় নতুন কোঁড়ল আক্রান্ত হলে

    কোঁড়লের আগা বাদামি-ধূসর রঙের হয়ে সব খোলস ঝড়ে পড়ে।
    এক সময় আগা পচে ধীরে ধীরে বাঁশটি শুকিয়ে যায়।

    কম বয়সি বাড়ন্ত বাঁশ আক্রান্ত হলে
    এর মাথায় বাদামি-ধূসর রঙের দাগ দেখা যায় এবং আক্রান্ত বাঁশের সকল খোলসপত্র ঝড়ে পড়ে।
    এক সময় আগা পচে ভেঙে পড়ে বা ঝুলে থাকে।
    আক্রান্ত অংশের নিচের গিট থেকে অসংখ্য কঞ্চি বের হয়।
    পরবর্র্তীতে রোগ নিচের দিকে আগাতে থাকে এবং এক সময় পুরো বাঁশটি নষ্ট হয়ে যায়।

    বয়স্ক বাঁশে এ রোগ দেখা দিলে
    আগা পচে যায়, ফলে বাঁশের মাথা ভেঙ্গে পড়ে। দূর থেকে এ ধরনের ঝাড়কে মাথাশূণ্য ও আগুনে ঝলসানো বাঁশ ঝাড় বলে মনে হয়।
    আক্রমণের মাত্রা বেশী হলে পুরো বাঁশঝাড়ই ধ্বংস হয়ে যেতে পারে।

    এ রোগ ছড়ায় কি ভাবে?
    রোগাক্রান্ত মুথা বা রোগাক্রান্ত বাঁশের কঞ্চিকলমের চারা ব্যবহার করলে
    আক্রান্ত বাঁশ ঝাড়ের মাটি ব্যবহার করলে
    ঝাড়ের গোড়ায় নতুন মাটি না দিলে
    গোড়ায় জমে থাকা পাতা ও আবর্জনা সরিয়ে না ফেললে
    বাঁশ ঝাড়ে কীট-পতঙ্গ (বিশেষ করে পিঁপড়া) বেশি থাকলে

    প্রতিরোধ ও দমন করবেন কি ভাবে?
    সকল আক্রান্ত বাঁশ ঝাড় থেকে কেটে পুড়িয়ে ফেলুন।
    বাঁশ গজানোর আগে গোড়ায় জমে থাকা কঞ্চি, আবর্জনা, শুকনো পাতা, আক্রান্ত বাঁশ আগুনে পুড়িয়ে ফেলুন
    ( আগুন দেওয়ার সময় সতর্ক থাকতে হবে যাতে আশেপাশের বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ না হয়)।
    প্রতি বছর নতুন বাঁশ গজানোর পূর্বে চৈত্র-বৈশাখ মাসে বাঁশ ঝাড়ের গোড়ায় নতুন মাটি দিন।
    পুরানো বাঁশ ঝাড়ের মাটি ব্যবহার না করে পুকুরের তলার মাটি অথবা দূরের পলিযুক্ত মাটি ব্যবহার করুন।
    ২০ গ্রাম ডায়থেন এম-৪৫ প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সেপ্র করে ঝাড়ের গোড়ার মাটি ভালভাবে ভিজিয়ে দিন।
    ৩-৪ হাত লম্বা হওয়ার আগে পর্যন্ত প্রায়ই ঔষধ সেপ্র করে নতুন কোঁড়লগুলো ভিজিয়ে দিন।

    জেনে রাখা ভাল
    আক্রান্ত এলাকায় নতুন গজানো সকল বাঁশেই এ রোগের আক্রমণের সম্ভাবনা থাকে।
    কোঁড়ল গজানোর ৩ মাসের মধ্যেই বাঁশ সম্পূর্ণরূপে বৃদ্ধি প্রাপ্ত হয়। পরবর্তীতে শুধুমাত্র পরিপক্ক হয়।
    যদি কোন বাঁশ তার বৃদ্ধির সময়ে পরিপর্ণ সুস্থ থাকে, তবে পরবর্তীতে মড়ক আর ক্ষতি করতে পারে না।
  • cb | 126.89.121.11 | ১৩ জুন ২০১২ ২১:৪৭548367
  • আহা স্যাম সেই লিখেছিল, কবন্ধ শয়্তানের গপ্প। তাতে বাঁশের সুন্দর ব্যাবহার ছিল। :)
  • | 69.161.143.154 | ১৩ জুন ২০১২ ২২:২৭548368
  • দুখে ধন্যবাদ ঃ)
  • | 69.161.143.154 | ১৩ জুন ২০১২ ২২:৩০548369
  • আকা, আমরা তো আগেই জানি তুমি জিনিয়াস। চাপ নিয়ে ওটা আর কেন প্রমান করতে গেলে ঃ))
  • aka | 178.26.215.13 | ১৩ জুন ২০১২ ২২:৪১548370
  • যারা প্রমাণ করে তারা সবই প্রমাণ করে। এমনকি এটাও একটা প্রামাণ্য বিষয়, কিন্তু থাক।
  • lcm | 138.48.127.32 | ১৩ জুন ২০১২ ২৩:৩৭548371
  • পোস্ট-পেরেস্ত্রৈকা রাশিয়ান মডেল। পুটিন-কে দ্যাখো, প্রেসিডেন্ট-পিএম-প্রেসিডেন্ট
  • Blank | 69.93.241.250 | ১৪ জুন ২০১২ ০১:৫৬548372
  • কিন্তু কই বোতিন দা কই ???
  • PT | 213.110.243.23 | ১৪ জুন ২০১২ ১১:৪২548373
  • বোতিন
    তাপসী মালিক আর রিজানুরের কেসের ব্যাপারটা নিয়ে এট্টো মতামত দাও! তাপ্পরে আবার মহেশ্বরীতে ফিরব।
  • PT | 213.110.243.23 | ১৪ জুন ২০১২ ১৫:১৯548374
  • 15:02 Mamata behaviour unethical, lacks courtesy: Congress:

    14:36 Pranab calls Buddhadeb to seek Left support!:
    http://news.rediff.com/commentary/2012/jun/14/liveupdates.htm

    হা-হা-হা-হা-হা-আ-আ-আ...........................
  • paTal | 165.201.35.70 | ১৪ জুন ২০১২ ১৫:৩৫548376
  • চলুক চলুক, এইবার জমেছে।
  • কোয়ার্ক | 24.139.199.1 | ১৪ জুন ২০১২ ১৫:৪৬548377
  • স্যার বিগবি র মনে হচ্ছে এখানে সিপিয়েম সমর্থক সংখ্যাগুরু? একি মায়া?
  • cb | 202.193.164.10 | ১৪ জুন ২০১২ ১৬:০০548378
  • গুরু = সিপিএম

    এমন দিন ও দেখতে হল?

    আর গু = ?
  • ranjan roy | 24.99.15.44 | ১৫ জুন ২০১২ ১২:৪৬548379
  • ব্রতীন,
    রেগে যেও না। এই দ্যাখ, পিটিকে। তোমার সঙ্গে ওনার ব্যক্তিগত পরিচয় হয়েছে এবং তুমি ভালো ভাবে জানো উনি কেমন মানুষ , তাই ওনার উদাহরণ দিলাম। দেখবে, উনি যতটা সম্ভব বিষয়মুখী আলোচনা করেন, আমার বা অন্যের সবসময় পছন্দ হোক বা না হোক।
    কথা হল যে ক্ষমতায় থাকে সে যখন ছড়ায়, সেটা খুব বেশি চোখে পড়ে। আগে বাম ছড়াতো, এখানে খুব খিল্লি হত। এখন ডান ছড়াচ্ছে, তাই সেটা নিয়ে খিল্লি হচ্ছে।
    তবু প্রশ্ন-- আমরা কি আলোচনাকে তুই বেড়াল-না মুইয়ের স্তরে সীমিত করে রাখব? নাকি অন্য ভাবে ভাবব?
    অর্থাৎ, তিনো'র কিছু হলে ৩৪ বছর দেখানো বা বামের কিছু হলে এখন ও তো হচ্ছে-- বলতেই থাকব। বর্তমান সরকারের এক বছর পেরিয়ে গেছে। কাজেই রাজনৈতিক আলোচনা একটু সিরিয়াস হওয়া দরকার।
    তার মানে এই না যে তোমার মুখ বন্ধ করতে বলা হচ্ছে বা ৩৪ বছর নিয়ে কোন প্রশ্ন করা যাবে না। কথাটা হল বুদ্ধ-বিমান আর সুশান্ত-লক্ষ্মণ কে একই জায়গায় রাখা যায় কি? বা সেই যুক্তিতে মনমোহন সিং ও রাজাকে?
    সরলা মাহেশ্বরীকে ডিফেন্ড করে এই পাতায় কেউ কিছু বলবে বলে তো মনে হয় না। তাহলে?
    আর এখানে তো কোন ভোটাভুটি হচ্ছে না, তাই সংখ্যায় কারা বেশি এই প্রশ্ন কেন? একসময় তো গুরুকে তিনোমূলীদের আড্ডা বলা হত।ঃ))) তখন তো সে প্রশ্ন ওঠেনি। শ্যামলবাবুকে নিশ্চয়ই মনে আছে, একাই শান্ত ভাবে তথ্য দিয়ে নিজের বক্তব্য রাখতেন।
    পিটিকে,
    আজ কাগজে দেখলাম সিপিএম কর্মীকে ঘরের বারান্দায় ওনার স্ত্রীর সামনে খুন করার অভিযোগে অভিযুক্ত কংগ্রেসি ছোট মাপের নেতা ও সাঙ্গোপাঙ্গ আজীবন কারাবাসের শাস্তি পেয়েছে। কিছুটা সময় লেগেছে বটে, কিন্তু দেখুন-- মামলাটি অধিকাংশ সময় বাম রাজত্বেই চলেছিল। কাজেই আইনের প্রক্রিয়া লম্বা মানেই সবসময় সরকারের রাজনৈতিক মাইলেজের ইচ্ছে মাফিক চলে তা বোধহয় অতিসরলীকৃত।
  • ranjan roy | 24.99.15.44 | ১৫ জুন ২০১২ ১২:৫৬548380
  • পিটি,
    আমির খান "সত্যমেব জয়তে" এর একটি এপিসোডে রিজওয়ানুরের মা'কে উপস্থিত করিয়েছিলেন, শেষে মামলার কিছু আপ ডেট ও দেয়া হচ্ছিল। ক্রিমিনাল কেস নিষ্পত্তি হতে সিভিলের চেয়ে অনেক কম সময় লাগে। দেখুন, বিজেপি'র বঙ্গারু লক্ষ্মণ কেস সবাই ভাবছিল ধামাচাপা পড়েছে, কিছু হবে না। এখন জেলে গেল। অথবা টেলিকম মন্ত্রী সুখরাম। দেড় দশক পরে জেলে গেল। বিশ্ব হিন্দু পরিষদের নেতা দিলীপ সিং জুদেবের সেই টাকাকে খুদার চেয়ে কম নয় বলা বিখ্যাত সিডি( তহলকার সৌজন্যে) জালি নয়, এমন রিপোর্ট হায়দ্রাবাদের সরকারী ল্যাব দিয়েছে, তাই কেস রেজিস্টার হয়ে চলছে, হয়ত শম্বুকগতিতে। কিন্তু হটাৎ একদিন--, তার অপেক্ষায় আছি।
  • PT | 213.110.243.23 | ১৫ জুন ২০১২ ১৩:৫৩548381
  • মামলার ফল বেরোয় না এমন কথা আমি লিখিনি। আমি বলতে চেয়েছি যে কোন কোন মামলা রাজনৈতিক কারণে ব্যবহার করে political mileage পাওয়া যায়। রিজানুরের মামলা তার জঘণ্যতম উদাহরণ। আর সরকার আর রাজনৈতিক মাইলেজের প্রয়োজন মত কেস সাজায়/চালায় তার উদাহরণের অভাব নেই। বিনায়্ক সেনের কি হয়েছিল? দেবলীনার খবর কি?
  • PT | 213.110.243.23 | ১৫ জুন ২০১২ ১৩:৫৪548382
  • *আর সরকার তার
  • harmad | 203.222.161.5 | ১৫ জুন ২০১২ ১৪:২৭548383
  • দেবলীনা যার হয়ে কাজ করছিল, কাজ মিটে যাওয়ার পর সেই জেল এ ভরে দিয়েছে। অবশ্য ভালই করেছে
  • tatin | 140.39.149.41 | ১৬ জুন ২০১২ ০১:১৮548384
  • কিন্তু মাহেশ্বরী ফ্যামিলির কেসটা নিয়ে কেউই কিছু বললনা
  • ranjan roy | 24.99.122.59 | ১৬ জুন ২০১২ ০৪:৪৮548385
  • বলবে আবার কি?
    সরলা মাহেশ্বরীর পরিবার নিয়ে অনেক আগে থেকেই বলা হচ্ছিল এবং জনৈক বাজোরিয়াকে নিয়ে। কাঙালের কথা বাসি হলে লাগে!
    সিপিএম থেকে -চক্রান্ত করে এক মাননীয় কমরেডের পরিবারকে ফাঁসানো/বদনাম করা হয়েছে বলা তো হয় নি। তাই যথেষ্ট।
    তাতিন কি আশা কর কেরলের কমরেড মণি( যিনি প্রেসকে ডেকে গর্বের সঙ্গে বলেন যে দল থেকে বেরিয়ে আলাদা পার্টি বানানো চন্দ্রশেখরণকে হত্যা পার্টির পলিসি পালন করতে গিয়ে করা হয়েছে এবং আগেও ক'জন বিরোধীকে করা হয়েছিল) এবং কমরেড মাহেশ্বরীকে নিয়ে প্রকাশ কারাত স্টেটমেন্ট দেবেন?
  • ranjan roy | 24.99.232.170 | ১৬ জুন ২০১২ ০৫:০৯548387
  • পিটি,
    একটু কনফিউজড হয়ে গেলাম। রিজওয়ানুর কেস পলিটিক্যাল মাইলেজ তোলা মামলার "জঘন্যতম" উদাহরণ? জঘন্যতম কেন?
    আর মাইলেজ কে তুললো? মমতা? সিদিকুল্লা? তোডি পরিবার? প্রসুন মুখুজ্জে? রিজওয়ানুর মা? বাম সরকার? মেয়েটি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন