এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বালক ব্রহ্মচারী মহারাজ : অভিনব দর্শন

    সৌম্য
    অন্যান্য | ০৮ জুলাই ২০১২ | ২৮৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • সৌম্য | 151.0.8.177 | ০৮ জুলাই ২০১২ ১২:০১553209
  • এই লিংকটাতে বালক ব্রহ্মচারী মহারাজের 42 টা বই রয়েছে। এগুলো তাঁর ভাষন। তিনি বিভিন্ন জায়গায় যে ভাষন দিতেন এবং প্রতি রবিবারে সুখচরে ক্লাশ করতেন সেই গুলো রেকর্ড করে রাখা হয়েছিল। এখন এগুলো প্রকাশ করা হচ্ছে। http://www.avinabadarshan.com/books.html
  • generic letter | 146.142.168.156 | ১০ জুলাই ২০১২ ০০:২৪553220
  • স্যার, নোটবই পড়ে ওব্যেস, একটু জিস্ট করে দেবেন প্লিজ?
  • Soumyo | 151.0.8.177 | ১০ জুলাই ২০১২ ০৬:৫১553231
  • Ram narayan ram. Look at the name of books. If you prefer any book name(book name is related with contents), then download it. Only 150/250 kb each book. Enjoy your reading.
  • riddhi | 118.218.136.234 | ১০ জুলাই ২০১২ ০৭:৪৭553242
  • এটা খনি, সমুদ্র।গুরুচন্ডালী করা সার্থক হয়ে গেল।
    'মৃত্যুর পরে' বইটার ৩৪ পৃষ্ঠা থেকে শেষ অবদি এক নিঃস্বাসে পড়ে ফেলুন। পরকীয়া, উত্তম কুমার, সোনাগাছি, নাকের সিগনি সব মিলিয়ে আলোচনা। ফুটনোট গুলো ইগনোর করবেন না, আর 'সাম্যের প্রতীক শিব-শম্ভু' তে ৮৮-৯২, এখনে ব্যং , প্রফুল্ল সেন, কিছুটা সিপি এম পাবেন। আর ৪৫-৪৬ যেন সৌম্যর নিজের জীবন-দর্শন।
  • riddhi | 118.218.136.234 | ১০ জুলাই ২০১২ ০৮:১৬553243
  • এগুলো কপি পেস্ট করা যাচ্ছে না, কিন্তু না পড়লে নিজেদের লস। 'অঙ্গীকার' বই এর ২৫ পাতায় "nature করেছে কি" থেকে পড়তে শুরু করুন। ওখান থ্কে, "><... সত্যেন বোস কে বলেছিলাম সত্যেন বোস মাথায় হাত দিয়ে পড়েছে, বলেছে এটা ভাবতে আরেক জন্ম লাগবে " পর্যন্ত। আর তারপর ৩৭-৩৮। 'বেনেফিট টা কি?' থেকে।
  • generic letter | 81.182.160.67 | ১০ জুলাই ২০১২ ১১:০০553244
  • সৌম্য,
    আমি অনুতপ্ত চিত্তে প্রার্থনা করছি - আপনার উদ্দেশ্যে অনেক তির্যক মন্তব্য করেছি, ক্ষমা করবেন। বাবার বই ক'খানি আমাকে নতুন জগতের সন্ধান দিয়েছে। এ কী অবর্ণনীয় আনন্দ!! আমার মরুভূমির মত বিশুষ্ক অ্যাকাডেমিক জীবনে বাবার কথাগুলি অবারিত রসধারায় বয়ে চলেছে। এবার বন্যা এল বলে!
  • সৌম্য | 151.0.9.49 | ১০ জুলাই ২০১২ ১৩:৫১553245
  • আপনারা এক একজন ভয়াবহ চীজ। কখন যে একজোট হয়ে এই টইতে আমাকে প্যাদানি লাগান কে জানে!

    যাই হোক ভাল লাগলে বইগুলো পড়বেন। তবে আমি "পাত্র ও মাত্রাজ্ঞান" নামক বইটা আপনাদের পড়ার জন্য বলছি । ওটার মাঝামাঝিতে জন্মান্তরবাদ নিয়ে অনেক কথা আছে।
  • সিকি | 132.177.2.130 | ১০ জুলাই ২০১২ ১৯:২০553246
  • উরিত্তারা, জন্মান্তরও আছে?

    আচ্ছা, কোয়ান্টাম ফিজিক্স বা ক্রায়োজেনিক রকেট নিয়ে বাবা কিছু বলে যান নি?
  • সিকি | 132.177.2.130 | ১০ জুলাই ২০১২ ১৯:২৩553247
  • ঋদ্ধির কথামত কিছু কিছু জিস্ট পড়ে ফেললাম। উরিবাবা, এ তো বিরিঞ্চিবাবার সাক্ষাৎ যমজ ভাই! একদম কুম্ভমেলা কেস!
  • pi | 82.83.87.188 | ১০ জুলাই ২০১২ ১৯:৩৯553210
  • খনি। খনি।
  • pi | 82.83.87.188 | ১০ জুলাই ২০১২ ১৯:৪৭553211
  • অঙ্গীকারের ৭ নং পাতায় শিবুদার সাথে কথা বলিয়ে দেবার অঙ্গীকারটা অসা।
    সৌম্যবাবু, বাবা লিখেছেন, উনি শিবের সাথে কথা বলিয়ে দেবার 'offer' দিয়েছিলেন। অনেকেই নাকি ন্যায় নি ঃ(
    কোন মানে হয় ?
    আপনি নিয়েছিলেন কি ?
    বাবা দেখলাম, তিন মাস সময় চেয়েছেন। এই তিন মাসে কী হল ? কে কে শিবের সাথে কথা বল্লেন, কথা বলে কেমন লাগলো, সেগুলো কোথাও লিপিবদ্ধ আছে ? পড়তে সবিশেষ আগ্রহী।
    আপনি কথা বলে থাকলে, আপনার অভিজ্ঞতা শুনতেও।
  • pi | 82.83.87.188 | ১০ জুলাই ২০১২ ১৯:৫৫553212
  • ছেলে মেয়েদের পারস্পরিক আকর্ষণ হইল মুরগীর মাংসের গন্ধ পেয়ে ছোঁকছোঁকানিসম। রেফঃ পাতা ১১, ওই বই।
    নাঃ বাবার কথা বলার ইস্টাইল, তুলনা গুলো সত্যি অভিনব। রীতিমতন এক টানে পড়ে ফেলা যায় !
  • T | 24.139.128.15 | ১০ জুলাই ২০১২ ২০:০২553213
  • বাবা একজন ম্যাথমেটিশিয়ন, ঐ ঋদ্ধির কথামত সত্যেন বোসের জায়গাটা পড়ে দেখুন :)
  • pi | 82.83.87.188 | ১০ জুলাই ২০১২ ২০:০৫553214
  • পড়তে পড়তে মনে হচ্ছে, বাবাকে সাইকোলজিক্যাল কাউন্সেলর বলা যাবে ?
  • dukhe | 127.194.247.16 | ১০ জুলাই ২০১২ ২০:০৯553215
  • মুরগীর আবার মাংস কী? মাংস মানেই চারপেয়ে। পাখি হল সেরেফ পাখি।
    এবার চাট্টি রেসিপি পড়লেই হয়।
  • সৌম্য | 151.0.9.164 | ১০ জুলাই ২০১২ ২১:০৮553216
  • আপনারা এতজন বই পড়তে শুরু করেছেন!! এবার তো আমাকে কূপের ভিতর ঢোকাবেন। ভাল কথা "পুরী" তে ঠাকুর যে কয়টা ভাষন দিছে সেগুলো পড়তে ভালই লাগে । শুরুতে ভাষণ দেয়ার স্হানের নাম উল্লেখ থাকে । "পাত্র ও মাত্রাজ্ঞান" বইটার মাঝামাঝি পৃষ্ঠাগুলো পড়তে ভুলবেন না । অনেক মজা ওটায় ।
  • ব্যাং | 132.167.77.67 | ১০ জুলাই ২০১২ ২১:১০553217
  • হল হল? এবার সব্বার বিশ্বেস হল যে সৌম্য অ্যাদ্দিন ধরে নিয্যস খিল্লি করছিলেন?
  • Lama | 126.203.166.49 | ১০ জুলাই ২০১২ ২১:১৭553218
  • অরিজিৎ, বন্যাটন্যা আবার কি? বাঁধ দিতে শেখ। বাঁধ।
  • | 60.82.180.165 | ১০ জুলাই ২০১২ ২১:৫৩553219
  • কি ভালো এই বইগুলো!!!কাল রাত থেকে সমানে হেঁচকি উঠছে- তাও পড়ে চলেছি-
    তবে সবগুলো আগাপাশতলা পড়া চাপ- সৌম্য বাবু বা রিদ্ধি যদি বইয়ের নাম টা আর পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করে দেন,তাইলে সুবিধা হয়।

    ক্ষীর একেবারে একবাটি খেয়ে ফেল্লে সবটুকু সুস্বাদু লাগবে না, হজমের গোলমাল হবে। রইয়ে সইয়ে খেলে মজাই আলাদা।
  • পাই | 82.83.87.188 | ১০ জুলাই ২০১২ ২২:১৫553221
  • পাইজামি বুদ্ধিটা পছন্দ হইলো।
  • | 127.194.106.111 | ১০ জুলাই ২০১২ ২২:১৬553222
  • কেউ আমাকে একটা সাজেসন করে দেবে প্লিজ।
  • | 24.99.104.7 | ১০ জুলাই ২০১২ ২২:২২553223
  • উফ! বিরিঞ্চিবাবাও হার মেনে গেল গো। হ্যা হ্যা হ্যা
    টোটাল টাইমপাস
  • | 24.99.104.7 | ১০ জুলাই ২০১২ ২২:২৩553224
  • রিদ্ধিকে সাজেশানের জন্য ধন্যবাদ।
  • pi | 82.83.87.188 | ১০ জুলাই ২০১২ ২২:২৪553225
  • "তুই মনে কর, তোর বাপে যখন তোকে সৃষ্টি করে তোর মতো ২০০/২৫০ কোটি বাচ্চা drainage গেছে।"
  • সৌম্য | 151.0.8.213 | ১০ জুলাই ২০১২ ২২:৪০553226
  • RAM NARAYAN RAM.

    আপনারা সবাই কি পড়তেছেন নাকি? কি আশ্চর্য ! আমি তো আকাশ থেকে পড়তেছি। বাপরে বাপ, দেইখেন আমার হাত পা যেন ভাইঙ্গা না যায়।
  • pi | 82.83.87.188 | ১০ জুলাই ২০১২ ২২:৪৩553227
  • আমি এখন আমার হহপা ২৫০ কোটি ভাইবোন, যাদের নাম কিনা ক, গ, র হতে পারতো, তাদের drainage হবার দুঃখে শোকপালন কচ্ছি।
  • আমি এগুলো একদম | 24.99.25.121 | ১০ জুলাই ২০১২ ২২:৫৫553228
  • ঠান্ডা মাথায় নিতে পারিনা . পৃ ন্যাটাল লাইফ নিয়ে মাতামাতি দেখলেই কেমন হাত নিশপিশ করে ওঠে :|
  • kiki | 69.93.204.244 | ১০ জুলাই ২০১২ ২৩:৪৯553229
  • অহো! আমাদের মত কুঁড়ে মানুষদের জন্য, যাঁরা পড়ছেন তাঁরা কিছু কিছু করে বাবার বানী লিখে যান।

    রানারা
  • riddhi | 74.134.148.140 | ১১ জুলাই ২০১২ ০০:৫৭553230
  • এগুলো কপি পেস্ট করা সময়-সাপেক্ষ। পাই এক্ষুনি যেটা লিখলেন সেটা'অঙ্গীকার' এর। 'ড্রেনেজ' কন্সেপ্ট আর বীর্য্য নিয়ে সৌম্য আগেই অনেক লিখেছেন। তবে বাবার নিজের লেখা আরো অনেক স্পেসিফিক, কোয়ান্ট সমৃদ্ধ। উনি নিজেই অনেক জায়্গায় লিখেছেন ' আমি mathematics ছাড়া কথা বলি না' । স্পার্কের মত অনেকে বাবাকে ক্লোসেট ইংলিশ মিডিয়াম বলে গাল পাড়তে পারে, কারণ উনি প্রায়ী ইংরেজী বাংলা মিশিয়ে কথা বলছেন। তাতে ছন্দ তো মার খাচ্ছেই না, আরো সমসাময়িক, কাছের লোক লাগ্ছে। কঠিন বাংলা বলে গুরুগিরি ফলানোর কোন চেষ্টা নেই।
    'কতগুলি অটোমেটিকালি উথলাইয়া পড়িবে, তাতে কাউন্টের বেশী কিছু ক্ষতি হবে না। সেইজন্য ২০ হাজার কোটি থেকে দু হাজার কোটি মাইনাস করা হয়... ১৮ হাজার কোটি রাইখা দেবে, ১৮ * ২=৩৬ হাজার কোটি দিয়া তুমি দুনিয়া জয় করতে পার্বে।' এর্পর শিষ্যদের প্রশ্ন আসেবে এগুলোতে বেনেফিট কি , তাতে বাবা বলেন রিসার্ভ হইলেই বুঝতে পারব, অসুবিধা হইব না কিচ্ছু, তুমি রিসার্ভ হইলাই বুঝতা পারবা, ব্যানকে যখন টাকা জইমা যায়, তখন ইন্টারেস্ট দেখলেই জানা যায়, জমছে কিছু। তোমার ২০ হাজার কোটি রিসার্ভ হইয়া গেছে,protected area হয়ে গেছে, seal মারা হইয়া গেছে, ওরা তোমার কাছে চীৎকার করতাছে 'আমাদের খোরাক দাও'। ভিতর ঠিকা জাগতাছে। 'বন্দে মাতরম' চীৎকার করে না? ভিতর ঠিকা বন্দেমাতরম হইতাছে। তুমি ভবতাছ, ভিতর ঠিকা কি জেন চাই। তুমি শুইয়া অছো কিন্তু। অটোমেইকালি তোমার ভিতর ঠিকা জাগতাছে। তুমি কিন্তু জানতাছ না কিছু। এদিকে বারবাল ডামবেল, লইয়া ডন বৈঠখারি কইরা যাইতেছে। এইটা ফুলতছে, ঐটা ফুলতাছে, কেমনে ফুলটাছে, জান না কিছু। এদিকে হুঃ, ওদিকে হুঃ কইরা যাইতেছো। বাঃ চমত্কার হইয়া যাইতেছে। এই, এই এই এই যে ডিস্টার্ব করতাছে। ভিতরে একটা রিভোল্ট করছে, ... তোমার ভেতর ২০ হজার কোটি মানুষ জেগে উঠছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাকারে, তারা ক্ষুধার্ত, তারা খোরাক চাই ..."
    এই রিভোল্ট কেই বাবা বলছেন সশস্ত্র বিপ্লব। বাবার ডাকে শিষ্যরা একযোগে স্লোগান দেই, 'বিপ্লব দীর্ঘজীবী হউক' এটার ডিটেল্স জানতে 'বিপ্লব দীর্ঘজীবী হউক' বুকলেট টা পড়ে নিতে হবে।
  • riddhi | 74.134.148.140 | ১১ জুলাই ২০১২ ০১:১৯553232
  • একটা নতুন ধরনের ভূত বাবা ডিফাইন করলেন- 'ম্যাসেন্জার ভূত' । ইংরেজী গল্পে আমরা 'মেসেন্জার ঘোস্ট্স' নিয়ে লেখাপত্তর পয়, যে আত্মারা বাড়ির টানে প্রিয়জনদের কাছে আসেন, পরপার থেকে কোন মেসেজ নিয়ে। এই ম্যাসেন্জার ভূতদের ঐ উপকারী মেসেন্জার দের সাথে গুলিয়ে ফেললে কেলো হয়ে যাবে। ম্যাসেন্জার দের কাজ হল, মানুষে মানুষে ভুল বোঝাবুঝি, বাওয়াল লাগানো। কেউ বলবেন এতে নতুন কি, বিশেষ করে যারা ডেমনিক এন্টিটি দের কথা জানেন। একটা সুক্ষ্য তফাত আছে। ম্যাসেন্জার রা এক্স্ক্লিউসিভ্লি এটাই করে থাকেন। টেবিল ফেলে দেওয়া, বাল্ব ওন ওফ করার মত মোটা দাগের কাজে ম্যাসেন্জারদের পাবেন না। তবে 'ম্যাসেন্জার' বইটার প্রধান আকর্ষন শেষে নেতাজী কে নিয়ে বাবা আর গর্মেন্টের ক্যাচাল । প্রফুল্ল সেন কে যে নাকানিচোবানি খেতে হবে , এটা বাবা অনেক্দিন আগেই প্রেডিক্ত করেছিলেন।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন