এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অন্য যৌনতা : পিংকি প্রামানিক কেস-

    tatin
    অন্যান্য | ১৬ জুন ২০১২ | ৫১৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 118.218.136.234 | ১৬ জুন ২০১২ ০২:৪৫559545
  • http://www.anandabazar.com/15khela1.html.
    bolchhe
    "পিঙ্কি সমকামী না পুরুষ, তা নিয়ে চূড়ান্ত রায় দিতে পারেন একমাত্র ডাক্তারেরা।"
  • একক | 24.96.229.36 | ১৬ জুন ২০১২ ০৪:০১559563
  • ঠিক আছে , নিয়তিবাদী পত্রিকা তো . ওরা প্যাথলজিকাল লেভেল এর বাইরে ভাবতেই পারে না . চ্চু :
  • a x | 138.249.1.202 | ১৮ জুন ২০১২ ২২:০৬559574
  • আচ্ছা এই কেসটা নিয়ে আমি একটু জানতে চাই। এই ভুলভাল সেক্স ডিটার্মিনেশন গুলো তো যাস্ট জঘন্য সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রেপ'এর আইন কি নারীকে নারী রেপ করতে পারে বলে? আমাদের দেশে বা কোথাও? ডোমেস্টিক অ্যাসল্টে সমকামী সম্পর্কের আইন কি আলাদা?
  • Tim | 108.249.6.161 | ১৮ জুন ২০১২ ২২:০৮559585
  • কমনওয়েল্থ গেমসে কিকরে ভুল টেস্ট রিপোর্ট হয় কেজানে। একজন অ্যাথলিট একগাদা সোনা নিয়ে রিটায়ার করার পর সে ছেলে না মেয়ে এই নিয়ে হইচই হচ্ছে।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ১৯ জুন ২০১২ ০৯:৩৪559596
  • শুনলাম SAI-এর ডাক্তারেরা বলেছেন পুরুষ হরমোন বেড়ে যাওয়ার ফলে এরকম হয়েছে, আর সেক্ষেত্রে কনভেনশনাল sex determination টেকনিকে কিছু প্রমাণ/অপ্রমাণ করা যাবে না। অর্থাৎ, SAI-এর ডাক্তারদের মতে আজকের মেডিক্যাল বোর্ড খুব একটা কাজের হবে না। জেনেটিক কিছু পরীক্ষার কথা বলেছেন ওঁরা।

    এসবই রেডিওর খবর।
  • কোয়ার্ক | 24.139.199.1 | ১৯ জুন ২০১২ ১১:১৪559607
  • কিন্তু সেক্স ডিটার্মিনেশনে কী খালি রক্ত পরীক্ষা করে হরমোন লেভেল দেখা হয়? শরীর পরীক্ষা নয়? সাধারন পুলিশ, মিলিটারি এমনকি বার্কের ইন্টারভিউ এর পর মেডিক্যাল টেস্টেও তো শরীর পরীক্ষা হয় বলে জানি।

    আর টুর্নামেন্টে তো বলছে সন্দেহ না হলে পরীক্ষা হয় না।
  • Debashis | 99.147.0.175 | ১৯ জুন ২০১২ ১১:২৩559618
  • a x এর 18 June, 10:06 am এর প্রশ্নের উত্তরে জানাই, ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী রেপের সংজ্ঞা হলঃ

    Rape means an unlawful intercourse done by a man with a woman without her valid consent. (Section 375 of the Indian Penal Code)
    A man is said to commit "rape" if he has sexual intercourse with a woman under circumstances falling under any of the six following descriptions :-

    1) Against her will.

    2) Without her consent.

    3) With her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested in fear of death or of hurt.

    4) With her consent, when the man knows that he is not her husband, and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married.

    5) With her consent, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by him personally or through another of any stupefying or unwholesome substance, she is unable to understand the nature and consequences of that to which she gives consent.

    6) With or without her consent, when she is under sixteen years of age.

    Explanation : Penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offence of rape.

    Exception : Sexual intercourse by a man with his own wife, the wife not being under fifteen years of age, is not rape.

    অর্থাৎ, without penetration কোনও রকমের সেক্সুয়্যাল অ্যাকটিভিটি রেপ বলে পরিগণিত হবে না। সেক্ষেত্রে, একজন মেয়ের পক্ষে অন্য একজন মেয়েকে "রেপ" করা ভারতীয় দণ্ডবিধির ধারা অনুসারে সম্ভব নয়।

    ডিঃ শুধুমাত্র তথ্য হিসেবে লিখলাম। আমার মতামত নয়।
  • b | 135.20.82.164 | ২৮ জুন ২০১২ ১১:১০559629
  • আজকের আবাপ-তে সম্পাদকীয় পাতায় ভাল করে কভারেজ দিয়েছে।
  • রোকেয়া | 213.110.246.230 | ২৮ জুন ২০১২ ১২:৩২559640
  • বাংলার মহিলা ফুটবল দলের প্রাক্তন স্ট্রাইকার বন্দনা পাল| একই ধরনের বিতর্ক, ক্রোমোজোম পরীক্ষাতেও ভুল রিপোর্ট ছিলো|
    http://epratidin.in/Details.aspx?id=8719&boxid=165621125
  • a x | 109.126.94.170 | ২৮ জুন ২০১২ ১৩:০৩559546
  • আমি এই আরবিটপনাটা একেবারে বুঝতে পারছিনা। এটা বুঝতে পারছি ছেলে না মেয়ে সেই অনুসারে আলাদা বিভাগ, এবং পুরুষ ও নারীর বডি মাস ও মাসল রেশিও আলাদা হবার জন্য কেউ কোনো অ্যাডভান্টেজ না পায় এটা দেখা দরকার। বেশ। এবার কেউ যদি ট্রান্সজেন্ডার হয় কি হবে? এবং এই বন্দনা পালের ক্ষেত্রে খালি ক্রোমোজোম দেখা হল? তার হর্মোন লেভেল, মেন্স্ট্রুয়াল সাইকেল, যৌনাঙ্গ এগুলো তাহলে কিভাবে এক্সপ্লেইন করা হল? পিংকি প্রামাণিকের বা বন্দনা পালের বার্থ সার্টিফিকেট নেই?
  • কোয়ার্ক | 212.141.148.99 | ২৮ জুন ২০১২ ১৩:১৫559554
  • ভাল লাগল প্রতিদিনের এই রিপোর্টিং (রোজকার নির্মল আনন্দের মাঝে)
  • Nina | 78.34.167.250 | ২৯ জুন ২০১২ ০৬:৫১559555
  • আজকের যুগে এমন হচ্ছে --ভাবা যায়না----হতবাক।
  • aka | 85.76.118.96 | ০৩ জুলাই ২০১২ ০৮:১৯559557
  • সেক্ষ স্টার্ভ জনতা। সিক।
  • কল্লোল | 129.226.79.139 | ০৩ জুলাই ২০১২ ০৯:৫৬559558
  • আজ মহিলা খেলোয়ারেরা কোর্টে বিক্ষোভ দেখাবে। গতকাল আজকালে দারুণ রিপোর্টিং করেছে, মহিলা খেলোয়ারদের প্রতিক্রিয়া দিয়ে।
    http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=176520
    ১) ধর্ষনের অভিযোগ। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার কোন খবর নেই।
    ২) পিঙ্কি পুরুষ প্রমাণিত হাওয়ার আগে পর্যন্ত নারী। ওর জন্য মহিলা পুলিশ নেই কেন। স্বরাষ্ট্র মন্ত্রীকে বিরোধীরা চেপে (ডিঃ অন্য কোন মানে নেই)ধরবেন কি?
    অক্ষর দেওয়া লিংকে ছবিটা দেখুন। ঐ পুলিশটির শাস্তি দাবী করছি। শ্লীলতাহানির মামলা হওয়া উচিত।
    পুলিশ তো ঐরকমই।
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ১০:২৭559559
  • ও যদি পুরুষ ও হয় , পুলিশ তো মহিলা মনে করেই হাতলাচ্ছে . ল্যাম্পপোস্ট এ বেঁধে চাবকাতে হয় .... . পুলিশ শব্দ টা শুনলেই কাঁচা খিস্তি উঠে আসে বলে এই টই টা এড়িয়ে যাচ্ছি.
  • কল্লোল | 129.226.79.139 | ০৩ জুলাই ২০১২ ১০:৫৫559560
  • এখনই পাওয়া খবর।
    নানা মহলে প্রচন্ড প্রতিবাদ হওয়ায়, এখন পিঙ্কির জন্য মহিলা পুলিশ।
    আজ এপিডিআর আর মৈত্রী রাজ্য মানবাধিকার কমিশনে যাচ্ছে পিঙ্কির মা বাবাকে নিয়ে।
    গতকাল মহিলা খেলোয়ারেরা কোর্টে বিক্ষোভ দেখিয়েছে।

    চেষ্টা করছি যাতে এপিডিআর/মাসুম/মৈত্রী থেকে ঐ পুলিশটির বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা করা যায়।
    স্বরাষ্ট্র দপ্তরকে ক্ষমা চাইতে হবে এই দাবী বিধানসভায় যাতে তোলা যায়।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৩ জুলাই ২০১২ ১১:১০559561
  • এটা থেকে আরেকটা প্রশ্নও উঠে আসে। যদিও এই টই-এর জন্য প্রাসঙ্গিক নয়। আর অন্য অনেক ক্ষেত্রেই প্রশ্নটা করা যায় - যেমন আবাপ-তে বেরনো পোস্টের সঙ্গে বেঁধে মুখে কালি লাগানোর ছবি...

    ছবিটা চোখে আঙুল দিয়ে পুলিশটার মেন্টালিটি দেখিয়ে দিলো। কিন্তু আমি-আপনি হলে ছবি তুলতাম নাকি পুলিশটাকে চেপে ধরতাম? জার্নালিস্ট বা ফোটোগ্রাফার কী পুরো passive দর্শক হিসেবে থাকবে?
  • কল্লোল | 129.226.79.139 | ০৩ জুলাই ২০১২ ১১:৩৫559562
  • তোটেসি। যে মানুষটি ছবি তুলেছেন এর চেয়ে ভালোভাবে, কার্যকরীভাবে পুলিশটির হাত চেপে ধরতে পারতেন কি?
    তর্কের খাতিরে ধরা যাক, ঐ মানুষটি পুলিশটির কাজের প্রতিবাদ করলেন। চেপে ধরলেন পুলিশটিকে। তার ফলে পুলিশটি লজ্জা পেয়ে ক্ষমাও চাইলো। পরের দিন আবারও পুরুষ পুলিশ, আবারও একই ঘটনা।
    এই ছবিটা ছাপা না হলে গতকাল থেকে পিঙ্কির জন্য মহিলা পুলিশ নিয়োগ হতো না, এটা চলতেই থাকতো। এবং এই ঘটনার কোন প্রমাণ থাকতো না।
    পুলিশটিকে চিহ্নিত করা গেলো। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থার জন্য দাবী করা যেতে পারে - প্রমাণ আছে।
    শ্লীলতাহানীর মামলা করা যেতে পারে ঐ পুলিশটির বিরুদ্ধে।

    আপনার মনে থাকতে পারে, কয়েক বছর আগে, আমেরিকায় একজন কালো মানুষকে রাস্তায় পেটাচ্ছিলো এক সাদা পুলিশ। সেটা একজন ক্যামেরায় তুলে রাখে। সেই ছবির ভিত্তিতে শাস্তি হয় ঐ পুলিশটির।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৩ জুলাই ২০১২ ১১:৩৯559564
  • এই পাট্টিকুলার ইস্যুটা থেকে চোখ ঘোরাতে চাই না। কিন্তু এথিক্যাল/মরাল কনফিউজন...

    কল্লোলদা যা বললেন সেটা খুবই ভ্যালিড পয়েন্ট। কিন্তু যদি একটু এক্সট্রাপোলেট করি - রাস্তায় একটা খুন হচ্ছে - সিচুয়েশনটা যদি এরকম হয়? কতদূর অবধি একজন জার্নালিস্ট/ফটোগ্রাফার তার পেশাগত মোডে থাকবে?
  • কল্লোল | 129.226.79.139 | ০৩ জুলাই ২০১২ ১১:৪৯559565
  • দুটো আলাদা সিচুয়েশন। খুন হচ্ছে। যদি সাংবাদিকটি মনে করেন তিনি আটকাতে পারবেন, তো ছবি না তুলে আটকানোই উচিৎ। কিন্তু মনে করুন, পাঁচজনে মিলে একজনকে নির্দয়ভাবে পেটাচ্ছে, কোপাচ্ছে। একা সাংবাদিক কিছু করতে গেলে তিনিও মরবেন। সেক্ষেত্রে ছবি তোলাই ঠিক কাজ।
    ধরা যাক বরানগরে ৭০এর মাস কিলিং বা সরোজ দত্তের হত্যা সাংবাদিক প্রতিবাদ করবেন না লুকিয়ে ছবি তুলবেন? উত্তমকুমার প্রতিবাদ না করে পুলিশের কথা মেনে বম্বে চলে যান। তবু তার থেকেই তো প্রকাশ হয়, সে যতই অসমর্থিত হোক না কেন।
  • a x | 109.126.94.205 | ০৩ জুলাই ২০১২ ১৩:০২559567
  • এই ধরণের জিনিসগুলোর জন্যেই আমি ধরুন রভির প্রসেকিউশন সাপোর্ট করি। একটু খুঁটলেই পচা গলা সব বেরিয়ে আসে।
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুলাই ২০১২ ০৯:১৫559569
  • আজকের পাওয়া খবর।
    এপিডিআর ও মাসুম জেলে পিঙ্কির সাথে দেখা করার চেষ্টা করছে। ঐ পুলিশটির বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলার জন্য। কারন মামলা করতে গেলে করতে হবে পিঙ্কি নয় ওর পরিবারের মানুষকে। ভালো হয় পিঙ্কি নিজে করলে।
    এপিডিআর ও মৈত্রীর পেশ করা অভিযোগ রাজ্য মানবাধিকার কমিশন গ্রহন করেছে।
    রাজ্য নারী কমিশনও পিঙ্কির ব্যাপারে সক্রিয় হচ্ছে।
    যে নার্সিংহোমে পিঙ্কির প্রথম পরীক্ষা হয়, যে পরীক্ষার ছবি এমএমএস করে ছড়ানো হচ্ছে, সেই নার্সিংহোমের বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ আনা যায় কি না দেখা হচ্ছে।
  • PM | 233.223.143.219 | ০৪ জুলাই ২০১২ ১০:৩৩559572
  • ছিঃ , ভাবা যায় না।
  • bb | 127.195.189.119 | ০৪ জুলাই ২০১২ ১১:১৯559573
  • এই সব ক্ষেত্রে কেন suo moto কেস করা যাবে না? এটা একজনের ব্যক্তিঅধিকার হলেও mms টা আর সেটাকে ব্যক্তিগত পর্যায়ে রাখে নি ঃ(
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুলাই ২০১২ ১১:২৩559575
  • বিবি।
    না বোধহয়। সুয়ো মটো হয় না। দুটো ঘটনাতেই যেহেতু একজন ব্যাক্তির সম্মান জড়িত, তাই তাঁর অনুমতি ছাড়া মামলা করা যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন