এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা ইউনিকোড ও ইউনিকোডিয় প্যাঁচাল -

    trqs
    অন্যান্য | ২৭ এপ্রিল ২০০৬ | ৩৪৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Samik | 221.134.238.118 | ২৭ এপ্রিল ২০০৬ ২১:৫১562713
  • তারেক শুরু যখন শুরু করেই দিয়েছে থ্রেড, শুরু করে দিই।

    এই ব্যাপারটা নিয়ে কিছু প্রজেক্ট শুরু করার আগে আমাদের সকলকে একটা কমন প্ল্যাটফর্মে আসতে হবে। তারেক যেমন অনেকটা হাত পাকিয়ে ফেলেছিস, অরিজিৎ ম্যাক ওএস বা IE-বাদে অন্যান্য ব্রাউজার নিয়ে কিছু ভালো ফান্ডা রাখে বা লিনাক্স নিয়ে প্রচুর ফান্ডা রাখে, কিন্তু ইউনিকোড সম্বন্ধে কিছুই জানে না, ঈশান অনেক কিছু জানে ইউনিকোড বা এডিটর বানানো সম্বন্ধে, এই জানাগুলো আমাদের শেয়ার করতে হবে, যাতে কিছুদিন পরে আমরা একসাথে কাজ শুরু করতে পারি।

    তো, স্টেপগুলো হচ্ছে,

    ১। প্রথমে কিছু জরুরি পড়াশোনা, যে যে যা যা জানো, লিংক দিয়ে দাও এখানে, আমরা পড়ে কিছুটা জানি বেসিক ব্যাপার।

    ২। টার্গেট ফিক্স করা, আমরা কোন রাস্তায় এগোতে চাই, কেবল ব্রাউজার বা বাংলা ফ্রেন্ডলি কীবোর্ড বানানো, নাকি আরও গভীরে কিছু।

    ৩। এর জন্য কী করা উচিৎ

    ৪। ফান্ডিং আসবে তার পরে, আগে ব্লুপ্রিন্ট তৈরি করলে তবেই ফান্ড নিয়ে চিন্তাভাবনা করা যাবে।

    আমি কেবল বাংলা ইউনিকোডে টাইপ করতে পারি, মনের মধ্যে প্রচুর প্রশ্ন, এখানে রাখতে চাই একে একে, মামু বা তারেক উত্তর দিও, তোমরা সবাই যে যা জানো এখানে জানাও, সব লেখার দরকার নেই, লিংক দিলেই চলবে। লেম্যান লেভেল থেকে শুরু করতে হবে, অন্তত আমাকে, কিন্তু কম্পিউটারে বাংলা দেখার জন্য আমি সব করতে রাজি।
  • trqs | 211.28.248.189 | ২৭ এপ্রিল ২০০৬ ২১:৫৯562724
  • আজ ভাটে গিয়ে ঈশানদার লেখাটা পড়লাম।
    দাড়াও, ওটা আগে এখানে তুলে দেই, তারপরে লিখছি আবার।
  • trqs | 211.28.248.189 | ২৭ এপ্রিল ২০০৬ ২২:০৭562735
  • এটা ঈশানদার লেখা, কপি করে ইংরেজি বনিয়ে তারপরে আবার এখানে পোস্ট করছি, একটু ভুলভাল আসবে।
    ----------------------------

    অরিজিত,

    ম্যাকে জানিনা, তবে উইন্ডোজে সমস্যাটা ফন্টের না।ং ভশধষংড় ২০০০ এ যদি ব্রাউজারে ইউনিকোড বাংলা পড়িস, তাহলে এ-কার, ই-কার গুলো পরে আসে। সমস্যাটা রেন্ডারিং ইঞ্জিনের।

    একটু ডিটেলে বলি। "কি' , এই সহ্‌ব্‌দটা ইউনিকোড স্পেসিফিকেশন অনুযায়ী তিনটে ক্যারেক্টারের সমষ্টি। ক + যুক্ত + ই। যুক্ত বা নুক্ত এখানে একটা নাল ক্যারেক্টার, যার কোনো গ্রাফিকাল রিপ্রেসেন্টেশন নেই। এটা ব্যবহার করা হয় যুক্তাক্ষর বোঝাতে। ক + ই যে আলাদা আলাদা নয়, অর্থাৎ "কই' নয়, কথাটা "কি' সেটা বোঝাতে যুক্ত ক্যারেক্টারটা লাগছে। অর্থাৎ

    কই = ক + ই
    কি = ক + যুক্ত + ই

    এবারং ভশধষংড় ক্ষ্‌স ড়স২ এর আগে কোনো উইন্ডোজ ভার্সানই এটা ঠিকঠাক হ্যান্ডল করতে পারেনা। পরের অক্ষর তারা পরেই বসিয়ে দেয়। ক + যুক্ত + ই = "ক" + "ই কার' -- এই ফান্ডাটা বোঝে, কিন্তু ই কার টা ক এর পরে বসায়।

    এই টা হল সমস্যা। ফন্ট বানিয়ে এটার সমাধান করা যাবেনা। উইন্ডোজকে একটা আপডেট ফাপডেট কিছু একটা করতে হবে। সেটা আমাদের কথায় মাইক্রোসফট করবেনা।

    ম্যাকেও মনে হচ্ছে একই গপ্পো। তবে লিনাক্সে এই সমস্যা একদম নেই।

    ফলে ফন্ট বানিয়ে লাভ নেই। ভারত বা বাংলাদেশ সরকার যদি মাইক্রোসফটকে বলে তাহলে একটা সমাধান হলেও হতে পারে। তা ছাড়া হবেনা। অবশ্য সব লোকে ক্ষ্‌স ব্যবহার শুরু করলেও চলবে ক্ষ-)

    সরকারে আরও অনেক কিছু করার আছে। ট্রান্সলিটারেশনের একটা স্ট্যান্ডার্ড বানানো দরকার। একটা ভালো বাংলা এডিটার বানানো দরকার। এই শেষ কাজটায় হাত দেওয়া যেতে পারে, যদি জনতা চায়। তবে এর জন্যেও স্পনসর পাওয়া দরকার। আন প্রফেশানালি বানিয়ে দেখলাম তো, খুব ভালো কিছু হয়না। মানব মুকুজ্যে কে বল না একটু পয়সা ঢালতে ক্ষ-)

    সিরিয়াসলি, এই ব্যাপারটায় কোনো গ্রুপ অয়াকটিভিটি হলে আমি আছি।
  • trqs | 211.28.248.189 | ২৭ এপ্রিল ২০০৬ ২২:০৯562746
  • এবারে অরিজিৎদা।
    -------------------

    ঈশান, দমু, কনফু, বে-থে

    একটা ওপেন সোর্স প্রোজেক্ট শুরু করলে হয় না? বাংলা এডিটর (জাভা-র ওপর) + ট্র্যান্সলিটারেটর - আপাতত যে এডিটরটা আছে সেটাকেই আরেকটু সফি বানিয়ে নেওয়া যায়, সোর্সফোর্জে রেখে জনতার কাছে যাওয়া যায় - একটা প্রোটোটাইপ ভার্সন। লোকে যদি এটা খায়, তাহলে এটাকেই আরো এগোনো যায় - তখন স্পনসর, আরো ইনভলভমেন্ট ইত্যাদি খোঁজা যাবে। মালটা যদি দাঁড়ায়, তখন বাংলা-লিনাক্স গ্রুপগুলোর সঙ্গেও যোগাযোগ করা যাবে - যেমন অঙ্কুর।আমাদের লিমিটেড রিসোর্স নিয়ে এগোতে হবে - যেমন আমার ইউজার ইনটারফেস, ফন্ট, এনকোডিং ইত্যাদি নিয়ে কোন অভিজ্ঞতা নেই - কিন্তু তাও এগোনো শুরু করেই দেখি না।আলাদ থেড্র করতে চাইলে খোলো - বা মেল করে। আমি সিরিয়াসলি বল্লুম। রাতে ঘুমোনোর সময় আরো একটু ভাববো। এর মধ্যে তোমরা ভেবে দ্যাখো।

  • trq | 211.28.248.189 | ২৭ এপ্রিল ২০০৬ ২২:২৭562757
  • আচ্ছা, এবারে আমি যা ভাবলাম সেটা বলি-

    ১। নতুন করে কোনো এডিটর বানানোর মানে হয় না। যে এডিটর আছে, সেটা দিয়েও ইউনিকোডে লেখা যায়। শুধু এই এডিটরকেই পূর্ণাঙ্গ রূপ দেয়া যেতে পারে।

    ২। আমরা কি চাইছি? বাংলা কম্পিউটিং, নাকি জাস্ট একটা বাংলা রাইটার/ এডিটর?
    বাংলা কম্পিউটিং আমার কাছে পছন্দ নয়। এটা আমার কাছে অপ্রয়োজনীয় বিষয় বলে মনে হয়। কম্পিউটিং- এর জন্যে বাংলা মারাত্মক রকমের জটিল একটা ভাষা, এটালে ওভারকাম করা খুব সহজ বলে মনে হয় না। আমার কাছে বরং ইংরেজীতে কম্পিউটিংটাকেই সহজ আর স্বাভাবিক বলে মনে হয়।

    ৩। ইউনিকোড নিয়ে ইতিমধ্যে অনেক কাজ হচ্ছে, এবং সেগুলো প্রফেশনালি হচ্ছে। omicron lab, অথবা অংকুর প্রজেক্ট অনেকদিন ধরেই এই নিয়ে কাজ করছে।

    আমার মনে হয়, হুট করে আমরা এই নিয়ে কাজ শুরু করে দিলে যেটা হবে, আমরা পুরোনো জিনিস্‌গুলৈ নতুন করে বানানোর জন্যে অজথা পরিশ্রম করবো।
    দেখা গেলো, প্রায় বছরখানেক বাদে আমরা যে স্টেজে গিয়ে পৌছেছি, অংকুর ব ওমিক্রন সেগুলো আরো তিন বছর আগে শেষ করে অন্য কিছুর দিকে মনোযোগী হয়েছে।
    অর্থ্যাৎ, বলতে চাচ্ছি, এভাবে শুরু করার কোনো মানে নেই।
    আজ পর্যন্ত এই নিয়ে যত কাজ হয়েছে- সেই নিয়ে একটা স্পষ্ট ধারনা নিয়ে তারপর থেকে আমাদের শুরু করতে হবে।

    এইখানে একটা কিন্তু আছে। সেটা লিখছি - - -
  • trq | 211.28.248.189 | ২৭ এপ্রিল ২০০৬ ২২:৩৮562758
  • কিন্তু ---

    ওরা প্রফেশনালি , একটা অফিসে বসে, একসাথে, একটা উদ্দেশ্য নিয়ে যে কাজটা করছে, আমরা এভাবে একেকজন ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া আর দিল্লীতে বসে তার কতটা পারব ?

    আমার মনে হয় না এভাবে কিছু করা যাবে।
    সুতরাং - ইউনিকোড নিয়ে যারা ডিভোটেড, বা প্রফেশনালি কাজ করছে, আমার মনে হয় আমাদের আপাতত তাদের ওপরই নির্ভর করতে হবে।

    আর, ঈশানদা যেটা বলল, সাপোর্টিং অপারেটিং সিস্টেমই একমাত্র কম্পু-তে বাংলার উপস্থিতি নিশ্চিত করতে পারে। সেক্ষেত্রে মাইক্রোসফ্‌ট, বা ম্যাক এর অধিপতিরা যদি চায়, বা, তাদের চাওয়ানো যায় তবেই সম্ভব।
    আমি যতদূর জানি, উইন্ডোজ- এর নতুন ভার্সানে যেন বাংলা থাকে এর জন্যে ওমিক্রন- এর কেউ এক্‌জন মাইক্রোসফ্‌ট এর সাথে মিলে কাজ করেছে।
    তার মানে, ওরা এখন চাচ্ছে যে কম্পুতে বাংলা থাকুক।
  • trq | 211.28.248.189 | ২৭ এপ্রিল ২০০৬ ২২:৪৮562759
  • তাহলে আমরা আশা করতে পারি, কিছুদিন পরে ম্যাক, উইন্ডোজ এসবে বাংলা চলে আসবে।
    থিক এই নিয়ে আমাদের এই মুহূর্তে নতুন কিছু করার আছে বলে মনে হয় না।

    এইবার আসি এডিটর প্রসঙ্গে।

    ইউনিকোডে লেখা যায় এরকম বেশ কিছু প্রোগ্রাম আছে। কিন্তু একটাই ঝামেলা হলো, ওগুলোর প্রত্যেকটার কি-ম্যাপ আলাদা।
    ঈশানদার কি-ম্যাপ গ্রামার মেনে বানানো। সাথে অবশ্যই নিজস্ব কিছু স্টাইল রাখতে হয়েছে, যেমনং অথবা ড় - এসব লেখার জন্যে।
    প্রায় প্রত্যেকটা প্রোগ্রামই নিজেদের আলাদা আলাদা ম্যাপ ব্যবহার করে।
    এবং আমার এই মুহূর্তে মনে হচ্ছে- সবাই মিলে একসাথে বসে একটা কি-ম্যাপ মেনে নেবে, এরকমটা কখনো হবে বলে মনে হয় না।

    এইখানে অভ্র-র কথা আসে।
    ওরা করেছে কি,নিজেদের একটা ম্যাপ ব্যবহার করেছে, সেই সাথে একটা অটো কারেক্ট এϾট্র বা ডিকশনারি বলে একট ব্যাপার রেখেছে, যেখানে গিয়ে সেট করে নিলে নিজেদের ইচ্ছা মতো লিখা যায়। এমনকি লিখছি "চমচম" কিন্তু দেখাবে "রসগোল্লা" সেটাও সম্ভব!
    সুতরাং যে কেউ নিজেদের পছন্দ মত ম্যাপ বানিয়ে নিতে পারছে।

  • trq | 211.28.248.189 | ২৭ এপ্রিল ২০০৬ ২৩:০০562760
  • এইবার শেষ করি আস্তে আস্তে।

    ১।
    অপারেটিং সিস্টেমগুলোকে বাংলা সাপোর্টিং করাটা আমাদের হাতে নেই।

    ২।
    ইউনিকোডে আমরা যারা বাংলা টাইপ করতে চাইছি- আমার মনে হয়- ঈশানদার সফ্‌টওয়্যার অথবা অভ্র- আমাদের সেই চাওয়াটা পূরণের জন্যে যথেষ্ঠ।

    এবং ৩।
    বড় আঙ্গিকে বাংলা ইউনিকোড নিয়ে প্রফেশনালি অনেকগুলো গ্রুপ কাজ করছে।
    আমরা তাদের স্বেচ্ছাশ্রম দিতে পারি বড়জোর ( সেটা অনাহুত হবে কিনা সেটা বেশ ভাবার বিষয় )। কিন্তু নিজেরা এখন নতুন করে কিছু শুরু করে ফল পাবো বলে মনে হয় না।

    তাহলে আমাদের কি করার আছে?
    সত্যি বলতে কি- অনেক ভেবে দেখলাম, যেহেতু ইউনিকোডের ফন্ট গুলো আমাদের পছন্দ হচ্ছে না, তাই আমরা নিজেরা আমাদের পছন্দ মতন কিছু সুন্দর ইউনিকোড ফন্ট বানিয়ে নিতে পারি।
    সেটাও খুব কম কিছু নয়। বাংলা ইউনিকোডের সম্ভাবনাময় জগতে সেটা একটা ভালো সংযোজন হবে অবশ্যই!

    ( যদি কেউ ভেবে থাকো শুরু করার আগেই আমি পেছন টেনে ধরছি, তবে স্যরি। কিন্তু আজ সারাদিন ভেবে আমার এই কথাগুলৈ মনে হচ্ছে।)

    এবারে তোমরা বলো।
  • Ishan | 192.128.133.68 | ২৮ এপ্রিল ২০০৬ ০৩:৪৫562761
  • এইটা নিয়ে আমার চার কথা বলার ছিল। কাল-পশশু করে বলব।
  • শমীক | 202.56.231.117 | ২৮ এপ্রিল ২০০৬ ১২:২৮562714
  • তারেকের কথাগুলো আমিও ভেবে দেখেছি। যাক, এখন লেখা সম্ভব নয়, সন্ধ্যেবেলায় গুছিয়ে আম্মো দু পয়সা লিখব।
  • Arijit | 128.240.229.6 | ২৮ এপ্রিল ২০০৬ ১৫:০৫562715
  • বাংলা দেখা বলতে উইন্ডোজে start মেনুতে বাংলায় "শুরু করুন" - এতে আমার সমর্থন নেই - এটা অপ্রয়োজনীয় - সেই হিন্দি উইন্ডোজে "কচরে কা ডাব্বা" - অনর্থক কমপ্লিকেটেড করে দেওয়া। বাংলায় লেখা বা দেখা বলতে আমি বুঝি -

    (১) একটা এডিটর - যাতে ফোনেটিক্যালি আমি বাংলা লিখতে পারবো, প্ল্যাটফরম ইন্ডিপেন্ডেন্ট হতে হবে - অর্থাৎ জাভা দিয়ে।

    (২) লোকের প্রিয় এডিটর থাকে - যেমন ওয়ার্ড বা লেটেক্স - সেগুলোর জন্যে প্লাগ-ইন - অবশ্যই প্ল্যাটফরম ইন্ডিপেন্ডেন্ট - মানে আমার উইন্ডোজে ওয়ার্ডেও চলবে আবার ওয়ার্ড ফর ম্যাক-এও চলবে।

    (৩) ইউনিভার্সাল ফন্ট যেটা সকলে ব্যবহার করবে, বা যার জন্যে আমার কোন ওয়েবপেজ বা ডকুমেন্ট বাংলায় দেখা আটকাবে না। যেমন ইংরিজী ওয়েবপেজ যাতেই লেখা হোক না কেন, আমি যে কোন মেশিনে এ কোন ব্রাউজারে দেখতে পাই - আমি চাই বাংলা ওয়েবপেজ আমি একই ভাবে তৈরী করবো, এবং দেখবো। আমার কম্পিউটারে এক্সট্রা সেটিং করতে লাগবে না।

    দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্টে অবশ্যই অপারেটিং সিস্টেম প্রস্তুতকারক সংস্থাগুলোর ইনভলভমেন্ট দরকার, মাইক্রোসফট কিছুটা করেছে, অ্যাপলেও অনেক সাপোর্ট আছে অন্য ভাষার জন্যে - কিন্তু যেভাবে চীনে বা কোরিয়ান ভাষার সাপোর্ট রয়েছে, বাংলার জন্যে নেই। এটাই দরকার।

    প্রথম পয়েন্ট নিয়ে আমরা ভাবতে পারি - গুরু-তে যে এডিটরটা আছে সেটাকে নিয়েই - সেটাকে আরো সফি করা দরকার। দ্বিতীয় পয়েন্ট নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করতে পারি - মাইক্রোসফট ওয়ার্ড না হোক, ওপেন অফিসে করে দেখতে পারি।
  • Arijit | 128.240.229.6 | ২৮ এপ্রিল ২০০৬ ২১:০৫562716
  • কি-ম্যাপ বস্তুটাকে প্লাগেবল বানানো সম্ভব? যদি হয়, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। একটা ভালো ফোনেটিক ম্যাপকে প্লাগেবল, প্ল্যাটফরম ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে ছেড়ে দিলে - ধরা যাক ওপেন অফিসে - বল্লুম আমার এই কি-ম্যাপ ইউজ করো - সেটা দিয়ে বাংলায় লিখে দিলুম...
  • Samik | 221.134.239.101 | ২৮ এপ্রিল ২০০৬ ২২:৩৯562717
  • বাংলাওয়ার্ড আমি অনেক ইউজ করেছি, ঐ সেই F1 দিয়ে যুক্তাক্ষর লেখা তো?

    অরিজিৎ, ওপেন অফিস কি ম্যাকে যেটা চলে? আমি একটা দেখেছিলাম কি একটা স্টার যেন নাম ছিল, ওয়ার্ডস্টার কি?

    ব্যাপার হচ্ছে, এই বিভিন্ন এডিটরগুলো নিয়ে আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, তার সেটাপ থাকবে তো? আমার যেমন কেবল উইন এক্সপি আছে, তাতে সব এডিটর বা সব ব্রাউজার চলবে কিনা, সেটা জানতে হবে। আর ব্রাউজারের ব্যাপারে একটা কথা, খোঁজ নিতে হবে কোনটা বাংলা লেখার জন্য পারফেক্ট ব্রাউজার। IEতে লিখলে ফায়ারফক্সে ডটেড রসগোল্লা আসে, কিন্তু ফায়ারফক্সে লিখলে IEতে কোনও অসুবিধা হয় না, অন্য কোনও ব্রাউজারে হয় তো আসে, এটা কেন হচ্ছে বোঝা দরকার।

    এটা বটমলাইন, IE কোনওকিছুর জন্যই পারফেক্ট ব্রাউজার নয়। এখানে যা কিছু লিখলেই তা দেখায়।
  • Arijit | 82.39.109.202 | ২৯ এপ্রিল ২০০৬ ০১:১৮562718
  • ওপেন অফিস ম্যাক কেন, উইন্ডোজ, লিনাক্স সবেতে চলে - ওপেন সোর্স - আগে এটাই ছিলো "স্টার অফিস"।

    ফায়ারফক্স টার্গেট করা এক দিক থেকে ভালো - কারণ ফায়ারফক্স চলেই প্লাগইন আর এক্সটেন্সনের ভিত্তিতে।
  • Ishan | 24.166.170.155 | ২৯ এপ্রিল ২০০৬ ০৮:৩৪562719
  • ১। কি-ম্যাপ জিনিসটা একই সঙ্গে ফোনেটিক এবং প্লাগেবল হবেনা। ফোনেটিক করতে হলেই ইউজার আগের অক্ষর কি টাইপ করেছিল সেটা জানতে হবে। সেটা জানতে গেলেই আর প্লাগেবল হবেনা।

    ২। ওপেন অফিসের প্লাগ ইন নিয়ে পোচ্চুর লড়েছিলাম। আমার অ্যালগো ছিল সিম্পল। onKeypress এ একপিস ইভেন্ট লিখে ফেল, যেটা এডিটরের টেক্সটকে পাল্টে দেবে। তো, এটা করতে গেলেই ওপেন অফিস হ্যাং করে যায়। আমার কনসেপ্টে গলতা থাকতে পারে, কিন্তু ওদের মেল করে, সাইটে প্রবলেমটা পোস্ট করে কোনো উত্তর পাইনি, এবং হাল ছেড়ে দিয়েছি। কেউ যদি অন্য কোনো উপায় বার করতে পারে করুক।

    প্রসঙ্গত: ওপেন অফিসের একটা বাংলা ভার্সান বেরিয়েছে, কিন্তু সেটা ফোনেটিকতার কাছাকাছি ও যায়না।

    ৩। বাংলা ওয়ার্ড ভালো না, কারণ ইউনিকোড হয়না, আর বড়ো লেখা হ্যাং করে যায়। তবে ওদের কি-বোর্ড লে আউটটা ইন্টারেস্টিং।

    ৪। এবার আমার প্রস্তাব। ভেবে দেখার জন্য। ফোনেটিক কি-বোর্ড খুব একটা কাজের জিনিস না। এই যে, এখন যেভাবে লিখছি, সেটা কি-বোর্ডের বেসিক প্রিন্সিপলের বিরুদ্ধে। বেসিক প্রিন্সিপল মানে "একটি কি-প্রেস, একটি অক্ষর'। sh দিয়ে "শ' লিখতে হলে বা kaa দিয়ে "কা' লিখতে হলে এই বিশেষ প্রিন্সিপল টাকেই ভঙ্গ করা হয়।

    ভাবার কথা এই, যে সেটার কি খুব দরকার আছে? বাংলা ওয়ার্ডের মতো একটা প্রায় ফোনেটিক লে-আউট ব্যবহার করলে কি সমস্যা আছে কিছু?

    উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে একটা ভালো বাংলা ইউনিকোড ওয়ার্ড-প্রসেসর খুব কঠিন কিছু জিনিস না -- স্পনসরশিপ ছড়াই বানিয়ে ফেলা যায়। নইলে ব্যথা আছে।

    জনতা কি বলে?
  • Ishan | 24.166.170.155 | ২৯ এপ্রিল ২০০৬ ১১:১১562720
  • এবার সেই পোবোন্ধো যেটা আগে লিখতে গিয়ে মেশিন হ্যাং করে গেল। আরেকবার পুরোটা লিখছি, মাঝরাস্তায় ধৈর্য্য চলে গেলে কোম্পানী দায়ী না।

    পুরো জিনিসটা কয়েকটা পয়েন্টে লেখা যাক। এখানে দ্রি অথবা দীপ্তেন্দার প্রশ্নের উত্তরেই লিখছি, অতএব পাঠককে সম্পূর্ণ নন টেকনিকাল লোক ধরা হচ্ছে। ভুল ভাবলে, দ্রি, মার্জনা করবেন।

    এক। কম্পু কি বোঝে?

    কম্পু শুধু নম্বর বোঝে। অক্ষর বোঝেনা। শব্দ বোঝেনা। এ বি সি ডি কম্পু বোঝেনা, ক খ গ বোঝেনা। প্রতিটি অক্ষরের জন্য আছে এক একটি সংখ্যা। যথা, A মানে ৬৫। a মানে ৯৭। এইরকম প্রতিটি অক্ষরের জন্য আছে এক এক খানা নম্বর।

    দুই। টেক্সট ফাইলে কি থাকে

    অতএব টেক্সট ফাইলে কোনো অক্ষর থাকেনা। জাস্ট নম্বর লেখা থাকে, বিভিন্ন কায়দায়, যাকে এনকোডিং বলে। ধরা যাক একখানা প্লেন টেক্সট ফাইলে যদি aa লিখে সেভ করা হয়, তাহলে সেই ফাইলে জাস্ট দুটো সংখ্যা লেখা থাকবে: ৯৭ এবং ৯৭। পরপর। ব্যস। আর কিচ্ছু না।

    তিন। তাহলে লেখা পড়ি কি করে?

    এই খানেই আসে ফন্টের গপ্পো। ফন্ট ফাইল হল এমন একখানি ফাইল যেখানে নম্বর এবং তার গ্রাফিক্যাল রিপ্রেসেন্টেশনের একখানা ম্যাপিং থাকে। সোজা বাংলায়, নম্বরের ছবি আঁকা থাকে। যে, এই হল ৯৭ নম্বরের ছবি। আর ইনি হলেন ৯৮।অর্থাৎ ইনি b এর মতো দেখতে।

    এবার, ঐ aa লেখা ফাইল খুলে নোটপুআড কি করে, পরপর নম্বর গুলো পড়ে নেয়। তারপর ফন্ট ফাইলে গিয়ে দেখে নম্বরগুলোর ছবি কেমন। ছবি পেলে এঁকে দেয়, না পেলে চৌকো বাক্স দেখায়।

    চার। স্ট্যান্ডার্ড।

    এখানে বোঝা যাচ্ছে, যে, এই ফন্ট ফাইলে নম্বর বনাম ছবির যে ম্যাপিং তার একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড থাকা দরকার। অর্থাৎ ৯৭ মানে a হলে, সবাইকেই সেটা মেনে চলতে হবে। নইলে ঘোর বিপদ। কেউ যদি ৯৭ মানে b ধরে নেয়, তাহলে আমাদের aa লেখা ফাইল তার মেশিনে খুললে bb দেখাবে।

    পাঁচ। ইউনিকোড এবং স্ট্যান্ডার্ড

    আমরা যারা বাংলায় এটা-সেটা করি, তারা জানি যে স্ট্যান্ডার্ডের অভাবে কি কি হয়। বিভিন্ন সাইট থেকে বাংলা কপি পেস্ট করতে পারিনা, এক সফটওয়্যারে লিখি তো আরেক সফটওয়্যারে হিজি বিজি দেখায়, কারণ ফন্টের ব্যাপারে কেউ কোনো স্ট্যান্ডার্ড ফলো করেনা।

    এখন ইউনিকোড হল সেই স্ট্যান্ডার্ড, যেটা বাংলায় সকলের মেনে চলার কথা। সারা পৃথিবীর প্রায় সমস্ত ভাষার প্রতিটা অক্ষরের জন্য এই স্ট্যান্ডার্ডে নম্বর বরাদ্দ করা হয়েছে। সেই ভাষার লিস্টিতে বাংলাও আছে। ইউনিকোদ সকলে মেনে চললে যা-যার ঝামেলা হয় বাংলা লিখতে, সেটা আর থাকার কথা না।

    এই হল সংক্ষেপে গপ্পো। ঘুম পেয়েছে এবার। বাড়ি যাই । :-)
  • Paramita | 64.105.168.210 | ২৯ এপ্রিল ২০০৬ ১১:১৫562721
  • ইউনিকোডিয় বক্তব্য নেই, কিন্তু আজ আবিষ্কার করলাম, সোলারিস নামক অপারেটিং সিস্টেমে নেটস্কেপ নামক ব্রাউজারে গুরুচন্ডালীর ডায়নামিক ফন্টকে হিব্রু দেখায়। বাকি সব ই পত্রিকা এ দোষ থেকে মুক্ত। সুর্য এখনো পুরোপুরি অস্ত যায়নি - কাজেই এটা কি কোনভাবে মেরামত করা যায়? TIA.
  • Paramita | 64.105.168.210 | ২৯ এপ্রিল ২০০৬ ১১:৩০562722
  • আমার স্বপ্নের বাংলা সফটওয়্যারে থাকবে এক পিস AI মডিউল যা হরিচরণ বন্দ্যোর দু খণ্ড (প্লাস চন্ডালিয় অভিধান যা আজও লেখা হয় নি) স্মৃতিতে বন্দী রাখবে এবং গুগল যেমন শিমুলঘাটা চাইলে মাথা খাটিয়ে সিমুলেটর দেয়, সেরকম আমি যে বাংলিশই লিখি না কেন, সে ঠিক পেটের কথা টেনে বার করবে।

    এ কথা আমি কতজন বাংলা ফন্ট নিয়ে লড়া সৈনিকদের কতবার বললাম, সবাই ফুটিয়ে দিলো আইডিয়া নাকি ডাইমেডজন বলে। তাও চেষ্টার শেষ রাখতে নেই ভেবে এখানেও বলেই ফেললাম।
  • dri | 66.81.199.195 | ২৯ এপ্রিল ২০০৬ ১২:০৬562723
  • ওহ হো। তারমানে কিছু কিছু অপারেটিং সিস্টেমে এই সাইট দেখা যায় না ঠিকমত। ইউনিকোড করে দিলে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু যাদের ঠিকই আসছিল তাদের যে বিরাট কিছু এক্সট্রা সুবিধে হবে এমন নয়, তাই তো?

    কোন কোন ও এস এ গুরু ঠিকঠাক আসে না? সেসবের পার্সেন্টেজ ক্যামন? আমি সমস্যাটার স্কোপটা বোঝার চেষ্টা করছি।
  • ar | 141.154.228.95 | ৩০ এপ্রিল ২০০৬ ০৫:৫২562725
  • এ নিয়ে আমার দুটি অচল পয়সা দি। আমি কম্পু লাইনের নয়। সুতরাং পয়সা দুটি আদতে অচল।

    বাংলা ফন্ট্‌ বা এডিটারের সাথে সাথে তার কীবোর্ড ম্যাপের ব্যাপারটাও মাথায় রাখলে ভালো হয়। কম্পুটারের কীবোর্ড বা পাতি টাইপরাইটারের (ইংরাজি ) ম্যাপিং কিন্তু এক। অর্থাৎ অমি যেখানে যে কম্পুটারেই (বা যে এডিটারেই) কাজ করি না কেন, ইংরাজিতে লিখতে গেলে সেই [[qwert-yuiop;asdfg-hjkl;]] ম্যাপ ধরেই টাইপ করি এবং আমার ইচ্ছা অনুসারে ফন্ট বেছে নি।
    (শুধু key-board selection english হলেই হল।

    বাংলা ফন্ট বা এডিটারের বেলা এই ম্যাপের ব্যাপারটা মাথায় রাখতে পারলে আমাদের মতন end-user দের সুবিধা হায়। আমি কখনও বাংলা টাইপরাইটার ব্যবহার করিনি, কিন্তু তার একটা নির্দিষ্ট কী-ম্যাপ নি:শ্চয় আছে। সেখান থেকে একটা ধারনা পাওয়া যেতে পারে। ফোনেটিক ব্যাপারটা নিয়ে আমার অতটা মাথাব্যাথা নেই। একটা নির্দিষ্ট কী-ম্যাপ থাকবে, আমি সেইমত বাংলায় টাইপ করব। আমার মতন লোকের সবচেয়ে সুবিধা হয় যদি key-board selection বাংলা করে দেওয়া যায়। standard কী-ম্যাপ মনে রেখে ধাঁই ধাঁই করে টাইপ করে যাব!!!

    এই আর কী।
  • Samik | 202.56.231.117 | ০১ মে ২০০৬ ১৫:৪৬562726
  • বাংলা ইউনিকোড ব্যবহার করে ব্লগ টগ তৈরির ব্যাপারে একটা ভাল সাইট: http://banglatest.blogspot.com/
  • trq | 131.170.90.4 | ০২ মে ২০০৬ ১০:১৩562727
  • (ডানে বাংলা নেই )

    ঈশানদা,
    ফোনেটিক কি-বোর্ড না হয়ে যদি প্রায় ফোনেটিক হয়, যেমন ধরো বাংলাওয়ার্ড- ওদের মত হলে কিন্তু দুটো ব্যপার চলে আসছে।
    ১। তুমি যে কি-বোর্ডটা বানাবে সেটা বেশির ভাগের জন্যে কম্ফোর্টেবল হবে কি ন।
    ২। নতুন একটা কি-ম্যপ মুখস্থ করতে হবে।
    ৩। আমার ধরণা টাইপিং স্পীড কমে যাবে।

    আমি প্রায় ফোনেটিক বা ফোনেটিক নয় - এরকম কি-ম্যাপের পক্ষে নই।
    একটা এডিটরই যদি আমাদের লক্ষ হয়- তাহলে তা ফোনেটিক করাই ভাল।

    শুধু কি-ম্যাপের উপর নির্ভর করে অনেক এডিটর প্রচলিত আছে বাংলাদেশে- একটার নাম "বিজয়"। ভয়াবহ রকমের বাজে। মনে রাখা ভীষন শক্ত।

    আরেকটা ব্যাপার।
    আমি চাচ্ছিলাম, ফোনেটিক হলেও এরকম ভাবে হোক- যেন বংলা না হলেও সেটাকে বাংলা বলে চেনা যায়।

    মাসীমার ওখানে বা এখানে আমারা যেভাবে বাংলা লিখি, রোমান হরফে সেটাকে পরে দেখলে রীতিমত মাথা ঘুরায়।
    এর চেয়ে সহজে, মানে আমরা সাধারন ভাবে যেভাবে মেইল বা মেসেজ লিখি, ঐ রকম ভাবে বাংলা লিখতে পারাটাই আরামদায়ক।

    সবচে' ভাল হয়, একটাই সোফ্‌ট-এ কয়েক্রকম কি-বোর্ড বেছে নেয়ার সুবিধা করে দেয়া। এরকম অবশ্য অনেকেই দিচ্ছে- একুশে কি-বোর্ড বা অভ্র, ওরা এরকম সুবিধা দিচ্ছে।
    প্রায় ফোনেটিক বা বাংলা ওয়ার্ড এর মত হলে যেটা হবে- এক বাক্যের মধ্যে মিনিমাম ১০ বার শিপট বা ক®¾ট্রাল কি চাপ দিতে হবে!

    বটম লাইন হলো- আমি ফোনেটিক এর পক্ষে।
  • trq | 131.170.90.4 | ০২ মে ২০০৬ ১০:২২562728
  • আদি পারমিতা ম্যাম,

    আপনার স্বপ্নের বাংলা এডিটর ইতিমধ্যেই বানানো হয়ে গেছে।

    নীচের লিংকে গেলেই পেয়ে যাবেন।
    http://www.iecbd.net/Products/Shabdik/tabid/91/Default.aspx

    ডিকশনারি মোডে লিখবেন, তাহলেই একটা অক্ষর লিখতে গেলেই পেটের ভেতরের অক্ষরটা টেনে নিয়ে আসবে- ঠিক যেমনটা আপনি চেয়েছেন। :-)
  • Paramita | 143.127.3.10 | ০২ মে ২০০৬ ২৩:৩০562729
  • থ্যংক ইউ trq। তবে এও তো দেখছি একেবারেই ক্রস-প্ল্যাটফর্ম নয় আর কমার্শিয়াল। এই ওপেন সোর্সের যুগে সাধারণ কনজিউমার কি পয়সা দিয়ে বাংলা সফটওয়্যার কিনবে, নিজস্ব পাবলিশিং ব্যবসা ট্যাবসা থাকলে অন্য কথা ।
  • trq | 211.28.248.189 | ০২ মে ২০০৬ ২৩:৪৩562730
  • কমার্শিয়াল? বলেন কি?
    আমি তো কয়দিন আগেও দিব্যি ফ্রি ইউজ করলাম! :-০
    আচ্ছ, দাঁড়ান। দেখি।

  • trq | 211.28.248.189 | ০২ মে ২০০৬ ২৩:৪৬562731
  • হুম, তাই তো দেখি! এটা কিন্তু আগে ফ্রি-ই ছিল!
    ট্রায়াল ভার্সানও অবশ্য ভালো কাজ দেবার কথা।
  • Ishan | 192.128.134.68 | ০৩ মে ২০০৬ ০০:০৩562732
  • পারমিতা/দ্রি,

    উইন্ডোজ ছাড়া সব অপারেটিং সিস্টেমেই এই সাইট হিব্রু দেখাবে, যদি না সিস্টেমে ফন্ট টা ইনস্টল করা থাকে। ফন্টটা ইনস্টল করে নিলে সব সিস্টেমেই ঠিকঠাক দেখা যাবে। মানে দেখা যাবার কথা। আইডিয়ালি।

    আর এটা শুধু গুরুর সমস্যা নয়, যারা ডায়নামিক ফন্ট ব্যবহার করে সব সাইটেরই এই একই গপ্পো। তবে আনন্দবাজার আর পরবাস বোধহয় যেকোনো প্লাটফর্মেই নেটস্কেপকে সাপোর্ট করে। ঠিক শিওর নই,তবে করলেও করতে পারে আরকি।

    ঈশান
  • Paramita | 143.127.3.10 | ০৩ মে ২০০৬ ০০:২১562733
  • হ্যাঁ, পরবাস আবাপ দুটোই পড়তে পারি ফন্ট ইন্সটল না করেও। পরবাস pfr ব্যবহার করে, আবাপও বোধহয় তাই। মুশকিল হচ্ছে সোলারিসে বাংলা ফন্ট ইন্সটল করলেও কেন জানিনা ব্রাউজারে আসেনা। কাজেই ডায়নামিক ফন্টই গতি। অবশ্য শতেকে গুটিক লোক হয়তো এই কম্বিনেশনে গুরুচন্ডালি পড়বে, কাজেই..
  • Ishan | 192.128.134.68 | ০৩ মে ২০০৬ ০০:২৯562734
  • pfr আর ব্যবহার করার উপায় নেই।pfr বানানোর জন্য একটা টুল পাওয়া যেত আগে, সেটা আর পাওয়া যায়না। পরবাস, আনন্দবাজার, এরা বেশ পুরোনো বলে আগেই বানিয়ে রেখেছে, কিন্তু এখন আর হবেনা।
  • Paramita | 143.127.3.10 | ০৩ মে ২০০৬ ০০:৪০562736
  • ও, তাই নাকি? জানতাম না সেটা। অনেকদিন আগে বিটস্ট্রিমের সাইটে গিয়ে pfr জেনারেট করার চেষ্টা করেছিলাম, তারপর আজ খোঁজ রাখিনি। তবে এক যদি আপনি অন্য ফন্টের অপশান রাখেন এবং এদের pfr ডাউনলোড করে নেন, তাহলে চলতে পারে। তবে আবাপ তো ফন্টও দেয় না। (যদিও ওদের ফন্ট আমার সবচেয়ে ভালো লাগে)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন