এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মৃত্যু

    r
    অন্যান্য | ০৬ এপ্রিল ২০০৬ | ১৩৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • bozo | 129.7.152.89 | ০৬ এপ্রিল ২০০৬ ২০:৩১563459
  • মরার আগের কাজ হল লোকের পিছনে কাঠি দেওয়া।
    যারা দুরন্ত কাঠিবাজ তারা মরেও কাঠি দেয়। যেমন প্রবল বৃষ্টির মধ্যে টসকে গেল। শালা চিতা আর ধরে না। সব ভেজা কাঠ। এখন না হয় ইলেক্টিক চুল্লী।
  • purabi | 171.72.5.133 | ০৬ এপ্রিল ২০০৬ ২১:৪৭563470
  • ভাইপোর বিয়ের ঠিক আগের দিন পটল তোলা... আমার মা-বাবার বিয়ের সময় যেমন হয়েছিল বলে শুনেছি।
  • Paramita | 84.203.2.239 | ০৭ এপ্রিল ২০০৬ ১৫:৪৪563481
  • মৃত্যু topic দেখে ভেবেছিলাম বেশ একট "তুহু মম শ্যাম সমান' করে এইসান এক্‌খানা গদগদ লেখা নামাবো।বোজো আর পুরবী দেখি তা আর হতে দিলেন না।
    যা হোক ভেবে দেখ্‌লাম 'মরে কাঠি দেওয়ার' গপ্পো আমার ঝুলিতেও এক্‌খানি আছে।
    সোনামুখি তে আমাদের চাটুজ্জে গুশ ঠি তে মাত্র ২৫টি পরিবার।কাজেই কোনো অনুষ্ঠানের আগে কারুর টস্কে যাবার prabability টা একটু অংক কষে বের করে নিন।
    ঠিক তাই হয়েছিলো আমার ভাইএর অন্নপ্রাশণের সময়। বাবা যখন সব cancel করতে যাবেন , আমার দাদুর হুংকার দিয়ে বলেন 'যা ঠিক ছিল তাই হবে , এতোদিনে একটা সুযোগ পাওয়া গেছে'। 'কিসের সুযোগ'??? সবাই হতভম্ভ। কিন্তু দাদুকে প্রশ্ন ? নৈব নৈব চ। গান্ধীজী আর সরোজীনী নাইডুর সাথে ওঠ্‌বস ছিল তাঁর।তেমনি personality
    কাজেই দুরুদুরু বক্ষে প্রস্তুতি চললো।
    অন্নপ্রাশণের দিন সকালে সব মুরুব্বি র উপস্থিত। 'জ্যঠামশাই এটা তো বড় অন্যায়' - মিনমিনে এক্‌জন সেই বলেছে। আমার দাদুর সেই শান্ত উত্তর ' একটা বৌ পেটনো মাতালের মৃত্যু তে আমার নাতির মুখেভাত বন্ধ করতে বল্‌ছ আমাকে? যাও তোমরা , আজ থেকে আমি আর আমার পরিবার উপ্‌যাচক হয়ে গ্যাতিচ্যুত হলাম।'!!!!
    তাপ্পর বহু অনুরোধ , উপরোধেও দাদুকে টলনো গেল না।
    ওনারা বিদেয় হবার পরে আমার দাদুর সে কি মিটিমিটি হাসি।

    এমনটা সোনমুখির ইতিহাসে আর কখনো হয় নি !!!!!

    ***বানানটা কিছুতেই বাগানো গেলো না

  • sumeru | 59.93.199.59 | ০৭ এপ্রিল ২০০৬ ১৬:০৬563492
  • ভাবার জন্যে এটা বেশ সাইজের।

    কাটাকুটি রেললাইন, মরচে ধরা ব্লেড, রামেশ্বর ব্রুটার মত ব্লেডের কারুকাজ।মস্ত কড়াইতে সোনা জ্বাল দেওয়া হচ্ছে। যাদের লম্বা লম্বা পাখা, সবাই গিয়ে পড়ছে কড়াইতে।হারিয়ে যাওয়া সমস্ত ছেলেবেলা জুড়ে খেলা কাটাকুটির পাতা, অন্যান্য খাতার শেষে।পাঁউরুটি ফুল, গুড়ো গুড়ো গুড়ো,পাঁউরুটির উপর বিন্দু বিন্দু সবুজ গুড়ো।

    শীতে ফাটা ত্বক, রক্তের আভাস।

    সাদা চাদর, মৃত বক।

    হোমিওপ্যাথিকের শিশি, গ্লোবিউলগুলি, ডুবে থাকা জলে, টিনের রসগোল্লা যেন, ছড়িয়ে পড়া ব্রেন, গরম পীচের রাস্তায়।

    চটির পেরেক।

    দাঁতের যন্ত্রণা।

    সুমেরু
  • r | 202.144.91.204 | ০৭ এপ্রিল ২০০৬ ১৬:১৩563497
  • মরে যাওয়ার সেরা গল্প এবং সত্যি গল্প (অনুবাদ করতে ইচ্ছা হল না):

    On March 23,1994 the medical examiner viewed the body of Ronald Opus and concluded that he died from a shotgun wound to the head. Mr. Opus had jumped from the top of a ten story building intending to commit suicide. He left a note to that effect, indicating his despondency. As he fell past the ninth floor his life was interrupted by a shotgun blast passing through a window which killed him instantly.

    Neither the shooter nor the descender was aware that a safety net had been installed just below at the eighth floor level to protect some building workers and that Ronald Opus would not have been able to complete his suicide the way he had planned.

    "Ordinarily," Dr. Mills continued, "a person who sets out to commit suicide and ultimately succeeds, even though the mechanism might not be what he intended, is still defined as committing suicide."

    That Mr. Opus was shot on the way to certain death, but probably would not have been successful because of the safety net, caused the medical examiner to feel that he had a homicide on his hands. The room on the ninth floor, whence the shotgun blast emanated, was occupied by an elderly man and his wife. They were arguing vigorously and he was threatening her with a shotgun. The man was so upset that when he pulled the trigger he completely missed his wife and the pellets went through the window, striking Mr. Opus.

    When one intends to kill subject A but kills subject B in the attempt, one is guilty of the murder of subject B. When confronted with the murder charge the old man and his wife were both adamant. They both said they thought the shotgun was unloaded. Thed old man said it was his long-standing habit to threaten his wife with the unloaded shotgun. He had no intention to murder her. Therefore the killing of Mr. Opus appeared to be an accident; that is, the gun had been accidentally loaded.

    The continuing investigation turned up a witness who saw the old couple's son loading the shotgun about six weeks prior to the fatal accident. It transpired that the old lady had cut off her son's financial support and the son, knowing the propensity of his father to use the shotgun threateningly, loaded the gun with the expectation that his father would shoot his mother. The case now becomes one of murder on the part of the son for the death of Ronald Opus.

    Now comes the exquisite twist. Further investigation revealed that the son was, in fact, Ronald Opus. He had become increasingly despondent over the failure of his attempt to engineer his mother's murder. This led him to jump off the ten story building on March 23rd, only to be killed by a shotgun blast passing through the ninth story window. The son had actually murdered himself so the medical examiner closed the case as a suicide.


  • pharida | 125.23.9.126 | ২০ এপ্রিল ২০০৬ ১৫:১১563498
  • কাচ ফেটে গেলে আলো ছড়িয়ে যায় প্রত্যেক গাছে।
    ঠিক ভয় করে না তবু কাছে বসে ওম পেতে থাকি কোনো শীতরাতে।
  • dipu | 207.179.11.216 | ১৯ মার্চ ২০০৯ ১৬:২৭563499
  • অসাধারণ গল্প সন্দেহ নেই, তবে সত্যি নয়, কাল্পনিক।
  • dipu | 207.179.11.216 | ১৯ মার্চ ২০০৯ ১৬:৪০563500
  • তবে এইটা সত্যি ঘটনা। Ohio র রাজনীতিক Clement Vallandigham সম্বন্ধে।
    Vallandigham died in Lebanon, Ohio at the age of 50, after accidentally shooting himself with a pistol. He was representing a defendant in a murder case for killing a man in a barroom brawl. Vallandigham wished to prove the victim had in fact killed himself while trying to draw his pistol from a pocket while rising from a kneeling position. As Vallandigham conferred with fellow defense attorneys in his hotel room, he decided to show them how he would demonstrate this to the jury. Grabbing a pistol he believed to be unloaded, he put it in his pocket and enacted the events as he imagined them to have happened, shooting himself in the process. Vallandigham proved his point, since the defendant, Thomas McGehan, was subsequently acquitted and released from custody. Vallandigham, however, died of his wound.

  • dipu | 207.179.11.216 | ১৯ মার্চ ২০০৯ ১৬:৫৯563501
  • আর একটা.....

    In 1982, 27-year-old David Grundman and a roommate decided to do a little "cactus plugging," by shooting the desert plant with a shotgun.

    The first one, a small cactus, went off without a hitch and Grundman was encouraged to try a larger prey: a 26-foot-tall Saguaro cactus, probably a 100-year-old plant. Unfortunately, Grundman blasted off a large chuck of the cactus that fell on him and crushed him to death!

    To date, this is probably the only known instance of revenge killing by a plant.

  • dipu | 207.179.11.216 | ১৯ মার্চ ২০০৯ ১৭:০২563460
  • আর এইটা সবচেয়ে আশ্চর্য ঘটনা। উইকির লিংক দিয়ে দিলাম, জনতা সময় থাকলে পড়ুক.......

    http://en.wikipedia.org/wiki/Langley_Collyer
  • Lama | 117.194.234.88 | ০১ মে ২০১০ ১০:১৫563461
  • সেরেফ "নেই' হয়ে যায়। সবাই।

    অল্পখ্যাত কাগজে প্রথম প্রকাশের আত্মপ্রসাদ, গরমের ছুটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবার আক্ষেপ...

    কাঁচভাঙ্গা চশমা আর তোবড়ানো ছাইদানী শস্তায় কিনে নিয়ে যায় ফেরিওয়ালা। বাকি ঝড়তিপড়তি ঝেঁটিয়ে বিদায় করে কমলামাসী।

    গোইং গোইং গন... ঠাম্মা, ফাইনাল ইয়ারে ফেল করা সত্যজিৎ, ছোটপিসি, বেচু পাগলা...

    এবার কে?
  • kallol | 115.242.246.195 | ০১ মে ২০১০ ১৫:৪০563462
  • আমার অনেকদিনের প্রশ্ন।
    আমার বাবা অসুস্থ ছিলেন মাত্র কয়েক দিন। রাস্তায় পরিচিত মানুষের সাথে দেখা হলে জিজ্ঞাসা করতেন - কনকবাবু কেমন আছেন / কাকাবাবু কেমন আছেন / মেশোমসাই কেমন আছেন / তোমার বাবা কেমন আছেন............
    বাবা মারা গেলেন।
    মানুষ ঝেঁকে বাড়িতে এলো।
    সবাই জিজ্ঞাসা করলো - বডি কখন নেবে ? বডি কি গাগনের(আমার ছোট ভাই - বাইরে থাকতো) জন্য ওয়েট করবে?
    কেওড়াতলা শ্মশানে দাহ হলো।
    তারপর সবাই বললো - কনকবাবু বড়ো ভালো মানুষ ছিলেন / কাকাবাবু বড়ো ভালো মানুষ ছিলেন / মেশোমসাই বড়ো ভালো মানুষ ছিলেন / তোমার বাবা বড়ো ভালো মানুষ ছিলেন............
    মানুষ কতক্ষনের জন্য পরিচয়হারা হয়?
  • pi | 128.231.22.87 | ২৬ আগস্ট ২০১০ ০৫:৩৩563464
  • অনলাইন প্রোফাইল অমর রহেগা।

    Death doesn't erase the online footprints that people leave in life and Facebook won't either, though it will make some changes.
    The five-year-old social network will "memorialize" profiles of the dead if their friends or family request it.
    Such accounts will be different from regular Facebook profiles.
    For example, the site will remove any contact information and bar people from logging in. The person's profile also won't appear in the "suggestions" section of Facebook, and only the deceased person's confirmed friends will be able to find them in a search.

    The development comes as Facebook becomes an important social hub for its more than 300 million active users worldwide to keep up with friends and family.

    http://www.dailycomet.com/article/20091027/ARTICLES/910279993?Title=So-what-happens-to-your-Facebook-page-after-you-die-


    হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।দইল্যওমেত।ওম/অর্তিলে/২০০৯১০২৭/আঋটী/৯১০২৭৯৯৯৩?টিতে্‌ল=ও-য়্‌হত-হপ্পেন্স-তো-য়ৌর-অএবূক-পগে-অতের-য়ৌ-দিএ-
  • I | 14.96.54.109 | ১১ মে ২০১১ ০০:৪০563465
  • মৃত্যু নিয়ে একটা থ্রেড খুলবো ভেবেছিলাম। কি মনে হলো, সার্চ দিলাম; আমার তো দম'র মত স্মৃতিশক্তি নেই ! ওমা, দেখি অফ অল ব্যক্তি মধ্যপদচ্ছাড়া একটা থ্রেড অলরেডি খুলে রেখে গেছে ! অথচ তাতে আমার কোনো এϾট্র নাই !
  • I | 14.96.54.109 | ১১ মে ২০১১ ০০:৫৬563466
  • অনেকটা কল্লোলদা'র প্রতিধ্বনি হবে।
    সেদিন এক রোগিণীর ম্যাস্টেক্টমি হবে। ব্রেস্ট ক্যান্সার। অনেকগুলো মেডিক্যাল প্রব্লেম, আমাকে কার্ডিয়াক মনিটরিং করতে হচ্ছিল। সার্জেন অনেকক্ষণ ধরে স্তনটিকে চেপেচুপে দেখলেন, যেন সেটি ইতিমধ্যে একটি মৃত অঙ্গ। তারপর বললেন, এমন ভলুমিনাস ( না, তিনি একবারও ব্রেস্ট শব্দটি বলেন নি) বলেই করতে রাজী হলাম, নইলে এমন অ্যাডভান্সড স্টেজে সার্জারি করতাম না।
    তারপর এক দীর্ঘ টিডিয়াস সার্জারীর শেষে অঙ্গটি শরীর থেকে চ্যুত হল। কেমন করে ছুরির ফলায় প্রিয় ত্বকে রক্তরেখা ফোটে, কেমন করে সাবকিউটেনিয়াস ফ্যাট গলে গলে যায় ডায়াথার্মির উত্তাপে, ধোঁয়া ওঠে পাক খেয়ে, চর্বিপোড়া ধোঁয়া, সাকার দিয়ে টেনে নেওয়া হয় রক্ত ও চর্বিগলা তেল, তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। প্যাসিভ বাইস্ট্যান্ডার। পরশুরামে'র নির্মোক নৃত্য মনে এল। হঠাৎ করে কখনো ডাক্তারির খোলা ফুটো করে জীবন ও মৃত্যু হাত ধরাধরি করে ঢুকে আসে না--- সেদিন তেমনি হল। অনেক কাল পরে।
    এই স্তন একদা প্রিয় মানুষের কত আদরের ছিল। আজ মৃত্যু এসে সেসব ভালোবাসার দাগ মুছে দিল। ছুরির ফলায় সীমানা টেনে দিল। এই অঙ্গ আমার। এ আমার অধিগত হল। এই কথা বলে মৃত্যু। বুকে হাত রাখে মৃত্যু। জীবনের গোপনতম ক্লিভেজে।
  • Tim | 173.163.204.9 | ১১ মে ২০১১ ০৬:২৪563467
  • মৃত্যু মানেই কি ব্যক্তিগত? ভাবায় এই কথাটা। আচমকা নেই হয়ে যাওয়া বা তিলে তিলে শেষ হয়ে যাওয়া, সয়ে যাওয়া প্রিয়জনের কাছে। যন্ত্রণা না দেখতে পেরে করা মৃত্যুকামনাও খুবই ব্যক্তিগত।

    ক্লাসের বন্ধু, পাড়ার বন্ধু, এরকম অনেকেই নেই হয়ে গেছে। কুড়ির কোঠায় মৃত্যু বড়ো ভয়ঙ্কর। বাইক তো কত মানুষই চালায়। ট্রেনে তো কত মানুষই চড়ে। কলকাতায় তো কত মানুষই আসে, রুজির টানে।

    এই মুহূর্তে আরো একজন এগোচ্ছে ধীরে। গত দু বছর ধরে, গ্র্যাজুয়েট করার পর থেকেই সাতাশের এক যুবক রোজ একটু একটু করে মারা যাচ্ছে। এই মৃত্যুযন্ত্রণা দেখিয়ে দেয় ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আমরা। এই মৃত্যু আমাদের ঠাটিয়ে চড় মারে। বিশ্বজয়ের অহঙ্কারে অন্ধ মানুষকে ভাঙে এই মৃত্যু।
  • kallol | 220.226.209.2 | ১১ মে ২০১১ ১৭:৫২563468
  • এই সেদিন কথা হচ্ছিলো আমার এক বন্ধুর সাথে। সে বয়সে অনেকটা বড়ো আমার চেয়ে। তার এখন ৬৭ চলছে। আমরা একসাথে রাজনীতি করেছি। সে তো প্রায় ৪০ বছর আগেকার কথা। মৃত্যু তখন খুব প্রাসঙ্গিক ছিলো। কিন্তু ভীষণ রকম রোমাঞ্চময় ছিলো সেই মৃত্যু ভাবনা। কেমন? একদম যুক্তি-তক্কো-গপ্পের শেষটার মতো - মরে যাওয়ার মতো আটপৌরে ব্যাপার নয় - শহীদ হওয়া। আসলে, সত্যিই যে ""না"" হয়ে যেতে পারি সেই ভাবনাটাই ছিলো না। তাই অত অকুতভয়ে মৃত্যুর কথা বলতে পারতাম। ভাবতে পারতাম কি? না বোধহয়।
    অথচ সেদিন দুজনে কতো কথা হলো মৃত্যু নিয়ে। আসলে আমাদের আরেক বন্ধুর লাং ক্যানসারের শেষ অবস্থা। তার স্ত্রী ফোন করেছিলো হাসপাতাল থেকে, তারই অনুরোধে। সে কথা বলতে চায়। আমার বন্ধুটি তাকে কতো সহজে বলতে পারলো, "কাঁদিস না রে। কে আর অনন্তকাল বেঁচে থাকবে। তুই দুদিন আগে যাবি, আমরা দুদিন পরে। মারা তো যেতেই হবে রে।"
    আমরা কথা বলছিলাম, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার কথা বলছিলাম। যাতে, যখন সেই সময়টা আসবে তখন যেন শান্ত মনে তাকে মেনে নিতে পারি। তাকে যেন বলতে পারি - এইতো আসছি।
    এখন মনে হয় মৃত্যুই তো জীবনের শেষ উৎসব।
  • Nina | 12.149.39.84 | ১১ মে ২০১১ ২১:২২563469
  • কেউ মৃত্যুকে বরণ করে
    মৃত্যু কাউকে গ্রহণ করে
    মৃত্যু কাউকে হরণ করে

    মৃত্যু কাউকে বিমুখ করেনা
    তাই তো কবি বলেন
    তুহু নাহি বিসরবি
    তুহু নাহি ছোরবি

    সার্থক মৃত্যু কি তবে যখন যাবার আগে বলি

    মরণরে আও রে আও!
    কে জানে----
  • debu | 170.213.132.253 | ১১ মে ২০১১ ২২:১০563471
  • ঁঁ
  • sayan | 115.241.86.249 | ১১ মে ২০১১ ২২:১১563472
  • "ज़िन्दगीतोबेवफ़ाहैएकदिनठुकराएगी
    मौतमहबूबाहैअपनेसाथलेकरजाएगी
    मरकेजीनेकीअदाजोदुनियाकोसिखलाएगा
    वोमुक़द्दरकासिकन्दरजानेमनकहलाएगा"
  • I | 14.99.1.216 | ১১ মে ২০১১ ২২:২৯563473
  • কল্লোলদা'কে,
    এইটা আমি বুঝবার চেষ্টা করছি। বুঝতে পারছি না। মানে এই ব্যাপারটা, যে,-মৃত্যুই জীবনের শেষ উৎসব। এর একটা দার্শনিক ঠেকনা আছে। নিছক কথার কথা নয়। রোম্যান্টিক নির্গল নয়। লালন সাঁই মৃত্যুর আগে সারা রাত ধরে গান গেয়েছিলেন। একলা নয়, সমবেত ভাবে। বাউল-ফকিরি মতে মৃত্যু'র এরকম মান্যতা দেওয়া আছে। আমি কথাটির পেছনে এই দর্শনকে ধরতে চাই। একজন নিরীশ্বর, পরজন্মে অবিশ্বাসী লোক কি পারে, এমন করে ভাবতে ?
    শুধু তো ভাবা নয়, রিয়ালাইজেশনের মধ্যে আনা।
  • pi | 128.231.22.150 | ১১ মে ২০১১ ২২:৩৭563474
  • আত্মহত্যাও তো মৃত্যুকে একরকম করে ভালোবাসা।
  • pi | 128.231.22.150 | ১১ মে ২০১১ ২২:৩৯563475
  • *কোন কোন আত্মহত্যা
  • Bratin | 117.194.97.43 | ১১ মে ২০১১ ২২:৪৩563476
  • ইন্দো দা,

    বক রূপী ধর্মের প্রশ্ন টা স্মরণ করো।

    বক: সবথেকে আশ্চর্য্য জিনিস কী?

    যুধিষ্ঠির : মানুষ জানে তাকে মরতেই হবে, তবু সে মরতে ভয় পায়।
  • sayan | 115.241.86.249 | ১১ মে ২০১১ ২৩:০২563477
  • মরা খুবই সহজ। ট্রাই করুন। একবার মরলে দেখবেন আর একটুও ভয় লাগছে না।
  • nyara | 203.83.248.37 | ১১ মে ২০১১ ২৩:১৩563479
  • মৃত্যুর আগে রবীন্দ্রনাথের শেষ কথা কী ছিল কেউ জানেন? কে একজন বলেছিলেন সেটা ছিল নাকি 'দেখি' বা 'দেখা যাক' ধরণের কিছু একটা। সত্যতা যাচাই করতে চাইছি।
  • I | 14.99.1.216 | ১১ মে ২০১১ ২৩:১৩563478
  • বোতিনের কোটেশনটা ঠিকঠাক হল না।

    অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরম্‌।
    শেষা: স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমত: পরম।।

    প্রাণিগণ প্রত্যহ যমালয়ে যাচ্ছে, তথাপি অবশিষ্ট সকলে চিরজীবী হতে চায়, এর চেয়ে আশ্চর্য কী আছে?
  • I | 14.99.1.216 | ১১ মে ২০১১ ২৩:১৭563480
  • মহাভারতের কালে কি কেউ আত্মহত্যা করত না? কে জানে !
    যাই বলুন, যুধিষ্ঠিরের এই উত্তরটা আমার মোটেও পছন্দ হয় নাই। যক্ষিবুড়ো বাপ বলে পার্শিয়াল্টি করেসে।
  • pi | 128.231.22.150 | ১১ মে ২০১১ ২৩:১৯563482
  • ইউথানেশিয়া কে আত্মহত্যার ক্যাটেগরিতে ফেলা যাবে ? ভীষ্মের ইচ্ছামৃত্যু কে কী বলা যায় ?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন