এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • কান্তি | 212.90.106.168 | ০২ আগস্ট ২০১২ ১৬:৫২564925
  • তিনি এখন হীরকের সভাকবি।নানা সভায় রানীর পাশেই থাকেন, পদযাত্রায়ও সংগী হন।ভারী সৌম্যদর্শন চেহারাটি।দূর থেকে দিব্য লাগে।

    বেশ কিছুকাল আগের কথা। নবনীতা দেবসেনের একটি লেখা পড়তে গিয়ে জানা গেল, রানাঘাটের একটি নতুন ছেলে খুব ভাল কবিতা লিখছে।
    নাম জয় গোস্বামী। কয়েক দিন পরে পাড়ার বইয়ের স্টলের সামনে দাঁড়িয়ে পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে নজরে পড়ল একটি চটি
    কবিতার বই। কবির নাম জয় গোস্বামী। টেনে নিয়ে কয়েক পাতা উল্টাতেই ভাল বেসে ফেললাম এই নবীন কবিকে। বইটা কিনে ফেললাম।
    ক্রমে সেই ভালবাসা গাঢ় থেকে গাঢ়তর হোয়েছে।সব পত্র-পত্রিকার পাতায় তার লেখা। কবিতার পাঠকদের মুখে মুখে তার কবিতা। তৃণসমাজের
    যেন এক সতেজ সম্ভাবনার চারা। কিন্তু ছেলেটি বড় রোগ জীর্ণ। আবাপা তো আছে। তাদের সযত্ন লালনে শরীর-মন বিকশিত হতে লাগল তার।
    সেই সংগে নানা রঙের গদ্য-পদ্যের অজস্র উদ্ভাস। সবার নজরে আসছিল, কবির লেখনী আরো শানিত, আরো প্রতিবাদী হয়ে উঠছে। ভিতরে বাইরে
    তাকে নিয়ে একটু শংকার ছায়া। কিন্তু তখন নানা সামাজিক, রাজনৈতিক অনাচারের বিরুদ্ধে বিদ্রুপে, ধিক্কারে আরো আরো উচ্চকন্ঠ।তাকে দেখা যেতে
    লাগল নানা প্রতিবাদী সমাবেশে, মিছিলে । মেট্রোর চাতালে দাঁড়িয়ে শাসকের দিকে আংগুল তুলে উচ্চকন্ঠে কবিতা পাঠ।
    ....আমার কবিতা তবে গন হত্যাকারী।

    ...সেদিন সকালেই অফিসে যেতে সুহৃদ-জনেরা জানিয়ে গেল বরখাস্ত-নামা তৈরি হচ্ছে। বিন্দুমাত্র দেরী না করে ইস্তফাপত্র জমা কোরে কবি বেরিয়ে
    এলেন। বাইরে তখন রাজনীতির উত্তাল ঝোড় হাওয়া। খানিকটা টালমাটাল আবর্তে ঘুরপাক। বিমুগ্ধ জনতা উতকন্ঠিত। অবশেষে প্রতিভাসে ঠাঁই
    মিলল। সেই সংগে প্রতিদিনের গোঁসাই-বাগান। আবাপ তখন তার ভুলে যাওয়া দুঃস্বপ্ন।

    হে সময়, উত্তাল সময়............। হে সময়, উত্তাল সময়.................।

    এখন তিনি সভা-কবি।..........
    কিছু সাম্প্রতিক সংবাদ। নব উদ্যমে আবাপ পরিচালিত সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে কবির একটি বই।নাম, মায়ের সামনে স্নান
    করতে লজ্জা নেই।সাম্প্রতিক সংখ্যা বইয়ের দেশে আর এক সম্ভামনা ময় কবি পিনাকী ঠাকুর তার সমালোচনা কোরেছেন।
    তিনি লিখেছেন, “ কবি যথেষ্ট সময় দিতে পারছেন না কবিতার জন্য, শুনতে পাই অন্য কাজে তিনি খুবই ব্যস্ত। তাই কি সব কবিতা তৃপ্ত করতে পারছেনা আমাকে......কবি কি নিজেও বুঝতে পারছেন না, পাঠক হিসাবে আমার যন্ত্রনার কথা?...........আমি আশা রাখি, বিশ্বাস রাখি, আমার স্বপ্নের
    কবি আবার সম্পূর্নভাবে নিমজ্জিত হবেন কবিতায়।।...
    আরো জানা গেল, দেশ পত্রিকার জুলাই ২, সংখ্যায় দীর্ঘ, দীর্ঘ কাল পরে আবার প্রকাশিত হয়েছে কবি জয় গোস্বামীর এক গুচ্ছ কবিতা। নাম, একান্নবর্তী। যা পড়লে
    মনে হয় কবি স্মৃতি রোমন্থনে আত্মনিমগ্ন।
    য়ার আমার মত পাতি পাবলিক অনেক দূর থেকে গভীর হতাশা নিয়ে দেখছে এক সভাকবিকে, আলো কোরে নিভৃতে, আপন আসনে আসীন।
  • ora | 121.93.163.126 | ০২ আগস্ট ২০১২ ১৭:১৬564936
  • বইয়ের বিক্রি ছিল।অনেক মুগ্ধ অনুগামী ছিল।তাহলে হঠাৎ হাউস থেকে বহিস্কৃত হতে হল কেন?শুধু মিছিলে হাঁটার জন্য?
  • কল্লোল | 230.226.209.2 | ০২ আগস্ট ২০১২ ১৭:২৪564947
  • সে সত্যি অনেককাল আগেকার কথা। হয়তো ১৯৮০।
    এখন যে বন্ধুরা পর্বান্তর নামে পত্রিকাটি চালান, তখন তারাই বার করতেন ম্যানিফ্যাস্টো। সেই পত্রিকার এক কবিতা পাঠের আসর যাদবপুর ইউনির সেন্ট্রাল লাইব্রেরীর পিছনে এলটিতে। মফঃস্বল থেকে এসেছেন বহু কবি, তার মধ্যে একটি রানাঘাটের। একহারা চেহারার মৃদু উচ্চারণে পড়লেন একাধিক কবিতা, অনেকগুলোই তাঁর মাকে নিয়ে। বড় ভালো লেগেছিলো। তারপর দেখা হতো এখানে সেখানে। ক্রমশ সে হয়ে উঠলো দেশের জয় গোঁসাই। হয়ে উঠলো দশের জয় গোঁসাই। ভালো লাগতো।
    যখন সে আনন্দ শিকল খুলে বেরিয়ে এলো ধূলোট রাস্তায়, খর নদী আর ঝালসানো মাঠে, বড় ভালো লেগেছিলো।
    সে সময় একবার সে এসেছিলো আমাদের শহরে। পুরোনো আড্ডায় প্রাণ ভরে নিশ্বাস। পাল্টেছে। এখনো সে মৃদুমন্দ। কিন্তু, শরীরের কৃশতা তাকে আরও তীক্ষ্ণ করেছে।
    আজ তার ছবি দেখি আর মনে হয়, নেমে আসুক সে আরও একবার ক্ষমতার শিকলি কেটে।
    বেনীমাধব, বেনীমাধব তোমার বাড়ি যাব
    রাস্তা জোড়া সান্ত্রী সেপাই কেমনে পার হবো
    এই বর্ষায় সেই বাড়ি তোর ভাসুক বন্যায়
    বেনীমাধব বেনীমাধব আবার বুকে আয়.................
  • b | 135.20.82.164 | ০২ আগস্ট ২০১২ ১৭:৪৩564958
  • ভাল কবিতা লিখলেই হল। প্রতিদিন না আনন্দবাজার, স্রেফ অবান্তর।
  • siki | 96.98.44.250 | ০২ আগস্ট ২০১২ ১৭:৫৭564965
  • রানাঘট মফস্‌সল থেকে আসা এক তরুণ কবি কবি-সম্মেলনে পাঠ করছেন, এই চিত্রায়নের সঙ্গে চিরন্তনভাবে খাপ খেয়ে গেছে রেলওয়ের প্ল্যাটফর্মে উড়ে যেতে থাকা অগোছালো কাগজে সেই কটি কবিতার লাইন ---

    হৃদি ভেসে যায় অলকানন্দার জলে,
    অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারি নি বলে
    হৃদি ভেসে গেল অলকানন্দার জলে।

    উপন্যাসটার প্রতিটা লাইন আজও আমাকে হন্ট করে বেড়ায়।

    কাগজে বসাই তবে অনুবাবু।
  • PT | 213.110.243.23 | ০২ আগস্ট ২০১২ ১৮:০৪564966
  • কল্লোলদা-গ্রেট! শুধু "কেমনে"-র জায়্গায় "কি করে" হলে বোধহয় আধুনিকতা সম্পুর্ণ হত!
  • maximin | 69.93.206.22 | ০২ আগস্ট ২০১২ ১৮:৩৪564967
  • আমি দেখছি কিছুই জানি না। জয় গোস্বামী মমতা ব্যানার্জির সভাকবি হয়েছেন নাকি?
  • PT | 213.110.243.23 | ০২ আগস্ট ২০১২ ১৮:৫২564968
  • http://antorjatikbangali.wordpress.com/tag/joy-goswami/ এই সাইটে ছবি দেখছি যে তিনি বাম আমলে তসলিমার জন্য রাস্তায় নেমেছেন। এদানিন তো তসলিমাকে ফিরিয়ে আনার জন্য রা-টি কাড়েন না!!
  • PT | 213.110.243.23 | ০২ আগস্ট ২০১২ ১৯:০২564969
  • ছত্রধর মাহাতোর সঙ্গে মিটিনে সভাকবিঃ http://www.tehelka.com/story_main44.asp?filename=Ne220510the_crimson.asp।

    ছত্রধরকে ছাড়ানোর জন্য রাস্তায় নামা বোধহয় সভাকবির কাজ নয়!
  • কল্লোল | 125.242.160.70 | ০২ আগস্ট ২০১২ ১৯:২৪564926
  • পিটি। ধন্যবাদ।
    সাক্ষাতে অনেক গপ্পো হবে, গান হবে। আমি অনেকদিন ধরে আধুনিকতা এড়ানোর চেষ্টা করি। পারি না সবসময়। তবু।
  • কান্তি | 212.90.106.206 | ০২ আগস্ট ২০১২ ১৯:৩০564927
  • সময়ের পথ বেয়ে আরো একটু সামনে এগিয়ে আসুন। মাত্র কয়েক দিন আগেই
    দিদির পাশে সাফল্যের মিছিলে কবিকে নীরবে হাঁটতে দেখেছি। গুনীজনের
    পুরস্কার বিতরন সভায় একাধিক বার। কিন্তু কজন তাঁর সমাজ সচেতন চাবুকের
    মত সেই কবিতার লাইন ইদানীং কোথাও পোড়ে থাকলে বলুন। কেন এই নিভৃত নীরবতা? কেন আবাপা কাগজে অতীত ভুলে গিয়ে তাঁর কবিতার মৃদু কন্ঠ
    বাজবে? কেন আর এক জন সাম্প্রতিক কবি তাঁর কবিতার সমালোচনা করতে গিয়ে আর্তকন্ঠে বলেন , একটু যত্ন করে লিখুন?
  • PT | 213.110.243.23 | ০২ আগস্ট ২০১২ ১৯:৩৫564928
  • বাম আমলে একটি নিবন্ধে তিনি পঃ বঙ্গে মেয়েদের নিরাপত্তার অভাব নিয়ে তীব্র আক্রমণ করেছিলেনে এবং জ্নিজের মেয়ের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন। তাঁর কলম এখন কে চেপে ধরে রেখেছে?
  • siki | 96.98.44.250 | ০২ আগস্ট ২০১২ ২৩:১৯564929
  • ডিডিদা বোধ হয় কিছু লিখেছিল এই নিয়ে, বেশ কয়েক মাস আগে। ভাটের পাতায় হারিয়ে গেছে। খুঁজে বের করা যাবে কি?
  • pi | 147.187.241.6 | ০২ আগস্ট ২০১২ ২৩:২৭564930
  • যদ্দুর জানি, আবাপ ছেড়েছিলেন, বা ছাড়তে হয়েছিল, অন্য কারণে।
  • Sibu | 84.125.59.177 | ০২ আগস্ট ২০১২ ২৩:৪২564931
  • জয় ও আবাপ নিয়ে গসিপ! হয়ে যাক।
  • pi | 138.231.237.4 | ০৩ আগস্ট ২০১২ ০০:০৩564932
  • নাঃ , গসিপ বলেই করতে চাই না। ঃ)
  • riddhi | 74.134.148.140 | ০৩ আগস্ট ২০১২ ০০:২১564933
  • কাফে ডি মনিকো বলে একটা এস্প্ল্যানেডে রেস্টুরেন্ট ছিল। অনেক্দিন আগে উঠে গেছে। সেখানে প্রথম আর শেষবার জয় গোস্বামী কে দেখি। ওখানে কাট্লেটের সাথে ভাল আলুভাজা পাওয়া যেত। জয় গোশ্বামী কে ঘিরে চার পাচ জন লোক, যদ্দুর মনে পড়ছে, না , কোন মহিলা ছিল না। আমার সাথেও কোন মহিলা ছিল না। কবি হয়ে কাটলেট খাচ্ছে ব্যাপারটাই আমাকে খুব রোমান্চিত করেছিল, মনে আছে। সুকান্ত যদি এই রেটে সাটাত, বাংলা কবিতার ইতিহাস অন্যরকম হত।
    আমার ভাগের গসিপ।
  • a x | 138.249.1.202 | ০৩ আগস্ট ২০১২ ০০:৩৭564934
  • কাফে ডি মনিকো উঠে গেছে? কবে? যাহ্‌!
  • generic letter | 146.142.168.156 | ০৩ আগস্ট ২০১২ ০০:৩৯564935
  • আমার জয় গসিপ।
    ২০১০ তে প্রতিদিনের (থুড়ি রোববারের) অফিসে দেখেছিলাম। পরিবর্ত্তন আসন্ন। পূজো উদ্বোধন নিয়ে অনেক মজার মজার গল্প বলছিলেন। আর ব্রাত্য বসুর পূজো উদ্বোধনের ফী-এর একটি মনোজ্ঞ বিশ্লেষণ।

    আমার কাছে কাগজ ছিল না - একটা ৫০০ টাকার নোট এগিয়ে দিলাম, তাতে সই করে দিলেন - জয় গোস্বামীর সইলাঞ্ছিত সেই নোট আজও বিশ্বের বাজারে হাতবদল হচ্ছে।
  • riddhi | 34.153.164.102 | ০৩ আগস্ট ২০১২ ০০:৫৩564937
  • অন্তত দশ বছর তো হবেই। আমার শেষ যাওয়া মিড বা লেট নাইন্টিস হবে। তবে মাঝখানে আবার খুললে জানি না।
  • pi | 138.231.237.8 | ০৩ আগস্ট ২০১২ ০১:১০564938
  • হ্যাঁ, ওটা উঠে যাওয়াতে বড় দুঃখ পেয়েছিলাম। ওতে একসময় নিয়ম ক'রে বছরে একদিন একজনের সাথে যেতুম। বাবা। ছোটোবেলার জন্মদিনের দিনগুলোতে। ওখানকার ওপরের জানলা দিয়েই সামনের দেওয়ালে সেই লাল রঙে রাঙানো আমার জন্মদিনের তারিখ জিন্দাবাদ দেখে চমকে উঠি। কমঃ মাও সে তুংএর নামও সেই প্রথম দেখি।
  • riddhi | 34.153.164.102 | ০৩ আগস্ট ২০১২ ০১:১৯564939
  • পাই, ঐ জয় কে দেখার দিনে নন-মহিলা লোকটি বাবাই ছিল! বাবার সাথেই আমিও বছরে দু তিনবার যেতাম। আর ঐ আলু ভাজা(অনেকতা এই ফ্রেন্চ ফ্রাই টাইপ) ফরেন আসার আগে আর কোথাও খাইনি। পরে এখানে এসে দেখেছি, এরকম তো সবজায়গায় পাওয়া যায়। প্রথম প্রথম খেলেই কাঃ ডিঃ মঃ র কথা মনে পড়ে যেত।
  • কান্তি | 212.90.106.187 | ০৩ আগস্ট ২০১২ ২১:৪৩564940
  • এই টইটা খোলার উদ্দেশ্য ছিল, যারা কবিকে ভাল বাসতেন, ভালবাসেন বা ভালবাসতে চান তারা একটু সন্ধানী আলো ফেলে বুঝতে চেষ্টা করবেন এখন
    কবি কি আত্মিক শংকটে বা আত্মপ্রতারক অথবা পরিস্থিতির শিকার । কিন্তু
    হতাশ হয়েছি। কেউ কেউ আঁতকে উঠেছিলেন। কারো চোখে জল এসে
    যাচ্ছিল। আবার কেউ আঁশটে ঝাঁপির ডালা তুলে চেপে দিলেন। তার পর খাওয়ার
    গল্পে চলে গেলেন। অগত্যা সবাইকে সাধুবাদ জানিয়ে আমি এখানেই এই
    টইএর মৃত্যুঘন্টা বাজালাম।
  • cb | 212.156.11.234 | ০৩ আগস্ট ২০১২ ২১:৫০564941
  • ঢং ঢং
  • Sibu | 226.239.55.156 | ০৩ আগস্ট ২০১২ ২১:৫১564942
  • কবিতা ভালবাসা যায়। কিন্ত্য কবিকে ভালবাসা!

    ইলিশ মাছ ভালবাসি। তাই বলে মেছুনীকেও!
  • pi | 138.231.237.5 | ০৩ আগস্ট ২০১২ ২২:০৮564943
  • এদিকে আমি ঋদ্ধির ১২ঃ২১ পড়ে আমার একটা পুরো উল্টো ছবি মনে পড়ে গেল। ইন্সিডেন্টালি, সেটা আবার ঋদ্ধির ডঃসেন সংক্রান্ত। ভাগ্যে লিখি নাই, নইলে কান্তিদা আরো দুঃখ পেতেন।
  • কান্তি | 212.90.106.234 | ০৩ আগস্ট ২০১২ ২৩:০৩564944
  • মেছুনী কিন্তু মাছ বানায় না কমরেড। তবে আপনার কবিতা আর মাছের তুলনাটা
    ভারী স্বাদু।
  • Sibu | 84.125.59.177 | ০৪ আগস্ট ২০১২ ০০:৫২564945
  • ঃ-)

    একটু বদলে দেই। ইলিশ-পাতুরী ভালবাসি। তাই বলে রাঁধুনীকেও!
  • শঙ্খ | 169.53.110.144 | ০৪ আগস্ট ২০১২ ০১:০১564946
  • জয় তখন মধ্য গগনে।

    কিছু আজে বাজে কথা শুনেছিলাম জয়ের নামে। মহিলা সংক্রান্ত।

    ভালো লাগেনি। গসিপ কমবেশি সবার নামেই রটে। আর সৃষ্টার ব্যক্তিগত জীবন দিয়ে সৃষ্টি বিচার করা অর্থহীন।

    অর্কুটে উনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেনও। ঐ মাঝে মধ্যে মামুলি দুটো একটা ছাড়া কথা হয়নি। পরে নিউ-ইয়র্কে ওঁর দাদার সঙ্গে আলাপ হয়েছে, কাছেই বিখ্যাত হোয়াইট হর্স ট্যাভার্নে হুইস্কি খেতে খেতে গোঁসাই বাগানের গল্প শুনেছি।

    আজও, যদি জয় ভালো লেখেন, তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চয়ই রসাস্বাদনের পথ বাধা হয়ে দাঁড়াবে না। সভাকবির সোনার শিকলি কেটে বেরিয়ে এলে মানুষ জয়ের গ্রহণ যোগ্যতা হয়ত অনেক বেশি বেড়ে যাবে সর্বস্তরের মানুষের কাছে। কিন্তু সেটার সঙ্গে লেখার কোয়ালিটি ফল করার যোগসূত্র খুঁজতে যাওয়াটা নিয়ে ধন্দে রইলুম। সৃষ্টিশীলতা তো এক্সপায়ারি ডেট নিয়েই আসে, হয়ত জয় সেই ডেটের কাছাকাছি এসে গেছেন। কিন্তু সেটা ভাবতে ইচ্ছে করে না।

    'হৃদি ভেসে যায়' বা 'পাগলী তোমার সঙ্গে'-র কবির থেকে এইরকম প্রবাদে পরিণত হয়ে যাবার মত আরো অনেক লাইন এখনো পাবার আছে যে।
  • VB | 161.141.84.239 | ০৪ আগস্ট ২০১২ ০৩:১৫564948
  • দাদা আছেন নাকি জয়ের? আপন দাদা? মানে সহোদর ভ্রাতা?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন