এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাইরের লোক, ভেতরের লোক

    siki
    অন্যান্য | ২৭ জুলাই ২০১২ | ৬০২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 116.198.162.179 | ২৭ জুলাই ২০১২ ২১:৩৬566066
  • ওসব বল্লে হবে? খরচা আছে... ঃ))
  • maximin | 69.93.244.108 | ২৭ জুলাই ২০১২ ২১:৪৪566067
  • সবাই মিলে ঢুকে পড়ুন। তাহলে আর বাইরে ভিতরে থাকবেনা। এই হল গিয়ে আসল কথা। ঢুকে পডুন মানে অবশ্য সাস্টেইনড এফর্ট। এফেক্টিভ পার্টিসিপেশন। অর্থাৎ নিজের মতকে খুব গুছিয়ে পেশ করা।
  • maximin | 69.93.244.108 | ২৭ জুলাই ২০১২ ২১:৪৭566068
  • নর্মাল লাইফ স্টাইল বিগড়ে যেতে পারে। শরীরের পক্ষে ক্ষতিকর।
  • | 24.99.83.42 | ২৭ জুলাই ২০১২ ২২:০৮566069
  • যাঃ আমি আড্ডিকে চিনে ফেললাম। :-) হে হে ঐখানে আমি লিখি তো
  • sp | 217.239.86.106 | ২৭ জুলাই ২০১২ ২২:৩৫566070
  • আরে আমিও তো অ-অ-অনেকদিন ধরেই গুচ পড়ি, ২০০৮ বা ২০০৯ হবে, তখন রোজ ফলো করতাম না - খেই পেতাম না, কিছু দারুন লেখা আর টই এর টানে মাঝে মঝে পড়তাম, মনে হত এখানে শুধু চেনা পরিচিত লোকেরাই ঠেক মারে। বছর খানেক হল নেশার মতন হয়ে গেছে, যদিও কাউকে পার্সোনালি চিনি না বা দেখিনি, কিন্তু অনেককেই চেনা মনে হয়। গুছিয়ে লিখতে পারি ন তাই মাঝে মঝে একটা দুটো পোস্ট করি, কিম্বা ভাটাই , নিজেকে ভিতরের বাইরের কোনোটাই মনে হয় না।
  • Sibu | 118.23.96.4 | ২৭ জুলাই ২০১২ ২২:৪৩566071
  • গুরু কি মোবিয়াস স্ট্রীপ, যে একটাই পিঠ? তার আর ভেতরে বাইরে নেই!
  • maximin | 69.93.244.108 | ২৭ জুলাই ২০১২ ২৩:০০566072
  • আমি কিন্তু কোনও কালেই গুরুর নীপা ছিলাম না। কাগুজে গুরুর বিজ্ঞাপন চোখে পড়েচে কিন্তু গুরুচন্ডালির যে নিজস্ব ওয়েবসাইট আছে তা জানতাম না। সামহোয়ার ইন জানতাম কিন্তু।
  • maximin | 69.93.244.108 | ২৭ জুলাই ২০১২ ২৩:০৩566073
  • তিন্টে বাক্যে তিন্টে কিন্তু। ভাষা বাজে হয়ে যাচ্ছে।
  • sinfaut | 127.194.250.135 | ২৭ জুলাই ২০১২ ২৩:২৫566074
  • আবাপানন্দের প্রভাব।
  • maximin | 69.93.244.108 | ২৭ জুলাই ২০১২ ২৩:৩৭565935
  • আবাপানন্দ দেখি না।
  • bhitorebaahire | 161.141.84.239 | ২৭ জুলাই ২০১২ ২৩:৪৩565936
  • শিবু, মোবিয়াস না মোবিয়াস না, ঠেক হোলো ক্লেইনের বোতল, যাহা ভিতর তাহাই বাহির। ঃ-)
    বোতলে সুধা ঢাললেন, সব হুড়হুড় করে বেরিয়ে গেল আবার সব হুড়হুড় করে ঢুকে গেল। সমস্ত স্থান একই স্থান, সমস্ত কাল একই কাল। পালাবার উপায় নাই। ঃ-)
  • RATssss | 73.192.82.30 | ২৮ জুলাই ২০১২ ০০:০২565937
  • সব তো হল, ভেতরের ন বাইরের কি করে বোঝা যায়?

    অনেকে বুঝতে পারেন, আমি পারি না। অবশ্য আমি একটি আকাট সে নিয়ে আমার কোন সন্দো নাই। লোকে বোঝালেও বুঝি না।

    গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে... গাইলে পরে কি বাইরের লোক?

    এক্জাক্ট কোন গুরু দেখলে ভিতরের লোক হওয়া সহজ? ২০০৭-এর মনিরত্নমের গুরু (ছোট বচ্চন পরিবার) ? ২০০২-এর হলিউডি গুরু নয় তো (The Guru)? তামিল কানারা থেকে মায় নেপালি পর্যন্ত গুরু সিনেমা aachhe? সবকটা দেখতে হবে? শুধু মিঠুন চক্কোত্তির গুরু দেখলে হবে না? বা ট্যাপস পালের গুরুদক্ষিনা?
  • siki | 96.98.42.150 | ২৮ জুলাই ২০১২ ০০:১৮565938
  • কী ঝাম মাইরি! কে কবে কীভাবে গুরুতে এল তাই নিয়ে অলরেডি দু দুখানা টই আছে। এখানে আলাদা করে ফ্যানানোর দরকার নেই। আমার বক্তব্য এই যে কিছু জনতা এসে অন্যান্য টইতে দাবি করছেন আপনাদের গুরু এই রকম, আপনারা গুরুর লোকেরা বাইরের লোকেদের সঙ্গে এই রকম বদমাইশি করেন, নতুন পাঠকদের সাথে ফ্রেন্ডলি হন না, এই নিয়ে একটু আলোচনা চাইছিলাম। সত্যিই কি তাই?

    গুরুর ইউএসপি হল খিল্লি মেরে সিরিয়াস আলুচানা করা, বড়ছোট নবাগত বহিরাগত বাছবিচার না করা। এখন কেউ যদি এমন অভিযোগ করেন যে এমন বাছবিচার করা হচ্ছে তা হলে সেটা বোঝা দরকার। এখানে কে বাইরের লোক আর কে গুরুর লোক সেটাই এখনও পর্যন্ত জানা যায় নি। সেইটা নিয়ে দাবিদাওয়া পেশ করুন তারা যারা অন্য টইতে এমন অভিযোগ তুলছেন।

    প্লিজ। প্লিজ প্লিজ প্লিজ।
  • kc | 188.61.96.29 | ২৮ জুলাই ২০১২ ০০:২৫565939
  • একটা জিনিস বোঝা গেল, সিকি হল গুরুর ভেতরের লোক।
  • শঙ্খ | 169.53.174.141 | ২৮ জুলাই ২০১২ ০০:২৬565940
  • আম্মো এইটে বলতে যাচ্ছিলুম ঃ-))
  • aka | 178.26.215.13 | ২৮ জুলাই ২০১২ ০০:২৭565941
  • ঃ) ভাবছিলাম সিকি কেসটা কবে খাবে?
  • sp | 217.239.86.106 | ২৮ জুলাই ২০১২ ০২:২৯565942
  • হল তো ? সিকি বকে দিল আলতো করেঃ) বোঝাই যাচ্ছে একেবারে খাস অন্দর কা আদমি । খিল্লি অ্যাপার্ট, কখনো সখনো মনে হয়েছে বটে যে গুচ তে যারা লেখে বা ভাটায় তারা একে অপরের পরিচিত কোনো না কোনো ভাবে - যে কারনে ওপেন ফোরাম হলেও টু সাম একস্টেন্ট একটা ক্লোজড গ্রুপ ফিল আসে বিশেষ করে ভাটে এবং কিছু টইতে, এবং নতুনরা প্রথম প্রথম এলিয়েনটেড ফিল করতে পারে(ন)।

    ডিঃ এটা আমার অব্সার্ভেশান।
  • siki | 96.98.42.150 | ২৮ জুলাই ২০১২ ০২:৩০565943
  • তাইলে আমার পরের প্রশ্ন, আমি কী কী গ্রাউন্ডে ভেতরের লোক হিসেবে বিবেচিত হলাম।
  • siki | 96.98.42.150 | ২৮ জুলাই ২০১২ ০২:৩৩565944
  • sp , পরিচিতি কাকে বলে? পরিচিতির ডেফিনিশন কী?
  • sp | 217.239.86.106 | ২৮ জুলাই ২০১২ ০২:৪২565946
  • খাইসে, সিকিঃ অত ভেবেচিন্তে কই নাই তো, আগে কেসিও লিখ্লেন, সেটার সুত্র ধরে খিল্লি হিসেবেই বললাম, তবে কিছু টইতে আপনাকে জনগনকে টেকনিকাল অ্যাড্ভাইস, টু সাম এক্স্টেন্ট মডারেশান ইত্যাদি করতে দেখেছি যদ্দুর মনে পড়ে (টই এর লিং হাতের কাছে নেই, খুঁজে বের করাও চাপের) হয়তো সেই থেকে ধারনা হয়ে থাকতে পারে যে আপনি এই সাইটের কোর জনতার মধ্যে আছেন।
  • r2h | 208.175.63.19 | ২৮ জুলাই ২০১২ ০২:৫৫565947
  • ভিতরবাহিরেটা একটু বোকা বোকা ঠিকই, তবে নতুন পুরনোর ব্যাপারটা মাঝে মাঝে আসে তাও ঠিক। লিখতে শুরু করার আগে আমার নিজেরও মনে হতো এরা সবাই সবাইকে ব্যাক্তিগতভাবে চেনে। পরে অনেকের সঙ্গে চেনাশোনা হয়েছে তাও ঠিক, কিন্তু সেও কালেভদ্রে লিখতে শুরুর করার বছরখানেক পর, এবং একবার লিখতে শুরু করার পর এবং ব্যাক্তিগত চেনাশোনা হবার আগে নিজেকে খুব বাইরের লোক ইত্যাদি মনে হয়ে অসুবিধেও হয়নি। সত্যি বলতে কি আমি শুরুতে ব্যাক্তিগত চেনাশোনার জায়গাটা এড়িয়ে যেতেই চাইছিলাম - একটু অসামাজিক প্রকৃতির কারনেই মূলত। কিন্তু ঐ, সেটা হবার পরে নিজেকে ভাগ্যবান বলেই মনে করি, এবং ব্যাক্তিগত জীবনে একাধিক কঠিন সময়ে গুরুতুতো বন্ধুদের কাছে অভাবনীয় সাহায্য পেয়েছি। তো এইসব শিবের গাজন। ভেতরের লোক কারা? যারা নানা ভাবে গুরুর কর্মকান্ডে জড়িত? কিন্তু এটাও কোন ফিক্সড সেট তো নয়। আমি যেমন কাগুজেগুরুর সূচনায় তেড়েফুঁড়ে কিছু কাজ করেছি, আবার গত এক বছর প্রায় কিছুই করিনি। তো এখন আমি তাহলে বাইরে। আবার দরকার পড়লে ঢুকে যাবো নিশ্চয়। তো, পুরনো(সুপ্রাচীন/মাঝবয়সী/অল্প/প্রায় অর্বাচীন ইত্যাদি) লোকজন নিজেদের মধ্যে ভাটাতে ভাটাতে, ঝগড়া, ঠ্যাংটানাটানি, পিঠ চুলকানো, গালাগাল ইত্যাদি করতে করতে কোন ভাবে কানেক্টেড হয়ে যাবে এটা তো স্বাভাবিকই। হয়তো ভেতরে ভেতরে ছোটখাটো গ্রুপও তৈরী হয়ে যায়, যেমন আমার সঙ্গে যাদের ব্যাক্তিগত পরিচয় হয়েছে তাদের সঙ্গে ফোনাফুনি দেখা সাক্ষাৎ হয়, তো এই দলতরঙ্গ আর কে রূধিবে। মানেও হয় না। কিন্তু গুরু একটি সমস্বত্ত্ব দল বলে কখনো মনে হওয়ার কারন খুঁজে পাচ্ছিনা।

    টোটাল ভাট হলো, ভাটে পোস্ট করলেই ল্যাঠা চুকে যেত, কিন্তু এত কষ্ট করে এতখানি টাইপ করেছি, বৃথা যেতে দেবনা। না হয় খুব একটা সুচিন্তিত হয়নি, কিন্তু তাই বলে কি আর বানের জলে ভেসে এসেছে?
  • sp | 217.239.86.106 | ২৮ জুলাই ২০১২ ০৩:০৮565948
  • সিকিঃ পরিচিত ইয়ানি কি কোনো না কোনো ভাবে কানেকটেড এবং ব্যক্তিগত পরিচয় অছে যেমন বন্ধু (গুরুর সূত্রে বা আগে থেকে), ফ্যামিলি, কোলিগ, ক্লাসমেট, ব্যাচমেট এই আর কি।
  • siki | 96.98.42.150 | ২৮ জুলাই ২০১২ ০৪:১৪565949
  • এসপি।

    টেকনিকাল কাজকর্ম গুরুর যা করা হয় সেটার খুব সামান্য শতাংশ আমি করে থাকি। পাঁচ কি ছয় শতাংশ হবে হয় তো। পুরো কাজটাই করা হয় অন রিকোয়েস্ট। এখানে আমি, বা অন্য কেউ যা কাজ করি, যেটা করি, সেটাকে ঠিক "কোর লোকেরা তাদের সাইট নিয়ে কাজ করছি" মোডে করি না, বলতে পারেন স্বেচ্ছাশ্রম দিই। অফিসের চাপ, ঘরের চাপ সব সামলে জাস্ট বাংলা ভাষাটাকে ভালোবাসার খাতিরে আমাদের অনেকেই অল্পবিস্তর কাজকর্ম করে থাকি। কোনও ব্যক্তিবিশেষের প্রতি প্রেমবশত নয়। এখানে আমি কাউকে কাউকে মুখ দেখে চিনি, কাউকে কাউকে অনেকদিন ধরে চিনি, গুরুর সূত্রে, কারুর বাড়িতে আবার আমি রাত কাটিয়েছি, কাউকে আবার গুরুর জন্মের আগে থেকেই চিনি, তাদের আমিই গুরুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি, তেমনি আমাকেও কেউ একদিন হাত ধরে গুরুতে নিয়ে এসেছিল, গুরুর জন্মলগ্নে। এখানে অনেকেই আমায় কেবল সিকি নামে চেনেন, কেউ কেউ শুধু আমার ছবি দেখে চেনেন, কেউ আমার সাথে অনেকদিন ধরে পরিচিত, কেউ আমার ফ্যামিলিকেও চেনেন।

    আমরা কেউ গুরুর "ভেতরের লোক" নই। গুরুর ভেতর বলে কিছু নেই, এটা নিতান্তই একটা কন্ট্রিবিউটারি সাইট। বিনা পয়সায় চালানো হয়, বিজ্ঞাপন ছাড়া। যে যেমন পারে, যতটা পারে সাহয্য করে। কেউ টেকনিক্যালি, কেউ লেখা বেছে দেন, কেউ বানান ঠিক অরে দেন, প্রুফ দেখে দেন, কেউ কাগুজে গুরুর ছাপাখানার দায়িত্ব নেন, কেউ বিক্রিবাটা সার্কুলেশন দেখেন, কেউ লেখার জন্য বইয়ের জন্য ছবি এঁকে দেন, আবার কিছুদিন পরে তিনিই হয় তো আর সেই কাজ করতে পারলেন না, তখন অন্য কেউ সেই দায়িত্ব নিয়ে নেন। হয় তো দ্বিতীয়জন প্রথমজনের মত অত ভালো পারলেন না কাজটা, কিংবা প্রথমজনের থেকেও বেশি ভালো পারলেন। কিছু এসে যায় না। আমরা, এই আমরার মধ্যে আপনিও আছেন, কেউই প্রফেশনাল সাইট চালক নই, জাস্ট অফিস রিসার্চ রান্নাবান্না বাচ্চা সামলে একটু সময় বের করে লেখালিখি করি, বা তর আনুষঙ্গিক কাজকর্ম করি।

    অনেকদিন ধরে লিখতে লিখতে কিছু চেনা তো হয়ই, লেখার মাধ্যমে। সেটুকুই পরিচিতি রয়েছে আমার সাথে অন্যদের। অনেককেই আমি চিনি, তারা কোথায় কীসে কাজ করেন জানি না।

    আমার অফিস মাঝে মাঝেই বদলায়। কোনও কোলীগ এই মুহূর্তে বা গত কয়েক বছরেও গুরুতে ছিলেন না বা নেই। ফ্যামিলির কেউ নেই, এমনকি আমার স্ত্রীও গুরু পড়েন না। ক্লাসমেট কেউ নেই। ব্যাচমেট কেউ নেই। বাকি রইল বন্ধু। তো এখানে সবাই সবার বন্ধু। তর্ক হয় কথা কাটাকাটি হয়, কিন্তু এন্ড অফ দা ডে সবাই বন্ধু।

    কিছু কথা আবার হয় তো লজিকালি ভুল বললাম। অমুক গুরুতে "আছেন" বা "নেই" বলে লজিকালি কোনও টার্ম হয় না। এখানে কোনও লগিন নেই, মেম্বারশিপ নেই। লিখলেই আছি, না লিখলেও আছি, না পড়লেও আছি। অথবা লিখলেও নেই, না লিখলেও নেই, না পড়লেও নেই। গুরুকে ভালোবাসলেই আছি, না হলে ছেঁড়া যায়। গুরু আমাকে এক পয়সাও দেয় না, আমার কোনও ভেস্টেড ইন্টারেস্ট নেই। বাংলা ভাষা, সুস্থ বিতর্ক, আর উচ্চমানের লেখাজোখা, এই সমস্ত কারণে আমি প্রতিদিন একাধিকবার গুরুতে আসি, দ্যাটস অল।

    ভাটিয়ালি বা টইপত্তর আনমডারেটেড এরিয়া, এখানে কোনও পোস্ট এডিট করা হয় না, ডিলিট করা হয় না। আমার সে ক্ষমতাও নেই, টেকনিক্যালি। এখানে কারুর কোনও ওনারশিপ কাজ করে না, সম্পাদকের নিজেরও না।

    এইবার বলুন, এতসব প্যারামিটারের পরও আমাকে গুরুর "ভেতরের লোক" বা "কাছের লোক" বলে মনে হয় কিনা। অথবা এর পরেও গুরুকে কোনও "ক্লোজড কমিউনিটি" মনে হয় কিনা।

    এই একই কথা আমি বা অন্য কেউ হাজারবার আগে অন্য থ্রেডে লিখেছে, আজ আরেকবার লিখলাম। কারণ নতুন লোক এখানে প্রতিদিন আসেন, কেউ ফিরে ফিরে আসেন, কেউ আর ফিরে আসেন না। আমি ফিরে ফিরে আসা লোকের মধ্যে পড়ি। এই টুকুই।
  • siki | 96.98.42.150 | ২৮ জুলাই ২০১২ ০৪:২২565950
  • আরেকটা কথা। টু সাম এক্সটেন্ট কেন, একটা মডারেশনের কেস যদি দেখাতে পারেন টইতে, আমি আমার নাম বদলে নেব। ফ্রেন্ডলি অ্যাডভাইস দেওয়া হয়, যে এই বিষয়ে কথা বলার জায়গা এটা নয়, এটা বরং ভাটে লিখুন, কিংবা এটা অন্য কোনও টই খুলে লিখুন। এই যেমন উমা পোদ্দারের ওপর লিখতে লিখতে বাইরের লোক ভেতরের লোক নিয়ে কনফিউশন এল বলে আমি আলাদা টই খুললাম, কারণ এই আলোচনা কোনওভাবেই উমা পোদ্দারের সাথে সংযুক্ত নয়। টই জিনিসটাই একটা নির্দিষ্ট বিষয়ের ওপর লেখা পোস্টের সিরিজ। সেখানে এক বিষয়ের টইতে অন্য বিষয় নিয়ে কথা হলে টইয়ের ফ্লো নষ্ট হয়। টই সেই কারণে তৈরি হয় নি, সেই জন্যেই উপদেশটুকু দেওয়া হয় যে এই টইতে না লিখে অন্য কোথাও লিখুন। ভাটে বা নতুন টইতে, বা এই বিষয়ে আগেই আলোচনা হয়ে যাওয়া কোনও প্রি-এক্সিস্টিং টইতে।

    এটাকে কি মডারেশন বলবেন? সো-কলড ভুল পোস্ট কিন্তু মুছে দেওয়া হয় না। টইয়ের নাম পাল্টে দেওয়া হয় না। হলে সেগুলোকে মডারেশন বলা যেত। কেউ উল্টোপাল্টা স্ল্যাং লিখে দিলে সেটাকে মুছে দেওয়া হয় না। শুধু আপত্তি জানানো হয়। একে তো মডারেশন বলে না বস।

    একটা ইনস্ট্যান্স দেখান। জাস্ট একটা। আমি বক্তব্য উইথড্র করে নেব।
  • RATssss | 73.192.82.30 | ২৮ জুলাই ২০১২ ০৪:২৩565951
  • এত কিছু যে জানে সে ভেতরের লোক না হয়ে কি হবে কও দিকিনি!

    যে এই আড্ডখানা তা ভালবাসে, সে ভেতরের লোক। যাদের এখনো এই ভালবাসাটা জাগে নি, তারা বাইরের। সব ঘরের মতই বাইরে থেকে ভেতরে ঢোকা বা ভেতর থেকে বাইরে যাওয়া এই বাড়িতেও লেগেই আছে
  • siki | 96.98.42.150 | ২৮ জুলাই ২০১২ ০৪:৩১565952
  • ইন্দুরাস। ঃ)

    আমি ডিফেন্স মিনিস্ট্রির অনেক খবর জানি। তা আমি কি ডিফেন্সের ভেতরের লোক? আমি ইনকাম ট্যাক্স সম্বন্ধে অনেক কিছু জানি। আমি কি ইনকাম ট্যাক্সের ভেতরের লোক? আমি জাভা খুব ভলো জানি। আমি কি সান / ওর‌্যাকলের বোর্ড অফ ডিরেক্টর্সের ভেতরের লোক?
  • Sibu | 118.23.96.4 | ২৮ জুলাই ২০১২ ০৪:৪৪565953
  • ভেতরের লোক বাইরের লোক নিয়ে তক্কো করে কি হবে? যে যেভাবে ফিল করে সেটাই তার কাছে সত্যি। যুক্তি দিয়ে এক অংক ছাড়া কিছু আর কাউকে বোঝানো যায় কি?
  • aranya | 154.160.226.53 | ২৮ জুলাই ২০১২ ০৪:৪৯565954
  • সিকি-র লেখাটা বেশ সুসংহত, অনেক সম্ভাব্য প্রশ্নের উত্তর দিয়েছে।
    বস্তুত, এর বাইরে আর কি প্রশ্ন/সন্দেহ থাকতে পারে মাথায় আসছে না। দেখা যাক, আর কে কি লেখেন ...
  • sp | 217.239.86.106 | ২৮ জুলাই ২০১২ ০৫:০৫565955
  • সিকিঃ চাপ নেবেন না, আমি কিন্তু পরিচিতি ব্যাপারটা অব্সার্ভেশান হিসেবেই লিখেছি এর পেছনে কোনো নেগেটিভ সেন্স নেই, ইন ফ্যাক্ট এই যে গুরু তে অনেকে ব্যক্তিগতভাবে পরিচিত এটা মনে হওয়ার ব্যাপারটা র২হও লিখেছেন। আপনি মতামত চাইলেন তাই লিখ্লাম। আর আপনি তো লিখেছেন যে গুরুর প্রায় জন্মলগ্ন থেকে নানান অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন, তো এইরকম আরো যারা মেম্বার আছেন তারা আর যে সদ্য গুরু পড়ছে সে তো সমান না - সেই দিক দিয়ে দেখতে গেলে "ভিতর" আর "বাহির" এর পার্থ্ক্য আশাকরি বোঝাতে পারলাম।

    ওকে স্ট্রিক্ট সেন্সে মডারেশান না বলে গাইডেন্স বলছি । ইন্স্ট্যান্স খোঁজার চাপটা বেশি হয়ে যাবে, তবে আপনি যে উদাঃ দিলেন সেই ধরনেরই।

    আর আমিও রোজই আসি, মাঝে মাঝেই চেক করি নেহাত কাজের চাপ না থাকলে, নেশার মতো, কাটানো মুশ্কিল, কোনোরকম নেগেটিভ ফিল করলে তো আসতাম না।

    আলুচানা চলুক।
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ০৫:০৭565957
  • আমার মতে ভিতরের লোক তাঁরাই যাঁরা ব্যক্তিগত ইমেলে বা ফোনে আবার "এই দেখেছিস ও কেমন লিখল" জাতীয় আলোচনা করেন - এই আলোচনাটা কোনোমতে বাইরের লোকের সাথে শেয়ার করা হয় না :)

    (বেসিক্যালি এই ডেফিনেশনে ভিতরের লোকেরা একটি কানেক্টেড ব্লক ডিজাইন উইথ রেপ্লিকেশন গঠন করেন :))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন