এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 132.160.114.140 | ১৮ এপ্রিল ২০১৩ ১১:১৫567299
  • পাই দিদি'র গপ্প শুনে মনে পড়ল - একবার এক দেশীয় কনফারেন্সে এক প্রফেসারকে দেখেছিলাম একটা মিরান্ডার বোতল কোলে করে বসে আছেন - কাউকে বিশ্বাস নেই -- কেউ যদি মিশিয়ে দেয় --- জলও নিজের ব্যাগ থেকে বোতল বের করে খাচ্ছিলেন -- না খাওয়ার অনেক জ্বালা - সে আর মোদো মাতালরা কি বুঝবে
  • sosen | 24.139.199.11 | ১৮ এপ্রিল ২০১৩ ১২:০১567300
  • দমুদি আমায় -ও মোদোমাতাল বলায় কি খুশি হলুম! দমুদিকে আম-সন্দেশ খাওয়াব।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৮ এপ্রিল ২০১৩ ১২:০৭567301
  • পিসতুতো দিদির বিয়ে, হবু জামাইবাবু বিয়ের দিন সকাল থেকে উপোষ করে ক্লান্ত। আমি একবার সিগু খাওয়ার নাম করে বাইরে এনে বললাম, দ্যাখো আজকের দিনে খাবার খেতে নেই কিন্তু একটু ভদকা খেলে বোধয় কিছু হবেনা। তো তিনি খুব কনফিউজড, খাওয়ার ইচ্ছে ষোলোআনা কিন্তু সেই দিল্লী থেকে কোলকাতা এসেছেন বিয়ে করতে, অচেনা পরিবেশ, তার মধ্যে মাল খেয়ে ছড়ালে জেলে ভরে কি শূলে দেয় তার ঠিক নেই। তো আমি অনেক সাহস জুগিয়ে বিসলেরির বোতলে দু পেগ মত স্মির্নফ পাঞ্চ করে দিলুম। তিনি অতিথি-আপ্যায়নের ফাঁকে ফাঁকে বেশ নামিয়ে দিলেন পুরোটা।
    পরে এই ঘটনা শুনে দিদি খুব ঝাড় দিয়েছিল ঃ(
  • pi | 78.48.231.217 | ১৮ এপ্রিল ২০১৩ ২২:২১567302
  • শঙ্খদা, সেদিন ভাটে ঐ টাকিলা নিয়ে গপ্পো থেকেই এটা মনে পড়ে গেল।
    ওয়ার্কশপের এরপরের বাকি আধখানার গপ্পো হল আমার মদো-মাতাল হিসেবে বিবর্তিত হয়ে ওঠার গপ্পো , সেজন্যেই টি শার্টে জুটেছিল ঐ টাকিলা প্লাস ... ঃ)
  • শঙ্খ | 169.53.110.143 | ১৮ এপ্রিল ২০১৩ ২৩:০১567303
  • পাই, হয়ে যাক তবে সেই গপ্প... দেরি কিসের?

    শক্তি বলেছিলেন নাকি, মদ ফেলে রাখতে নেই। উপে যায়।

    মদের গপ্পও ফেলে রাখতে নেই। কি হয় বলা কি যায়।
  • siki | 132.177.73.249 | ১৮ এপ্রিল ২০১৩ ২৩:৩৬567304
  • আমি এমনকি শ্যাম্পেন পর্যন্ত প্রত্যাখ্যান করেছি। আমায় মোদো মাতাল আজ পর্যন্ত কেউ বানাতে পারে নি।
  • Ekak | 125.118.41.20 | ১৯ এপ্রিল ২০১৩ ০০:৪৫567305
  • এতে বানাবার কী আছে ? খাবার জিনিস যার যেমন ইচ্ছে পচ্ছন্দ খাবে । আমিও তো পাঁপরের তরকারী খাইনা । মুড়ি ঘন্ট খাইনা । তাতে কী হলো ?
    বা ধরুন যদি মুড়ি ঘন্ট খেতুম তাহলেই বা কী হতুম ? মুড়ি ঘন্ট ?? মদ খেয়েই বা তাহলে মোদো হবা ক্যানো ?
  • প্রত্যাখ্যান | 127.194.208.112 | ১৯ এপ্রিল ২০১৩ ০১:১৪567306
  • "শ্যাম্পেন"টা পুরো 'অমরত্ব"-র মতো করে বলল ....

    অতএব, নশ্বর মানুষ ...

    আমি আবার যেহেতু নিজের পয়সায় মাল খাইনে, ঐ শ্যাম্পেনটা কে কবে খাওয়াবে তার জন্যে প্রতীক্ষা করছি ... বাকি মাল খাওয়া ছেড়ে দিয়েছি ...... ;-)
  • কল্লোল | 111.63.193.216 | ১৯ এপ্রিল ২০১৩ ০৯:৫৬567307
  • আহা, এই তো সিদিন এককের ওখানে (তাও মাস তিনেক হয়ে গেলো না কি?) রামপাঁঠা খাওয়া হলো। রামটি দিব্য, কিন্তু পাঁঠাটি অতিদিব্য ছিলো।
  • arpita | 24.139.211.2 | ২০ এপ্রিল ২০১৩ ১১:৩৯567309
  • মদের গল্প য্খ্ন হচ্ছে তখ্ন একটা গল্প বলি।
    তখন বেশ রাত। এক নবীন কবি খুব মনখারাপ করে বাড়ি ফিরছে।হ্ঠাত দেখে এক্জন মাতাল ট্লতে টলতে কখনো দুপা কখনো তিন পা কখনো চার পায়ে হেঁটে বাড়ি ফিরছে।মনে মনে মাতাল বলে মুখ্টা ঘুরিয়ে নিতে গিয়ে কি যেন মনে হোলো মাতালের কাছে ছুটে গেলো লোকটা।
    নবীন কবি -- গৌহাটিতে কবি সম্মেলন চলছে আপনি যাননি স্যার?
    কবি শক্তি --কিইইই ওটা কবি সম্মেলন? ওটা তো মোদো মাতালদের সম্মেলন চলছে তাই আমি আর যায়নি
  • arpita | 24.139.211.2 | ২০ এপ্রিল ২০১৩ ১১:৪১567310
  • পাই এর লেখাটি ভারি ভালো লাগলো।
  • aranya | 154.160.98.31 | ২০ এপ্রিল ২০১৩ ২৩:৩৯567311
  • পাই দিব্য লিকেচে :-) ।
    মার্গারিটা বড় ভাল খেতে, অবিশ্যি তা টাকিলার জন্য না লেবু সরবত টাইপস মার্গারিটা মিক্স-টার জন্য, বলা মুস্কিল।
    অর্পিতার গপ্পো পড়ে হঠাৎ শক্তি-র জন্য মন কেমন করল।
  • pi | 78.48.231.217 | ২১ এপ্রিল ২০১৩ ১৭:৪২567312
  • অর্পিতা(দি?)র মতন আরো গপ্পো হোক।
    আর বাকিদের ভিজে স্মৃতি ? ভাটে তো থেকে থেকেই হয় ....
  • nina | 79.141.168.137 | ২১ এপ্রিল ২০১৩ ২১:৩২567313
  • ইস আমার আবার মন খারাপ হয়ে গেল--মার কথা মনে পড়ে গেল ঃ-(
    বেশ কিছু বছর আগের কথা----কলকাতায় বসে গল্প হচ্ছে সবাই মিলে--
    আমার মা সমানে বলে যাচ্ছে
    এই আজকালকার ছেলেমেয়েদের মদ খাওয়া একটা ফ্যাশান হয়েছে--বিশেষ করে মেয়েরা পার্টিতে মদ খেয়ে মাতাল হয়ে আধুনিক প্রামাণ করতে ব্যাস্ত নিজেকে---একেবারে ভাল কথা নয় ইঃ প্রঃ --
    আমি শেষে বলতে বাধ্য হলুম--মা , কি যে বল মদ খেলেই মোটেই মাতাল হয়না----আর আমিও তো পার্টিতে একটু আধটু খাই --তো কি হয়েছে----

    মার চোক্ষু ছানাবড়া--ককিয়ে উঠল
    তুমি ড্রিংক কর??!!
    আমি তো অবাক--বল্লেম
    মা এতক্ষণ তুমি মদ খায় মদ খায় বলছিলে এখন ড্রিংক কর-বলছ কেন?
    মা বল্লে--আমার মুখ দিয়ে বেরোলো না তুমি মদ খাও !
    ঃ-(
  • arpita | 24.139.211.2 | ২২ এপ্রিল ২০১৩ ১০:৫১567314
  • পাই, দি নিয়ে তো কোনো প্রশ্ন নেই এমনকি রূপোলি রেখা বেয়ে ওটা দা ওবধি গড়াতেও পারে।
    মা বল্লে--আমার মুখ দিয়ে বেরোলো না তুমি মদ খাও
    খুব ভালো।
  • ওপু | 24.99.130.207 | ২৩ এপ্রিল ২০১৩ ১৮:৩৭567315
  • মদ নিয়ে মশকরা !! বড় ব্যাথা লাগলো।
    কলেজে পড়ি তখন, সেকেন্ড ইয়ার। কলেজে যাকে দেখে একটু ব্যাথা ব্যাথা টাইপের হত, ফেস্টে অন্য একজনের সাথে তাকে দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিলাম। একটা ১৮০এম এল ভটকা কিনি (আমার প্রথম ভটকার স্বাদ)। বাড়ি ফিরে দরজা জানলা বন্ধ করে প্রায় অর্ধেক বোতল মেরে দি, (ভটকা খাবার কি নিয়ম জানতাম না, প্রথমে জল দিয়ে, তার পর এমনি)। মনে হচ্ছিলো সারা জগতে আমার চাইতে বেশী দুঃখিনী আর কেউ নেই। ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে পাক্কা সাড়ে পনেরো পাতার প্রেম পত্র লিখে ফেলেছিলাম (ষোল পাতা হয় নি, কারণ ভ্যেটকে গেছিলাম)। জ্ঞান ফিরল, পাশে পড়ে থাকা খাতাটায় চোখ পোরতে আঁতকে উঠলাম। প্রথমত ওটা আমার হাতের লেখা তা কিছুতেই বিশ্বাস হচ্ছিলো না ( যেন কোন ডাক্তার প্রেসকিপশান লিখেছে) , ভাবছিলাম নিশ্চয়ই কোন ভূত এসছিল। দ্বিতীয়, সম্পূর্ণ সাধু ভাষায় লেখা। কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ কতো ধরণের পক্ষ, যে তার ভিতর লেখা। ভাবলেও ভয় লাগে।
  • কৃশানু | 126.203.203.128 | ২৩ এপ্রিল ২০১৩ ২২:০৫567316
  • :-) ভালই।
    তবে মদ এর বানান আর উরুশ্চারণ ভুল হলে ব্ল্যান্কিদা খুব রেগে যাবে।
    ভটকা নয়কো, ভদকা!!
  • শ্রী সদা | 127.194.196.8 | ২৩ এপ্রিল ২০১৩ ২২:০৮567317
  • দুদ্দুর আজকে মহাবীর জয়ন্তী উপলক্ষে ড্রাই ডে ছিল, বিটুপি তে একটা চমৎকার সম্ভবনাময় ট্রিট শেষে চাউমিন-চিলিচিকেনে দাঁড়ালো।
  • কৃশানু | 126.203.203.128 | ২৩ এপ্রিল ২০১৩ ২২:১২567318
  • সেম কেস।
    এই জন্যই এই ধর্মাধর্মের ব্যাপার গুলো সহ্য করতে পারি না।
  • | 24.96.191.86 | ২৩ এপ্রিল ২০১৩ ২৩:১২567320
  • হ্যা হ্যা হ্যা হ্যা বেশ হয়েছে।
  • pi | 78.48.231.217 | ২৪ এপ্রিল ২০১৩ ১৮:২৩567321
  • এই পড়লাম। খাতাটা সংরক্ষণ করে রেখেছেন তো ? ঃ)
  • কল্লোল | 125.242.228.19 | ২৪ এপ্রিল ২০১৩ ১৮:৪৫567322
  • হুম। যারা ভদকা খেয়ে বিচ্ছিরি হাতের লেখার জন্য ভদকার দোষ দেয়, তারা মোট্টেও ভদকা খায় নি, ভটকাই খেয়েছে।
  • ওপু | 24.96.68.151 | ২৪ এপ্রিল ২০১৩ ২২:০৮567323
  • কল্লোল বাবু, আমার দৌড় শুরুর আগেই শেষ। ভটকা ভদকা, রাম বাম... সব কিছু এক আমার কাছে।
  • arpita | 24.139.211.2 | ২৫ এপ্রিল ২০১৩ ০৯:৩৯567324
  • মা, মদ,আর ভদকার গল্প----
    সেদিন সন্ধ্যেবেলা বাসায় ফিরে একটু ভ্দ্কা নিয়ে বসেছি বিক্রম দুটো গান শেষ করে 'আহা তোমার সঙ্গে--- ' ধরেছে
    মা বললেন-- খেতে আয়।
    আমি ---------- আসছি।
    বিক্র্ম গাইছে, আমি ভদকা খাচ্ছি-----
    মা বললেন-- খেতে আয়।
    আমি ---------- আসছি।
    মা ------ভদকার তো দাস হয়ে পড়েছো?
    আমি --------- ছিঃ ভদকার দাস কেনো হবো মা আমি আমার মনের দাস।
    মা---------তোমার ঐ পোড়া মনের দাস পনা ,স্বরচিত একাকিত্ব----অসহ্য হয়ে উঠেছে বাড়িতে দুটো মেয়ে
    একটি কাজের মেয়ে----যিনি অসহ্য কিন্তু অপরিহার্য,
    একটি নিজের মেয়ে-----যিনি অসহ্য কিন্তু অপরিতেজ্য।
  • কৃশানু | 177.124.70.1 | ২৫ এপ্রিল ২০১৩ ১০:০৩567325
  • ভালো!!
  • Ekak | 24.99.181.20 | ২৫ এপ্রিল ২০১৩ ১১:০০567326
  • অনুরূপ কথোপকথন মনে পরে গ্যালো :)

    ch মহারাজ কে কেও চুকলি করেছিল ,,,,,, গাঁজা খায় ।

    দুপুরবেলা ব্রিজ খেলতে খেলতে :

    ,,,,, গাঁজা খাওয়া তা পেশা না নেশা ?

    নেশা ।

    বেশ ,বেশ । এই কি কল করেছিলি এই হাতনিয়ে ?থার্ড হ্যান্ড মাস্ট বি হায়েস্ট !

    ------------কিছু বলতে চেয়েছিলেন ? কে জানে :)
  • de | 69.185.236.53 | ২৫ এপ্রিল ২০১৩ ১২:২২567327
  • অর্পিতার গপ্পো দারুণ!! ঃ))

    তবে 'ভটকা' বড় ঝাঁঝালো -- ককটেল ছাড়া খেতে ভাল্লাগে না -- ঃ)
  • Blank | 180.153.65.102 | ২৫ এপ্রিল ২০১৩ ১৩:৪৪567328
  • ভদকা কে যারা ভটকা লেখে তারা অতো বিচ্ছিরি মানুষ। ঠাকুর তাদের পাপ দেবে খুব করে।
  • Blank | 180.153.65.102 | ২৫ এপ্রিল ২০১৩ ১৩:৪৬567329
  • আর শ্যাম্পেন আমি প্রত্যাখান ই করে থাকি পাশে অন্য কোনো মদ, নিদেন পক্ষে রেড ওয়াইন থাকলে। হোয়াইট স্পার্কলিং ওয়াইন ভাল্লাগে না খেতে।
  • nina | 79.141.168.137 | ২৬ এপ্রিল ২০১৩ ০৫:৪২567331
  • দেবু,
    দিল্লীতে ফুচকা, ওরা বলে গোলগপ্পা --তো তার তেঁতুল জল ভদকা ( আম্মো ব্ল্যাঙ্কির দলে--ভটকা আবার কি--ন্না বলবে না) মিশিয়ে পার্টিতে দেয়--ঃ-) জব্বর হয়!
    আবার এখানে জেলো পুডিং পার্টিতে বানায় সেটাও ভদকাজলে জমিয়ে--সেটিও খাসা হয় ঃ-)
    জেলো-শট!
    তবে হ্যাঁ ভদকা-ককটেলের তুলনা নেই।
    আর একটা কথা---একদিন ফিলাডেল্ফিয়তে একটা দারুণ ককটেল দেখলাম , ইয়ে মানে খেলাম---
    নাম গুরুটিনি--সত্যি --গুরুটিনি! ভদকা+ লাইমজুস লটস অফ বরফ আর পাতলা গোল দু স্লাইস শশা---কি রিফ্রেশিং!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন