এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা কাগজে বন্যা

    ora
    অন্যান্য | ১৮ আগস্ট ২০১২ | ৩৮৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ora | 121.93.163.126 | ১৮ আগস্ট ২০১২ ১০:৩২570262
  • এক ছিল আবাপ সঙ্গে প্রতিদিন,বর্তমান,একদিন,আজকাল।এল সকালবেলা,৩৬৫ দিন আরো কিছু ছোট্খাটো কাগজ।এবার আসছে Times of India র "এই সময়"।আবাপ ভয় পেয়ে নামাচ্ছে টেবলয়েড "এবেলা"।বেশ যুদ্ধ যুদ্ধ ভাব।
  • news | 24.98.214.223 | ১৮ আগস্ট ২০১২ ১১:১৬570273
  • আবাপর অনেক দিনের পুরনো লোক্জন 'এই সময়' জয়েন করছেন। যেমন জয়ন্ত ঘোষাল, রূপায়ন ভট্টাচার্য এবং আরো অনেকে। সুমন চট্টো সম্ভবতঃ সম্পাদক। এদিকে অনিন্দ্য জানাকে সম্ভবতঃ এবেলার সম্পাদক করা হয়েছে।
  • lcm | 34.4.162.218 | ১৮ আগস্ট ২০১২ ১১:১৯570284
  • বোঝো! তবে যে আবাপ বলল যে প্রিন্ট মিডিয়ায় আর কোনো ফিউচার নেই, এখন নাকি শুধু ই-মিডিয়া। রোজ সকালে পাড়ার চায়ের দোকানে মালিক একটা আইপ্যাডে আবাপ-র অ্যাপ চালিয়ে দেবে, ব্যাস্‌। মাইরি বলছি, এরকম ফান্ডা একজন দিয়েছিল,
  • ora | 121.93.163.126 | ১৮ আগস্ট ২০১২ ১৪:৫৭570295
  • বেশ তবে বাংলায় এই মুহূর্তে একটা ইন্টালেচুয়াল ক্রাইসিস চলছে।তাই নতুন সংবাদপত্র এলেই আশা থাকে তা পারিবারিক গল্প আর বুদ্ধ-মমতা রাজনৈতিক নাটকের কুপমণ্ডুকতার বাইরে বেরবে।দেখা যাই "এই সময়" কী সুসময় বয়ে আনে।times group এর নেটওয়ার্কটা তো ভাল।খবর ৩৬৫ তো ফিল্মি ছবি ছেপে ভালৈ বাজার বানিয়েছে ভেখি।তবে তা আবাপর ব্যবসায় হাত দিতে পারেনি।সকালবেল,একদিন,প্রতিদিনের সার্কুলেসন কমিয়েছে।তবে এই সময় বিজ্ঞাপন জোগারের কাজে অনেক এগিয়ে আবাপ র থেকেও।তাই এবার ভালো কমপিটিশন।সেটা ওরা বিচলিত দেখেই বোঝা যাচ্ছে।
  • ora | 121.93.163.126 | ১৯ আগস্ট ২০১২ ১১:৪৬570306
  • সুমন চলে গেলে তো একদিন বন্ধই হয়ে যাবে।তবে এই প্রতিযোগীতাটা সংবাদের দুনিয়ায় খুব দরকার ছিল।
  • h | 127.194.242.182 | ১৯ আগস্ট ২০১২ ১২:২৬570317
  • যেমতি কোকা কোলা আর পেপসি।
  • ora | 121.93.163.126 | ১৯ আগস্ট ২০১২ ১৫:৪৭570322
  • times of india র বাংলা অভিযান অবশ্য খুব একটা সুখের নয়।ওরা "আমার সময়" আর "উদিতা" নামে দুটো ম্যাগাজিন শুরু করেছিল।জনৈক কল্যাণ মৈত্রের হাতে পড়ে দুটো-ই ডোবে।বুড়ো অথর্ব অর আনন্দ ছাটাই লেখকদের ওপর ভরসা করে কাগজ দুটো চালাতে যাওয়াই সমস্যা হয়।সম্পাদকের বিন্দু মাত্র বুদ্ধি আছে বলে ম্যাগাজিন দেখে মনে হয় নি।নিজস্ব লেখক ও প্রাবন্ধিক তৈরী করতে না পারলে কিছু দাগ কাটা মুশকিল।তার জন্য লিটিল ম্যাগে নজর রাখতে হয়।ডাকে আসা লেখা গুলো পড়াশুনার অভ্যাস আছে এমন মানুষজনকে দিয়ে বিচার করতে হয়।নিউজ পেপার একটু অন্য সন্দেহ নেই।তবে আগের ভুল গুলো times শুধরে নেবে আশা করি।
  • cb | 125.187.34.222 | ১৯ আগস্ট ২০১২ ১৬:০২570323
  • হুম, গুরুর সম্পাদকমন্ডলীর মত কারুকে দরকার ছিল
  • gaba | 121.93.163.126 | ২৪ আগস্ট ২০১২ ১৪:২৫570324
  • একদিন সারদা গ্রুপ কে বেচে দিচ্ছে সুমন।তার মানে প্রতিদিন,সকালবেলা,কলম ইত্যাদির পর কুনাল ঘোষের আরও একটা কাগজ।
    আবাপ "এবেলা" অনিন্দ জানা কে সম্পাদক করবে শোনা যাচ্ছিল। আপাতত শোনা যাচ্ছে সে নিজেই নাকি টাইমসে চলে যাচ্ছে।
  • ঐশিক | 213.200.33.67 | ২৪ আগস্ট ২০১২ ১৫:২৩570263
  • http://ekdin.org/24/
  • siki | 96.98.43.85 | ২৪ আগস্ট ২০১২ ১৭:৩৫570265
  • আহা, দিল্লির সকালবেলা। যেন কুঘো-র রাজমা অবতার। এখন তাও মমতা বন্দ্যোপাধ্যায় লিখছে, প্রথমদিকে মাঝে মাঝে মিষ্টিমুখের ইন্দিরাপুরম দোকানে গিয়ে সকালবেলা উল্টে দেখতাম, সেখানে শুধু "দিদি"র খবর। দিদি এই করলেন, দিদি ঐ কালীমন্দিরে গিয়ে পুজো দিলেন তারপরে নিজের একটি পেইন্টিং প্রদান করলেন শ্রীশ্রীকালীমাতার উদ্দেশ্যে, তারপরে দিদি গাড়ি চেপে সেভক রোডের দিকে চলে গেলেন, পেছনে উদ্বেলিত জনতা দিদির গাড়ির দিকে হাত নাড়তে লাগল,

    সে কী আবেগঘন রিপোর্টিং!
  • gaba | 121.93.163.126 | ২৭ আগস্ট ২০১২ ১৪:১৮570266
  • বাংলা প্রিন্ট মিডিয়ার যুদ্ধে শুধু আবাপ নয় কুনাল ঘোষও চিন্তিত হয়ে পড়েছেন দেখছি ।
    http://115.248.217.9/Sakalbela/daily/sb.html
  • achintyarup | 69.93.244.86 | ২৮ আগস্ট ২০১২ ০২:৫৬570267
  • তারপর?
  • gaba | 121.93.163.126 | ৩০ আগস্ট ২০১২ ২০:৪৪570268
  • কি হবে সে তো ফলেই পরিচয় পাওয়া যাবে। তবে এটা ঠিক যে আবাপ এত ভয় আগে কখনো পায়নি।
  • achintya | 103.186.31.85 | ৩০ আগস্ট ২০১২ ২৩:৪৬570269
  • তা বটে
  • PT | 213.110.246.230 | ৩১ আগস্ট ২০১২ ১৬:৩৯570270
  • "আবার (ছোট্টো ফন্ট) যুগান্তর (বড় ফন্ট)"-এর কথা লিখলেন না কেউ - নতুন শ্লোগানঃ "দেশ ছাড়া কোন আবেগ নেই" - রবিবারের সাময়িকির নাম "রোব্বার।"
  • ora | 121.93.163.126 | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৯:২৪570271
  • http://ebela.in
  • h | 127.194.231.186 | ০২ সেপ্টেম্বর ২০১২ ০৭:১০570272
  • অনেক আবাপ র লোক গিয়ে , আরেকটা আনন্দ বাজার তৈরি হল, যেখানে ধরে নেওয়া যায়, টাইম্স অফ ইন্ডিয়ার এডিটোরিয়াল পলিসির রিফ্লেকশন কিছুটা থাকবে, তবে সেটা, এখনকার টাইম্স অফ ঈন্ডিয়ার কলকাতা ভারসন এর মত। লোকে কলকাতার এই ভারসন টা তে কিছুটা ফ্যাক্ট-বেস্ড অ্যানালিসিস প্রথম দিকে পাচ্ছিলো, তার মূল কারণ ছিল, টাইম্স অফ ইন্ডিয়ার র লোকাল স্টেক কম ছিল। কিন্তু আমার সময় দিয়ে সেই স্টেক বেড়ে গেলে, এই ইন্ডিপেন্ডেন্স থাকবে বলে মনে হয় না।

    যাক , জাহাজের খবর, আমরা আদার ব্যাপারী, একটা নতুন কাগজ বেরোবে, তাতে থাকবে তো সেই, পূজোয় কি পরবেন।
  • gaba | 121.93.163.126 | ১০ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫৯570274
  • এটা ঠিই-ই মনন জিনিসটাই যেন পাবলিক লাইফ থেকে উঠে যেতে বসেছে।সেখানে "এই সময়" বিশেষ কিছু ব্যতিক্রম হবে বলে মনে হয় না।আপাব তো ভয়ে শুক্রবার কি সব ফ্যাসন,ফিটনেস সপ্লিমেন্ট দেবে।হয়ত শনিবার ফিল্মি গ্রসিপ বাড়াবে।কেউ কিন্তু খববের মান ও উত্তরসম্পাদকীয় প্রবন্ধ নিয়ে ভাবছে না।সকালবেলায় কিছু নিবন্ধ ধারাবাহিক শুরু করেছে বিক্রি ধরে রাখতে।চৈতন্যের অর্ন্তধান রহস্য,মিস শেফালির জীবনকথা,রঞ্জন বন্দোর রাজকেচ্চা এইসব।
    এখন বাংলা কাগজ মোটামুটি কয়টি কে জানে।

    আছে
    প্রয়াগ,স্বভূমি,প্রাত্যহিক খবর,ভোরের বার্তা,নিউজ বাংলা,যুগান্তর,কলম,খবর ৩৬৫ দিন আরও কত।
    আসছে
    টাইমসের এই সময়
    আবাপ র এবেলা
    জিগ্রুপের সময় পরিবর্তন
    বসুমতি ও বোধহয় দৈনিক সংবাদ্পত্র হবে।এখন ম্যাগজিন আকারে বেরচ্ছে।
  • ora | 121.93.163.126 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৬:২৪570275
  • কোথাও যেন এবেলার বিজ্ঞাপন দেখলাম।নতুন জেনরেশনের জন্য নতুন কাগজ,স্পেশাল আর্কষণ ফেলুদা,বোমকেশ কমিক্স।কী বালখিল্য ব্যাপার!
  • গান্ধী | 213.110.246.230 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩১570276
  • ওরা মিস করে গেছেন ফেলুদা-ব্যোমকেশের সাথে কাকাবাবুও ছিলেনঃ(
  • j | 230.227.106.153 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩৪570277
  • অনেকেরই "আমার সময়" কিরকম হবে নিয়ে হেব্বি এক্ষপেক্টেশন ..... এই সময় নামে ম্যাগাজিনটির মতই চকচকে ঝকঝকে হবে , বঙ্গীয় রাসপুটিনের আত্মজীবনী ছাপবে

    আর ?

    আর বড়জোড় রায়চকের হোটেলে ল্যাওটিয়ার পাট্টিতে কে কা কে কি করল সেইসব .... শোনা যাচ্চে আবাপর কিছু বিষমালকে হায়ার করেছে , একটা বেশ সরোসোতি পুজোর খিচুড়ি টাইপেরই আশা করা যায় ! এই বাজারে মন্দ কি !
  • gaba | 121.93.163.126 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:৫৭570278
  • বেলা না ফুরতেই "এবেলা" ফুরলো।কী জঘন্ন কাগজ বাপরে!আবাপ কী বানাতে চাইল বুঝলাম না।
  • ora | 121.93.163.126 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১০:১২570279
  • বাংলা কাগজের সঙ্গে বাড়ছে সাহিত্যের পুজাবার্ষিকি।কাউকে চাপা দিয়ে মারতে চাইলে ভালো কাজ দেবে।কাগজের হেডলাইন হবে "শারদীয়া চাপা পড়ে মারা গেল সনাতন পাঠক"।
    হঠাৎ শক পেয়েও মারা যেতে পারে পাঠক।
    একটি শারদীয়া উপন্যাস থেকে কয়েক লাইন তুলে দিচ্ছি -
    ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

    ইজিচেয়ার থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বীরেশ্বরের কোমরে পেঁচিয়ে থাকা লুঙ্গি খসে পড়ল মাটিতে।অরুণিমা এই দৃশ্য দেখে মুখ লুকনোর জায়গা খুঁজতে লাগলেন।বীরেশ্বর বললেন,"এইবার শুরু হবে আসল খেলা।"
    সেই খেলা নিয়ে আমি শুরু করব আমার পরের উপন্যাস।

    ---------------------------------------------------
    তার মানে এই শারদীয় পত্রিকা ও লেখক দুজনেই মনে করে পরেরটা পাঠক ছুঁয়ে দেখবে!
  • Manish | 127.218.7.6 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৪570280
  • একদিন এ সুমনের বদলে সম্পাদকের নাম লেখা রয়েছে পার্থ চক্রবর্ত্তীর নাম। সুমন কি times এ জয়েন করেছে।
  • ora | 121.93.163.126 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:১১570281
  • http://ekdin.org/

    সুমনের times এ যাবার খবর বাজারে।
  • gaba | 121.93.163.126 | ০৬ অক্টোবর ২০১২ ২০:২৯570282
  • টাইমস অফ ইন্ডিয়া যে সুমনকে নিয়ে বাংলা কাগজে নতুন কিছু শুরু করতে চলেছে তার কোন ছোঁয়াই তো আমার সময়ের পুজো সংখ্যার বিজ্ঞাপনে পেলাম না।সেই কল্যাণ মৈত্র নামে ভদ্রলোকের মুর্খমি।সুনীল,শঙ্খ,জয়,নীরেন্দ্রনাথের সঙ্গে সম্পাদকের নিজের কবিতা।সাথে যাদুঘরে চলে যাওয়া লেখকদের গল্প।তসলিমা নাসরিনের উপন্যাস রয়েছে দেখলাম।
  • achintyarup | 69.93.193.9 | ০৮ অক্টোবর ২০১২ ০১:১৮570283
  • জয়গুরু
  • lcm | 34.4.162.218 | ০৮ অক্টোবর ২০১২ ১০:৫২570285
  • তাই, তাই, সুমন চ্যাটার্র্জি, মানে যিনি মমতাকে অগ্নিকন্যা ইত্যাদি বলেছিলেন, তিনি টাইম্‌স অফ ইন্ডিয়া-য় যোগ দিচ্ছেন। বিগত কয়েক বছর ধরে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনে ওনাকে দেখা যায় - কি করতে আসেন জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন