এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অসমের ছেলে মেয়েদের গোটা দেশে বিপন্ন করবেন না!

    সুশান্ত কর
    অন্যান্য | ১৬ আগস্ট ২০১২ | ৩৬৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 78.38.243.161 | ১৮ আগস্ট ২০১২ ১২:৪১570396
  • খুব দ্রুত ছড়াচ্ছে :-(
  • bb | 127.195.162.211 | ১৮ আগস্ট ২০১২ ১৩:১১570397
  • সত্যের খাতিরে বলি আমাদের হাইডে মুসলমান নেতারা বার বার বলছেন কোন ভয় নেই, আমরা প্রোটেক্শন দেব, এমনকি কাল জমায়েত করেছেন আলাদা করে উঃ পুর্বের মানুষের জন্য।
    সবই কাগজে বেরচ্ছে, এমন কি আজকের TOI তেই এই ছবিটা দিয়েছে যে একজন মুসলমান একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে -Banagalore is for all Indian people ইত্যাদি লিখে।
  • intellidiot | 24.98.214.223 | ১৮ আগস্ট ২০১২ ১৬:৩২570398
  • সিকি দা, দিল্লি-এনসিআরেও প্রবল গুজব যে ঈদের পরেই কিছু একটা ঘটবে ব্যাঙ্গালোরে/সাউথে। আইটি গাই থেকে রিক্সাওয়ালা, সকলেরই এক কথা।
  • ekak | 69.97.41.169 | ১৮ আগস্ট ২০১২ ১৭:২৩570399
  • বিজয়নগর আসতে গিয়ে অটো ওয়ালার সংযে কথা হচ্ছি । প্রুড় মুসলিম । শিবাজিনাগরে থাকেন । বললেন কেও কাওকে ভয় দেখায় নি স্যার , এরা সুধু বাজে কথা রটাচ্ছে । আমরা খেতে খাওয়া মানুষ আসামের লোকদের সংযে আমাদের কি ? কোনো ঝামেলা বাঁধলে রুটি রুজি বন্ধ হয়ে যাবে ।
  • b | 135.20.82.166 | ১৮ আগস্ট ২০১২ ১৭:৪৩570400
  • কিছু অহমিয়া বন্ধু-র মেলঃ

    Dear All,
    I am sure that all of us are aware of the current development around the
    insecurity felt by people of Assam & north east in general.Just to give a background i am presently based in Chennai working for the last 5 years plus and was really shocked to see various NE boys working assecurity fleeing to Assam. I just managed to get hold of one of the boy and spoke to his family in Assam as well.. its sad as well as scary to see people reacting so strongly to something which is basically a rumor. The most affected people are the rural Assam folks who have no idea what really is happening.. they are worried for they are going by what they hear say in media..Request you all to explore every possible option to pass on the message around reality which is far from what is perceived..These are rumors and that needs to be told.. I am not saying that there is no incident but its definitely a stray incident.. please do your best to pass on the message in every way possible..People are worried for the wrong reason..

    আর

    I think part of the responsibility should also go to couple of news
    channels back home in Assam. I am in Bangalore and got at least 10 calls
    from my family and friends enquiring about Bangalore situation. Many
    people retuning to North East might have received panic calls from their
    family members from home. As for example my parents are more worried about
    Bangalore situation than me, after watching all the news in local news
    channels.

    I see another problem now. I have read news that some business establishments are impacted by exodus of people from North East, e.g., Security Agencies, Restaurants and Hotels, other service industries, where people from North Eastern origin are employed in large numbers. Now that people are fleeing the city in large numbers, will these industries be comfortable again to employ NE people in large numbers?

    Regards,
  • সেরেছে | 127.194.198.105 | ১৮ আগস্ট ২০১২ ২৩:৪৮570402
  • এখন কদ্দিন ভারত-পাকিস্তান ক্রিকেট খেলা বন্ধ থাকবে কে জানে !
  • কল্লোল | 125.241.125.58 | ১৮ আগস্ট ২০১২ ২৩:৫০570403
  • অনেক চরকি মেরে, আজই ৪টে থেকে ৫টা একটা জমায়েৎ করা গেছিলো। বেশ কিছু মুসলমান কৌমের নেতা এসেছিলেন। ওঁদের সাথে কথা হচ্ছিলো। ওঁরা স্টেশনে স্টেশনে যাচ্ছেন ও যাবেন, ফিরতে চাওয়া মানুষদের বোঝাবেন। আমরা থাকবো ওঁদের সাথে।
    তার মধ্যে উটকো ঝামেলা। পুলিশ এসে জমায়েৎএর অনুমতি চাইলো। সে সব এই তাড়াহুড়োয় করা হয় নি। তাতে কথাকাটাকাটি হতে হতে আমাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হলো। তো, ভালোই হলো। বৃষ্টি পড়ছিলো বলে খোলা জায়গায় দাঁড়ানো যাচ্ছিলো না। আমরা কাব্বন পার্ক থানায় বসে আলোচনাটা শেষ করলাম। ২০ তারিখ আবার আমরা স্টেশনে স্টেশনে যাবো। মাঝখান থেকে পুলিশ কফিও খাওয়ালো। তাপ্পর পারসোনাল বন্ডে ছেড়ে দিলো।
    মানুষ এখনো আতঙ্কে।
    আজ অবধি এই খবর।
  • S | 109.26.202.165 | ১৯ আগস্ট ২০১২ ০২:০৯570405
  • রাজ্য সরকার গুলো ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে এখানো অবধি - জানালে খুশি হবো।
  • siki | 96.98.43.85 | ১৯ আগস্ট ২০১২ ০২:১৮570406
  • হাল্কা করে আজ ফেসবুকে একটা হেট স্পিচ সমেত পিকচার দেখে ফেললাম। সেই থেকে রাগে গা রী-রী করছে। ছবিটা ডক্টরড কিনা বুঝতে পারি নি।

    ছবিটা অরিজিনেট করেছে "শ্রীমদ্ভগবৎ গীতা" নামে কারুর একজনকার প্রোফাইল থেকে। এই হল প্রোফাইল।

    http://www.facebook.com/pages/Srimad-Bhagvat-Gita/232112000169805

    এটা আমার ফ্রেন্ড লিস্টের কেউ ট্যাগিত হয়েছিল, তাই দেখতে পেলাম। লক্ষ্ণৌতে নাকি ইসলামিস্ট জিহাদিরা বুদ্ধের স্ট্যাচু ভাঙচুর করেছে, তার ছবি সমেত গা-গরম করা বিবরণ। যদিও কোনও মিডিয়া সাইটেই এই সংক্রান্ত তথ্য পেলাম না। তো, তাই নিয়ে অসম্ভব রকমের ভাষায় মুসলমানদের গুষ্টির তুষ্টি চলছে। প্রতিবাদ রাখতে যাওয়ায় আমারও মা-বোন তুলে গালাগাল দেওয়া হল।

    আপাতত প্রোফাইলটা সম্পর্কে রিপোর্ট করেছি হেট স্পিচ ক্যাটেগরিতে।
  • h | 127.194.242.182 | ১৯ আগস্ট ২০১২ ১২:৩২570407
  • Swar Thounaojam এর ইপিডাব্লিউ এর লেখাটা ভালো , পোয়েটিক ইত্যাদি, কিন্তু আমার স্লাইট কাঁচা লাগলো। আর ডেটা থাকলে আরেকটু ভালো হত।

    A Preface to Racial Discourse in India, North East and Mainland

    কিন্তু পড়লে অনেক উপকার হবে সাধারণ মানুষের। খুব ই দরদ দিয়ে লেখা। ১১ অগাস্ট ইপিডাব্লিউ।
  • b | 135.20.82.166 | ১৯ আগস্ট ২০১২ ১৫:৪৩570409
  • আজ গৌহাটি স্টেশনে গিয়ে দেখি এবিভিপি-র পতাকায় পতাকায় ছয়্লাপ, হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে সকল দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সাহায্যের হাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তক্ষুণি তক্ষুণি একটা স্পেশাল ট্রেন এলো।
    যাই হোক, শুনলাম ব্যাংগালোরে কিছু কিছু লোককে ধরা গেছে। তাদের পরিচয় জানা গেল কিছু?
  • কল্লোল | 125.242.143.210 | ১৯ আগস্ট ২০১২ ১৮:০০570410
  • অল্পবয়সী কিছু ছেলে। তাদের পুলিশ ধরেছে।
    আজ স্টেশনে গিয়ে দেখি খুব বেশী মানুষ নেই যারা ফিরতে চাইছে। হতে পারে বড় অংশটা ইতিমধ্যে চলেই গেছে। আতঙ্ক কিছুটা কমেছে। নেপালের মানুষেরা আজ বসে ঠিক করবেন ফিরবেন কি না। আমরা বোঝাচ্ছি।
  • কল্লোল | 111.63.182.138 | ২০ আগস্ট ২০১২ ০৮:০৮570411
  • একটা ভালো খবর। খুব ভালো লাগছে। আমাদের এলাকার নেপালী মানুষদের চলে যাওয়া আটকানো গেছে। গতকাল রাতে ওদের বসেছিলাম আমরা কয়েকজন, সাথে আসানুল্লা (এখানকার মুসলমান সমাজের নেতা) ও এলাকার কয়েকজন ইসলামে বিশ্বাসী মানুষ। ওরা মনে হলো আপাততঃ আশ্বস্ত। কিন্তু ঈদের পরে কি হবে তাই নিয়ে এখনো আতঙ্কে।
  • pi | 82.83.82.13 | ২০ আগস্ট ২০১২ ১০:৫১570412
  • এই তো সব হয়েছে, হয়ে চলেছে !

    এর আগে পাকিস্তানী পতাকা উত্তোলন ফেক করা নিয়ে শ্রী রাম সেনের বাঁদরামির মতই আরেকটা কাণ্ড !

    A wire service photograph showing Pakistanis celebrating Pakistan Independence Day in Hyderabad (Sind) with their national flag is being mischievously portrayed in a chain email message as Muslims in Hyderabad, Andhra Pradesh, waving the Pakistani flag.”

    Weaving fiction with fact, the email then details attempts by the Vishwa Hindu Parishad to disrupt an India-Pakistan friendship programme organised in the city by an NGO, the Confederation of Voluntary Associations (COVA), under the pretext that the Pakistani flag would be hoisted. In fact, no flags were hoisted there.

    The email, coming in the wake of the Centre blaming Pakistan-based elements for uploading objectionable content on the Internet that painted an exaggerated picture of the violence in Assam, suggests the spreading of digital disinformation with a view to inciting religious hatred has become something of a free-for-all on this side of the border as well.....

    এই যত হেট গ্রুপ আছে সোস্যাল মিডিয়াগুলোতে, তার কতগুলো এরকম মৌলবাদীদের বানানো, ফেক কে জানে ! আর এবারের কাণ্ডটাও এরকম কিছু ফেক ঘটনা হওয়া খুবই সম্ভব।
  • b | 135.20.82.166 | ২০ আগস্ট ২০১২ ১২:২১570414
  • ভালো কাজ।
    http://www.thehindu.com/news/cities/bangalore/article3792781.ece
    এই নষ্টামি ও ধ্যাষ্টামি বন্ধ হোক।
    আরেকটা গণেশের দুধ খাওয়া, তবে ইম্প্লিকেশন আরো ভয়ংকর।
  • siki | 96.98.43.85 | ২০ আগস্ট ২০১২ ১৩:০৯570416
  • বেসিকালি শুধু অ্যারেস্ট করলে মনে হয় না এক্ষেত্রে পুলিশের কাজ শেষ হয়ে যায়। এদের বড় বড় করে ছবি ছেপে, এদের কী শস্তি দেওয়া হচ্ছে সেটাও হাইলাইট করে ন্যাশনাল লেভেলে ব্রডকাস্ট করা উচিত, আর যেখানে যত এই কাণ্ডের লোক ধরা পড়বে, প্রত্যেকের জন্যে এই ব্যবস্থা চালু করা উচিত।
  • unbiased | 131.241.218.132 | ২১ আগস্ট ২০১২ ১৩:১৬570417
  • doctored ক্লিপ কিন্তু মুসলিম এক্সট্রিমিস্ট রাও তৈরী করে। যেমন মায়ানমারের ভূমিকম্পে মৃত দের ছবি কে অসম দাঙ্গা বলে দেখানো ফেসবুক পোস্ট স্বচক্ষে dekha। এই কথাটাও যেন সুশান্ত বাবুরা লেখেন । আর হিন্দুর পোস্ট টি আরেকবার পড়ুন
  • pi | 82.83.82.13 | ২৩ আগস্ট ২০১২ ১৯:১৯570418
  • হ্যাঁ, দুজনেই করে। মৌলবাদীরা যেখানেই ঢোকে, করে। রোহিঙ্গা ইস্যুতে তো জামাত ঢুকে ঘোলা জল থেকে মাছ ধরার চেষ্টা ক'রে আরো সব ঘুলিয়ে দিয়েছে। লুরুর কেসেও তো এই রোহিঙ্গা ইস্যু আছে বলে জানানো হচ্ছে।

    তবে ধর্মীয় উগ্রবাদীরা কেন, যেকোন কিছুর উগ্র সমর্থকএরা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবিকে আওয়ামী দলীয়দের ৭১ এর গণহত্যা বলে চালাতে দেখেছি। কেউ একজন এই ডক্টরিং টা করেন। বকি সমর্থকেরা সেটা বিশ্বাস ক'রে ছড়িয়ে গেছেন। গণপিটুনিতে মারা যাওয়া ডাকাতের ছবিকে বি এস ফের সীমান্ত হত্যা বল বি এন পিকে চাল অতে দেখেছি। সেখানে অবশ্য জামাতেরও হাত ছিল বলে মনে হয়।

    সেদিনের পোস্টে লিখেছিলুম, কতগুলো ইন্ডিয়া হেট গ্রুপ হিন্দু মৌলবাদীদের বানানো কে জানে। আজ কাগজে হিসেব বেরিয়েছে, প্রতি সাকারি ভাবে ব্যানড হেট গ্রুপ সাইটের মধ্যে একটি হল হিন্দু মৌলবাদীদের বানানো।
    The clamour over Pakistan fanning communal passions in India through social networking sites has missed a crucial detail. Around 20% of the web pages — blocked by government agencies — were uploaded by right-wing Hindu fundamentalists seeking to polarize the country on communal lines.

    In these posts doctored images or videos showing alleged atrocities against tribal Bodos by Muslims have been tagged with provocative captions and point to extremist Hindu groups trying to fish in troubled waters to target minorities and fan tensions. ...

    http://timesofindia.indiatimes.com/india/20-of-banned-hate-sites-put-up-by-Hindu-groups/articleshow/15609191.cms

    আর এই যে, দুই মৌলবাদীদের কীর্তি ঃ
    .... Investigators suspect that the specific threat of retribution for atrocities on Rohingya Muslims of Myanmar may well be the coordinated effort of an extremist group, in all possibility that of HuJI (Harkat-ul-Jihad-al-Islam), which has a strong presence in Bangladesh. ....

    Sources said they were also looking at several internet postings and SMSs that were circulated especially in Karnataka and Andhra Pradesh possibly by members of some Hindu fundamentalist groups. A source said there was a particular alert from Karnataka that spoke about plans by some Pakistani women settled in the area to target trains passing via Mysore. The alert was finally traced to a Bajrang Dal member, he said.

    Sources in the intelligence agencies said they were fishing out postings and videos that distorted reality, and were aimed at stoking communal sentiments. "As we discover new ones, we are taking steps to block them. It is an ongoing process," an official said. ....

    http://economictimes.indiatimes.com/news/politics/nation/Assam-HuJi-Popular-Front-of-India-under-lens-for-hate-messages/articleshow/15594314.cms
  • Ishan | 214.54.36.245 | ২৩ আগস্ট ২০১২ ১৯:২৬570419
  • এখন গুজবের কি অবস্থা? এইটা নিয়ে জানার ইচ্ছে ছিল। কেউ যদি আপডেট দেন...
  • pi | 82.83.82.13 | ২৩ আগস্ট ২০১২ ২০:১০570420
  • unbiased, ফে বু গ্রুপে হিন্দুত্ববাদীদের দেওয়া সেই ভিডিও র কথাও মনে আছে নিশ্চয়, যা অথেকোন ন্টিক কিনা তার প্রমাণ তাঁরা দিতে পারেননি, গুচ্ছ খিস্তি আর বিদ্বেষমূলক পোস্ট দিয়েছিলেন অবশ্য।
    জামাতেরও একই কীর্তি ছিলো। এদেরকে শুধু ফেসবুকে রিপোর্ট অ্যাবিউজ করাই যথেষ্ট নয় বোধহয়।
  • b | 135.20.82.166 | ২৩ আগস্ট ২০১২ ২০:৫৮570421
  • আমার এক অসমীয়া বন্ধুর সাথে কথা হচ্ছিল । ১৯০৫-৩০ এই সময়ের মধ্যে আসামে পাট চাষের জন্যে প্রচুর পূর্ব বঙ্গীয় মুসলমান চাষী কে ব্রিটিশ সরকারের পলিসি অনুযায়ী পাট্টা দেওয়া হয়। এনাদের বেশিরভাগেরই মাতৃভাষা ময়মনসিং জেলার উপভাষা। প্রত্যন্ত অঞ্চলে (ব্রম্হপুত্রের চর অঞ্চলে) থাকতেন বলে এখনো অনেকে অসমীয়া-র অ-ও জানেন না।পাট্টা র রেকর্ড ভালো নয়। এনাদের অনেকেই দু তিন পুরুষের বাসিন্দা হওবা সত্ত্বেও তাই 'বহিরাগত' তকমা এঁটে দেওয়া খুবই সহজ।
  • প্পন | 122.133.206.23 | ২৩ আগস্ট ২০১২ ২১:০৮570422
  • আমাদের অ্যাপার্টমেন্টের তিনজন নিরাপত্তা রক্ষী এখনো ফেরেননি। বাবুদের ফ্ল্যাটের নিরাপত্তার কথা ভেবে ঘুম হচ্ছে না।
  • unbiased | 131.241.218.132 | ২৪ আগস্ট ২০১২ ১০:৪৩570423
  • সুশান্ত বাবুর লেখা টা পারে কিন্তু মনে হয় নি দু তরফের এক্সট্রিমিস্ট রাই করে। বড্ড একপেশে । সৈত্যের খাতিরে না বলে পারছিনা কোনো এক্পক্ষের দোষ কে ওরাও করেছে বলে চাপা দেয়া যায় না । সে তারা সংখ্যালঘু সংখ্যা গুরু যেই হোক। আইন আইনের পথে চলুক ব্যাস
  • Ishan | 60.82.180.165 | ২৪ আগস্ট ২০১২ ১০:৪৯570424
  • গোলমাল হবার যে তারিখটা প্রচার করা হচ্ছিল, সেটা কি পেরিয়ে গেছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন