এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আধুনিক বাংলা লেখায় চন্দ্রিল ভট্টাচার্যের প্রভাব

    সৌম্য
    অন্যান্য | ২৩ সেপ্টেম্বর ২০১২ | ৪৬৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 78.38.243.161 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৯:২৮572570
  • ঋদ্ধি এক ও অনন্য - ওর লেখায় কারুর কোন প্রভাব নেই।
  • প্পন | 190.215.57.127 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪১572571
  • কিন্তু উপলের কার্টুনগুলো ধুরস্য ধুর।
  • ora | 121.93.163.126 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৯572572
  • সুনীল,শীর্ষেন্দুদের থেকে ভালো লেখা আশা করা ঠিক না।অনেক বয়স হল।সমস্যা পরের জেনারেশনটাকে নিয়ে।এরা এত বাজে লেখে।চেনা একদুজনকে প্রশ্ন করেছি ।বলেছে ঐ রকম না লিখলে মনোনীত হবে না।
  • ora | 121.93.163.126 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৪572573
  • রবিবাসরীয় আগের ফর্মাটটাও ভালো লাগত না।গল্প বেশির ভাগ ই বাজে।সপ্তাহ শেষে একটু বৌদ্ধিক পাতা দাবী থাকে।ছুটির দিনে একটু অন্য চিন্তার খোরাক জোটে যাতে।বাংলা বই রিভিউ পড়ে নতুন বইয়ের খোঁজ পেতে মন চায়।কিন্তু সেসব যেন সমাজ থেকে উঠেই গেছে।
  • ডিডি | 120.234.159.216 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১১:২২572574
  • আমি একটু লিখি ? কেমন?

    চন্দিল ,এক তো, কিছু আকাশ থেকে পরেন নি। সেই সময়েই গান থেকে নাটক থেকে সাহিত্য, সব কিছুতেই চাঁচাছোলা রাস্তার ভাষা, রকের ভাষা ঢুকে পরছিলো। দ্রষ্টব্য ন্যাড়া ইঃ লিখিত সুসমাচার। "যদি না ভালো বাসিতাম, সে মালা গেঁথে রাখিতাম" থেকে রীতিমতন কথ্য ভাষা এলো বাংলা গানে। শ্রীজাত ও স্বছন্দে বোকাচোদা কথাটা কবিতায় ব্যবহার করলেন। এই রকমই চলছিলো। সংস্কৃতিতে,কৃষ্টিতে, ল্যালা বিরোধী এক 'আন্দোলন"।

    গানের ক্ষেত্রে চেঞ্জটা হলো ব্যাপক। বাকী সবেতেই কিন্তু একই রকম ভাবে স্ট্রীট ল্যাং ও স্ল্যাং স্বমহিমাতেই চলে আসছিলো।

    চন্দ্রিল কোনো ব্যতিক্রম নয়। সে , সেই সময়ের যা ট্রেন্ড তার একটা বড়ো সড়ো পিলার। মানে থাম্বা। এই পর্যন্ত্য।

    এদানী একটু একঘেয়ে লাগে। স্বাভাবিক। কেনো না যার বাচনভংগী ও বক্তব্য - দুটোই শুধুমাত্র পাঠককে চমকে দেবার জন্য ইউজ হয়, সেটায় মর্চে পরতে বাধ্য। প্লাস, বড্ডো বেশী ফেনায়। এক কথার বক্তব্যকে ছয় কথায় লেখে।
  • তাতিন | 125.249.41.218 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৮572575
  • সমসাময়িক বাংলা গানে চন্দ্রবিন্দুর প্রভাব খুব বেশি রকম চোখে পড়ছে। যাঁরা পাগলু, হান্ড্রেড পারসেন্ট লাভ থেকে শুরু করে বাকি মেনস্ট্রিম বাংলা সিনেমার গানগুলো শোনেন, (সঙ্গীত বাংলা চ্যানেলে যা যা দ্যাখায়), দেখবেন কথা সুরে - 'বল খুঁজি তোকে আজ কিসে, তুই জলে বাতাসে মিশে... তোকে নিয়ে সব ছাড়িয়ে যাব নিলচে নির্বাসন' টাইপের জিনিসপত্তর পাবেন।
  • ম্যাক্সিমিন | 69.93.212.253 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৬:০০572576
  • চন্দ্রিলের লেখা পড়ি নি। গান কিছু শুনেছিলাম, ভালো লেগেছিল। তা সে সুমনের গানও ভালো। তাই বলে কি প্রবন্ধ ভালো, দু একটা পড়ার পর পড়তে ইচ্ছে করে নি।
  • ডিডি | 120.234.159.216 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৬:১৪572577
  • "এমন বসন্তদিনে, বাড়ী ফিরো মাংস কিনে" টাইপের হিউমার , একটি আচমকা মোচড় দিয়ে নিতান্ত আনএক্ষপেকটেড ফাজলামি - যাকে অধ্যাপকেরা ব্যাথোস বলে, সেটা কিন্তু বাংলা কবিতায়,গদ্যে অনেকদিনই চলছে।

    গানে নিশ্চয়ই প্রথম। কিন্তু কথ্য ভাষা ততদিনে অলরেডী বাংলা গানে ঢুকে গেছে। বাকীটা কিছুটা মোমেনটামের ব্যাপার।
    যেমতি কাঁচা খিস্তি এখন বাংলা সিনেমায় চলে এসেছে, এরপর গানেও আসবে। আসবেই।

    এই হোলো আমার বক্তব্য।
  • ora | 121.93.163.126 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৬:২৩572578
  • চন্দ্রিলের লেখা কিছু কিছু বেশ ভাল লেগেছিল।আজকাল আবার কিছু লেখা একঘেয়ে লাগে।বেশি কচলানো মনে হয়।আসলে সুখপাঠ্য প্রবন্ধ নিবন্ধ লেখা বেশ কঠিন।গভীর কথা বোধগম্য ভাবে প্রকাশ করতে হয়।আর বিষয়টা পাঠকের কাছে নতুন হয় বলে সে প্রস্তুতি নিয়ে পড়তে নামেনি এটা ধরে নিয়ে লিখতে হয় লেখককে।এই গুণ এই সাইটের সৈকত বাবুর আছে।অরিন্দম চক্রবর্তী,অরুণ নাগ এদের কথা এই প্রসঙ্গে মনে পড়ে।
  • pinaki | 148.227.189.8 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৮:৪৫572580
  • একশো ক।
  • aka | 178.26.203.155 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৯:৩৫572581
  • পিনাকি কাকে ক দিল বুঝতে পারলাম না।
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৯:৩৭572582
  • মনে হয় ওদের কে দিল। ওর আগে তো ওরাই লিখল।
  • ora | 121.93.163.126 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:২৮572583
  • ক,খ,গ চাই না।অল্প যে কয় বছর পড়তে শুরু করেছি সেই অভিজ্ঞতা তে দেখলাম কিভাবে প্রবন্ধ গল্প হয়ে গেল সুধীর চক্রবর্তী,পথিক গুহ এদের হাত ধরে।আর কিছু তথাকথিত রবীন্দ্র বিশেষজ্ঞ কোনকালে গভীরে যেতেই পারল না।অথচ সুধীরবাবুর "গভীর নির্জন পথে" বেশ ভাল লেগেছিল।বিমান নাথ এর "মহাবিশ্বে প্রথম আলো" ভাল বই।তবে অরিন্দম চক্রবর্তীর "মননের মধু" আর "দেহ গেহ বন্ধুত্ব" অন্য রকম।যেমন বারবার পড়তে ইচ্ছে হয় সৈকতবাবুর বন্দরের সান্ধ্যভাষা।
    কিন্তু কী আশ্চর্য যে সব পুজো সংখ্যায় সুধীর বাবুর লেখা পাওয়া যাবে। বাকিদের মিলবে অনুষ্টুপ কিংবা অপর এ।
  • তাতিন | 127.197.65.208 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২২:১০572584
  • | 60.82.180.165 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২২:২১572585
  • সুধীর বাবুর এই ভঙ্গীটা আমার নিজের খুব ভালো লাগে। সহজ কথাই সহজ ভাবে বলতে পারিনা,কঠিন কথা সহজ করে বলা তো আরো কঠিন। ওর সহজ বৈঠকী ভঙ্গী,পড়তে বেশ লাগে।
    আর প্রতিদিনে ওর লেখাটা বেশ রোজনামচার স্মৃতিচারণার মত। প্রবন্ধ নাকি?
    রবিবারের লেখা সুখপাঠ্য।
  • সৌম্য | 111.210.24.211 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৪572586
  • @ridhhi: বালক বাবা-র কিছু লেখার লিঙ্ক কি আমার জন্য দেওয়া যায়? আমায় তাহলে কষ্ট করে আর অতটা খোঁজাখুঁজি করতে হত না.. তোমার কিছু লেখার-ও লিঙ্ক দিও .. এত প্রশংসা সুনছি.. পড়ে ধন্য হব..

    @ 8ohlhbug আর cb : আমার বাড়িতে কেবল মাত্র রবিবার-ই "প্রতিদিন" আসে .. ভাষা নিয়ে বেশি জাগলিং করার চেষ্টা করতে গিয়ে এমন ধেড়িয়েছি যে তোমাদের কাছে মানে তাই অন্য হয়ে গেছে.. তবে রবিবার এখনো প্রতিদিন নি.. কারণ অমিতাভ মালাকার আর সঞ্জীব চট্টপাধ্যায় এর লেখা.. তাছাড়া রঞ্জন বন্দোপাধ্যায় আর অশোক কুমার মুখোপাধ্যায় এর লেখা তাও একটা কারণ.. এই ম্যাগাজিন টাতে কিন্তু তবু অল্প স্বল্প সাহিত্য গন্ধ পাওয়া যায়..

    @ ora : তারা কারা? আর যে বই গুলো-র নাম করলেন, সেগুলো-র কি pdf পাওয়া যেতে পারে?

    @ dd : কিছুটা একমত.. কিন্তু চন্দ্রিল বোধ হয় শ্রীজাত-র থেকে আগে লেখা আরম্ভ করেছেন.. অবশ্য সঠিক জানি না.. আমি ভুল-ও হতে পারি..

    @তাতিন : তোমার কথা-র সাথে এক্কেবারে একমত.. কিন্তু উদাহরণ টা বোধ হয় সঠিক দিলে না.. যাই হোক.. তুমি বাংলা ব্যাঞ্জনবর্ণ শিগগির শেষ করে ফেলো
  • কচটতপ | 116.209.116.119 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৭572588
  • কচটতপ
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৭572587
  • প্রতিদিন রোববার পড়ি অমিতাভ মালাকারের জন্য।

    তবে সঞ্জীব চট্টো-র ওই ভাট চলতে থাকলে ছাড়তে হবে ভাবছি .
  • সৌম্য | 111.210.24.211 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৩572589
  • সিদ্ধার্থ : তোমার কথার সাথে একমত হতে পারছি না.. তুমি সঞ্জীব চট্টোপাধ্যায় এর পুরনো লেখা গুলো পড়ে দেখো.. উনি বরাবর-ই একই রকম লিখে গেছেন.. সেটা তুমি শিউলি -ই বল অথবা লোটা কম্বল অথবা বড়মামা সিরিজ..ওনার লেখায় একটা অদ্ভূত মন কেমন এর বাঁশি আমি সবসময় শুনতে পাই.. যেটার জন্যই ওনার লেখা আমার কাছে খুব প্রিয়..

    ও হাঁ.. ভালো কথা.. চন্দ্রিল এর লেখা আবার আমার সঞ্জীব চট্টপাধ্যায় এর লেখার ধরনের আধুনিকীকরণ বলে মনে হয়...
  • | 60.82.180.165 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০০:৪২572591
  • সঞ্জীবের লেখাটা প্রথমদিকে ভালই লাগছিলো- এখন যাস্ট অসহ্য লাগছে বল্লেও কম বলা হবে-পড়ছিই না।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০০:৫১572592
  • সঞ্জীবের ওই লেখার ধরণ নিয়েই তো প্রবলেম।

    সক্কলে চাঁদের আলোয় রবীন্দ্রসংগীত গায় আর মন খারাপ হলে নদীর ধারে গিয়ে দাঁড়ায়। এ একটা লেখা হল?
  • | 60.82.180.165 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০১:০০572593
  • আসলে আদর্শ সুখের ঐ সংজ্ঞা নিয়ে কোনো সমস্যা নেই- রূপকথা র পান্নার গাছে চুনির ফুল পড়তে তো ভালো ই লাগে- কিন্তু ঐ জিনিস দিনের পর দিন চলতেই থাকলে.. ভাল্লাগে না।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০১:০৩572594
  • হ্যাঁ, ভাল জিনিস যত কম হয় তত-ই ভাল। যে লোক এক-ই কথা ফেনিয়ে ফেনিয়ে জল ঘোলা করে, তার আসলে নতুন কিছু বলার নেই।

    এই জায়গায় চমকে দিয়েছে অমিতাভ মালাকার। উফ্ফ, কি ভাষা, কি লেখা! ফুডপাথ বই হয়ে বেরোলেই কিনব। চন্দ্রিল বাদে এমন মায়াভাষা ইদানিংকালে আর দেখিনি। ..
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০১:০৬572595
  • আরেকটা লোকের রিটায়ার করার সময় এসে পেরিয়েও গেছে, রঞ্জন বন্দ্যো। সেক্স খাচ্ছে না বলে আজকাল ভক্তি ধরেছে। তার মধ্যে লাস্ট লেখাটায় বেমালুম বলে দিল বিবেকানন্দ নাকি ধ্যান/যোগের মাধ্যমে নিজের কপালের শিরা ছিঁড়ে ইচ্ছামৃত্যু করেছিলেন। বাপস, এ তো পিতামহ ভীস্মের বড়দাদা! এই লেভেলের ভক্তিযোগ চাড্ডিদের মধ্যেও দেখা যায় না।
    .
  • | 60.82.180.165 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০১:০৮572596
  • :))
  • pinaki | 93.179.27.202 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০১:১১572597
  • রঞ্জন মাঝে পোতিদিন রোব্বারে বুক রিভিউ লিখতো না? আমি একটা সংখ্যা পড়েছিলাম। ভালো লেগেছিল।
  • | 60.82.180.165 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০১:১৬572598
  • এখনো লিখছে তো রোব্বারে।
  • pinaki | 93.179.27.202 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০১:২৪572599
  • মানে বুক রিভিউ এর মধ্যেই ভক্তি গুঁজছে? আর সেক্স খাচ্ছে না লোকে - এ তো খুব চিন্তার কথা। ;-)
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০১:৩৭572600
  • তার মধ্যেও সেক্স ঢোকানোর ধান্দায় আছে। `ম` বলে কাউকে উদ্দেশ্য করে লিখছে , সে মাধুরী দিক্ষীত না মমতা ব্যানার্জী ভগবান জানে। মাঝে মাঝে ছুটকো ছাটকা যেখানে পারে গুঁজে দিচ্ছে। যেমন, ` ম, জানি বিবেকানন্দের শেষদিনের কথা ভেবে তোমার চোখ জলে ভরে উঠল, ভারী বুক দুখানা কেঁপে উঠল শঙ্কায়` এরকম। ঠিক এক্সাক্ট এই লাইনগুলো হয়ত না, কিন্তু ভংগীটা সেরকম-ই।

    মানে, পয়সা দিয়ে পাঠক পড়ছে, চামড়া দেখানো ছাড়ব কেন? যেখানে পারব ঢুকিয়ে দেব। এরকম মনোভাব ... ...
  • riddhi | 216.76.99.40 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৪:২৯572602
  • তাতিন খাঁটি কথা বলেছে। চন্দ্রিল না হলেও ব্যান্ড লিরিক্স মেন্স্ট্রিম ছবিতে একটু হলেও প্রভাব ফেলছে। 'খোকাবাবু যায়' খুব খিস্তি খায় দেখি। খুব লাইকলি, সিনেমাটা জঘন্য। কিন্তু 'দাদু গেল চমকে,মাথা গেল ব্যোমকে, ..' শুনে তাজ্জব হয়েছিলাম। পাতি বাংলা ছবিতে এসব হবে ভাবিনি। ট্রেন্ড টা চলবে ভেবেছিলাম, লেকিন আফসোস। কোথা ব্রজবালা, কোথা বনমালা। ' ঠোঁটে নিয়ে উড়ে যাব বাল' ' তুই বল আমার কেউ নেই, কেউ কেউ ভেউ ভেউ' ওদিকে সিনটা হলঃ পরমব্রত গাজা খেয়ে একটা খালি মাঠে দাড়িয়ে আছে, আর মুখ টা বড় ছোট হচ্ছে, হ্যালুসিনেশান বোঝাতে। আমি আবার সেটা গাঁজা খেয়ে দেখছি।
    বোনের মিডল এজড প্রফেসরের রিংটোনে ই হয়ে গেল 'আমাকে আমার মত থাকতে দাও' না-আও ঠ্যালা। বোন ফোন করছে, তো পষ্ট শোনা যাচ্ছে, (নো আড়ি বিজনেস)। একটা বেশ sauve মত গলা। ফোন শেষ হলে জিগালাম ' লোকট কিরোম রে, ভালো স্যার?' ' কি বোলিস, দারুউউউন লোক, ওয়াশিংটনের পি এইচ ডি, কিন্তু ডাইনে বায়ে তিন তিন ছাত্রীকে নিয়ে বাংলা সিনেমা দেখে এলো কুলকাল , তোর মত না' 'হুম্ম, কি সিনেমা রে' ' সেদিন বল্লাম তো, অটোগ্রাফ' আমার হাওলাত টা সব দিক থেকেই হয়ে গেছে, ঐ, প্রতিদ্বন্দীর সিদ্ধার্থের মত।

    খোকাবাবুর কথা বলতে গিয়ে তো সব জায়গায় খিস্তি খেলাম। বন্ধু বলছে 'ধুর ওসব খোকাবাবু ছাড়,আসল মালটা শোন। নে, ধর' একটা এন্দ্রোয়েদ মত কিছু এগিয়ে দিয়ে । আমি বল্লাম 'ধুর বাল অত টিপতে ফিপতে পারবো না, কি আছে মুখে বল' ' আরে শোন না। খালি কানে লাগাবি তো বাড়া , কি যে আমেরিকায় থকিস ' ' দে সালা দেখি , কি মধু, শোনা' ওবাব্বা ' আমি আমি জানি জানি'। ল্যাংটো বয়সের বন্ধু (আমাকে চন্দ্রবিন্দু শিখিয়েছিলো যে ) আজ পা আর চোখ নাচিয়ে বলছে 'কি রে, কেমন লাগলো, হেভি না?'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন