এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঠাকুর ঠাকুর! আছেন আছেন!

    nina
    অন্যান্য | ১০ সেপ্টেম্বর ২০১২ | ২১৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • nina | 22.149.39.84 | ১০ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩০573373
  • If God did not exist , He would have to be invented !----Voltaire

    সত্যি বাবা আমি তো ঠাকুর ঠাকুর করে কত ঝড়ই পার হই জীবনে ! যাদের নেই ঠাকুর তাদের আমার প্রণাম জানাই কি করে তারা ঝড়ের মুখে?! কত তাদের মনের জোর! তাদেরকে কুডোস!

    আমার মেয়ের আশীর্বাদ । সাজ সাজ রব বন্ধুমহলে। ঊৎসব হলের সাজ, হবু বর ও কনের সাজ ,হবু শ্বশুর-শাশুড়ির সাজ , অতিথিদের সাজ সব বেশ দেখার মতন করতে হবে তো ! সাত সমুদ্র তেরো নদীর পার আপন দেশের থেকে কত দূরে বাস ! হৈ চৈ শুরু হয় কি করে সবটি নিঁখুত করে হবে সে ল্যাজওয়ালা ডাব ঘটের ওপর থেকে নিয়ে মালা চন্দন আল্পনা । সব হয় ও!

    তো আমাদের মেয়ে তো বেশ সাতদিন আগে বাড়ী চলে এসেছে সব গোছগাছ হচ্ছে কান্ট্রি ক্লাবে ফুলের সাজ , চেয়ার এর সাজ , সে কত্ত কি! এর মধ্যে আমাদের সবথেকে বড় মাথা ঘামানোর কাজ হল এক একটি টেবিলে দশজন করে বসবে এবারে কোন টেবিলে কাদের দেয়া হবে ! কারা একসঙ্গে বসবে এটাতে এক সুচিন্তিত ব্যাবস্থা লাগে কারণ অমুকের সঙ্গে অমুকের এক্কেবারে পটেনা কিম্বা ঐ ওরা যদি নিজের টেবিলে অমুকদের না পায় তো ওদের আনন্দে জল ঢেলে দেয়া হবে ইত্যাদি প্রভৃতি!

    এবারের আমাদের সব থেকে বড় সমস্যা ছিল বেয়াইমশাই Patও বেয়ান ঠাকরুণের Joan টেবিল সেটিং নিয়ে ! ওঁরা থাকেন নিউ অরলিন্সে। ৩৪ বছর বিবাহিত জীবন কাটিয়ে দু বছর হল তাঁরা সম্পর্কচ্ছেদ করেছেন আর তারা স্বামী স্ত্রী নয় !! আর গোদের ওপর বিষফোঁড়া বেয়াইএর আবার একটি কচি বাগদত্তা জুটেছেন

    মেয়ে বল্ল প্যাটের টেবিলে এই গ্রুপ অফ কাকু মাসীরা থাকুক আর জোনের টেবিলে এই এরা! তা বেশ ! আর তোমরা ( মনে আমরা) বসবে এই দুই টেবিলের মাঝখানের টেবিলে কারণ তোমরা একজনকে বাছতে পারবেনা প্যাট ও জোনের টেবিলের মাঝে ব্যাবধাব চাই কারণ ঘা এখনও কাঁচা তাই ওরা দুজন এই ব্যাপারে খুব টাচি ও সেই সঙ্গে আবার প্যাটের কচি!!

    যাইহোক তাই ঠিক হল মাঝখানে টেবিলে আমরা আমাদের আত্মীয়স্বজন নিয়ে বসব। আমার মাথায় ঘুরছে আশীর্ব্বাদ হবে দু সেট বাবা মা করবে তো এই তৃতীয় টিকে নিয়ে কি করি??! আর এই কচি কে দেখে তো জোনের মনে হবে ব্যাথা ! কি ভাবে নেবে সে? জোন নাকি এখনও মুখোমুখি হয়নি কচির তো প্রথম রিঅ্যাকশন কি হবে ভগাই জানেন প্যাট কি একটু বিব্রত থাকবে উফ!! আর ভাবতে পারিনা
    ঠাকুর ঠাকুর রক্ষে কর, আমাদের প্রথম কাজ সুষ্ঠু রাখ।

    তো কি ভাবছ ব্যাস! ই প্রবলেম শুধু ধ্যুস! এতো শুধু মানসিক ঝড়ের আভাষ ! এবার শোন প্রাকৃতিক দূর্যোগের গপ্প!

    হঠাৎ আছড়ে পড়ল ISAAC ঝড় নিউ অরলিন্সের বুকে ! ঠিক সাত বছর আগে এই একই দিনে 29 August ক্যাটরিনা তছনছ করে দিয়েছিল নিউ অরলিন্স!!
    মেয়ের মুখ শুকিয়ে আমসি !!

    কি হোবে ! ( টাইপো নয় এটা তার উচ্চারণ)
    যদি প্যাট নিনা ( কি আপদ সেই কচির কি আর অন্য নাম হতে পারলনা? ) জোন না আসতে পরে?!

    আমি অভয় দিই সব ঠিক হবে ঠাকুর আছে চিন্তা করিস না ( আর মনে মনে আতঙ্কে অস্থির কি হবে কি হবে হে ভগবান )

    অমিতোর মাথায় ও কাশফুলের বাগান ( সব সাদা চুল দাঁড়িয়ে গেছে ) এত কাছে এসে অন্য দিন পাওয়া যাবেনা প্রচুর টাকা দেয়া ! নো রিফান্ড!!

    আমি রক অফ জিব্রালটার ঠাকুর আছেন সব ঠিক করে হবে!!

    ফোন নেই আলো নেই সব এয়ারপোর্ট বন্ধ নিউ অরলিন্সের হাই ওয়ে বন্ধ তার ওপর প্যট ডাক্তার তাকে সারক্ষণ এলাকার সবকটি হসপিটালের তদারকি করতে হচ্ছে সে সাউথের পুরো হেলথ সিস্টেমের মাথা !!
    জোন কাঁদ কাঁদ কি হবে আমি কি স্লিপিং পাজামা পরেই আসব পার্টিতে যদি আসতে পারি ?!!

    এখন বলতে খুব মজা লাগছে কিন্তু তখন?! কাকে বলে হাতপা পেটের মধ্যে ঢুকে পড়া! আঝে দুটি দিন ৩০ ৩১ ও ঠাকুর দুদিনে সব ঠিক করে দাও !
    এল শনিবার ! আশীর্বাদের দিন ওদিকের অবস্থা আস্তে আস্তে ভাল হচ্ছে টি ভি নিউজ পেপার এখন আমাদের গীতা নিয়মিত পঠ করছি

    সকাল সাড়ে দশটা প্যাটের ফোন ফিলাডেল্ফিয়া এয়ারপোর্ট থেকে পৌঁছে গেছি , তবে কচি আটকে গেছে সে একটি বড় হাসপাতালের C O O তার হাসপাতাল ছাড়ার উপায় নেই ! প্যাটের গলায় একটু দুঃখ আর আমার মনে হাজার ফুলঝুড়ি ঃ-))))

    ঠাকুর কি মহিমা আহা!

    এদিকে জোনের প্লেন লেট সে নামবে D. C. তে আড়াইটের সময় এবং ছেলের সঙ্গে গাড়ীতে আসবে তিন ঘন্টার রাস্তা পার্টি শুরু সন্ধ্যে সাতটা থেকে তারাও এসে পৌঁছুল সাড়ে ছটায় একেবারে কানট্রি ক্লাবে!!!
    আশীর্ব্বাদ হল নিঁখুত সুন্দর দু জোড়া বাবামা মিলে আহ্লাদে আশিখানা হয়ে প্রাণভরে আশীর্ব্বাদ করল। প্যাট ও জোন প্রতিটি আচার অনুষ্ঠান মন দিয়ে শুনল করল আর তার পর ডিনারের পর জোনের কি নাচ !! আম্মো যোগ দিলেম দুইজনে যে যার আনন্দে নেচেকুঁদে অস্থির!!
    টাই আমি বলিঃ
    ভলটেয়ারবাবু বড় খাঁটি কথা বলেছেন মহায়! অড় খাঁটি!
  • একক | 24.96.117.210 | ১০ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩৩573384
  • আপাতত ১৫ মিনিটের মাথায় যে ভগবান মুখ তুলে চাইলেন এই অনেক :( আমি তো ঘাবড়ে গেসলুম ।
  • rimi | 178.26.205.19 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:০৮573395
  • আরেঃ নিনাদির গল্পটা বেশ মজার তো ঃ-)
  • kiki | 69.93.200.99 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:১৫573406
  • ওয়াও দিদিয়া!!!

    বধাই হো(ঠিক বল্লুম্তো? নইলে যা বলতে চেয়েছি , বুঝে নাও)
  • kumu | 132.160.159.184 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩৪573407
  • মোটেই অমিত বাবুর সব চুল সাদা নয়।
  • de | 190.149.51.66 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৩573408
  • সাদা হলেও বা কি? অমিতবাবু দারুণ হ্যান্ডসাম ঃ))

    নীনাদি -- আরো লেখো, দারুণ লাগছে ঃ))
  • kumu | 132.160.159.184 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৪573409
  • ইয়ে,জোনের হিস্ট্রী রিপিট না হয়,অমিতবাবুর এত ফ্যান,কুমু শুদ্ধু!!

    নীনা,সাবধান করে দিলুম,বন্ধুর কত্তব্য।
  • শ্রাবণী | 127.239.15.104 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৮573410
  • নীনাদি, আরো হোক, দিব্যি লাগছে। ইয়ে, অমিতদার ফ্যান আছে আর নীনাদির নেই নাকি!
  • Reshmi | 129.226.173.2 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৪573411
  • পড়ে মনটা কেমন ফুরফুরে হয়ে গেল নিনাদি ঃ)
  • nina | 78.34.167.250 | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩৩573374
  • হাল্কাচালে নিয়েছিলাম ---দিব্যি ঠাট্টা করছিলাম কিন্তু আজ বেয়ান-বন্ধুর thank you card এর লাস্ট লাইনটা পড়ে মনটা খারাপ হয়ে গেল---মানে মনে হল আহারে ওর ব্যাথাটা নিয়ে আমার এভাবে বলা উচিৎ হয়নি ঃ-( লাস্ট লাইনটা

    "The two of them are a joy to be around because they treat each other with so much love, respect and humour. They are just like you two!

    সত্যি তো ওর কত কষ্ট, তাই না?

    এই যো কুমু
    তুমি নেবে? বরিশালের কাশবন?

    মেয়েগুলোকে --
    বিগ হাগ! মিত্তি গুড় সবকটা! ঃ-))
  • ব্যাং | 132.178.204.139 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১০:২৯573375
  • নীনাদি, আমি শুদ্ধু তোমার একার ফ্যান। মানে অমিতদার নয় একেবারেই।
  • ব্যাং | 132.178.204.139 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১০:৩০573376
  • নীনাদি, আশীর্ব্বাদের গল্প আরো ডিটেলে লেখ না প্লিজ?
  • নেতাই | 131.241.98.225 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৫573377
  • আমি সবার ফ্যান।
    ব্যাংদির ও।
  • ব্যাং | 132.178.204.139 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৭573378
  • যে আজ অব্দি আমাকে নিয়ে একটাও কবিতা লেখে নি অমন নিকম্মা ফ্যান আমার চাই না।
  • siki | 96.96.162.9 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১০:৪২573379
  • অমিতদা এত্তো হ্যান্ডু দেখতে যে শুধু দেখেই ফ্যান হয়ে যাওয়া যায়। তিনশো সাতাত্তরের দরকার পড়ে না :)
  • নেতাই | 131.241.98.225 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১০:৫৭573380
  • ব্যাংদি, তোমাকে নিয়ে স্বয়ং ট্রেসি চ্যাপম্যান গান লিখে গেছেন।
    তাই আর আমি কবিতা লিখিনি।

    But one fine day
    Our problems will be solved
    Bang Bang Bang
    We will shoot him down
  • kumu | 132.160.159.184 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:১১573381
  • নীনা,নাঃ,তোমার পরমধন তোমারি থাক,জন্মে জন্মে,জন্মান্তরে।
    একটি নিয়েই গলদ্ঘর্ম ইঃ
  • de | 190.149.51.68 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৪573382
  • নীনাদি- ছবি দেখেছি ফেসবুকে, তোমার মেয়েটা কি মিষ্টি যে, হাসিটা অপূর্ব, জামাইও ভারী সুন্দর!

    আম্মো বরিশালেল্লোক, কাশবন বলার তীব্বো পোতিবাদ জানিয়ে গেলাম!
  • nina | 22.149.39.84 | ১২ সেপ্টেম্বর ২০১২ ২০:১৩573383
  • হে হে কুমু
    ভয় পেয়ে গেল ঃ-)))
    না গো ঠিক বলেছ--একটি যথেষ্ট!! আর দক্কার চাইনা--বাপ্পা রে বাপ্প!!

    ব্যাং
    লিখব ডিটেলস এ এই ফিউশান বিয়েগুলো--সয়ি অনেক কিছু শেখার মানে সুবিধের জন্য---সময় পেলে বসব আবার।

    দেবু
    ঃ-) আইতে শাল যাইতে শাল কি আমি কইসি?
  • nina | 22.149.39.84 | ১২ সেপ্টেম্বর ২০১২ ২০:১৫573385
  • সিকি
    কি দিলি আটান্না ঃ-)))))
    মাচুপিচুর ছবি দেখলি??
  • siki | 96.98.40.158 | ১২ সেপ্টেম্বর ২০১২ ২০:৩১573386
  • ন তো! লিংকই পেলাম না!
  • siki | 96.98.40.158 | ১২ সেপ্টেম্বর ২০১২ ২০:৪১573388
  • মেল করে লিং দাও। তোমার প্রোফাইল অ্যালবামে কোনও মাচুপিচু নেই।
  • nina | 22.149.39.84 | ১২ সেপ্টেম্বর ২০১২ ২০:৪১573387
  • সেকি ই রে সিকি ! আমার মুখবইতে দিলাম তো! তাহলে বোধহয় ওরা লক করে রেখেছে ঃ-(
  • nina | 22.149.39.84 | ১২ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৭573389
  • আমার পাতয় ওদেরটা শেয়ার করেছিলাম--বাড়ী গিয়ে আবার দেখব--এই হালার আপিশে সব ব্লকড --গুরু ও হল বলে--জীবন পানসে ভ্যাঁ ঃ(
  • kk | 117.3.243.18 | ১২ সেপ্টেম্বর ২০১২ ২১:১০573390
  • নিনাদি'র এই গল্পটা আজ পড়লাম। চমৎকার লিখেছো তো।
  • ব্যাং | 132.172.251.240 | ১২ সেপ্টেম্বর ২০১২ ২২:০৯573391
  • নীনাদি, গল্প শুনব বলে হাঁ করে বসে আছি তো!
  • nina | 22.149.39.84 | ১২ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৬573392
  • ও বেঙি
    বলছি না এই নতুন আপিশ বড় বেয়াড়া--বাড়ী গিয়ে বলব।
  • | 75.255.37.237 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪১573393
  • নিনাদি এখনও বাড়ি পৌঁছাননি !
  • nina | 78.34.167.250 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৪573394
  • হে হে --সরি সরি --দৌড়াদৌড়িতেই প্রাণ ও সময় দুই নাকানি-চোবানি খাচ্ছে-----একটার পর একটা জিনিষ ---
    গাত্রহরিদ্রা ---কনের বাবার ইচ্ছে একেবারে বাঙালী খানাপিনা----ভিয়েন করে ?!
    শখের প্রাণ গড়ের মাঠ---
    কিন্তু মেনে নিলাম বাঙালের মনের জোর! ঠাকুর যোগাড় হল এবার রান্নাঘরে কি হবে? কোথায় বসবে ভিয়েন?
    শুরু হল খোঁজা----বার করে ফেলা হল --এক গুজরাতি মালিকের হোটেল--সেখানে তাকে পটিয়ে ফেলা হল--আমাদের কিচেন দিতে হবে ---

    ঐযে বলেছি ঠাকুর ঠাকুর!! হে অবিশ্বাসীগণ শোনো মন দিয়ে------

    বিয়ে ৩০শে মার্চ ---গায়ে হলুদ হবে দুদিন আগে ২৮সে, কারণ ২৯ শে রিহার্সাল ডিনার তাই সেদিন দুদিক--দুরকম--সামলানো যাবেনা--

    তো এবারে এই দিনটি ২৮ --ঠিক করা হল--এবং গুজরাতি ভদ্রলোক --জয় শ্রী কৃষ্ণার দিন--হোলির holy দিন তাতে এমৎ ব্যাবস্থা--আপ্লুত হলেন---
    রান্নাঘরের দ্বার হল অবারিত আমাদের জন্য!!
    বসবে সেখানে ভিয়েন ---ভাজা হবে ফিশফ্রাই রাঁধা হবে রুই মাছের কালিয়া গড়া হবে দরবেশ!!

    আপাতত--বিয়ের কার্ড কোথায় কি ভাবে হবে তাই নোয়ে চলেছে জোর জল্পনা কল্পনা------

    নোটঃ আমেরিকান আত্মীয় বন্ধুরা বলেছেন আশীর্ব্বাদ/ পাকা দেখা অনুষ্ঠান দেখে ---এত সুনদ্র করে বিয়ে হলে --সে বিয়ে টিকিয়ে রাখা worth এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি ঐ অনুষ্ঠানের
    ঃ-))
  • de | 190.149.51.69 | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:২১573396
  • নীনাদি -- বাকী গপ্পোর কি হলো? তুলে দিলাম --
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন