এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থার আসল নকল

    Biplab Pal
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০১২ | ৪৫১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • biplab pal | 78.33.140.55 | ০৬ অক্টোবর ২০১২ ১০:৩২575465
  • বামপন্থার আসল নকল!
    -বিপ্লব পাল
    অধুনা ভিরমি খাইতেছি। শুধু আমি খাইলেই যথেষ্ঠ নহে, বিমান বোস ও খাইতেছেন। প্রকাশ কারাতের রাজ্য বাধ্যবাধকতা নাই-দিল্লী ফ্ল্যাশব্যাক পাইলেই উনি সিদ্ধ। কংগ্রেসকে না ডোবাইলে, তাহা অপ্রাপ্য, দুঃস্প্রাপ্য। তাই তিনি দিদিকে বামপন্থার সার্টিফিকেট দরাজ হাতে দিতে বাধ্য হইয়াছেন। বিমান বুদ্ধর ধুতির কোলে লুকাইয়া যাহা তিনি পান নাই, মমতার আঁচল ধরিয়া যদি ভবিষ্যতে দিল্লীতে কিছু খুঁটি তৈয়ার হয়। সিপিএম সাইনবোর্ড পার্টি হইবে না ইতিহাসের পাতায় লুকাইবে, ইহা এখনো বলা সম্ভব নহে-কিন্ত মমতার বামমতিতে তাহার সম্ভবনা সুদুরপরাহত নহে।

    কে আসল বামপন্থী, প্রকৃত গরীব দরদি-সে বাগযুদ্ধ স্যোশাল মিডিয়া হইতে প্রিন্ট মিডিয়াতে সর্বত্র দেখিতে পাইতেছি। ইহাতে আমোদিত হইবার যাবতীয় উপাদান মজবুত। ভাবুন, সকালে উঠিয়া দেখিলেন রাস্তার ধারের দুই গাছে দুই বালক মগডালে বসিয়া নিজের ডাল কাটিতেছে, আর নিজেদের মধ্যে কাজিয়া বাধাইতেছে, আমিই শালা আসল কালিদাস। তুই নকল। ইহাতে হাসিতে পারেন, কিন্ত যখন ভাবিবেন রাজ্যভার এই দুই কালিদাসের হাতেই-তখন ইতিহাসে তাকাইলে দেখিতে পাবেন, জ্যোতি বোস নামে এক মহাপূজিত বাঙালী কালিদাসের পুরাকীর্তি হেতু বাঙালী আই টি শিল্পে পুনে ব্যাঙ্গালোর অপেক্ষা শতযোজন পশ্চাতে বসিয়াছে। কারন বাঙালীর ইতিহাসে মহাসন্মানিত এই মহাকালিদাসটি কম্পিউটার মানুষের চাকরি খাবে বলিয়া পশ্চিম বঙ্গের আই টি শিল্পের ডালটি কাটিয়া ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য্য সীমিত ক্ষমতা বলে, দিল্লীর কারাতীয় শৃঙ্খল পরিধান পূর্বক, এই কালিদাসত্ব থেকে উদ্ধার পাইবার চেষ্টা করিতেছিলেন। ফল মিলিতেছিল। পরিসংখ্যান বলিতেছে ২০০১ সাল হইতে ২০০৭ সাল পর্যন্ত পশ্চিম বঙ্গের জিডিপি প্রায় ৯% হারে বাড়িয়াছে যা জাতীয় গ্রোথের ১% বেশি।
    অধুনা কালিদাস-২ এর দ্বিতীয় সংস্করণ বাজারে আসিয়াছেন। এক্ষনে আমাদিগের মহাকালী মা দেবী, বলিতেছেন সাহাবাবু দের রক্ষার্থে বিদেশী বিনিয়োগ আটকাইবেন। সাধু! প্রযুক্তির উন্নতির সামনে কেরানীকুলের চাকরি জ্যোতিবাবু রাজ্যের মগডাল কাটিয়া আটকাইতে পারেন নাই। মমতাদেবীও সাহাবাবুদের বাঁচাইতে পারিবেন না। প্রযুক্তির হাতে তাহাদের শেষের সে দিন সমাগত-যেদিন মোবাইলে এক বাটনের চাপে লোকে ক্রয় বিক্রয় করিবে-গোডাউন থেকে ঘরে বাজার আসিবে ইকমার্স সিস্টেম। ইহাই ইতিহাসের গতি এবং লিখন। ইহাকে আটকাইবে কার সাধ্য? জ্যোতিবাবুর ন্যায় আটকানোর কালিদাসীয় কুনাট্য রচিলে, রাজ্যে ধপাস করিয়া আরেকবার বসিবে। ইহাতে আশ্চর্য্য কি? যে রাজ্যের লোকে মগডালে বসিয়া থাকা কালিদাসদের মহানেতা নেত্রী জ্ঞানে পূজা এবং কালিদাসী ক্রিয়ার ভজনা করিয়া থাকে, তাহাদের ভিন রাজ্যেই চাকরি খুঁজিতে হইবে।
  • কল্লোল | 125.184.48.14 | ০৬ অক্টোবর ২০১২ ১৬:২৯575476
  • তাইলে মোদ্দা হলো জ্যোতি বসু ও মমতা ঝুটা বাম। বুদ্ধ অপ্ল অপ্ল বাম, বিজেপির সংষ্কারবাদীরা জেটলি-শৌরী এরা বেশ বাম। তবে, পোকিত বাম হলো মনুদা ও কং।
    ক্যাবাৎ।
  • biplab | 78.33.140.55 | ০৬ অক্টোবর ২০১২ ১৭:১৫575487
  • না। আসল কথা বামপন্থী ব্যাপারটাই ফালতু। আসলে আমরা সবাই প্রযুক্তির দিক পরিবর্তনের সাথেই পরিবর্তিত হয়০ ঠিক যেমন্টা কার্ল মার্ক্স বলে গেছেন। সেটাই হক কথা।
  • কল্লোল | 111.63.253.139 | ০৬ অক্টোবর ২০১২ ১৯:২৯575497
  • অঃ। তা ফালতুরও আসল নকল হয়। ভাগ্যি গুরু ছিলো, তাই পিছিয়ে পড়ে যাই নি।
  • biplab | 78.33.140.55 | ০৬ অক্টোবর ২০১২ ১৯:৩৫575498
  • ফালতুর আসল নকল নিয়ে মারামারি হয় না?

    আল্লা না গড না ঈশ্বর -এসবের আসল নকল নিয়ে কত রঙ্গ দেখি দুনিয়ায়। বামপন্থাও ঈশ্বরের ন্যায় আরেক ফালতু মিথ, যা সমাজ এবং সভ্যতার জন্যে হানিকর। এগুলি সবই মিথক্রিয়া।
  • কল্লোল | 111.63.253.139 | ০৬ অক্টোবর ২০১২ ১৯:৪৪575499
  • অতিকথাতেও ইতিহাসই কথা বলে। এটা আমার মত।
  • arindam | 69.93.244.48 | ০৬ অক্টোবর ২০১২ ২০:০৪575500
  • বিপ্লব
    আপনি এইরকম জাজমেন্টাল মন্তব্য করেন কী করে বলুন তো? একমাত্র জ্যোতিষরাই এরকম সতত নিশ্চিন্ত থাকে দেখেছি।
    গুরুতে একটু লেখা আছে "স্মরণে শংকর গুহ নিয়োগী' একটু সময় ব্যয় করে যদি পড়েন তা'হলে হয়ত এইরকম আলটপকা মন্তব্য করার আগে দু'বার ভাববেন।
    নন্দন আর চন্দন প্রীতিই বামপন্থার একমাত্র নিদর্শন নয়।
  • biplab | 78.33.140.55 | ০৭ অক্টোবর ২০১২ ০০:৩৩575501
  • শঙ্কর গুহ নিয়োগি শ্রমিক নিবেদিত প্রাণ। মহাপ্রাণ। স্বীকার করলাম।

    কিন্ত তাতে কি? ২০০ বছর বাদে শ্রমিক বলে কিছু থাকবে? ৫০ বছর বাদেই থাকবে না। খনিতে শ্রমিকদের বদলে রোবটরা কাজ করবে। নিয়োগি বাবু মহাপ্রান শ্রমিক দরদি নেতা হিসবে ইতিহাসে স্থান পাবেন-কিন্ত সমাজ ত তার মত করে বদলালো না-সমাজ বদলালো প্রযুক্তির হাত ধরে।

    মার্ক্সবাদের একটা শাখা আছে-যেটার নাম এস টি আর- সায়েন্স এন্নড টেকনলোজি রিভ্যলুশঞ- জন বিপ্লবে বদলে। আমার কাছে সেটাই বৈজ্ঞানিক এবং এক মাত্র ইতিহাস স্বীকৃত পদ্ধতি সমাজ বদলের। কোন জন আন্দোলঞ যদি সমাজ বদলায়, তাহলে মার্ক্সবাদটাই ভুল হয়ে যাবে। কারন মার্ক্সীয় মতে সমাজ বদলায় একমাত্র উৎপাদঞ পদ্ধতির পরিবর্তনে। সৌভাগ্যবত মার্ক্স সঠিক-কারন কোন জন বিপ্লব সমা যে বিবর্তন আনে নি, তা এসেছে এক মাত্র প্রযুক্তির হাত ধরে।
  • Rit | 213.110.243.21 | ০৭ অক্টোবর ২০১২ ০০:৩৭575502
  • এটা বিপ দা কে সাপোর্ট করতে ইচ্ছে করছে।
  • T | 24.139.128.15 | ০৭ অক্টোবর ২০১২ ০১:১০575466
  • ৫০ বছর বাদে খনিতে শ্রমিকদের বদলে রোবটরা কাজ করবে! তার মানে তখন যাবতীয় 'হার্ড' প্রবলেম সলভ হয়ে যাবে! নাহ্‌ বিপ বাবুর মতো আশা বাদী খুব কমই দেখেছি।
  • biplab | 78.33.140.55 | ০৭ অক্টোবর ২০১২ ০৩:২৮575467
  • অনেক খনিতে রোবটরা আলরেডি কাজ করে। আরো বেশি করে করবে। সর্বত্র। যে কাজ মেশিন পারে, সে কাজ মানুষ করবে কেন? মানুষ কবিতা লিখবে, গান করবে, প্রেম করবে, এর ওর পেছনে লাগবে---
  • T | 24.139.128.15 | ০৭ অক্টোবর ২০১২ ০৪:১১575468
  • কলকারখানায় ব্যবহৃত রোবট যদি 'বুদ্ধিমান' না হয়, যদি শুধু পূর্ব নির্ধারিত নির্দেশ অনুযায়ী কিছু রুটিন কাজ করে চলে, অপ্রত্যাশিত ঘটনার মোকাবিলা করতে না পারে, তাহলে তাকে দক্ষ এবং কুশলী নিশ্চয়ই বলা যাবে না। সেসব দিন আসতে ঢের দেরী আছে, এবং বেশ কিছু ক্ষেত্রে সেটি কোনদিনই সম্ভব নয়।
  • bhobishyt | 161.141.84.226 | ০৭ অক্টোবর ২০১২ ০৪:৩৪575469
  • আরে দুদ্দুর, প্রেম করার হ্যাপা কি কম? কোন দুঃখে "তখন" মানুষ খেটেখুটে প্রেম করতে যাবে? মাথায় একটি ইন্টেলি হেলমেট চাপিয়ে সুইচ অন করে এনার্জী সোফায় শুয়ে পড়বে, সমস্ত রকম "প্রেমানুভূতি" গ্যারান্টীড, একেবারে সুদেআসলে। বিফলে মূল্য ফেরত। ঃ-)
  • কল্লোল | 111.62.127.35 | ০৭ অক্টোবর ২০১২ ০৭:১২575470
  • বিপ। মার্কস সম্ভবতঃ লিখেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে উৎপাদনের কাজ করবে যন্ত্র। মানুষ তখন অখন্ড অবসরে শিল্পকলার সৃষ্টিতে ডুবে থাকবে। এখন আর ঠিকঠাক মনে নেই, তবে ঐরকমই কিছু।
    মার্কস ভেবেছিলেন বিজ্ঞান ও প্রযুক্তির ঐ উন্নতির আগেই কমিউনিষ্ট সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। রাষ্ট্র উবে যাবে।
    আজ সাদা কলারের কাজ তো কম্পুতেই করে। তাতে কি সাদা কলারের কাজের লোকেরা অখন্ড অবসর ভোগ করে? নাকি মে দিবসের দাবীকে উত্থিত শিশ্ন দেখিয়ে কাজের ঘন্টার পশ্চাতদেশ মেরে দিয়েছে উৎপাদন উপকরণের মালিকেরা? এখন তো ১২/১৪ ঘন্টা কাজ জলভাত। সেও তো দোকানে। তাপ্পর বড়িতে ফিরেও তো নিস্তার নাই। ল্যাটপট ও নেট কানেকশন সেখানেও আপিসের কাজ এনে ফেলেছে।
    আর কবতে-কালোয়াতি-পেম?
    পড়ুন http://www.gutenberg.org/cache/epub/1696/pg1696.txt
    সময় কম থাকলে, এটাতেও চোখ বোলাতে পারেন
    http://www.guruchandali.com/default/2010/04/19/1271685920212.html - ১ম পর্ব
    http://www.guruchandali.com/default/2010/04/25/1272203027156.html - ২য় পর্ব
  • dukhe | 127.194.249.169 | ০৭ অক্টোবর ২০১২ ১৩:৪২575471
  • রোবটরা কবিতা লিখবে না কেন ? গান গাইতেই বা কী অসুবিধে ? মানুষ নিয়ে হবেটা কী ? রোবটরাই ইকমার্সে ইলিশ কিনে মাইক্রোয় ভাপিয়ে ঢেকুর তুলে দিবানিদ্রা দেবে । মধ্যে গুরুতে চাট্টি পোস্টও করতে পারে ।
  • রোবট | 24.139.128.15 | ০৭ অক্টোবর ২০১২ ১৯:৩৫575472
  • ঘামরা ঘাঙ ঘাই তো। ঘবুদিন ঘাগে ঘেগে ঘাইছি। ঘেমন,

    ঘঁঙো ঘাঁঙঙে কুঁক্ক ঘঁঙা...
  • aka | 85.76.118.96 | ০৭ অক্টোবর ২০১২ ১৯:৪৯575473
  • আরে না না, শিল্প কলা টলা ইত্যাদি নিয়েও চিন্তা ভাবনার দরকার কি?

    মানুষে শুধু ল্যাদ খাবে।

  • sch | 125.242.216.117 | ০৭ অক্টোবর ২০১২ ২০:০৯575474
  • রোবোটদের মেন্টেনান্সও রোবোটরা করবে নাকি।কুড়ি বছর আগে যখন কম্পিউটার ছিল না তখন লোকে আপিস করত আট ঘন্টা আর এখন করে আঠারো ঘন্টা। কিছু লোক তখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরত - এখনো ঘোরে - তাতে সাহিত্য কলার বিশাল কিছু উন্নতি হয়েছে বলে তো মনে হয় না - আগেই বরঞ্চ বেশী উন্নতি হয়েছিল। উল্টে এই রোবট টোবট বেশী হলে শ্রমিক বেচারাদের হাল খারাপ হবে হয়তো - কেরানীরা কম্পিউটার অপারেটার বা ডাটা এন্ট্রি অপারেটার আ জুন্নিয়ার প্রোগ্রামার হতে পারে - কিন্তু নিরক্ষর শ্রমিক দিয়ে রোবট মেন্টেনান্স হবে ? টেকনলজির উন্নতিতে একটাই কাজ হবে আরো হিংস্রতা বাড়বে মানুষের মধ্যে। আরো খুনোখুনি , আরো অসহিষনুতা বেড়ে যাবে - আর কিস্যু হবে না
  • কার্ল মার্ক্স | 148.227.189.9 | ০৭ অক্টোবর ২০১২ ২০:২১575475
  • আমাকে একটু রেহাই দিলে হয় না? অনেক তো হল। মাইরি বলছি, এরম জানলে এক লাইনও লিখতাম না।
  • aka | 85.76.118.96 | ০৭ অক্টোবর ২০১২ ২০:২৩575477
  • ঃ)
  • aka | 85.76.118.96 | ০৮ অক্টোবর ২০১২ ০৬:২৪575478
  • ওয়ান ডে
  • | 127.194.98.97 | ০৮ অক্টোবর ২০১২ ০৮:০৩575479
  • চাপে পড়ে ভদ্রলোক বাংলা শিখে নিলেন । ভাবা যায়? ঃ))
  • /etc/hosts | 131.241.218.132 | ০৮ অক্টোবর ২০১২ ১০:০০575480
  • গরু, থুড়ি, কাউকম কখন আসবে?
  • নেতাই | 131.241.98.225 | ০৮ অক্টোবর ২০১২ ১০:২৯575481
  • চাপে পড়ে বাংলা শিখে নিলেন তবুও টেনে খেলালেন না।
  • /etc/hosts | 131.241.218.132 | ০৮ অক্টোবর ২০১২ ১০:৩৫575482
  • "মানুষ কবিতা লিখবে, গান করবে, প্রেম করবে, এর ওর পেছনে লাগবে---"

    আর ফোরামে ফোরামে "আব্বে আমায় দ্যাখ" মার্কা গোরুর রচনা লিখে যাবে;-)
  • Friedrich | 132.252.251.244 | ০৮ অক্টোবর ২০১২ ১০:৫০575483
  • Jenny war bezaubernd
  • 3Q | 161.141.84.239 | ০৯ অক্টোবর ২০১২ ০১:২৭575484
  • জেনি ওয়ার বেজউবের্ন্দ

    আহা ফ্রীড্রিশ, কী শুনালে, বড়ো শ্রুতিমধুর! ঃ-) কিন্তু এর মানে কী?
  • /etc/hosts | 131.241.218.132 | ০৯ অক্টোবর ২০১২ ০৯:৪১575485
  • গুগুল ট্রান্সলেটে দিয়ে দ্যাখো।
  • kc | 204.126.37.78 | ০৯ অক্টোবর ২০১২ ১০:০৯575486
  • অরিজিৎ এইসব শক্ত শক্ত দুর্বোধ্য কথা কয়ে কি সাইটের মান বাড়াচ্ছ?
  • /etc/hosts | 131.241.218.132 | ০৯ অক্টোবর ২০১২ ১০:১২575488
  • ওইটা মোটেও আমি কই নাই।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন