এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টেস্টিং বিভিন্ন ব্রাউজার এবং ভার্সানে


    অন্যান্য | ০২ অক্টোবর ২০১২ | ১৭২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 127.194.251.236 | ০৩ অক্টোবর ২০১২ ২২:০৮575536
  • ক্রোম দিয়ে দেখছি পোস্ট যায় কিনা।
  • h | 127.194.251.236 | ০৩ অক্টোবর ২০১২ ২২:২০575537
  • যাচ্ছে, নো প্রবলেম।

    পারসোনালি আমি মনে করি না, এই হিউজ কম্বিনেশন পসিবিলিটি শুধু সার্ভার সাইড প্রোগ্রামিং করে সমস্যাটা এলিমিনেট করা যাবে। আমি এই লাইনে কিসু জানি না, তবু এটা মনে হল। ভুল হতে পারে। প্লাটফর্ম গুলো যদি ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি ম্যানেজ না করে, তাইলে সমস্যা। তবে এমনি প্রবলেম সংক্রান্ত বাংলা সার্চ মেরে, পেজ টেজ পড়ে দু চারটে যা পড়লাম, বুঝি নি। ডিবাগার টা চালিয়ে দেখলাম, যে পার্টিকুলার লাইনটায় সমস্যা দেখাচ্ছে, তার মধ্যে শক্ত কিসু পেলাম না, সেটা কোন লাইনটা মনে নেই। আরেকবার আমি দেখবো, আমার বিদ্যেতে আমি আমার সমস্যা মেটাতে পারি কিনা, কারণ আপিসে না থাকলে আমার মনে মহান চিন্তা সমূহ ভিড় করে আসে না;-)

    তবে স্ক্রিপ্টিং টেকনিক এর এমন কি প্রপার্টি জিসি তে ইউজ হয়ে থাকতে পারে, যে বেমক্কা এই সমস্যা তৈরি হল, অথচ, অন্য কোনো সাইট যারা এই স্ক্রিপ্টিং ইউজ করে তাদের সমস্যা হল না, সেইটা চিন্তার।

    টু রি-ইটারেট, আমার কনফিগটা এমন ই ওটা পাতি কনফিগ কম্বি, ওটা সমস্যা সমাধান হলে হবে না হলে না হবে। সম্পাদক বা টেক টিম যেন চাপ না নেন। দ্বিতীয়তঃ আমার অলটারনেটিভ আছে, আমি ফাইন। তবে এই পোস্ট টাকে আমার ইউজার হ্যান্ডলিং এর যে পদ্ধতি এইখানে দেখা গেছে, বিতর্ক যা নিয়ে হয়েছে, তাতে গুরুচন্ডালি র অবস্থানের এনডোর্সমেন্ট হিসেবে না ধরা হলেই ভালো। তবে আমার জাস্ট অ্যাবসার্ড লাগছে, একটা ছোটো টেক টিম, জাস্ট কনফিগ কম্বিনেশন ধরে ধরে কি করে সমস্যা ব্লক করবে বা এলিমিনেট করবে। প্লাটফর্ম গুলোর একটা দায়িত্ত্ব থাকা উচিত, আর টেক টিমের ও অবজেকটিভ রিসার্চ জারি রাখা উচিত, যতক্ষণ না সমস্যার মূলে পৌঁছনো যাছে। টেক এক্সপিরিয়েন্স কারো থাকলে জানাবেন, আমি বহুত শিখতে আগ্রহী হয়ে গেলাম মাইরি, হঠাত করে আসা সমস্যাটা আমাকে কৌতূহলী করছে।
  • প্পন | 190.215.74.204 | ০৩ অক্টোবর ২০১২ ২২:২৯575538
  • বাপ্‌স, রিইটারেট করতে গিয়ে কত কী বলল! ঃ))
  • h | 127.194.251.236 | ০৩ অক্টোবর ২০১২ ২২:৩১575539
  • অরিজিত সমস্যাটা হয়েছিল বলেই তোমাকে ইমেল করেছিলাম। আপিসের মেশিনে সমস্যাটা এখনো আছে। এই টই তে সকলে সমস্যা লগিং করছে বলে আমিও সমস্যাটা লগিং করার উদ্দেশ্যে ইমেল করেছিলাম।

    আমি টেকনিকালি প্রচন্ড কৌতুহলী এটা কেন হল জানার জন্য। ইশান তো আগে কিসু কোড চেঞ্জ করে নি, তাইলে বেমক্কা মাল সমস্যা হল কেন, হলেই বা সেটা কোড চেঞ্জ করে ঠিক করা যাচ্ছে কেন, যদি কোনো কোন কম্বি ঠিক হয়ে থাকে।

    একটু বুঝিয়ো তো, ইমেলে। এখানে হয়তো আমি ছাড়া সব টেকি রাই সমস্যা বুঝতে পারছে, বাজে বোর করে লাভ নেই, আমার লাইন পাতি ভ্যানিলা ও এস আর ডিবি, আমি বুঝতে পারছি না। সোজা করে লিখো।
  • Ishan | 202.43.65.245 | ০৩ অক্টোবর ২০১২ ২২:৪২575540
  • আরে প্রবলেম টার খানিকটা ক্লায়েন্ট সাইডে, খানিকটা সার্ভার সাইডে। আমার ধারণা ব্রাউজারগুলোর কোনো একটা প্যাচ আপডেটের পর থেকে শুরু হয়েছে। নাও হতে পারে।

    নানাজনের নানা ভাবে সেরেছে। আমি একটু পড়াশুনো করছি। একটু সময় পেলেই শেষ দেখে ছাড়ব। ডোন্ট ওরি। :)
  • h | 127.194.251.236 | ০৩ অক্টোবর ২০১২ ২২:৪৫575541
  • নো প্রবলেম, কোন তাড়া নেই। শুধু কি সমস্যা সেটার একটা টেক রিপোর্ট লিখো, পরে সময় পেলে, যাতে শিখতে পারি। যেখানে চেঞ্জ আগে হয় নি, সেখানে চেঞ্জ করলে সমস্যা কাটছে, এটা হয় না তা না, তবে গল্প থাকে, আমার গল্পটা জানার ইচ্ছে। কি এমন জেনেরালিটি তোমার ধরা ছিল না, তাইলে এদ্দিন ফাইন চল্লো কি করে। এগুলো খুব ই জানার ইচ্ছে।
  • h | 127.194.251.236 | ০৩ অক্টোবর ২০১২ ২২:৪৯575542
  • প্যাচ আপডেট নিয়েই আমারো ধারণা, কোন সিকিউরিটি প্যাচ কি সকলে একসঙ্গে দেবে, যদি না সিকিউরিটি লুপ হোলটা নতুন একটা ক্যাটিগরির ম্যালওয়ার থেকে আসে, বা আমাদের আগের স্ক্রিপ্টিং কেই ম্যালওয়ার বলে নতুন করে ক্যাটিগোরাইজ করা হয়, বা লাস্টলি, সি আই এ র চক্রান্ত থাকে ;-) ফর প্রোফাইলিং। যেটাকে এই আপডেটে অ্যাকচুআলি সোজা করা হল। ফর ওয়ান্স আমি শুধুই দ্রি এর পেসনে লাগার জন্য বলছি না, আই অ্যাম জাস্ট টেরিবলি কিউরিয়াস।

    ওকে, নো প্রবলেম, আমার দিক থেকে এখন ওভারল ভাটিয়ালি তে পোস্ট করতে চাইলে কোন টেক প্রবলেম নেই, কারণ বিকল্প (টেক ওনলি) আছে ;-)
  • h | 127.194.226.187 | ০৪ অক্টোবর ২০১২ ০৬:২০575544
  • হয়েছে, নো প্রবলেম দেন।
  • h | 127.194.226.187 | ০৪ অক্টোবর ২০১২ ০৬:২০575543
  • মোৎজিলা ফায়ারফক্স ৩.৬.৩ অন ফেডোরা ১৪ অন পাতি পিসি, সফল হয় কিনা দেখি।
  • | 127.194.97.241 | ০৪ অক্টোবর ২০১২ ০৬:২৯575546
  • পাতি পিসি আবার কি কথা অ্যাঁ?

    পিসি বলে কী মানুষ নয়?
  • h | 127.194.226.187 | ০৪ অক্টোবর ২০১২ ০৬:৪৩575547
  • ;-) আরে এটা অ্যাসেম্বল করা ঃ-))
  • Abhyu | 107.81.90.78 | ০৪ অক্টোবর ২০১২ ০৭:৪৫575548
  • আরে সব পিসিকেই অ্যাসেম্বল করতে হয় - কোন পিসি আর গাছে ফলে? :)
  • | 127.194.100.97 | ০৪ অক্টোবর ২০১২ ১০:১১575549
  • আমার একটা সমস্যা হচ্ছে । ইশেন একটু দেখ প্লিজঃ

    মাঝে মাঝে ভাটিয়ালী বা বা টইপত্তর এ লিখতে গেলে "আপানর নাম " এটা এডিটেবল থাকছ না। তখন অন্য পেজে গিয়ে আবর ফিরে এলে তখন এডিটেবল হচ্ছে।
  • /etc/hosts | 24.99.59.26 | ০৪ অক্টোবর ২০১২ ২০:৪৮575550
  • @বোধি (Date:03 Oct 2012 -- 10:31 PM) - সমস্যাটা কী বা কেন সে সম্পর্কে আমার বিন্দুমাত্র আইডিয়া নেই। যেটা মনে হয়েছে সেটা হল এই ঝামেলাটা মেশিন/ব্রাউজার আপডেটের সঙ্গে রিলেটেড নয়, কারণ আমার যেদিন মেজর/মাইনর ইস্যুটা খাড়া হয়েছে সেদিন ব্রাউজারে কোনো আপডেট হয়নি, মেশিন আপডেট যা কিছু হয়েছে সেগুলো ব্রাউজিং বা নেটওয়ার্ক রিলেটেড নয় আর সেদিনই অফিস ল্যানে দিব্যি পোস্ট করা গেছে।

    সার্ভারেও হয়তো নয় - কারণ সেই সময়েই অন্য অনেকেই পোস্ট করতে পেরেছে।

    গোটা রুটে আপস্ট্রীম কোনো নোডে কিছু অদলবদলের জন্যে? জানি না। হয়তো টাটা ডোকোমো-র গেটওয়ে বা কোথাও কিছু হয়েছিলো...

    কোনোভাবে একটা বিশেষ কম্বিনেশন ক্লিক করে গেছে।
  • h | 127.194.230.162 | ০৫ অক্টোবর ২০১২ ০৬:৪৩575552
  • ও সরি এই খানে লিংক টা এসে গেল।
    অরিজিত তোমার যুক্তি টা আমার পসন্দ হল। কিন্তু এ একেবারে না বের করা অব্দি শান্তি নেই। আমি এখনো আপিস থেকে হ্যাজাতে পারছি না। আপিসে শুধু দুটো টেস্ট বাকি, এক হল একটা নতুন ব্রাউজার দিয়ে দেখা, একটা নতুন মেশিন থেকে দেখা। আমি বাড়িতে ফোটোন থেকেও দেখবো।
  • h | 127.194.226.227 | ০৬ অক্টোবর ২০১২ ০৭:৪৭575553
  • বাড়িতে, ফেডোরা ১৪, উইন্ডোস এক্সপি সব কিছুর উপরেই সব কিছু দিয়ে আই ই ৭, ফায়ার ফক্স কত জেন, ক্রোম সব কিসু দিয়েই লেখা যাচ্ছে।
  • অরিন | 129.224.108.139 | ০৬ অক্টোবর ২০১২ ১০:১৬575554
  • আমাজন কিন্ডলে (ডিভাইস) টাতে গুরুচন্ডালী পড়া যায় না। কিন্ডলে কি ওয়েব ব্রাউজার ব্যবহার করে কে জানে, কিন্তু তাতে গুরুচন্ডালী প্রায় পড়া যায় না, আকার একার ইকার আগে পরে আসে। কিন্ডল ফায়ারের সিল্ক ব্রাউজার টেস্ট করিনি, কিন্তু কিন্ডল টাচ বা আমার ধারণা এমনি কিন্ডলেও পড়া যাবে না।
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১১:০৩575555
  • আমার অপিস থেকে আর আই ই ৮, উইন্ডোজ ৭ এর সমস্যা হচ্চে না। লিখতে পারছি। ঝগড়াও করতে পারছি ;-) এটা কি করে সারলো আর কি হয়েছিল, কিছু বুঝলাম না।
  • | 132.248.183.1 | ০৯ অক্টোবর ২০১২ ১১:১২575557
  • "ভেতর থেকে ব্যবস্থা " করে দেওয়া হয়েছে ঃ)))
  • lcm | 34.4.162.218 | ০৯ অক্টোবর ২০১২ ১১:১৯575558
  • টেস্ট
  • test | 34.4.162.218 | ০৯ অক্টোবর ২০১২ ১১:২০575559
  • টেস্ট
  • lcm | 34.4.162.218 | ০৯ অক্টোবর ২০১২ ১১:২২575560
  • আচ্ছা, মেজর/মাইনর প্রবলেমটা কি তিনটে কলের যে কোনো টা থেকেই আসছে - গুগল লেআউট, গুরুচন্ডালি লেআউট, নিজস্ব সফটওয়্যার -- নাকি কোনো বিশেষ একটা থেকে আসছে।
  • /etc/hosts | 131.241.218.132 | ০৯ অক্টোবর ২০১২ ১১:২৪575561
  • গুগুল লেআউটটা দেখিনি, কিন্তু বাকি দুটো থেকেই আসছিলো (যখন আসছিলো)
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:২৪575562
  • বাকি দুটো। কিন্তু প্রবলেম সল্ভ হবার পরে আমি বিমর্ষ, এটা পৃথিবীর আরেকটি প্রবলেম, যেটা আমার ভূমিকা ছাড়াই ঠিক হয়ে গেল।
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:২৫575563
  • তবে ল্যালা বনাম না-সাধারণ এই ডিবেট এখনো বাকি ;-)
  • প্পন | 190.215.117.3 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:২৯575564
  • কিস্যু ঠিক হয়নি। প্রক্সি চেঞ্জ করে আমার আপিসের নেটওয়ার্কে ঢুকলেই এরর দিচ্ছে। আর তিনটে কলেই দিচ্ছে।
  • h | 213.99.212.53 | ০৯ অক্টোবর ২০১২ ১৬:৪৮575565
  • কিন্তু আমার প্রক্সি চেঞ্জ হয়েছে কিনা বুইতে পারছিনা, গেটওয়ে শুধু চেঞ্জ হয়েছে কিনা, দেখে বলতে হবে। আমার আগের করা পোস্টের সংগে আই ফাই পি আলাদা দেখাচ্ছে কি? আমার সেটিং বা পিং রেজাল্ট কিসু আলাদা পাচ্চি না। আগে জে দি এইচ সি পি সেটিং এখনো তাই, নট শো ই ং প্রক্সি। প্রক্সি দিয়ে আমাদের ঢোকা বারণ আনলেস ম্যান্ডেটেড, রুটিং অন্যভাবে করা আছে।
  • aksH | 116.209.111.231 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৪৭575566
  • gugal leaaut
  • aksH | 116.209.111.231 | ০৯ অক্টোবর ২০১২ ১৭:৪৮575568
  • গুচলেআউট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন