এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রিকেটে সর্বকালের সর্বশেষ্ঠ অলরাঊন্ডারঃ কে,কারা এবং কেন?

    ব্
    অন্যান্য | ২৩ নভেম্বর ২০১২ | ১৭৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্ | 116.51.139.195 | ২৩ নভেম্বর ২০১২ ১৯:১৯576657
  • আমার পছন্দের ৬ঃ

    ১। সোবার্স
    ২। বোথাম
    ৩। ইমরান
    ৪।কপিল
    ৫। হ্যাডলি
    ৬। ক্যালিস

    অন্য নাম আসুক।
  • গান্ধী | 213.110.243.22 | ২৩ নভেম্বর ২০১২ ১৯:৪৫576668
  • অ্যাডাম গিলক্রিস্ট
  • | 116.51.139.195 | ২৩ নভেম্বর ২০১২ ১৯:৫৬576679
  • না বল আর ব্যাট দুটো করতে হবে।
  • ঊমেশ | 90.254.147.148 | ২৩ নভেম্বর ২০১২ ২০:২৬576690
  • গান্ধী ঠিকই লিখেছে, কীপার রা বল করবে কি করে?
    তাই কিপিং আর ব্যাটিং নিয়ে অলরাউন্ডার বলা হয়।
  • | 116.51.139.195 | ২৩ নভেম্বর ২০১২ ২১:০২576701
  • কিন্তু ট্রাডিশন্যাল অলরাউন্ডার বলতে ব্যাট আর বল ই বোঝায়।

    আচ্ছা গিলি থাক । আরো নাম আসুক।
  • | 116.51.139.195 | ২৩ নভেম্বর ২০১২ ২১:০৮576712
  • আমার অর্ডার এই রকমঃ

    ১। ক্যালিস (বেস্ট ব্যাট। বল ও বেশ ভালো করে )
    ২। বোথাম ( ব্যাট বলে সমান)
    ৩। কপিল (( ব্যাট বলে সমান)
    ৪।ইমরান (বলে বেশী বিপদ্জনক কপিলের থেকে,কিন্তু ব্যাটে কপিল এগিয়ে)
    ৫। হ্যাডলি ( বোলিং এ সবার সেরা, কিন্তু ব্যাটিং খারাপ)
    ৬। সোবার্স।( সর্ব কালের সেরা অল রাউন্ড বলা হয়। কিন্তু ২৬ টা সেঞ্চুরি,৮০৩২ রান আর ২৬৫ টা উইকেট নিয়ে সেটা বলা যায় কি?

    আলোচনা চলুক
  • গান্ধী | 213.110.243.21 | ২৩ নভেম্বর ২০১২ ২১:১৩576723
  • টই-এর নামে ট্র্যাডিশনাল নেইঃ)

    টেস্ট-ওয়ান ডে আলাদা করা উচিত, ওয়ান ডে'র কিছু স্পেশালিস্ট সেরা অলরাউন্ডার আছে

    ক্রিস কেয়ার্ন্স
    স্টিভ ওয়া
    সনৎ জয়সুরিয়া
  • | 116.51.139.195 | ২৩ নভেম্বর ২০১২ ২১:১৭576729
  • রাইট।

    একদম ঠিক ঃ))
  • ঊমেশ | 90.254.147.148 | ২৩ নভেম্বর ২০১২ ২১:৫৮576730
  • ব্রতীন, তোমার প্রথম লিস্টটা অনেকটা ঠিক ছিল, শুধু কালিস বাদে।
    কালিস কে দুই করে বাকি গুলো এক ঘর নামিয়ে দিলেই লিস্টটা আমার মনের মতো হয়ে যাবে।

    তবে ওয়ান-ডে হলে লিস্ট পুরো বদলে যাবে।
  • | 116.51.139.195 | ২৩ নভেম্বর ২০১২ ২২:০৮576658
  • মানে ক্যালিস থাকবেই না। নাকি সোবার্স ১ নম্বরে?
  • দেব | 233.29.202.12 | ২৩ নভেম্বর ২০১২ ২২:২৮576659
  • আমার খুব প্রিয় বিষয়। প্রচুর গবেষণা করে থাকি এই নিয়ে।
    শুধু মাত্র ব্যাট-বল করা ক্লাসিক্যাল টেষ্ট অলরাউন্ডার দের মধ্যে আমার মতে সেরা উনিশ জনের নাম দিচ্ছি | লিস্টের অর্ডার টা ক্রিকইনফোর স্টাটিসটিকস এর ওপর নারকম ফরমূলা ইত্যাদি লাগিয়ে করা :) , যেমন ব্যাটিং বোলিং গড় এর তফাত, সেঞ্চুরি আর ফাইভ-ফর এর জন্যে কত ম্যাচ, ম্যাচ এ টোটাল কন্ট্রি (উইকেট * ২০ = রান ধরে), ইত্যাদি।
    কোনো কোয়ালিটেটিভ ব্যাপার নেই, যেমন ম্যাচ উইনিং পারসেন্টেজ, বিদেশে পারফর্মান্স, ইত্যাদি।
    যোগ্যতামান : টেস্টে কমপক্ষে ২০০০ রান আর ১০০ উইকেট
    ১। ইমরান খান
    ২। ইয়ান বোথাম
    ৩। গ্যারি সোবার্স
    ৪। জাক কালিস
    ৫। কপিল দেব
    ৬। রিচার্ড হ্যাডলি
    ৭। কিথ মিলার (অস্ট্রেলিয়া)
    ৮। ক্রিস কেয়ার্নস
    ৯। শন পোলক
    ১০। টোনি গ্রেগ
    ১১। রিচি বেনো
    ১২। ড্যানিয়েল ভেত্তরী
    ১৩। ভিনু মানকাড়
    ১৪। রবি শাস্ত্রী
    ১৫। এন্ড্রু ফ্লিনটফ
    ১৬। ট্রেভর গডার্ড (সাউথ আফ্রিকা)
    ১৭। উইলফ্রেড রোডস (ইংল্যান্ড) - ইনি ই একমাত্র ব্যাক্তি যিনি প্রথম শ্রেনীর ক্রিকেটে ১০০০ রান, ১০০০ উইকেট আর ১০০০ ক্যাচ নিয়েছেন
    ১৮। ট্রেভর বেইলী (ইংল্যান্ড)
    ১৯। ওয়াসিম আক্রম (বিতর্কযোগ্য - ঠিক অলরাউন্ডার পদবাচ্য নন)

    মাইক প্রক্টর (সাউথ আফ্রিকা) আসতে পারলেন না লিস্ট এ স্রেফ ৭ টি টেষ্ট খেলেন নি বলে। নইলে যা পড়েছি, উনি প্রথম দশের মধ্যে আসেন।
    অব্রে ফকনার (সাউথ আফ্রিকা) জাস্ট ওপরের ক্রাইটেরিয়াটায়ে আটকাচ্ছেন।
    ওপরের ক্রাইটেরিয়া অনুযায়ী দুজন বাদ - চামিন্ডাবাস আর কার্ল হুপার।

    ফ্লিনটফকে আমি মনে করি আমাদের জমানার এখনো পর্যন্ত শেষ রোমান্টিক অলরাউন্ডার। যে ৬ নম্বরে ব্যাট করবে, হার্ড হিটার হবে, ফাস্ট বল করবে, আর যে কোনো মুহুর্তে ম্যাচের মর ঘুরিয়ে দেবে - ব্যাট বা বল এ।

    এক্সটেন্ডেড ডেফিনিশনে গিলক্রিস্ট, জন্টি রোডস, বাউচার, ধোনি - অনেক নাম যোগ হতে পারে।
  • গান্ধী | 213.110.243.21 | ২৩ নভেম্বর ২০১২ ২২:৩২576660
  • নো ধোনি প্লিইইজ্জ্জ।।।।

    দেব যে দেখছি গুরুর ক্রিকইনফো!!!
  • দেব | 233.29.202.12 | ২৩ নভেম্বর ২০১২ ২২:৪৫576661
  • এ ছাড়াও মন্টি নোবল, ফ্রান্ক উলি ইত্যাদি 'গোল্ডেন এজ অফ ক্রিকেটের'কিছু খেলোয়ার আছেন যাঁদের প্রথম শ্রেনীর পরিসংখ্যান খুব ভালো, কিন্তু টেষ্ট এ সেরকম নয়। অনেকটা ভিক্টর ট্রাম্পারের মতো আর কি, কিম্বদন্তী :)
    আবার এপার্থেডের জন্যে টেষ্ট ক্রিকেট অনেককেই দেখতে পায় নি যাঁরা কাউন্টি ক্রিকেট বা অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে কাপিয়েছেন - যেমন, মাইক প্রক্টর আর ক্লাইভ রাইস।
    ওয়েস্ট ইন্ডিজের লিয়েরে কনস্টান্টিন বা অস্ট্রলিয়ার আলান ডেভিডসন ও দ্বিতীয় যুদ্ধের আগে পরের মধ্যে নামকরা। যদিও ব্যাটিং পরিসংখ্যান ততটা বলে না।
  • দেব | 233.29.202.12 | ২৩ নভেম্বর ২০১২ ২২:৫১576662
  • :)
    আসলে পুরোনো অনেক কে নিয়েই অনেক জায়গায় গল্পকথা পাই। কিন্তু স্টাটিসটিকস দেখলে মনে হয় তালে আর ইরফান পাঠান বা আব্দুর রাজ্জাক কি দোষ করলো? :)
  • গান্ধী | 213.110.243.21 | ২৩ নভেম্বর ২০১২ ২৩:০০576663
  • যাদের খেলা দেখিনি তাদের নিয়ে তর্কেই আমি যাইনা।। তখনকার রেকর্ড আর এখনকার মধ্যে হাজার মাইলের তফাত
  • প্পন | 190.215.114.72 | ২৩ নভেম্বর ২০১২ ২৩:০৯576664
  • আর কিছুদিন ওয়েট করলে শেন ওয়াটসন এই লিস্টে ঢুকে যাবে মনে হয়।
  • aka | 85.76.118.96 | ২৩ নভেম্বর ২০১২ ২৩:৪০576665
  • এ দেখি লিস্টিতে রবি শাস্ত্রীও আছে। কি কাণ্ড। দেবের ফর্মূলাটা কি?
  • গান্ধী | 213.110.243.21 | ২৪ নভেম্বর ২০১২ ০০:০৫576666
  • কোনো ফর্মুলা ধরলে এরকম কিছু নাম আসবেই। বিস্ময়বালকও এসে যেতে পারে লিস্টিতে।।। আর এখানে বেশীরভাগের খেলা দেখিনি। খালি রেকর্ডের খাতা খুলে আর গল্প শুনে তাদের সেরা বলি
  • aka | 85.76.118.96 | ২৪ নভেম্বর ২০১২ ০০:০৯576667
  • শচীনের বোলিংয়ের হাত তো খুবই ভালো। ঠিক করে বল করলে খারাপ হত না। একই লোক অফব্রেক, লেগব্রেক, গুগলি, ফ্লিপার, সুইং বোলিং খুব বেশি লোক করতে পারে না।

    একটু বেশিদিন খেলে ফেলল। এই যা। গাভাসকরের ক্রিকেট বোধের ওপর আস্থা রাখা উচিত ছিল শচীনের।
  • aranya | 154.160.98.31 | ২৪ নভেম্বর ২০১২ ০০:২৬576669
  • টনি গ্রেগ, ইডেনে মুনিং, বল করত কি, আমার কেমন শুধু ব্যাটিং-ই মনে পড়ছে। ক্রিক-ইনফোতে যেতে ইচ্ছে করছে না, দেব কনফার্ম করুন।
  • কৃশানু | 213.147.88.10 | ২৪ নভেম্বর ২০১২ ০০:৪২576670
  • গ্রেগ বল করত, সিওর।
  • aranya | 154.160.98.31 | ২৪ নভেম্বর ২০১২ ০০:৪৭576671
  • অফ ব্রেক করত বোধ হয়, খুব আবছা মনে পড়ছে।
  • দেব | 233.29.202.186 | ২৪ নভেম্বর ২০১২ ০১:৫২576672
  • গ্রেগ মিডিয়াম পেস বল করতেন বলে পড়েছি। এখন কর্কটাক্রান্ত ।
    হ্যাঁ শাস্ত্রী বোলার হিসেবেই টিমে ঢুকেছিলেন, বেদীর জায়গায় বোধ হয়, কলেজে ঢুকেই।
    দু জনেরই শ' দেড়েক করে উইকেট আছে। টেষ্ট পিছু দু-আড়াইটে করে।
    আসলে এইসব পরিসংখ্যানের মুশকিল হচ্ছে জেনেরালাইজ কিছু করা বেশ চাপ। যেমন টেষ্ট পিছু কমপক্ষে দুটো উইকেট একটা ভালো রুল হতে পারে। কিন্তু তাতে শাস্ত্রীর সঙ্গে সঙ্গে কালিস ও বাদ পড়ে যাবেন।

    আমি যাদের খেলা দেখেছি তাদের মধ্যে কালিস আর কেয়ার্নস দারুণ। কিন্তু আমার পক্ষপাতিত্ব ফ্লিনটফের প্রতি। আশির দশকের সেই চারজনের সেরা উত্তরসুরী। কিন্তু ধারাবাহিকতা ছিলো না।

    কিছুদিন আগে এই সময় এ স্যার রিচার্ড হ্যাডলির একটা চমত্কার মন্তব্য পড়লুম :
    "আশির দশকের ক্রিকেটের মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল। সেটা ছিল অলরাউন্ডারদের যুগ।" :)
  • deb | 233.29.202.186 | ২৪ নভেম্বর ২০১২ ০২:০৪576673
  • সময় আর ইন্টারেস্ট থাকলে ভালো টাইমপাস .. নানারকম আছে, ঘেঁটেঘুঁটে দেখতে পারেন .. :)

    http://static.espncricinfo.com/greatestallrounder/
  • প্পন | 190.215.55.53 | ২৪ নভেম্বর ২০১২ ০২:১১576674
  • আরেক অ্যান্ড্রুও বেশ ভালো অলরাউন্ডার ছিল। সাইমন্ডস।
  • প্পন | 190.215.55.53 | ২৪ নভেম্বর ২০১২ ০২:১৩576675
  • আর মনে পড়ছে হ্যান্সি ক্রোনিয়ের কথা। ট্র্যাজিক চরিত্র।
  • cb | 99.231.114.21 | ২৪ নভেম্বর ২০১২ ০৩:০১576676
  • সোবার্স ক্রিকেটের মাঠে এক্জন মানুষ যা করতে পারে, সবই পারতেন, বোধহয় কীপিং ও। ফিল্ডার হিসেবে সর্বকালের অন্যতম সেরা। ওনার চেয়ে বড় কিছু ক্রিকেটের মাঠে অন্তত পা রাখেনি।
  • গান্ধী | 213.110.243.21 | ২৪ নভেম্বর ২০১২ ০৯:৪১576677
  • আমার দেখা সেরা অলরাউন্ডারের লিস্টে কালিস, কেয়ার্ন্স আর ফ্লিন্টফ।

    জয়সুর্য আসবে খালি ওয়ানডে হলে আর একজন হ্যান্সি ক্রোনিয়ে - শুরুর দিকে ভালো বল করত, পরের দিকে বলটা কাটিয়ে দিয়েছিল।
  • | 116.51.151.166 | ২৪ নভেম্বর ২০১২ ১০:১৭576678
  • দেব অনেক ধন্যবাদ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে।

    ১। কুম্বলে ৬০০+ উইকেট, আর এতগুলো টেস্ট খেলে ১০০০+ রান হয়েন যাবে? একট ৮৯ অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেনে মনে আসছে। ও ই মাঠে ছিলাম। প্রশ্ন হল কুম্বলে কি বোলার না অলরাউন্ডার?

    ২। হরভজন সিংহের ৪০০+, ৩ টে সেঞ্চুরি।( নাকি ২ টো)। হরভজন কে কি অলরাউন্ডার বলা যাবে?

    মানে বোলিং আর ব্যাটিং টা মোটামুটি সমান হলে আমরা অলরাউন্ডার বলতে চাই ছি। না হলে বোলিং অলরাউন্ডার বা ব্যাটিং বলতে পারি।
  • প্পন | 190.215.36.219 | ২৪ নভেম্বর ২০১২ ১১:২০576680
  • গান্ধীর লিস্টে ক্রিস হ্যারিস নেই? আর আব্দুল রাজ্জাক?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন