এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • নলিনী বেরা - এর লেখালেখি

    Somnath
    বইপত্তর | ১৪ নভেম্বর ২০১২ | ৬১৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • সৈকত | 212.54.74.119 | ১৪ নভেম্বর ২০১২ ০৯:৪৩577127
  • ৫-৬ টা গল্প পড়েছি। একটা গল্প ভাল লেগেছে, "মেখলীগঞ্জে তিস্তাপাড়ে"। গল্প পড়লেও পড়তে পারি, "শবরচরিত" মনে হয় না পড়ব।
  • T | 24.139.128.15 | ১৪ নভেম্বর ২০১২ ১৫:২২577138
  • ওঁর প্রথম বই 'ভাসান', দ্বিতীয় 'শবরপুরাণ'। সাঁওতাল লোধা ইত্যাদি সম্প্রদায় নিয়ে লেখালেখি বহুদিনের। তাও প্রায় ২৭-২৮ বছর আগে থেকে। আনন্দ থেকে বেরিয়েছিল 'এই এই লোকগুলো'... প্রথম গল্প সংকলন। সম্প্রতি করুণা থেকে বেরিয়েছে পঞ্চাশটি গল্পের সংকলন। ভূতজ্যোৎস্না সবথেকে ভাল লেগেছে।
  • i | 134.171.52.45 | ১৪ নভেম্বর ২০১২ ১৭:৪১577149
  • প্রতিক্ষণের আধুনিক ছোটগল্প গ্রন্থমালা সিরিজের ২৬ তম বইটি ছিল নলিনী বেরার দশটি গল্পের সংকলন।
    'আমার লেখালেখি'তে নলিনী বলছেন-
    'যে জায়গায় জন্মেছি তার ভূগোল ভূ প্র্কৃতি অবহাওয়া জলবায়ু মানুষজন, সবই কেমন যেন অদ্ভূতূড়ে। অন্তত আমার কাছে। সেখানকার নদনদী পাহাড় টিলা বন-ডুংরি বট অশ্বত্থ-ধ -আসন-চল্লা-চুরচু-শাল-পিয়াশাল গাছেরা আমার সঙ্গে কথা বলে, হাঁটে। এমনকী, ভাদু-মহুল-কুচলা, ইত্যাদি বিশেষ বিশেষ গাছে যে সমস্ত ভূত থাকে, সেই সমস্ত ভূতেরাও কতদিন বাঁশের বনে আমার সঙ্গে পা ছড়িয়ে বসে ছুরি দিয়ে বাঁশের কলম চাঁছতে সাহায্য করেছে। উপদেশ দিয়েছে, এই করো সেই করো, তবেই কলমের ডগাল খুব ছুঁচোল হবে।'
    লিখেছেন, ' এখানকারই যূবতী বধূ বনডুংরির ধারে গভীর রাতে ধনুকের মতো শরীর উলটে চার হাত পায়ে জন্তুর মতো হেঁটে, কপালে জ্বলন্ত প্রদীপ রেখে চরে বেড়ায়। ঘাস নয়। গু খায়। ফাঁকা মাঠে মরা মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করা সেনির বা আঁশ-পালনার ভাত-মাংস খিদের জ্বালায় খেয়ে ফেলেছে ছেলে, তার বাপ তাই গালে হাত দিয় ভেবে কূল কিনারা পাচ্ছে না, মরা মানুষের ভাত জ্যান্ত মানুষের পেটে গেলে সে-মানুষ কি বাঁচে না? মেয়েরা হাটে বাজারে গ্রামে গঞ্জে কুরকুট পটম অর্থাৎ ডিমওলা লাল পিঁপড়ের চাক বিক্রি করে। তেল-নুন মাখিয়ে শিলে বেটে , পাতায় মুড়ে, ঊস্ত পোড়ার মতো পুড়িয়ে খায়। খেতে বেশ, টকটক ঝালঝাল...
    তো, এরা সবাই আমার আত্মীয়, বড় আপনার জন্ন। এদের ছেড়ে, শহরে এসে , মাঝে মাঝেই মনে হত, তারা সব কোথায় পড়ে আছে একলা বিচ্ছিন্ন দ্বীপে।লেখার ভিতর দিয়ে সেই দ্বীপের সঙ্গে, সেইসব মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, দেখা হয়, একটু আধটু কথাও বলি। মানুষ তো ঘুমিয়ে ঘুমিয়েও কথা বলে, সেই আর কী। '
  • i | 134.171.52.45 | ১৪ নভেম্বর ২০১২ ১৭:৪৮577160
  • পোস্ত পোড়ার মতো পুড়িয়ে খায়।
    প্রচুর টাইপো হচ্ছে। চোখ ভরা ঘুম, পাতাভরা টাইপো। কাল আবার চেষ্টা করব।
  • tatin | 127.197.66.241 | ১৪ নভেম্বর ২০১২ ২৩:২৮577169
  • খুব বেশি লেখা পড়িনি। ওনার ছেলে আমাদের সঙ্গে ক্লাস ফাইভে পড়ত। খুব ভাল বন্ধুত্ব হয়েছিল। তিতাসের থেকে ওর বাবার বই একটা নিয়েছিলাম, ক্লাস ফাইভেই। খুব একটা ভাল লাগেনি তখন।
  • .... | 127.194.196.21 | ১৫ নভেম্বর ২০১২ ০১:৩৬577170
  • স্যাম্পেলঃ (অনুগ্রহ করে এইগুলো পড়ে লেখকের সামগ্রিক লেখালেখি সম্বন্ধে ধারণা গড়ে তুলবেন না, বিবলিওগ্রাফি ক্রমেই আসছে, পড়ে দেখবেন)

    আকাশদীপ - বিশ্বায়ন-এর বিশেষ সংখ্যা। এই লেখাগুলো পড়তে ইন্টারনেট এক্সপ্লোরার বা আই-ই ট্যাব ব্যবহার করতে পারেন। ফায়ারফক্স এ ঠিকঠাক না ও আসতে পারে। প্রয়োজনে সাইট থেকে ফন্ট খুঁজে নামাতে হতে পারে।

    তথ্যচিত্র - শারদীয়া ১৪১৪
    http://www.viswayan.com/akash/sarod1414/nalini_pn07.asp

    যৌবনমেলা - শারদীয়া ১৪১৬
    http://www.viswayan.com/akash/pujo1416/nalini_akashpujo1416.asp
  • T | 24.139.128.15 | ১৫ নভেম্বর ২০১২ ১৪:৫৮577171
  • তাতিন!!!...:O...কি আশ্চর্য! কি আশ্চর্য! তবে ওটা ক্লাস ফাইভ নয়, ফোর হবে। দমদম কিশোরভারতী স্কুল, ছোটবাড়ী। তখন তোকে বাবার লেখা বই দিয়েছিলুম নাকি, আঁ...আমি কিছুতেই মুখ মনে করতে পারছি না।
  • তাতিন | 127.197.65.0 | ১৫ নভেম্বর ২০১২ ২২:৪৩577172
  • লেঃ কী কাণ্ড! তিতাস! ফোর হতেই পারেন, কারণ আমি ফাইভে কিশোরভারতীতে আসি। ফেসবুকে আছিস?
    আমার মুখ না মনে পড়ারই মতন।
  • ন্যাড়া | 132.172.177.245 | ১৫ নভেম্বর ২০১২ ২৩:২৬577173
  • সুরেএএএশ রমেএএএশ ...

    গুরুচন্ডালিতে এইটেই বাকি ছিল। এবার দোকান-টোকান বন্ধ করে বাড়ি চলে গেলেই হয়।
  • | 60.82.180.165 | ১৬ নভেম্বর ২০১২ ০০:১৩577128
  • বাপরে!:))))))))))))))))))))))
  • .... | 127.194.200.57 | ১৬ নভেম্বর ২০১২ ০০:৫৮577129
  • তিতাস,
    একটু নলিনী বেরার বিবলিওগ্রাফিটা করে দেবেন? ফর্ম্যাটের জন্যে অভিজিৎ সেনের থ্রেড টা দেখতে পারেন।

    http://www.guruchandali.com/default/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content545#.UKTEpWc1bMA

    আমি ওঁর কোনো বই কিনে পড়িনি এখনো। যেটুকু আমার হিসেবে আছে দিয়ে দিলাম, এটাকে অনুগ্রহ করে যদি ক্রোনোলজিকালি সম্পূর্ণ করে দিতে পারেন, উপন্যাস, গল্প সংকলন, প্রবন্ধ সংকলন - এইভাবে, খুব ভালো হয়।

    ভবিষ্যৎ পঠকের জন্যে রইলঃ-

    তিরিয়ো আঁড়বাশি - প্রতিক্ষণ
    দালানের পায়রাগুলি - - ২০১২
    নলিনী বেরার ছোটোগল্প - প্রতিক্ষণ - ১৯৯৮
    কুসুমতলা - দে'জ পাবলিশিং -
    এই এই লোকগুলো - দে'জ পাবলিশিং -
    অপৌরুষেয় - দে'জ পাবলিশিং -
    ইরিনা ও সুধন্যরা - আনন্দ পাবলিশার্স - ১৯৯৪
    দশটি গল্প - পরশপাথর - ২০০৯
    পঞ্চাশটি গল্প - করুণা প্রকাশনী - ২০১১
    মোদের গরব মোদের পরব - করুণা প্রকাশনী -
    ভূতের বাপ - দি সী বুক এজেন্সি -
    শাল মহুলের প্রেম - মডার্ন কলাম -
    চোদ্দমাদল - দে'জ পাবলিশিং - ২০০৩
    দুই ভুবন - দে'জ পাবলিশিং - ২০০৫
    শ্রেষ্ঠ গল্প - করুণা প্রকাশনী - ২০০৩
    হোম গার্ডের জামা - করুণা -
    শবর চরিত - করুণা - ২০০৫ (দে'জ - ২০০৯) (অখন্ড)
    ফুলকুসুম - করুণা -
    সে অছে অপেক্ষা করে - করুণা -
    জয়ের জন্য একটি পালক - করুণা -
    ঈশ্বর কবে আসবে - প্রতিক্ষণ - ১৯৯৬
    হলুদ বনের টুসু - প্রতিক্ষণ - ১৯৯৫
    নাকফুল - মডার্ন কলাম - ১৯৯৮

    শারদীয়া প্রতিদিন - ২০১২ - গল্প - নুয়াসাহীর বটতলা
    শারদীয়া প্রতিদিন - ২০০৭ - গল্প - আবারও ইন্দ্রনাথ শ্রীকান্ত
    শারদীয়া একুশ শতক - ২০০৭ - উপন্যাস - সুবর্ণরেখা সুবর্ণরেনু
    শারদীয়া একুশ শতক - ২০০৯ - গল্প - ঝরাপালক
    শারদীয়া একুশ শতক - ২০১১ - গল্প - নিষিদ্ধ খামারবাড়ি
    শারদীয়া একুশ শতক - ২০১০ - গল্প - পাথরের সেপাই
    শারদীয়া আজকাল - ২০১০ - গল্প - ছেঁড়া কুড়চির মালা
    শারদীয়া আজকাল - ২০০৯ - গল্প - মহাপ্রস্থানের পথে অথবা ছোটো বকুলপুরের যাত্রী
    শারদীয়া আজকাল - ২০১১ - গল্প - মানুষজনেরা
    শারদীয়া আজকাল - ২০১২ - গল্প - বেওয়াড়িশ
    শারদীয়া -শহর - ২০১০ - গল্প - পাত্থর কা সিপাহি
    শারদীয়া আগামি - ২০১২ - গল্প - অপারেশন সুনিগড়ম -
  • 3Q | 161.141.84.239 | ১৬ নভেম্বর ২০১২ ০২:৩১577130
  • এরপরে অবশ্যই কোনো গুণীজন একটা গল্প বা উপন্যাস লিখবেন, "তিতাস-তাতিন।" হি হি ঃ-)
    এনারা নিজেরাই লিখতে পারেন অবশ্য, যৌথপ্রকল্প। ঃ-)
  • Rit | 213.110.246.230 | ১৬ নভেম্বর ২০১২ ০২:৫৪577131
  • পার্ট ওয়ানঃ তিতাস কোনও নদীর নাম নয়!
    পার্ট টুঃ তাতিন তোমার নামটা তাতিন হল কেন?
  • 3Q | 161.141.84.239 | ১৬ নভেম্বর ২০১২ ০৩:০১577132
  • তিতাস তাতিন
    নাচে ধিন ধিন,
    সেই নাচ দেখে
    হাসে টিনটিন।
  • T | 24.139.128.15 | ১৬ নভেম্বর ২০১২ ১৪:১১577133
  • অদ্ভুত! এতদিন পর পুরোনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হয়ে গেলে এত খোরাকের কি আছে বুঝলুম না। যাক গে,
    @... বইগুলো ক্রোনোলজিকালি সাজানোর জন্য সাল তারিখগুলো আমার ঠিক মনে নেই। একটু সময় দিতে হবে। 'এই এই লোকগুলো' আনন্দ থেকে বেরিয়েছিল বোধহয়। 'ইরিনা ও সুধন্যরা' নয়, ওটা 'ইরিনা এবং সুধন্যরা' হবে। সম্প্রতি বাড়ী ফিরে দেখলাম ছোটদের জন্যও কিছু লিখেছেন। পড়ে দেখিনি অবশ্য। সম্পূর্ণ লিস্টি পেতে একটু সময় লাগবে। 'হোমগার্ডের জামা' কি করুণা থেকে বই হয়ে বেরিয়েছে? যদ্দুর মনে পড়ছে ওটা বহুকাল আগে সাপ্তাহিক বর্তমানে প্রকাশিত হয়েছিল। ছোটোগল্প।

    @Rit. ঃ) 'তিতাস কোনো নদীর নাম নয়' সামরান হুদা লিখে ফেলেছেন। আর 'তাতিন তোমার নামটা' ইত্যাদির হদিস চন্দ্রবিন্দু দিয়ে গেছে আগেই।।
  • Rit | 213.110.246.230 | ১৬ নভেম্বর ২০১২ ২৩:১৭577134
  • আহা আমি কোট ই করছিলাম। ঃ)
  • 3Q | 161.141.84.239 | ১৭ নভেম্বর ২০১২ ০১:৫৫577135
  • তিতাস, প্লীজ ভুল বুঝবেন না। খুব ভালো লেগেছিলো আসলে, এই আকস্মিক যোগাযোগের গল্প। কী অপ্রত্যাশিতভাবে বহু বছরের পুরানো বন্ধুকে পেয়ে গেলেন একজন, অথচ এতদিন এখানে লেখালিখি করেন দুইজনেই, ঘুণাক্ষরেও ভাবেন্নি যে এই সেই বন্ধু! সেটাই বোঝাতে গেছিলাম রেস্পন্সে।
    ভালো থাকবেন। রি-ইউনিয়ন শুভ হোক।
  • update | 69.160.210.2 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৭577136
  • সে অছে অপেক্ষা করে - করুণা - হবে, যে আছে অপেক্ষা করে - করুনা (৫০)
    শবরচরিত অখন্ড - করুনা (৫০০) - বঙ্কিম পুরস্কার

    পঞ্চাশটি গল্প - করুণা প্রকাশনী - (৩৫০)
    হোম গার্ডের জামা - করুণা -(৬০)
    ফুলকুসুম - করুণা -(৫০)
    জয়ের জন্য একটি পালক - করুণা -(৬০)
  • Abhyu | 190.215.35.92 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৬577137
  • তুলে দেওয়া গেল
  • Ranjan Roy | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২১577139
  • আমার মাথা ঘুরছে। ওপরের কোন বইগুলি নেটে পাওয়া যাবে? কোনগুলো কলেজস্ট্রীট ডট কম বা কারও থ্রুতে কেনা যাবে?
    ভূতজ্যোৎস্না কোন সংকলনটিতে আছে?
    আসলে সিআর পার্ক-১ দিল্লিতে আনন্দের আউটলেট আছে; সেখান থেকে নিতে চাইছি।
  • সিকি | 165.136.80.37 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৪577140
  • উটির মালিক জয়ন্ত ঘোষালের মিসেস :) বললে হয় তো আনিয়ে দেবে - তবে খবদ্দার আমার নাম করবেন না।

    ইয়ে, সিআর পার্ক-১ টা কী জিনিস? সিআর পার্ক তো একটাই।
  • Ranjan Roy | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫১577141
  • সিকি,
    মানে মার্কেট-১!
  • T | 24.100.142.6 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৬577142
  • রঞ্জনদা, দেজ পাবলিশিং থেকে প্রকাশিত। নলিনী বেরার সেরা পঞ্চাশটি ছোটোগল্প। ওতে পাবেন।
  • ধুত্তোর | 75.19.167.131 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৭577143
  • আপনারাও যেমন ! গিরিশ ঘোষ ভাল অভিনয় করতেন, পুরু রাজা তেড়ে যুদ্ধ করতেন, রামক্রিষ্ণ ভগবান দেখতেন - এ সবের সঙ্গে বিজ্ঞানের কি ?
    গুরু দেখি রামক্রিষ্ণের নামে পাগল ! অশোকবাবু একটি ঢিল ছুঁড়ে দিলেন, ব্যস লাও জলঘোলা । ভ্যাজর ভ্যাজর ভ্যাজর ।
  • ranjan roy | 132.162.116.133 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৫577144
  • T,
    ধন্যবাদ। এবার পেয়ে যাব।
  • BCP | 69.160.210.3 | ১৩ অক্টোবর ২০১৬ ১০:৫৭577145
  • T এর জন্য তুললাম।
  • T | 165.69.191.249 | ০৫ নভেম্বর ২০১৬ ১২:১৪577146
  • প্রকাশিত ও প্রকাশিতব্য বইগুলোর বিবলিওগ্রাফি...

    ১. ভাসান (উপন্যাস), নয়ন পাবলিশার্স, ১৯৮১
    ২. শবরপুরাণ (উপন্যাস), রক্তস্বাক্ষর পাবলিকেশন, ১২, ১৯৮২
    ৩. খালাস (উপন্যাস), রক্তস্বাক্ষর পাবলিকেশন, ১৯৮৭
    ৪. এই এই লোকগুলো (গল্পগ্রন্থ), আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ, ১৯৯২
    ৫. ইরিনা এবং সুধন্যরা (উপন্যাস), আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ, ১৯৯৪
    ৬. অপৌরুষেয় (উপন্যাস), প্রতিক্ষণ পাবলিকেশনস, ১৯৯৪
    ৭. হলুদ বনের টুসু (উপন্যাস), প্রতিক্ষণ পাবলিকেশনস, ১৯৯৫
    ৮. যে আছে অপেক্ষা করে (উপন্যাস), করুণা প্রকাশনী, ১৯৯৬
    ৯. নলিনী বেরার দশটি গল্প (গল্পগ্রন্থ), প্রতিক্ষণ পাবলিকেশনস, ১৯৯৮
    ১০. শবরচরিত ১ম পর্ব (উপন্যাস), করুণা প্রকাশনী, ১৯৯৮
    ১১. শবরচরিত ২য় পর্ব (উপন্যাস), করুণা প্রকাশনী, ১৯৯৯
    ১২. শবরচরিত ৩য় পর্ব (উপন্যাস), করুণা প্রকাশনী, ২০০০
    ১৩. শবরচরিত ৪র্থ পর্ব (উপন্যাস), করুণা প্রকাশনী, ২০০১
    ১৪. শবরচরিত অখন্ড (উপন্যাস), করুণা প্রকাশনী, ২০০৫
    ১৫. শ্রেষ্ঠগল্প (গল্পগ্রন্থ), করুণা প্রকাশনী, ২০০৩
    ১৬. চৌদ্দমাদল (উপন্যাস), দেজ পাবলিশিং, ২০০৩
    ১৭. ঈশ্বর কবে আসবে (উপন্যাস), প্রতিক্ষণ পাবলিকেশনস, ১৯৯৫
    ১৮. হোমগার্ডের জামা (গল্পগ্রন্থ), করুণা প্রকাশনী, ২০০৪
    ১৯. ফ্রি স্কুল স্ট্রিটের ফেরিওয়ালা (উপন্যাস), টিচার্স বুক এজেন্সী, ২০০৩
    ২০. জয়ের জন্য একটি পালক (প্রবন্ধ সংকলন), করুণা প্রকাশনী, ২০০৮
    ২১. নাকফুল (উপন্যাস), মডার্ণ কলাম, ১৯৯৮
    ২২. কুসুমতলা (গল্পগ্রন্থ), দেজ পাবলিশিং, ২০০৯
    ২৩. পঞ্চাশটি গল্প (গল্পগ্রন্থ), করুণা প্রকাশনী, ২০১১
    ২৪. দুই ভুবন (উপন্যাস), দেজ পাবলিশিং, ২০০৫
    ২৫. সেরা পঞ্চাশটি গল্প (গল্পগ্রন্থ), দেজ পাবলিশিং, ২০১৫
    ২৬. রোদনের ভাষা (প্রবন্ধ সংকলন), একুশ শতক, ২০০৯
    ২৭. সে জানে শুশনিপাতা (কাব্য গ্রন্থ), মহুল প্রকাশনী, ২০০৫
    ২৮. দশটি গল্প (গল্পগ্রন্থ), পরশপাথর, ২০০৯
    ২৯. অমৃত কলস যাত্রা (উপন্যাস), দেজ পাবলিশিং, ২০১৩
    ৩০. এপার গঙ্গা ওপার গঙ্গা (উপন্যাস), দেজ পাবলিশিং, ২০১৪
    ৩১. ভৌত খামার (উপন্যাস), মিত্র ও ঘোষ পাবলিশার্স, ২০১৪
    ৩২. কতদূরে আছো সূবর্নরেখা (কাব্যগ্রন্থ), করুণাময়ী, ২০০৯
    ৩৩. কাটাঘুড়ির রঙ (উপন্যাস), একুশ শতক, ২০১১
    ৩৪. শালমহুলের প্রেম (উপন্যাস), মডার্ন কলাম, ২০১১
    ৩৫. ঝিঙাফুল কাঁকুড়ফুল (উপন্যাস), গল্পসরনি, ২০১৩
    ৩৬. ভালবাসার বাসাবদল (বড়গল্প সংকলন), মহুল প্রকাশনী, ২০০৫
    ৩৭. একুশটি গল্প (গল্পগ্রন্থ), ন্যাশনাল বুক ট্রাস্ট অব ইন্ডিয়া, ২০১৬
    ৩৮. মাটির মৃদঙ্গ (উপন্যাস), দেজ পাবলিশিং, ২০১৬
    ৩৯. জোন থার্টি (উপন্যাস), দেজ পাবলিশিং, ২০১৬
    ৪০. ভূতপুরাণ ও গুণীন বৃত্তান্ত (রম্যরচনা সংকলন), কারিগর, ২০১৬
    ৪১. একটি তারা দুটি তারা, কোন তারাটি আরাঝারা (উপন্যাস), সোপান ২০১৬
    ৪২. সুবর্ণরেণু সুবর্ণরেখা (উপন্যাস), দেজ পাবলিশিং, প্রকাশিতব্য
    ৪৩. ভূতের বাপ (গল্পগ্রন্থ), মহুল প্রকাশনী, ২০০৫
    ৪৪. লোধাশবর লোককথা (গল্প গ্রন্থ), বিজয়ন প্রকাশনী, ২০০২
    ৪৫. দীঘি তার মাঝখানটিতে (গল্পগ্রন্থ), করুণা প্রকাশনী, ২০০৩
    ৪৬. তিরিয়ো আড়বাঁশি (উপন্যাস), প্রতিক্ষণ পাবলিকেশনস, ২০১৩
    ৪৭. দালানের পায়রাগুলি (উপন্যাস), পরম্পরা, ২০১২
    ৪৮. কুসুমতলা (উপন্যাস), দেজ পাবলিশিং ২০০৬
    ৪৯. মোদের গরব মোদের পরব (গল্পগ্রন্থ), করুণা প্রকাশনী ২০০৪
    ৫০. ফুলকুসুম (উপন্যাস), করুণা প্রকাশনী, ২০০২
  • T | 165.69.191.249 | ০৫ নভেম্বর ২০১৬ ১২:২৩577147
  • BCP কোন গল্প কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটা খুঁজে বার করতে একটু সময় লাগবে। আরেকটু বেশীদিনের জন্য বাড়ি ফিরলে তখন হতে পারে।
  • h | 212.142.75.66 | ০৫ নভেম্বর ২০১৬ ১২:৩০577148
  • অনেক অনেক ধন্যবাদ, আদ্যপান্ত পড়তে চাই, দেখি কি ভাবে হয়।
  • | 37.63.158.99 | ০৫ নভেম্বর ২০১৬ ১২:৪৬577150
  • হ্যাঁ্রে শবরপুরাণ কি এখন পাওয়া যায়? আমি সেই উচ্চমাধ্যমিকের পর পড়েছিলাম। আবছা মনে পড়ছে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন